ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ২: শরিয়তের উৎস (১০) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪৫১. আল-কুরআনকে ‘আল হাকিম’ বলা হয় কেন?
Ο ক) কিতাবের সারবস্তু বিদ্যমান
Ο খ) কিতাবের ভাববস্তু বিদ্যমান
Ο গ) সকল জ্ঞানবিজ্ঞানের উৎস বলে
Ο ঘ) পূর্ণাঙ্গ বিধান বলে
সঠিক উত্তর: (গ)
৪৫২. গভীর রাতে সাহাবিদের বাড়ি থেকে কীসের রব উত্থিত হতো?
Ο ক) কুরআন তিলাওয়াতের
Ο খ) হাদিস মুখস্থের
Ο গ) সংগীতের
Ο ঘ) কবিতা পাঠের
সঠিক উত্তর: (ক)
৪৫৩. আসমানের ফেরেশতা সকালে কার জন্য দোয়া করেন?
Ο ক) দানশীলের
Ο খ) চরিত্রবানের
Ο গ) ইমানদারের
Ο ঘ) নেককারদের
সঠিক উত্তর: (ক)
৪৫৪. নিয়ত সৎ হলে কাজের শুধু নিয়ত করলেই কয়টি সওয়াব লাভ করা যায়?
Ο ক) একটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
৪৫৫. ব্যবসা-বাণিজ্য কীরূপ পেশা?
Ο ক) লাভজনক
Ο খ) পবিত্র
Ο গ) সম্মানজনক
Ο ঘ) উপকারী
সঠিক উত্তর: (খ)
৪৫৬. ‘যে ব্যক্তি নিজেকে পাপ-পঙ্কিলতায় ছড়িয়ে ফেলবে সে ব্যর্থ ও ধ্বংস হয়ে যাবে।’ -এটা কোন সুরার শিক্ষা?
Ο ক) সুরা আশ-শামস
Ο খ) সুরা আদ-দুহা
Ο গ) সুরা ইনশিরাহ্
Ο ঘ) সুরা যিলযাল
সঠিক উত্তর: (ক)
৪৫৭. সত্য ও ন্যায় উপলব্ধি করার জন্য আন্তরিকতা ও নিষ্ঠার সাথে প্রচেষ্টা চালালে আল্লাহ তাঁর জন্য কী উন্মুক্ত করে দেন?
Ο ক) মস্তিষ্ক
Ο খ) বুদ্ধি
Ο গ) অন্তর
Ο ঘ) জ্ঞান
সঠিক উত্তর: (গ)
৪৫৮. যবাই করার পর যে রক্ত প্রবাহিত, তা খাওয়া কী?
Ο ক) হালাল
Ο খ) মুবাহ
Ο গ) মাকরুহ
Ο ঘ) হারাম
সঠিক উত্তর: (ঘ)
৪৫৯. কুরআন মজিদের সব সংক্ষিপ্ত বিষয়ের ব্যাখ্যাদানের দায়িত্ব কার ওপর ছিল?
Ο ক) মহানবি (স)
Ο খ) যায়িদ বিন সাবিত (রা)
Ο গ) হযরত আলী (রা)
Ο ঘ) হযরত উমর (রা)
সঠিক উত্তর: (ক)
৪৬০. কোথায় সকল রক্তপাত নিষিদ্ধ?
Ο ক) বায়তুল মুকাদ্দাসে
Ο খ) তায়িফে
Ο গ) বায়তুল হারাম
Ο ঘ) মদিনায়
সঠিক উত্তর: (গ)
৪৬১. মহানবি (স) হযরত মুআয ইবন জাবালকে কোন স্থানের বিচারক হিসেবে প্রেরণ করেন?
Ο ক) সিরিয়া
Ο খ) মাদায়েন
Ο গ) ইয়েমেন
Ο ঘ) বাগদাদ
সঠিক উত্তর: (গ)
৪৬২. “এটি একটি কল্যাণময় কিতাব যা আমি আপনার নিকট অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং জ্ঞানিগণ যেন উপদেশ গ্রহণ করে।”- আয়াতটি কোন সূরার?
Ο ক) সূরা মুনাফিকুন
Ο খ) সূরা আল-বাকারা
Ο গ) সূরা সাদ
Ο ঘ) সূরা আল-ইমরান
সঠিক উত্তর: (গ)
৪৬৩. মহাননি (স)-এর পরবর্তী কোন যুগে ইজমা হতে পারে?
Ο ক) সাহাবিদের
Ο খ) তাবিঈদের
Ο গ) উমাইয়াদের
Ο ঘ) যেকোনো যুগে
সঠিক উত্তর: (ঘ)
৪৬৪. কুরআনের ব্যাখ্যা কোনটি?
Ο ক) ফিকহ
Ο খ) বুখারি শরীফ
Ο গ) মুসলিম শরীফ
Ο ঘ) হাদিসে রাসুল (স)
সঠিক উত্তর: (ঘ)
৪৬৫. কুরআন নাযিল করা হয়েছে মানুষকে-
i. সৎ পথে দেখানোর জন্য
ii. অজ্ঞ বানানোর জন্য
iii. অন্ধকারে নিক্ষেপ করার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
৪৬৬. সুরা শামস এর বর্ণনা ধারাকে কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৪৬৭. কোন হিজরি শতক ছিল হাদিস সংকলনের স্বর্ণযুগ?
Ο ক) দ্বিতীয়
Ο খ) তৃতীয়
Ο গ) চতুর্থ
Ο ঘ) পঞ্ঝম
সঠিক উত্তর: (খ)
৪৬৮. ‘নাফস’ শব্দের অর্থ কী?
Ο ক) আত্ম
Ο খ) শরীর
Ο গ) মাথা
Ο ঘ) পেট
সঠিক উত্তর: (ক)
৪৬৯. শ্রেষ্ঠতম বিচারক কে?
Ο ক) বিচারপতি
Ο খ) প্রধান বিচারপতি
Ο গ) আল্লাহ
Ο ঘ) রাসুল
সঠিক উত্তর: (গ)
৪৭০. জামিউল কুরআন কাকে বলা হয়?
Ο ক) হযরত আবু বকর (রা)
Ο খ) হযরত উসমান (রা)
Ο গ) হযরত উমর (রা)
Ο ঘ) হযরত আলী (রা)
সঠিক উত্তর: (খ)
৪৭১. শানে নুযুল জানার উপকারিতা কী?
Ο ক) শরিয়তের বিধান জানা যায়
Ο খ) পরকালের ভয়ভীতি
Ο গ) দুনিয়ার মঙ্গল কামনা
Ο ঘ) ইবাদতের নিয়মকানুন জানা
সঠিক উত্তর: (ক)
৪৭২. “তিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন।” -এটি কোন সূরার আয়াত?
Ο ক) সূরা আল-বাকারা
Ο খ) সূরা আল-ইমরান
Ο গ) সূরা আন-নিসা
Ο ঘ) সূরা কাফিরুন
সঠিক উত্তর: (ক)
৪৭৩. “এটা সম্মানিত কুরআন, যা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।” - কোন সূরার অংশ?
Ο ক) সূরা আদআত
Ο খ) সুরা বুরুজ
Ο গ) সুরা না’বা
Ο ঘ) সূরা দুহা
সঠিক উত্তর: (খ)
৪৭৪. পৃথিবীর নিকটতম আসমানের নাম কী?
Ο ক) লাওহে মাহফুজ
Ο খ) সপ্তম আসমান
Ο গ) প্রথম আসমান
Ο ঘ) চতুর্থ আসমান
সঠিক উত্তর: (গ)
৪৭৫. ইমামগণ কয়টি নীতিমালার ওপরে কিয়াস গ্রহণ করতেন?
Ο ক) ৬টি
Ο খ) ৪টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৩টি
সঠিক উত্তর: (খ)
৪৭৬. মক্কাবাসী মহানবি (স)-এর নিকট গচ্ছিত রাখত-
Ο ক) ধনসম্পদ
Ο খ) দলিলপত্র
Ο গ) বাড়িঘর
Ο ঘ) জায়গা জমি
সঠিক উত্তর: (ক)
৪৭৭. “রাসুল তোমাদের যা দেন তা গ্রহণ কর এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাক।”- আয়াতটি প্রমাণ করে যে-
Ο ক) হাদিস শরিয়তের উৎস
Ο খ) হাদিস কুরআনের ব্যাখ্যা
Ο গ) হাদিস শরিয়তের প্রধান উৎস
Ο ঘ) হাদিস শরিয়তের একমাত্র উৎস
সঠিক উত্তর: (ক)
৪৭৮. ফরজ কয় প্রকার?
Ο ক) তিন প্রকার
Ο খ) চার প্রকার
Ο গ) দু প্রকার
Ο ঘ) এক প্রকার
সঠিক উত্তর: (গ)
৪৭৯. সহিহ ‘আস সাদিক’ এর রচয়িতা কে?
Ο ক) আব্দুল্লাহ ইবন আমর ইবন আস
Ο খ) আবু আব্দুল্লাহ ইবন ইয়াজিদ
Ο গ) উমর ইবন আব্দুল আযিয
Ο ঘ) আবু দাউদ সুলায়মান ইবন আশআস
সঠিক উত্তর: (ক)
৪৮০. “যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ তিলাওয়াত করে সে একটি নেকি পেল, আর এ নেকির পরিমাণ হচ্ছে দশগুণ।”- উক্তিটি কোন হাদিস গ্রন্থের?
Ο ক) বুখারী
Ο খ) তিরমিযী
Ο গ) ইবনে মাজাহ
Ο ঘ) বায়হাকী
সঠিক উত্তর: (খ)
৪৮১. “হে মানবজাতি! তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু আহার কর।” -এটি কোন সূরায় বর্ণিত?
Ο ক) আন-নিসা
Ο খ) আল-বাকারা
Ο গ) আল-মুমিনুন
Ο ঘ) ইবরাহিম
সঠিক উত্তর: (খ)
৪৮২. হযরত মুয়ায (রা)-কে ইয়ামেনে কী হিসেবে প্রেরণ করা হয়?
Ο ক) শাসনকর্তা
Ο খ) কাজি বা বিচারক
Ο গ) রাষ্ট্রদূত
Ο ঘ) প্রধানমন্ত্রী
সঠিক উত্তর: (খ)
৪৮৩. মক্কায় কারা মহানবি (সা) -এর শত্রুতে পরিণত হয়?
Ο ক) কাফির ও কুরাইশ
Ο খ) কাফির ও মুশরিক
Ο গ) কাফির ও ইয়াহুদি
Ο ঘ) ইয়াহুদি ও খ্রিষ্টান
সঠিক উত্তর: (খ)
৪৮৪. এমনভাবে কিয়াস করা যাবে না, যা পরিপন্থী হবে-
i. কুরআনের
ii. হাদিসের
iii. ইজমার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৮৫. কুরআনের প্রতিলিপি তৈরিকারকগণ ছিলেন -
Ο ক) উচ্চ শিক্ষিত
Ο খ) কুরআনে হাফিয
Ο গ) উসমান (রা) এর পরামর্শক
Ο ঘ) কুরআনে ক্বারী
সঠিক উত্তর: (খ)
৪৮৬. হযরত আু বকর (রা) কুরআনকে গ্রন্থাকারে লিপিবদ্ধ করার দায়িত্ব কার ওপর দেন?
Ο ক) উসমান (রা)-এর ওপর
Ο খ) যায়েদ ইবন সাবিত (রা)এর ওপর
Ο গ) ইবন আব্বাস (রা)-এর ওপর
Ο ঘ) আবদুল্লাহ ইবন মাসউদ (রা)এর ওপর
সঠিক উত্তর: (খ)
৪৮৭. রাবী কে?
Ο ক) পাঠকারী
Ο খ) শ্রবণকারী
Ο গ) বর্ণনাকারী
Ο ঘ) বিশ্লেষক
সঠিক উত্তর: (গ)
৪৮৮. কুরআন মাজিদ ভুল ও অশুদ্ধ পড়লে-
i. সালাত অশুদ্ধ হয়
ii. পাপের অধিকারী হয়
iii. সাওম অশুদ্ধ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪৮৯. “হে মানবমন্ডলী! মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক শরসমূহ ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। অতএব এগুলো বর্জন কর।”-আয়াতটি কোন সূরার আয়াত?
Ο ক) সূরা মুমিন
Ο খ) সূরা আর রাহমান
Ο গ) সূরা মায়িদাহ
Ο ঘ) সূরা আল-আনফাল
সঠিক উত্তর: (গ)
৪৯০. কুরআন তিলাওয়াতের পদ্ধতির বিভিন্নতা পরিলক্ষিত হলে বিষয়টি হযরত উসমান (রা) কে - কে অবহিত করেন?
Ο ক) সাহাবি আবু হুরায়রা (রা)
Ο খ) সাহাবি যায়িদ বিন সাবিত (রা)
Ο গ) সাহাবি খালিদ (রা)
Ο ঘ) সাহাবি হুযাইফা (রা)
সঠিক উত্তর: (ঘ)
৪৯১. ইজমা আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের স্বরূপ কী?
Ο ক) নিয়ামত
Ο খ) সম্পদ
Ο গ) আমানত
Ο ঘ) ওয়াজিব
সঠিক উত্তর: (ক)
৪৯২. মাগরিব ও ইশার পর দু’ রাকআত সুন্নাত কোন ধরনের সুন্নাত?
Ο ক) মআক্কাদাহ
Ο খ) কিফায়া
Ο গ) যায়িদাহ
Ο ঘ) লাযিমাহ
সঠিক উত্তর: (ক)
৪৯৩. ফেরেশতাগণ দানশীল ব্যক্তির জন্য কী করে?
Ο ক) অভিশাপ দেয়
Ο খ) দোয়া করে
Ο গ) ইবাদত করে
Ο ঘ) দান করে
সঠিক উত্তর: (খ)
৪৯৪. বান্দাগণের নিকট প্রতিদিন কয়জন ফেরেশতা অবতরণ করেন?
Ο ক) একজন
Ο খ) দুজন
Ο গ) তিনজন
Ο ঘ) চারজন
সঠিক উত্তর: (খ)
৪৯৫. সাধারণভাবে মাক্কি সুরা কাকে বলে?
Ο ক) যা মদিনায় অবতীর্ণ
Ο খ) যা মক্কায় অবতীর্ণ
Ο গ) যা তায়েফে অবতীর্ণ
Ο ঘ) যা খায়বারে অবতীর্ণ
সঠিক উত্তর: (খ)
৪৯৬. কুরআনের আয়াত বা সুরা নাযিলের ঘটনাকে বলে-
Ο ক) শানে ফুজুল
Ο খ) শানে উরুদ
Ο গ) শানে নুযুল
Ο ঘ) শানে দুরুদ
সঠিক উত্তর: (গ)
৪৯৭. মাক্কী সূরার বৈশিষ্ট্য কয়টি?
Ο ক) ৫টি
Ο খ) ৭টি
Ο গ) ৯টি
Ο ঘ) ১১টি
সঠিক উত্তর: (ঘ)
৪৯৮. কোনটি ফরজে কিফায়া?
Ο ক) দুই ঈদের নামাজ
Ο খ) তারাবীহর নামাজ
Ο গ) জানাযার নামাজ
Ο ঘ) তাহাজ্জুদের নামাজ
সঠিক উত্তর: (গ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * তোমার কোনো মুসলিম প্রতিবেশী হেরোইন সেবন করে। তাকে জিজ্ঞেস করলে জোর দিয়ে বলে যে কুরআন-হাদিসে হেরোইন হারাম বা নিষিদ্ধ উল্লেখ নেই। বিষয়টি সম্পর্কে কোনো একজন বিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করলে তিনি জানান যে, ইসলামে হেরোইন সেবন অবশ্যই হারাম।
৪৯৯. উদ্দীপকের হেরোইন সেবনকারীর পরিণতি-
i. জ্ঞানবুদ্ধি লোপ পাবে
ii. শারীরিক শক্তি বৃদ্ধি পাবে
iii. সমাজ কর্তৃক ঘৃণিত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৫০০. বিজ্ঞ আলেম ব্যক্তি শরিয়তের কোন উৎসের ভিত্তিতে হেরোইন সেবন হারাম বলেছেন?
Ο ক) কুরআনের আয়াতের ভিত্তিতে
Ο খ) ইজমার ভিত্তিতে
Ο গ) হাদিসের ভিত্তিতে
Ο ঘ) কিয়াসের ভিত্তিতে
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪৫১. আল-কুরআনকে ‘আল হাকিম’ বলা হয় কেন?
Ο ক) কিতাবের সারবস্তু বিদ্যমান
Ο খ) কিতাবের ভাববস্তু বিদ্যমান
Ο গ) সকল জ্ঞানবিজ্ঞানের উৎস বলে
Ο ঘ) পূর্ণাঙ্গ বিধান বলে
সঠিক উত্তর: (গ)
৪৫২. গভীর রাতে সাহাবিদের বাড়ি থেকে কীসের রব উত্থিত হতো?
Ο ক) কুরআন তিলাওয়াতের
Ο খ) হাদিস মুখস্থের
Ο গ) সংগীতের
Ο ঘ) কবিতা পাঠের
সঠিক উত্তর: (ক)
৪৫৩. আসমানের ফেরেশতা সকালে কার জন্য দোয়া করেন?
Ο ক) দানশীলের
Ο খ) চরিত্রবানের
Ο গ) ইমানদারের
Ο ঘ) নেককারদের
সঠিক উত্তর: (ক)
৪৫৪. নিয়ত সৎ হলে কাজের শুধু নিয়ত করলেই কয়টি সওয়াব লাভ করা যায়?
Ο ক) একটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
৪৫৫. ব্যবসা-বাণিজ্য কীরূপ পেশা?
Ο ক) লাভজনক
Ο খ) পবিত্র
Ο গ) সম্মানজনক
Ο ঘ) উপকারী
সঠিক উত্তর: (খ)
৪৫৬. ‘যে ব্যক্তি নিজেকে পাপ-পঙ্কিলতায় ছড়িয়ে ফেলবে সে ব্যর্থ ও ধ্বংস হয়ে যাবে।’ -এটা কোন সুরার শিক্ষা?
Ο ক) সুরা আশ-শামস
Ο খ) সুরা আদ-দুহা
Ο গ) সুরা ইনশিরাহ্
Ο ঘ) সুরা যিলযাল
সঠিক উত্তর: (ক)
৪৫৭. সত্য ও ন্যায় উপলব্ধি করার জন্য আন্তরিকতা ও নিষ্ঠার সাথে প্রচেষ্টা চালালে আল্লাহ তাঁর জন্য কী উন্মুক্ত করে দেন?
Ο ক) মস্তিষ্ক
Ο খ) বুদ্ধি
Ο গ) অন্তর
Ο ঘ) জ্ঞান
সঠিক উত্তর: (গ)
৪৫৮. যবাই করার পর যে রক্ত প্রবাহিত, তা খাওয়া কী?
Ο ক) হালাল
Ο খ) মুবাহ
Ο গ) মাকরুহ
Ο ঘ) হারাম
সঠিক উত্তর: (ঘ)
৪৫৯. কুরআন মজিদের সব সংক্ষিপ্ত বিষয়ের ব্যাখ্যাদানের দায়িত্ব কার ওপর ছিল?
Ο ক) মহানবি (স)
Ο খ) যায়িদ বিন সাবিত (রা)
Ο গ) হযরত আলী (রা)
Ο ঘ) হযরত উমর (রা)
সঠিক উত্তর: (ক)
৪৬০. কোথায় সকল রক্তপাত নিষিদ্ধ?
Ο ক) বায়তুল মুকাদ্দাসে
Ο খ) তায়িফে
Ο গ) বায়তুল হারাম
Ο ঘ) মদিনায়
সঠিক উত্তর: (গ)
৪৬১. মহানবি (স) হযরত মুআয ইবন জাবালকে কোন স্থানের বিচারক হিসেবে প্রেরণ করেন?
Ο ক) সিরিয়া
Ο খ) মাদায়েন
Ο গ) ইয়েমেন
Ο ঘ) বাগদাদ
সঠিক উত্তর: (গ)
৪৬২. “এটি একটি কল্যাণময় কিতাব যা আমি আপনার নিকট অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং জ্ঞানিগণ যেন উপদেশ গ্রহণ করে।”- আয়াতটি কোন সূরার?
Ο ক) সূরা মুনাফিকুন
Ο খ) সূরা আল-বাকারা
Ο গ) সূরা সাদ
Ο ঘ) সূরা আল-ইমরান
সঠিক উত্তর: (গ)
৪৬৩. মহাননি (স)-এর পরবর্তী কোন যুগে ইজমা হতে পারে?
Ο ক) সাহাবিদের
Ο খ) তাবিঈদের
Ο গ) উমাইয়াদের
Ο ঘ) যেকোনো যুগে
সঠিক উত্তর: (ঘ)
৪৬৪. কুরআনের ব্যাখ্যা কোনটি?
Ο ক) ফিকহ
Ο খ) বুখারি শরীফ
Ο গ) মুসলিম শরীফ
Ο ঘ) হাদিসে রাসুল (স)
সঠিক উত্তর: (ঘ)
৪৬৫. কুরআন নাযিল করা হয়েছে মানুষকে-
i. সৎ পথে দেখানোর জন্য
ii. অজ্ঞ বানানোর জন্য
iii. অন্ধকারে নিক্ষেপ করার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
৪৬৬. সুরা শামস এর বর্ণনা ধারাকে কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৪৬৭. কোন হিজরি শতক ছিল হাদিস সংকলনের স্বর্ণযুগ?
Ο ক) দ্বিতীয়
Ο খ) তৃতীয়
Ο গ) চতুর্থ
Ο ঘ) পঞ্ঝম
সঠিক উত্তর: (খ)
৪৬৮. ‘নাফস’ শব্দের অর্থ কী?
Ο ক) আত্ম
Ο খ) শরীর
Ο গ) মাথা
Ο ঘ) পেট
সঠিক উত্তর: (ক)
৪৬৯. শ্রেষ্ঠতম বিচারক কে?
Ο ক) বিচারপতি
Ο খ) প্রধান বিচারপতি
Ο গ) আল্লাহ
Ο ঘ) রাসুল
সঠিক উত্তর: (গ)
৪৭০. জামিউল কুরআন কাকে বলা হয়?
Ο ক) হযরত আবু বকর (রা)
Ο খ) হযরত উসমান (রা)
Ο গ) হযরত উমর (রা)
Ο ঘ) হযরত আলী (রা)
সঠিক উত্তর: (খ)
৪৭১. শানে নুযুল জানার উপকারিতা কী?
Ο ক) শরিয়তের বিধান জানা যায়
Ο খ) পরকালের ভয়ভীতি
Ο গ) দুনিয়ার মঙ্গল কামনা
Ο ঘ) ইবাদতের নিয়মকানুন জানা
সঠিক উত্তর: (ক)
৪৭২. “তিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন।” -এটি কোন সূরার আয়াত?
Ο ক) সূরা আল-বাকারা
Ο খ) সূরা আল-ইমরান
Ο গ) সূরা আন-নিসা
Ο ঘ) সূরা কাফিরুন
সঠিক উত্তর: (ক)
৪৭৩. “এটা সম্মানিত কুরআন, যা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।” - কোন সূরার অংশ?
Ο ক) সূরা আদআত
Ο খ) সুরা বুরুজ
Ο গ) সুরা না’বা
Ο ঘ) সূরা দুহা
সঠিক উত্তর: (খ)
৪৭৪. পৃথিবীর নিকটতম আসমানের নাম কী?
Ο ক) লাওহে মাহফুজ
Ο খ) সপ্তম আসমান
Ο গ) প্রথম আসমান
Ο ঘ) চতুর্থ আসমান
সঠিক উত্তর: (গ)
৪৭৫. ইমামগণ কয়টি নীতিমালার ওপরে কিয়াস গ্রহণ করতেন?
Ο ক) ৬টি
Ο খ) ৪টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৩টি
সঠিক উত্তর: (খ)
৪৭৬. মক্কাবাসী মহানবি (স)-এর নিকট গচ্ছিত রাখত-
Ο ক) ধনসম্পদ
Ο খ) দলিলপত্র
Ο গ) বাড়িঘর
Ο ঘ) জায়গা জমি
সঠিক উত্তর: (ক)
৪৭৭. “রাসুল তোমাদের যা দেন তা গ্রহণ কর এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাক।”- আয়াতটি প্রমাণ করে যে-
Ο ক) হাদিস শরিয়তের উৎস
Ο খ) হাদিস কুরআনের ব্যাখ্যা
Ο গ) হাদিস শরিয়তের প্রধান উৎস
Ο ঘ) হাদিস শরিয়তের একমাত্র উৎস
সঠিক উত্তর: (ক)
৪৭৮. ফরজ কয় প্রকার?
Ο ক) তিন প্রকার
Ο খ) চার প্রকার
Ο গ) দু প্রকার
Ο ঘ) এক প্রকার
সঠিক উত্তর: (গ)
৪৭৯. সহিহ ‘আস সাদিক’ এর রচয়িতা কে?
Ο ক) আব্দুল্লাহ ইবন আমর ইবন আস
Ο খ) আবু আব্দুল্লাহ ইবন ইয়াজিদ
Ο গ) উমর ইবন আব্দুল আযিয
Ο ঘ) আবু দাউদ সুলায়মান ইবন আশআস
সঠিক উত্তর: (ক)
৪৮০. “যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ তিলাওয়াত করে সে একটি নেকি পেল, আর এ নেকির পরিমাণ হচ্ছে দশগুণ।”- উক্তিটি কোন হাদিস গ্রন্থের?
Ο ক) বুখারী
Ο খ) তিরমিযী
Ο গ) ইবনে মাজাহ
Ο ঘ) বায়হাকী
সঠিক উত্তর: (খ)
৪৮১. “হে মানবজাতি! তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু আহার কর।” -এটি কোন সূরায় বর্ণিত?
Ο ক) আন-নিসা
Ο খ) আল-বাকারা
Ο গ) আল-মুমিনুন
Ο ঘ) ইবরাহিম
সঠিক উত্তর: (খ)
৪৮২. হযরত মুয়ায (রা)-কে ইয়ামেনে কী হিসেবে প্রেরণ করা হয়?
Ο ক) শাসনকর্তা
Ο খ) কাজি বা বিচারক
Ο গ) রাষ্ট্রদূত
Ο ঘ) প্রধানমন্ত্রী
সঠিক উত্তর: (খ)
৪৮৩. মক্কায় কারা মহানবি (সা) -এর শত্রুতে পরিণত হয়?
Ο ক) কাফির ও কুরাইশ
Ο খ) কাফির ও মুশরিক
Ο গ) কাফির ও ইয়াহুদি
Ο ঘ) ইয়াহুদি ও খ্রিষ্টান
সঠিক উত্তর: (খ)
৪৮৪. এমনভাবে কিয়াস করা যাবে না, যা পরিপন্থী হবে-
i. কুরআনের
ii. হাদিসের
iii. ইজমার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৮৫. কুরআনের প্রতিলিপি তৈরিকারকগণ ছিলেন -
Ο ক) উচ্চ শিক্ষিত
Ο খ) কুরআনে হাফিয
Ο গ) উসমান (রা) এর পরামর্শক
Ο ঘ) কুরআনে ক্বারী
সঠিক উত্তর: (খ)
৪৮৬. হযরত আু বকর (রা) কুরআনকে গ্রন্থাকারে লিপিবদ্ধ করার দায়িত্ব কার ওপর দেন?
Ο ক) উসমান (রা)-এর ওপর
Ο খ) যায়েদ ইবন সাবিত (রা)এর ওপর
Ο গ) ইবন আব্বাস (রা)-এর ওপর
Ο ঘ) আবদুল্লাহ ইবন মাসউদ (রা)এর ওপর
সঠিক উত্তর: (খ)
৪৮৭. রাবী কে?
Ο ক) পাঠকারী
Ο খ) শ্রবণকারী
Ο গ) বর্ণনাকারী
Ο ঘ) বিশ্লেষক
সঠিক উত্তর: (গ)
৪৮৮. কুরআন মাজিদ ভুল ও অশুদ্ধ পড়লে-
i. সালাত অশুদ্ধ হয়
ii. পাপের অধিকারী হয়
iii. সাওম অশুদ্ধ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪৮৯. “হে মানবমন্ডলী! মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক শরসমূহ ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। অতএব এগুলো বর্জন কর।”-আয়াতটি কোন সূরার আয়াত?
Ο ক) সূরা মুমিন
Ο খ) সূরা আর রাহমান
Ο গ) সূরা মায়িদাহ
Ο ঘ) সূরা আল-আনফাল
সঠিক উত্তর: (গ)
৪৯০. কুরআন তিলাওয়াতের পদ্ধতির বিভিন্নতা পরিলক্ষিত হলে বিষয়টি হযরত উসমান (রা) কে - কে অবহিত করেন?
Ο ক) সাহাবি আবু হুরায়রা (রা)
Ο খ) সাহাবি যায়িদ বিন সাবিত (রা)
Ο গ) সাহাবি খালিদ (রা)
Ο ঘ) সাহাবি হুযাইফা (রা)
সঠিক উত্তর: (ঘ)
৪৯১. ইজমা আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের স্বরূপ কী?
Ο ক) নিয়ামত
Ο খ) সম্পদ
Ο গ) আমানত
Ο ঘ) ওয়াজিব
সঠিক উত্তর: (ক)
৪৯২. মাগরিব ও ইশার পর দু’ রাকআত সুন্নাত কোন ধরনের সুন্নাত?
Ο ক) মআক্কাদাহ
Ο খ) কিফায়া
Ο গ) যায়িদাহ
Ο ঘ) লাযিমাহ
সঠিক উত্তর: (ক)
৪৯৩. ফেরেশতাগণ দানশীল ব্যক্তির জন্য কী করে?
Ο ক) অভিশাপ দেয়
Ο খ) দোয়া করে
Ο গ) ইবাদত করে
Ο ঘ) দান করে
সঠিক উত্তর: (খ)
৪৯৪. বান্দাগণের নিকট প্রতিদিন কয়জন ফেরেশতা অবতরণ করেন?
Ο ক) একজন
Ο খ) দুজন
Ο গ) তিনজন
Ο ঘ) চারজন
সঠিক উত্তর: (খ)
৪৯৫. সাধারণভাবে মাক্কি সুরা কাকে বলে?
Ο ক) যা মদিনায় অবতীর্ণ
Ο খ) যা মক্কায় অবতীর্ণ
Ο গ) যা তায়েফে অবতীর্ণ
Ο ঘ) যা খায়বারে অবতীর্ণ
সঠিক উত্তর: (খ)
৪৯৬. কুরআনের আয়াত বা সুরা নাযিলের ঘটনাকে বলে-
Ο ক) শানে ফুজুল
Ο খ) শানে উরুদ
Ο গ) শানে নুযুল
Ο ঘ) শানে দুরুদ
সঠিক উত্তর: (গ)
৪৯৭. মাক্কী সূরার বৈশিষ্ট্য কয়টি?
Ο ক) ৫টি
Ο খ) ৭টি
Ο গ) ৯টি
Ο ঘ) ১১টি
সঠিক উত্তর: (ঘ)
৪৯৮. কোনটি ফরজে কিফায়া?
Ο ক) দুই ঈদের নামাজ
Ο খ) তারাবীহর নামাজ
Ο গ) জানাযার নামাজ
Ο ঘ) তাহাজ্জুদের নামাজ
সঠিক উত্তর: (গ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * তোমার কোনো মুসলিম প্রতিবেশী হেরোইন সেবন করে। তাকে জিজ্ঞেস করলে জোর দিয়ে বলে যে কুরআন-হাদিসে হেরোইন হারাম বা নিষিদ্ধ উল্লেখ নেই। বিষয়টি সম্পর্কে কোনো একজন বিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করলে তিনি জানান যে, ইসলামে হেরোইন সেবন অবশ্যই হারাম।
৪৯৯. উদ্দীপকের হেরোইন সেবনকারীর পরিণতি-
i. জ্ঞানবুদ্ধি লোপ পাবে
ii. শারীরিক শক্তি বৃদ্ধি পাবে
iii. সমাজ কর্তৃক ঘৃণিত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৫০০. বিজ্ঞ আলেম ব্যক্তি শরিয়তের কোন উৎসের ভিত্তিতে হেরোইন সেবন হারাম বলেছেন?
Ο ক) কুরআনের আয়াতের ভিত্তিতে
Ο খ) ইজমার ভিত্তিতে
Ο গ) হাদিসের ভিত্তিতে
Ο ঘ) কিয়াসের ভিত্তিতে
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Religion