ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ৪: আখলাক (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. ইসলাম নারীকে-
i. সম্মানিত করেছে
ii. লাঞ্ছিত করেছে
iii. মর্যাদার আসনে আসীন করেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২৫২. “তুমি তোমার হাত গ্রীবায় আবদ্ধ করে রেখ না এবং সম্পূর্ণ প্রসারিতও করো না, তাহলে তুমি তিরস্কৃত ও নি:স্ব হয়ে পড়বে।”- কে বলেছেন?
Ο ক) আল্লাহ তায়ালা
Ο খ) ইমাম গাজ্জালী
Ο গ) হযরত মুহাম্মদ (স)
Ο ঘ) আবু বকর (রা)
সঠিক উত্তর: (ক)
২৫৩. মানব জাতি কয় জন নারীপুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে?
Ο ক) ২ জন
Ο খ) ৪ জন
Ο গ) ৬ জন
Ο ঘ) ৮ জন
সঠিক উত্তর: (ক)
২৫৪. আল্লাহ চরিত্রহীন লোককে ভালোবাসেন না কারণ তারা-
i. নামায পড়ে না
ii. পাপাচারে লিপ্ত থাকে
iii. আল্লাহর অবাধ্য হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২৫৫. মুমিনের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) নফল নামায আদায়
Ο খ) সত্যবাদিতা
Ο গ) স্বল্পভাষী
Ο ঘ) পরিশ্রমী
সঠিক উত্তর: (খ)
২৫৬. ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভুমিকা গুরুত্বপূর্ণ; কারণ-
i. এটি মানবসমাজে শান্তি প্রতিষ্ঠা করে
ii. এটি সুশীল সমাজ গঠনে সহায়তা করে
iii. ধর্মীয় অনুভূতি জাগ্রত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
২৫৭. শালীনতা মূলত বহু-
Ο ক) আদর্শের সমষ্টি
Ο খ) নৈতিক গুণের সমষ্টি
Ο গ) অভ্যাসের সমষ্টি
Ο ঘ) সংস্কৃতির সমষ্টি
সঠিক উত্তর: (খ)
২৫৮. আল-কুরআনে কোনটিকে হত্যার চেয়ে জঘন্য বলা হয়েছে?
Ο ক) মিথ্যা বলা
Ο খ) খিয়ানত করা
Ο গ) গিবত করা
Ο ঘ) ফিতনা সৃষ্টি করা
সঠিক উত্তর: (ঘ)
২৫৯. আমানত অর্থ কী?
Ο ক) ঋণ দেওয়া
Ο খ) নিরাপদ রাখা
Ο গ) উপহার দেওয়া
Ο ঘ) দান করা
সঠিক উত্তর: (খ)
২৬০. মানুষের শ্রেষ্ঠত্ব ও নীচতা নির্ধারণের মাপকাঠি কী?
Ο ক) সালাত
Ο খ) হজ
Ο গ) আখলাক
Ο ঘ) জিহাদ
সঠিক উত্তর: (গ)
২৬১. ‘সুন্দর চরিত্রই পুণ্য’- কথাটি কে বলেছেন?
Ο ক) পীর সাহেব
Ο খ) আল্লাহ তায়ালা
Ο গ) নবি ও রাসুলগণ
Ο ঘ) হযরত মুহাম্মদ (স)
সঠিক উত্তর: (ঘ)
২৬২. মিথ্যাবাদীকে আরবিতে কী বলে?
Ο ক) সিদক
Ο খ) কিযব
Ο গ) কাযিব
Ο ঘ) সাদিক
সঠিক উত্তর: (গ)
২৬৩. “আর যখন তার ব্যয় করে তখন তার অপচয় করে না এবং কার্পণ্য করে না । বরং তারা এতদুভয়ের মধ্যপন্থা অবলম্বন করে।” আয়াত খানা কোন সূরার অন্তর্গত?
Ο ক) সূরা মূলক
Ο খ) হাশর
Ο গ) বনী ইসরাইল
Ο ঘ) ফুরকান
সঠিক উত্তর: (ঘ)
২৬৪. “সেদিন সেই মুক্তি পাবে, যে আল্লাহর নিকট বিশুদ্ধ অন্ত:করণ নিয়ে আসবে।” কার বাণী?
Ο ক) আল্লাহর
Ο খ) মহানবি (স) এর
Ο গ) শিক্ষকের
Ο ঘ) জিব্রাইল (আ) এর
সঠিক উত্তর: (ক)
২৬৫. ‘যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করোনা’ - কে বলেছেন?
Ο ক) আল্লাহ তায়ালা
Ο খ) মহানবি (স)
Ο গ) হযরত উমর (রা)
Ο ঘ) এরিস্টটল
সঠিক উত্তর: (ক)
২৬৬. “পরস্পর সদিচ্ছা বা শুভকামনাই দীন।” কে বলেছেন?
Ο ক) মহানবি (স)
Ο খ) ইমাম গাজজালী (রা)
Ο গ) ইমাম বুখারী (রা)
Ο ঘ) ইমাম মালিক (রা)
সঠিক উত্তর: (ক)
২৬৭. কোনটি মৌলিক মানবীয় গুণ?
Ο ক) আখলাকে যামীমা
Ο খ) আখলাকে হামীদাহ
Ο গ) উত্তম স্বভাব
Ο ঘ) সৎ স্বভাব
সঠিক উত্তর: (খ)
২৬৮. আখলাক শব্দের একবচন কোনটি?
Ο ক) খালাক
Ο খ) খালাকুন
Ο গ) খুলুকুন
Ο ঘ) খালেকুন
সঠিক উত্তর: (গ)
২৬৯. “হে মুমিনগণ তোমরা যা পালন কর না এমন কথা বল কেন?”-এটি কোন সূরার অন্তর্গত?
Ο ক) সূরা বাকারাহ
Ο খ) সূরা মায়িদাহ
Ο গ) সূরা বনী ইসরাইল
Ο ঘ) সূরা সাফ
সঠিক উত্তর: (ঘ)
২৭০. মানুষ কখন পশুত্বের স্বভাব গ্রহণ করে?
Ο ক) যখন ওয়াদা ভঙ্গ করে
Ο খ) যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে
Ο গ) যখন আর্থিক ক্ষতির মধ্যে পড়ে
Ο ঘ) সফলতা লাভ করে
সঠিক উত্তর: (ক)
২৭১. তাকওয়া শুন্য সমাজের বৈশিষ্ট্য কী?
Ο ক) পরিশীলিত
Ο খ) অনৈতিকতাপূর্ণ
Ο গ) সত্যনিষ্ঠ
Ο ঘ) আদর্শবাদী
সঠিক উত্তর: (খ)
২৭২. ‘সিদক’ শব্দের অর্থ কী?
Ο ক) সত্যবাদিতা
Ο খ) দাসত্ব
Ο গ) ন্যায়পরায়ণতা
Ο ঘ) বিশ্বাস
সঠিক উত্তর: (ক)
২৭৩. আখলাকে যামিমাহ কোনটি?
Ο ক) খিয়ানত
Ο খ) পরচর্চা
Ο গ) ফাসাদ
Ο ঘ) উপরের সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
২৭৪. হাদিস অনুযায়ী কোনটি মানুষের সৎকর্মগুলোকে নষ্ট করে দেয়?
Ο ক) গিবত
Ο খ) প্রতারণা
Ο গ) হিংসা
Ο ঘ) অহংকার
সঠিক উত্তর: (গ)
২৭৫. মানবসেবা পরিচয় বহন করে -
Ο ক) আধুনিক জ্ঞানের
Ο খ) উন্নত চরিত্রের
Ο গ) অর্থ সম্পদের
Ο ঘ) অহংকারের
সঠিক উত্তর: (খ)
২৭৬. “নিশ্চয়ই আল্লাহ খিয়ানতকারীকে পছন্দ করেন না।” কে বলেছেন?
Ο ক) আল্লাহ
Ο খ) মুহাম্মদ (স)
Ο গ) আবু হানিফা (রা)
Ο ঘ) আবু হুরায়রা
সঠিক উত্তর: (ক)
২৭৭. যারা দেশকে ভালোবাসে না তারা কী ধরনের লোক?
Ο ক) চরম অকৃতজ্ঞ
Ο খ) দেশদ্রোহী
Ο গ) জঘন্য চরিত্রের
Ο ঘ) উল্লিখিত সবকটি
সঠিক উত্তর: (ক)
২৭৮. মাতৃভূমির প্রতি মানুষের ভালোবাসা কোন প্রকৃতির?
Ο ক) আইনানুগ
Ο খ) বাধ্যতামূলক
Ο গ) স্বভাবজাত
Ο ঘ) প্রকৃতিগত
সঠিক উত্তর: (গ)
২৭৯. হালাল রুজি অন্বেষণ করা কী?
Ο ক) ফরজ
Ο খ) ওয়াজিব
Ο গ) সুন্নত
Ο ঘ) মুস্তাহাব
সঠিক উত্তর: (ক)
২৮০. “দুশ্চরিত্র ও দৃঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না” হাদিসটি কোন গ্রন্থে সংকলন করা হয়েছে?
Ο ক) বুখারি
Ο খ) মুসলিম
Ο গ) আবু দাউদ
Ο ঘ) ইবনে মাজাদ
সঠিক উত্তর: (গ)
২৮১. “নিশ্চয়ই যে ব্যক্তি আত্মাকে পূত:পবিত্র রাখল সেই সফলকাম।” কো সূরার আয়াত?
Ο ক) আশ শামস
Ο খ) আল কামার
Ο গ) হাশর
Ο ঘ) বনি ইসরাইল
সঠিক উত্তর: (ক)
২৮২. জুলহাস তার বন্ধুর রেখে যাওয়া সম্পত্তি বন্ধুর ছেলেমেয়েদের ঠিকমতো বুঝিয়ে দেন। তার কাজে কোনটি প্রতিফলিত হয়েছে?
Ο ক) আমানত রক্ষা
Ο খ) ওয়াদা পালন
Ο গ) সত্যবাদিতা
Ο ঘ) শালীনতা
সঠিক উত্তর: (ক)
২৮৩. আমানতের খিয়ানতের ইসলামি বিধান কী?
Ο ক) হালাল
Ο খ) হারাম
Ο গ) সুবাহ
Ο ঘ) মাক্রুহ
সঠিক উত্তর: (খ)
২৮৪. কালবের সংশোধন জরুরি কেন?
Ο ক) জান্নাতে যাওয়ার জন্য
Ο খ) মানুষের আপনজন হওয়ার জন্য
Ο গ) মানুষের কাজকর্মের শুদ্ধতার জন্য
Ο ঘ) নামাযে মনোযোগী হওয়ার জন্য
সঠিক উত্তর: (গ)
২৮৫. নিচের কোনটি মানব চরিত্রকে ধ্বংস করে দেয়?
Ο ক) হিংসা
Ο খ) অহংকার
Ο গ) অশিক্ষা
Ο ঘ) প্রতারণা
সঠিক উত্তর: (ক)
২৮৬. খাঁটি মুমিন হতে কী প্রয়োজন?
Ο ক) নামাযি
Ο খ) স্বভাব-চরিত্র সুন্দর
Ο গ) সত্যবাদী
Ο ঘ) সুনাম অর্জন
সঠিক উত্তর: (খ)
২৮৭. “যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।” - কে বলেছেন?
Ο ক) আল্লাহর
Ο খ) মুহাম্মদ (স)
Ο গ) শ্রেণিশিক্ষকের
Ο ঘ) প্রধানমন্ত্রীর
সঠিক উত্তর: (খ)
২৮৮. যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি -
Ο ক) তাকাবেন না
Ο খ) নজর দিবেন না
Ο গ) দয়া করেন না
Ο ঘ) দৃষ্টি দিবেন না
সঠিক উত্তর: (গ)
২৮৯. স্বামীর কাছে স্ত্রীর অধিকার কীরূপ?
Ο ক) স্বামীর বেশি
Ο খ) স্ত্রীর কাছে স্বামীর যেমন
Ο গ) স্ত্রীর কোনো অধিকার নেই
Ο ঘ) কোনো অধিকার নেই
সঠিক উত্তর: (খ)
২৯০. ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা-
Ο ক) সাহসের লক্ষণ
Ο খ) বুদ্ধিমত্তার লক্ষণ
Ο গ) উদারতার লক্ষণ
Ο ঘ) বিচক্ষণতার লক্ষণ
সঠিক উত্তর: (খ)
২৯১. তৎকালে নারীদের কী হিসেবে বাজারে বিক্রি করা হতো?
Ο ক) ভোগ্রপণ্য
Ο খ) ক্রীতদাসী
Ο গ) সেবিকা
Ο ঘ) বিলাসসামগ্রী
সঠিক উত্তর: (খ)
২৯২. রাসুল (স) আমাদের প্রত্যেককে বলেছেন-
Ο ক) আমানতদার
Ο খ) রাসুল (স)-এর উম্মত
Ο গ) দায়িত্বশীল
Ο ঘ) পরহেজগার
সঠিক উত্তর: (গ)
২৯৩. সামাজের চোখে ও আল্লাহর নিকট কে প্রিয়?
Ο ক) ধনি ব্যক্তি
Ο খ) রাজনীতিবিদ
Ο গ) সচ্চরিত্রবান ব্যক্তি
Ο ঘ) সমাজসেবী
সঠিক উত্তর: (গ)
২৯৪. প্রতারণায় কয়টি পাপ হয়?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)
২৯৫. অন্তর পরিষ্কারের যন্ত্র কী?
Ο ক) তাওবা
Ο খ) যিকির
Ο গ) তিলাওয়াত
Ο ঘ) নামায
সঠিক উত্তর: (খ)
২৯৬. দেহ সুস্থ রাখার জন্য কীসের প্রয়োজন?
Ο ক) জীবিকার
Ο খ) অক্সিজেনের
Ο গ) আগুন পানি
Ο ঘ) পানি বাতাস
সঠিক উত্তর: (ঘ)
২৯৭. আখলাকে হাসানাহ অর্থ কী?
Ο ক) সুন্দর চরিত্র
Ο খ) অসচ্চরিত্র
Ο গ) খারাপ কাজ
Ο ঘ) ভালো কাজ
সঠিক উত্তর: (ক)
২৯৮. আখলাকে যামিমাহ হলো-
Ο ক) উত্তম চরিত্র
Ο খ) সচ্চরিত্র
Ο গ) নিন্দনীয় স্বভাব
Ο ঘ) কূটচরিত্র
সঠিক উত্তর: (গ)
২৯৯. স্বদেশপ্রেম একটি মহৎ -
Ο ক) নৈতিক বৈশিষ্ট্য
Ο খ) স্বভাবজাতগুণ
Ο গ) মানবিক গুণ
Ο ঘ) সামাজিক মূল্যবোধ
সঠিক উত্তর: (খ)
৩০০. দুনিয়া আখিরাতে সফলতা কার জন্য?
Ο ক) কাফিরের
Ο খ) মুশরিকের
Ο গ) সত্যবাদীর
Ο ঘ) মুনাফিকের
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. ইসলাম নারীকে-
i. সম্মানিত করেছে
ii. লাঞ্ছিত করেছে
iii. মর্যাদার আসনে আসীন করেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২৫২. “তুমি তোমার হাত গ্রীবায় আবদ্ধ করে রেখ না এবং সম্পূর্ণ প্রসারিতও করো না, তাহলে তুমি তিরস্কৃত ও নি:স্ব হয়ে পড়বে।”- কে বলেছেন?
Ο ক) আল্লাহ তায়ালা
Ο খ) ইমাম গাজ্জালী
Ο গ) হযরত মুহাম্মদ (স)
Ο ঘ) আবু বকর (রা)
সঠিক উত্তর: (ক)
২৫৩. মানব জাতি কয় জন নারীপুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে?
Ο ক) ২ জন
Ο খ) ৪ জন
Ο গ) ৬ জন
Ο ঘ) ৮ জন
সঠিক উত্তর: (ক)
২৫৪. আল্লাহ চরিত্রহীন লোককে ভালোবাসেন না কারণ তারা-
i. নামায পড়ে না
ii. পাপাচারে লিপ্ত থাকে
iii. আল্লাহর অবাধ্য হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২৫৫. মুমিনের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) নফল নামায আদায়
Ο খ) সত্যবাদিতা
Ο গ) স্বল্পভাষী
Ο ঘ) পরিশ্রমী
সঠিক উত্তর: (খ)
২৫৬. ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভুমিকা গুরুত্বপূর্ণ; কারণ-
i. এটি মানবসমাজে শান্তি প্রতিষ্ঠা করে
ii. এটি সুশীল সমাজ গঠনে সহায়তা করে
iii. ধর্মীয় অনুভূতি জাগ্রত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
২৫৭. শালীনতা মূলত বহু-
Ο ক) আদর্শের সমষ্টি
Ο খ) নৈতিক গুণের সমষ্টি
Ο গ) অভ্যাসের সমষ্টি
Ο ঘ) সংস্কৃতির সমষ্টি
সঠিক উত্তর: (খ)
২৫৮. আল-কুরআনে কোনটিকে হত্যার চেয়ে জঘন্য বলা হয়েছে?
Ο ক) মিথ্যা বলা
Ο খ) খিয়ানত করা
Ο গ) গিবত করা
Ο ঘ) ফিতনা সৃষ্টি করা
সঠিক উত্তর: (ঘ)
২৫৯. আমানত অর্থ কী?
Ο ক) ঋণ দেওয়া
Ο খ) নিরাপদ রাখা
Ο গ) উপহার দেওয়া
Ο ঘ) দান করা
সঠিক উত্তর: (খ)
২৬০. মানুষের শ্রেষ্ঠত্ব ও নীচতা নির্ধারণের মাপকাঠি কী?
Ο ক) সালাত
Ο খ) হজ
Ο গ) আখলাক
Ο ঘ) জিহাদ
সঠিক উত্তর: (গ)
২৬১. ‘সুন্দর চরিত্রই পুণ্য’- কথাটি কে বলেছেন?
Ο ক) পীর সাহেব
Ο খ) আল্লাহ তায়ালা
Ο গ) নবি ও রাসুলগণ
Ο ঘ) হযরত মুহাম্মদ (স)
সঠিক উত্তর: (ঘ)
২৬২. মিথ্যাবাদীকে আরবিতে কী বলে?
Ο ক) সিদক
Ο খ) কিযব
Ο গ) কাযিব
Ο ঘ) সাদিক
সঠিক উত্তর: (গ)
২৬৩. “আর যখন তার ব্যয় করে তখন তার অপচয় করে না এবং কার্পণ্য করে না । বরং তারা এতদুভয়ের মধ্যপন্থা অবলম্বন করে।” আয়াত খানা কোন সূরার অন্তর্গত?
Ο ক) সূরা মূলক
Ο খ) হাশর
Ο গ) বনী ইসরাইল
Ο ঘ) ফুরকান
সঠিক উত্তর: (ঘ)
২৬৪. “সেদিন সেই মুক্তি পাবে, যে আল্লাহর নিকট বিশুদ্ধ অন্ত:করণ নিয়ে আসবে।” কার বাণী?
Ο ক) আল্লাহর
Ο খ) মহানবি (স) এর
Ο গ) শিক্ষকের
Ο ঘ) জিব্রাইল (আ) এর
সঠিক উত্তর: (ক)
২৬৫. ‘যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করোনা’ - কে বলেছেন?
Ο ক) আল্লাহ তায়ালা
Ο খ) মহানবি (স)
Ο গ) হযরত উমর (রা)
Ο ঘ) এরিস্টটল
সঠিক উত্তর: (ক)
২৬৬. “পরস্পর সদিচ্ছা বা শুভকামনাই দীন।” কে বলেছেন?
Ο ক) মহানবি (স)
Ο খ) ইমাম গাজজালী (রা)
Ο গ) ইমাম বুখারী (রা)
Ο ঘ) ইমাম মালিক (রা)
সঠিক উত্তর: (ক)
২৬৭. কোনটি মৌলিক মানবীয় গুণ?
Ο ক) আখলাকে যামীমা
Ο খ) আখলাকে হামীদাহ
Ο গ) উত্তম স্বভাব
Ο ঘ) সৎ স্বভাব
সঠিক উত্তর: (খ)
২৬৮. আখলাক শব্দের একবচন কোনটি?
Ο ক) খালাক
Ο খ) খালাকুন
Ο গ) খুলুকুন
Ο ঘ) খালেকুন
সঠিক উত্তর: (গ)
২৬৯. “হে মুমিনগণ তোমরা যা পালন কর না এমন কথা বল কেন?”-এটি কোন সূরার অন্তর্গত?
Ο ক) সূরা বাকারাহ
Ο খ) সূরা মায়িদাহ
Ο গ) সূরা বনী ইসরাইল
Ο ঘ) সূরা সাফ
সঠিক উত্তর: (ঘ)
২৭০. মানুষ কখন পশুত্বের স্বভাব গ্রহণ করে?
Ο ক) যখন ওয়াদা ভঙ্গ করে
Ο খ) যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে
Ο গ) যখন আর্থিক ক্ষতির মধ্যে পড়ে
Ο ঘ) সফলতা লাভ করে
সঠিক উত্তর: (ক)
২৭১. তাকওয়া শুন্য সমাজের বৈশিষ্ট্য কী?
Ο ক) পরিশীলিত
Ο খ) অনৈতিকতাপূর্ণ
Ο গ) সত্যনিষ্ঠ
Ο ঘ) আদর্শবাদী
সঠিক উত্তর: (খ)
২৭২. ‘সিদক’ শব্দের অর্থ কী?
Ο ক) সত্যবাদিতা
Ο খ) দাসত্ব
Ο গ) ন্যায়পরায়ণতা
Ο ঘ) বিশ্বাস
সঠিক উত্তর: (ক)
২৭৩. আখলাকে যামিমাহ কোনটি?
Ο ক) খিয়ানত
Ο খ) পরচর্চা
Ο গ) ফাসাদ
Ο ঘ) উপরের সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
২৭৪. হাদিস অনুযায়ী কোনটি মানুষের সৎকর্মগুলোকে নষ্ট করে দেয়?
Ο ক) গিবত
Ο খ) প্রতারণা
Ο গ) হিংসা
Ο ঘ) অহংকার
সঠিক উত্তর: (গ)
২৭৫. মানবসেবা পরিচয় বহন করে -
Ο ক) আধুনিক জ্ঞানের
Ο খ) উন্নত চরিত্রের
Ο গ) অর্থ সম্পদের
Ο ঘ) অহংকারের
সঠিক উত্তর: (খ)
২৭৬. “নিশ্চয়ই আল্লাহ খিয়ানতকারীকে পছন্দ করেন না।” কে বলেছেন?
Ο ক) আল্লাহ
Ο খ) মুহাম্মদ (স)
Ο গ) আবু হানিফা (রা)
Ο ঘ) আবু হুরায়রা
সঠিক উত্তর: (ক)
২৭৭. যারা দেশকে ভালোবাসে না তারা কী ধরনের লোক?
Ο ক) চরম অকৃতজ্ঞ
Ο খ) দেশদ্রোহী
Ο গ) জঘন্য চরিত্রের
Ο ঘ) উল্লিখিত সবকটি
সঠিক উত্তর: (ক)
২৭৮. মাতৃভূমির প্রতি মানুষের ভালোবাসা কোন প্রকৃতির?
Ο ক) আইনানুগ
Ο খ) বাধ্যতামূলক
Ο গ) স্বভাবজাত
Ο ঘ) প্রকৃতিগত
সঠিক উত্তর: (গ)
২৭৯. হালাল রুজি অন্বেষণ করা কী?
Ο ক) ফরজ
Ο খ) ওয়াজিব
Ο গ) সুন্নত
Ο ঘ) মুস্তাহাব
সঠিক উত্তর: (ক)
২৮০. “দুশ্চরিত্র ও দৃঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না” হাদিসটি কোন গ্রন্থে সংকলন করা হয়েছে?
Ο ক) বুখারি
Ο খ) মুসলিম
Ο গ) আবু দাউদ
Ο ঘ) ইবনে মাজাদ
সঠিক উত্তর: (গ)
২৮১. “নিশ্চয়ই যে ব্যক্তি আত্মাকে পূত:পবিত্র রাখল সেই সফলকাম।” কো সূরার আয়াত?
Ο ক) আশ শামস
Ο খ) আল কামার
Ο গ) হাশর
Ο ঘ) বনি ইসরাইল
সঠিক উত্তর: (ক)
২৮২. জুলহাস তার বন্ধুর রেখে যাওয়া সম্পত্তি বন্ধুর ছেলেমেয়েদের ঠিকমতো বুঝিয়ে দেন। তার কাজে কোনটি প্রতিফলিত হয়েছে?
Ο ক) আমানত রক্ষা
Ο খ) ওয়াদা পালন
Ο গ) সত্যবাদিতা
Ο ঘ) শালীনতা
সঠিক উত্তর: (ক)
২৮৩. আমানতের খিয়ানতের ইসলামি বিধান কী?
Ο ক) হালাল
Ο খ) হারাম
Ο গ) সুবাহ
Ο ঘ) মাক্রুহ
সঠিক উত্তর: (খ)
২৮৪. কালবের সংশোধন জরুরি কেন?
Ο ক) জান্নাতে যাওয়ার জন্য
Ο খ) মানুষের আপনজন হওয়ার জন্য
Ο গ) মানুষের কাজকর্মের শুদ্ধতার জন্য
Ο ঘ) নামাযে মনোযোগী হওয়ার জন্য
সঠিক উত্তর: (গ)
২৮৫. নিচের কোনটি মানব চরিত্রকে ধ্বংস করে দেয়?
Ο ক) হিংসা
Ο খ) অহংকার
Ο গ) অশিক্ষা
Ο ঘ) প্রতারণা
সঠিক উত্তর: (ক)
২৮৬. খাঁটি মুমিন হতে কী প্রয়োজন?
Ο ক) নামাযি
Ο খ) স্বভাব-চরিত্র সুন্দর
Ο গ) সত্যবাদী
Ο ঘ) সুনাম অর্জন
সঠিক উত্তর: (খ)
২৮৭. “যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।” - কে বলেছেন?
Ο ক) আল্লাহর
Ο খ) মুহাম্মদ (স)
Ο গ) শ্রেণিশিক্ষকের
Ο ঘ) প্রধানমন্ত্রীর
সঠিক উত্তর: (খ)
২৮৮. যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি -
Ο ক) তাকাবেন না
Ο খ) নজর দিবেন না
Ο গ) দয়া করেন না
Ο ঘ) দৃষ্টি দিবেন না
সঠিক উত্তর: (গ)
২৮৯. স্বামীর কাছে স্ত্রীর অধিকার কীরূপ?
Ο ক) স্বামীর বেশি
Ο খ) স্ত্রীর কাছে স্বামীর যেমন
Ο গ) স্ত্রীর কোনো অধিকার নেই
Ο ঘ) কোনো অধিকার নেই
সঠিক উত্তর: (খ)
২৯০. ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা-
Ο ক) সাহসের লক্ষণ
Ο খ) বুদ্ধিমত্তার লক্ষণ
Ο গ) উদারতার লক্ষণ
Ο ঘ) বিচক্ষণতার লক্ষণ
সঠিক উত্তর: (খ)
২৯১. তৎকালে নারীদের কী হিসেবে বাজারে বিক্রি করা হতো?
Ο ক) ভোগ্রপণ্য
Ο খ) ক্রীতদাসী
Ο গ) সেবিকা
Ο ঘ) বিলাসসামগ্রী
সঠিক উত্তর: (খ)
২৯২. রাসুল (স) আমাদের প্রত্যেককে বলেছেন-
Ο ক) আমানতদার
Ο খ) রাসুল (স)-এর উম্মত
Ο গ) দায়িত্বশীল
Ο ঘ) পরহেজগার
সঠিক উত্তর: (গ)
২৯৩. সামাজের চোখে ও আল্লাহর নিকট কে প্রিয়?
Ο ক) ধনি ব্যক্তি
Ο খ) রাজনীতিবিদ
Ο গ) সচ্চরিত্রবান ব্যক্তি
Ο ঘ) সমাজসেবী
সঠিক উত্তর: (গ)
২৯৪. প্রতারণায় কয়টি পাপ হয়?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)
২৯৫. অন্তর পরিষ্কারের যন্ত্র কী?
Ο ক) তাওবা
Ο খ) যিকির
Ο গ) তিলাওয়াত
Ο ঘ) নামায
সঠিক উত্তর: (খ)
২৯৬. দেহ সুস্থ রাখার জন্য কীসের প্রয়োজন?
Ο ক) জীবিকার
Ο খ) অক্সিজেনের
Ο গ) আগুন পানি
Ο ঘ) পানি বাতাস
সঠিক উত্তর: (ঘ)
২৯৭. আখলাকে হাসানাহ অর্থ কী?
Ο ক) সুন্দর চরিত্র
Ο খ) অসচ্চরিত্র
Ο গ) খারাপ কাজ
Ο ঘ) ভালো কাজ
সঠিক উত্তর: (ক)
২৯৮. আখলাকে যামিমাহ হলো-
Ο ক) উত্তম চরিত্র
Ο খ) সচ্চরিত্র
Ο গ) নিন্দনীয় স্বভাব
Ο ঘ) কূটচরিত্র
সঠিক উত্তর: (গ)
২৯৯. স্বদেশপ্রেম একটি মহৎ -
Ο ক) নৈতিক বৈশিষ্ট্য
Ο খ) স্বভাবজাতগুণ
Ο গ) মানবিক গুণ
Ο ঘ) সামাজিক মূল্যবোধ
সঠিক উত্তর: (খ)
৩০০. দুনিয়া আখিরাতে সফলতা কার জন্য?
Ο ক) কাফিরের
Ο খ) মুশরিকের
Ο গ) সত্যবাদীর
Ο ঘ) মুনাফিকের
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Religion