এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৮: মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৮: মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১০১. রাষ্ট্রীয় ব্যাংকগুলো কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারছে না। এটি কখন অনুধাবন হয়?
Ο ক) আশির দশকে
Ο খ) নব্বইর দশকে
Ο গ) সত্তরের দশকে
Ο ঘ) ষাটের দশকে
 সঠিক উত্তর: (ঘ)

 ১০২. রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ কিসের মাধ্যমে প্রদান করা হয়?
Ο ক) Letter of cash-এর
Ο খ) Letter of Debit-এর
Ο গ) Letter of-creditএর
Ο ঘ) Letter of Bank-এর
 সঠিক উত্তর: (গ)

 ১০৩. বিনিময় প্রথা কী?
Ο ক) টাকার বিনিময়ে দ্রব্য
Ο খ) টাকার বিনিময়ে ডলার
Ο গ) দ্রব্যের বিনিমেয়ে টাকা
Ο ঘ) দ্রব্যের বিনিময়ে দ্রব্য
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৪. তাসফিয়া ১০০ টাকা দিয়ে ব্যাংকিং ও বিমা নামেরি একটি বই কিনল। এখানে টাকা কী হিসেবে কাজ করেছে?
Ο ক) সঞ্চয়ের ভান্ডার হিসেবে
Ο খ) বিনিময়ের মাধ্যমে হিসেবে
Ο গ) মূল্যের পরিমাপক হিসেবে
Ο ঘ) গ্রহণযোগ্য হিসেবে
 সঠিক উত্তর: (খ)

 ১০৫. দি ইম্পিরিয়াল ব্যাংক অব ইন্ডয়া কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৯১৮ সালে
Ο খ) ১৯২০ সালে
Ο গ) ১৯২২ সালে
Ο ঘ) ১৯২৪ সালে
 সঠিক উত্তর: (খ)

 ১০৬. বাংলাদেশে বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত সনাতন ধারার বাণিজ্যিক ব্যাংক কয়টি?
Ο ক) ৩০ টি
Ο খ) ২৩ টি
Ο গ) ৯ টি
Ο ঘ) ৭ টি
 সঠিক উত্তর: (খ)

 ১০৭. ব্যাংকিং ব্যবসায়কে আধুনিকতার ছোঁয়া দিতে শূরু করে-
i. ব্যাংক অব সুইডেন
ii. ব্যাংক অব ভেনিস
iii. ব্যাংক অব জর্জিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১০৮. ব্যাংক ব্যবসায়ের সাথে জড়িত অর্থে সবাই ব্যাংকার। এক্ষেত্রে ব্যাংকার হলো-
i. ব্যাংক ব্যবস্থাপক
ii. ব্যাংক স্বত্বাধিকারী
iii. ব্যাংক কর্মী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৯. মানুষের বিনিময় কর্মকান্ড বৃদ্ধির কারণ কী?
Ο ক) সভ্যতার বিকাশ
Ο খ) সামাজিক বন্ধন তৈরি
Ο গ) বিনিময় প্রথা লোপ
Ο ঘ) সঞ্চয় বৃদ্ধি
 সঠিক উত্তর: (ক)

 ১১০. ১৮০০ সালের দিকে ভারতবর্ষে প্রাধান্য ছিল-
i ব্যাংক অব কলিকাতার
ii ব্যাংক অব বোম্বের
iii ব্যাংক অব মাদ্রাজের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১১. ব্যাংক কীভাবে ব্যবসায়িক মুনাফা লাভ করে?
Ο ক) ঋণদানের মাধ্যমে
Ο খ) বিনিয়োগের মাধ্যমে
Ο গ) ব্যবসায় বাণিজ্যের মাধ্যমে
Ο ঘ) শিল্প স্থাপনের মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ১১২. ব্যাংক হচ্ছে অর্থ জমা,তোলা এবং ঋণ দেওয়ার একটি নিরাপদ প্রতিষ্ঠান। এটি কার সংজ্ঞা?
Ο ক) ড.এইচ.এল হার্ট
Ο খ) পি.এইচ.কলিন
Ο গ) অক্সফোর্ড ডিকশনারি
Ο ঘ) আন্তর্জাতিক ব্যাংকিং সংস্থা
 সঠিক উত্তর: (গ)

 ১১৩. ব্যাংক সৃষ্টিতে ব্যাপক অবদান রাখে-
i. ব্যবসায়িক লেনদেন
ii. প্রাতিষ্ঠানিক সঞ্চয়ের ও ঋণ বিতরণে বিশ্বস্ততা
iii. সরকারের পরিকল্পনা বাস্তবায়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১১৪. রাষ্ট্রের সরাসরি সহযোগিতা ও কর্তৃত্বে প্রতিষ্ঠিত ব্যাংক হলো-
i. ব্যাংক অব ভেনিস
ii. ব্যাংক অব বার্সিলোনা
iii. ব্যাংক অব ইংল্যান্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৫. কোনটি নিরাপদ বিনিময় মাধ্যম হিসেবে বিবেচিত?
Ο ক) কাগজি মুদ্রা
Ο খ) তামার মুদ্রা
Ο গ) স্বর্ণ মুদ্রা
Ο ঘ) রৌপ্য মুদ্রা
 সঠিক উত্তর: (ক)

 ১১৬. উপমহাদেশে প্রথম ব্যাংকিং ব্যবস্থার প্রচালন হয় কোন দেশে?
Ο ক) বাংলাদেশে
Ο খ) পাকিস্তানে
Ο গ) ভারত ও পাকিস্তানে
Ο ঘ) ভারতে
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৭. ব্যাংকিং ব্যবসায়ের আধুকিকায়নে নেতৃত্ব দেয় কোন ব্যাংক?
Ο ক) ব্যাংক অব ভ্যানিস
Ο খ) ব্যাংক অব সান জর্জিয়া
Ο গ) ব্যাংক অব বার্সিলোনা
Ο ঘ) ব্যাং অব সুইডেন
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৮. কাগজি মুদ্রার প্রচলন শুরু হয় কখন?
Ο ক) বিংশ শতাব্দীতে
Ο খ) একবিংশ শতাব্দীতে
Ο গ) ঊনবিংশ শতাব্দীতে
Ο ঘ) অষ্টাদশ শতাব্দীতে
 সঠিক উত্তর: (গ)

 ১১৯. ব্যাংক শব্দটির আভিধানিক অর্থ-
i বস্তুর স্তূপ
ii কোষাগার
iii লম্বা টেবিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২০. কোনটি দূর হওয়ায় দ্রব্য সংগ্রহ বৃদ্ধি পায়?
Ο ক) মুদ্রাস্ফীতি
Ο খ) যোগাযোগের অসুবিধা
Ο গ) মুদ্রাসংকোচন
Ο ঘ) তামা ব্যবহারের অসুবিধা
 সঠিক উত্তর: (খ)

 ১২১. মুদ্রার কাজ হলো-
i. পণ্যের মূল্য নির্ধারণ
ii. সেবার মূল্য নির্ধারণ
iii. সামাজিক স্থিতিশীলতা আনয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১২২. ব্যাংকের যাবতীয় কার্যাবলিকে কী বলা হয়?
Ο ক) তহবিল
Ο খ) ব্যাংকিং
Ο গ) ব্যাংকার
Ο ঘ) বিনিয়োগ
 সঠিক উত্তর: (খ)

 ১২৩. ব্যবসা-বাণিজ্যের উন্নতির সাথে সাথে কোনটির গতিশিলতা বৃদ্ধি পায়?
Ο ক) সমাজের
Ο খ) বিনিময়ের
Ο গ) অর্থের
Ο ঘ) জীবনযাত্রার
 সঠিক উত্তর: (গ)

 ১২৪. ‘Barter System ’ বলতে কী বুঝায়?
Ο ক) সুদবিহীন ব্যাংকিং
Ο খ) দ্রব্যের বিনিময়ে দ্রব্য বিনিময়
Ο গ) ধাতব মুদ্রার ব্যবহার
Ο ঘ) কাগজি নোটের ব্যবহার
 সঠিক উত্তর: (খ)

 ১২৫. বর্তমানে সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক কোন ধরণের ব্যাংকিং প্রতিষ্ঠান?
Ο ক) বাণিজ্যিক ব্যাংক
Ο খ) রাষ্ট্রীয় ব্যাংক
Ο গ) বিদেশি ব্যাংক
Ο ঘ) বিশেষায়িত ব্যাংক
 সঠিক উত্তর: (খ)

 ১২৬. কোন সময়কালকে ব্রিটিশ আমল হিসেবে আখ্যায়িত করা হয়?
Ο ক) ১১৫০-১৭৫৭ খ্রিষ্টাব্দ
Ο খ) ১৭৫৭-১৯৪৭ খ্রিষ্টাব্দ
Ο গ) ১৯৪৭-১৯৭১ খ্রিষ্টাব্দ
Ο ঘ) ১৯৫৭-১৯৭১ খ্রিষ্টাব্দ
 সঠিক উত্তর: (খ)

 ১২৭. ব্যাংকের অন্যতম কাজ হচ্ছে-
i. বৈদেশিক বাণিজ্যের অর্থায়ন ও প্রত্যায়ন
ii. আমানতের সর্বোচ্চ নিরাপত্তা বিধান করে
iii. তারল্য নীতি অনুসরণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৮. Lombardy Street কী?
Ο ক) একটি জায়গার নাম
Ο খ) একটি বাড়ির নাম
Ο গ) একটি দেশের নাম
Ο ঘ) একটি ব্যাংকের নাম
 সঠিক উত্তর: (ক)

 ১২৯. ব্যাংক ব্যবস্থায় প্রাগৈতিহাসিক যুগ বলতে বুঝানো হয়-
i. খ্রি.পূ. ১০০০ অব্দ
ii. খ্রি.পূ. ৫০০০ অব্দের পূর্বের সময়
iii. খ্রি.পূ. ৫০০০ অব্দের পরবর্তী সময়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩০. কাগজি মুদ্রার প্রচলনের কারণ-
i. ধাতব পদার্থের ঘাটতি
ii. স্বর্ণের অলংকারাদির ব্যাপক ব্যবহার
iii. রৌপোর অলংকারাদির ব্যাপক ব্যবহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৩১. হৃদয় ১ কেজি আমের বিনিময়ে জীবনের নিকট হতে ১ কেজি আপেল ক্রয় করেন। এটি কোন ধরনের প্রথা?
Ο ক) হিসাবকাল
Ο খ) বিনিময়
Ο গ) ব্যবসায়িক
Ο ঘ) অর্থনৈতিক
 সঠিক উত্তর: (খ)

 ১৩২. প্রত্যয়ণপত্রের মাধ্যমে ব্যাংক কাকে নিশ্চয়তা প্রদান করে?
Ο ক) আমদানিকারককে
Ο খ) রপ্তানিকারককে
Ο গ) জাহাজের মালিককে
Ο ঘ) ঋণগ্রহীতাকে
 সঠিক উত্তর: (খ)

 ১৩৩. ব্যাংক জাতীয় করণের মাধ্যমে কয়টি ব্যাংক রাষ্ট্রায়ত্ত করা হয়?
Ο ক) ৪ টি
Ο খ) ৫ টি
Ο গ) ৬ টি
Ο ঘ) ৭ টি
 সঠিক উত্তর: (গ)

 ১৩৪. নতুন অনুমোদন পাওয়া বেসরকারি ব্যাংক কয়টি?
Ο ক) ৩ টি
Ο খ) ৬ টি
Ο গ) ৯ টি
Ο ঘ) ১১ টি
 সঠিক উত্তর: (খ)

 ১৩৫. বাংলাদেশে অ-তালিকাভুক্ত ব্যাংক কয়টি?
Ο ক) ৭ টি
Ο খ) ৯ টি
Ο গ) ২৩ টি
Ο ঘ) ৪ টি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৬. মানব সভ্যতার বিবর্তনে কেন দ্রব্যাদি একে অপরের সাথে বিনিময়ের প্রয়োজন হয়?
Ο ক) চাহিদা পূরণের প্রয়োজনে
Ο খ) সামাজিক বন্ধন বাড়াতে
Ο গ) দ্রব্যসমূহ স্থানান্তরের নিমিত্তে
Ο ঘ) যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য
 সঠিক উত্তর:

 ১৩৭. ব্যাংক অব বার্সিলোনা প্রতিষ্ঠিত হয় কত সালে?
Ο ক) ১৬০১ সালে
Ο খ) ১৪০১ সালে
Ο গ) ১৬০৬ সালে
Ο ঘ) ১৬৯৪ সালে
 সঠিক উত্তর: (খ)

 ১৩৮. সভ্যতা বিকাশের সাথে সাথে বৃদ্ধি পায় মানুষের-
i. সামাজিক বন্ধন
ii. রাজনৈতিক কর্মকান্ড
iii. অর্থনৈতিক কর্মকান্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৩৯. কোন কাজটি ব্যাংকের?
Ο ক) প্রশিক্ষণ প্রদান
Ο খ) ঝুঁকি বহন
Ο গ) সংরক্ষণ
Ο ঘ) বাড়িভাড়া আদায়
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪০. মুদ্রা প্রচলনের পরপরিই কিসের প্রয়োজনীয়তা দেখা দেয়?
Ο ক) ব্যাংক ব্যবস্থার
Ο খ) ঋণ ব্যবস্থার
Ο গ) বিমা ব্যবস্থার
Ο ঘ) লেনদেন ব্যবস্থার
 সঠিক উত্তর: (ক)

 ১৪১. বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার লক্ষ্য করা যেত-
i হাতি ও হাঙ্গরের দাঁত
ii পাথর,ঝিনুক ও পোড়া মাটি
iii তামা,রুপা ও সোনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪২. বাংলাদেশ ব্যাংক –এর কার্যক্রম কখন থেকে কার্যকর হয়?
Ο ক) ১৬ ডিসেম্বর ১৯৭১ সাল থেকে
Ο খ) ২৬ মার্চ ১৯৭১ সাল থেকে
Ο গ) ১৬ ডিসেম্বর ১৯৭২ সাল থেকে
Ο ঘ) ২৬ মার্চ ১৯৭২ সাল থেকে
 সঠিক উত্তর: (ক)

 ১৪৩. ব্যাংক ব্যবসায়ের প্রধান উপাদান কোনটি?
Ο ক) মুদ্রা
Ο খ) মক্কেল
Ο গ) আমানত
Ο ঘ) বন্ধক
 সঠিক উত্তর: (ক)

 ১৪৪. দক্ষ ব্যাংকার ব্যাংকের পাশাপাশি কিসের উন্নয়নে ভূমিকা রাখে?
Ο ক) সামাজিক
Ο খ) ব্যবসায়িক
Ο গ) অর্থনৈতিক
Ο ঘ) রাজনৈতিক
 সঠিক উত্তর: (গ)

 ১৪৫. ৩ ১৬. বিনিময় প্রথা বলতে কী বোঝায়?
Ο ক) দ্রব্যের বিনিময়ে দ্রব্য
Ο খ) টাকার বিনিময়ে দ্রব্য
Ο গ) দ্রব্যের বিনিময়ে টাকা
Ο ঘ) টাকার বিনিময়ে টাকা
 সঠিক উত্তর: (ক)

 ১৪৬. মানুষের মৌলিক চাহিদা প্রসরিত হয় কখন?
Ο ক) সভ্যতার পরিবর্তনের আগে
Ο খ) সভ্যতার বিবর্তনের সাথে সাথে
Ο গ) সভ্যতার পরিবর্তনের আগে
Ο ঘ) সভ্যতার মাঝামাঝিতে
 সঠিক উত্তর: (খ)

 ১৪৭. ১৯০৬ সালে কোথায় দি বেঙ্গল ব্যাংক –এর শাখা কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ঢাকা
Ο খ) চট্টগ্রাম
Ο গ) ময়মনসিংহ
Ο ঘ) রংপুর
 সঠিক উত্তর: (খ)

 ১৪৮. বাংলাদেশের ব্যাংকিং ব্যবসায় মুক্তিযুদ্ধের পরপরই সংকটে নিপতিত হওয়ার কারণ হল-
i দুটি ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংকের মালিকানা অবাঙালি হওয়ায়
ii অধিকাংশ ব্যাংকের প্রধান অফিস পশ্চিম পাকিস্থানে হওয়ায়
iii ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লি. পশ্চিম পাকিস্তানে হওয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৪৯. দ্রব্য বিনিময়ের জন্যে কীসের প্রয়োজনীয়তা অনুভূত হয়?
Ο ক) ব্যবসায়িক পরিবেশের
Ο খ) বিনিময় মাধ্যমের
Ο গ) ব্যাংকের
Ο ঘ) বাজারের
 সঠিক উত্তর: (খ)

 ১৫০. সভ্যতার বিবর্তনের সাথে প্রসারিত হয় মানুষের –
i. প্রয়োজন
ii. কর্মকান্ড
iii. সামাজিক বন্ধনের পরিধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post