Become A Campus Ambassador

আপনিও হতে পারেন ওয়েবস্কুল বিডির ক্যাম্পাস এ্যাম্বাসেডর!

প্রশ্ন : ওয়েবস্কুল বিডির ক্যাম্পাস এ্যাম্বাসেডর প্রোগ্রাম কী?
উত্তর: ওয়েবস্কুল বিডির ক্যাম্পাস এ্যাম্বাসেডর প্রোগ্রম ছাত্রছাত্রীদের জন্য একটি প্লাটফর্ম যা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে একটি সক্রিয় শিক্ষা ফোরাম/টীম পরিচালনা করা। ক্যাম্পাস এ্যাম্বাসেডরগণ তার অধীনে থাকা শিক্ষার্থীদেরকে/ইনসাইডার(সদস্য) কে Web School BD সম্পর্কে এবং পড়াশুনার ব্যাপারে আগ্রহী করে তুলবে।বর্তমানে প্রায় ৫০০ জন ক্যাম্পাস এ্যাম্বাসেডর এই প্রোগ্রামের অন্ত্ররভূক্ত।

http://www.webschoolbd.com/2016/09/become-a-campus-ambassador.html


ক্যাম্পাস এ্যাম্বাসেডর এর সুবিধাঃ
১। Web School BD এর সঙ্গে ইন্টার্নশীপের সু্যোগ।
২। একটি সার্টিফেকেট।
৩। সক্রিয় এ্যাম্বাসেডরগণ WS ইভেন্ট এবং সম্মেলন গুলোতে বিনামুল্যে পাশ পাবে।
৪। বিনামূল্যে কোর্সসমূহ।
৫। পড়াশোনার ব্যাপারে সাহায্য ও সহযোগীতা প্রদান।

http://www.webschoolbd.com/2016/09/become-a-campus-ambassador.html


ক্যাম্পাস এ্যাম্বাসেডরের ভূমিকা ও দায়িত্বঃ
১। ক্যাম্পাসের WS এ অন্তর্ভূক্ত শিক্ষার্থীদেরকে/ ইনসাইডার(সদস্য) কে পড়াশুনার ব্যাপারে সাহায্য করা।
২। প্রতি মাসে কমপক্ষে একটি প্রোগ্রাম পরিচালনা করা।

প্রশ্ন : কে আবেদন করতে পারেন?
উত্তর: ছাত্রদের শক্তিশালী নেতৃত্ব এবং পড়াশুনার জন্য অসীম ভালবাসা থাকা, সংক্ষিপ্তভাবে একটি WS Ambassador Form fillup হয়ে ক্যাম্পাস এ্যাম্বাসেডর প্রোগ্রাম এ স্বাগত জানাই।

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post