এস.এস.সি ইসলাম শিক্ষা অধ্যায় - ৩: ইবাদত (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ৩: ইবাদত (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. সন্তানকে প্রকৃত মানুষরূপে কারা গড়ে তোলেন?
Ο ক) পিতামাতা
Ο খ) বয়োজ্যেষ্ঠরা
Ο গ) আত্মীয়স্বজন
Ο ঘ) শিক্ষকগণ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫২. বৃহত্তম জিহাদের উদাহরণ কোনটি?
Ο ক) কৃ-প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা
Ο খ) অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা
Ο গ) বিধর্মীদের বিরুদ্ধে সংগ্রাম করা
Ο ঘ) তাগুতের বিরুদ্ধে সংগ্রাম করা
 সঠিক উত্তর: (ক)

 ১৫৩. তাকওয়া অর্জন কোন ইবাদতের মৌলিক উদ্দেশ্য?
Ο ক) সালাত
Ο খ) সাওম
Ο গ) হজ
Ο ঘ) যাকাত
 সঠিক উত্তর: (খ)

 ১৫৪. ইসলাম শিক্ষার মূল উৎস কয়টি?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (ক)

 ১৫৫. ‘যাকাত’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) সাদকা
Ο খ) ভিক্ষা
Ο গ) পরিশুদ্ধি
Ο ঘ) দান
 সঠিক উত্তর: (গ)

 ১৫৬. আদর্শ জাতি গঠনের কারিগর হলেন-
Ο ক) পিতামাতা
Ο খ) শিক্ষক
Ο গ) সাহিত্যিক
Ο ঘ) বুদ্ধিজীবি
 সঠিক উত্তর: (খ)

 ১৫৭. লতিফ সাহেব যাকাতের অর্থ দান করে কিছু মানুষকে স্বাবলম্বী করে তুলেছেন। তার এ কাজের মাধ্যমে-
i. অভাবীরা অভাবমুক্ত হয়েছে
ii. আল্লাহর বিধান পালিত হয়েছে
iii. আল্লাহর বিধান লঙ্ঘিত হয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫৮. হাজিগণ যিলহজ মাসের কোন রাত্রিতে মুযদালিফায় রাত্রি যাপন করেন?
Ο ক) ১০ ম রাত্রি
Ο খ) ৮ম রাত্রি
Ο গ) ৯ ম রাত্রি
Ο ঘ) একাদশ রাত্রি
 সঠিক উত্তর: (গ)

 ১৫৯. ইসলামি শিক্ষার মূল উৎস হলো-
i. আল কুরআন
ii. আল হাদিস
iii. আস সুন্নাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬০. ইসলামের কোন রুকন সম্পর্কে পবিত্র কুরআনে একটা পূর্ণ সূরা নাযিল হয়েছে?
Ο ক) সালাত
Ο খ) সাওম
Ο গ) জিহাদ
Ο ঘ) হজ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬১. কোন সালাত কিয়ামতের দিন আদায়কারীর জন্য নুর হয়ে দাঁড়াবে?
Ο ক) নফল সালাত
Ο খ) জুমার সালাত
Ο গ) মনোযোগ সহকারে আদায়কৃত সালাত
Ο ঘ) শবে কদরের সালাত
 সঠিক উত্তর: (গ)

 ১৬২. জামিল সাহেব যাকাত সঠিকভাবে আদায় করেন। তার যাকাত আদায়ের উদ্দেশ্য-
i. গরিবদের অবস্থার উন্নয়ন করা
ii. ফরয বিধান আদায় করা
iii. দানশীলতা প্রকাশ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৬৩. যাকাত দানে অস্বীকার করা কাকে অস্বীকার করার শামিল?
Ο ক) আল্লাহকে
Ο খ) রাসুল (স) কে
Ο গ) আল্লাহ ও রাসুল (স) কে
Ο ঘ) তাওহিদকে
 সঠিক উত্তর: (গ)

 ১৬৪. ‘যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের হাতেই পুঞ্জীভূত না হয়।’ অত্র আয়াত কোন বিষয়টি নির্দেশ করে?
Ο ক) হজ করা
Ο খ) দান করা
Ο গ) যাকাত আদায়
Ο ঘ) সাহায্য করা
 সঠিক উত্তর: (গ)

 ১৬৫. কারা আল্লাহর খিলাফতের দায়িত্ব পালন করবে?
Ο ক) মানুষ
Ο খ) জিন
Ο গ) ফেরেশতা
Ο ঘ) নবি-রাসুলগণ
 সঠিক উত্তর: (ক)

 ১৬৬. সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পায় কিসের মাধ্যমে?
Ο ক) ইমানের
Ο খ) রোযার
Ο গ) সাওমের
Ο ঘ) যাকাতের
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৭. “সালাত আদায় কর ও যাকাত দাও।”-এ পবিত্র নির্দেশ কুরআনের কোন সূরার অন্তর্গত?
Ο ক) সূরা ফাতিহা
Ο খ) সূরা তাওবা
Ο গ) সূরা নুর
Ο ঘ) সূরা লাহাহ
 সঠিক উত্তর: (গ)

 ১৬৮. “তোমরা রুকূকারীদের সাথে রুকূ কর” -এটি কোন সূরার আয়াত?
Ο ক) সূরা আন নিসার
Ο খ) সূরা আল ইমরানের
Ο গ) সূরা আল বাকারার
Ο ঘ) সূরা আল মায়িদার
 সঠিক উত্তর: (গ)

 ১৬৯. কোন প্রকার উপার্জন উত্তম ও পবিত্রতম?
Ο ক) বিনা শ্রমের উপার্জন
Ο খ) নিজ শ্রমের উপার্জন
Ο গ) অন্যের দান
Ο ঘ) ব্যবসায় করে উপার্জন
 সঠিক উত্তর: (খ)

 ১৭০. কার দু’আ ও শ্রম উন্নতির চাবিকাঠি?
Ο ক) পিতামাতার
Ο খ) আলিমের
Ο গ) পীরের
Ο ঘ) শিক্ষকের
 সঠিক উত্তর: (ঘ) 

 ১৭১. যারা জিহাদ করতে গিয়ে প্রাণ বিসর্জন দেয় তাদেরকে কী বলা হয়?
Ο ক) গাজী
Ο খ) বীরশ্রেষ্ঠ
Ο গ) মহাবীর
Ο ঘ) শহিদ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭২. পৃথিবীর আদর্শ শিক্ষক কে?
Ο ক) ড. মুহাম্মদ ইউনুস
Ο খ) হযরত মুহাম্মদ (স)
Ο গ) আল্লামা ইকবাল
Ο ঘ) শেখ সাদী
 সঠিক উত্তর: (খ)

 ১৭৩. “সালাত কায়েম কর ও যাকাত আদায় কর।” -নির্দেশটি পবিত্র কুরআনের কোন সূরায় বর্ণিত হয়েছে?
Ο ক) সূরা বাকারা
Ο খ) সূরা নিসা
Ο গ) সূরা ‍যিলযাল
Ο ঘ) সূরা আন-নুর
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৪. মুযদালিফায় পড়বে- i. মাগরিব ii. এসা iii. যোহর ও আসর নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১৭৫. সাম্প্রদায়িক সম্প্রীতি মানুষের মধ্যে কোন গুণটির বিকাশ ঘটায়?
Ο ক) তাকওয়া
Ο খ) ধৈর্য্য
Ο গ) সহনশীলতা
Ο ঘ) পরমতসহিষ্ণুতা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৬. ‘হাক্কুল্লাহ’ কোন কোন ক্ষেত্রে সম্পন্ন করতে হবে?
i. ব্যক্তিগত
ii. সামাজিক
iii. অর্থনৈতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৭. “তাদের সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতদের অধিকার রয়েছে।” -কোন সূরার অংশ?
Ο ক) সূরা তাওবাহ
Ο খ) সূরা আয্‌-যারিয়াত
Ο গ) সূরা ফুসসিলাত
Ο ঘ) সূরা মূলক
 সঠিক উত্তর: (খ)

 ১৭৮. শিক্ষা মানুষকে সাহায্য করে-
i. শারীরিক বিকাশ সাধনে
ii. মাবন হৃদয়কে বিকশিত করতে
iii. প্রকৃত মানুষ হতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৯. ইসলামি শিক্ষার প্রথম উৎস কী?
Ο ক) বুখারি শরীফ
Ο খ) কুরআন শরীফ
Ο গ) মুকাদ্দিমা
Ο ঘ) সুন্নাহ
 সঠিক উত্তর: (খ)

 ১৮০. মানবজাতিকে সৃষ্টির উদ্দেশ্য -
i. আল্লাহর হুকুম পালন করা
ii. আল্লাহর খিলাফতের দায়িত্ব পালন করা
iii. নিছক উপাসনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৮১. সালাত মানুষকে কী ধরনের কাজ থেকে বিরত রাখে?
Ο ক) মন্দ কথা
Ο খ) খারাপ কাজ
Ο গ) মন্দ কথা ও খারাপ কাজ
Ο ঘ) ভালো কাজ
 সঠিক উত্তর: (গ)

 ১৮২. কাকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন প্রকার উপার্জন উত্তম ও পবিত্র?
Ο ক) আবু বকর (রা)-কে
Ο খ) উমর (রা)-কে
Ο গ) ইমাম আবু হানিফা (রা)-কে
Ο ঘ) মহানবি (স)-কে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৩. মানুষ কীসের তাড়নায় গুনাহের কাজে লিপ্ত হয়?
Ο ক) মাদকদ্রব্যের
Ο খ) নেশা জাতীয় দ্রব্যের
Ο গ) কু-প্রবৃত্তির
Ο ঘ) শয়তানের
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৪. ইমাম শাফেয়ি (রা) এর শিক্ষকদের নাম কী?
Ο ক) ওয়াসি (রা)
Ο খ) ওয়াফি (রা)
Ο গ) ওয়াকি (রা)
Ο ঘ) ওয়াদি (রা)
 সঠিক উত্তর: (গ)

 ১৮৫. “যাদের জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা সমুন্নত করবেন।”-কোন সূরার আয়াত?
Ο ক) সূরা মায়িদা
Ο খ) সূরা হাশর
Ο গ) সূরা মুজাদালা
Ο ঘ) সূরা আলাক
 সঠিক উত্তর: (গ)

 ১৮৬. “ছাত্রের একমাত্র বৈশিষ্ট্য হলো সকল পাপ কাজ বর্জন করা।” এটি কার বক্তব্য?
Ο ক) আবু বকর (রা)-এর
Ο খ) মুহাম্মদ (স)-এর
Ο গ) ইমাম শাফেরি (রা)-এর
Ο ঘ) আল্লামা ওয়াকি (রা)-এর
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৭. সালাত আদায় করা ও যাকাত দেওয়া কী?
Ο ক) মুস্তাহাব
Ο খ) সুন্নাত
Ο গ) ওয়াজিব
Ο ঘ) ফরয
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৮. কোন ধর্ম মানবাধিকারের প্রতি অধিক গুরুত্ব দিয়েছে?
Ο ক) হিন্দু
Ο খ) ইসলাম
Ο গ) বৌদ্ধ
Ο ঘ) খ্রিষ্টান
 সঠিক উত্তর: (খ)

 ১৮৯. আল্লাহর হক আদায় করতে হলে আমাদের কয়টি কাজ করতে হবে?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (খ)

 ১৯০. ‘যাতে সম্পদ ‍শুধু তোমাদের অর্থশালীদের হাতেই পুঞ্জীভূত না হয়।’ অত্র আয়াত কোন বিষয়টি নিদের্শ করে?
Ο ক) হজ করা
Ο খ) দান করা
Ο গ) যাকাত আদায়
Ο ঘ) সাহায্য করা
 সঠিক উত্তর: (গ) 

 ১৯১. ইবাদতের প্রধান উদ্দেশ্য-
i. দুনিয়ার সুখ
ii. স্রষ্টার সন্তুষ্টি
iii. আল্লাহর সন্তুষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১৯২. ‘সাওম’ শব্দের অর্থ কী?
Ο ক) দাসত্ব করা
Ο খ) বিরত থাকা
Ο গ) অস্বীকার করা
Ο ঘ) পরোপকার করা
 সঠিক উত্তর: (খ)

 ১৯৩. মালিকে নিসাব মুসলমানদের ধনসম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহর নির্ধারিত খাতসমূহে প্রদান করাকে কী বলা হয়?
Ο ক) যাকাত
Ο খ) খারাজ
Ο গ) জিযিয়া
Ο ঘ) উশর
 সঠিক উত্তর: (ক)

 ১৯৪. প্রত্যেক ধনী মুসলমানকে জীবনে একবার হজ করতে হবে-
i. শরিয়তের বিধান অনুসারণ করার জন্য
ii. আল্লাহর নির্দেশ পালনের জন্য
iii. বায়তুল্লাহ যিয়ারতের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৯৫. জীবনের শ্রেষ্ঠ সম্পদ কোনটি?
Ο ক) জমিজমা
Ο খ) ঘর বাড়ি
Ο গ) ব্যাংক ব্যালেন্স
Ο ঘ) উত্তম চরিত্র
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৬. নিম্নের কোনটি মানুষকে সৎ পথে পরিচালিত করে?
Ο ক) তাকওয়া
Ο খ) সালাত
Ο গ) জিহাদ
Ο ঘ) সাওম
 সঠিক উত্তর: (খ)

 ১৯৭. নিসাবের শতকরা হার কত?
Ο ক) ১.৫০ টাকা
Ο খ) ২.৫০ টাকা
Ο গ) ৩.৫০ টাকা
Ο ঘ) ৪.৫০ টাকা
 সঠিক উত্তর: (খ)

 ১৯৮. ছাত্র-শিক্ষক সম্পর্ক কিরূপ সম্পর্ক?
Ο ক) রক্তের সম্পর্ক
Ο খ) আত্মার সম্পর্ক
Ο গ) বন্ধুত্বের সম্পর্ক
Ο ঘ) আত্মীয়ের সম্পর্ক
 সঠিক উত্তর: (খ)

 ১৯৯. প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করা প্রত্যেক নর-নারীর উপর কী?
Ο ক) আবশ্যক
Ο খ) সুন্নাত
Ο গ) ওয়াজিব
Ο ঘ) ফরজ
 সঠিক উত্তর: (ঘ)

 ২০০. কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম কীসের হিসাব নেবেন?
Ο ক) রোযার
Ο খ) সালাতের
Ο গ) যাকাতের
Ο ঘ) হজের
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post