ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ২: শরিয়তের উৎস (৯) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪০১. কাজের সফলতা কিসের ওপর নির্ভর করে?
Ο ক) সততার
Ο খ) পরিশ্রমের
Ο গ) সময়ের
Ο ঘ) নিয়তের
সঠিক উত্তর: (ঘ)
৪০২. শরিয়ত আমাদের শিক্ষা দেয়-
i. ইবাদতের পদ্ধতি
ii. উত্তম চরিত্র গঠনের
iii. নৈতিকতার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০৩. কুরআন মজিদ সংকলন করেন কে?
Ο ক) উসমান (রা)
Ο খ) উমর (রা)
Ο গ) আলী (রা)
Ο ঘ) হাজ্জাজ ইবন ইউসুফ (রা)
সঠিক উত্তর: (ক)
৪০৪. শরিয়ত হলো মানব জাতির জন্য-
i. সার্বিক জীবন ব্যবস্থা
ii. পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা
iii. জীবন পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪০৫. উৎপাদিত ফল ও ফসল থেকে প্রাণী কিছু ভক্ষণ করলে তা কী হিসেবে বিবেচিত হয়?
Ο ক) সদকা
Ο খ) রিযক
Ο গ) খাবার
Ο ঘ) অনুগ্রহ
সঠিক উত্তর: (ক)
৪০৬. মক্কাবাসীরা মহানবি (স) এর বিরোধিতা শুরু করে -
i. ঠাট্টা ও উপহাসের মাধ্যমে
ii. গণক, জাদুকর ও পাগল বলে
iii. নানাভাবে অত্যাচার নির্যাতন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০৭. কোন সূরায় মানবজাতিকে ইমান ও সৎকর্মের প্রতি আহবান জানানো হয়েছে?
Ο ক) সূরা দুহা
Ο খ) সূরা যিলযাল
Ο গ) সূরা আত-তীন
Ο ঘ) সূরা ইনশিরাহ
সঠিক উত্তর: (গ)
৪০৮. সুরা আত-তীন মহান আল্লাহর চারটি বস্তুর নামে শপথ করার উদ্দেশ্য কী?
Ο ক) বস্তুগুলোর পরিচিতি তুলে ধরা
Ο খ) সস্তুগুলোর উপকারিতার বর্ণনা
Ο গ) আল্লাহর নিয়ামত বর্ণনা করা
Ο ঘ) বিভিন্ন স্থানের বর্ণনা দেয়া
সঠিক উত্তর: (গ)
৪০৯. সূরা ইনশিরা কুরআনের কততম সূরা?
Ο ক) ৯১
Ο খ) ৯২
Ο গ) ৯৩
Ο ঘ) ৯৪
সঠিক উত্তর: (ঘ)
৪১০. ‘জামিউল কুরআন’ অর্থ কী?
Ο ক) কুরআন মুখস্থকারী
Ο খ) কুরআন পাঠকারী
Ο গ) কুরআন সংগ্রহকারী
Ο ঘ) কুরআন প্রচার সমিতি
সঠিক উত্তর: (গ)
৪১১. হিজরতের পরে যেসব সূরা নাযিল হয়েছে সেগুলোকে কী বলে?
Ο ক) মাক্কি সূরা
Ο খ) লাইলী সূরা
Ο গ) মাদানি সূরা
Ο ঘ) নাহারী সূরা
সঠিক উত্তর: (গ)
৪১২. দুই ঈদের নামায আদায় করা কী?
Ο ক) ফরয
Ο খ) ওয়াজিব
Ο গ) সুন্নাত
Ο ঘ) মুস্তাহাব
সঠিক উত্তর: (খ)
৪১৩. ইমামগণ কিয়াস গ্রহণ করতেন-
i. তিনটি নীতিমালার ভিত্তিতে
ii. চারটি নীতিমালার ভিত্তিতে
iii. কুরআন ও হাদিসের পরিপন্থী নয় এমন বিষয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৪১৪. “বিদ্যার্জনে ও জ্ঞান আহরণে যথার্থভাবে ব্রতী হলে জ্ঞানের দ্বার তাঁর জন্য অবারিত হয়।”- কোন সূরার শিক্ষা?
Ο ক) সূরা আত-তীন
Ο খ) সূরা আল ইনশিরাহ
Ο গ) সূরা আদ-দুহা
Ο ঘ) সূরা যিলযাল
সঠিক উত্তর: (খ)
৪১৫. পবিত্র কুরআনের সংস্কারক বোর্ড কয়টি প্রতিলিপি তৈরি করেন?
Ο ক) ৩ টি
Ο খ) ৪ টি
Ο গ) ৫ টি
Ο ঘ) ৭ টি
সঠিক উত্তর: (ঘ)
৪১৬. হালাল ও পবিত্র দ্রব্য মানুষের শরীরের কোন অঙ্গকে সুস্থ রাখে?
Ο ক) দেহ ও মস্তিষ্ক
Ο খ) বাহু ও কোমর
Ο গ) মুখ ও মস্তিষ্ক
Ο ঘ) দাঁত ও গহ্বর
সঠিক উত্তর: (ক)
৪১৭. মানুষের মধ্যে ভালো কারা?
Ο ক) যাদের দেখলে ব্যবসার কথা মনে পড়ে
Ο খ) যাদের দেখলে জ্ঞানী মনে হয়
Ο গ) যাদের দেখলে আল্লাহকে স্মরণ হয়
Ο ঘ) যাদের দেখলে রাজনৈতিক স্পৃহা জাগ্রত হয়
সঠিক উত্তর: (গ)
৪১৮. সর্বোত্তম জ্ঞানের উৎস কোনটি?
Ο ক) আসমানি কিতাব
Ο খ) উপন্যাস
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) উইকিপিডিয়া
সঠিক উত্তর: (ক)
৪১৯. কোন সময়ে প্রথম ইজমার প্রচলন লক্ষ করা যায়?
Ο ক) রাসুল (স)এর যুগে
Ο খ) সাহবিগণের যুগে
Ο গ) তাবিঈগণের যুগে
Ο ঘ) তাবিঈ তাবিঈদের যুগে
সঠিক উত্তর: (ক)
৪২০. সাধারণভাবে যে সব সুরা মদিনায় নাযিল হয়েছে তাকে কী বলে?
Ο ক) মাক্কি
Ο খ) মাদানি
Ο গ) ইরাকি
Ο ঘ) ইরানি
সঠিক উত্তর: (খ)
৪২১. হালাল বস্তুর উপকারিতা হলো-
i. অন্তরে নূর সৃষ্টি করে
ii. অন্যায় ও অসৎ চরিত্রের প্রতি ঘৃণাবোধ জন্মায়
iii. মানুষের মধ্যে সৎ গুণাবলি বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪২২. কুরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন?
Ο ক) আল্লাহ তায়ালা
Ο খ) হযরত জিব্রাঈল (আ)
Ο গ) হযরত ওসমান (রা)
Ο ঘ) হযরত মুয়াবিয়া (রা)
সঠিক উত্তর: (ক)
৪২৩. ব্যক্তিগত সাক্ষ্য দেয়ার মাধ্যমে কীসের প্রকাশ ঘটাতে হবে?
Ο ক) সালাতের
Ο খ) সাওমের
Ο গ) যাকাতের
Ο ঘ) ইমানের
সঠিক উত্তর: (ঘ)
৪২৪. জীবনের কাজকর্ম, কথাবার্তা, গতিবিধি সবকিছু কীসের মোতাবেক হওয়া উচিত?
Ο ক) সুন্নাহর
Ο খ) শরিয়তের
Ο গ) ইজমার
Ο ঘ) কিয়াসের
সঠিক উত্তর: (খ)
৪২৫. একজন মুসলমানের উপর অন্য মুসলমানের প্রতিপালনীয় দায়িত্ব কী?
Ο ক) সাধ্যমতো সাহায্য করা
Ο খ) শিক্ষিত করে তোলা
Ο গ) দুর্নীতি থেকে মুক্ত রাখা
Ο ঘ) ইবাদতে আগ্রহী করা
সঠিক উত্তর: (ক)
৪২৬. কোন হাদিসগ্রন্থে রাসুল (স) চিঠিপত্র, সন্ধিপত্র, চুক্তিনামা ইত্যাদি লিখিত ছিল?
Ο ক) বুখারি
Ο খ) মুসলিম
Ο গ) তিরমিযি
Ο ঘ) আস-সাদিকা
সঠিক উত্তর: (ঘ)
৪২৭. সূরা আত-তীনে আল্লাহ তায়ালা কয়টি বস্তুর শপথ করেছেন?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (গ)
৪২৮. মহানবি (স) -এর নিকট কুরআন মজিদের কোন সূরা সর্বপ্রথম নাজিল হয়?
Ο ক) সূরা আলে-ইমরান
Ο খ) সূরা ইয়াসিন
Ο গ) সূরা আলাক
Ο ঘ) সূরা ফালাক
সঠিক উত্তর: (গ)
৪২৯. হযরত হাফসা (রা) কার কন্যা?
Ο ক) আবু বকর (রা) এর
Ο খ) উমর (রা) এর
Ο গ) উসমান (রা) এর
Ο ঘ) আলী (রা) এর
সঠিক উত্তর: (খ)
৪৩০. সুরা আশ শামসে আল্লাহ শপথ করেছেন-
i. কতিপয় সৃষ্ট বস্তুর নামে
ii. সৃষ্ট বস্তুর অবস্থা সম্পর্কে
iii. সৃষ্ট বস্তুর স্রষ্টার নামে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৪৩১. মহানবি (স) বলেছেন, “আমার উম্মত কোনো ভ্রান্ত বিষয়ে একমত হবে না।” এ উক্তি দ্বারা কিসের ইঙ্গিত দেওয়া হয়েছে?
Ο ক) ইজমার
Ο খ) কিয়াসের
Ο গ) শরিয়তের
Ο ঘ) সুন্নাহর
সঠিক উত্তর: (ক)
৪৩২. বিচার দিবসকে অস্বীকার করা কাদের কাজ?
Ο ক) মুশরিক
Ο খ) কাফির
Ο গ) মুনাফিক
Ο ঘ) কাফির-মুনাফিক
সঠিক উত্তর: (ঘ)
৪৩৩. খাদ্য, বস্ত্র ও আশ্রয়ের জন্য প্রয়োজন -
Ο ক) বৃক্ষরোপণ ও কৃষিকাজ
Ο খ) উপার্জন করা
Ο গ) আত্মনির্ভরশীল হওয়া
Ο ঘ) শিল্পকারখানা প্রতিষ্ঠা
সঠিক উত্তর: (ক)
৪৩৪. সূরার আত-তীনে কয়টি ফলের কসম করা হয়েছে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
৪৩৫. সম্পূর্ণ কুরআন নাযিল হতে কত বছর সময় লেগেছিল?
Ο ক) ২০
Ο খ) ২২
Ο গ) ২৩
Ο ঘ) ২৫
সঠিক উত্তর: (গ)
৪৩৬. কুরআন মাজিদ বিশুদ্ধভাবে পড়তে হলে কোনটি শিখতে হবে?
Ο ক) তাজবিদ
Ο খ) তাহরিক
Ο গ) তামজিদ
Ο ঘ) তাশদিদ
সঠিক উত্তর: (ক)
৪৩৭. কোন নবির উম্মতগণ কোন ভ্রান্ত বিষয়ে একমত হবে না?
Ο ক) হযরত ঈসা (আ)-এর
Ο খ) হযরত আদম (আ)-এর
Ο গ) হযরত মুহাম্মদ (স)-এর
Ο ঘ) হযরত মুসা (আ)-এর
সঠিক উত্তর: (গ)
৪৩৮. কুরআনের আয়াত সংখ্যা কত?
Ο ক) ৬৬৩২টি
Ο খ) ৬৬২৩টি
Ο গ) ৬৩২৬টি
Ο ঘ) ৬২৩৬টি
সঠিক উত্তর: (ঘ)
৪৩৯. ইশা ও মাগরিবের ফরযের পরে দুই রাকাআত করে নামায আদায় করা-
Ο ক) ওয়াজিব
Ο খ) সুন্নাতে মুয়াক্কাদাহ
Ο গ) সুন্নাতে গায়বে মুয়াক্কাদাহ
Ο ঘ) মুস্তাহাব
সঠিক উত্তর: (খ)
৪৪০. গোশত খাওয়া হারাম হবে-
i. বাঘ, সাপ ও ভালুকের
ii. শুকর, কুকুর ও মৃত মেষের
iii. বাজ, চিল ও মৃত মুরগির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৪১. সুন্নাহকে আর কোন নামে অভিহিত করা হয়?
Ο ক) হাদিস
Ο খ) তাফসির
Ο গ) ইজমা
Ο ঘ) কিয়াস
সঠিক উত্তর: (ক)
৪৪২. সূরা আশ-শামস-এর আয়াত সংখ্যা কত?
Ο ক) ৯
Ο খ) ১১
Ο গ) ১৩
Ο ঘ) ১৫
সঠিক উত্তর: (ঘ)
৪৪৩. সালাতের আধ্যাত্মিক গুরুত্ব কোনটি?
Ο ক) নেতৃত্ব দেবার শিক্ষা দেয়
Ο খ) খারাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে
Ο গ) নিয়মানুবর্তিতার শিক্ষা দেয়
Ο ঘ) সময়ানুবর্তিতার শিক্ষা দেয়
সঠিক উত্তর: (খ)
৪৪৪. ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে-
i. ইমান
ii. সালাত
iii. যাকাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৪৫. হালাল বস্তুর উপকারিতা হলো-
i. আন্তরিকতা
ii. নিষ্ঠা
iii. কর্মব্যস্ততা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৪৪৬. ‘মারফু’ হাদিস কী?
Ο ক) সাহাবি থেকে বর্ণিত হাদিস
Ο খ) তাবিঈ থেকে বর্ণিত হাদিস
Ο গ) যে হাদিসের সনদ মাধ্যম পর্যন্ত পৌঁছেছে
Ο ঘ) তাবি তাবিঈন -এর বাণী
সঠিক উত্তর: (গ)
৪৪৭. তীন ও যায়তুন দ্বারা কোন অঞ্চলকে বোঝানো হয়েছে?
Ο ক) মিসর ও সিরিয়া
Ο খ) সিরিয়া ও ফিলিস্তিন
Ο গ) ইরাক ও ফিলিস্তিন
Ο ঘ) জাজিরাতুল আরব
সঠিক উত্তর: (খ)
৪৪৮. শরিয়তের বিধান প্রবর্তনের রহস্য কিসের মাধ্যমে জানা যায়?
Ο ক) হাদিস
Ο খ) তাফসির
Ο গ) ফিকহ
Ο ঘ) শানে নুযুল
সঠিক উত্তর: (ঘ)
৪৪৯. “নিশ্চয়ই আমি কুরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি, যাতে তার উপদেশ গ্রহণ করেত পারে।”-কোন সূরার অংশ?
Ο ক) আদ-দুখান
Ο খ) বুরুজ
Ο গ) না’বা
Ο ঘ) দুহা
সঠিক উত্তর: (ক)
৪৫০. ইসলামি বিধি-বিধানের সমন্বিত রূপ কোনটি?
Ο ক) শরিয়ত
Ο খ) হাকিকত
Ο গ) তরিকত
Ο ঘ) মারিফাত
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪০১. কাজের সফলতা কিসের ওপর নির্ভর করে?
Ο ক) সততার
Ο খ) পরিশ্রমের
Ο গ) সময়ের
Ο ঘ) নিয়তের
সঠিক উত্তর: (ঘ)
৪০২. শরিয়ত আমাদের শিক্ষা দেয়-
i. ইবাদতের পদ্ধতি
ii. উত্তম চরিত্র গঠনের
iii. নৈতিকতার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০৩. কুরআন মজিদ সংকলন করেন কে?
Ο ক) উসমান (রা)
Ο খ) উমর (রা)
Ο গ) আলী (রা)
Ο ঘ) হাজ্জাজ ইবন ইউসুফ (রা)
সঠিক উত্তর: (ক)
৪০৪. শরিয়ত হলো মানব জাতির জন্য-
i. সার্বিক জীবন ব্যবস্থা
ii. পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা
iii. জীবন পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪০৫. উৎপাদিত ফল ও ফসল থেকে প্রাণী কিছু ভক্ষণ করলে তা কী হিসেবে বিবেচিত হয়?
Ο ক) সদকা
Ο খ) রিযক
Ο গ) খাবার
Ο ঘ) অনুগ্রহ
সঠিক উত্তর: (ক)
৪০৬. মক্কাবাসীরা মহানবি (স) এর বিরোধিতা শুরু করে -
i. ঠাট্টা ও উপহাসের মাধ্যমে
ii. গণক, জাদুকর ও পাগল বলে
iii. নানাভাবে অত্যাচার নির্যাতন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০৭. কোন সূরায় মানবজাতিকে ইমান ও সৎকর্মের প্রতি আহবান জানানো হয়েছে?
Ο ক) সূরা দুহা
Ο খ) সূরা যিলযাল
Ο গ) সূরা আত-তীন
Ο ঘ) সূরা ইনশিরাহ
সঠিক উত্তর: (গ)
৪০৮. সুরা আত-তীন মহান আল্লাহর চারটি বস্তুর নামে শপথ করার উদ্দেশ্য কী?
Ο ক) বস্তুগুলোর পরিচিতি তুলে ধরা
Ο খ) সস্তুগুলোর উপকারিতার বর্ণনা
Ο গ) আল্লাহর নিয়ামত বর্ণনা করা
Ο ঘ) বিভিন্ন স্থানের বর্ণনা দেয়া
সঠিক উত্তর: (গ)
৪০৯. সূরা ইনশিরা কুরআনের কততম সূরা?
Ο ক) ৯১
Ο খ) ৯২
Ο গ) ৯৩
Ο ঘ) ৯৪
সঠিক উত্তর: (ঘ)
৪১০. ‘জামিউল কুরআন’ অর্থ কী?
Ο ক) কুরআন মুখস্থকারী
Ο খ) কুরআন পাঠকারী
Ο গ) কুরআন সংগ্রহকারী
Ο ঘ) কুরআন প্রচার সমিতি
সঠিক উত্তর: (গ)
৪১১. হিজরতের পরে যেসব সূরা নাযিল হয়েছে সেগুলোকে কী বলে?
Ο ক) মাক্কি সূরা
Ο খ) লাইলী সূরা
Ο গ) মাদানি সূরা
Ο ঘ) নাহারী সূরা
সঠিক উত্তর: (গ)
৪১২. দুই ঈদের নামায আদায় করা কী?
Ο ক) ফরয
Ο খ) ওয়াজিব
Ο গ) সুন্নাত
Ο ঘ) মুস্তাহাব
সঠিক উত্তর: (খ)
৪১৩. ইমামগণ কিয়াস গ্রহণ করতেন-
i. তিনটি নীতিমালার ভিত্তিতে
ii. চারটি নীতিমালার ভিত্তিতে
iii. কুরআন ও হাদিসের পরিপন্থী নয় এমন বিষয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৪১৪. “বিদ্যার্জনে ও জ্ঞান আহরণে যথার্থভাবে ব্রতী হলে জ্ঞানের দ্বার তাঁর জন্য অবারিত হয়।”- কোন সূরার শিক্ষা?
Ο ক) সূরা আত-তীন
Ο খ) সূরা আল ইনশিরাহ
Ο গ) সূরা আদ-দুহা
Ο ঘ) সূরা যিলযাল
সঠিক উত্তর: (খ)
৪১৫. পবিত্র কুরআনের সংস্কারক বোর্ড কয়টি প্রতিলিপি তৈরি করেন?
Ο ক) ৩ টি
Ο খ) ৪ টি
Ο গ) ৫ টি
Ο ঘ) ৭ টি
সঠিক উত্তর: (ঘ)
৪১৬. হালাল ও পবিত্র দ্রব্য মানুষের শরীরের কোন অঙ্গকে সুস্থ রাখে?
Ο ক) দেহ ও মস্তিষ্ক
Ο খ) বাহু ও কোমর
Ο গ) মুখ ও মস্তিষ্ক
Ο ঘ) দাঁত ও গহ্বর
সঠিক উত্তর: (ক)
৪১৭. মানুষের মধ্যে ভালো কারা?
Ο ক) যাদের দেখলে ব্যবসার কথা মনে পড়ে
Ο খ) যাদের দেখলে জ্ঞানী মনে হয়
Ο গ) যাদের দেখলে আল্লাহকে স্মরণ হয়
Ο ঘ) যাদের দেখলে রাজনৈতিক স্পৃহা জাগ্রত হয়
সঠিক উত্তর: (গ)
৪১৮. সর্বোত্তম জ্ঞানের উৎস কোনটি?
Ο ক) আসমানি কিতাব
Ο খ) উপন্যাস
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) উইকিপিডিয়া
সঠিক উত্তর: (ক)
৪১৯. কোন সময়ে প্রথম ইজমার প্রচলন লক্ষ করা যায়?
Ο ক) রাসুল (স)এর যুগে
Ο খ) সাহবিগণের যুগে
Ο গ) তাবিঈগণের যুগে
Ο ঘ) তাবিঈ তাবিঈদের যুগে
সঠিক উত্তর: (ক)
৪২০. সাধারণভাবে যে সব সুরা মদিনায় নাযিল হয়েছে তাকে কী বলে?
Ο ক) মাক্কি
Ο খ) মাদানি
Ο গ) ইরাকি
Ο ঘ) ইরানি
সঠিক উত্তর: (খ)
৪২১. হালাল বস্তুর উপকারিতা হলো-
i. অন্তরে নূর সৃষ্টি করে
ii. অন্যায় ও অসৎ চরিত্রের প্রতি ঘৃণাবোধ জন্মায়
iii. মানুষের মধ্যে সৎ গুণাবলি বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪২২. কুরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন?
Ο ক) আল্লাহ তায়ালা
Ο খ) হযরত জিব্রাঈল (আ)
Ο গ) হযরত ওসমান (রা)
Ο ঘ) হযরত মুয়াবিয়া (রা)
সঠিক উত্তর: (ক)
৪২৩. ব্যক্তিগত সাক্ষ্য দেয়ার মাধ্যমে কীসের প্রকাশ ঘটাতে হবে?
Ο ক) সালাতের
Ο খ) সাওমের
Ο গ) যাকাতের
Ο ঘ) ইমানের
সঠিক উত্তর: (ঘ)
৪২৪. জীবনের কাজকর্ম, কথাবার্তা, গতিবিধি সবকিছু কীসের মোতাবেক হওয়া উচিত?
Ο ক) সুন্নাহর
Ο খ) শরিয়তের
Ο গ) ইজমার
Ο ঘ) কিয়াসের
সঠিক উত্তর: (খ)
৪২৫. একজন মুসলমানের উপর অন্য মুসলমানের প্রতিপালনীয় দায়িত্ব কী?
Ο ক) সাধ্যমতো সাহায্য করা
Ο খ) শিক্ষিত করে তোলা
Ο গ) দুর্নীতি থেকে মুক্ত রাখা
Ο ঘ) ইবাদতে আগ্রহী করা
সঠিক উত্তর: (ক)
৪২৬. কোন হাদিসগ্রন্থে রাসুল (স) চিঠিপত্র, সন্ধিপত্র, চুক্তিনামা ইত্যাদি লিখিত ছিল?
Ο ক) বুখারি
Ο খ) মুসলিম
Ο গ) তিরমিযি
Ο ঘ) আস-সাদিকা
সঠিক উত্তর: (ঘ)
৪২৭. সূরা আত-তীনে আল্লাহ তায়ালা কয়টি বস্তুর শপথ করেছেন?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (গ)
৪২৮. মহানবি (স) -এর নিকট কুরআন মজিদের কোন সূরা সর্বপ্রথম নাজিল হয়?
Ο ক) সূরা আলে-ইমরান
Ο খ) সূরা ইয়াসিন
Ο গ) সূরা আলাক
Ο ঘ) সূরা ফালাক
সঠিক উত্তর: (গ)
৪২৯. হযরত হাফসা (রা) কার কন্যা?
Ο ক) আবু বকর (রা) এর
Ο খ) উমর (রা) এর
Ο গ) উসমান (রা) এর
Ο ঘ) আলী (রা) এর
সঠিক উত্তর: (খ)
৪৩০. সুরা আশ শামসে আল্লাহ শপথ করেছেন-
i. কতিপয় সৃষ্ট বস্তুর নামে
ii. সৃষ্ট বস্তুর অবস্থা সম্পর্কে
iii. সৃষ্ট বস্তুর স্রষ্টার নামে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৪৩১. মহানবি (স) বলেছেন, “আমার উম্মত কোনো ভ্রান্ত বিষয়ে একমত হবে না।” এ উক্তি দ্বারা কিসের ইঙ্গিত দেওয়া হয়েছে?
Ο ক) ইজমার
Ο খ) কিয়াসের
Ο গ) শরিয়তের
Ο ঘ) সুন্নাহর
সঠিক উত্তর: (ক)
৪৩২. বিচার দিবসকে অস্বীকার করা কাদের কাজ?
Ο ক) মুশরিক
Ο খ) কাফির
Ο গ) মুনাফিক
Ο ঘ) কাফির-মুনাফিক
সঠিক উত্তর: (ঘ)
৪৩৩. খাদ্য, বস্ত্র ও আশ্রয়ের জন্য প্রয়োজন -
Ο ক) বৃক্ষরোপণ ও কৃষিকাজ
Ο খ) উপার্জন করা
Ο গ) আত্মনির্ভরশীল হওয়া
Ο ঘ) শিল্পকারখানা প্রতিষ্ঠা
সঠিক উত্তর: (ক)
৪৩৪. সূরার আত-তীনে কয়টি ফলের কসম করা হয়েছে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
৪৩৫. সম্পূর্ণ কুরআন নাযিল হতে কত বছর সময় লেগেছিল?
Ο ক) ২০
Ο খ) ২২
Ο গ) ২৩
Ο ঘ) ২৫
সঠিক উত্তর: (গ)
৪৩৬. কুরআন মাজিদ বিশুদ্ধভাবে পড়তে হলে কোনটি শিখতে হবে?
Ο ক) তাজবিদ
Ο খ) তাহরিক
Ο গ) তামজিদ
Ο ঘ) তাশদিদ
সঠিক উত্তর: (ক)
৪৩৭. কোন নবির উম্মতগণ কোন ভ্রান্ত বিষয়ে একমত হবে না?
Ο ক) হযরত ঈসা (আ)-এর
Ο খ) হযরত আদম (আ)-এর
Ο গ) হযরত মুহাম্মদ (স)-এর
Ο ঘ) হযরত মুসা (আ)-এর
সঠিক উত্তর: (গ)
৪৩৮. কুরআনের আয়াত সংখ্যা কত?
Ο ক) ৬৬৩২টি
Ο খ) ৬৬২৩টি
Ο গ) ৬৩২৬টি
Ο ঘ) ৬২৩৬টি
সঠিক উত্তর: (ঘ)
৪৩৯. ইশা ও মাগরিবের ফরযের পরে দুই রাকাআত করে নামায আদায় করা-
Ο ক) ওয়াজিব
Ο খ) সুন্নাতে মুয়াক্কাদাহ
Ο গ) সুন্নাতে গায়বে মুয়াক্কাদাহ
Ο ঘ) মুস্তাহাব
সঠিক উত্তর: (খ)
৪৪০. গোশত খাওয়া হারাম হবে-
i. বাঘ, সাপ ও ভালুকের
ii. শুকর, কুকুর ও মৃত মেষের
iii. বাজ, চিল ও মৃত মুরগির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৪১. সুন্নাহকে আর কোন নামে অভিহিত করা হয়?
Ο ক) হাদিস
Ο খ) তাফসির
Ο গ) ইজমা
Ο ঘ) কিয়াস
সঠিক উত্তর: (ক)
৪৪২. সূরা আশ-শামস-এর আয়াত সংখ্যা কত?
Ο ক) ৯
Ο খ) ১১
Ο গ) ১৩
Ο ঘ) ১৫
সঠিক উত্তর: (ঘ)
৪৪৩. সালাতের আধ্যাত্মিক গুরুত্ব কোনটি?
Ο ক) নেতৃত্ব দেবার শিক্ষা দেয়
Ο খ) খারাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে
Ο গ) নিয়মানুবর্তিতার শিক্ষা দেয়
Ο ঘ) সময়ানুবর্তিতার শিক্ষা দেয়
সঠিক উত্তর: (খ)
৪৪৪. ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে-
i. ইমান
ii. সালাত
iii. যাকাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৪৫. হালাল বস্তুর উপকারিতা হলো-
i. আন্তরিকতা
ii. নিষ্ঠা
iii. কর্মব্যস্ততা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৪৪৬. ‘মারফু’ হাদিস কী?
Ο ক) সাহাবি থেকে বর্ণিত হাদিস
Ο খ) তাবিঈ থেকে বর্ণিত হাদিস
Ο গ) যে হাদিসের সনদ মাধ্যম পর্যন্ত পৌঁছেছে
Ο ঘ) তাবি তাবিঈন -এর বাণী
সঠিক উত্তর: (গ)
৪৪৭. তীন ও যায়তুন দ্বারা কোন অঞ্চলকে বোঝানো হয়েছে?
Ο ক) মিসর ও সিরিয়া
Ο খ) সিরিয়া ও ফিলিস্তিন
Ο গ) ইরাক ও ফিলিস্তিন
Ο ঘ) জাজিরাতুল আরব
সঠিক উত্তর: (খ)
৪৪৮. শরিয়তের বিধান প্রবর্তনের রহস্য কিসের মাধ্যমে জানা যায়?
Ο ক) হাদিস
Ο খ) তাফসির
Ο গ) ফিকহ
Ο ঘ) শানে নুযুল
সঠিক উত্তর: (ঘ)
৪৪৯. “নিশ্চয়ই আমি কুরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি, যাতে তার উপদেশ গ্রহণ করেত পারে।”-কোন সূরার অংশ?
Ο ক) আদ-দুখান
Ο খ) বুরুজ
Ο গ) না’বা
Ο ঘ) দুহা
সঠিক উত্তর: (ক)
৪৫০. ইসলামি বিধি-বিধানের সমন্বিত রূপ কোনটি?
Ο ক) শরিয়ত
Ο খ) হাকিকত
Ο গ) তরিকত
Ο ঘ) মারিফাত
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Religion