Help US to Expand

নিচের কোনটি সম্পর্কে তুমি জানতে আগ্রহী?

দেনাপাওনা গল্পের সৃজনশীল প্রশ্ন-উত্তর

দেনাপাওনা গল্পের সৃজনশীল প্রশ্ন-উত্তর
শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ এস.এস.সি দেনাপাওনা গল্পের সৃজনশীল প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হলো

লেখক পরিচিতি:
নাম: রবীন্দ্রনাথ ঠাকুর।
জন্ম তারিখ: ১৮৬১ খ্রিষ্টাব্দের ৭ই মে, ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ।
জন্মস্থান: কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
বিবিধ পরিচয়: রবীন্দ্রনাথ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একাধারে কবি, সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, চিত্রকর, অভিনেতা, নাট্য প্রযোজক ইত্যাদি নানা পরিচয়ে পরিচিত। সাহিত্যিক পরিচয়: সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তাঁর ছিল বিস্ময়কর পদচারণ। কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, উপন্যাস, নাটক, পত্রসাহিত্য, ভ্রমণসাহিত্য ইত্যাদি সাহিত্যের সকল শাখা এবং সংগীত, চিত্রকলা ইত্যাদি শিল্পমাধ্যম তাঁর অবদানে সমৃদ্ধ হয়েছে।

প্রথম প্রকাশ: প্রথম কাব্য ‘বনফুল’। এ গ্রন্থটি মাত্র ১৫ বছর বয়সে প্রকাশিত হয়।
উল্লেখযোগ্য রচনা; কাব্য: মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, ক্ষণিকা, গীতাঞ্জলি, বলাকা।
ছোটগল্প: গল্পগুচ্ছ (চার খণ্ড)।
উপন্যাস: চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা।
নাটক: বিসর্জন, ডাকঘর, রক্তকরবী।
পুরস্কার: ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ ।
মৃত্যু: ১৯৪১ খ্রিষ্টাব্দের ৭ই আগস্ট, ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ, কলকাতায়।


প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।


আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )

শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে

কোচিং সেন্টারের লেকচার শীট (Word File)

কোচিং সেন্টারের লেকচার শীট : কোচিং শিক্ষক ও পরিচালকদের জন্য সুখবর। কোচিং পরিচালনা করার জন্য Sheet অনেক গুরুত্ব বহন করে। কোচিংয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের ওপর Sheet ও সাজেশন তৈরি করে দিতে হয়। কিন্তু সকল শ্রেণির সকল বিষয়ের Sheet ও সাজেশন তৈরি করা সময় সাপেক্ষ একটি ব্যপার। আর তাই আপনাদের সময় এবং শ্রম লাঘবের জন্য ওয়েব স্কুল বিডি নিয়ে এসেছি দারুণ একটি সেবা। আমরা আপনাদের জন্য প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল বিষয়ের নোট, Sheet ও সাজেশন তৈরি করে রেখেছি। আপনি যদি একজন শিক্ষক বা কোচিং পরিচালক হয়ে থাকেন, তাহলে কওয়েব স্কুল বিডি থেকে এই শীটগুলো আপনি কিনে নিতে পারেন।


শীটগুলো কেমন হবে?
১. আমরা দিচ্ছি প্রথম থেকে দ্বাদশ শ্রেণির সকল বিষয়ের সকল অধ্যায়ের শীট। এই শীটগুলোর Word ফাইল সাইজ প্রায় ৭ জিবি। এতে রয়েছে বোর্ড বইয়ের প্রশ্নের উত্তর এবং অতিরিক্ত অসংখ্য প্রশ্নের উত্তর।
২. সৃজনশীল প্রশ্নের পাশাপাশি এই শীটগুলোতে আপনি কয়েক হাজার MCQ প্রশ্ন পাবেন। সকল প্রশ্নই পাবেন উত্তরসহ।
৩. আমাদের এ শীটগুলো আপনি সম্পূর্ণ Word ফাইলে পাবেন। যা আপনি Edit করে নিজের কোচিং সেন্টার বা প্রতিষ্ঠানের নামে ব্যবহার করতে পারবেন।
৪. প্রতিটি শীট অত্যন্ত সাজানো-গোছানো ভাবে তৈরি করা হয়েছে। ফলে নতুন করে আপনাকে সময় নষ্ট করতে হবে না। আপনি কিনেই এগুলো ব্যবহার করতে পারবেন।
৫. আপনি যদি কোর্সটিকা থেকে শীটগুলো একবার কেনেন, তাহলে আমরা যখনই শীটগুলোতে নতুন কোন Update আনবো, আপনার ইমেইলে বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে।

বোনাস: SSC/HSC (2023/2024) নতুন মানবণ্টন অনুযায়ী এক্সক্লুসিভ মডেল টেস্ট (উত্তরসহ)

কোন কোন ক্লাসের শীট রয়েছে?
1) প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল বিষয়
2) এসএসসি বিজ্ঞান, মানবিক ও ব‌্যবসায় শিক্ষা শাখা
3) এইচএসসি বিজ্ঞান, মানবিক ও ব‌্যবসায় শিক্ষা শাখা
4) বাংলা ব্যকরণ ও নির্মিতি অংশ
5) ইংরেজি গ্রামার ও রাইটিং পার্ট
6) সকল শ্রেণির ইংরেজি মডেল টেস্ট ও উত্তর
7) সকল শ্রেণির গণিত সমাধান
8) পরীক্ষা নেওয়ার জন্য রেডি প্রশ্নপত্র

লেকচার শীটে কি কি আছে?
১. কোচিং ক্লাসে লেকচার দেওয়ার জন্য প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা।
২. প্রতিটি বিষয়ের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর।
৩. প্রতিটি বিষয়ের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর।
৪. প্রতিটি অধ্যায় থেকে বহুনির্বাচনী (MCQ) প্রশ্ন ও উত্তর
৫. প্রতিটি অধ্যায় থেকে পরীক্ষা উপযোগী একাধিক সৃজনশীল প্রশ্ন ও উত্তর।
৬. অতিরিক্ত আরো একাধিক সৃজনশীল প্রশ্ন দিয়ে তৈরি প্রশ্নব্যাংক।
৭. কৃষিশিক্ষা এবং অন্যান্য তাত্ত্বিক বিষয়ের চিত্রসহ ব্যবহারিক প্রশ্ন ও উত্তর।

শীটগুলো কাদের জন্য দরকারী?
১. কোচিং শিক্ষক
২. কোচিং পরিচালক
৩. প্রাইভেট টিউটর
৪. কিন্ডারগার্টেন পরিচালক

আমাদের এই Word ফাইলের শীটগুলো উপরে উল্লেখ ব্যক্তিদের জন্য অতীব জরুরী। কেননা এগুলো এমনভাবে করা হয়েছে, যেন আপনি খুব সহজেই এডিট করে নিজের প্রতিষ্ঠানের নামে চালাতে পারেন।

শীটের মূল্য কত?
সকল লেকচার শীট আপনি যদি কোন প্রফেশনাল টাইপার দিয়ে মাত্র ১৫ টাকা প্রতি পেইজ হিসেবে টাইপ করান, তাহলে আপনার খরচ হবে কয়েক লক্ষ টাকা। সাথে সকল শ্রেণির বই কেনার খরচ তো আছেই। অথচ এত খরচ এবং ঝামেলা না করে আপনি খুবই অল্প খরচে আমাদের থেকে শীটগুলো নিতে পারেন।

আমাদের শীটের মূল্য তালিকাটি দেখুন:
  • KG, Play এবং Nursery লেকচার শীট: ৩০০ টাকা
  • ১ম-৫ম শ্রেণি প্রতি ক্লাস: ৩০০ টাকা।
  • ৬ষ্ঠ শ্রেণি: ৪০০ টাকা। (নতুন কারিকুলাম ২০২৩)
  • ৭ম শ্রেণি: ৪০০ টাকা। (নতুন কারিকুলাম ২০২৩)
  • ৮ম শ্রেণি: ৪০০ টাকা।
  • ৯ম-১০ম শ্রেণি: ৫০০ টাকা।
  • ১১শ-১২শ শ্রেণি: ৫০০ টাকা।

এছাড়াও আপনি চাইলে নির্দিষ্ট কোন সাবজেক্টের লেকচার শীটও নিতে পারেন। এক্ষেত্রে একটি সাবজেক্টের শীটের মোট মূল্য মাত্র ১০০ টাকা।


শীটগুলো কীভাবে কিনবেন?
বিকাশ পেমেন্টের মাধ্যমে খুব সহজেই আপনি কোর্সটিকা থেকে শীটগুলো কিনতে পারেন। আপনি যে ক্লাসের শীট কিনবেন, বিকাশে সেন্ড মানি করে তার মূল্য পরিশোধ করুন। আর আমাদেরকে আপনার ইমেইল এড্রেসটি জানান। আপনার ইমেইলে আমরা লেকচার শীটগুলো পাঠিয়ে দেব।

মোবাইল নম্বর: 01712651778 (bKash)
ইনবক্স: Facebook Page
WhatsApp এ যোগাযোগ করতে এখানে ক্লিক করুন


এছাড়াও আপনি আরো বিস্তারিত আলোচনার জন্য ওপরে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন।


ডেমো বা স্যাম্পল দেখুন

আমরা আপনাকে শীটগুলো কীভাবে দেব?
বিকাশে শীটের মূল্য পেমেন্ট করা হলে আপনি আমাদেরকে আপনার ইমেইল এড্রেস দেবেন। আমরা আপানার ইমেইলে ৭ জিবি Word ফাইলের সকল শীটগুলোর Google Drive ডাউনলোড লিংক পাঠিয়ে দেব। আপনি এগুলো ডাউলোড করে সংরক্ষণ করতে পারবেন।


নতুন সিলেবাস অনুযায়ী আপডেট আমরা নতুন সিলেবাস অনুযায়ী লেকচার শীটগুলো প্রতিনিয়ত আপডেট করে থাকি। আপনি আমাদের থেকে একবার লেকচার শীটগুলো কিনলে পরবর্তীতে নতুন ফাইলগুলোর সকল আপডেট আপনার ইমেইলে চলে যাবে। নতুন যুক্ত করার এসব ফাইল আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

পাশাপাশি আমাদের লেকচার শীটে নেই, এমন কোন টপিক আপনার প্রয়োজন হলে আমাদের জানাতে পারবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করবো আপনার প্রয়োজনীয় টপিকটি আমাদের লেকচার শীটে অন্তর্ভুক্ত করতে।

প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।


আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )

শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে

HSC Exam Syllabus 2023

http://www.webschoolbd.com/ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড
ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ
২০২৩ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC Exam Syllabus 2023) পরীক্ষার সিলেবাস ডাউনলোড লিংকসহ নিম্নরুপঃ

২০২৩ সালের HSC পরীক্ষার সিলেবাস

২০২৩ সালের HSC পরীক্ষার সিলেবাস

পরীক্ষার সিলেবাস পিডিএফ ফাইল পরীক্ষার সিলেবাস পিডিএফ ফাইল
বাংলা ১ম পত্র পদার্থবিজ্ঞান ১ম পত্র
বাংলা ২য় পত্র পদার্থবিজ্ঞান ২য় পত্র
ইংরেজি ১ম পত্র রসায়ন ১ম পত্র
ইংরেজি ২য় পত্র রসায়ন ২য় পত্র
তথ্য ও যােগাযােগ প্রযুক্তি জীববিজ্ঞান ১ম পত্র
ইতিহাস ১ম পত্র জীববিজ্ঞান ২য় পত্র
ইতিহাস ২য় পত্র উচ্চতর গণিত ১ম পত্র
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র উচ্চতর গণিত ২য় পত্র
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র
পৌরণীতি ও সুশাসন ১ম পত্র ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র
পৌরণীতি ও সুশাসন ২য় পত্র হিসাববিজ্ঞান ১ম পত্র
অর্থনীতি ১ম পত্র হিসাববিজ্ঞান ২য় পত্র
অর্থনীতি ২য় পত্র ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র
যুক্তিবিদ্যা ১ম পত্র ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র
যুক্তিবিদ্যা ২য় পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র
সমাজ বিজ্ঞান ১ম পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র
সমাজ বিজ্ঞান ২য় পত্র ইসলাম শিক্ষা ১ম পত্র
সমাজকর্ম ১ম পত্র ইসলাম শিক্ষা ২য় পত্র
সমাজকর্ম ২য় পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র
ভূগোল ১ম পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র


প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )

শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে

SSC English

SSC English
শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ এস.এস.সি এস.এস.সি English বিষয় নিয়ে আলোচনা করা হলো




প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।


আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )

শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে

HSC Higher Math All Books pdf

HSC Higher Math All Books pdf
উচ্চ মাধ্যমিক এর গণিতের সকল বইয়ের পিডিএফ লিংক নিচে দেওয়া হল। আসা করি, hsc higher math book এর এসব বই পেয়ে সবাই উপকৃত হবেন।

উচ্চ মাধ্যমিক উচ্চতর গণিত বই

উচ্চ মাধ্যমিক উচ্চতর গণিত সমাধান

পাঠ্যপুস্তকের নাম পিডিএফ ফাইল পাঠ্যপুস্তকের নাম পিডিএফ ফাইল
উচ্চতর গণিত ১ম পত্র (কেতাব উদ্দিন স্যার) উচ্চতর গণিত ১ম পত্র সমাধান(কেতাব উদ্দিন স্যার)
উচ্চতর গণিত ২য় পত্র (কেতাব উদ্দিন স্যার) উচ্চতর গণিত ২য় পত্র সমাধান(কেতাব উদ্দিন স্যার)
উচ্চতর গণিত ১ম পত্র (এস ইউ আহাম্মদ) উচ্চতর গণিত ১ম পত্র সমাধান (এস ইউ আহাম্মদ)
উচ্চ মাধ্যমিক গণিত ১ম পত্র (টেস্ট পেপার) উচ্চ মাধ্যমিক গণিত ২য় পত্র (টেস্ট পেপার)


প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )

শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে

hsc all books pdf download free

http://www.webschoolbd.com/ বাংলাদেশ জাতীয় পাঠ্যসূচী ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এনসিটিবি বাংলা এবং এনসিটিবি ইংরেজি সংস্করণ বইগুলিতে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত একাডেমিক বছর 2019-2020 এর জন্য ডাউনলোডযোগ্য পাঠ্যবই প্রকাশ করেছে। এখানে একাদশ দ্বাদশ শ্রেণির pdf বই সকল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ডাউনলোড করুন। Free Bengali eBook Pdf download 2021. It is totaly free

Bangla Version একাদশ দ্বাদশ শ্রেণির বই

English Version Text Books

পাঠ্যপুস্তকের নাম পিডিএফ ফাইল Subject Name PDF File
বাংলা সাহিত্যপাঠ
বাংলা সহপাঠ
Bangla Bakoron
English For Today English For Today
তথ্য ও যােগাযােগ প্রযুক্তি (মুজিবর রহমান) HSC ICT(Gobindho)
তথ্য ও যােগাযােগ প্রযুক্তি(অক্ষরপত্র প্রকাশনী) তথ্য ও যােগাযােগ প্রযুক্তি(Test Paper)
উচ্চ মাধ্যমিক রসায়ন ১ম পত্র রসায়ন ২য় পত্র-হাজারি নাগ -
উচ্চতর গণিত ১ম পত্র উচ্চতর গণিত ২য় পত্র
Islam and moral Education AChemistry-2nd বই সঞ্জিত কুমার(PoragEducation.com) -
Hindu Religion and moral Education AChemistry-2nd বই সঞ্জিত কুমার(PoragEducation.com) -
Christian Religion and moral Education AChemistry-2nd বই সঞ্জিত কুমার(PoragEducation.com) -
AChemistry-2nd বই সঞ্জিত কুমার(PoragEducation.com) - AChemistry-2nd বই সঞ্জিত কুমার(PoragEducation.com) -
Phycical Education and helth AChemistry-2nd বই সঞ্জিত কুমার(PoragEducation.com) -
Art and Crafts AChemistry-2nd বই সঞ্জিত কুমার(PoragEducation.com) -
Information and Communication Technology AChemistry-2nd বই সঞ্জিত কুমার(PoragEducation.com) -
Information and Communication Technology AChemistry-2nd বই সঞ্জিত কুমার(PoragEducation.com) -
ICT Download


প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )

শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে

Computer fundamental MCQ and CQ question

শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ Computer fundamental MCQ and CQ question বিষয় নিয়ে আলোচনা করা হলো-





How to Get Premium Tutorials

✔ Premium Tutorials : 8 (Eight) PHP Frameworks.
✔ Watch Video Overview : Visit YouTube to watch tutorial Project Overview.
✔ 8 Tutorial Series Price : Tk.15'000/= Only
✔ Service Available : Only in Bangladesh
☎ Contact (Cell) : 01632-116941 (MD. Kawser)
✉ Contact (Email) : N/A
☑ Remember : We will provide only tutorial videos not source code.
✔ Notification : No single framework tutorial series is available for sales. You have to buy all the 8 frameworks series.

To purchase our premium tutorial, you have to register in our site first. If you live in Dhaka you may collect tutorials directly from us or by courier if you wish. If you live outside of Dhaka you have to deposit the require money in our bank account which will be provided after contact, Cell: 01632-116941(MD. Kawser). After payment, we will send the materials to your address.

Tutorial materials will be stored in a copy-protected pen-drive which means you cannot copy, share or re-distribute our tutorials to anyone. All information displayed, transmitted or carried on the pen-drive is protected by copyright and other intellectual property laws. If we find any illegal use of our content, we will not hesitate to take any legal action.




অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id - wschoolbd   মোবাইল নং -০১৯১৫৪২৭০৭০ ।

আইসিটি অধ্যায়-৬ ৫ : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ.এস.সি বা উচ্চমাধ্যমিকের আইসিটি অধ্যায়-৬ ৫: ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) থেকে ডেটাবেজের বিভিন্ন কুয়েরি,SQL কমান্ড ও অপারেটর নিয়ে আলোচনা করা হলো।


একাদশ ও দ্বাদশ শ্রেণী : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 
অধ্যায়-৬ ৫: ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS)

কুয়েরি:  ডেটাবেজে সংরক্ষিত অসংখ্য তথ্য থেকে নির্দিষ্ট কোনো শর্ত সাপেক্ষে তথ্য খুঁজে বের করাকে বলা হয় কুয়েরি। কুয়েরির সাহায্যে নির্দিষ্ট ফিল্ডের ডেটা,নির্দিষ্ট গ্রুপের ডেটা নির্দিষ্ট শর্ত অনুসারে প্রদর্শন করা যায়।

বিভিন্ন প্রকার কুয়েরি:
সিলেক্ট কুয়েরি (Select Query): কোনো ডেটাবেজ টেবিলের ফিল্ড বা কলাম নির্বাচন করে যে কুয়েরি করা হয় তাকে সিলেক্ট কুয়েরি বলা হয়।

প্যারামিটার কুয়েরি (Parameter Query): ডায়লগ বক্সের তথ্য পূরণ করে যে কুয়েরি করা হয় তাকে প্যরামিটার কুয়েরি বলে।

ক্রসট্যাব কুয়েরি (Cross tab Query): শর্তারোপ করে কুয়েরিকৃত ফলাফল সামারি আকারে প্রদর্শনের জন্য যে কুয়েরি করা হয় তাকে, ক্রসট্যাব কুয়েরি বলে।

অ্যাকশন কুয়েরি (Action Query): কোনো কুয়েরি যখন ডেটাবেজের ডেটার মানের পরিবর্তন করে তাকে অ্যাকশন কুয়েরি বলে। যেমন-
Append Query- নতুন রেকর্ড যুক্ত করার জন্য ব্যবহার করা হয়।
Update Query -কোনো ডেটার পরির্বতনের জন্য ব্যবহার করা হয়।
Delete Query- ফলাফল টেবিল থেকে মুছে ফেলার জন্য ব্যবহার করা হয়।
Make Table Query- ফলাফল দিয়ে নতুন টেবিল তৈরির জন্য ব্যবহার করা হয়।

কুয়েরি ভাষা: যে ভাষার সাহায্যে কুয়েরি করা হয় তাকে কুয়েরি ভাষা বলে। ডেটা ম্যানিপুলেশনের উপর ভিত্তি করে তিন ধরণের কুয়েরি ভাষা আছে। যেমন-
1. QUEL (Query Language)
2. QBE (Query By Example)
3. SQL (Structured Query Language)

SQL(Structured Query Language): SQL এর পূর্ণ রূপ হলো Structured Query Language।SQLএকটি non-procedural বা Functional Language। কারণ SQL এ যে তথ্যাবলি দরকার কেবল তা বলে দিলেই হয়, কীভাবে কুয়েরি করা যাবে তা বলার দরকার হয় না।

SQL একটি শক্তিশালী ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ SQL ব্যবহার করে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডেটাবেজ ফাইল তৈরি, ডেটাবেজ ফাইল পরিবর্তন, ডেটাবেজ ফাইল ডিলিট, ডেটাবেজ অবজেক্ট(টেবিল, ভিউ, ইনডেক্স ইত্যাদি) তৈরি, পরিবর্তন এবং ডিলিট করা যায় এবং SQL একটি শক্তিশালী ডেটা মেনিপুলেশন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ SQL ব্যবহার করে ডেটাবেজ টেবিলে ডেটা ইনসার্ট, আপডেট ও ডিলিট করা যায়। তাছাড়া ইউজার একসেস নিয়ন্ত্রন করা যায়। এ কারণে SQL কে ডেটাবেজের জন্য একটি শক্তিশালী হাতিয়ার বলা হয়।

SQL বিভিন্ন স্টেটমেন্ট এর সমন্বয়ে গঠিত। যেমন-
1.Data Definition Language (DDL)
2.Data Manipulation Language (DML)
3.Data Query Language (DQL)
4.Data Control Language (DCL)

ডেটাবেজের বিভিন্ন SQL কমান্ড (DDL এবং DML)

DDL (Data Definition Language ) এর ব্যবহারঃ
একটি ডেটাবেজ তৈরির SQL কমান্ডের সিনট্যাক্সঃ
CREATE DATABASE database_name;

টেবিল তৈরির SQL কমান্ডের সিনট্যাক্সঃ
CREATE TABLE table_name
(
column_name_1 data_type(size),
column_name_2 data_type(size),
.............................
column_name_n data_type(size)
);

student_info নামের উপরের টেবিলটি তৈরির SQL কমান্ডঃ
CREATE TABLE student_info
(
Id number PRIMARY KEY,
Name text(20),
Section text(5),
GPA number,
City text(20)
);

টেবিলে নতুন ফিল্ড যোগ করার SQL কমান্ডের সিনট্যাক্সঃ
ALTER TABLE table_name ADD
(
new_column_name_1 data_type(size),
new_column_name_2 datat_ype(size)
);

টেবিল থেকে একটি ফিল্ড মুছে ফেলার SQL কমান্ডের সিনট্যাক্সঃ
ALTER TABLE table_name DROP column_name;

ডেটাবেজ থেকে টেবিল মুছে ফেলার SQL কমান্ডের সিনট্যাক্সঃ
DROP TABLE table_name;

DML(Data Manipulation Language) এর ব্যবহারঃ

কোন টেবিলে নতুন রেকর্ড যোগ করার SQL কমান্ডের সিনট্যাক্সঃ
INSERT INTO table_name (column_name_1,column_name_2,..)
VALUES(Value_1,Value_2,..);

student_info নামে উপরের টেবিলে নতুন রেকর্ড যোগ করার SQL কমান্ডঃ
INSERT INTO student_info(Id, Name, Section, GPA, City) VALUES( 1, “Ashek", ”A”, 5.00, "Dhaka“ ) ;

এক বা একাদিক রেকর্ড আপডেট করার জন্য SQL কমান্ডের সিনট্যাক্সঃ
UPDATE table_name
SET column_name_1=value, column_name_2=value, ... WHERE condition;

student_info নামে উপরের টেবিলের Id = 2 রেকর্ডটির City এর মান Khulna করার জন্য SQL কমান্ডঃ
UPDATE student_info SET City="Khulna“ WHERE Id = 2;

এক বা একাদিক রেকর্ড ডিলিট করার জন্য SQL কমান্ডের সিনট্যাক্সঃ
DELETE FROM table_name WHERE condition;

student_info নামে উপরের টেবিলের Id =1 রেকর্ডটি ডিলিট করার জন্য SQL কমান্ডঃ
DELETE FROM student_info WHERE Id = 1;

একটি টেবিলের সবগুলো রেকর্ড ডিলিট করার জন্য SQL কমান্ডের সিনট্যাক্সঃ
DELETE FROM table_name;

একটি টেবিল থেকে সকল ফিল্ড এবং রেকর্ড সিলেক্ট করে দেখানোর SQL কমান্ডের সিনট্যাক্সঃ
SELECT */ column_name_1,column_name_2,.. FROM table_name;

student_info নামে উপরের টেবিলের সকল ফিল্ড এবং রেকর্ড সিলেক্ট করে দেখানোর SQL কমান্ডঃ
SELECT * FROM student_info;

একটি টেবিল থেকে নির্দিস্ট কিছু ফিল্ড এবং সকল রেকর্ড সিলেক্ট করে দেখানোর SQL কমান্ডের সিনট্যাক্সঃ
SELECT column_name_1,column_name_2,.. FROM table_name;

student_info নামে উপরের টেবিলের নির্দিস্ট কিছু ফিল্ড এবং সকল রেকর্ড সিলেক্ট করে দেখানোর SQL কমান্ডঃ
SELECT Name, Section, GPA FROM student_info;

টেবিল থেকে নির্দিষ্ট শর্তসাপেক্ষে ডেটা সিলেক্ট করে দেখানোর SQL কমান্ডের সিনট্যাক্সঃ
SELECT */ column_name_1,column_name_2,.. FROM table_name WHERE condition;

student_info নামে উপরের টেবিলে যাদের GPA=5.00 তাদের তথ্য দেখানোর SQL কমান্ডঃ
SELECT * FROM student_info WHERE GPA=5.00;

টেবিল থেকে ডেটা সিলেক্ট করে কোন এক বা একাধিক ফিল্ডের উপর ভিত্তি করে রেকর্ড গুলোকে উর্ধক্রম অনুসারে সাজিয়ে দেখানোর SQL কমান্ডের সিনট্যাক্সঃ
SELECT */ column_name_1,column_name_2,.. FROM table_name
WHERE condition ORDER BY column_name ASC;

student_info নামে উপরের টেবিলের ডেটা সিলেক্ট করে Id ফিল্ডের উপর ভিত্তি করে রেকর্ড গুলোকে উর্ধক্রম অনুসারে সাজিয়ে দেখানোর SQL কমান্ড:
SELECT * FROM student_info ORDER BY Id ASC;

টেবিল থেকে ডেটা সিলেক্ট করে অধঃক্রম অনুসারে সাজিয়ে দেখানোর SQL কমান্ডের সিনট্যাক্সঃ
SELECT */ column_name_1,column_name_2,.. FROM table_name
WHERE condition ORDER BY column_name DESC;

student_info নামে উপরের টেবিলের ডেটা সিলেক্ট করে Id ফিল্ডের উপর ভিত্তি করে রেকর্ড গুলোকে অধঃক্রম অনুসারে সাজিয়ে দেখানোর SQL কমান্ড:
SELECT * FROM student_info ORDER BY Id DESC;

ডেটাবেজের অপারেটর সমূহ: ডেটাবেজের বিভিন্ন SQL কমান্ড লেখার জন্য বিভিন্ন অপারেটর প্রয়োজন হয়। ডেটাবেজের বিভিন্ন অপারেটর সমূহ নিচে আলোচনা করা হল-
১। Arithmetic অপারেটর
২। Comparison অপারেটর
৩। Concatenation অপারেটর
৪। Logical অপারেটর
৫। Special অপারেটর

Arithmetic অপারেটর: নিউমেরিক এক্সপ্রেশন তৈরি করতে Arithmetic অপারেটর ব্যবহার করা হয়। যেমন – যোগ, বিয়োগ, গুণ,ভাগ ইত্যাদির জন্য ব্যবহৃত হয়।

Comparison অপারেটর: দুটি এক্সপ্রেশনের মধ্যে তুলনা করতে Comparison অপারেটর ব্যবহৃত হয়। একে রিলেশনাল অপারেটরও বলা হয়।

Concatenation অপারেটর: দুটি স্ট্রিংকে যোগ করার জন্য Concatenation অপারেটর ব্যবহার করা হয়। & চিহ্ন হচ্ছে Concatenation অপারেটর। এছাড়া + চিহ্ন দ্বারাও দুটি স্ট্রিংকে যোগ করা যায়।
যেমন- string_1=“Con” এবং string_2=“catenation”
result = string_1 & string_2 অথবা result = string_1 + string_2

Logical অপারেটর: দুটি এক্সপ্রেশনকে একত্র করে এবং এক্সপ্রেশনটি সত্য বা মিথ্যা মূল্যায়ন করে।



প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )

শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে


আইসিটি অধ্যায়-৬.৪ : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ.এস.সি বা উচ্চমাধ্যমিকের আইসিটি অধ্যায়-৬.৪: ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) থেকে DBMS এর ধারণা এবং এর প্রকারভেদ, ডেটাবেজ ও টেবিল তৈরি এবং ফিল্ডের ডেটা টাইপ নিয়ে আলোচনা করা হলো।


একাদশ ও দ্বাদশ শ্রেণী : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 
অধ্যায়-৬.৪: ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS)


ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS): ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা DBMS হলো এমন একটি সফটওয়্যার যা ডেটাবেজ তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহৃত হয়। উদাহরণঃ MySQL, SQL, MSAccess, Oracle ইত্যাদি।

ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর: যে ব্যক্তি বা ব্যাক্তিবর্গের উপর ডেটাবেজের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্পিত থাকে সেই ব্যাক্তি বা ব্যক্তি বর্গকে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বলে। সংক্ষেপে বলা যায়, ডেটাবেজের সার্বিক দায়িত্বে নিয়োজিত ব্যাক্তিকে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বলে। অ্যাডমিনিস্ট্রেটর ডেটাবেস তৈরি, পরিবর্তন, পরিবর্ধন এবং নিয়ন্ত্রণ করে থাকে।
http://www.webschoolbd.com/2018/11/hsc-ict-chapter6.4.html

ডেটাবেজের প্রকারভেদঃ ডেটাবেজের গঠনের উপর ভিত্তি করে ডেটাবেজকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১। ক্লায়েন্ট-সার্ভার ডেটাবেজ
২। ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ
৩। ওয়েব এনাবল ডেটাবেজ

ক্লায়েন্ট সার্ভারঃ ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজ হলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণকারী সার্ভারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সম্পর্কযুক্ত একটি ডেটাবেজ সিস্টেম।মূল ডেটাবেজটি স্থায়ীভাবে সার্ভারে সংরক্ষিত থাকে এবং দূর-দূরান্তে বসে বিভিন্ন ব্যবহারকারী কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের অর্ন্তভুক্ত হয়ে ডেটাবেজে একসেস করতে পারে। এক্ষেত্রে ডেটাবেজ ব্যবহারকারীদের বলা হয় ক্লায়েন্ট/টার্মিনাল। ক্লায়েন্ট সার্ভার পদ্ধতিতে শুধুমাত্র একটি ডেটাবেজ সার্ভারে সংরক্ষিত থাকে যাকে ব্যাক এন্ড বলে এবং ক্লায়েন্ট কম্পিউটারগুলোতে শুধু মাত্র ফর্মস এবং রিপোর্ট থাকে যাকে ফ্রন্ট এন্ড বলে।

ক্লায়েন্ট: ক্লায়েন্ট একটি মেশিন(পিসি) যা ফ্রন্ট-এন্ড এপ্লিকেশন রান করে। এটি কীবোর্ড, মনিটর এবং মাউসের মাধ্যমে ইউজারের সহিত সরাসরি কার্য সম্পাদনে সহায়ক ভূমিকা পালন করে।

সার্ভার: সার্ভার একটি মেশিন যা সার্ভার সফটওয়ার (যেমন ওরাকল, এসকিউএল সার্ভার) রান করে এবং শেয়ার ডেটা এক্সেসে প্রয়োজনীয় ফাংশন হ্যান্ডল করে। একটি সার্ভার ব্যাক-এন্ড হিসাবে ভূমিকা পালন করে।
http://www.webschoolbd.com/2018/11/hsc-ict-chapter6.4.html

ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ:  ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ হলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণকারী সার্ভারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সম্পর্কযুক্ত একাধিক ডেটাবেজ সিস্টেম। এই পদ্ধতিতে একটি সেন্ট্রাল সার্ভার (কেন্দ্রীয় সার্ভার) এবং এর অধীনে এক বা একাধিক সাব-সার্ভার (উপ-সার্ভার) বা ওয়ার্কস্টেশন থাকতে পারে। সেন্ট্রাল সার্ভারসহ প্রত্যেকটি সাব-সার্ভারে/ওয়ার্কস্টেশনে ডেটাবেজ থাকে। সাধারণত ডেটাবেজ ওয়ার্কস্টেশনগুলো ভিন্ন ভিন্ন দূরবর্তী স্থানে হয়ে থাকে। এই পদ্ধতিতে প্রত্যেকটি ওয়ার্কস্টেশনে স্বতন্ত্রভাবে ডেটাবেজ সংশোধন, সম্পাদন প্রভৃতি কাজ করা হয় এবং সেন্ট্রাল-সার্ভারে রক্ষিত কেন্দ্রীয় ডেটাবেজ ওয়ার্কস্টেশনগুলোর ডেটাবেজের সর্বশেষ অবস্থা অনুযায়ী পরিবর্তিত বা আপডেট হয়। সার্ভারের কেন্দ্রীয় ডেটাবেজ সাব-সার্ভারগুলোর ডেটাবেজের ডেটা পাঠ,পরিবর্তন বা পরিমার্জন করতে পারে। এভাবে ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ পদ্ধতিতে সার্ভারের কেন্দ্রীয় ডেটাবেজের মাধ্যমে ওয়ার্কস্টেশনগুলোর ডেটাবেজ থেকে সর্বশেষ তথ্য সংগ্রহ ও ওয়ার্কস্টেশনগুলোর ডেটাবেজ পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজ করে থাকে। ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ ব্যবস্থাপনার জন্য ক্লায়েন্ট সার্ভার পদ্ধতিকেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে। কারণ ওয়ার্কস্টেশনগুলোতে আবার এক বা একাধিক ক্লায়েন্ট থাকতে পারে।

ওয়েব এনাবল ডেটাবেজ: যে ডেটাবেজ ইন্টারনেটের সুবিধাযুক্ত যেকোনো স্থান থেকে সাধারণ ওয়েব ইন্টারফেসের মাধ্যমে যেকোনো প্লাটফরমে রিমোটলি একসেস করা যায় তাকে ওয়েব এনাবল ডেটাবেজ বলে। অন্যভাবে বলা যায়, যে ডেটাবেজে ইন্টারনেট এবং ওয়েব ব্রাউজারের মাধ্যমে ডেটাবেজের তথ্যগুলো ইন্টারঅ্যাকটিভ উপায়ে একসেস, কুয়েরি, অর্ডার প্রদান, রিপোর্ট ও ট্র্যাক করা যায় এবং রেকর্ডসমূহকে পরিবর্তন করা যায় তাকে ওয়েব এনাবল ডেটাবেজ বলে।


ডেটাবেজ তৈরি: Database তৈরি করার জন্য DBMS হিসেবে Microsoft Access 2010 এর ব্যবহার দেখানো হল। প্রথমেই Microsoft Access 2010 অ্যাপ্লিকেশনটি ইন্সটল দিতে হবে। তারপর প্রোগ্রামটি রান করলে নিচের মত করে চিত্র প্রদর্শিত হবে।

টেবিল তৈরি: ডেটাবেজ হলো পরস্পর সম্পর্কযুক্ত একাধিক টেবিলের সমন্বয়ে গঠিত। প্রত্যেকটি টেবিল আবার কতকগুলো রেকর্ড নিয়ে গঠিত। পরস্পর সম্পর্কযুক্ত কতকগুলো ফিল্ড মিলে গঠিত হয় রেকর্ড। সুতরাং ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি।কোনো টেবিল তৈরি করার পূর্বে টেবিলের প্রত্যেকটি রেকর্ডে কি কি ফিল্ড থাকবে তা নির্দিষ্ট করতে হয়। কোনো ডেটাবেজে কি কি ফিল্ড থাকবে তা নির্ভর করবে ডেটাবেজের উদ্দেশ্য বা ডেটাবেজে কী ধরনের ডেটা থাকবে তার উপর। আবার প্রত্যেকটি ফিল্ডে কী ধরনের ডেটা থাকবে অর্থাৎ ডেটা টাইপ কি হবে তা নির্ধারণ করতে হয়।

ডেটাবেজ টেবিলের ফিল্ডের ডেটা টাইপ সমূহ:

টেক্সট/ক্যারেক্টার (Text/Character): বেশিরভাগ ডেটাবেজে ব্যবহৃত প্রধান Data type হলো Text। টেক্সট/ক্যারেক্টার ফিল্ডে অক্ষর, সংখ্যা, চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায়। সাধারণত এ ফিল্ডে সর্বোচ্চ ২৫৫টি বর্ণ/ অঙ্ক/চিহ্ন এককভাবে বা সম্মিলিতভাবে ব্যবহার করা যায়। তবে, সংখ্যা ব্যবহার করলেও এ ডেটার উপর গাণিতিক কাজ করা যায় না।

নাম্বার/নিউমেরিক (Number/Numeric): যে ফিল্ডে গাণিতিক ডেটা ব্যবহার করা হয়, সেই ফিল্ডকে প্রকাশ করার জন্য নাম্বার ব্যবহৃত হয়। নাম্বার/ নিউমেরিক ফিল্ডে যোগ বা বিয়োগ চিহ্নসহ/ছাড়া পূর্ণসংখ্যা ও ভগ্নাংশ মিলিয়ে প্রয়োজনীয় সংখ্যা ব্যবহার করা যায়। এ ফিল্ডের ডেটার উপর গাণিতিক অপারেশন (যোগ, বিয়োগ, গুণ ও ভাগ) করা যায়। ডেটার মানের ব্যাপ্তির উপর ভিত্তি করে নাম্বার/ নিউমেরিক ফিল্ডকে সাধারণত বিভিন্নভাবে ভাগ করা যায়। যথা:
১। বাইট (Byte)
২। ইন্টিজার (Integer)
৩। লং ইন্টিজার (Long Integer)
৪। সিঙ্গেল (Single)
৫। ডাবল (Double)

অটো নাম্বার (Autonumber): এটি একটি নিউমেরিক / নাম্বার ডেটা টাইপ। এটি সিরিজ জাতীয় বা ধারাবাহিক ডেটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এ ডেটা টাইপের সুবিধা হচ্ছে এতে ডেটা এন্ট্রি করতে হয় না। স্বয়ংক্রিয়ভাবে ডেটা এন্ট্রি হয়।

লজিক্যাল ডেটা (Yes/No): যুক্তিনির্ভর ফিল্ডের ডেটা টাইপ প্রকাশ করার জন্য Yes/No ব্যবহৃত হয়। কোনো ফিল্ডের মান ‘হ্যাঁ’ অথবা ‘না’ এ দুটি তথ্য এ ফিল্ডে সংরক্ষণ করা যায়। এই ফিল্ডের জন্য মেমোরিতে ১ বাইট জায়গা প্রয়োজন।

তারিখ ও সময় (Date/ Time): এ ফিল্ডটি তারিখ বা সময়ের জন্য ব্যবহার করা হয়। ১০০ থেকে ৯৯৯৯ বছরের তারিখ ও সময়ের জন্য এ ফিল্ড ব্যবহৃত হয়। এ ফিল্ডের জন্য মেমরিতে ৮ বাইট জায়গা প্রয়োজন। তারিখ ও সময় বিভিন্ন ফরমেটে হতে পারে।

মেমো (Memo): Memo, Text এর পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত বর্ণনামূলক লেখা বা বর্ণনার জন্য এ ফিল্ড ব্যবহার করা হয়। এ ফিল্ডের ধারণ ক্ষমতা কম্পিউটার ডিস্কের ধারণ ক্ষমতার উপর নির্ভর করে। সাধারণত এ ফিল্ডে ৬৫,৫৩৬টি ক্যারেক্টর লেখা যায়। সাধারণত Remark, Address ফিল্ডে এ ডেটা টাইপ ব্যবহার করা হয়।

কারেন্সি (Currency): মুদ্রা বা টাকার অঙ্ক ইনপুট করার জন্য $ ব্যবহার করা হয়। শুধুমাত্র মুদ্রা বা টাকা সংক্রান্ত ডেটা এন্ট্রি করার জন্য Currency টাইপ সিলেক্ট করতে হয়। এ ফিল্ডের ডেটার উপর গাণিতিক অপারেশন সম্পূর্ণ প্রযোজ্য। এ ফিল্ডের জন্য মেমোরিতে ৮ বাইট জায়গা প্রয়োজন।

OLE(Object Linking Embedding) Object: যেসব তথ্য ডেটাবেজ নয় এমন সফটওয়্যারে আছে এবং লিংক এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ডেটাবেজে নেয়ার ক্ষেত্রে এ ডেটা টাইপ ব্যবহার করা হয়। যেমন- মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি প্রোগ্রাম হতে শব্দ, ছবি, টেক্সট, গ্রাফ ইত্যাদি ডেটাবেজের কোন ফিল্ডে নেয়ার জন্য এ ডেটা টাইপ ব্যবহার করা হয়।

Hyperlink: সাধারণত ডেটাবেজ প্রোগ্রামের সাথে ওয়েব পেজের কোনো ফাইল কিংবা অন্য কোনো ব্যবহারিক প্রোগ্রামের ফাইল লিংক করার জন্য এ ডেটা টাইপ ব্যবহার করা হয়।

Look up wizard: সরাসরি কোনো ডেটা এন্ট্রি না করে কোনো লিস্ট বা টেবিল থেকে ডেটা নির্বাচন করে ডেটা ইনপুট করার জন্য এ ডেটা টাইপ ব্যবহার করা হয়।




প্রতিটি বিষয়ের নোট ও সাজেশান্স ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

আজই জয়েন করুন বাংলাদেশের লার্নিং প্ল্যাটফর্মে ( ওয়েভ স্কুল বিডি )

শিক্ষক হিসেবে জয়েন করুন
রেকর্ডেড/লাইভ প্রোগ্রাম করতে পারো
অ্যাফিলিয়েট হতে চাইলে