এস.এস.সি ইসলাম শিক্ষা অধ্যায় - ৩: ইবাদত (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ৩: ইবাদত (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. নীতিহীন ও চরিত্রহীন মানুষকে কী বলা হয়?
Ο ক) গাফিল
Ο খ) আফিল
Ο গ) কাফির
Ο ঘ) মুশরিক
 সঠিক উত্তর: (ক)

 ৫২. সাওম কোন ধরনের ইবাদত?
Ο ক) হাক্কুল্লাহ
Ο খ) হাক্কুল ইবাদ
Ο গ) হাক্কুল মুসলিম
Ο ঘ) হাক্কুল অতান
 সঠিক উত্তর: (ক)

 ৫৩. কোনটি ঢালস্বরুপ?
Ο ক) সাওম
Ο খ) সালাত
Ο গ) হজ
Ο ঘ) যাকাত
 সঠিক উত্তর: (ক)

 ৫৪. আল্লাহ মানুষকে কী করে সৃষ্টি করেছেন?
Ο ক) বুদ্ধিমান করে
Ο খ) প্রজা করে
Ο গ) প্রতিনিধি করে
Ο ঘ) নেতা করে
 সঠিক উত্তর: (গ)

 ৫৫. কে পরম শ্রদ্ধার পাত্র?
Ο ক) বড় ভাই
Ο খ) শ্বশুর
Ο গ) শিক্ষক
Ο ঘ) মামা
 সঠিক উত্তর: (খ)

 ৫৬. কুপ্রবৃত্তিকে দমন করাকে বলে-
i. বড় জিহাদ
ii. বাতিনী জিহাদ
iii. জিহাদে আকবর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৭. ‘হাক্কুল্লাহ’ অর্থ কী?
Ο ক) আল্লাহর হক
Ο খ) গরিব মানুষের হক
Ο গ) রাষ্ট্র প্রধানের হক
Ο ঘ) বান্দার হক
 সঠিক উত্তর: (ক)

 ৫৮. “যার কাছে একটি শব্দও শিখেছি আমি তার দাস।”-কথাটি কার?
Ο ক) হযরত আবু বকর (রা)-এর
Ο খ) হযরত আলী (রা)-এর
Ο গ) হযরত আবু হানিফ (রা)-এর
Ο ঘ) হযরত শাফি (রা)-এর
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. একজন ভালো শিক্ষক ব্যক্তিত্ববোধ সম্পন্ন হতে হলে কতটি বৈশিষ্ট্য থাকা দরকার?
Ο ক) ৮টি
Ο খ) ৬টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৪টি
 সঠিক উত্তর: (খ)

 ৬০. আল্লাহদ্রোহী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করা কী ধরনের জিহাদ?
Ο ক) যাহিরী
Ο খ) বাতিনী
Ο গ) বড় জিহাদ
Ο ঘ) উল্লিখিত সবকটি
 সঠিক উত্তর: (গ)

 ৬১. জাতীয় জীবনে হজ কী সৃষ্টি করে?
Ο ক) মুসলমানদের মধ্যে ভালোবাসা
Ο খ) বিশ্ব ভ্রাতৃত্ব
Ο গ) সকলের প্রতি মায়া
Ο ঘ) ভালো কাজের মনোভাব
 সঠিক উত্তর: (খ)

 ৬২. ছাত্র তার শিক্ষক থেকে কীসের উত্তরাধিকারী হয়?
Ο ক) সম্পদের
Ο খ) জ্ঞানের
Ο গ) চাকরির
Ο ঘ) অর্থের
 সঠিক উত্তর: (খ)

 ৬৩. মনোযোগ দিয়ে নামায আদায় করলে কী তৈরি হবে?
Ο ক) নুর
Ο খ) শক্তি
Ο গ) মনোবল
Ο ঘ) সাহস
 সঠিক উত্তর: (ক)

 ৬৪. রোযাদার ব্যক্তি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়-
i. নিজের সকল প্রকার কু-রিপুকে
ii. সকল শত্রুকে
iii. সকল অশান্তিকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (ক)

 ৬৫. ইসলামি শিক্ষার উদ্দেশ্য কী?
Ο ক) রাষ্ট্রীয় ক্ষমতা দখল
Ο খ) অর্থনৈতিক প্রবৃদ্ধি
Ο গ) সর্বস্তরে আল্লাহর বিধান প্রতিষ্ঠা
Ο ঘ) জিহাদ করা
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৬. বর্তমান যুগকে বলা হয়-
Ο ক) পাথরের যুগ
Ο খ) শিল্পায়নের যুগ
Ο গ) কৃষি উৎপাদনের যুগ
Ο ঘ) পশু পালনের যুগ
 সঠিক উত্তর: (খ)

 ৬৭. জিহাদে বাতিনী বলতে বোঝায়-
i. কাফিরদের বিরুদ্ধে জিহাদ
ii. শয়তানের বিরুদ্ধে জিহাদ
iii. কৃপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৬৮. “তোমরা রুকূকারীদের সাথে রুকু কর”-এটা কার বাণী?
Ο ক) আল্লাহর
Ο খ) মহানবি (স)-এর
Ο গ) উমর (রা)-এর
Ο ঘ) উসমান (রা)-এর
 সঠিক উত্তর: (ক)

 ৬৯. আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের সর্বোত্তম পন্থা কোনটি?
Ο ক) জিহাদ
Ο খ) যাকাত
Ο গ) হজ
Ο ঘ) সালাত
 সঠিক উত্তর: (ঘ)

 ৭০. রাসুলের জীবদ্দশায় কতটি যুদ্ধ সংঘটিত হয়?
Ο ক) প্রায় একশ
Ο খ) প্রায় তিনশ
Ο গ) প্রায় পাঁচশ
Ο ঘ) প্রায় আটশ
 সঠিক উত্তর: (ক)

 ৭১. আল্লাহর সন্তুষ্টি অর্জন কীসের মূল লক্ষ্য?
Ο ক) সালাতের
Ο খ) হজের
Ο গ) জিহাদের
Ο ঘ) কুরআন ও হাদিসের
 সঠিক উত্তর: (ক)

 ৭২. ইবলিস ও কু-প্রবৃত্তি মানুষের কী ধরনের শত্রু?
Ο ক) প্রকাশ্য শত্রু
Ο খ) চরম শত্রু
Ο গ) চির শত্রু
Ο ঘ) জঘন্য
 সঠিক উত্তর: (খ)

 ৭৩. একজন শিক্ষককে আদর্শ প্রচারে কিরূপ হতে হবে?
Ο ক) নিরপেক্ষ
Ο খ) আপোসহীন
Ο গ) সহনশীল
Ο ঘ) ব্যক্তিত্বসম্পন্ন
 সঠিক উত্তর: (ক)

 ৭৪. আল্লাহর নিকট বান্দার আনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ পন্থা কী?
Ο ক) হজ
Ο খ) সাওম
Ο গ) যাকাত
Ο ঘ) সালাত
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৫. শিক্ষার্থীদের উন্নত চরিত্র ও মানসিকতা গড়ে তোলা কাদের প্রধান দায়িত্ব?
Ο ক) শিক্ষকদের
Ο খ) পিতামাতার
Ο গ) বড়দের
Ο ঘ) মনীষীদের
 সঠিক উত্তর: (ক)

 ৭৬. ইবলিস ও কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করাকে কী বলে?
Ο ক) জাহেরি জিহাদ
Ο খ) ছোট জিহাদ
Ο গ) মধ্যম জিহাদ
Ο ঘ) বড় জিহাদ
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৭. জিহাদ ও সন্ত্রাসকে এক করে ফেলার কারণ কী?
Ο ক) ইসলামি জ্ঞানের স্বল্পতা
Ο খ) সাধারন মানুষের মূর্খতা
Ο গ) ইসলামের শত্রুদের ক্ষমতা
Ο ঘ) জ্ঞানী লোকদের অসাবধানতা
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. কাদের দোয়া ও শ্রম জীবনের উন্নতির চাবিকাঠি?
Ο ক) পিতা-মাতার
Ο খ) আত্মীয়দের
Ο গ) শিক্ষকের
Ο ঘ) প্রতিবেশীর
 সঠিক উত্তর: (গ)

 ৭৯. জামাআতে নামায পড়ার সুফল হলো-
i. নামাযিদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে
ii. একতাবদ্ধ হয়ে কাজ করার শিক্ষা পায়
iii. অন্তরকে প্রশান্তিতে ভরিয়ে তোলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৮০. যাকাত কখন আদায় করতে হবে?
Ο ক) রমযান মাসে
Ο খ) শবেবরাতে
Ο গ) বছরপূর্তিতে
Ο ঘ) সাওমের মাসে
 সঠিক উত্তর: (গ)

 ৮১. কোন ধরণের জ্ঞান বর্জনীয়?
Ο ক) পার্থিব
Ο খ) পারলৌকিক
Ο গ) অকল্যাণকর
Ο ঘ) প্রত্নতাত্ত্বিক জ্ঞান
 সঠিক উত্তর: (গ)

 ৮২. একতাবদ্ধ হয়ে কাজ করার শিক্ষা পাই কোন ইবাদতের মাধ্যমে?
Ο ক) সালাত
Ο খ) সাওম
Ο গ) হজ
Ο ঘ) যাকাত
 সঠিক উত্তর: (ক)

 ৮৩. মৃত্যুর পরবর্তী জীবনের হিসাব-নিকাশ ও জান্নাত-জাহান্নামকে কী বলে?
Ο ক) ইহকাল
Ο খ) আখিরাত
Ο গ) রিসালাত
Ο ঘ) তাওহিদ
 সঠিক উত্তর: (খ)

 ৮৪. সাওমের মৌলিক উদ্দেশ্য নয়-
i. ক্ষুধার্তদের বুঝতে পারা
ii. গরিবদের বুঝতে পারা
iii. আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৫. শিক্ষকগণের আত্মত্যাগের বিনিময়ে আমাদের কর্তব্য হলো-
i. মুনাফেকী
ii. হিংসা-বিদ্বেষ
iii. কৃপণতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৬. কোন শিক্ষা গরিব-দু:খীদের প্রতি দরদি করে তোলে?
Ο ক) কুরআনের
Ο খ) তাওহিদের
Ο গ) যাকাতের
Ο ঘ) তাসাউফের
 সঠিক উত্তর: (গ)

 ৮৭. “ইন্নামা বুয়েছতু মুয়াল্লেমান” - এর অর্থ কী?
Ο ক) আমি শিক্ষক হিসেবে এসেছি
Ο খ) আমি শিক্ষক
Ο গ) শিক্ষকতা আমার কাজ
Ο ঘ) আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করা হয়েছে
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৮. চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট-
i. নীতিহীন মানুষ
ii. অভিজ্ঞতাহীন মানুষ
iii. চরিত্রহীন মানুষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৮৯. যাকাত না দেওয়া কাদের কাজ?
Ο ক) মুশরিকের
Ο খ) কাফিরের
Ο গ) মুমিনের
Ο ঘ) মুনাফিকের
 সঠিক উত্তর: (ক)

 ৯০. কী করলে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি পাব?
Ο ক) সমাজসেবা করলে
Ο খ) পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করে ইবাদত করলে
Ο গ) বৈরাগ্যবাদ গ্রহণ করলে
Ο ঘ) আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশিত পথে দায়িত্ব ও কর্তব্য পালন করলে
 সঠিক উত্তর: (ঘ)

 ৯১. একজন অধীনস্থ কর্মচারীকে দৈনিক কতবার ক্ষমা করা যেতে পারে?
Ο ক) ষাট
Ο খ) সত্তর
Ο গ) আশি
Ο ঘ) নব্বই
 সঠিক উত্তর: (খ)

 ৯২. ক্ষুদার যন্ত্রণা উপলব্ধি করা যায় কোন ইবাদতের মাধ্যমে?
Ο ক) সাওম পালনের
Ο খ) নামায আদায়ের
Ο গ) হজ পালনের
Ο ঘ) যাকাত আদায়ের
 সঠিক উত্তর: (ক)

 ৯৩. সাওম সাধনার মাধ্যমে বান্দার কী পরীক্ষা হয়?
Ο ক) তাকওয়া
Ο খ) জ্ঞান
Ο গ) সততা
Ο ঘ) ধৈর্য
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৪. মানুষের প্রতি মানুষের অধিকারকে কয়টি ভাগে ভাগ করা যায়?
Ο ক) পাঁচটি
Ο খ) আটটি
Ο গ) এগারটি
Ο ঘ) চৌদ্দটি
 সঠিক উত্তর: (খ)

 ৯৫. কোন ইবাদত প্রতিটি মুহূর্তে মানুষকে আল্লাহর আইন মেনে চলতে উৎসাহ প্রদান করে?
Ο ক) যাকাত
Ο খ) সালাত
Ο গ) হজ
Ο ঘ) পিতামাতর খিদমত
 সঠিক উত্তর: (খ)

 ৯৬. কবির দশম শ্রেণির ছাত্র। মাঝে মাঝে তার মনের মধ্যে নানা ধরনের কুচিন্তা আসে। সে প্রচন্ডভাবে কুচিন্তাগুলোকে প্রতিহত করে। তার এ কুচিন্তা প্রতিহত করা-
i. বৃহত্তর জিহাদ
ii. জিহাদে সগির
iii. বাতেনি জিহাদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৯৭. কুরআন নাযিলের সূচনা পর্বের বিষয়বস্তু কী ছিল?
Ο ক) জান্নাত
Ο খ) জাহান্নাম
Ο গ) জ্ঞান
Ο ঘ) অর্থ
 সঠিক উত্তর: (গ)

 ৯৮. সকল সৎকাজের পুণ্য দশ গুণ হতে কত গুন পর্যন্ত হবে?
Ο ক) সত্তর
Ο খ) একশত
Ο গ) তিনশত
Ο ঘ) সাতশত
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৯. শ্রমিককে কখন কাজে লাগাতে হবে?
Ο ক) বেতন ঠিক করার পর
Ο খ) বেতন ঠিক না করে
Ο গ) প্রচলিত নিয়মে
Ο ঘ) ইউনিয়নের পরামর্শে
 সঠিক উত্তর: (ক)

 ১০০. ইলম প্রধানত কয় প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post