এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৮: মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৮: মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. সামান্য মূল্যের বিনিময় অর্থ স্থানান্তরের কাজ করে থাকে কোনটি?
Ο ক) মহাজন
Ο খ) ব্যাংক
Ο গ) স্বর্ণকার
Ο ঘ) সওদাগর
 সঠিক উত্তর: (খ)

 ৫২. নিচের কোনটি ইসলামি ব্যাংকের উদাহরণ?
Ο ক) পূবালী ব্যাংক
Ο খ) সিটি ব্যাংক
Ο গ) এক্সিম ব্যাংক
Ο ঘ) উত্তরা ব্যাংক
 সঠিক উত্তর: (গ)

 ৫৩. বাংলাদেশে মোট কতটি ব্যাংক বিশেষায়িত ব্যাংক হিসেবে কাজ করছে?
Ο ক) ৪ টি
Ο খ) ৭ টি
Ο গ) ২৩ টি
Ο ঘ) ৪ টি
 সঠিক উত্তর: (ক)

 ৫৪. সৃষ্টির শুরুতে মানুষের চাহিদা কেমন ছিল?
Ο ক) সীমিত
Ο খ) স্থিতিস্থাপক
Ο গ) অস্থিতিস্থাপক
Ο ঘ) ব্যাপক
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশে কতটি ব্যাংক কর্মরত ছিল?
Ο ক) ১২ টি
Ο খ) ১৪ টি
Ο গ) ৮ টি
Ο ঘ) ১০ টি
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. বিনিময় বিলে প্রত্যয়ন করা কার কাজ?
Ο ক) রপ্তানিকারকের
Ο খ) আমদানিকারকের
Ο গ) ব্যাংকের
Ο ঘ) বাণিজ্য দূতের
 সঠিক উত্তর: (গ)

 ৫৭. ১৮০০ সালের দিকে ভারতবর্ষে কোন ব্যাংকের আধিপত্য ছিল?
Ο ক) দি হিন্দুস্তান ব্যাংক
Ο খ) দি বেঙ্গল ব্যাংক
Ο গ) ব্যাংক অব কাশ্মির
Ο ঘ) ব্যাংক অব মাদ্রাজ
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৮. আধুনিক ব্যাংকিং ব্যবসায়ে নেতৃত্ব দানকারী ব্যাংক হল-
i ব্যাংক অব ভ্যানিস
ii ব্যাংক অব সুইডেন
iii ব্যাংক অব উংল্যান্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৯. দি বেঙ্গল ব্যাংক কোথায় প্রতিষ্ঠিত হয়?
Ο ক) বাংলাদেশে
Ο খ) ভারতে
Ο গ) পাকিস্তানে
Ο ঘ) নেপাল
 সঠিক উত্তর: (খ)

 ৬০. সাধারণত কোন প্রতিষ্ঠানের আর্থিক ঘাটতি থাকে?
Ο ক) বিশ্ববিদ্যালয়
Ο খ) ব্যাংক
Ο গ) ব্যবসায় প্রতিষ্ঠান
Ο ঘ) সামাজিক প্রতিষ্ঠান
 সঠিক উত্তর: (গ)

 ৬১. কখন কাগজী মুদ্রার প্রচালন শুরু হয়?
Ο ক) অষ্টাদশ শতাব্দীতে
Ο খ) ঊনবিংশ শতাব্দীতে
Ο গ) বিংশ শতাব্দীতে
Ο ঘ) একবিংশ শতাব্দীতে
 সঠিক উত্তর: (খ)

 ৬২. আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়াকে কী বলে?
Ο ক) ঘাটতি
Ο খ) উদ্বৃত্ত
Ο গ) উৎকৃষ্ট
Ο ঘ) সুষম
 সঠিক উত্তর:

 ৬৩. মানুষের দৈনন্দিন যোগাযো বৃদ্ধিতে অসামান্য অবদান রাখে-
i. ঘোড়ার গাড়ি
ii. নৌকা
iii. জাহাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. ব্যাংক চাহিবামাত্র কাকে অর্থ প্রদান করে?
Ο ক) জনগণকে
Ο খ) সরকারকে
Ο গ) উহার বাহককে
Ο ঘ) দেনাদারকে
 সঠিক উত্তর: (গ)

 ৬৫. ব্যাংক কিসের প্রতীক?
Ο ক) সেবার
Ο খ) মূল্য পরিমাপের
Ο গ) বিনিময়ের
Ο ঘ) নিরাপত্তার
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৬. দি বেঙ্গল ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পর এর শাখা স্থাপন করা হয়-
i ঢাকা
ii সিরাজগঞ্জ
iii চট্টগ্রাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৬৭. সভ্যতার শুরুতে মানুষ কিসের বিনিময়ে চাহিদা নির্বাহ করত?
Ο ক) অর্থের
Ο খ) চেকের
Ο গ) হুন্ডির
Ο ঘ) দ্রব্যের
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৮. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক –এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
Ο ক) চট্টগ্রমের হালিশহরে
Ο খ) ঢাকার মতিঝিলে
Ο গ) সিলেটের বিয়ানিবাজারে
Ο ঘ) ব্রাক্ষ্মণবাড়িয়ার শিমরাইলকান্দি
 সঠিক উত্তর: (খ)

 ৬৯. সহজলভ্য মুদ্রা কোনটি?
Ο ক) বিহিত মুদ্রা
Ο খ) ধাতব মুদ্রা
Ο গ) ঐচ্ছিক মুদ্রা
Ο ঘ) কাগজি মুদ্রা
 সঠিক উত্তর: (ঘ)

 ৭০. বিরাষ্ট্রীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?
Ο ক) পঞ্চাদশকে
Ο খ) ষাটের দশকে
Ο গ) সত্তরের দশকে
Ο ঘ) আশির দশকে
 সঠিক উত্তর: (ঘ)

 ৭১. রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার প্রতিষ্ঠাকাল কোনটি?
Ο ক) ১৯০০ সাল
Ο খ) ১৯২৫ সাল
Ο গ) ১৯৩৫ সাল
Ο ঘ) ১৯৪৫ সাল
 সঠিক উত্তর: (গ)

 ৭২. ব্যাংকের আরেকটি কাজ হলো-
i প্রাপ্য বিল বাট্টাকরণ
ii বিনিময় বিলে স্বীকৃতি প্রদান
iii ঋণদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৭৩. ব্যাংকিং ব্যবসায়ের অভিভাবকের দায়িত্ব পালন করে কোন ব্যাংক?
Ο ক) বাণিজ্যিক ব্যাংক
Ο খ) কেন্দ্রীয় ব্যাংক
Ο গ) বিশেষায়িত ব্যাংক
Ο ঘ) সরকারি ব্যাংক
 সঠিক উত্তর: (খ)

 ৭৪. রবিন তার উপার্জন থেকে ১,০০০ টাকা ভবিষ্যতের জন্যে ব্যাংকে জমা রাখে।এখানে অর্থ কী হিসেবে কাজ করছে?
Ο ক) মূল্যের পরিমাপ হিসেবে
Ο খ) বিনিময়ের মাধ্যমে হিসেবে
Ο গ) সঞ্চয়ের বাহন হিসেবে
Ο ঘ) সকলের নিকট গ্রহণীয় হিসেবে
 সঠিক উত্তর: (খ)

 ৭৫. ব্যাংক কীভাবে আমানত সৃষ্টি করে?
Ο ক) লেনদেনের মাধ্যমে
Ο খ) সঞ্চয়ের মাধ্যমে
Ο গ) বিনিময়ের মাধ্যমে
Ο ঘ) মূলধনের মাধ্যমে
 সঠিক উত্তর: (খ)

 ৭৬. বিশেষায়িত ব্যাংকের উদাহরণ হলো-
i. সোনালী ব্যাংক
ii. গ্রামীণ ব্যাংক
iii. কর্মসংস্থান ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. খুব সহজেই মূল্য নির্ধারণের উপায় কী?
Ο ক) টাকার ব্যবহার
Ο খ) দক্ষতার ব্যবহার
Ο গ) অভিজ্ঞতার ব্যবহার
Ο ঘ) ঝিনুকের ব্যবহার
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. ব্যাংক আমানত সৃষ্টি করে কীভাবে?
Ο ক) মানুষের প্রয়োজনীয় অর্থ সংগ্রহের মাধ্যমে
Ο খ) বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে
Ο গ) ঋণদানের উপায় সৃষ্টি করে
Ο ঘ) প্রয়োজনের অতিরিক্ত অর্থ সংগ্রহের মাধ্যমে
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৯. ব্যাংক অর্থ স্থানান্তরের কাজ কেমন মূল্যে করে?
Ο ক) সসীম
Ο খ) সীমিত
Ο গ) দ্রব্যের দ্বিগুণ মূল্যানুযায়ী
Ο ঘ) অগ্রিম
 সঠিক উত্তর: (খ)

 ৮০. ধাতব মুদ্রার ব্যবহার বেশি দিন স্থায়িত্ব লাভ করেনি কেন?
i ব্যবহারের কারণে
ii বহনের অসুবিধার কারণে
iii ধাতব দুর্লভ হওয়ার কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮১. সভ্যতার স্থানান্তরের সাথে সাথে প্রতিষ্ঠিত হয়-
i ব্যাংক অব সান জর্জিয়া
ii ব্যাংক অব আমস্টারডম
iii ব্যাংক অব সুইডেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৮২. ব্যাংক জাতীয়করণের মাধ্যমে কয়টি ব্যাংক রাষ্ট্রায়ত্ত করা হয়?
Ο ক) ৭ টি
Ο খ) ৬ টি
Ο গ) ৫ টি
Ο ঘ) ৪ টি
 সঠিক উত্তর: (খ)

 ৮৩. বিনিময় কর্মকান্ডের প্রসার ঘটে-
i. জ্ঞানের পরিধি বাড়ার সাথে সাথে
ii. বুদ্ধির পরিধি বাড়ার সাথে সাথে
iii. টাকার পরিধি বাড়ার সাথে সাথে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৪. অর্থ স্থানান্তরের কাজটি বেশ কঠিন কেন?
Ο ক) দুটি ভিন্ন দেশে ভিন্ন লেনদেনের কারণে
Ο খ) ব্যাংকিং ব্যবস্থার কড়াকড়ি আরোপের কারণে
Ο গ) দুটি ভিন্ন দেশে ভিন্ন মুদ্রার কারণে
Ο ঘ) মানি লন্ডারিং এর মাধ্যমে অর্থ পাচারের কারণে
 সঠিক উত্তর: (গ)

 ৮৫. মুদ্রা ও ব্যাংক সম্পর্কে প্রযোজ্য উক্তি হলো-
i. মুদ্রা প্রচলনের পূর্বেই ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়
ii. ব্যাংক ব্যতীত মুদ্রার ব্যবহার সীমিত
iii. মুদ্রাই ব্যাংকের পণ্য বলে বিবেচিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৮৬. প্রত্যয়নপত্রের মাধ্যমে ব্যাংক কাকে নিশ্চয়তা প্রদান করে?
Ο ক) আমদানিকারককে
Ο খ) রপ্তানিকারককে
Ο গ) জাহাজের মালিককে
Ο ঘ) ঋণগ্রহীতাকে
 সঠিক উত্তর: (খ)

 ৮৭. কোনটি ছাড়া মুদ্রার ব্যবহার সীমিত?
Ο ক) শেয়ার বাজার
Ο খ) ব্যাংক
Ο গ) লেনদেন
Ο ঘ) বিমা কোম্পানি
 সঠিক উত্তর: (খ)

 ৮৮. ব্যাংক শব্দটির আভিধানিক অর্থ কী?
Ο ক) বারান্দা
Ο খ) চেয়ার
Ο গ) লম্বা টেবিল
Ο ঘ) বড় আলমারি
 সঠিক উত্তর: (গ)

 ৮৯. মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার কী বলা হয়?
Ο ক) ধারক
Ο খ) জননী
Ο গ) বাবা
Ο ঘ) তারল্য
 সঠিক উত্তর: (খ)

 ৯০. ধাতব মুদ্রার ব্যবহার বৃদ্ধি পায় কখন?
Ο ক) ঊনবিংশ শতাব্দীর শুরুতে
Ο খ) ঊনবিংশ শতাব্দীর আগে
Ο গ) ঊনবিংশ শতাব্দীর
Ο ঘ) ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি
 সঠিক উত্তর: (খ)

 ৯১. ব্যাংক জনগণের নিকট হতে কিসের বিনিময়ে আমানত সংগ্রহ করে?
Ο ক) জামানতের
Ο খ) সুদের
Ο গ) বাট্টার
Ο ঘ) করের
 সঠিক উত্তর: (খ)

 ৯২. কোন প্রতিষ্ঠানে ঘাটতি দেখা দেয়?
Ο ক) সেবামূলক
Ο খ) ব্যবসায়ী
Ο গ) অব্যবসায়ী
Ο ঘ) অমুনাফাভোগী
 সঠিক উত্তর: (ক)

 ৯৩. কেন আমরা খুব সহজেই টাকার মান নির্ধারণ করতে পারি?
Ο ক) টাকার মূল্য বেশি বলে
Ο খ) টাকা সহজলভ্য বলে
Ο গ) টাকার অস্তিত্ব আছে বলে
Ο ঘ) টাকার সুবিধা বেশি বলে
 সঠিক উত্তর: (গ)

 ৯৪. তখনকার দিনে দ্রব্যের বিনিময়ে দ্রব মূলত-
i. সামাজিক বন্ধন দৃঢ় করা
ii. চাহিদা পূরণ করা
iii. অতিরিক্ত দ্রব্য বিনিময় করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৫. মুদ্রার প্রধান কাজ কোনটি?
Ο ক) মূল্যের পরিমাপক হিসেবে কাজ করা
Ο খ) গ্রহণযোগ্য মাধ্যম হিসেবে কাজ করা
Ο গ) সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করা
Ο ঘ) বিনিময় মাধ্যমে হিসেবে কাজ করা
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৬. ব্যাংক শব্দের ল্যাটিন অর্থ কী?
Ο ক) চেয়ার
Ο খ) বেঞ্চ
Ο গ) সংরক্ষক
Ο ঘ) নিরাপত্তা
 সঠিক উত্তর: (খ)

 ৯৭. স্টেট ব্যাংক অব পাকিস্তান কোন অঞ্চলের ব্যাংকিং ব্যবসায় এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের নেতৃত্ব দেয়?
i পূর্ব পাকিস্তান
ii মধ্য পাকিস্তান
iii পশ্চিম পাকিস্তান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর:

 ৯৮. ভারত উপমহাদেশে কত সাল থেকে ব্যাংকিং ব্যবসায় বিস্তৃতি লাভ করতে শূরু করে?
Ο ক) খ্রিষ্টপূর্ব ৫০০ সালে
Ο খ) খ্রিষ্টপূর্ব ৫০০০ সালে
Ο গ) খ্রিষ্টপূর্ব ৩০০ সালে
Ο ঘ) খ্রিষ্টপূর্ব ৩০০০ সালে
 সঠিক উত্তর: (খ)

 ৯৯. Lombardy street কোথায় অবস্থিত?
Ο ক) ইতালিতে
Ο খ) জাপানে
Ο গ) কানাডায়
Ο ঘ) লন্ডনে
 সঠিক উত্তর: (ক)

 ১০০. বিশ্বের প্রথম আধুনিক ব্যাংক কোনটি?
Ο ক) ব্যাংক অব ভ্যানিস
Ο খ) ব্যাংক অব সান জর্জিয়া
Ο গ) ব্যাংক অব ইংল্যান্ড
Ο ঘ) ব্যাংক অব সুইডেন
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post