এস.এস.সি ইসলাম শিক্ষা অধ্যায় - ৩: ইবাদত (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ৩: ইবাদত (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১০১. অপবিত্র কাপড় পরিহিত অবস্থায় সালাত আদায়-
Ο ক) মাকরুহ
Ο খ) মুবাহ
Ο গ) কবুল
Ο ঘ) বাতিল
 সঠিক উত্তর: (ঘ)

 ১০২. শিল্প প্রতিষ্ঠানে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা বিদ্যমান থাকলে তার পরিনতি হতে পারে-
i. মালিক-শ্রমিক সহযোগিতা বৃদ্ধি পেতে পারে
ii. লভ্যাংশ হ্রাস হতে পারে
iii. আন্তরিকতাপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১০৩. হজ কাদের ওপর ফরয?
Ο ক) ধনী মুসলমান
Ο খ) গরিব মুসলমান
Ο গ) সকল ধর্মের লোক
Ο ঘ) নারী জাতি
 সঠিক উত্তর: (ক)

 ১০৪. ইবাদত হলো-
i. আল্লাহ নির্দেশিত পথ
ii. রাসুল (স)-এর নির্দেশিত পথ
iii. শিক্ষকের নির্দেশিত পথ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১০৫. জাতির মেরুদন্ড কোনটি?
Ο ক) অর্থ
Ο খ) ভূমি
Ο গ) শিক্ষা
Ο ঘ) শ্রম
 সঠিক উত্তর: (গ)

 ১০৬. নামাযের আরবি প্রতিশব্দ কী?
Ο ক) সাওম
Ο খ) সালাত
Ο গ) ইবাদত
Ο ঘ) আকাইদ
 সঠিক উত্তর: (খ)

 ১০৭. কাদের সম্পদে আল্লাহ তায়ালা গরিবের অংশ নির্ধারণ করে দিয়েছেন?
Ο ক) সালাত আদায়কারীদের
Ο খ) মুসলমানদের
Ο গ) ধনীদের
Ο ঘ) ক্ষমতাসীনদের
 সঠিক উত্তর: (গ)

 ১০৮. ইবাদতের মূল লক্ষ্য কী?
Ο ক) সওয়াব হাসিল করা
Ο খ) বেহেশত পাওয়া
Ο গ) দোযখ থেকে বাঁচা
Ο ঘ) আল্লাহর সন্তুষ্টি
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৯. ‘মুরতাদ’ অর্থ কী?
Ο ক) ইসলামচ্যুত
Ο খ) কাফির
Ο গ) মুশরিক
Ο ঘ) মুনাফিক
 সঠিক উত্তর: (ক)

 ১১০. আল্লাহ কাদের মৃত্যুবরণ করার পর জীবিত আখ্যা দিয়েছেন?
Ο ক) পীরদের
Ο খ) আওলিয়াদের
Ο গ) ফকিহদের
Ο ঘ) শহিদদের
 সঠিক উত্তর: (ঘ)

 ১১১. দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত মানুষকে কোন বিষ স্মরণ করিয়ে দেয়?
Ο ক) মৃত্যুর কথা
Ο খ) হাশরের ময়দানের কথা
Ο গ) অশ্লীল কর্মকান্ডের কথা
Ο ঘ) ভুল ভ্রান্তির কথা
 সঠিক উত্তর: (ক)

 ১১২. আল্লাহর নির্দেশিত পথে মুসলমানদের সকল কার্যই কীসের শামিল?
Ο ক) জিহাদের
Ο খ) সংগ্রামের
Ο গ) ইবাদতের
Ο ঘ) উত্তম আখলাকের
 সঠিক উত্তর: (গ)

 ১১৩. ইমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী ইবাদত-
Ο ক) ইমান
Ο খ) যাকাত
Ο গ) রোযা
Ο ঘ) সালাত
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৪. যে কাজটি বান্দার হক- i. হজ ii. সালাত iii. পিতামাতার খেদমত নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (গ)

 ১১৫. মানুষের প্রতি মানুষের অধিকারকে প্রথমত কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে?
Ο ক) ৫টি
Ο খ) ৭টি
Ο গ) ৮টি
Ο ঘ) ৩টি
 সঠিক উত্তর: (গ)

 ১১৬. হজ ইসলামের কততম রুকন?
Ο ক) ৪র্থ
Ο খ) ৫ম
Ο গ) ৩য়
Ο ঘ) ১ম
 সঠিক উত্তর: (খ)

 ১১৭. ইসলামের মূল বিষয় কয়টি?
Ο ক) তিনটি
Ο খ) চারটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) সাতটি
 সঠিক উত্তর: (গ)

 ১১৮. ‘মুরতাদ’ শব্দের অর্থ কী?
Ο ক) কাফির
Ο খ) ইসলামচ্যুত
Ο গ) মুশরিক
Ο ঘ) মুনাফিক
 সঠিক উত্তর: (খ)

 ১১৯. কোনটি ব্যতীত ইসলাম জানা অসম্ভব?
Ο ক) আদল
Ο খ) ইলম
Ο গ) তাকওয়া
Ο ঘ) আকাইদ
 সঠিক উত্তর: (খ)

 ১২০. শিক্ষকগণকে শ্রদ্ধা করা কী?
Ο ক) কৃতজ্ঞতা প্রকাশ
Ο খ) ভদ্রতা রক্ষা করা
Ο গ) ইবাদতের শামিল
Ο ঘ) ইমানের দাবি
 সঠিক উত্তর: (গ)

 ১২১. ইসলামে জিহাদ ফরয কেন?
Ο ক) অন্যায় মুছে ফেলার জন্য
Ο খ) আল্লাহর দীন কায়েমের জন্য
Ο গ) আদল প্রতিষ্ঠার জন্য
Ο ঘ) অত্যাচারীকে দমন করার জন্য
 সঠিক উত্তর: (খ)

 ১২২. জামাআতের সাথে সালাত আদায় করলে একাকী পড়ার চেয়ে কত গুণ বেশি সওয়াব পাওয়া যায়?
Ο ক) দশ গুন
Ο খ) একশ গুণ
Ο গ) সাতাশ গুণ
Ο ঘ) সত্তর গুণ
 সঠিক উত্তর: (গ)

 ১২৩. সম্পদের পুঞ্জীভূতকরণ রোধ করা যায় কিসের মাধ্যমে?
Ο ক) সাওম
Ο খ) সালাত
Ο গ) দান
Ο ঘ) যাকাত
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৪. আল্লাহ মানুষ ও প্রাণিকুলের মধ্যে পার্থক্য নির্দেশ করে দিয়েছেন-
i. জ্ঞানের দিক দিয়ে
ii. বিবেকের দিক দিয়ে
iii. খাওয়া দাওয়া ও ঘুমের দিক দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১২৫. ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ের নাম কী?
Ο ক) ইসলাম
Ο খ) দীন
Ο গ) জিহাদ
Ο ঘ) সন্ত্রাসবাদ
 সঠিক উত্তর: (গ)

 ১২৬. হাজিগণ মাগরিব ও এশার সালাত একত্রে কোথায় আদায় করেন?
Ο ক) আরাফাতে
Ο খ) জাবালে নূর-এ
Ο গ) মিনায়
Ο ঘ) মুযদালিফায়
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৭. ‘হাক্কুল্লাহ’ সম্পন্ন করতে হবে-
i. ব্যক্তিগত ক্ষেত্রে
ii. সামাজিক ক্ষেত্রে
iii. অর্থনৈতিক ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৮. জিহাদ ও সন্ত্রাসবাদ পরস্পর-
Ο ক) সমার্থক
Ο খ) বিপরীত
Ο গ) উদ্দেশ্য অভিন্ন
Ο ঘ) নিকটতম অর্থবোধক
 সঠিক উত্তর: (খ)

 ১২৯. ইসলামি রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি কোনটি?
Ο ক) নামায
Ο খ) যাকাত
Ο গ) সাদকাহ
Ο ঘ) ব্যাংক ব্যবস্থা
 সঠিক উত্তর: (খ)

 ১৩০. আল্লাহ কাদের মর্যাদা সমুন্নত করবেন?
Ο ক) জ্ঞানীর
Ο খ) মন্ত্রির
Ο গ) প্রশাসকের
Ο ঘ) রাজনীতিবিদের
 সঠিক উত্তর: (ক)

 ১৩১. ‘হাক্কুল ইবাদ’ অর্থ কী?
Ο ক) আল্লাহর হক
Ο খ) গরিব মানুষের হক
Ο গ) রাষ্ট্রপ্রধানের হক
Ο ঘ) বান্দার হক
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩২. শিশুদের প্রকৃতি কীরূপ?
Ο ক) সারাদিন কান্নাকাটি করে
Ο খ) সারাদিন বল খেলে
Ο গ) তারা অনুকরণপ্রিয়
Ο ঘ) দিনভর শুধু ঘুমায়
 সঠিক উত্তর: (গ)

 ১৩৩. শিক্ষা জাতির কী?
Ο ক) ভিত্তি
Ο খ) প্রয়োজনীয়
Ο গ) মেরুদন্ড
Ο ঘ) সম্বল
 সঠিক উত্তর: (গ)

 ১৩৪. আল্লাহর হক আদায় করাার ক্ষেত্রে ব্যবহারিক জীবনে তোমার করণীয় হলো-
i. নিয়মিত সালাত আদায় করা
ii. সামগ্রিক জীবনে আল্লাহর সার্বভৌমত্ব ও কর্তৃত্ব স্বীকার করা
iii. নিকটাত্মীয়ের হক পালন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৩৫. সালাত অর্থ দুআ। সালাত-এর এরূপ নামকরণের কারণ কী?
Ο ক) সালাতে অনেকগুলো দুআ আছে বলে
Ο খ) সালাত শেষে দুআ করা হয় বলে
Ο গ) সালাতে বান্দা তাঁর প্রভূর নিকট দুআ করে বলে
Ο ঘ) সালাত আদায়ের মাধ্যমে আমাদের দুআ কবুল হয় বলে
 সঠিক উত্তর: (গ)

 ১৩৬. হজ শব্দের অর্থ কী?
Ο ক) দৃঢ় সংকল্প
Ο খ) নিয়ত করা
Ο গ) বিরত থাকা
Ο ঘ) পবিত্রতা অর্জন
 সঠিক উত্তর: (ক)

 ১৩৭. কুরআন মজিদে সাওমের কয়টি মৌলিক উদ্দেশ্যের কথা বলা হয়েছে?
Ο ক) তিনটি
Ο খ) চারটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) সাতটি
 সঠিক উত্তর: (ক)

 ১৩৮. শিক্ষা হলো সমন্বিত বিকাশ- i. শরীরের ii. মনের iii. আত্মার নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৯. “আপনি তাদের ধনসম্পদ থেকে সাদকা গ্রহণ করুন।” এ আয়াতে কিসের কথা বলা হয়েছে?
Ο ক) সালাত
Ο খ) ইমান
Ο গ) দান
Ο ঘ) যাকাত
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪০. সর্বোত্তম ইবাদত কোনটি?
Ο ক) সালাত
Ο খ) সাওম
Ο গ) যাকাত
Ο ঘ) কুরআন পাঠ
 সঠিক উত্তর: (ক)

 ১৪১. যাকাতের উদ্দেশ্য কী?
Ο ক) সম্পদ ‍পুঞ্জিকরণ
Ο খ) সম্পদ পুঞ্জিকরণ রোধ
Ο গ) সম্পদ বন্টন
Ο ঘ) সম্পদ গতিশীলকরণ
 সঠিক উত্তর: (খ)

 ১৪২. পরস্পরের সাহায্য সহানুভূতিকে কী বলা হয়?
Ο ক) হাক্কুল ইবাদ
Ο খ) হাক্কুল জার
Ο গ) হাক্কুল ওয়ালেদাইন
Ο ঘ) হাক্কুল্লাহ
 সঠিক উত্তর: (ক)

 ১৪৩. ইলম কী?
Ο ক) বস্তুর প্রকৃত অবস্থা জানা
Ο খ) বস্তুর সম্পর্কে ধারণা
Ο গ) বস্তুর কাল্পনিক রূপ
Ο ঘ) বস্তুর পর্যবেক্ষণ করা
 সঠিক উত্তর: (ক)

 ১৪৪. পারিশ্রমিক দিতে অকারণে বিলম্ব করা কী নয়?
Ο ক) সমীচীন নয়
Ο খ) বৈধ নয়
Ο গ) যথার্থ নয়
Ο ঘ) ঠিক নয়
 সঠিক উত্তর: (ক)

 ১৪৫. কে যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন?
Ο ক) হযরত আলী (রা)
Ο খ) হযরত উসমান (রা)
Ο গ) হযরত আবু বকর (রা)
Ο ঘ) হযরত উমর (রা)
 সঠিক উত্তর: (গ)

 ১৪৬. শহিদ কাদেরকে বলা হয়?
Ο ক) যারা জিহাদে প্রাণ দেন
Ο খ) যারা জিহাদে আহত হন
Ο গ) যারা জিহাদ থেকে পালিয়ে যান
Ο ঘ) যারা জিহাদে যান না
 সঠিক উত্তর: (ক)

 ১৪৭. হজের মাধ্যমে মানুষের মন থেকে দূর হয়-
i. মুনাফেকী
ii. হিংসা-বিদ্বেষ
iii. কৃপণতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১৪৮. সাওমের মৌলিক উদ্দেশ্য কোনটি?
Ο ক) তাকওয়া অর্জন
Ο খ) আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা
Ο গ) আল্লাহর শোকরগুজার হওয়া
Ο ঘ) সবকটি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৯. “আল্লাহর উদ্দেশ্যে বায়তুল্লাহ শরীফে হজ পালন করা অবশ্য কর্তব্য”-কোন সূরার অন্তর্গত?
Ο ক) সূরা আল -ইমরান
Ο খ) সূরা আল-হজ্জ
Ο গ) সূরা আন -নাহল
Ο ঘ) সূরা আল-বাকারা
 সঠিক উত্তর: (ক)

 ১৫০. মানুষ সৃষ্টির উদ্দেশ্য কী?
Ο ক) মানব সেবা
Ο খ) আল্লাহর ইবাদত
Ο গ) দীন প্রচার
Ο ঘ) ইমান আনয়ন করা
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post