এস.এস.সি ইসলাম শিক্ষা অধ্যায় - ২: শরিয়তের উৎস (৬)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ২: শরিয়তের উৎস (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২৫১. কুরআন মজিদের বৈশিষ্ট্য হলো-
i. সর্বশ্রেষ্ঠ গ্রন্থ
ii. ভাষা সহজ ও সরল
iii. সকল আসমানি কিতাবের সারবস্তু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫২. যেসব কাজ মহানবি (স) কখনও নিজে করতেন এবং কখনও ছেড়ে দিতেন এবং এ ব্যাপারে তাগিদ করেন নি তাকে বলা হয়-
Ο ক) সুন্নাতে মুয়াক্কাদাহ
Ο খ) সুন্নাতে গায়রে মুয়াক্কাদাহ
Ο গ) নফল
Ο ঘ) ওয়াজিব
 সঠিক উত্তর: (খ)

 ২৫৩. রাসুলুল্লাহ (স) নিজে কোথায় গিয়ে তিলাওয়াত শুনতেন?
Ο ক) সাহাবিদের গৃহপার্শে
Ο খ) মসজিদে নববির পার্শে
Ο গ) দারূল আরকামের পার্শে
Ο ঘ) আসহাবে সুফফার পার্শে
 সঠিক উত্তর: (ক)

 ২৫৪. লাওহে মাহফুজ থেকে প্রথমে কুরআন কোথায় নাযিল করা হয়?
Ο ক) হেরা গুহায়
Ο খ) প্রথম আসমানে
Ο গ) বায়তুল ইযযাহে
Ο ঘ) সপ্তম আসমানে
 সঠিক উত্তর: (গ)

 ২৫৫. ‘বিজরুন’ শব্দের অর্থ কী?
Ο ক) পথ
Ο খ) বোঝা
Ο গ) সোজা
Ο ঘ) বক্ষ
 সঠিক উত্তর: (খ)

 ২৫৬. “রাসুল (স) তোমাদের যা দিয়েছেন তা আকড়ে ধর এবং যা নিষেধ করেছেন তা বর্জন কর।” -এটি কোন সূরার অন্তর্গত?
Ο ক) সূরা বাকারা
Ο খ) সূরা আন-নিসা
Ο গ) সূরা হাশর
Ο ঘ) সূরা আল-মায়িদাহ
 সঠিক উত্তর: (গ)

 ২৫৭. সূরা আত-তীনের আয়াত সংখ্যা কত?
Ο ক) ৬
Ο খ) ৭
Ο গ) ৮
Ο ঘ) ৯
 সঠিক উত্তর: (গ)

 ২৫৮. কুরআনের প্রামাণ্য সংস্করণ তৈরি করার জন্য হযরত উসমান (রা) কত জন সাহবিদের নিয়ে বোর্ড গঠন করেন?
Ο ক) চার জন
Ο খ) পাঁচ জন
Ο গ) সাত জন
Ο ঘ) আট জন
 সঠিক উত্তর: (ক)

 ২৫৯. কোন রাতে সমগ্র কুরআন একত্রে নাযিল হয়?
Ο ক) জুমুআর
Ο খ) দুই ঈদের
Ο গ) বরাতের
Ο ঘ) কদরের
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬০. হযরত উসমান (রা)-এর সময়ে তৈরিকৃত কুরআনে কোনটি অনুপস্থিত ছিল?
Ο ক) ওয়াকফ
Ο খ) হরকত
Ο গ) ইদগাম
Ο ঘ) উযহার
 সঠিক উত্তর: (খ)

 ২৬১. সূরা আল ইনশিরাহ কত আয়াতবিশিষ্ট?
Ο ক) ৫
Ο খ) ৬
Ο গ) ৭
Ο ঘ) ৮
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬২. ইকামাত দেওয়া কী?
Ο ক) ফরয
Ο খ) সুন্নাতে মুয়াক্কাদাহ
Ο গ) সুন্নাতে গায়ের মুয়াক্কাদাহ
Ο ঘ) নফল
 সঠিক উত্তর: (খ)

 ২৬৩. মহানবি (স) -এর পিতা কখন ইন্তকাল করেন?
Ο ক) জন্মের পূর্বেই
Ο খ) জন্মের সময়
Ο গ) জন্মের পরে
Ο ঘ) শিশু বয়সে
 সঠিক উত্তর: (ক)

 ২৬৪. হাদিস সংকলনের স্বর্ণ যুগ কোনটি?
Ο ক) হিজরি প্রথম শতক
Ο খ) হিজরি দ্বিতীয় শতক
Ο গ) হিজরি তৃতীয় শতক
Ο ঘ) হিজরি দ্বিতীয় ও তৃতীয় শতক
 সঠিক উত্তর: (গ)

 ২৬৫. ওহি লেখকের সংখ্যা কত ছিল?
Ο ক) বিয়াল্লিশ
Ο খ) পঁয়তাল্লিশ
Ο গ) পঞ্চাশ
Ο ঘ) পঞ্চান্ন
 সঠিক উত্তর: (ক)

 ২৬৬. প্রখ্যাত উমাইয়া খলিফা উমর ইবন আব্দুল আযীয (রা) সরকারিভাবে হাদিস লেখার হুকুম জারি করেন-
Ο ক) হিজরি ৫০ সালে
Ο খ) হিজরি ১০০ সালে
Ο গ) হিজরি ২০০ সালে
Ο ঘ) হিজরি ৩০০ সালে
 সঠিক উত্তর: (খ)

 ২৬৭. এক মুসলামান আর এক মুসলমানের -
Ο ক) বন্ধু
Ο খ) আত্মীয়
Ο গ) পরিজন
Ο ঘ) ভাই
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৮. কোন দুটি উৎস শরিয়তের প্রধান উৎস?
Ο ক) আল কুরআন ও ইজমা
Ο খ) আল কুরআন ও সুন্নাহ
Ο গ) আল কুরআন ও কিয়াস
Ο ঘ) সুন্নাহ ও ইজমা
 সঠিক উত্তর: (খ)

 ২৬৯. আল-কুরআনের পরেই কিসের স্থান?
Ο ক) সুন্নাহ
Ο খ) ইজমা
Ο গ) কিয়াস
Ο ঘ) ফিকহ
 সঠিক উত্তর: (ক)

 ২৭০. রাসুল (স) বলেন, “মুসলিমগণ যা ভালো মনে কর, তা আল্লাহর নিকটও ভালো।” এ হাদিস ইঙ্গিত করে-
i. ইজমার দিকে
ii. কিয়াসের দিকে
iii. শরিয়তের তৃতীয় উৎসের দিকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ২৭১. কোনটি ওয়াজিব নয়?
i. দুই ঈদের সালাত আদায় করা
ii. আযান ও ইকামত দেওয়া
iii. বিতর সালাত আদায় করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৭২. মহানবি (স) নিজে রাসূল হিসেবে যে সকল কার্য সম্পাদন করেছেন তাকে কী বলে?
Ο ক) কাওলী হাদিস
Ο খ) সুন্নাতে রাসুল (স)
Ο গ) ফি’লী হাদিস
Ο ঘ) মারফু হাদিস
 সঠিক উত্তর: (গ)

 ২৭৩. ইসলামের বিধায়ক কে?
Ο ক) আল্লাহ
Ο খ) রাসুল (স)
Ο গ) আল্লাহ ও তাঁর রাসুল (স)
Ο ঘ) নবি-রাসুলগণ
 সঠিক উত্তর: (ক)

 ২৭৪. লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না- কুরআন মাজিদের কোন সূরার বৈশিষ্ট্য?
Ο ক) আল-মাউন
Ο খ) আদ-দুহা
Ο গ) আশ-শামস
Ο ঘ) আত-তীন
 সঠিক উত্তর: (ক)

 ২৭৫. শরিয়তের সাধারন নীতিমালা এবং উত্তর চরিত্র ও বৈশিষ্ট্যের বর্ণনা রয়েছে কোথায়?
Ο ক) মাক্কি সূরায়
Ο খ) মাদানি সূরায়
Ο গ) ইজমায়
Ο ঘ) কিয়াসে
 সঠিক উত্তর: (ক)

 ২৭৬. ফরয অর্থ কী?
Ο ক) শিথিলযোগ্য
Ο খ) অবশ্য কর্তব্য
Ο গ) কর্তব্য
Ο ঘ) ঐকমত্য
 সঠিক উত্তর: (খ)

 ২৭৭. ইসলামের শেষ প্রচারক কে?
Ο ক) হযরত আদম (আ)
Ο খ) হযরত ইবরাহিম (আ)
Ο গ) হযরত মুহাম্মদ (স)
Ο ঘ) হযরত ইসমাইল (আ)
 সঠিক উত্তর: (গ)

 ২৭৮. শহিদের মর্যাদা লাভের লক্ষ্যে ব্যবসা পরিচালনার জন্য মূল দুটি শর্ত কী?
Ο ক) শিক্ষা ও বুদ্ধিমত্তা
Ο খ) মূলধন ও প্রজ্ঞা
Ο গ) সততা ও বিশ্বস্ততা
Ο ঘ) শিক্ষা ও মূলধন
 সঠিক উত্তর: (গ)

 ২৭৯. মাওকুফ হাদিস বর্ণিত হয়েছে-
Ο ক) রাসুলুল্লাহ (স) থেকে
Ο খ) সাহাবি থেকে
Ο গ) বাবিঈ থেকে
Ο ঘ) তাবে-বাবিঈ থেকে
 সঠিক উত্তর: (ক)

 ২৮০. পৃথিবী মানুষের জন্য একটি-
Ο ক) চিরস্থায়ী বসবাসের স্থান
Ο খ) একমাত্র আবসস্থল
Ο গ) পরীক্ষাগার
Ο ঘ) রণক্ষেত্র
 সঠিক উত্তর: (গ)

 ২৮১. কুরআন তিলাওয়াতে একটি নেকির পরিমাণ কয়গুণ?
Ο ক) পাঁচ
Ο খ) দশ
Ο গ) পনের
Ο ঘ) কুড়ি
 সঠিক উত্তর: (খ)

 ২৮২. ইজমার ভিত্তিতে প্রণীত বিধানের উপর আমল করা কী?
Ο ক) সুন্নাত
Ο খ) মুস্তাহাব
Ο গ) মুবাহ
Ο ঘ) ওয়াজিব
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৩. হযরত উসমান (রা) এর যুগে বিভিন্ন ভাষাভাষী লোকের ইসলাম কবুলের ফলে বিশেষ কী সমস্যা দেখা দেয়?
Ο ক) কুরআন সংকলন
Ο খ) কুরআন সংরক্ষণ
Ο গ) কুরআন পাঠ
Ο ঘ) হাদিস সংরক্ষণ
 সঠিক উত্তর: (গ)

 ২৮৪. ইসলামি বিধিবিধানকে বলা হয়-
Ο ক) পূর্ণাঙ্গ জীবন বিধান
Ο খ) শাশ্বত জীবনবিধান
Ο গ) মানুষের ‍সুযোগ-সুবিধার বিধান
Ο ঘ) বিজ্ঞানের বিধান
 সঠিক উত্তর: (খ)

 ২৮৫. হাদিসের কয়টি অংশ থাকে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (ক)

 ২৮৬. হযরত আবু বকর (রা) কোন ভন্ড নবির সাথে যুদ্ধ ঘোষণা করেন?
Ο ক) আবু জেহেল
Ο খ) আবু লাহাব
Ο গ) মুসায়লিমা কাযযাব
Ο ঘ) মুসায়লিমা কাহকাব
 সঠিক উত্তর: (গ)

 ২৮৭. কোন সাহাবি কুরআন বিলুপ্তির আশঙ্কা করেণ?
Ο ক) আবু বকর (রা)
Ο খ) উমর (রা)
Ο গ) উসমান (রা)
Ο ঘ) যায়িদ ইবন সাবিত (রা)
 সঠিক উত্তর: (খ)

 ২৮৮. ইসলামি শরিয়তে ইজমা অত্যন্ত গুরুত্বপূর্ণ । কারণ-
i. এটি শরিয়তের তৃতীয় উৎস
ii. কুরআন ও হাদিসের পরেই স্থান
iii. কুরআন ও হাদিস দ্বারা এর বৈধতা প্রমাণিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৯. আল্লাহর নিকট প্রিয় বাক্য কোনটি?
Ο ক) সুবহানাল্লাহি
Ο খ) আল্লাহু আকবর
Ο গ) আল্লাহ ওয়াহিদুন
Ο ঘ) আল্লাহ আহাদুন
 সঠিক উত্তর: (ক)

 ২৯০. মাবন জাতির দু:খ কষ্ট লাঘবে চিন্তিত হয়ে মহানবি (স) কোথায় ধ্যানে মগ্ন হন?
Ο ক) উহুদ পাহাড়ে
Ο খ) হেরা গুহায়
Ο গ) সাওরপাহাড়ে
Ο ঘ) সাফা পাহাড়ে
 সঠিক উত্তর: (খ)

 ২৯১. মানবসমাজে নিত্য নতুন বিভিন্ন সমস্যা দেখো দেয়। শরিয়তের আলেমগণ এসব সমস্যার সামধান করেন -
i. ইজমার আলোকে
ii. কিয়াসের আলোকে
iii. কুরআনের আলোকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯২. ইসলামি কানুনের চতুর্থ উৎস কোনটি?
Ο ক) ইজমা
Ο খ) কিয়াস
Ο গ) ইজতিহাদ
Ο ঘ) আল-কুরআন
 সঠিক উত্তর: (খ)

 ২৯৩. “অতএব হে জ্ঞানিগণ! তোমরা উপদেশ গ্রহণ কর।” -পবিত্র কুরআন-এর এ বাণী শরিয়তের কোন উৎসের পক্ষে প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়?
Ο ক) কুরআন
Ο খ) সুন্নাহ
Ο গ) ইজমা
Ο ঘ) কিয়াস
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৪. শরিয়ত কাকে বলে?
Ο ক) আল্লাহর রীতিনীতিকে
Ο খ) ইসলামের বিধিবিধানকে
Ο গ) ইসলামের পাঁচটি স্তম্ভকে
Ο ঘ) রাসুলের হাদিসসমূহকে
 সঠিক উত্তর: (খ)

 ২৯৫. ‘সিজদাহ সাহু’ কেন দিতে হয়?
Ο ক) ফরয ছেড়ে দিলে
Ο খ) সুন্নাত ছেড়ে দিলে
Ο গ) নফল ছেড়ে দিলে
Ο ঘ) ওয়াজিব ছেড়ে দিলে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৬. সুরা আশ শামস কোন সুরার অন্তর্গত?
Ο ক) মাক্কি
Ο খ) মাদানি
Ο গ) হিজাজি
Ο ঘ) বদরি
 সঠিক উত্তর: (ক)

 ২৯৭. “আমি আপনার ওপর কিতাব নাযিল করেছি, যা প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ।”-এটি কোন সূরার অন্তর্গত?
Ο ক) সূরা আন-নাহল
Ο খ) সূরা আল-বাকারা
Ο গ) সূরা আল -ইমরান
Ο ঘ) সুরা আল -মায়িদা
 সঠিক উত্তর: (ক)

 ২৯৮. হাদিস প্রধানত কত প্রকার?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (ক)

 ২৯৯. মুমিনের জন্য হারাম থেকে বেঁচে থাকা কী?
Ο ক) আবশ্যক
Ο খ) ভালো
Ο গ) তেমন গুরুত্বপূর্ণ নয়
Ο ঘ) অপ্রয়োজনীয়
 সঠিক উত্তর: (ক)

 ৩০০. ‘ফরজ’ শব্দের অর্থ কী?
Ο ক) অনাবশ্যক
Ο খ) অত্যাবশ্যক
Ο গ) প্রয়োজনীয়
Ο ঘ) গ্রহণীয়
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post