এস.এস.সি ইসলাম শিক্ষা অধ্যায় - ২: শরিয়তের উৎস (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ২: শরিয়তের উৎস (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. সমগ্র সৃষ্টি কার পরিজন?
Ο ক) মানুষের
Ο খ) আল্লাহর
Ο গ) রাসুল (স)-এর
Ο ঘ) সকলের
 সঠিক উত্তর: (খ)

 ১৫২. কাগজের ওপর গ্রন্থাকারে লিপিবদ্ধ কুরআন সর্বপ্রথম কার তত্ত্বাবধানে রাখা হয়?
Ο ক) উসমান (রা) এর
Ο খ) আবু বকর (রা) এর
Ο গ) যায়িদ ইবন সাবিত (রা) এর
Ο ঘ) বিবি হাফসা (রা) এর
 সঠিক উত্তর: (খ)

 ১৫৩. কুরআন অধ্যায়নের ফলে-
i. সত্য-মিথ্যার পার্থক্য বোঝা যায়
ii. রাজনীতির হালচাল জানা যায়
iii. জীবনের সঠিক পথের নির্দেশ মেলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১৫৪. মাদানি সূরার বৈশিষ্ট্য কয়টি?
Ο ক) দশটি
Ο খ) আটটি
Ο গ) সাতটি
Ο ঘ) নয়টি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৫. শরিয়ত কোন ভাষার শব্দ?
Ο ক) আরবি
Ο খ) ফারসি
Ο গ) বাংলা
Ο ঘ) মান্দারিন
 সঠিক উত্তর: (ক)

 ১৫৬. ইসলামি শরিয়তের উৎস কয়টি?
Ο ক) চারটি
Ο খ) পাঁচটি
Ο গ) তিনটি
Ο ঘ) দুটি
 সঠিক উত্তর: (ক)

 ১৫৭. মুনাফিকরা কাদের দেখানোর জন্য সালাত আদায় করে?
Ο ক) কাফিরদের
Ο খ) মুশরিকদের
Ο গ) মুসালমানদের
Ο ঘ) ইয়াহুদিদের
 সঠিক উত্তর: (গ)

 ১৫৮. শরিয়তের প্রথম ও প্রধান উৎস কী?
Ο ক) সুন্নাহ
Ο খ) ইজমা
Ο গ) কুরআন মজিদ
Ο ঘ) কিয়াস
 সঠিক উত্তর: (গ)

 ১৫৯. দুস্থদের সাহায্য করা কাদের বৈশিষ্ট্য?
Ο ক) মুশরিক
Ο খ) মুফতি
Ο গ) মুমিন
Ο ঘ) মুকিম
 সঠিক উত্তর: (গ)

 ১৬০. “জীবনের প্রতিটি মুহুর্ত অতি মূল্যবান”-এটা কোন সূরার শিক্ষা?
Ο ক) সূরা আদ-দুহা
Ο খ) সূরা আল-ইনশিরাহ
Ο গ) সূরা আত-তীন
Ο ঘ) সূরা যিলযাল
 সঠিক উত্তর: (খ)

 ১৬১. যেসব প্রাণীকে কোনো দেবদেবীর নামে উৎসর্গ করা হয়, তার গোশত খাওয়ার ইসলামি বিধান কী?
Ο ক) হালাল
Ο খ) হারাম
Ο গ) মুবাহ
Ο ঘ) কল্যাণকর
 সঠিক উত্তর: (খ)

 ১৬২. হারামকে হালাল মনে করা অথবা হালালকে হারাম মনে করা কী?
Ο ক) মুবাহ
Ο খ) মুস্তাহাব
Ο গ) কুফর
Ο ঘ) নিফাক
 সঠিক উত্তর: (গ)

 ১৬৩. পাঠ্যবইয়ের দানমীলতা সম্পর্কিত হাদিসটি কোন গ্রন্থ থেকে সংকরিত?
Ο ক) বুখারি
Ο খ) বুখারি ও মুসলিম
Ο গ) মুসলিম
Ο ঘ) তিরমিযি
 সঠিক উত্তর: (খ)

 ১৬৪. কোন সুরা সংখ্যায় বেশি?
Ο ক) মাদানি
Ο খ) মাক্কি
Ο গ) হিজাজি
Ο ঘ) ইরাকি
 সঠিক উত্তর: (খ)

 ১৬৫. কোনটি ফরজের কাছাকাছি?
Ο ক) ওয়াজিব
Ο খ) সুন্নত
Ο গ) নফল
Ο ঘ) মুস্তাহাব
 সঠিক উত্তর: (ক)

 ১৬৬. সূরা আদ-দুহায় কয়টি আয়াত আছে?
Ο ক) নয়টি
Ο খ) বারোটি
Ο গ) এগারোটি
Ο ঘ) ছয়টি
 সঠিক উত্তর: (গ)

 ১৬৭. কোনো ফরয কাজ অস্বীকার করা কী?
Ο ক) গুনাহে কবীর
Ο খ) হারাম
Ο গ) কুফর
Ο ঘ) শিরক
 সঠিক উত্তর: (গ)

 ১৬৮. সূরা আত-তীনে কয়টি কসম করা হয়েছে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
 সঠিক উত্তর: (ক)

 ১৬৯. হযরত আবু বকর (রা) এর মৃত্যুর পর সংকলিত কুরআনের কপিটি কার হিফাজতের ছিল?
Ο ক) উমর (রা)
Ο খ) উসমান (রা)
Ο গ) আলী (রা)
Ο ঘ) হাফসা (রা)
 সঠিক উত্তর: (ক)

 ১৭০. কোনটি ফরযে কিফায়া?
Ο ক) ঈদের নামায়
Ο খ) তাহাজ্জুদের নামায
Ο গ) জানাযার নামায
Ο ঘ) যাকাত আদায় করা
 সঠিক উত্তর: (গ)

 ১৭১. রাসুলের প্রতি ওহি বন্ধ ছিল । কারণ-
Ο ক) তিনি তিন রাত তাহাজ্জুদ পড়েন নি
Ο খ) আল্লাহ রাগ করে ওহি বন্ধ রাখেন
Ο গ) জিবরাঈল (আ) অসুস্থ ছিলেন
Ο ঘ) আল্লাহ রাসুলের কথা ভূলে গিয়েছিলেন
 সঠিক উত্তর: (ক)

 ১৭২. শরিয়তের সর্বনিম্ন স্তর কোনটি?
Ο ক) কুরআন
Ο খ) হাদিস
Ο গ) ইজমা
Ο ঘ) কিয়াস
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৩. ‘উসরুন’ শব্দের অর্থ কী?
Ο ক) কষ্ট
Ο খ) সুখ
Ο গ) আযাব
Ο ঘ) সংঘাত
 সঠিক উত্তর: (ক)

 ১৭৪. “তাহলে আমি আমার বিবেকবুদ্ধি প্রয়োগে সিদ্ধান্ত গ্রহণ করব?”-এ উক্তির দ্বারা কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে ?
Ο ক) কিয়াসের
Ο খ) সুন্নাহর
Ο গ) ইজমার
Ο ঘ) ইলমে শরিয়তের
 সঠিক উত্তর: (ক)

 ১৭৫. আল্লাহর পরিজন কারা?
Ο ক) মানুষ
Ο খ) সমগ্র সৃষ্টি
Ο গ) নবি রাসুল
Ο ঘ) সকল ফেরেশতারা
 সঠিক উত্তর: (খ)

 ১৭৬. মহানবি (স) কোথায় ধ্যানমগ্ন থাকাকালীন জিবরাইল (আ) তাঁর নিকট ওহি নিয়ে আসেন?
Ο ক) তূর পাহাড়ে
Ο খ) হেরা গুহায়
Ο গ) সাওর পর্বতে
Ο ঘ) কালাপহাড়ের গুহায়
 সঠিক উত্তর: (খ)

 ১৭৭. আল্লাহ মহানবি (স)-এর উপর কুরআন নাযিল করেছেন কেন?
Ο ক) উপদেশ গ্রহণের জন্য
Ο খ) সালাতে পাঠের জন্য
Ο গ) নিয়মিত তিলাওয়াতের জন্য
Ο ঘ) নিয়মিত অধ্যয়নের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ১৭৮. মুমিন ব্যক্তিগণ যদি কোনো বিষয়ে ঐকমত্য পোষণ করেন তবে তাদের বিরোধিতা করা কী?
Ο ক) পাপ
Ο খ) চরম পাপ
Ο গ) জায়েয
Ο ঘ) মাকরুহ
 সঠিক উত্তর: (খ)

 ১৭৯. যেসব বিষয় বৈধ হওয়া সম্পর্কে কুরআন ও হাদিস দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত তাকে বলা হয়-
Ο ক) হালাল
Ο খ) হারাম
Ο গ) ফরয
Ο ঘ) সুন্নাহ
 সঠিক উত্তর: (খ)

 ১৮০. সরকারিভাবে হাদিস লিপিবদ্ধ করার নির্দেশ কে দেন?
Ο ক) খলিফা উমর ফারুক (রা)
Ο খ) খলিফা উমর ইব্‌ন আবদুল আযীয (রা)
Ο গ) আমীর মুআবিয়া (রা)
Ο ঘ) হাজ্জাজ বিন ইউসুফ (রা)
 সঠিক উত্তর: (খ)

 ১৮১. সনদ কী?
Ο ক) হাদিসের মূল বক্তব্য
Ο খ) বর্ণনাকারী
Ο গ) রাবি পরম্পরা
Ο ঘ) বর্ণনা পদ্ধতি
 সঠিক উত্তর: (গ)

 ১৮২. “যে ব্যক্তি সুললিত কন্ঠে কুরআন তিলাওয়াত করে না সে আমার নীতির ওপর প্রতিষ্ঠিত নয়।”- এটি কোন গ্রন্থের উল্লেখ আছে?
Ο ক) বায়হাকী
Ο খ) তিরমিযী
Ο গ) আবু দাউদ
Ο ঘ) নাসাঈ
 সঠিক উত্তর: (গ)

 ১৮৩. আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় কীভাবে?
Ο ক) জ্ঞান অর্জন করে
Ο খ) সৃষ্টির প্রতি অনুগ্রহ করে
Ο গ) বৃক্ষরোপণ করে
Ο ঘ) অর্থ উপার্জন করে
 সঠিক উত্তর: (খ)

 ১৮৪. প্রাক ইসলামি যুগে আরবের সমাজ নিমজ্জিত ছিল-
i. মূর্তিপূজায়
ii. অন্যায়-অত্যাচারে
iii. অশ্লীল কর্মকান্ডে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৫. ফরজ কাজ না করলে কী হয়?
Ο ক) কাফির
Ο খ) কবিরা গুনাহ
Ο গ) ফাসিক
Ο ঘ) মুশরিক
 সঠিক উত্তর: (খ)

 ১৮৬. কয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থের সমষ্টিকে সিহাহ সিত্তাহ বলে?
Ο ক) পাঁচটি
Ο খ) ছয়টি
Ο গ) সাতটি
Ο ঘ) আটটি
 সঠিক উত্তর: (খ)

 ১৮৭. আল্লাহ বলেন, “অতএব হে জ্ঞানিগণ! তোমরা উপদেশ গ্রহণ কর।” এ আয়াত দ্বারা আল্লাহ তায়ালা কিসের প্রতি ইঙ্গিত দিয়েছেন?
Ο ক) ‘সুন্নাহর
Ο খ) ইজমার
Ο গ) কিয়াসের
Ο ঘ) ইলমে শরিয়তের
 সঠিক উত্তর: (গ)

 ১৮৮. সূরা আত তীন কুরআনের কততম সূরা?
Ο ক) ৯৩
Ο খ) ৯৪
Ο গ) ৯৫
Ο ঘ) ৯৬
 সঠিক উত্তর: (গ)

 ১৮৯. মানুষ সৎ উদ্দেশ্যে কোনো কাজ করলে পাবে-
Ο ক) তিরস্কার
Ο খ) পুরস্কার
Ο গ) সম্পদ
Ο ঘ) সম্মান
 সঠিক উত্তর: (খ)

 ১৯০. সর্বোত্তম নফল ইবাদত কোনটি?
Ο ক) সালাত
Ο খ) সাওম
Ο গ) হজ্ব
Ο ঘ) কুরআন তিলাওয়াত
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯১. নিয়তের হাদিসটি সহিহ বুখারির কোন হাদিস?
Ο ক) সর্বপ্রথম
Ο খ) সর্বশেষ
Ο গ) সর্বোত্তম
Ο ঘ) সর্বশ্রেষ্ট
 সঠিক উত্তর: (ক)

 ১৯২. সফিক একটি জটিল সমস্যায় পড়ল। কিন্তু সে এর সমাধান কুরআন ও সুন্নাহর কোথাও পেল না। এমনকি আলিমগণও এ ব্যাপারে কোনো মতামত দেন নি। অর্থাৎ বিষয়টি অতি সাম্প্রতিক । অতিএব শফিক-
i. কিয়াস করবে
ii. নিজে যা ভালো মনে করে তা করবে
iii. বিদআত মনে করে চুপ থাকবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৯৩. শরিয়তের দ্বিতীয় কাঠামো হলো- i. কুরআন মজিদ ii. সুন্নাহ iii. হাদিস নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১৯৪. একজন মানুষ নিজেকে সত্যের পথে টিকিয়ে রাখবে যদি সে অনুসরন করে-
i. পবিত্র কুরআন
ii. রাসুল (স)-এর হাদিস
iii. সাহাবিদের নীতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৯৫. যেসব হাদিসের বর্ণনা সূত্র সাহাবি পর্যন্ত পৌঁছেছে তাকে কী বলা হয়?
Ο ক) মাক্‌তু হাদিস
Ο খ) মাওকুফ হাদিস
Ο গ) মারফূ হাদিস
Ο ঘ) তাকরীরী হাদিস
 সঠিক উত্তর: (খ)

 ১৯৬. অবতরণের সময়ের প্রেক্ষিতে পবিত্র কুরআনের সূরাগুলোকে কয় ভাগে ভাগ করা হয়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (ক)

 ১৯৭. কুরআনের আয়াতের ক্রমধারা রক্ষা করা কী?
Ο ক) মুস্তাহাব
Ο খ) সুন্নাত
Ο গ) ফরয
Ο ঘ) ওয়াজিব
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৮. ইসলাম কয়টি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত?
Ο ক) চারটি
Ο খ) পাঁচটি
Ο গ) ছয়টি
Ο ঘ) সাতটি
 সঠিক উত্তর: (খ)

 ১৯৯. ‘আযরুন’ শব্দের অর্থ কী?
Ο ক) প্রতিদান
Ο খ) সর্বনিম্ন
Ο গ) চতুষ্পদ জন্তু
Ο ঘ) আবাদ করা
 সঠিক উত্তর: (ক)

 ২০০. হিজরি তৃতীয় শতকে কয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ সংকলিত হয়?
Ο ক) ২টি
Ο খ) ৬টি
Ο গ) ৪টি
Ο ঘ) ১০টি
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post