এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৬: মূলধন ব্যয় (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৬: মূলধন ব্যয় (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১০১. ঋণপত্রের মাধ্যমে সংগৃহীত তহবিল ব্যবহারে জন্য কোম্পাণিকে প্রদান করতে হয়-
Ο ক) মাসিক সুদ
Ο খ) বার্ষিক সুদ
Ο গ) বার্ষিক লভ্যাংশ
Ο ঘ) প্রিমিয়াম
 সঠিক উত্তর: (খ)

 ১০২. সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের পদ্ধতি হচ্ছে-
i শূণ্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
ii স্থিরহীন লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
iii স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১০৩. অগ্রাধিকার শেয়ার মালিকগণ নির্দিষ্ট হারে অনির্দিষ্ট সময়ের জন্য পেয়ে থাকে-
Ο ক) সুদ
Ο খ) মুনাফা
Ο গ) লভ্যাংশ
Ο ঘ) আয়
 সঠিক উত্তর: (গ)

 ১০৪. কোন উৎস থেকে ভবিষ্যতের বিভিন্ন প্রকল্পে অর্থায়নের ব্যবস্থা করা হয়?
Ο ক) প্রতি বছরের মুনাফা থেকে
Ο খ) বিনিয়োগ হতে প্রাপ্ত অর্জিত আয় থেকে
Ο গ) সম্পদ বিক্রির অর্থ থেকে
Ο ঘ) সংরক্ষিত আয় থেকে
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৫. কোম্পানি কখন অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদান করে?
Ο ক) পর্যাপ্ত গ্রাহক সংগ্রহ করলে
Ο খ) পর্যাপ্ত মুনাফঅ অর্জন করলে
Ο গ) আয় – ব্যয় সমান হলে
Ο ঘ) পর্যাপ্ত মূলধন অর্জন করলে
 সঠিক উত্তর: (খ)

 ১০৬. সাধারণ মূলধনের ব্যয় নির্ণয় করা জটিল ।করণ-
i ভবিষ্যতে প্রত্যাশিত লভ্যাংশ নির্ধারণ করা দূরুহ কাজ
ii ভবিষ্যতে কোম্পানির আয় এবং লভ্যাংশ বৃদ্ধির হার অনুমান করা কঠিন কাজ
iii ভবিষ্যতে শেয়ার মালিকদের লভ্যাংশ বন্টন করা দুর্বোধ্য কাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১০৭. বিনিয়োগকারীদের বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হলে, প্রত্যাশিত আয়ের হার কী রূপ হবে?
Ο ক) বেশি
Ο খ) মাঝারি
Ο গ) কম
Ο ঘ) অনিশ্চিত
 সঠিক উত্তর: (ক)

 ১০৮. দীর্ঘমেয়াদি প্রতিটি উৎস থেকে বিনিয়োগকারীদের –
i নিট মুনাফায় বৈচিত্র্য থাকে
ii প্রত্যাশিত আয়ে ভিন্নতা থাকে
iii ঝুঁকির ধরনে পার্থক্য থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১০৯. সকল প্রতিষ্ঠানের জন্য যে ঝুঁকি সমান তাকে কী ধরনের ঝুঁকি বলে?
Ο ক) অনিয়মানুগ ঝুঁকি
Ο খ) বাহ্যিক ঘটনার দ্বারা সৃষ্ট ঝুঁকি
Ο গ) নিয়মানুগ বা বাজার ঝুঁকি
Ο ঘ) আর্থিক ঝুঁকি
 সঠিক উত্তর: (গ)

 ১১০. কোন পদ্ধতির জন্যে অনুমিত শর্তাবলি রয়েছে?
Ο ক) পরিবর্তনশীল লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির
Ο খ) স্থিরহারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির
Ο গ) শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির
Ο ঘ) স্টক লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির
 সঠিক উত্তর: (খ)

 ১১১. মূলধনী খরচ অপেক্ষা কম লাভসম্পন্ন প্রকল্পে বিনিয়োগ করার ফলাফল কী?
Ο ক) স্বল্প মুনাফা
Ο খ) অধিক মুনাফা
Ο গ) আয়-ব্যয় সমান
Ο ঘ) বৃহৎ আর্থিক ক্ষতি
 সঠিক উত্তর: (ঘ)

 ১১২. ইক্যুইটি অংশ এবং ঋণ এই দুটির যোগফলকে কী বলে?
Ο ক) নিট মূলধন
Ο খ) মোট ঋণ
Ο গ) মোট মূলধন
Ο ঘ) নিট ঋণ
 সঠিক উত্তর: (গ)

 ১১৩. তহবিল যোগানদাতাদের মূলধন ব্যয় হিসেবে গণ্য হয় কোনটি?
Ο ক) প্রত্যাশিত আয়
Ο খ) প্রত্যাশিত ব্যয়
Ο গ) সম্ভব্য লাভ
Ο ঘ) সম্ভাব্য ক্ষতি
 সঠিক উত্তর: (ক)

 ১১৪. বিভিন্ন ধরনের অর্থায়নের ক্ষেত্রে প্রত্যাশিত প্রতিদানের হারকে কী বলে?
Ο ক) মূলধন ব্যয়
Ο খ) মূলধন যোগান
Ο গ) অনুমতি ‍সুযোগ ব্যয়
Ο ঘ) তহবিল সরবরাহ
 সঠিক উত্তর: (ক)

 ১১৫. শেয়ারে যাবতীয় খরচগুলোকে সামগ্রিকভাবে শেয়ারের কোন ধরনের ব্যয় বলে?
Ο ক) উত্তরণ ব্যয়
Ο খ) বিক্রয়জনিত খরচ
Ο গ) কমিশন খরচ
Ο ঘ) সংক্ষিত তহবিল
 সঠিক উত্তর: (ক)

 ১১৬. কোন প্রতিষ্ঠান হতে কারা নির্দিষ্ঠ মেয়াদ পর্যন্ত সুদ পেয়ে থাকে?
Ο ক) ঋণগ্রহীতা
Ο খ) সাধারণ শেয়ারমালিক
Ο গ) ঋণদাতা
Ο ঘ) অগ্রাধিকার শেয়ার মালিক
 সঠিক উত্তর: (গ)

 ১১৭. বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগ উপর সর্বনিম্ন যে হারে আয় প্রয়োজন, সে হারকে কী বলে?
Ο ক) মূলধন
Ο খ) চলতি আয়
Ο গ) মূলধন খরচ
Ο ঘ) চলতি খরচ
 সঠিক উত্তর: (গ)

 ১১৮. একটি কোম্পানির শেয়ার বিক্রি উৎসের মূলধন খরচ ১৮% এবং ব্যাংক ঋণ উৎসের মলধন খরচ ১২% হলে, কোম্পানির গড় মূলধন খরচ কত?
Ο ক) ১২%
Ο খ) ১৫%
Ο গ) ১৮%
Ο ঘ) ২০%
 সঠিক উত্তর: (খ)

 ১১৯. তহবিল সরবরাহকারীদের জন্য যেটি প্রত্যাশিত আয়, সেটি তহবিল সংগ্রহকারীদের জন্য কী?
Ο ক) মূলধন খরচ
Ο খ) মূলধন আয়
Ο গ) বিনিয়োগ
Ο ঘ) নিট মুনাফা
 সঠিক উত্তর: (ক)

 ১২০. ১৫% মূলধন ব্যয় সম্পন্ন কোনো কোম্পানি যদি ৮% আয়সম্পন্ন কোনো প্রকল্পে বিনিয়োগ করে, তাহলে উক্ত বিনিয়োগের ফলাফল কী?
Ο ক) ১৫% হারে মুনাফা
Ο খ) ৮% হারে মুনাফা
Ο গ) ৭% হারে ক্ষতি
Ο ঘ) ২৩% হারে ক্ষতি
 সঠিক উত্তর: (গ)

 ১২১. ‘তানিম কোম্পানির’ শেয়ার বিক্রি উৎসের মূলধন খরচ ১৮% এবং ব্যাংক ঋণ উৎসের মূলধন খরচ ১২% । উক্ত কোম্পানির গড় মূলধন খরচের পরিমাণ কত?
Ο ক) ১৫%
Ο খ) ২০%
Ο গ) ৩০%
Ο ঘ) ৬%
 সঠিক উত্তর: (ক)

 ১২২. বড় আর্থিক প্রতিষ্ঠানের ঋণ মূলধনের প্রধান উৎস কী?
Ο ক) ব্যাংক
Ο খ) বন্ড
Ο গ) মহাজন
Ο ঘ) ব্যাংক ও বন্ড
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৩. সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের সহজ পদ্ধতি কোনটি?
Ο ক) স্টক লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο খ) স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο গ) শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο ঘ) কাম্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
 সঠিক উত্তর: (গ)

 ১২৪. প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি?
Ο ক) উৎপাদন ব্যয়
Ο খ) প্রশাসনিক ব্যয়
Ο গ) মূলধনায়িত ব্যয়
Ο ঘ) মূলধন ব্যয়
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৫. কোন ধরনের প্রতিষ্ঠানসমূহ এক বা একাধিক উৎস থেকে বিনিয়োগের জন্যে প্রয়োজনীয় তহবিল সংস্থান করে?
Ο ক) মাইক্রো এন্টারপ্রাইজ
Ο খ) ক্ষুদ্র প্রতিষ্ঠান
Ο গ) মাঝারি প্রতিষ্ঠান
Ο ঘ) বড় প্রতিষ্ঠান
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৬. এক বা একাধিক উৎস থেকে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল সংস্থান করে কোন ধরনের প্রতিষ্ঠান?
Ο ক) ক্ষুদ্র প্রতিষ্ঠান
Ο খ) বৃহৎ প্রতিষ্ঠান
Ο গ) মাঝারি প্রতিষ্ঠান
Ο ঘ) স্থায়ী প্রতিষ্ঠান
 সঠিক উত্তর: (খ)

 ১২৭. ব্যবসায় প্রতিষ্ঠানের জন্যে মূলধন ব্যয় হিসেবে গণ্য হয় কোনটি?
Ο ক) মুনাফা থেকে প্রাপ্ত আয়
Ο খ) মুলধন সরবরাহকারিদের প্রত্যাশিত আয়
Ο গ) নিজস্ব তহবিল থেকে প্রাপ্ত আয়
Ο ঘ) স্থায়ী সম্পত্তির বিক্রয় হতে আয়
 সঠিক উত্তর: (খ)

 ১২৮. মূলধন ব্যয় বলতে কী বোঝায়?
Ο ক) সংগৃহীত তহবিলে ব্যয়
Ο খ) পরিশোধিত তহবিলের ব্যয়
Ο গ) সংরক্ষিত তহবিলের ব্যয়
Ο ঘ) আমানিত তহবিলের ব্যয়
 সঠিক উত্তর: (ক)

 ১২৯. ছোট ব্যবসায় প্রতিষ্ঠানের ঋণ মূলধনের প্রধান উৎস কী?
Ο ক) মহাজন
Ο খ) ব্যাংক
Ο গ) জমিদার
Ο ঘ) সমবায়
 সঠিক উত্তর: (খ)

 ১৩০. একটি কোম্পানির মূলধন ব্যয় ১২% হলে তাকে অবশ্যই নূন্যতম কত শতাংশ হারে আয় না করলে লোকসান দিতে হবে?
i ১০%
ii ১২%
iii ১৫%
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩১. সাধারণ ও অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য হলো-
i অতিরিক্ত লভ্যাংশের
ii ভোটাধিকার প্রয়োগের
iii ঝুঁকির পরিমাণের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩২. অর্থ সরবরাহকারীরা বিনিয়োগকে যত বেশি ঝুঁকিপূর্ণ মনে করবে, তাদের প্রত্যাশিত আয়ের হার হবে-
Ο ক) বেশি
Ο খ) কম
Ο গ) সমান
Ο ঘ) শূন্য
 সঠিক উত্তর: (ক)

 ১৩৩. মূলধন খরচ প্রয়োগের পরিধি কতটুকু?
Ο ক) অর্থায়নের উৎস চিন্হিতকরণ পর্যাপ্ত
Ο খ) বিনিয়োগের উৎস নির্বাচন পর্যাপ্ত
Ο গ) মূলধন ব্যয়ের হার নির্ধারণ পর্যাপ্ত
Ο ঘ) প্রকল্পের মূল্যায়ন পর্যাপ্ত
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৪. কীসের উপর অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ভর শীল?
Ο ক) ব্যবসায়ের পুঞ্জীভূত মুনাফার
Ο খ) শেয়ার মালিকদের সরবরাহকৃত মূলধনের
Ο গ) সরকারী প্রত্যক্ষ করের
Ο ঘ) শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৫. একটি প্রতিষ্ঠান মোট মূলধন যে অনুপাতে সংগ্রহ করতে পারে তা হলো-
i ৫০% নিজস্ব ও ৫০% ঋণ
ii ৬০% নিজস্ব ও ৪০% ঋণ
iii ৪০% নিজস্ব ও ৬০% ঋণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৬. ব্যবসায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি তহবিলের উৎস হলো-
i সংরক্ষিত আয়
ii সাধারণ শেয়ার
iii ঋণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৭. স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণেয় প্রয়োজন-
i বর্তমান বছরের লভ্যাংশ
ii শেয়ারের বর্তমান বাজারমূল্য
iii লভ্যাংশ বৃদ্ধির হার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৮. ব্যাংক ঋণ উৎসের মূলধন খরচ ১০% এবং শেয়ার মূলধন উৎসের মূলধন ব্যয় ১২% হলে গড় মূলধন ব্যয়-
i ১০%
ii ১১%
iii ১২%
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩৯. ব্যবসায় প্রতিষ্ঠানের ঋণ মূলধনের প্রধান উৎস-
i ব্যাংক
ii মহাজন
iii আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ঋণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৪০. ব্যবসায় প্রতিষ্ঠান প্রয়োজনীয় তহবিল সংস্থান করে কীভাবে?
Ο ক) সমাজকল্যাণ কার্যক্রম তহবিল
Ο খ) কর্মীদের আয়ের একাংশ থেকে
Ο গ) বিভিন্ন উৎস থেকে
Ο ঘ) রাষ্ট্রীয় খাত থেকে
 সঠিক উত্তর: (গ)

 ১৪১. সংরক্ষিত আয়ের কোন প্রত্যক্ষ ব্যয় না থাকায় তাকে কোন ব্যয় ধরা হয়?
Ο ক) সংরক্ষিত আয়
Ο খ) লভ্যাংশ বৃদ্ধির হার
Ο গ) সুযোগ ব্যয়
Ο ঘ) অবচয় তহবিলের ব্যয়
 সঠিক উত্তর: (গ)

 ১৪২. কিসের ওপর অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ভর করে শেয়ার মালিকের প্রত্যাশিত-
Ο ক) সুদের ওপর
Ο খ) লভ্যাংশের ওপর
Ο গ) মুনাফার ওপর
Ο ঘ) আয়ের ওপর
 সঠিক উত্তর: (খ)

 ১৪৩. মূলধন ব্যয় ধারণাটি জড়িত নয়-
i বিনিয়োগকৃত লভ্যাংশ
ii অর্থায়নের বিভিন্ন উৎসের ব্যয়
iii মূলধন সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৪৪. মূলধন ব্যয় নির্ণয় তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ-
i বিনিয়োগ সিদ্ধান্ত
ii মূলধন কাঠামো সংক্রান্ত
iii অর্থায়ন সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৪৫. ঋণমূলধন খরচ ১৫% এবং কর হার ৩০% হলে কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ-
i ১০.৫%
ii ১১%
iii ১২%
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৪৬. মূলধন খরচ নির্ণয় প্রয়োজন-
i বিনিয়োগ সুযোগ মূল্যায়নে
ii উত্তম বিনিয়োগ প্রকল্প নির্বাচনে
iii দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত গ্রহণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর:

 ১৪৭. কোন ঝুঁকি পরিহার করা যায় না?
Ο ক) একক ঝুঁকি
Ο খ) অনিয়মানুগ ঝুঁকি
Ο গ) নিয়মানুগ ঝুঁকি
Ο ঘ) প্রত্যাশিত ঘটনা
 সঠিক উত্তর: (গ)

 ১৪৮. অর্থায়নের উৎস সমূহ হলো-
i মালিকের নিজস্ব তহবিল
ii বন্ধুবান্ধভ থেকে ধার নেওয়া
iii আর্থিক প্রতিষ্ঠান থেকে ধার নেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৯. অর্থায়নের উৎস হতে কার প্রত্যাশিত আয় থাকে?
Ο ক) সরবরাহকারীদের
Ο খ) কর্মীদের আয়ের একাংশ থেকে
Ο গ) বিভিন্ন উৎস থেকে
Ο ঘ) রাষ্ট্রীয় খাত থেকে
 সঠিক উত্তর: (গ)

 ১৫০. মূলধন ব্যয় পরিমাপ করার পদ্ধতিসমূহ হলো-
i অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়
ii সংরক্ষিত আয়ের ব্যয়
iii ঋণ মূলধন ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫১. কোম্পানির অর্জিত মুনাফ সংরক্ষণ ও বন্টনের মাধ্যমে সুযোগ ব্যয় সৃস্টি হয়-
i শেয়ারমালিকদের দৃষ্টিকোণ থেকে
ii কোম্পানির দৃষ্টিকোণ থেকে
iii ঋণদাতাদের দৃষ্টিকোণ থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫২. মূলধন খরচ প্রয়োগ করা হয়-
i অর্থায়নের উৎস নির্বাচনে
ii প্রকল্প মূল্যায়নে
iii মুনাফা বৃদ্ধিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫৩. আরিফ সাহেব তার মেয়েকে ১,০০,০০০ টাকা দিল। যদি সে ঐ টাকা ব্যাংকে রাখত, ব্যাংক তাকে ১২% সুদ দিত। আরিফ সাহেবের সুযোগ ব্যয় হলো-
i মেয়েকে প্রদত্ত টাকা
ii ১২% সুদ না পাওয়া
iii ব্যাংকে জমা রাখা অর্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৫৪. শেয়ার মালিকরা শেয়ার ক্রয় করে-
i লভ্যাংশ পাওয়ার আশায়
ii মালিকানাস্বত্ব লাভের আশায়
iii শেয়ারের মূল্য বৃদ্ধির আশায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * জনাব টুটুলের ব্যবসায়ের মোট মূলধন ১ কোটি টাকা যার ৬০% নিজস্ব এবং অবশিষ্টাংশ ১৫% ঋণ। তিনি ২০% মুনাফায় বিনিয়োগ সুবিধা পেয়ে মূলধন কাঠামো পরিবর্তন করেন। ফলে ঋণ ও নিজস্ব তহবিলের বিপরীত সম্পর্ক সৃষ্টি হয়?

 ১৫৫. বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়কে কী বলে?
Ο ক) মূলধন ব্যয়
Ο খ) আমদানি ব্যয়
Ο গ) প্রাপ্য বিল ব্যয়
Ο ঘ) প্রদেয় বিল ব্যয়
 সঠিক উত্তর: (ক)

 ১৫৬. প্রতিষ্ঠানের জন্য মূলধন ব্যয় হিসেবে গণ্য করা হয় কী?
Ο ক) তহবিলের যোগানদাতাদের প্রত্যাশিত ব্যয়
Ο খ) তহবিলের যোগানদাতাদের প্রত্যাশিত মুনাফা
Ο গ) তহবিলের যোগানদাতাদের প্রত্যাশিত ক্ষতি
Ο ঘ) তহবিলের যোগানদাতাদের প্রত্যাশিত লাভ
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post