এস.এস.সি ইসলাম শিক্ষা অধ্যায় - ৪: আখলাক (৮)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ৪: আখলাক (৮) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৩৫১. দেশপ্রেম ও দেশের সেবা করা-
Ο ক) ইবাদতস্বরূপ
Ο খ) আনুগত্যস্বরূপ
Ο গ) অর্চনাস্বরূপ
Ο ঘ) ত্যাগস্বরূপ
 সঠিক উত্তর: (ক)

 ৩৫২. কোন ধর্ম সর্বপ্রথম নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করেছে?
Ο ক) হিন্দু
Ο খ) খ্রিস্টান
Ο গ) বৌদ্ধ
Ο ঘ) ইসলাম
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫৩. ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই কী?
Ο ক) জান্নাতি
Ο খ) আরাফি
Ο গ) জাহান্নামি
Ο ঘ) আসামি
 সঠিক উত্তর: (গ)

 ৩৫৪. আখলাকে হামীদাহ গুরুত্ববহ; কারণ-
i. মৌলিক মানবীয় গুণ
ii. জীবনের শ্রেষ্ঠ সম্পদ
iii. মুমিনের চরিত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫৫. “নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন।” কোন সূরার অংশ?
Ο ক) আল বাকারা
Ο খ) আলে ইমরান
Ο গ) আল কাহ্‌ফ
Ο ঘ) বনি ইসরাইল
 সঠিক উত্তর: (ক)

 ৩৫৬. নারী পুরুষের কী?
Ο ক) পোশাক
Ο খ) সৌন্দর্য
Ο গ) ভূষণ
Ο ঘ) বন্ধু
 সঠিক উত্তর: (ক)

 ৩৫৭. যারা দুনিয়াতে কর্তব্য কাজে অবহেলা করে তারা-
i. জাহান্নাম লাভ করবে
ii. বিপদগ্রস্ত হবে
iii. আল্লাহর নিয়ামত লাভে বঞ্চিত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫৮. “যখন কোন লোক কথা বলে প্রস্থান করে, তখন সে কথাও এক প্রকার আমানতস্বরুপ।” কোন গ্রন্থে রয়েছে?
Ο ক) রিপাবলিক
Ο খ) বাইবেল
Ο গ) আবু দাউদ
Ο ঘ) নাসাই
 সঠিক উত্তর: (গ)

 ৩৫৯. মানুষের সৎকর্মগুলোকে খেয়ে ফেলে-
Ο ক) আগুন
Ο খ) মিথ্যা
Ο গ) প্রতারণা
Ο ঘ) হিংসা
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬০. গিবত কিসের চেয়ে জঘন্য অপরাধ?
Ο ক) হারামের
Ο খ) ব্যভিচারের
Ο গ) হিংসার
Ο ঘ) মিথ্যার
 সঠিক উত্তর: (খ)

 ৩৬১. “তাদেরও তেমনি অধিকার রয়েছে, যেমন তোমাদের রয়েছে তাদের উপর।” কোন সূরার আয়াত?
Ο ক) আল-বাকারা
Ο খ) আল-ইমরান
Ο গ) মূলক
Ο ঘ) আর-রাহমান
 সঠিক উত্তর: (ক)

 ৩৬২. “আমি উত্তম চারিত্রিক গুণাবলিকে পূর্ণতা দানের জন্যই প্রেরিত হয়েছি।” কোন গ্রন্থ থেকে উদ্ধৃত?
Ο ক) বুখারি
Ο খ) মুসলিম
Ο গ) ইবনে মাজা
Ο ঘ) বায়হাকি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬৩. কোন ব্যক্তি কোনো সময়ই প্রতারণার আশ্রয় নিতে পারে না?
Ο ক) আমানতদার
Ο খ) সত্যবাদী
Ο গ) নামাযি
Ο ঘ) সুফি
 সঠিক উত্তর: (খ)

 ৩৬৪. জিহাদ আল্লাহকে ভয় করে প্রতিদিন রাতে সালাত আদায় করে। তাকে কী বলা হবে?
Ο ক) সত্যবাদী
Ο খ) মুমিন
Ο গ) মুত্তাকি
Ο ঘ) মাসবুক
 সঠিক উত্তর: (গ)

 ৩৬৫. কুরআনের আলোকে কে সবচেয়ে বেশি সম্মানিত?
Ο ক) দানশীল
Ο খ) তাকওয়াবান
Ο গ) শালীন
Ο ঘ) আমানতদার
 সঠিক উত্তর: (খ)

 ৩৬৬. “তাদের কৃতকর্মই তাদের মরীচিকা ধরিয়ে দিয়েছে ।” কোন সূরার অংশ?
Ο ক) মূলক
Ο খ) না’বা
Ο গ) আল হজ্জ
Ο ঘ) আল মতাফফিফিন
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬৭. সন্তানের বেহেশত কোথায়?
Ο ক) পিতার পায়ের নিচে
Ο খ) মায়ের পায়ের নিচে
Ο গ) পিতার গৃহে
Ο ঘ) মায়ের হাতের মুঠোয়
 সঠিক উত্তর: (খ)

 ৩৬৮. হত্যার চেয়েও জঘন্য কী?
Ο ক) গিবত
Ο খ) ফিসক
Ο গ) খিয়ানত
Ο ঘ) ফিতনা-ফাসাদ সৃষ্টি করা
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬৯. ‘প্রত্যেক নিজ নিজ কর্মের জন্য দায়ী’-কথাটি কোন সূরার অন্তর্গত?
Ο ক) আল-বাকারা
Ο খ) আল-মাউন
Ο গ) আল-আন আম
Ο ঘ) আত-তীন
 সঠিক উত্তর: (গ)

 ৩৭০. যুলুমের উদাহরণ হলো-
i. পাওনার চেয়ে কম নেওয়া
ii. পাওনার চেয়ে বেশি নেওয়া
iii. পাওনার চেয়ে কম দেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৭১. “নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান।” আয়াতটি কোন সূরার?
Ο ক) সূরা আল বাকারা
Ο খ) আত্-তাওবা
Ο গ) আল-হুজুরাত
Ο ঘ) সূরা না’বা
 সঠিক উত্তর: (গ)

 ৩৭২. প্রয়োজন মাফিক সম্পদের ব্যবহারকে কী বলে?
Ο ক) অপচয়
Ο খ) কৃপণতা
Ο গ) মিতব্যয়িতা
Ο ঘ) অল্পব্যয়ী
 সঠিক উত্তর: (গ)

 ৩৭৩. মহানবি (স) একটি লোকের সঙ্গে ওয়াদা দিয়ে তা পূরণ করার জন্য কতদিন একই স্থানে দাঁড়িয়েছিলেন?
Ο ক) ১৩ দিন
Ο খ) ১ দিন
Ο গ) ৩ দিন
Ο ঘ) ৭ দিন
 সঠিক উত্তর: (গ)

 ৩৭৪. ওয়াদা ভঙ্গ করা কোন ধরনের অপরাধ?
Ο ক) মিথ্য কথা বলা
Ο খ) ওয়াদা ভঙ্গ করা
Ο গ) কপটতা করা
Ο ঘ) আমানতের খিয়ানত করা
 সঠিক উত্তর: (খ)

 ৩৭৫. ধর্মীয় কর্তব্য পালনে নারী-পুরুষ-
Ο ক) দু রকম
Ο খ) সমান
Ο গ) বিভিন্ন রকম
Ο ঘ) কোনোটিই নয়
 সঠিক উত্তর: (খ)

 ৩৭৬. “প্রত্যেকে নিজ নিজ কর্মের জন্য দায়ী এবং কেউ অন্য কারো ভার গ্রহণ করবে না।” কোন সূরার অংশ?
Ο ক) আল-কাহ্‌ফ
Ο খ) বনি ইসরাইল
Ο গ) আল-বাকারা
Ο ঘ) আল-আনআম
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭৭. স্বদেশপ্রেম কিসের অঙ্গ?
Ο ক) ইসলামের
Ο খ) ইমানের
Ο গ) আকিদার
Ο ঘ) তাকওয়ার
 সঠিক উত্তর: (খ)

 ৩৭৮. অশালীন বেশভূষা ও আচার-আচরণ মানুষের কোন বৃত্তিকে জাগিয়ে তোলে?
Ο ক) সুকুমার বৃত্তি
Ο খ) নেক আমলের প্রবণতা
Ο গ) পশুবৃত্তি
Ο ঘ) কোনোটিই নয়
 সঠিক উত্তর: (গ)

 ৩৭৯. আখলাকে যামিমাহর অধিকারী ব্যক্তি বা চরিত্রহীন ব্যক্তি-
Ο ক) পশুর চেয়ে উত্তম
Ο খ) পশুর চেয়ে অধম
Ο গ) পশূর সমান
Ο ঘ) কোনোটিই নয়
 সঠিক উত্তর: (খ)

 ৩৮০. “তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। আর তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে।” কোন গ্রন্থের হাদিস?
Ο ক) বুখারি
Ο খ) মুসলিম
Ο গ) মিশকাত
Ο ঘ) ইবনে মাযা
 সঠিক উত্তর: (ক)

 ৩৮১. কোন ব্যক্তি নিজের স্বার্থকে বড় করে দেখে?
Ο ক) অহংকারী
Ο খ) হিংসুক
Ο গ) গিবতকারী
Ο ঘ) লোভী
 সঠিক উত্তর: (খ)

 ৩৮২. ‘আশরাফুল মাখলুকাত’ কারা?
Ο ক) মানুষ
Ο খ) ফেরেশতা
Ο গ) জিন
Ο ঘ) বানর
 সঠিক উত্তর: (ক)

 ৩৮৩. সত্যবাদীদের সাাথে সম্পর্ক রাখতে নির্দেশ দিয়েছেন কে?
Ο ক) আল্লাহ তায়ালা
Ο খ) মহানবি (স)
Ο গ) প্লেটো
Ο ঘ) ম্যাকিয়াভেলি
 সঠিক উত্তর: (ক)

 ৩৮৪. পরকালে আল্লাহ তায়ালা আমাদের কোন বিষয়ে জিজ্ঞাসা করবেন?
Ο ক) শিক্ষাদীক্ষা
Ο খ) কর্তব্য পালন
Ο গ) চিকিৎসা গ্রহণ
Ο ঘ) মানব উন্নয়ন
 সঠিক উত্তর: (খ)

 ৩৮৫. প্রতারকের জন্য ফেরেশতারা কী করে?
Ο ক) দোয়া করে
Ο খ) অভিশাপ দেয়
Ο গ) সাহায্য করে
Ο ঘ) সংশোধনের ব্যবস্থা করে
 সঠিক উত্তর: (খ)

 ৩৮৬. আহদ শব্দের অর্থ কী?
Ο ক) বেড়াতে যাওয়া
Ο খ) চুক্তি
Ο গ) সংরক্ষণ
Ο ঘ) সামাজিকতা
 সঠিক উত্তর: (খ)

 ৩৮৭. সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে বলা হয়-
i. আখলাকে হামীদাহ
ii. আখলাকে যামীমাহ
iii. সদাচরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৮৮. নিচের কোনটি ইমানের অঙ্গ?
Ο ক) স্বদেশপ্রেম
Ο খ) রক্তদান
Ο গ) রাত জাগা
Ο ঘ) চাষাবাদ করা
 সঠিক উত্তর: (ক)

 ৩৮৯. মুমিনের ওয়াদা কী স্বরুপ?
Ο ক) অঙ্গীকার
Ο খ) ঋণ
Ο গ) চুক্তি
Ο ঘ) প্রতিশ্রুতি
 সঠিক উত্তর: (খ)

 ৩৯০. “তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না।” কার বাণী?
Ο ক) প্লেটোর
Ο খ) হযরত মুহাম্মদ (স) এর
Ο গ) আল্লাহর
Ο ঘ) মুসলিম মনীষির
 সঠিক উত্তর: (গ)

 ৩৯১. জনাব রহিম ওয়াদা পালন করার চেষ্টা করেন। সমাজে তিনি পরিচিত-
i. দীনদার হিসেবে
ii. উত্তম মানুষ হিসেবে
iii. দানশীল হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৯২. “হে ইমানদারগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ কর।” কোন সূরার আয়াত?
Ο ক) আল-ইমরান
Ο খ) সূরা মায়িদা
Ο গ) সূরা হাশর
Ο ঘ) সূরা মূলক
 সঠিক উত্তর: (খ)

 ৩৯৩. নারীর প্রতি সম্মান দেখাতে হবে-
i. অন্তর দ্বারা
ii. কাজকর্ম দ্বারা
iii. আচার ব্যবহার দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯৪. স্বদেশপ্রেম প্রকাশ করতে হয়-
i. নিজের কাজ দ্বারা
ii. মুখের কথা দ্বারা
iii. সেবা দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৯৫. যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না, কর্ণ, চক্ষু, হৃদয় এদের প্রত্যেকটি সম্পর্কেই কৈফিয়ত তলব করা হবে।- এটি কার উক্তি?
Ο ক) আল্লাহর
Ο খ) রাসুলের
Ο গ) ফেরেশতার
Ο ঘ) আউলিয়ার
 সঠিক উত্তর: (ক)

 ৩৯৬. “হে ইমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর ও সঠিক কথা বল।”-কোন সূরার আয়াত?
Ο ক) বণী ইসরাইল
Ο খ) আল-আহযাব
Ο গ) মায়িদা
Ο ঘ) কাহাফ
 সঠিক উত্তর: (খ)

 ৩৯৭. ইসলাম পূর্ব যুগে নারীদের মনে করা হতো-
i. ভোগ্যপণ্য
ii. প্রেমদায়িনী
iii. নরকের দরজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯৮. প্রতারক কাদের দলভুক্ত নয়?
Ο ক) মুমিনদের
Ο খ) মুত্তাকিদের
Ο গ) মুসলমানদের
Ο ঘ) জান্নাতিদের
 সঠিক উত্তর: (গ)

 ৩৯৯. বনি ইসরাইলিদের অভিশাপ দেওয়ার কারণ ছিল-
Ο ক) মিথ্যা বলা
Ο খ) যাকাত না দেওয়া
Ο গ) অসৎ কাজ থেকে পরস্পরকে বিরত না রাখা
Ο ঘ) মূর্তিপূজা করা
 সঠিক উত্তর: (গ)

 ৪০০. “নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা।” আয়াতটি কোন সূরার?
Ο ক) সূরা নুর
Ο খ) সূরা ইউসুফ
Ο গ) সূরা মায়িদা
Ο ঘ) সূরা না’বা
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post