এস.এস.সি ইসলাম শিক্ষা অধ্যায় - ৫: আদর্শ জীবনচরিত (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ৫: আদর্শ জীবনচরিত (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২০১. হযরত উসমান রূমা কূপটি ক্রয় করেন কত মূল্য দিয়ে?
Ο ক) ১৮ হাজার দিনারে
Ο খ) ৩৫ হাজার দিরহামে
Ο গ) ৩৫ হাজার রিয়ালে
Ο ঘ) ৪০ হাজার টাকায়
 সঠিক উত্তর: (ক)

 ২০২. মহানবি (স) সকল মুসলিমের মিলন কেন্দ্র হিসেবে মুদিনায় নির্মাণ করলেন-
Ο ক) কাবাঘর
Ο খ) মসজিদে নববি
Ο গ) মসজিদে আমান
Ο ঘ) শাহী মসজিদ
 সঠিক উত্তর: (খ)

 ২০৩. “আমি জ্ঞানের শহর আর আলি তার দরজা”- এটি কার বাণী?
Ο ক) হযরত মুহাম্মদ (স)
Ο খ) আল্লাহ তায়ালার
Ο গ) হযরত উমর (রা)
Ο ঘ) হযরত উসমান (রা)
 সঠিক উত্তর: (ক)

 ২০৪. মাতৃভূমিকে কেউ আক্রমণ করলে আমরা তখন -
Ο ক) আত্মরক্ষা করবো
Ο খ) সহযোগিতা করবো
Ο গ) প্রতিরোধ গড়ে তুলবো
Ο ঘ) দেশত্যাগ করবো
 সঠিক উত্তর: (গ)

 ২০৫. জুননুন মিসরি কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক) সিরিয়ায়
Ο খ) মিসরে
Ο গ) ইরাকে
Ο ঘ) আবিসিনিয়ার
 সঠিক উত্তর: (খ)

 ২০৬. রাসুল (স) হিজরতের সময় আবু বকর (রা) কে সাথে নেওয়ার কারণ-
i. হযরত আবু বকর (রা) ছিলেন অত্যন্ত জ্ঞানী তাই
ii. হযরত আবু বকর (রা) ছিলেন বিশ্বস্ত
iii. হযরত আবু বকর (রা) ছিলেন দায়িত্ব সচেতন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ২০৭. ‘বায়তুল হিকমাহ’ কোথায় অবস্থিত?
Ο ক) রোমে
Ο খ) পারস্যে
Ο গ) বাগদাদে
Ο ঘ) মদিনায়
 সঠিক উত্তর: (গ)

 ২০৮. শৈশবকালে দুধ ভাইয়ের জন্য এক স্তন রেখে দিয়ে রাসুল (স) দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছিলেন-
Ο ক) শান্তি ও সমৃদ্ধির
Ο খ) ন্যায় ও ইনসাফের
Ο গ) আদর ও ভালোবাসার
Ο ঘ) স্নেহ ও মমতার
 সঠিক উত্তর: (খ)

 ২০৯. কত বছর বয়সে উসমান (রা) ইসলাম গ্রহণ করেন?
Ο ক) ৩০
Ο খ) ৩২
Ο গ) ৩৩
Ο ঘ) ৩৪
 সঠিক উত্তর: (ঘ)

 ২১০. মুসলিম বিজ্ঞানীদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ দৃষ্টি বিজ্ঞানী ছিলেন?
Ο ক) উমর খৈয়াম
Ο খ) আবুল কাসেম জাহরাবি
Ο গ) নাসিরুদ্দিন তুসি
Ο ঘ) ইবনে হায়সাম
 সঠিক উত্তর: (ঘ)

 ২১১. ইসলামের দুুর্দিনে কে অকাতরে প্রচুর সম্পদ দান করে সম্পদের হক আদায় করেছিলেন?
Ο ক) হযরত আবু বকর (রা)
Ο খ) হযরত উমর (রা)
Ο গ) হযরত আলী (রা)
Ο ঘ) হযরত উসমান (রা)
 সঠিক উত্তর: (খ)

 ২১২. কত বছর বয়সে মহানবি (স) তাঁর দাদাকে হারান?
Ο ক) ৮ বছর
Ο খ) ৬ বছর
Ο গ) ৫ বছর
Ο ঘ) ৯ বছর
 সঠিক উত্তর: (ক)

 ২১৩. হযরত উমর (রা) এর বোনের নাম কী ছিল?
Ο ক) কুলসুম
Ο খ) হাফসা
Ο গ) আসমা
Ο ঘ) ফাতিমা
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৪. কোন যুদ্ধের সময় হযরত আবু বকর (রা) তাঁর সকল সম্পদ নবি (স) এর দরবারে হাজির করেন।
Ο ক) তাবুক
Ο খ) খন্দক
Ο গ) বদর
Ο ঘ) ওহুদ
 সঠিক উত্তর: (ক)

 ২১৫. ‘সিদ্দীক’ অর্থ কী?
Ο ক) ইমানদার
Ο খ) আমানতদার
Ο গ) বিশ্বাসী
Ο ঘ) সত্যবাদী
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৬. মসজিদে নববীর উত্তর-পূর্ব দিকের উঁচু স্থানে মহানবি (স) যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তার নাম কী ছিল?
Ο ক) বায়তুল আরকাম
Ο খ) সুফফা
Ο গ) মাদরাসাতুন নবি
Ο ঘ) বায়তুল ইলম
 সঠিক উত্তর: (খ)

 ২১৭. হযরত উমর (রা) এর চরিত্রে কিসের অপূর্ব সংমিশ্রণ ঘটেছিল?
Ο ক) কোমলতা ও সত্যবাদিতার
Ο খ) কোমলতা ও কঠোরতার
Ο গ) মায়া ও দানের
Ο ঘ) কঠোরতা ও ন্যায়পরায়ণতার
 সঠিক উত্তর: (খ)

 ২১৮. কোন ‍যুদ্ধ পাঁচ বছর স্থায়ী ছিল?
Ο ক) বদর যুদ্ধ
Ο খ) ফিজারের যুদ্ধ
Ο গ) ওহুদ যুদ্ধ
Ο ঘ) কোনো যুদ্ধই না
 সঠিক উত্তর: (খ)

 ২১৯. ধর্মের ব্যাপারে রাসুল (স) এর নির্দেশনা ছিল-
i. ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা
ii. নেতার আনুগত্য করা
iii. ইসলাম ছাড়া অন্যান্য ধর্মের চর্চা করতে না দেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ২২০. নিম্নের কোন গ্রন্থটি আলোক বিজ্ঞান বিষয়ে প্রসিদ্ধ ছিল?
Ο ক) আল-কানুন ফিত-তিব্ব
Ο খ) কিতাবুল মানাযির
Ο গ) সিদ্ধান্ত
Ο ঘ) কিতাবুল জিবার
 সঠিক উত্তর: (খ)

 ২২১. কাবাঘরে কয়টি মূর্তি স্থাপন করেছিল?
Ο ক) ৩৩০ টি
Ο খ) ৩৪০ টি
Ο গ) ৩৫০ টি
Ο ঘ) ৩৬০ টি
 সঠিক উত্তর: (ঘ)

 ২২২. হযরত আবু বকর (রা) কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
Ο ক) ৫৭৩ খ্রিস্টাব্দে
Ο খ) ৫৭০ খ্রিস্টাব্দে
Ο গ) ৬২২ খ্রিস্টাব্দে
Ο ঘ) ৬৭০ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (ক)

 ২২৩. মহানবি (স) শান্তিকামী উৎসাহী যুবকদের নিয়ে কী গঠন করেন?
Ο ক) শান্তি কমিটি
Ο খ) হিলফুল ফুযুল
Ο গ) ফিজার সন্ধি
Ο ঘ) হারবুল ফিজার
 সঠিক উত্তর: (খ)

 ২২৪. আরাফাতের ময়দানে রাসুল (স) এক যুগান্তকারী ভাষণ দিয়েছিলেন। এ ভাষণে কী নির্দেশ ছিল?
Ο ক) মানুষ কীভাবে হজ করবে
Ο খ) বিশ্বমানবতার সকল দিক-নির্দেশনা
Ο গ) মানুষ কীভাবে পরকালীন কল্যাণ লাভ করবে
Ο ঘ) মানুষ কীভাবে আর্থসামাজিক উন্নয়ন ঘটাবে
 সঠিক উত্তর: (খ)

 ২২৫. জাহেলি যুগের আরব সমাজ নিরক্ষর ও অজ্ঞ থাকলেও সাংস্কৃতিক দিক দিয়ে তারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিল । কারণ -
i. তারা কবিতা রচনা করত
ii. বাগ্মিতায় তাদের পান্ডিত্য ছিল
iii. তারা অতিথিপরায়ণ ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ২২৬. ‘যুলফিকার’ কিসের নাম?
Ο ক) গ্রন্থের নাম
Ο খ) তলোয়ারের নাম
Ο গ) স্থানের নাম
Ο ঘ) যুদ্ধের নাম
 সঠিক উত্তর: (খ)

 ২২৭. সামাজিক অশান্তি দূর করার জন্য যুবকদের নিয়ে সমিতি বা দল গঠন করলে-
i. সামাজিক শান্তি স্থিতিশীল হবে
ii. সন্ত্রাস দূর হবে
iii. অন্যায় অত্যাচার থাকবে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৮. ইমাম গাযযালি (রা) মুসলিম বিশ্বে কী নামে পরিচিত?
Ο ক) আলফে সানী
Ο খ) হুজ্জাতুল ইসলাম
Ο গ) সুফি
Ο ঘ) ওলী
 সঠিক উত্তর: (খ)

 ২২৯. ‘দারুল আরকাম’ কে গড়ে তোলেন?
Ο ক) মহানবি (স)
Ο খ) খলিফা মামুন
Ο গ) হযরত আবু বকর (রা)
Ο ঘ) হযরত উমর (রা)
 সঠিক উত্তর: (ক)

 ২৩০. শিশু বয়স থেকে হযরত আলি (রা) কার সঙ্গে লালিত-পালিত হন?
Ο ক) হযরত আবু বকর (রা)
Ο খ) হযরত যায়িদ বিন সাবিত (রা)
Ο গ) হযরত মুহাম্মদ (স)
Ο ঘ) হযরত আনাস (রা)
 সঠিক উত্তর: (গ)

 ২৩১. কোন খলিফার আমলে সমগ্র কুরআন মজিদকে গ্রন্থাকারে একত্রিত করা হয়?
Ο ক) হযরত ইসমান (রা)
Ο খ) হযরত আবু বকর (রা)
Ο গ) হযরত উমর (রা)
Ο ঘ) হযরত আলি (রা)
 সঠিক উত্তর: (খ)

 ২৩২. ‘কামুস দুর্গ’ কোথায় অবস্থিত?
Ο ক) মদিনায়
Ο খ) ইরাকে
Ο গ) সিরিয়ায়
Ο ঘ) খায়বারে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৩. তৎকালীন আরবের অধিকাংশ লোকের জীবিকা ছিল-
Ο ক) ব্যবসায়
Ο খ) চাকরি
Ο গ) কৃষিকাজ
Ο ঘ) মেষচারণ
 সঠিক উত্তর: (ক)

 ২৩৪. দর্শনশাস্ত্রে সর্বাধিক উল্লেখযোগ্য ব্যক্তি কে?
Ο ক) ইবনে জারির
Ο খ) আল-খারেযমী
Ο গ) ইমাম গাযযালি (রা)
Ο ঘ) ইবনে আবু রুশদ
 সঠিক উত্তর: (গ)

 ২৩৫. ‘কিতাবুল জিবার’ গ্রন্থখানি কোন বিষয়ের ওপরে রচিত?
Ο ক) রসায়ন
Ο খ) গণিত
Ο গ) চিকিৎসা
Ο ঘ) পদার্থ
 সঠিক উত্তর: (খ)

 ২৩৬. আতিক কার উপাধি?
Ο ক) হযরত আবু বকর (রা)
Ο খ) হযরত উমর (রা)
Ο গ) হযরত ইসমান (রা)
Ο ঘ) হযরত আলী (রা)
 সঠিক উত্তর: (ক)

 ২৩৭. বিশ্বমানবতার শান্তির দূত কে?
Ο ক) হযরত আদম (আ)
Ο খ) হযরত দাউদ (আ)
Ο গ) হযরত মুসা (আ)
Ο ঘ) হযরত মুহাম্মদ (স)
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৮. ফিজার যুদ্ধের ভয়াবহতা দেখে মুহাম্মদ (স)- অন্তর-
i. করুণ হয়ে ওঠে
ii. অস্থির হয়ে ওঠে
iii. কেঁদে ওঠে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ২৩৯. মহানবি (স) এর দুধভাই কে ছিলেন?
Ο ক) সাইফুল্লাহ
Ο খ) খালিদ বিন ওয়ালিদ (রা)
Ο গ) যায়িদ বিন সাবিত (রা)
Ο ঘ) আবদুল্লাহ বিন মাসউদ (রা)
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪০. ‘ম্যাগনিফাইং গ্লাস’ কে আবিষ্কার করেন?
Ο ক) নিউটন
Ο খ) ইবনে সিনা
Ο গ) আবু বকর আল-রাযি
Ο ঘ) হাসান ইবনে হায়সাম
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪১. কার চরিত্রে কোমলতা ও কঠোরতার সংমিশ্রিত ছিল?
Ο ক) হযরত আবু বকর (রা) এর
Ο খ) হযরত আলি (রা) এর
Ο গ) হযরত উমর (রা) এর
Ο ঘ) হযরত উসমান (রা) এর
 সঠিক উত্তর: (গ)

 ২৪২. মসজিদে নববী কখন জ্ঞান-বিজ্ঞান চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়?
Ο ক) হিজরতের পর
Ο খ) মক্কা বিজয়ের পর
Ο গ) মহানবি (স) এর ইন্তিকালের পর
Ο ঘ) আব্বাসীয় খিলাফতকালে
 সঠিক উত্তর: (খ)

 ২৪৩. কোন মুসলিম মনীষী অঙ্কশাস্ত্রে বিশ্ববিখ্যাত ছিলেন?
Ο ক) আল - বিরূনী
Ο খ) আল তাবারি
Ο গ) আল-খারেযমী
Ο ঘ) আল-মুকাদ্দাসী
 সঠিক উত্তর: (ক)

 ২৪৪. ‘সিদ্ধান্ত’ গ্রন্থখানি কোন বিষয়ের ওপর রচিত?
Ο ক) জ্যোতিষশাস্ত্র
Ο খ) গণিতশাস্ত্র
Ο গ) ভূগোলশাস্ত্র
Ο ঘ) রসায়নশাস্ত্র
 সঠিক উত্তর: (ক)

 ২৪৫. রাফিদ হযরত আলি (রা) এর মত সুন্দর জীবনযাপন করতে চায়। এ ক্ষেত্রে তার প্রধান কাজ হলো-
i. ইসলামি জ্ঞানচর্চা করা
ii. প্রয়োজনে সংসার ত্যাগ করা
iii. পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ২৪৬. হযরত খাদিজা (রা) রাসুল (স) কে দেখে মুগ্ধ হয়েছিলেন তাঁর-
i. ন্যায়পরায়ণতার জন্য
ii. সত্যবাদিতার জন্য
iii. অসাধারণ সৌন্দর্যের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ২৪৭. রসায়নশাস্ত্রে কার অবদান বেশি?
Ο ক) আল-বিরুনী
Ο খ) আল - খারেযমী
Ο গ) উমর খৈয়াম
Ο ঘ) জাবির ইবন হাইয়্যান
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৮. কত হিজরিতে হুদায়বিয়ার সন্ধি স্থাপিত হয়?
Ο ক) চতুর্থ
Ο খ) পঞ্চম
Ο গ) ষষ্ঠ
Ο ঘ) সপ্তম
 সঠিক উত্তর: (গ)

 ২৪৯. কোন গোত্র ফিজার যুদ্ধ অন্যায়ভাবে কুরাইশদের ওপর চাপিয়ে দিয়েছিল?
Ο ক) তাইম গোত্র
Ο খ) কাইস গোত্র
Ο গ) বনুতামিম গোত্র
Ο ঘ) ফিজার গোত্র
 সঠিক উত্তর: (খ)

 ২৫০. ফিজার যুদ্ধ কখন হয়েছিল?
Ο ক) রমযান মাসে
Ο খ) শাওয়াল মাসে
Ο গ) নিষিদ্ধ মাসে
Ο ঘ) মহররম মাসে
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post