এস.এস.সি ইসলাম শিক্ষা অধ্যায় - ২: শরিয়তের উৎস (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ২: শরিয়তের উৎস (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২০১. আসরের ফরযের পূর্বে চার রাকাআত নামায আদায় করা কীরূপ?
Ο ক) সুন্নাতে মুয়াক্কাদাহ
Ο খ) সুন্নাতে গায়ের মুয়াক্কাদাহ
Ο গ) ওয়াজিব
Ο ঘ) মুস্তাহাব
 সঠিক উত্তর: (খ)

 ২০২. ওয়াজিব ত্যাগ করলে কী হয়?
Ο ক) কঠিন পাপ হয়
Ο খ) কাফির হয়
Ο গ) পাপ হয়
Ο ঘ) মুনাফিক হয়
 সঠিক উত্তর: (ক)

 ২০৩. ইসলামের বিধিবিধান কেমন?
Ο ক) জাতিগত
Ο খ) সার্বজনীন ও সর্বকালীন
Ο গ) প্রাচীন
Ο ঘ) আধুনিক
 সঠিক উত্তর: (খ)

 ২০৪. সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি হচ্ছে-
Ο ক) ফেরেশতা
Ο খ) জিনজাতি
Ο গ) পশু-পাখি
Ο ঘ) মানবজাতি
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৫. ‘তায়াম’ শব্দের অর্থ কী?
Ο ক) খাদ্য
Ο খ) টাকা
Ο গ) কাপড়
Ο ঘ) ফল
 সঠিক উত্তর: (ক)

 ২০৬. মহাননি (স) আরবদেরকে কয়টি রীতিতে কুরআন তিলাওয়াততের অনুমতি দিয়েছিলেন?
Ο ক) পাঁচটি
Ο খ) ছয়টি
Ο গ) সাতটি
Ο ঘ) আটটি
 সঠিক উত্তর: (গ)

 ২০৭. শরিয়তের মূল উৎস কোনটি?
Ο ক) কুরআন মজিদ
Ο খ) বুখারি শরীফ
Ο গ) ইজতিহাদ
Ο ঘ) কিয়াস
 সঠিক উত্তর: (ক)

 ২০৮. শরিয়তের প্রতিটি হুকুম সামগ্রিকভাবে পালন করা কী?
Ο ক) ফরযে কিফায়া
Ο খ) ওয়াজিব
Ο গ) অবশ্য কর্তব্য
Ο ঘ) মুস্তাহাব
 সঠিক উত্তর: (গ)

 ২০৯. সাহাবিগণ কার অনুমতিক্রমে ব্যক্তিগতভাবে হাদিস শিখে রাখতেন?
Ο ক) মহান আল্লাহ
Ο খ) রাসুলুল্লাহ (স)
Ο গ) সাহাবিগণ
Ο ঘ) তাবঈগণ
 সঠিক উত্তর: (খ)

 ২১০. ‘ক’ নিজের বিশ্বাস ও নৈতিক চরিত্রকে ইসলামের অনুসরণে গড়তে চান, এজন্য তাকে জ্ঞানলাভ করতে হবে-
i. ইসলামি শরিয়তের
ii. ইলমে মারিফতের
iii. ইসলামি বিধিবিধান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২১১. সালাতে সুরা ফাতিহা পাঠ করা-
Ο ক) ফরজ
Ο খ) ওয়াজিব
Ο গ) সুন্নাত
Ο ঘ) মুস্তাহাব
 সঠিক উত্তর: (খ)

 ২১২. ইসলামে আযান ও ইকামত দেওয়া-
i. সুন্নাতে মুয়াক্কাদাহ
ii. সুন্নাতে যায়িদাহ
iii. ওয়াজিব
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২১৩. ‘আদ-দুহা’ শব্দের অর্থ কী?
Ο ক) অপরাহ্ন
Ο খ) পূর্বাহ্ন
Ο গ) মধ্যাহ্ন
Ο ঘ) সায়াহ্ন
 সঠিক উত্তর: (খ)

 ২১৪. কুরআন নাযিলের প্রকৃত উদ্দেশ্য কখন সাধিত হবে?
Ο ক) যখন আমরা মুখস্থ করব
Ο খ) যখন আমরা প্রচার করব
Ο গ) যখন আমরা অন্যকে বুঝাব
Ο ঘ) যখন আমরা বুঝে তিলাওয়াত করব
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৫. “রাসুল তোমাদের যা দেন তা গ্রহণ কর আর তোমাদের যা নিষেধ করেন তা থেকে বিরত থাক।”-কোন সূরার অন্তর্গত?
Ο ক) সূরা মায়িদা
Ο খ) সূরা বাকারা
Ο গ) সূরা আল-হাশর
Ο ঘ) সূরা ইউসুফ
 সঠিক উত্তর: (গ)

 ২১৬. হাদিসের মূল অংশকে কী বলা হয়?
Ο ক) সনদ
Ο খ) মতন
Ο গ) রাবী
Ο ঘ) ইলহাম
 সঠিক উত্তর: (খ)

 ২১৭. ইসলামি আইন কানুন ও বিধি-বিধানকে একত্রে কী বলা হয়?
Ο ক) শরিয়ত
Ο খ) তরিকত
Ο গ) মারিফাত
Ο ঘ) হাকিকত
 সঠিক উত্তর: (ক)

 ২১৮. পার্থিব প্রয়োজনীয় কাজ করার পাশাপাশি আল্লাহর ইবাদত ও স্মরণে আত্মনিয়োগ করতে হবে, এটি কোন সূরার শিক্ষা?
Ο ক) সূরা ফাতিহা
Ο খ) সূরা আল ইনশিরাহ
Ο গ) সূরা বাকারা
Ο ঘ) সূরা নূর
 সঠিক উত্তর: (খ)

 ২১৯. সুরা আল মাউন কোন সুরার অন্তর্ভুক্ত?
Ο ক) মাক্কি
Ο খ) মাদানি
Ο গ) ইরাকি
Ο ঘ) ইরানি
 সঠিক উত্তর: (ক)

 ২২০. হারামকে হালাল মনে করে সম্পাদন করলে কী হয়?
Ο ক) মুনাফিক হয়
Ο খ) কাফির হয়
Ο গ) গুনাহগার হয়
Ο ঘ) কিছুই হয় না
 সঠিক উত্তর: (খ)

 ২২১. দান করলে সম্পদ-
Ο ক) হ্রাস পায়
Ο খ) ধ্বংস হয়
Ο গ) বৃদ্ধি পায়
Ο ঘ) অপচয় হয়
 সঠিক উত্তর: (গ)

 ২২২. “নিশ্চয় আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি।” -এটি কোন সূরায় বলা হয়েছে?
Ο ক) সূরা আলাকে
Ο খ) সূরা বাকারায়
Ο গ) সূরা আত-তীনে
Ο ঘ) সূরা মুলুক-এ
 সঠিক উত্তর: (গ)

 ২২৩. শরিয়ত সংক্রান্ত বিষয়ে কোনটি অকাট্য দলিল?
Ο ক) হাদিসে কুদসী
Ο খ) ইজমা
Ο গ) হাদিসে নববী
Ο ঘ) কিয়াস
 সঠিক উত্তর: (খ)

 ২২৪. হিজরতের পূর্বে মহানবি (স) মুসআব ইবন উমাইর (রা) এবং আবদুল্লাহ ইবন উম্মে মাকতুম (রা)-কে কুরআন শিক্ষা দেওয়ার জন্য কোথায় প্রেরণ করেছিলেন?
Ο ক) সিরিয়া
Ο খ) আজারবাইজান
Ο গ) মদিনা
Ο ঘ) তায়েফ
 সঠিক উত্তর: (গ)

 ২২৫. ‘কিয়াস’ শব্দের অর্থ কী?
Ο ক) অনুমান করা
Ο খ) তুলনা করা
Ο গ) পরিমাপ করা
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৬. শরিয়তের উৎস হিসেবে কিয়াসের স্থান কততম?
Ο ক) প্রথম
Ο খ) দ্বিতীয়
Ο গ) তৃতীয়
Ο ঘ) চতুর্থ
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৭. আল্লাযিনা শব্দের অর্থ কী?
Ο ক) যারা
Ο খ) যখন
Ο গ) রোপণ করে
Ο ঘ) পাখি
 সঠিক উত্তর: (ক)

 ২২৮. “আমার উম্মতের সর্বাধিক ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে কুরআন পাঠ।” এটি কার বাণী?
Ο ক) মহান আল্লাহর
Ο খ) মহানবি (স) এর
Ο গ) হযরত ইবরাহিম (আ) এর
Ο ঘ) হযরত ঈসা (আ) এর
 সঠিক উত্তর: (খ)

 ২২৯. মানুষের কল্যাণের জন্য ইসলামের বিধিবিধান কে জারি করেছেন?
Ο ক) আল্লাহ তায়ালা
Ο খ) হযরত মুহাম্মদ (স)
Ο গ) আল্লাহ ও তাঁর রাসুল (স)
Ο ঘ) রাসুল (স) এবং খলিফাগণ
 সঠিক উত্তর: (ক)

 ২৩০. ‘সুন্নাহ’ অর্থ কী?
Ο ক) নীতি-আদর্শ
Ο খ) রীতি-নীতি
Ο গ) বাক্য
Ο ঘ) বিধি-বিধান
 সঠিক উত্তর: (ক)

 ২৩১. আল্লাহ তার রাসুল (স) কে অবসরে কী করতে বলেছেন?
Ο ক) বিশ্রাম করতে
Ο খ) দাওয়াত করতে
Ο গ) ইবাদত করতে
Ο ঘ) নিদ্রা যেতে
 সঠিক উত্তর: (গ)

 ২৩২. আল্লাহর সর্বাধিক প্রিয় কে?
Ο ক) যে ইবাদত বেশি করে
Ο খ) যে বেশি রোযা পালন করে
Ο গ) যে মানুষের উপকার করে
Ο ঘ) যে তার পরিজনের প্রতি অনুগ্রহ করে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৩. সূরা আল-মাউন এর আয়াত সংখ্যা কত?
Ο ক) ৫টি
Ο খ) ৬টি
Ο গ) ৭টি
Ο ঘ) ৮টি
 সঠিক উত্তর: (গ)

 ২৩৪. ‘সুবহান’-শব্দের অর্থ কী?
Ο ক) দয়াময়
Ο খ) মহাপবিত্র
Ο গ) মহামহিম
Ο ঘ) সর্বশ্রেষ্ঠ
 সঠিক উত্তর: (খ)

 ২৩৫. ইয়ামামার ‍যুদ্ধে কত জন হাফিযে কুরআন শহিদ হয়েছিলেন?
Ο ক) ৫০ জন
Ο খ) ৭০ জন
Ο গ) ৯০ জন
Ο ঘ) ১০০ জন
 সঠিক উত্তর: (খ)

 ২৩৬. মক্কাবাসী কাদের উপর নানাভবে অত্যাচার ও নির্যাতন চালাতে থাকে?
Ο ক) মুহাজিরদের
Ο খ) আনসারদের
Ο গ) নওমুসলিমদের
Ο ঘ) কুরাইশদের
 সঠিক উত্তর: (গ)

 ২৩৭. ‘বালাদুল আমিন’ বা ‘নিরাপদ শহর’ কোনটি?
Ο ক) মদিনা শরিফ
Ο খ) মক্কা শরিফ
Ο গ) মক্কা ও মদিনা
Ο ঘ) হেরেম শরিফ
 সঠিক উত্তর: (খ)

 ২৩৮. ইসলামের প্রথম দিকে অনারব মুসলমানগণ কুরআন পাঠে অসুবিধার সম্মুখীন হতেন কেন?
Ο ক) যবরের অভাবে
Ο খ) নুকতার অভাবে
Ο গ) হরকাতের অভাবে
Ο ঘ) তাজবিহের অভাবে
 সঠিক উত্তর: (গ)

 ২৩৯. ‘নুযুল’ শব্দের অর্থ কী?
Ο ক) কারণ
Ο খ) ঘটনা
Ο গ) প্রেক্ষিত
Ο ঘ) অবতরণ
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪০. “যে কেউ রাসুলের বিরোধিতা করে, তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং মুমিনগণের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাঁকে ঐ দিকেই ফিরাব যেদিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আর তা নিকৃষ্ট গন্তব্যস্থান ।” - কোন সূরার আয়াত?
Ο ক) সূরা আন-নাস
Ο খ) সূরা আন-নিসা
Ο গ) সূরা আন-নাহল
Ο ঘ) সূরা আন-নুর
 সঠিক উত্তর: (খ)

 ২৪১. ‘আর সেই ব্যর্থ হবে যে নিজেকে কলুষিত করবে’-উক্তিটি কার?
Ο ক) আল্লাহর
Ο খ) রাসুল (স)
Ο গ) জিবরাইল
Ο ঘ) হযরত উমর (রা)-এর
 সঠিক উত্তর: (ক)

 ২৪২. যেসব কাজ কুরআন ও সুন্নাহর দলিল দ্বারা অবশ্য পালনীয় ও অলঙ্ঘনীয় বলে প্রমাণিত তাকে কী বলা হয়?
Ο ক) ফরয
Ο খ) ওয়াজিব
Ο গ) সুন্নাত
Ο ঘ) মুস্তাহাব
 সঠিক উত্তর: (ক)

 ২৪৩. কোন পর্বতে মুসা (আ) আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন?
Ο ক) হেরা
Ο খ) সাওর
Ο গ) সাফা
Ο ঘ) তুর
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৪. সনদের দিক থেকে হাদিস কয় প্রকার?
Ο ক) ২ প্রকার
Ο খ) ৩ প্রকার
Ο গ) ৪ প্রকার
Ο ঘ) ৫ প্রকার
 সঠিক উত্তর: (খ)

 ২৪৫. ‘আল-আযিম’ শব্দের অর্থ কী?
Ο ক) দয়াময়
Ο খ) সর্বশ্রেষ্ঠ
Ο গ) মহামহিম
Ο ঘ) পালনকর্তা
 সঠিক উত্তর: (গ)

 ২৪৬. যে ব্যক্তি হাদিস বর্ণনা করেছেন তাঁকে কী বলে?
Ο ক) রাবি
Ο খ) সনদ
Ο গ) মতন
Ο ঘ) ক্বারী
 সঠিক উত্তর: (ক)

 ২৪৭. মানুষের কল্যাণার্থে জারিকৃত ইসলামের বিধিবিধানকে কী বলে?
Ο ক) মারেফাত
Ο খ) শরিয়ত
Ο গ) কাশফ
Ο ঘ) ইজমা
 সঠিক উত্তর: (খ)

 ২৪৮. মক্কাবাসীরা রাসুল (স)-এর বিরোধিতা শুরু করে কেন?
Ο ক) ইসলামের দাওয়াত দেয়ায়
Ο খ) দরিদ্রদের সাহায্য করতে বলায়
Ο গ) কাবা মেরামত করতে বলায়
Ο ঘ) মক্কায় নেতৃত্বের দাবি করায়
 সঠিক উত্তর: (ক)

 ২৪৯. মাক্কি সুরার শব্দ মালা হচ্ছে-
i. শক্তিশালী
ii. ভাবগম্ভীর
iii. অন্তরে প্রকম্পন সৃষ্টিকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫০. হিজরি কত সালে ইয়ামামার যুদ্ধ সংঘটিত হয়?
Ο ক) দশম সালে
Ο খ) দ্বাদশ সালে
Ο গ) একাদশ সালে
Ο ঘ) নবম সালে
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post