ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ৫: আদর্শ জীবনচরিত (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. খাদিজা (রা) এর বিশ্বস্ত কর্মচারীর নাম কী ছিল?
Ο ক) মাইসারা
Ο খ) হালিমা
Ο গ) আবু তারিব
Ο ঘ) বহিরা
সঠিক উত্তর: (ক)
২৫২. হিলফূল ফুযুল নামক সংঘের উদ্দেশ্য ছিল-
i. অত্যাচারীকে প্রতিরোধ করা
ii. শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করা
iii. রাজনৈতিক সমস্যার সমাধান করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
২৫৩. খায়বারের সুরক্ষিত কামুস দুর্গ কে জয় করেন?
Ο ক) হযরত খালিদ বিন ওয়ালিদ (রা)
Ο খ) হযরত হামজা (রা)
Ο গ) হযরত আলি (রা)
Ο ঘ) হযরত উমর (রা)
সঠিক উত্তর: (গ)
২৫৪. কোন গ্রন্থটি চিকিৎসাস্ত্রের বাইবেল?
Ο ক) আল-কানুন আল-মাসউদী
Ο খ) কিতাবুল জিবার
Ο গ) কিতাবুল মানাযির
Ο ঘ) কানূন ফিত্ তিব্ব
সঠিক উত্তর: (ঘ)
২৫৫. হযরত মুহাম্মদ (স) কোথায় ধ্যানমগ্ন থাকতেন?
Ο ক) হেরা গুহায়
Ο খ) সাওর গুহায়
Ο গ) বৃক্ষতলায়
Ο ঘ) উহুদ পর্বতের চূড়ায়
সঠিক উত্তর: (ক)
২৫৬. গণিতশাস্ত্রের জনক বলা হয়
Ο ক) উমর খৈয়ামকে
Ο খ) আবু বকর আল-রাযিকে
Ο গ) মুসা আল-খাওয়ারেযমিকে
Ο ঘ) হাসান ইবনে হায়সামকে
সঠিক উত্তর: (গ)
২৫৭. মেষ পালক বালকদের জন্য রাসুল (স) উত্তম আদর্শ ছিলেন কেন?
Ο ক) তাদের কাজে সহযোগিতা করতেন বলে
Ο খ) তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন বলে
Ο গ) তাদেরকে খাবার এনে দিতেন বলে
Ο ঘ) তাদেরকে কাজের ব্যবস্থা করে দিতেন বলে
সঠিক উত্তর: (খ)
২৫৮. শিক্ষা বিস্তারে মুসলমানদের অবদান -
Ο ক) নতুন নতুন স্কুল প্রতিষ্ঠা
Ο খ) লেখনিতে দক্ষতা বৃদ্ধি
Ο গ) জ্ঞান-বিজ্ঞানের সকল শাখার বিকাশ
Ο ঘ) কুরআন ও হাদিস শিক্ষা বিস্তার
সঠিক উত্তর: (গ)
২৫৯. উমর খৈয়াম উদ্ভাবিত পঞ্জিকাটির নাম কী?
Ο ক) জিলালুল তারিখ
Ο খ) তারিখুল জিলালী
Ο গ) আল-তারিখ জালালী
Ο ঘ) কিতাবুল মানাযির
সঠিক উত্তর: (গ)
২৬০. কে সুফিবাদকে ইসলাম ধর্মে সুপ্রতিষ্ঠিত করেছেন?
Ο ক) ইবনে জারির তাবারি
Ο খ) আলী তাবারি
Ο গ) ইমাম গাযযালি (রা)
Ο ঘ) আবু বকর আল-রাযি
সঠিক উত্তর: (গ)
২৬১. বীজগণিতের সর্বপ্রথম আবিষ্কারক কে?
Ο ক) আল-মাসউদি
Ο খ) আল-খাওয়ারেযমি
Ο গ) আল-তাবারি
Ο ঘ) আল- বিরুনী
সঠিক উত্তর: (খ)
২৬২. কারা হুদায়বিয়ার সন্ধির চুক্তি ভঙ্গ করে?
Ο ক) কুরাইশরা
Ο খ) মুসলমানরা
Ο গ) ইহুদিরা
Ο ঘ) খ্রিষ্টানরা
সঠিক উত্তর: (ক)
২৬৩. বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে?
Ο ক) আবু জাফর
Ο খ) খালিদ বিন ওয়ালিদ
Ο গ) হযরত আলি (রা)
Ο ঘ) তালহা বিন জুবায়ের
সঠিক উত্তর: (গ)
২৬৪. জাবির ইবনে হাইয়্যান কত সালে ইন্তিকাল করেন?
Ο ক) ৮১৫
Ο খ) ৮১৬
Ο গ) ৮১৭
Ο ঘ) ৮১৮
সঠিক উত্তর: (ক)
২৬৫. কত বছর বয়সে মহানবি (স) খাদিজা (রা) কে বিবাহ করেন?
Ο ক) ৪০
Ο খ) ৩০
Ο গ) ২৫
Ο ঘ) ২০
সঠিক উত্তর: (গ)
২৬৬. হযরত আলি (রা) এর ডাক নাম ছিল-
i. আবু তোরাব
ii. আবুল হাসান
iii. আতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
২৬৭. আরবি সাহিত্যের শ্রেষ্ট সম্পদ কোন যুগে রচিত হয়?
Ο ক) মধ্যযুগে
Ο খ) আধুনিক যুগ
Ο গ) প্রাচিন যুগে
Ο ঘ) জাহেলি যুুগে
সঠিক উত্তর: (ঘ)
২৬৮. “আজ আমি তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম ।” আয়াতখানা কবে অবতীর্ণ হয়?
Ο ক) বিদায় হজের দিন
Ο খ) রাসুলের ইন্তিকালের দিন
Ο গ) আরাফার দিন
Ο ঘ) হিজরতের দিন
সঠিক উত্তর: (ক)
২৬৯. হযরত আলি (রা) এর পিতার নাম কী?
Ο ক) আবু তালিব
Ο খ) আবু জেহেল
Ο গ) আবু বকর
Ο ঘ) আনসারী
সঠিক উত্তর: (ক)
২৭০. বুখারি শরীফের হাদিস সংখ্যা কত?
Ο ক) ৭২৭৫
Ο খ) ৭৩৭৬
Ο গ) ৭৩৭৫
Ο ঘ) ৭২৬৫
সঠিক উত্তর: (ক)
২৭১. বিশ্বমানবতায় শান্তির দূত হিসেবে আল্লাহ তায়ালা কাকে প্রেরণ করেন?
Ο ক) হযরত ঈসা (আ)
Ο খ) হযরত দাউদ (আ)
Ο গ) হযরত নূহ (আ)
Ο ঘ) হযরত মুহাম্মদ (স)
সঠিক উত্তর: (ঘ)
২৭২. ইমাম আবু হানিফা (রা) কী ছিলেন?
Ο ক) সাহাবি
Ο খ) তাবেয়ি
Ο গ) তাবে তাবেয়িন
Ο ঘ) খুলাফা
সঠিক উত্তর: (খ)
২৭৩. রসায়নকে কে প্রথম স্বয়ংসম্পূর্ণ শাখা হিসেবে প্রতিষ্ঠা করেন?
Ο ক) জাবির ইবনে হাইয়ান
Ο খ) আল কিন্দি
Ο গ) জুনমুন মিসরি
Ο ঘ) আল কাসি
সঠিক উত্তর: (ক)
২৭৪. কিতাবুল মানসুরী কত খন্ডে সমাপ্ত?
Ο ক) ৫ খন্ড
Ο খ) ৩ খন্ড
Ο গ) ৪ খন্ড
Ο ঘ) ১০ খন্ড
সঠিক উত্তর: (ঘ)
২৭৫. মহানবি (স) - এর দাদার নাম কী?
Ο ক) আবু তালিব
Ο খ) আবদুল্লাহ
Ο গ) আবদুর হাসিম
Ο ঘ) আব্দুল মুত্তালিব
সঠিক উত্তর: (ঘ)
২৭৬. সর্বপ্রথম সাদা ও লাল বস্তুর ব্যবহার বিধি লিপিবদ্ধ করেন কে?
Ο ক) আল কান্দি
Ο খ) ইবনে হিশাম
Ο গ) আল কাসি
Ο ঘ) জাবির ইবনে হাইয়্যান
সঠিক উত্তর: (গ)
২৭৭. হযরত মুহাম্মদ (স)-এর পিতার নাম কী?
Ο ক) আব্দুল্লাহ
Ο খ) আব্দু মুত্তালিব
Ο গ) আবু তালিব
Ο ঘ) আবু বকর
সঠিক উত্তর: (ক)
২৭৮. ‘আল-আমিন’ কার উপাধি ছিল?
Ο ক) হযরত মুহাম্মদ (স) -এর
Ο খ) হযরত আবু বকর (রা)-এর
Ο গ) হযরত আলি (রা)-এর
Ο ঘ) হযরত উসমান (রা)-এর
সঠিক উত্তর: (ক)
২৭৯. আধুনিক বিশ্বের কোন আন্তর্জাতিক সংগঠনটি হিলফুল ফুযুলের নিকট অনেকাংশে ঋণী?
Ο ক) ওআইসি
Ο খ) জাতিসংঘ
Ο গ) আসিয়ান
Ο ঘ) সার্ক
সঠিক উত্তর: (ক)
২৮০. ইমাম বুখারি (রা) হাদিস সংকলনে কত বছর সাধনা করেছেন?
Ο ক) তের
Ο খ) চৌদ্দ
Ο গ) পনেরো
Ο ঘ) ষোল
সঠিক উত্তর: (ঘ)
২৮১. সিরিয়া যাত্রাপথে মহানবি (স) এর সাথে যে পাদ্রীর সাক্ষাৎ হয় তার নাম কী?
Ο ক) ওয়ারাকা
Ο খ) আকরামা
Ο গ) বহীরা
Ο ঘ) ফুহাইর
সঠিক উত্তর: (গ)
২৮২. আজমাল শহরের জনগণ অশিক্ষিত নিরক্ষর হলেও সাহিত্যের প্রতি তাদের বিশেষ অনুরাগ রয়েছে । জাহেলি যুগের কাদের সাথে এদের তুলনা করা যায়?
Ο ক) আরবদের
Ο খ) আমেরিকানদের
Ο গ) ইহুদিদের
Ο ঘ) বিধর্মীদের
সঠিক উত্তর: (ক)
২৮৩. “বাহ্য পদার্থ থেকেই আমাদের চোখে আলোকরাশ্মি প্রতিফলিত হয়, চোখ থেকে বের হওয়া আলো বাহ্য পদার্থকে দৃষ্টিগোচর করায় না।” এটা কে প্রমাণ করেন?
Ο ক) ইবনে সিনা
Ο খ) আলি তাবারি
Ο গ) ইবনে হায়সাম
Ο ঘ) জাবির ইবনে হাইয়্যান
সঠিক উত্তর: (গ)
২৮৪. মহানবি (স) এর ইন্তিকালের পর মুসলিম রাষ্ট্র যেসব সমস্যার সম্মুখীন হয়-
i. মিথ্যা নবুয়ত
ii. যাকাত অস্বীকার
iii. ইসলাম ত্যাগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৫. ‘হিলফুল ফুযুল’ - এর উদ্দেশ্য ছিল-
i. অত্যাচারীকে প্রতিরোধ করা
ii. অত্যাচারিতকে সাহায্য করা
iii. শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৬. কে বিশ বছর পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন?
Ο ক) নাসির উদ্দিন তুসি
Ο খ) আব্দুল্লাহ আল বাত্তানী
Ο গ) আল মোকাদ্দাসী
Ο ঘ) ইয়াকূত ইবন আব্দুল্লাহ
সঠিক উত্তর: (গ)
২৮৭. মহানবি (স)-এর আবির্ভাবের পূর্বে দুনিয়ার মানুষের আচরণ কেমন ছিল?
Ο ক) বর্বর
Ο খ) মানবতাবিহীন
Ο গ) বর্বর ও মানবতাবিরোধী
Ο ঘ) খুব ভালো
সঠিক উত্তর: (গ)
২৮৮. শাহনেওয়াজ সাহেব দায়িত্ব পাওয়ার পর থেকে ইসলাম ও মুসলমানদের রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করেন। এক্ষেত্রে তিনি হযরত আবু বকরের যে গুণগুলোর অনুশীলন করবেন-
i. দৃঢ়তা
ii. দানশীলতা
iii. বিচক্ষণতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৯. ‘মুজামুল বুলদান’ নামক গ্রন্থখানির লেখক কে?
Ο ক) উমর খৈয়াম
Ο খ) আত তারাবির
Ο গ) আল মুকাদ্দাসি
Ο ঘ) ইয়াকুত ইবনে আব্দুল্লাহ আল হামাবী
সঠিক উত্তর: (ঘ)
২৯০. কে প্রতিকূল পরিবেশের মধ্যে জ্ঞানচর্চা অব্যাহত রাখতেন?
Ο ক) আলী (রা)
Ο খ) ইমাম গাযযালি (রা)
Ο গ) ইমাম বুখারি (রা)
Ο ঘ) ইবনে জারির তাবারি (রা)
সঠিক উত্তর: (ক)
২৯১. হযরত আবু বকর (রা) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
Ο ক) ৫৭৩
Ο খ) ৬৭০
Ο গ) ৫৭৪
Ο ঘ) ৫৭৭
সঠিক উত্তর: (ক)
২৯২. শিশু মুহাম্মদ (স)-এর চরিত্রে কিসের একটি অনুপম দৃষ্টান্ত পরিলক্ষিত হয়?
Ο ক) ভালোবাসার
Ο খ) দরদের
Ο গ) ইনসাফের
Ο ঘ) পবিত্রতার
সঠিক উত্তর: (গ)
২৯৩. ধাত্রীমাতা হালিমা মহানবি (স) কে কত বছর মাতৃস্নেহে লালন পালন করেন?
Ο ক) চার বছর
Ο খ) পাঁচ বছর
Ο গ) ছয় বছর
Ο ঘ) সাত বছর
সঠিক উত্তর: (খ)
২৯৪. কিশোর মুহাম্মদ (স) কাদের জন্য আদর্শ ছিলেন?
Ο ক) ব্যবসায়ীদের জন্য
Ο খ) আমানতদারদের জন্য
Ο গ) বালকদের জন্য
Ο ঘ) যুবকদের জন্য
সঠিক উত্তর: (গ)
২৯৫. বর্তমান সমাজের শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন-
i. শান্তি সংঘ প্রতিষ্ঠা করা
ii. গণসচেতনতা সৃষ্টি করা
iii. সামাজিক প্রতিরোধ সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯৬. কুরআন মজিদের প্রথম বাণী কোনটি?
Ο ক) দেখ
Ο খ) বল
Ο গ) পড়
Ο ঘ) চিন্তা কর
সঠিক উত্তর: (গ)
২৯৭. মুসলিম বাহিনী মক্কা বিজয় করেছিল-
i. বিনা রক্তপাতে
ii. কাফিরদের প্রবল প্রতিরোধের মুখে
iii. কোনো প্রকার বাধা ছাড়াই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
২৯৮. শিক্ষা ব্যবস্থার বিস্তারে আমাদের করণীয় নয় কোনটি?
Ο ক) শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা
Ο খ) শিক্ষা গ্রহণ পদ্ধতিতে নতুন নিয়ম সংযোজন করা
Ο গ) শিক্ষা গ্রহণ পদ্ধতি জটিল করে তোলা
Ο ঘ) শিক্ষা ব্যবস্থা সহজতর করা
সঠিক উত্তর: (গ)
২৯৯. হুদায়বিয়ার সন্ধি হয় কত হিজরিতে?
Ο ক) ৪র্থ
Ο খ) ৫ম
Ο গ) ৬ ষ্ঠ
Ο ঘ) ৭ম
সঠিক উত্তর: (গ)
৩০০. হযরত উসমান (রা) কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন?
Ο ক) ৩০ বছর
Ο খ) ৩৪ বছর
Ο গ) ২০ বছর
Ο ঘ) ১২ বছর
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. খাদিজা (রা) এর বিশ্বস্ত কর্মচারীর নাম কী ছিল?
Ο ক) মাইসারা
Ο খ) হালিমা
Ο গ) আবু তারিব
Ο ঘ) বহিরা
সঠিক উত্তর: (ক)
২৫২. হিলফূল ফুযুল নামক সংঘের উদ্দেশ্য ছিল-
i. অত্যাচারীকে প্রতিরোধ করা
ii. শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করা
iii. রাজনৈতিক সমস্যার সমাধান করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
২৫৩. খায়বারের সুরক্ষিত কামুস দুর্গ কে জয় করেন?
Ο ক) হযরত খালিদ বিন ওয়ালিদ (রা)
Ο খ) হযরত হামজা (রা)
Ο গ) হযরত আলি (রা)
Ο ঘ) হযরত উমর (রা)
সঠিক উত্তর: (গ)
২৫৪. কোন গ্রন্থটি চিকিৎসাস্ত্রের বাইবেল?
Ο ক) আল-কানুন আল-মাসউদী
Ο খ) কিতাবুল জিবার
Ο গ) কিতাবুল মানাযির
Ο ঘ) কানূন ফিত্ তিব্ব
সঠিক উত্তর: (ঘ)
২৫৫. হযরত মুহাম্মদ (স) কোথায় ধ্যানমগ্ন থাকতেন?
Ο ক) হেরা গুহায়
Ο খ) সাওর গুহায়
Ο গ) বৃক্ষতলায়
Ο ঘ) উহুদ পর্বতের চূড়ায়
সঠিক উত্তর: (ক)
২৫৬. গণিতশাস্ত্রের জনক বলা হয়
Ο ক) উমর খৈয়ামকে
Ο খ) আবু বকর আল-রাযিকে
Ο গ) মুসা আল-খাওয়ারেযমিকে
Ο ঘ) হাসান ইবনে হায়সামকে
সঠিক উত্তর: (গ)
২৫৭. মেষ পালক বালকদের জন্য রাসুল (স) উত্তম আদর্শ ছিলেন কেন?
Ο ক) তাদের কাজে সহযোগিতা করতেন বলে
Ο খ) তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন বলে
Ο গ) তাদেরকে খাবার এনে দিতেন বলে
Ο ঘ) তাদেরকে কাজের ব্যবস্থা করে দিতেন বলে
সঠিক উত্তর: (খ)
২৫৮. শিক্ষা বিস্তারে মুসলমানদের অবদান -
Ο ক) নতুন নতুন স্কুল প্রতিষ্ঠা
Ο খ) লেখনিতে দক্ষতা বৃদ্ধি
Ο গ) জ্ঞান-বিজ্ঞানের সকল শাখার বিকাশ
Ο ঘ) কুরআন ও হাদিস শিক্ষা বিস্তার
সঠিক উত্তর: (গ)
২৫৯. উমর খৈয়াম উদ্ভাবিত পঞ্জিকাটির নাম কী?
Ο ক) জিলালুল তারিখ
Ο খ) তারিখুল জিলালী
Ο গ) আল-তারিখ জালালী
Ο ঘ) কিতাবুল মানাযির
সঠিক উত্তর: (গ)
২৬০. কে সুফিবাদকে ইসলাম ধর্মে সুপ্রতিষ্ঠিত করেছেন?
Ο ক) ইবনে জারির তাবারি
Ο খ) আলী তাবারি
Ο গ) ইমাম গাযযালি (রা)
Ο ঘ) আবু বকর আল-রাযি
সঠিক উত্তর: (গ)
২৬১. বীজগণিতের সর্বপ্রথম আবিষ্কারক কে?
Ο ক) আল-মাসউদি
Ο খ) আল-খাওয়ারেযমি
Ο গ) আল-তাবারি
Ο ঘ) আল- বিরুনী
সঠিক উত্তর: (খ)
২৬২. কারা হুদায়বিয়ার সন্ধির চুক্তি ভঙ্গ করে?
Ο ক) কুরাইশরা
Ο খ) মুসলমানরা
Ο গ) ইহুদিরা
Ο ঘ) খ্রিষ্টানরা
সঠিক উত্তর: (ক)
২৬৩. বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে?
Ο ক) আবু জাফর
Ο খ) খালিদ বিন ওয়ালিদ
Ο গ) হযরত আলি (রা)
Ο ঘ) তালহা বিন জুবায়ের
সঠিক উত্তর: (গ)
২৬৪. জাবির ইবনে হাইয়্যান কত সালে ইন্তিকাল করেন?
Ο ক) ৮১৫
Ο খ) ৮১৬
Ο গ) ৮১৭
Ο ঘ) ৮১৮
সঠিক উত্তর: (ক)
২৬৫. কত বছর বয়সে মহানবি (স) খাদিজা (রা) কে বিবাহ করেন?
Ο ক) ৪০
Ο খ) ৩০
Ο গ) ২৫
Ο ঘ) ২০
সঠিক উত্তর: (গ)
২৬৬. হযরত আলি (রা) এর ডাক নাম ছিল-
i. আবু তোরাব
ii. আবুল হাসান
iii. আতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
২৬৭. আরবি সাহিত্যের শ্রেষ্ট সম্পদ কোন যুগে রচিত হয়?
Ο ক) মধ্যযুগে
Ο খ) আধুনিক যুগ
Ο গ) প্রাচিন যুগে
Ο ঘ) জাহেলি যুুগে
সঠিক উত্তর: (ঘ)
২৬৮. “আজ আমি তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম ।” আয়াতখানা কবে অবতীর্ণ হয়?
Ο ক) বিদায় হজের দিন
Ο খ) রাসুলের ইন্তিকালের দিন
Ο গ) আরাফার দিন
Ο ঘ) হিজরতের দিন
সঠিক উত্তর: (ক)
২৬৯. হযরত আলি (রা) এর পিতার নাম কী?
Ο ক) আবু তালিব
Ο খ) আবু জেহেল
Ο গ) আবু বকর
Ο ঘ) আনসারী
সঠিক উত্তর: (ক)
২৭০. বুখারি শরীফের হাদিস সংখ্যা কত?
Ο ক) ৭২৭৫
Ο খ) ৭৩৭৬
Ο গ) ৭৩৭৫
Ο ঘ) ৭২৬৫
সঠিক উত্তর: (ক)
২৭১. বিশ্বমানবতায় শান্তির দূত হিসেবে আল্লাহ তায়ালা কাকে প্রেরণ করেন?
Ο ক) হযরত ঈসা (আ)
Ο খ) হযরত দাউদ (আ)
Ο গ) হযরত নূহ (আ)
Ο ঘ) হযরত মুহাম্মদ (স)
সঠিক উত্তর: (ঘ)
২৭২. ইমাম আবু হানিফা (রা) কী ছিলেন?
Ο ক) সাহাবি
Ο খ) তাবেয়ি
Ο গ) তাবে তাবেয়িন
Ο ঘ) খুলাফা
সঠিক উত্তর: (খ)
২৭৩. রসায়নকে কে প্রথম স্বয়ংসম্পূর্ণ শাখা হিসেবে প্রতিষ্ঠা করেন?
Ο ক) জাবির ইবনে হাইয়ান
Ο খ) আল কিন্দি
Ο গ) জুনমুন মিসরি
Ο ঘ) আল কাসি
সঠিক উত্তর: (ক)
২৭৪. কিতাবুল মানসুরী কত খন্ডে সমাপ্ত?
Ο ক) ৫ খন্ড
Ο খ) ৩ খন্ড
Ο গ) ৪ খন্ড
Ο ঘ) ১০ খন্ড
সঠিক উত্তর: (ঘ)
২৭৫. মহানবি (স) - এর দাদার নাম কী?
Ο ক) আবু তালিব
Ο খ) আবদুল্লাহ
Ο গ) আবদুর হাসিম
Ο ঘ) আব্দুল মুত্তালিব
সঠিক উত্তর: (ঘ)
২৭৬. সর্বপ্রথম সাদা ও লাল বস্তুর ব্যবহার বিধি লিপিবদ্ধ করেন কে?
Ο ক) আল কান্দি
Ο খ) ইবনে হিশাম
Ο গ) আল কাসি
Ο ঘ) জাবির ইবনে হাইয়্যান
সঠিক উত্তর: (গ)
২৭৭. হযরত মুহাম্মদ (স)-এর পিতার নাম কী?
Ο ক) আব্দুল্লাহ
Ο খ) আব্দু মুত্তালিব
Ο গ) আবু তালিব
Ο ঘ) আবু বকর
সঠিক উত্তর: (ক)
২৭৮. ‘আল-আমিন’ কার উপাধি ছিল?
Ο ক) হযরত মুহাম্মদ (স) -এর
Ο খ) হযরত আবু বকর (রা)-এর
Ο গ) হযরত আলি (রা)-এর
Ο ঘ) হযরত উসমান (রা)-এর
সঠিক উত্তর: (ক)
২৭৯. আধুনিক বিশ্বের কোন আন্তর্জাতিক সংগঠনটি হিলফুল ফুযুলের নিকট অনেকাংশে ঋণী?
Ο ক) ওআইসি
Ο খ) জাতিসংঘ
Ο গ) আসিয়ান
Ο ঘ) সার্ক
সঠিক উত্তর: (ক)
২৮০. ইমাম বুখারি (রা) হাদিস সংকলনে কত বছর সাধনা করেছেন?
Ο ক) তের
Ο খ) চৌদ্দ
Ο গ) পনেরো
Ο ঘ) ষোল
সঠিক উত্তর: (ঘ)
২৮১. সিরিয়া যাত্রাপথে মহানবি (স) এর সাথে যে পাদ্রীর সাক্ষাৎ হয় তার নাম কী?
Ο ক) ওয়ারাকা
Ο খ) আকরামা
Ο গ) বহীরা
Ο ঘ) ফুহাইর
সঠিক উত্তর: (গ)
২৮২. আজমাল শহরের জনগণ অশিক্ষিত নিরক্ষর হলেও সাহিত্যের প্রতি তাদের বিশেষ অনুরাগ রয়েছে । জাহেলি যুগের কাদের সাথে এদের তুলনা করা যায়?
Ο ক) আরবদের
Ο খ) আমেরিকানদের
Ο গ) ইহুদিদের
Ο ঘ) বিধর্মীদের
সঠিক উত্তর: (ক)
২৮৩. “বাহ্য পদার্থ থেকেই আমাদের চোখে আলোকরাশ্মি প্রতিফলিত হয়, চোখ থেকে বের হওয়া আলো বাহ্য পদার্থকে দৃষ্টিগোচর করায় না।” এটা কে প্রমাণ করেন?
Ο ক) ইবনে সিনা
Ο খ) আলি তাবারি
Ο গ) ইবনে হায়সাম
Ο ঘ) জাবির ইবনে হাইয়্যান
সঠিক উত্তর: (গ)
২৮৪. মহানবি (স) এর ইন্তিকালের পর মুসলিম রাষ্ট্র যেসব সমস্যার সম্মুখীন হয়-
i. মিথ্যা নবুয়ত
ii. যাকাত অস্বীকার
iii. ইসলাম ত্যাগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৫. ‘হিলফুল ফুযুল’ - এর উদ্দেশ্য ছিল-
i. অত্যাচারীকে প্রতিরোধ করা
ii. অত্যাচারিতকে সাহায্য করা
iii. শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৬. কে বিশ বছর পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন?
Ο ক) নাসির উদ্দিন তুসি
Ο খ) আব্দুল্লাহ আল বাত্তানী
Ο গ) আল মোকাদ্দাসী
Ο ঘ) ইয়াকূত ইবন আব্দুল্লাহ
সঠিক উত্তর: (গ)
২৮৭. মহানবি (স)-এর আবির্ভাবের পূর্বে দুনিয়ার মানুষের আচরণ কেমন ছিল?
Ο ক) বর্বর
Ο খ) মানবতাবিহীন
Ο গ) বর্বর ও মানবতাবিরোধী
Ο ঘ) খুব ভালো
সঠিক উত্তর: (গ)
২৮৮. শাহনেওয়াজ সাহেব দায়িত্ব পাওয়ার পর থেকে ইসলাম ও মুসলমানদের রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করেন। এক্ষেত্রে তিনি হযরত আবু বকরের যে গুণগুলোর অনুশীলন করবেন-
i. দৃঢ়তা
ii. দানশীলতা
iii. বিচক্ষণতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৯. ‘মুজামুল বুলদান’ নামক গ্রন্থখানির লেখক কে?
Ο ক) উমর খৈয়াম
Ο খ) আত তারাবির
Ο গ) আল মুকাদ্দাসি
Ο ঘ) ইয়াকুত ইবনে আব্দুল্লাহ আল হামাবী
সঠিক উত্তর: (ঘ)
২৯০. কে প্রতিকূল পরিবেশের মধ্যে জ্ঞানচর্চা অব্যাহত রাখতেন?
Ο ক) আলী (রা)
Ο খ) ইমাম গাযযালি (রা)
Ο গ) ইমাম বুখারি (রা)
Ο ঘ) ইবনে জারির তাবারি (রা)
সঠিক উত্তর: (ক)
২৯১. হযরত আবু বকর (রা) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
Ο ক) ৫৭৩
Ο খ) ৬৭০
Ο গ) ৫৭৪
Ο ঘ) ৫৭৭
সঠিক উত্তর: (ক)
২৯২. শিশু মুহাম্মদ (স)-এর চরিত্রে কিসের একটি অনুপম দৃষ্টান্ত পরিলক্ষিত হয়?
Ο ক) ভালোবাসার
Ο খ) দরদের
Ο গ) ইনসাফের
Ο ঘ) পবিত্রতার
সঠিক উত্তর: (গ)
২৯৩. ধাত্রীমাতা হালিমা মহানবি (স) কে কত বছর মাতৃস্নেহে লালন পালন করেন?
Ο ক) চার বছর
Ο খ) পাঁচ বছর
Ο গ) ছয় বছর
Ο ঘ) সাত বছর
সঠিক উত্তর: (খ)
২৯৪. কিশোর মুহাম্মদ (স) কাদের জন্য আদর্শ ছিলেন?
Ο ক) ব্যবসায়ীদের জন্য
Ο খ) আমানতদারদের জন্য
Ο গ) বালকদের জন্য
Ο ঘ) যুবকদের জন্য
সঠিক উত্তর: (গ)
২৯৫. বর্তমান সমাজের শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন-
i. শান্তি সংঘ প্রতিষ্ঠা করা
ii. গণসচেতনতা সৃষ্টি করা
iii. সামাজিক প্রতিরোধ সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯৬. কুরআন মজিদের প্রথম বাণী কোনটি?
Ο ক) দেখ
Ο খ) বল
Ο গ) পড়
Ο ঘ) চিন্তা কর
সঠিক উত্তর: (গ)
২৯৭. মুসলিম বাহিনী মক্কা বিজয় করেছিল-
i. বিনা রক্তপাতে
ii. কাফিরদের প্রবল প্রতিরোধের মুখে
iii. কোনো প্রকার বাধা ছাড়াই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
২৯৮. শিক্ষা ব্যবস্থার বিস্তারে আমাদের করণীয় নয় কোনটি?
Ο ক) শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা
Ο খ) শিক্ষা গ্রহণ পদ্ধতিতে নতুন নিয়ম সংযোজন করা
Ο গ) শিক্ষা গ্রহণ পদ্ধতি জটিল করে তোলা
Ο ঘ) শিক্ষা ব্যবস্থা সহজতর করা
সঠিক উত্তর: (গ)
২৯৯. হুদায়বিয়ার সন্ধি হয় কত হিজরিতে?
Ο ক) ৪র্থ
Ο খ) ৫ম
Ο গ) ৬ ষ্ঠ
Ο ঘ) ৭ম
সঠিক উত্তর: (গ)
৩০০. হযরত উসমান (রা) কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন?
Ο ক) ৩০ বছর
Ο খ) ৩৪ বছর
Ο গ) ২০ বছর
Ο ঘ) ১২ বছর
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Religion