এস.এস.সি ইসলাম শিক্ষা অধ্যায় - ৪: আখলাক (৭)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ৪: আখলাক (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৩০১. আত্মশুদ্ধির আরবি পরিভাষা কী?
Ο ক) তাযকিয়াতুন নাফস
Ο খ) মারিফাত
Ο গ) মোরাকাবা
Ο ঘ) মোযাহাদা
 সঠিক উত্তর: (ক)

 ৩০২. মানুষের সাথে হিংসা-বিদ্বেষ কোন ধরনের অভ্যাস?
Ο ক) বদঅভ্যাস
Ο খ) সামাজিক অভ্যাস
Ο গ) ধর্মীয় অভ্যাস
Ο ঘ) মানবিক অভ্যাস
 সঠিক উত্তর: (ক)

 ৩০৩. আখলাকে হামীদার অপর নাম কী?
Ο ক) খুলকুর হসন
Ο খ) হুসনুল খুলুক
Ο গ) নৈতিক গুণাবলি
Ο ঘ) আখলাকে যামিমা
 সঠিক উত্তর: (খ)

 ৩০৪. তোমরা একে অন্যের গিবত কর না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে ভালোবাস? না, তোমরা তা পছন্দ কর না? আয়াতটি কোন সূরার?
Ο ক) আল-বাকারা
Ο খ) আল-ইমরান
Ο গ) আল-জুরুরাত
Ο ঘ) আল-আনফাল
 সঠিক উত্তর: (গ)

 ৩০৫. মানব চরিত্রের কোন গুণগুলো আখলাকে হামিদা?
Ο ক) সুন্দর, নির্মল ও মার্জিত
Ο খ) অমার্জিত, অসুন্দর
Ο গ) আল্লাহর অপছন্দনীয়
Ο ঘ) ফেরেশতাদের পছন্দনীয়
 সঠিক উত্তর: (ক)

 ৩০৬. “ঘুষদাতা ও ঘুষগুহীতা উভয়ই জাহান্নামি”-একথা কে বলেছেন?
Ο ক) রাসুল (স)
Ο খ) আল্লাহ তায়ালা
Ο গ) জনৈক অর্থনীতিবিদ
Ο ঘ) হযরত উসমান (রা)
 সঠিক উত্তর: (ক)

 ৩০৭. কৃৎসিত কামনাকে উত্তেজিত করে-
Ο ক) মার্জিত বেশভূষা
Ο খ) ইসলামি পোশাক
Ο গ) অশালীণ বেশভূষা
Ο ঘ) মার্জিত আচার-আচরণ
 সঠিক উত্তর: (গ)

 ৩০৮. ওয়াদার আরবি প্রতিশব্দ কোনটি?
Ο ক) ইহসান
Ο খ) আমানত
Ο গ) আল আহ্‌দু
Ο ঘ) আস সাদিক
 সঠিক উত্তর: (গ)

 ৩০৯. সত্য কথা বলা একটি-
Ο ক) সাধারণ গুণ
Ο খ) মহৎ গুণ
Ο গ) অভ্যাস
Ο ঘ) গুণ
 সঠিক উত্তর: (খ)

 ৩১০. অন্তরাত্মার পবিত্রতা কীসের মাধ্যমে অর্জন করা সম্ভব?
Ο ক) আত্মশূদ্ধির
Ο খ) আদলের
Ο গ) আনুগত্যের
Ο ঘ) ইহসানের
 সঠিক উত্তর: (ক)

 ৩১১. প্রতারণা করার দ্বারা কয়টি পাপ হয়?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (ক)

 ৩১২. “তোমাদের মধ্যে উত্তম ঐ ব্যক্তি, চরিত্র বিচারে যে তোমাদের মধ্যে সুন্দরতম।” কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
Ο ক) বুখারি
Ο খ) মুসলিম
Ο গ) আল-কুরআন
Ο ঘ) বাইবেল
 সঠিক উত্তর: (ক)

 ৩১৩. কোনটি সকল পাপের জননী?
Ο ক) নামায ত্যাগ করা
Ο খ) মিথ্যা বলা
Ο গ) খুন করা
Ο ঘ) মাপে কম দেওয়া
 সঠিক উত্তর: (খ)

 ৩১৪. কে উত্তম চরিত্রের পূর্ণতা দান করেছেন?
Ο ক) হযরত ইব্রাহীম (আ)
Ο খ) হযরত আদম (আ)
Ο গ) হযরত মুহাম্মদ (স)
Ο ঘ) হযরত ইউসুফ (আ)
 সঠিক উত্তর: (গ)

 ৩১৫. জুনায়েদ আলী তাকওয়াবান ব্যক্তি। পরকালে তার জন্য কী রয়েছে?
Ο ক) মহাশাস্তি
Ο খ) মহাপুরুস্কার
Ο গ) সুস্বাদু খাবার
Ο ঘ) বাগ-বাগিচা
 সঠিক উত্তর: (খ)

 ৩১৬. সামাজিক শান্তিশৃঙ্খলা মারাত্মকভাবে বিনষ্ট ও ধ্বংস করে-
i. কর্মবিমুখতা
ii. মিথ্যা কথা
iii. পরচর্চা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৩১৭. “ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়।” কোন সূরার অংশ?
Ο ক) সূরা আলাক
Ο খ) সূরা নূর
Ο গ) সূরা না’বা
Ο ঘ) সূরা মুতাফফিফিন
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৮. “তোমরা (নারীরা) নিজগৃহে অবস্থান কর, আর পূর্বেকার অজ্ঞতার যুগের নারীদের মতো কেশ বিন্যাস করে বাইরে যেও না”-এটি কোন সূরায় উল্লেখ আছে?
Ο ক) সূরা আন-নিসা
Ο খ) সূরা আল-আহযাব
Ο গ) সূরা আশ-শামস
Ο ঘ) সূরা ইয়াসীন
 সঠিক উত্তর: (খ)

 ৩১৯. মানবজীবনের শ্রেষ্ঠ সম্পদ কী?
Ο ক) বিদ্যাবুদ্ধি
Ο খ) ধনসম্পদ
Ο গ) আখলাক বা সচ্চরিত্র
Ο ঘ) সুনাম-সুখ্যাতি
 সঠিক উত্তর: (গ)

 ৩২০. স্বদেশকে ভালো না বাসা কী ধরনের চরিত্র?
Ο ক) জঘন্য
Ο খ) বিদ্রোহী
Ο গ) প্রশংসনীয়
Ο ঘ) সাধারণ অপরাধমূলক
 সঠিক উত্তর: (ক)

 ৩২১. সত্যবাদিতা কিসের অন্তর্ভুক্ত?
Ο ক) আখলাকে যামিমার
Ο খ) আখলাকে হামিদার
Ο গ) সামাজিক চরিত্রের
Ο ঘ) ব্যক্তি চরিত্রের
 সঠিক উত্তর: (খ)

 ৩২২. “যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না।” কোন গ্রন্থ থেকে সংকলিত?
Ο ক) বুখারি
Ο খ) মুসলিম
Ο গ) ইবনে মাযা
Ο ঘ) আবু দাউদ
 সঠিক উত্তর: (ক)

 ৩২৩. কোন ব্যক্তি অন্যের ভালো দেখতে পারে না?
Ο ক) হিংসুক
Ο খ) গিবতকারী
Ο গ) পরনিন্দাকারী
Ο ঘ) খিয়ানতকারী
 সঠিক উত্তর: (ক)

 ৩২৪. যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার কী নেই?
Ο ক) সমাজ নেই
Ο খ) দীন নেই
Ο গ) নামায নেই
Ο ঘ) রোযা নেই
 সঠিক উত্তর: (খ)

 ৩২৫. মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না । কারণ-
i. আল্লাহ অপচ্ছন্দ করেন
ii. অন্যান্য পাপের জন্ম দেয়
iii. মহাপাপ বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৬. আল্লাহ কাদেরকে একনিষ্ঠ বান্দা বলেছেন?
Ο ক) যারা কর্তব্য পালন করে
Ο খ) যারা ওয়াদা রক্ষা করে
Ο গ) যারা যাকাত দেয়
Ο ঘ) যারা হজ করে
 সঠিক উত্তর: (ক)

 ৩২৭. আমানতের খিয়ানত করা হলো-
Ο ক) হারাম
Ο খ) জায়েব
Ο গ) ছগিরা গুনাহ
Ο ঘ) কবিরা গুনাহ
 সঠিক উত্তর: (ক)

 ৩২৮. সদ্ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে?
Ο ক) মা
Ο খ) বাবা
Ο গ) ভাই
Ο ঘ) বোন
 সঠিক উত্তর: (ক)

 ৩২৯. রহমান সাহেব একজন ধর্মপ্রাণ মুসলমান। তিনি মনে করেন কোনো মানুষের প্রতি অবিচার করা যাবে না। এর কারণ কী?
Ο ক) সৃষ্টিগতভাবে সকল মানুষ ভাই ভাই
Ο খ) অবিচার করা মানুুষের ধর্ম নয়
Ο গ) মানুষের অধিকার নষ্ট হয়
Ο ঘ) আল্লাহর হক নষ্ট হয়
 সঠিক উত্তর: (ক)

 ৩৩০. আবু বকর (রা) এর উপাধি কী ছিল?
Ο ক) সিদ্দিক
Ο খ) জুননুরাইল
Ο গ) ফারুক
Ο ঘ) আল-আমিন
 সঠিক উত্তর: (ক)

 ৩৩১. মুসলিম ভ্রাতৃত্বের পাশাপাশি ইসলাম আর কোন শিক্ষাটির গুরুত্ব দিচ্ছে?
Ο ক) মুসলমানদের সম্মেলন করা
Ο খ) নামায আদায় করা
Ο গ) বিশ্বভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা
Ο ঘ) কুরবানি করা
 সঠিক উত্তর: (গ)

 ৩৩২. তোমরা স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করে জীবনযাপন করবে।- কথাটি কুরআনের কোন সূরায় বর্ণিত আছে?
Ο ক) আল-বাকারা
Ο খ) আল-হুজরাত
Ο গ) আল-আনফাল
Ο ঘ) আন-নিসা
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৩. অলস মস্তিষ্ককে বলা হয়েছে-
Ο ক) দোজখখানা
Ο খ) শয়তানের কারখানা
Ο গ) ফুলের বাগান
Ο ঘ) খেলার মাঠ
 সঠিক উত্তর: (খ)

 ৩৩৪. মিতব্যয়িতার উজ্জ্বল দৃষ্টান্ত কে ছিলেন?
Ο ক) মহানবি (স)
Ο খ) হযরত আলি (রা)
Ο গ) হযরত উসমান (রা)
Ο ঘ) আবু হানিফা (রা)
 সঠিক উত্তর: (গ)

 ৩৩৫. প্রতারণা দ্বারা অর্জিত জীবিকা কিরূপ হয়?
Ο ক) হারাম
Ο খ) মাকরুহ
Ο গ) মোবাহ
Ο ঘ) হালাল
 সঠিক উত্তর: (ক)

 ৩৩৬. দেশপ্রেমের প্রকৃত বহি:প্রকাশ কিসে?
Ο ক) দেশের গান গাওয়ায়
Ο খ) দেশের কল্যাণে কাজ করায়
Ο গ) দেশের জন্য জীবন দানে
Ο ঘ) রাজনৈতিক ক্ষমতা লাভে
 সঠিক উত্তর: (খ)

 ৩৩৭. মুসলিম হিসেবে আমার কর্তব্য রয়েছে-
i. পিতামাতার প্রতি
ii. আত্মীয়স্বজনের প্রতি
iii. গরিব-দু:খীদের প্রতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৮. সত্যবাদিতা মানুষকে-
i. পাপ ও অশালীন কাজ থেকে রক্ষা করে
ii. অন্যায় ও অত্যাচার করা থেকে বিরত রাখে
iii. নৈতিক চরিত্র গঠনে উদ্বুদ্ধ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৯. কোনটি সকল সৎগুণের মূল?
Ο ক) তাকওয়া
Ο খ) আমানত
Ο গ) ওয়াদা পালন
Ο ঘ) সততা
 সঠিক উত্তর: (ক)

 ৩৪০. তাকওয়ার সুফল-
Ο ক) শুধুমাত্র আখিরাতে
Ο খ) শুশুমাত্র ইহকালে
Ο গ) দুনিয়া-আখিরাতে
Ο ঘ) জান্নাতে
 সঠিক উত্তর: (গ)

 ৩৪১. জীবনের শ্রেষ্ঠ সম্পদ ও মৌলিক মানবীয় গুণ কোনটি?
Ο ক) অর্থসম্পদ
Ο খ) আখলাক
Ο গ) সময়
Ο ঘ) বিদ্যা
 সঠিক উত্তর: (খ)

 ৩৪২. “সত্যবাদীদের সাথি হও।” কোন সূরার অংশ?
Ο ক) মায়িদা
Ο খ) আত তাওবা
Ο গ) মুমিনুন
Ο ঘ) না’বা
 সঠিক উত্তর: (খ)

 ৩৪৩. “নিশ্চয় প্রস্রাবই বেশিরভাগ কবর আযাবের কারণ হয়ে থাকে।-কথাটি কোন হাদিস গ্রন্থ থেকে সংকলিত?
Ο ক) মুসলিম
Ο খ) মুসনাদে আহমদ
Ο গ) রিমিযি
Ο ঘ) বুখারি
 সঠিক উত্তর: (খ)

 ৩৪৪. শালীনতার অন্যতম বিষয় কী?
Ο ক) পর্দা
Ο খ) হিজাব
Ο গ) লজ্জাশীলতা
Ο ঘ) কপটতা
 সঠিক উত্তর: (গ)

 ৩৪৫. শালীনতা অর্জন করা যায় কীভাবে?
Ο ক) সংস্কৃতি চর্চার মাধ্যমে
Ο খ) জ্ঞানার্জনের মাধ্যমে
Ο গ) ইসলামি আদর্শ অনুসরণ করে
Ο ঘ) উগ্রতা পরিহার করে
 সঠিক উত্তর: (গ)

 ৩৪৬. ফিতনা অর্থ কী?
Ο ক) শৃঙ্খলা
Ο খ) গুম
Ο গ) সন্ত্রাস
Ο ঘ) অরাজকতা
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪৭. আল্লাহ রাব্বুল আলামীনের একনিষ্ঠ বান্দা হলেন তারা, যারা-
i. অর্থ উপার্জনে ব্যস্ত থাকে
ii. কর্তব্য সঠিকভাবে পালন করে
iii. বিচার দিবসের ভয় করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৪৮. আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন-
i. তাঁকে ভয় করতে
ii. সত্যবাদী হতে
iii. নির্ভীক ও সাহসী হতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৯. ‘মায়ের পদতলে সন্তানের বেহেশত’-কে বলেছেন?
Ο ক) আল্লাহ
Ο খ) মহানবি (স)
Ο গ) জিবরাইল (আ)
Ο ঘ) রাবেয়া বসরী (রা)
 সঠিক উত্তর: (খ)

 ৩৫০. “ঘুষদাতা ও ঘুষখোর । উভয়ই জাহান্নামি।” কোন গ্রন্থের হাদিস?
Ο ক) তাবরানি
Ο খ) আবু দাউদ
Ο গ) মুসনাদে আহমদ
Ο ঘ) মুবাতা যে ইমাম মালেক‘
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post