এস.এস.সি ইসলাম শিক্ষা অধ্যায় - ৫: আদর্শ জীবনচরিত (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ৫: আদর্শ জীবনচরিত (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. আদর্শের আরবি প্রতিশব্দ কী?
Ο ক) উছওয়া
Ο খ) আমানত
Ο গ) আহদ
Ο ঘ) সিদক
 সঠিক উত্তর: (ক)

 ১৫২. মদ্যপানের অপরাধে উমর (রা) যে পুত্রকে শাস্তি দেন তার নাম কী?
Ο ক) আবু হেনা
Ο খ) আব্দুল্লাহ
Ο গ) তাহের
Ο ঘ) আবু শাহমা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৩. হযরত উমর (রা) নিজের কাঁধে আটার বস্তা নিয়ে ক্ষুধার্ত শিশুর তাবুতে যেতেন; কারণ-
i. নিজ দায়িত্ব পালনের অংশ হিসেবে
ii. আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে
iii. ক্ষুধার্ত শিশুর ক্ষুধা দূর করার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫৪. মহানবি (স) কে হত্যার সিদ্ধান্ত নিল কারা?
Ο ক) সকল গোত্র মিলে
Ο খ) কুরাইশরা
Ο গ) কাইসরা
Ο ঘ) কাফিররা
 সঠিক উত্তর: (খ)

 ১৫৫. আল কিন্দি আরবি ভাষা ছাড়াও সুপন্ডিত ছিলেন-
i. সংস্কৃত ভাষার
ii. সিরীয় ভাষার
iii. পাহলবি ভাষার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৬. শিক্ষাক্ষেত্রে মুসলমানগণ যে অবদান রেখে গেছেন তা অন্যান্য জাতির জন্য-
i. ঈর্ষার বিষয়
ii. বিস্ময়ের বিষয়
iii. গৌরবের বিষয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫৭. কোন খলিফা গভীর রাতে মহল্লায় ঘুরে বেড়াতেন?
Ο ক) হযরত আবু বকর (রা)
Ο খ) হযরত আলি (রা)
Ο গ) সম্রাট নাসির উদ্দীন
Ο ঘ) হযরত উমর (রা)
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৮. ইসলামের দ্বিতীয় খলিফা উমর ফারুক (রা) ছিলেন-
i. শিক্ষিত ও মার্জিত
ii. কবি ও সাহসী যোদ্ধা
iii. কুস্তিগির ও সুবক্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৯. রাসুল (স) এর কাছে ওহির সূচনা হয়েছিল কোন শব্দ দ্বারা?
Ο ক) ইক্করা
Ο খ) আলহামদু
Ο গ) কুল
Ο ঘ) ইয়া
 সঠিক উত্তর: (ক)

 ১৬০. হযরত উমর (রা) কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) ৫৭৩ খ্রি.
Ο খ) ৫৭৫ খ্রি.
Ο গ) ৫৮২ খ্রি.
Ο ঘ) ৬৮৩ খ্রি.
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬১. প্রাক ইসলামি যুগে আরব সমাজ নবি-রাসুলদের শিক্ষা ভুলে গিয়েছিল। তাদের আচরণ কেমন ছিল?
Ο ক) সামাজিক
Ο খ) বর্বর ও মানবতাবিরোধী
Ο গ) কোমল ও নমনীয়
Ο ঘ) নম্র ও ভদ্র
 সঠিক উত্তর: (খ)

 ১৬২. মদিনায় এসে কে স্বস্তির নিশ্বাস ফেললেন?
Ο ক) সাহাবিগণ
Ο খ) মুহাজিরগণ
Ο গ) মুসলমানগণ
Ο ঘ) মহানবি (স)
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৩. আল মোকাদ্দাসি ‍ছিলেন বিখ্যাত-
i. পরিব্রাজক
ii. ভুগোলবিদ
iii. দার্শনিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৬৪. ‘বায়তুল মাল’ কী?
Ο ক) সুন্দর ঘর
Ο খ) মাল গুদাম
Ο গ) রাষ্ট্রীয় কোষাগার
Ο ঘ) টাকশাল
 সঠিক উত্তর: (গ)

 ১৬৫. কোন বিষয়ে মুসলমানদের জ্ঞানার্জন জরুরি?
Ο ক) ফিকহশাস্ত্রে
Ο খ) ইসলামের ইতিহাসে
Ο গ) ইসলাম শিক্ষায়
Ο ঘ) বিজ্ঞান শিক্ষায়
 সঠিক উত্তর: (গ)

 ১৬৬. কোন গ্রন্থটিকে ইউনানী ও জারবী চিকিৎসাশাস্ত্রের বৃহৎ সংহতি বলা হয়?
Ο ক) কিতাবুল মানাযির
Ο খ) ফিরদাউস আল হিকমাহ ফিত্‌ তিব্ব
Ο গ) আল-জুদারী ওয়াল হাসবাহ
Ο ঘ) কানূন ফিত্ তিব্ব
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৭. জাহেলি যুগে আরবে কোন মেলার প্রচলন ছিল?
Ο ক) বৈশাখী
Ο খ) উকায
Ο গ) বই
Ο ঘ) সারদীয়
 সঠিক উত্তর: (খ)

 ১৬৮. কত খ্রিস্টব্দে প্রথম মক্কাভিমুখে মুসলমানরা অভিযান পরিচালনা করে?
Ο ক) ৬২৫
Ο খ) ৬২৮
Ο গ) ৬৩০
Ο ঘ) ৬৩১
 সঠিক উত্তর: (গ)

 ১৬৯. কোন খলিফা আবিসিনিয়ায় হিজরত করেন?
Ο ক) হযরত উসমান (রা)
Ο খ) হযরত আলি (রা)
Ο গ) হযর মূয়াবিয়া (রা)
Ο ঘ) হযরত আবু বকর (রা)
 সঠিক উত্তর: (ক)

 ১৭০. কিতাবুল মানাযির গ্রন্থখানি কোন বিষয়ের ওপর রচিত?
Ο ক) রসায়ন
Ο খ) গণিত
Ο গ) চিকিৎসা
Ο ঘ) দৃষ্টিবিজ্ঞান
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭১. মহানবি (স) -এর আবির্ভাব হয়েছিল কেন?
Ο ক) দাসপ্রথা বন্ধ করার জন্য
Ο খ) ন্যায়ের পথ নির্দেশ করার জন্য
Ο গ) নরহত্যা বন্ধ করার জন্য
Ο ঘ) প্রার্থনা করার জন্য
 সঠিক উত্তর: (খ)

 ১৭২. কোন খলিফা গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন?
Ο ক) হিশাম
Ο খ) আব্দুল মালিক
Ο গ) মানসুর
Ο ঘ) হযরত উমর (রা)
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৩. ইমাম বুখারি (রা) কর্তৃক সংকলিত হাদিস গ্রন্থটির নাম কী?
Ο ক) মুসলিম শরিফ
Ο খ) জামি তিরমিযি
Ο গ) বুখারি শরিফ
Ο ঘ) মুয়াত্তা
 সঠিক উত্তর: (গ)

 ১৭৪. মহানবি (স) কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন?
Ο ক) ২৫ বছর
Ο খ) ৪০ বছর
Ο গ) ৪৫ বছর
Ο ঘ) ৬০ বছর
 সঠিক উত্তর: (খ)

 ১৭৫. রায়হানপুর এলাকার বাসিন্দারা অধ:পতনের দ্বারাপ্রান্তে পৌঁছে গেছে। হত্যা, রাহাজানি, এমন কোনো অপরাধ নেই, যা তারা করছে না, তাদের এ আচরণ কোন যুগের কথা মনে করিয়ে দেয়?
Ο ক) মধ্য
Ο খ) প্রাচীন
Ο গ) জাহেলি
Ο ঘ) আধুনিক
 সঠিক উত্তর: (গ)

 ১৭৬. নিউ প্লেচোনিজমের উদ্ভাবক কে?
Ο ক) আল - ফারাবি
Ο খ) ইবনে খালেদুন
Ο গ) আল কিন্দি
Ο ঘ) আল কাসি
 সঠিক উত্তর: (গ)

 ১৭৭. ব্যবসার ক্ষেত্রে সর্বকালের যুবকদের জন্য রাসুল (স) আদর্শ কেন?
Ο ক) সততা ও দায়িত্বশীলতার জন্য
Ο খ) একাগ্রতা ও আনুগত্যের জন্য
Ο গ) নিয়মানুবর্তিতার জন্য
Ο ঘ) ব্যবসায়িক মনোবৃত্তির জন্য
 সঠিক উত্তর: (ক)

 ১৭৮. হযরত উমর (রা) নির্মাণ করেন- i. মসজিদ ii. হাসপাতাল iii. বিদ্যালয় নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৯. ফিকহ শাস্ত্রের উদ্ভাবক কে?
Ο ক) আবু হানিফা (রা)
Ο খ) শাফি (রা)
Ο গ) মালিক (রা)
Ο ঘ) হাম্বল (রা)
 সঠিক উত্তর: (ক)

 ১৮০. মদিনা সনদের ধারা সংখ্যা কত?
Ο ক) ৪০
Ο খ) ৪৫
Ο গ) ৪৭
Ο ঘ) ৪৯
 সঠিক উত্তর: (গ)

 ১৮১. ‘হারবুল ‍ফিজার’ শব্দের অর্থ কী?
Ο ক) ফিজারের যুদ্ধ
Ο খ) অবৈধ যুদ্ধ
Ο গ) অন্যায় যুদ্ধ
Ο ঘ) হারবুল ফিজারের যুদ্ধ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮২. বিবি খাদিজা নিজ ব্যবসায়ের দায়িত্ব হযরত মুহাম্মদ (স) এর ওপর অর্পণ করেছিলেন-
i. সততা ও সত্যবাদিতার কথা শুনে
ii. চারিত্রিক মাধুর্যের কথা শুনে
iii. ভবিষ্যৎ নবি একথা শুনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৮৩. হযরত উমর (রা) ছিলেন-
Ο ক) কুস্তিগীর
Ο খ) সাহসী যোদ্ধা
Ο গ) কবি ও সুবক্তা
Ο ঘ) উপরের সবকটি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৪. ছয় বছর বয়সে মুহাম্মদ (স) কার আশ্রয়ে লালিত পালিত হয়?
Ο ক) আব্বাস (রা)
Ο খ) আবু তালিব
Ο গ) আব্দুল মুত্তালিব
Ο ঘ) আমীর হামযা
 সঠিক উত্তর: (গ)

 ১৮৫. শিশু মুহাম্মদ (স) এর চরিত্রে কীসের একটি অনুপম দৃষ্টান্ত পরিলক্ষিত হয়?
Ο ক) ভালোবাসার
Ο খ) দরদের
Ο গ) ইনসাফের
Ο ঘ) পবিত্রতার
 সঠিক উত্তর: (গ)

 ১৮৬. ইমাম আবু হানিফা (রা) প্রথম কোন কাজ করতে চেয়েছিলেন?
Ο ক) চাকরি
Ο খ) ব্যবসা
Ο গ) জ্ঞানার্জন
Ο ঘ) কৃষি
 সঠিক উত্তর: (খ)

 ১৮৭. বিদায় হজের ভাষণ অনুযায়ী দাস-দাসীদের প্রতি আমাদের কর্তব্য হলো-
i. সদ্ব্যবহার করা
ii. তাদেরকে দিয়ে কাজ না করানো
iii. ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১৮৮. মানুষের জন্য উত্তম আদর্শ কে?
Ο ক) হযরত মুহাম্মদ (স)
Ο খ) হযরত আলি (রা)
Ο গ) হযরত দাউদ
Ο ঘ) চেগুয়েভারা
 সঠিক উত্তর: (ক)

 ১৮৯. নিচের কোনটির কারণে মহানবি (স) হযরত আলি (রা) কে ‘আসাদুল্লাহ’ উপাধিতে ভূষিত করেন?
Ο ক) বদর যুদ্ধের জন্য
Ο খ) উহুদ যুদ্ধের জন্য
Ο গ) খন্দক যুদ্ধের জন্য
Ο ঘ) কামুস দুর্গ জয়ের জন্য
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯০. চিকিৎসা শাস্ত্রে ইবনে রুশদের রচিত গ্রন্থের নাম কী?
Ο ক) আল-কানুন ফিত-তিব্ব
Ο খ) কুল্লিয়াত
Ο গ) আল জুদাইরি ওয়াল হাসবাহ
Ο ঘ) কিতাবুল মানাযির
 সঠিক উত্তর: (খ)

 ১৯১. হযরত মুহাম্মদ (স) যে শেষ যামানার নবি হবেন কোন লোকটি বলেছিল?
Ο ক) ওরাকা
Ο খ) আবুল হাকম
Ο গ) বহীরা
Ο ঘ) নওফেল
 সঠিক উত্তর: (গ)

 ১৯২. হযরত আবু বকর (রা) কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?
Ο ক) ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য
Ο খ) দুর্যোগ মুহূর্তে ইসলামি খিলাফতকে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য
Ο গ) কুরআনের পান্ডুলিপি তৈরি করার জন্য
Ο ঘ) কুরআন সংরক্ষণ করার জন্য
 সঠিক উত্তর: (খ)

 ১৯৩. “প্রত্যেক মুসলমানের ওপর জ্ঞান অন্বেষণ করা ফরয”। কার বাণী?
Ο ক) আল্লাহর
Ο খ) মহানবি (স)
Ο গ) মুসলিম মনীষী
Ο ঘ) চীনা পর্যটক
 সঠিক উত্তর: (খ)

 ১৯৪. নবুয়তের কোন বছরে হযরত উমর (রা) ইসলাম গ্রহণ করেন?
Ο ক) পঞ্চম
Ο খ) ষষ্ঠ
Ο গ) সপ্তম
Ο ঘ) অষ্টম
 সঠিক উত্তর: (খ)

 ১৯৫. হযরত মুহাম্মদ (স) -এর বিশ্বস্ত কর্মচারীর নাম কী?
Ο ক) হযরত মুহাম্মদ (স)
Ο খ) হযরত খাদিজা (রা)
Ο গ) হযরত আবু বকর (রা)
Ο ঘ) চাচা আবু জেহেল
 সঠিক উত্তর: (গ)

 ১৯৬. খুলাফায়ে রাশেদুনের যুগ ছিল-
Ο ক) ইসলামি সাম্রাজ্যের বিস্তৃতির যুগ
Ο খ) বিশ্ব ব্যাপি ইসলামের প্রচারের যুগ
Ο গ) নবুয়াতিধারার আলোকে পরিচালিত সমাজব্যবস্থার যুগ
Ο ঘ) উপরের সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৭. মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনীর পতাকা কার হাতে ছিল?
Ο ক) আবুজার-এর
Ο খ) খালিদ বিন ওয়ালিদ এর
Ο গ) তালহা বিন জুবায়ের এর
Ο ঘ) হযরত আলি (রা) এর
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৮. ইমাম বুখারির নাম কী?
Ο ক) নোমান
Ο খ) ইসমাইল
Ο গ) মুহাম্মদ
Ο ঘ) আবু আব্দুল্লাহ
 সঠিক উত্তর: (গ)

 ১৯৯. হযরত মুহাম্মদ (স) কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন?
Ο ক) ৬২১
Ο খ) ৬২২
Ο গ) ৬২৩
Ο ঘ) ৬২৪
 সঠিক উত্তর: (খ)

 ২০০. দৃষ্টি বিজ্ঞানী হিসেবে কে পরিচিত ছিলেন?
Ο ক) জাবির ইবনে হাইয়ান
Ο খ) হাসান ইবনে হায়সাম
Ο গ) মূসা আল খাওয়ারেযমি
Ο ঘ) উমর খৈয়াম
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post