ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৬: মূলধন ব্যয় (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. একটি কোম্পানির মূলধন সংগ্রহের তহবিল যদি একাধিক হয়, তবে তার মূলধন খরচের গড় কে কী বলা হবে?
Ο ক) মূলধন
Ο খ) গড় মূলধন খরচ
Ο গ) মুলধন খরচ
Ο ঘ) মূলধন আয়
সঠিক উত্তর: (খ)
৫২. মূলধন ব্যয়ের প্রয়োজন হয়-
i মূলধন কাঠামো নির্ধাণে
ii প্রকল্প মূল্যায়নে
iii মূলধনের উৎস বাছাইয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৩. শেয়ার মালিকদের লভ্যাংশ এবং শেয়ারের মূল্য বৃদ্ধিজনিত লাভ থেকে নির্ণিত প্রত্যাশিত আয়ের হারেকে কী বলা হয়?
Ο ক) সংরক্ষিত আয়ের ব্যয়
Ο খ) সাধারণ শেয়ার মূলধন ব্যয়
Ο গ) ঋণ মূলধন ব্যয়
Ο ঘ) গড় মূলধন ব্যয়
সঠিক উত্তর: (খ)
৫৪. স্কয়ার লিমিটেড ১০% হারে ২০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করল, মুনাফার ওপর করের হার ৪০%। কর সমন্বয়কৃত মূলধন খরচ কত?
Ο ক) ৫%
Ο খ) ৬%
Ο গ) ৭%
Ο ঘ) ৮%
সঠিক উত্তর: (খ)
৫৫. প্রতিটি তহবিলে উৎসের পৃথকভাবে মূলধন ব্যয় নির্ণয়ের প্রায়োজন হয় কেন?
Ο ক) উৎসমূহের মূলধন ব্যয় সমান হওয়ায়
Ο খ) উৎসমূহের মূলধন ব্যয় সমান না হওয়ায়
Ο গ) উৎসমূহের মূলধন পরিকল্পনায় ঘাটতি হওয়ায়
Ο ঘ) উৎসমূহের পর্জাপ্ত মূলধনের অভাব থাকায়
সঠিক উত্তর: (খ)
৫৬. বিনিয়োগ বহুবিধকরণের মাধ্যমে কোন ধরণের ঝুঁকিকে হ্রাস করা যায়?
Ο ক) অনিয়মানুগ বা একক ঝুঁকি
Ο খ) সাধারণ ঝুঁকি
Ο গ) নিয়মানুগ বা বাজার ঝুঁকি
Ο ঘ) অভ্যন্তরীণ ঝুঁকি
সঠিক উত্তর: (গ)
৫৭. বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের ওপর সর্বনিম্ন হারে যে আয় প্রয়োজন সে হারকে কী বলে?
Ο ক) মূলধন আয়
Ο খ) মূলধন খরচ
Ο গ) মূলধন ক্ষতি
Ο ঘ) মূলধন মুনাফা
সঠিক উত্তর: (খ)
৫৮. সিদ্দিক তার মুদি দোকানটি সম্প্রসারণের উদ্দেশ্যে ঋণ গ্রহণের জন্য আগ্রহী। তার জন্য মূলধনের গ্রহণের প্রধান উৎস কোনটি?
Ο ক) অগ্রাধিকার শেয়ার
Ο খ) ব্যাংক ঋণ
Ο গ) সাধারণ শেয়ার
Ο ঘ) সংরক্তিত আয়
সঠিক উত্তর: (খ)
৫৯. শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের একটি সহজ পদ্ধতি কোনটি?
Ο ক) শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο খ) শূন্যহীন লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο গ) স্থিরহারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο ঘ) স্থিরহীন লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
সঠিক উত্তর: (ক)
৬০. মূলধন খরচ প্রয়োগের পরিধি কতটুকু?
Ο ক) অর্থায়নের উৎস চিহ্নিতকরণ পর্যন্ত
Ο খ) বিনিয়োগের উৎস নির্বাচন পর্যন্ত
Ο গ) মূলধন ব্যয়ের হার নির্ধারণ পর্যন্ত
Ο ঘ) প্রকল্পের মূল্যায়ন পর্যন্ত
সঠিক উত্তর: (ঘ)
৬১. মূলধন ব্যয় নির্ণয়ের প্রকারভেদ হল-
i ঋণ মূলধন ব্যয়
ii অগ্রাধিকার শেয়ারের ব্যয়
iii সাধারণ শেয়ার মূলধন ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬২. ব্যাংকের ধার্যকৃত সুদের হার ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য কী?
Ο ক) শূন্য লভ্যাংশ
Ο খ) মূলধন ব্যয়
Ο গ) স্থির লভ্যাংশ
Ο ঘ) মূলধন আয়
সঠিক উত্তর: (খ)
৬৩. একটি কোম্পানির মূলধন সংগ্রহের তহবিল যদি দুটি হয়, তবে তার মূলধন খরচের গড়কে কী বলা হয়?
Ο ক) গড় মূলধন
Ο খ) গড় মোট খরচ
Ο গ) গড় মুনাফা আয়
Ο ঘ) গড় মূলধন খরচ
সঠিক উত্তর: (ঘ)
৬৪. বিনিয়োগকারীদের বা শেয়ার মালিকদের লভ্যাংশ এবং শেয়ারের মূল্যবৃদ্ধি জনিত লাভ থেকে প্রত্যাশিত আয়ের হারকে বলে-
i শেয়ার মূলধন ব্যয়
ii ঋণমূলধন ব্যয়
iii সংরক্ষিত আয়ের ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৫. অর্থায়নের বিভিন্ন উৎসের জন্যে প্রত্যাশিত আয়ের হারকে কী বলা হয়?
Ο ক) মূলদন বাজেটিং
Ο খ) মূলধন কাঠামো
Ο গ) উপরি ব্যয়
Ο ঘ) মূলধন ব্যয়
সঠিক উত্তর: (ঘ)
৬৬. ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের মূলধন ব্যয় নিরূপণ করে। কারণ-
i প্রতিষ্ঠান বিভিন্ন উৎস হতে অর্থায়ন করে
ii বিভিন্ন উৎসের মূলধন ব্যয় সমান
iii বিভিন্ন উৎসের মূলধন ব্যয় ভিন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৭. শূণ্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে কোম্পানির বর্তমান বছরে যে লভ্যাংশ দিয়েছে, ভবিষ্যৎ বছর গুলোতে কী রূপ লভ্যাংশ দিবে?
Ο ক) বেশি
Ο খ) কম
Ο গ) সমান
Ο ঘ) অর্ধেক
সঠিক উত্তর: (গ)
৬৮. ব্যবসায় প্রতিষ্ঠানের মোট মূলধন, মালিকদের-
i ইক্যুইটির অংশ
ii ঋণের অংশ
iii দেনাদারের অংশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৯. নিচের কোনটি দীর্ঘমেয়াদি তহবিলে অন্যতম উৎস?
Ο ক) বাণিজ্যিক ব্যাংক
Ο খ) অর্জিত লভ্যাংশ
Ο গ) ব্যবসায়িক ঋণ
Ο ঘ) সংরক্ষিত তহবিল
সঠিক উত্তর: (ঘ)
৭০. মূলধন মাঠামো নির্বাচনে বিবেচনা করা হয়-
i কাম্য ঋণনীতি
ii মূলধন ব্যয়
iii বিনিয়োগ খাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭১. ব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন খরচ হিসেবে গণ্য করা হয়?
Ο ক) মূলধন খরচের
Ο খ) ব্যবসায়িক নীতির
Ο গ) ব্যয়নির্বাহে
Ο ঘ) ঋণদান নীতির
সঠিক উত্তর: (ক)
৭২. কোন আয়ের সাধারণ শেয়ার মূলধন না থাকায় সুযোগ ব্যয় নির্ণয় করা কঠিন হয়ে পড়ে?
Ο ক) মূলধন ব্যয়
Ο খ) সংরক্ষিত আয়
Ο গ) জ্যামিতিক বৃদ্ধির হার
Ο ঘ) সাধারণ স্টক
সঠিক উত্তর: (খ)
৭৩. সালমা ফ্রিজ কেনার জন্য ব্যাংক থেকে ১৫% সুদে ঋণ নেয় সালমার মূলধন খরচ কত?
Ο ক) ১০%
Ο খ) ১১%
Ο গ) ১৪%
Ο ঘ) ১৫%
সঠিক উত্তর: (ঘ)
৭৪. ব্যবসায় প্রতিষ্ঠানে মালিকদের ইক্যুইটি অংশ ও ঋণ এই দুইটির যোগফলকে বলে-
Ο ক) দায়
Ο খ) সম্পদ
Ο গ) মোট মূলধন
Ο ঘ) মালিকানা স্বত্বা
সঠিক উত্তর: (গ)
৭৫. নিচের কোনটি অর্থায়নের উৎস নয়?
Ο ক) নিজস্ব তহবিল
Ο খ) ধার
Ο গ) চুরি
Ο ঘ) ঋণ
সঠিক উত্তর: (ঘ)
৭৬. অর্থ সরবরাহকারীদের প্রত্যাশিত আয়ের ভিন্নতার কারণে কোনটির ভিন্নতা দেখা দেয়?
Ο ক) মূলধন খরচ হার
Ο খ) শেয়ার গ্রাহকের সংখ্যা
Ο গ) মূলধনী আয় হার
Ο ঘ) মূলধনী নীতি
সঠিক উত্তর: (ক)
৭৭. সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বশর্ত হিসেবে বিবেচিত হয় কোনটি?
Ο ক) সম্পদ ব্যয়
Ο খ) উপরিব্যয়
Ο গ) মূলধন ব্যয়
Ο ঘ) বন্টন ব্যয়
সঠিক উত্তর: (গ)
৭৮. প্রতিষ্টানের আর্থিক ব্যবস্থাপনার বিভ্ন্নি সিদ্ধান্ত গ্রহণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Ο ক) উৎপাদন ব্যয়
Ο খ) প্রশাসনিক ব্যয়
Ο গ) মূলধনায়িত ব্যয়
Ο ঘ) মূলধন ব্যয়
সঠিক উত্তর: (ঘ)
৭৯. বিনিয়োগকারীদের পত্যাশিত আয়কে ব্যবসায় কী বলা হয়?
Ο ক) মূলধন ব্যয়
Ο খ) মূনাফার হার
Ο গ) বিনিয়োগের সুদ
Ο ঘ) তহবিলের উৎস
সঠিক উত্তর: (ক)
৮০. সংরক্ষিত আয়ের ব্যয় নয়-
i সুদ খরচ
ii সুযোগ ব্যয়
iii লভ্যাংশ প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮১. সংরক্ষিত আয়ের কোন ধরনের ব্যয় রয়েছে?
Ο ক) সঞ্চিতি ব্যয়
Ο খ) সুযোগ ব্যয়
Ο গ) অর্থনৈতিক ব্যয়
Ο ঘ) বিনিয়োগ ব্যয়
সঠিক উত্তর: (খ)
৮২. ঋণপত্র বা ঋণকৃত মূলধনের কর-পূর্ব ব্যয় হলো ঋণপত্রের মালিকদের প্রদেয় হার-
Ο ক) করের হার
Ο খ) সুদের হার
Ο গ) গড় আয়ের হার
Ο ঘ) বিক্রয়মূল্য
সঠিক উত্তর: (খ)
৮৩. নিয়মানুগ ঝুঁকি বৃদ্ধির ফলে কোনটির সম্ভাবনা বৃদ্ধি পায়?
Ο ক) প্রত্যাশিত প্রাপ্তি
Ο খ) অপ্রত্যাশিত ঘটনা
Ο গ) লেনদেন
Ο ঘ) সুযোগ ব্যয়
সঠিক উত্তর: (ক)
৮৪. মূলধন খরচের ভিন্নতা নির্দেশ করে অর্থ বিনিয়োগকারীদের প্রত্যাশিত-
i আয়ের হারে ভিন্নতাকে
ii ঝুঁকির ধরনের ভিন্নতাকে
iii কর-পূর্ব ঋণ মূলধনের ভিন্নতাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৫. আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহীত ঋণ কখন ব্যবসায় প্রথিষ্ঠানের জন্য সুবিধা নিয়ে আসে?
Ο ক) করের হার কম হলে
Ο খ) প্রত্যন্ত কর আরোপ করলে
Ο গ) করের হার বেশি হলে
Ο ঘ) পরোক্ষ কর আরোপ করলে
সঠিক উত্তর: (ক)
৮৬. কোম্পানি অন্যান্য উৎসের ন্যায় কোনটির উপর সব সময় লভ্যাংশ দিতে বাধ্য থাকে না?
Ο ক) ইক্যুইটি মূলধনের
Ο খ) মূল্য তালিকা প্রকাশের
Ο গ) বিনিয়ো নিরাপত্তা বিধানের
Ο ঘ) ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের
সঠিক উত্তর: (ক)
৮৭. ঋণ মূলধন সরবরাহকারীদের প্রত্যাশিত আয় এবং সাধারণ শেয়ার মালিকদের প্রত্যাশিত আয় সর্বদা কীরূপ?
Ο ক) সমান হয়
Ο খ) অসমান হয়
Ο গ) অসীম হয়
Ο ঘ) শূণ্য হয়
সঠিক উত্তর: (খ)
৮৮. বিপ্লবের ব্যবসায়ের প্রতি ঝোঁক বেশি। তাই সে পড়াশোনা শেষ করে ঔষধের একটি বড় দোকান দেয়ার চিন্ত করে। এক্ষেত্রে ব্প্লিবের জন্য ঋণ মূলধনের প্রধান উৎস হবে-
i ব্যাংক
ii ঋনপত্র বিক্রয়
iii আর্থিক প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮৯. পাবলিক লি. কোং কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করে?
Ο ক) বিধিবদ্ধ সভা আহ্বান করে
Ο খ) পরিচালক নিয়োগ করে
Ο গ) সাধারণ শেয়ার বিক্রয় করে
Ο ঘ) অনাঙ্কিক শেয়ার বিক্রয় করে
সঠিক উত্তর: (গ)
৯০. ব্যবসায় প্রতিষ্ঠানে মূলধন ব্যয় নির্ণয় প্রয়োজন-
Ο ক) নতুন পন্য উৎপাদনে
Ο খ) মানবসম্পদ পরিকল্পনাতে
Ο গ) বিনিয়োগ প্রকল্প মূল্যায়নে
Ο ঘ) মোট ব্যয় নির্ণয়ে
সঠিক উত্তর: (গ)
৯১. ঋণপত্র বা অগ্রাধিকার শেয়ারকে কী হারে লভ্যাংশ প্রদান করা হয়?
Ο ক) নির্দিষ্ট হারে
Ο খ) ইচ্ছামতো
Ο গ) প্রত্যাশিত আয়ের উপর
Ο ঘ) সংরক্ষিত আয়ের উপর
সঠিক উত্তর: (ক)
৯২. শাকিল ওয়াশিং মেশিন কেনার জন্য ১৮% হারে ঋণ নিল। এক্ষেত্রে তার মূলধন খরচ কত হবে?
Ο ক) ২০%
Ο খ) ২২%
Ο গ) ১৮%
Ο ঘ) ১৫%
সঠিক উত্তর: (গ)
৯৩. শেয়ার মালিকরা শেয়ার ক্রয় করে-
i লভ্যাংশ পাওয়ার আশায়
ii মালিকানাসত্ত্ব লাভের আশায়
iii শেয়ারের মূল্যবৃদ্ধি থেকে লাভ প্রাপ্তির আশায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৯৪. একটি কোম্পানি ১০০০ টাকা লিখিত মূল্যের ১০ শতাংশ অগ্রাধিকার শেয়ার বাজারে ছাড়ল। প্রতিটি শেয়ার বিক্রি থেকে কোম্পানি ৮২০ টাকা পাওয়ার প্রত্যাশা করে। অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত?
Ο ক) ৮%
Ο খ) ১০.৫০%
Ο গ) ১২%
Ο ঘ) ১২.২০%
সঠিক উত্তর: (ঘ)
৯৫. ব্যবসায় প্রতিষ্ঠানে ইক্যুইটি অংশ এবং ঋণের যোগফলকে কী বলা হয়?
Ο ক) মোট শেয়ার মূলধন
Ο খ) মোট মূলধন
Ο গ) মোট ঋণ মূলধন
Ο ঘ) মোট গড় মূলধন
সঠিক উত্তর: (খ)
৯৬. শূণ্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণেয় প্রয়োজন-
i বছরের শেষে প্রত্যাশিত লভ্যাংশ
ii বছরের শুরুতে প্রত্যাশিত লভ্যাংশ
iii শেয়ার বাজারের বর্তমান মূল্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৯৭. লভ্যাংশ১ শেয়ার মূল্য০ এবং লভ্যাংশ বৃদ্ধির হার দ্বারা সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় হয়-
i মূল্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে
ii স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে
iii একক লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯৮. অর্থায়নের বিভন্ন উৎসের জন্যে প্রত্যাশিত আয়ের হারকে কী বলা হয়?
Ο ক) মূলধন বাজেটিং
Ο খ) মূলধন কাঠামো
Ο গ) উপরি ব্যয়
Ο ঘ) মূলধন ব্যয়
সঠিক উত্তর: (ঘ)
৯৯. সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের সূত্র হল-
i শূণ্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
ii স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
iii সংরক্ষিত লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০০. প্রতি শেয়ারে প্রদত্ত লভ্যাংশকে শেয়ারের বর্তমান বাজার মূল্য দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
Ο ক) অগ্রাধিকার শেয়ারের ব্যয়
Ο খ) সাধারণ শেয়ার মূলধন ব্যয়
Ο গ) সংরক্ষিত আয়ের ব্যয়
Ο ঘ) ঋণ মূলধন ব্যয়
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. একটি কোম্পানির মূলধন সংগ্রহের তহবিল যদি একাধিক হয়, তবে তার মূলধন খরচের গড় কে কী বলা হবে?
Ο ক) মূলধন
Ο খ) গড় মূলধন খরচ
Ο গ) মুলধন খরচ
Ο ঘ) মূলধন আয়
সঠিক উত্তর: (খ)
৫২. মূলধন ব্যয়ের প্রয়োজন হয়-
i মূলধন কাঠামো নির্ধাণে
ii প্রকল্প মূল্যায়নে
iii মূলধনের উৎস বাছাইয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৩. শেয়ার মালিকদের লভ্যাংশ এবং শেয়ারের মূল্য বৃদ্ধিজনিত লাভ থেকে নির্ণিত প্রত্যাশিত আয়ের হারেকে কী বলা হয়?
Ο ক) সংরক্ষিত আয়ের ব্যয়
Ο খ) সাধারণ শেয়ার মূলধন ব্যয়
Ο গ) ঋণ মূলধন ব্যয়
Ο ঘ) গড় মূলধন ব্যয়
সঠিক উত্তর: (খ)
৫৪. স্কয়ার লিমিটেড ১০% হারে ২০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করল, মুনাফার ওপর করের হার ৪০%। কর সমন্বয়কৃত মূলধন খরচ কত?
Ο ক) ৫%
Ο খ) ৬%
Ο গ) ৭%
Ο ঘ) ৮%
সঠিক উত্তর: (খ)
৫৫. প্রতিটি তহবিলে উৎসের পৃথকভাবে মূলধন ব্যয় নির্ণয়ের প্রায়োজন হয় কেন?
Ο ক) উৎসমূহের মূলধন ব্যয় সমান হওয়ায়
Ο খ) উৎসমূহের মূলধন ব্যয় সমান না হওয়ায়
Ο গ) উৎসমূহের মূলধন পরিকল্পনায় ঘাটতি হওয়ায়
Ο ঘ) উৎসমূহের পর্জাপ্ত মূলধনের অভাব থাকায়
সঠিক উত্তর: (খ)
৫৬. বিনিয়োগ বহুবিধকরণের মাধ্যমে কোন ধরণের ঝুঁকিকে হ্রাস করা যায়?
Ο ক) অনিয়মানুগ বা একক ঝুঁকি
Ο খ) সাধারণ ঝুঁকি
Ο গ) নিয়মানুগ বা বাজার ঝুঁকি
Ο ঘ) অভ্যন্তরীণ ঝুঁকি
সঠিক উত্তর: (গ)
৫৭. বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের ওপর সর্বনিম্ন হারে যে আয় প্রয়োজন সে হারকে কী বলে?
Ο ক) মূলধন আয়
Ο খ) মূলধন খরচ
Ο গ) মূলধন ক্ষতি
Ο ঘ) মূলধন মুনাফা
সঠিক উত্তর: (খ)
৫৮. সিদ্দিক তার মুদি দোকানটি সম্প্রসারণের উদ্দেশ্যে ঋণ গ্রহণের জন্য আগ্রহী। তার জন্য মূলধনের গ্রহণের প্রধান উৎস কোনটি?
Ο ক) অগ্রাধিকার শেয়ার
Ο খ) ব্যাংক ঋণ
Ο গ) সাধারণ শেয়ার
Ο ঘ) সংরক্তিত আয়
সঠিক উত্তর: (খ)
৫৯. শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের একটি সহজ পদ্ধতি কোনটি?
Ο ক) শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο খ) শূন্যহীন লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο গ) স্থিরহারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο ঘ) স্থিরহীন লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
সঠিক উত্তর: (ক)
৬০. মূলধন খরচ প্রয়োগের পরিধি কতটুকু?
Ο ক) অর্থায়নের উৎস চিহ্নিতকরণ পর্যন্ত
Ο খ) বিনিয়োগের উৎস নির্বাচন পর্যন্ত
Ο গ) মূলধন ব্যয়ের হার নির্ধারণ পর্যন্ত
Ο ঘ) প্রকল্পের মূল্যায়ন পর্যন্ত
সঠিক উত্তর: (ঘ)
৬১. মূলধন ব্যয় নির্ণয়ের প্রকারভেদ হল-
i ঋণ মূলধন ব্যয়
ii অগ্রাধিকার শেয়ারের ব্যয়
iii সাধারণ শেয়ার মূলধন ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬২. ব্যাংকের ধার্যকৃত সুদের হার ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য কী?
Ο ক) শূন্য লভ্যাংশ
Ο খ) মূলধন ব্যয়
Ο গ) স্থির লভ্যাংশ
Ο ঘ) মূলধন আয়
সঠিক উত্তর: (খ)
৬৩. একটি কোম্পানির মূলধন সংগ্রহের তহবিল যদি দুটি হয়, তবে তার মূলধন খরচের গড়কে কী বলা হয়?
Ο ক) গড় মূলধন
Ο খ) গড় মোট খরচ
Ο গ) গড় মুনাফা আয়
Ο ঘ) গড় মূলধন খরচ
সঠিক উত্তর: (ঘ)
৬৪. বিনিয়োগকারীদের বা শেয়ার মালিকদের লভ্যাংশ এবং শেয়ারের মূল্যবৃদ্ধি জনিত লাভ থেকে প্রত্যাশিত আয়ের হারকে বলে-
i শেয়ার মূলধন ব্যয়
ii ঋণমূলধন ব্যয়
iii সংরক্ষিত আয়ের ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৫. অর্থায়নের বিভিন্ন উৎসের জন্যে প্রত্যাশিত আয়ের হারকে কী বলা হয়?
Ο ক) মূলদন বাজেটিং
Ο খ) মূলধন কাঠামো
Ο গ) উপরি ব্যয়
Ο ঘ) মূলধন ব্যয়
সঠিক উত্তর: (ঘ)
৬৬. ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের মূলধন ব্যয় নিরূপণ করে। কারণ-
i প্রতিষ্ঠান বিভিন্ন উৎস হতে অর্থায়ন করে
ii বিভিন্ন উৎসের মূলধন ব্যয় সমান
iii বিভিন্ন উৎসের মূলধন ব্যয় ভিন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৭. শূণ্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে কোম্পানির বর্তমান বছরে যে লভ্যাংশ দিয়েছে, ভবিষ্যৎ বছর গুলোতে কী রূপ লভ্যাংশ দিবে?
Ο ক) বেশি
Ο খ) কম
Ο গ) সমান
Ο ঘ) অর্ধেক
সঠিক উত্তর: (গ)
৬৮. ব্যবসায় প্রতিষ্ঠানের মোট মূলধন, মালিকদের-
i ইক্যুইটির অংশ
ii ঋণের অংশ
iii দেনাদারের অংশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৯. নিচের কোনটি দীর্ঘমেয়াদি তহবিলে অন্যতম উৎস?
Ο ক) বাণিজ্যিক ব্যাংক
Ο খ) অর্জিত লভ্যাংশ
Ο গ) ব্যবসায়িক ঋণ
Ο ঘ) সংরক্ষিত তহবিল
সঠিক উত্তর: (ঘ)
৭০. মূলধন মাঠামো নির্বাচনে বিবেচনা করা হয়-
i কাম্য ঋণনীতি
ii মূলধন ব্যয়
iii বিনিয়োগ খাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭১. ব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন খরচ হিসেবে গণ্য করা হয়?
Ο ক) মূলধন খরচের
Ο খ) ব্যবসায়িক নীতির
Ο গ) ব্যয়নির্বাহে
Ο ঘ) ঋণদান নীতির
সঠিক উত্তর: (ক)
৭২. কোন আয়ের সাধারণ শেয়ার মূলধন না থাকায় সুযোগ ব্যয় নির্ণয় করা কঠিন হয়ে পড়ে?
Ο ক) মূলধন ব্যয়
Ο খ) সংরক্ষিত আয়
Ο গ) জ্যামিতিক বৃদ্ধির হার
Ο ঘ) সাধারণ স্টক
সঠিক উত্তর: (খ)
৭৩. সালমা ফ্রিজ কেনার জন্য ব্যাংক থেকে ১৫% সুদে ঋণ নেয় সালমার মূলধন খরচ কত?
Ο ক) ১০%
Ο খ) ১১%
Ο গ) ১৪%
Ο ঘ) ১৫%
সঠিক উত্তর: (ঘ)
৭৪. ব্যবসায় প্রতিষ্ঠানে মালিকদের ইক্যুইটি অংশ ও ঋণ এই দুইটির যোগফলকে বলে-
Ο ক) দায়
Ο খ) সম্পদ
Ο গ) মোট মূলধন
Ο ঘ) মালিকানা স্বত্বা
সঠিক উত্তর: (গ)
৭৫. নিচের কোনটি অর্থায়নের উৎস নয়?
Ο ক) নিজস্ব তহবিল
Ο খ) ধার
Ο গ) চুরি
Ο ঘ) ঋণ
সঠিক উত্তর: (ঘ)
৭৬. অর্থ সরবরাহকারীদের প্রত্যাশিত আয়ের ভিন্নতার কারণে কোনটির ভিন্নতা দেখা দেয়?
Ο ক) মূলধন খরচ হার
Ο খ) শেয়ার গ্রাহকের সংখ্যা
Ο গ) মূলধনী আয় হার
Ο ঘ) মূলধনী নীতি
সঠিক উত্তর: (ক)
৭৭. সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বশর্ত হিসেবে বিবেচিত হয় কোনটি?
Ο ক) সম্পদ ব্যয়
Ο খ) উপরিব্যয়
Ο গ) মূলধন ব্যয়
Ο ঘ) বন্টন ব্যয়
সঠিক উত্তর: (গ)
৭৮. প্রতিষ্টানের আর্থিক ব্যবস্থাপনার বিভ্ন্নি সিদ্ধান্ত গ্রহণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Ο ক) উৎপাদন ব্যয়
Ο খ) প্রশাসনিক ব্যয়
Ο গ) মূলধনায়িত ব্যয়
Ο ঘ) মূলধন ব্যয়
সঠিক উত্তর: (ঘ)
৭৯. বিনিয়োগকারীদের পত্যাশিত আয়কে ব্যবসায় কী বলা হয়?
Ο ক) মূলধন ব্যয়
Ο খ) মূনাফার হার
Ο গ) বিনিয়োগের সুদ
Ο ঘ) তহবিলের উৎস
সঠিক উত্তর: (ক)
৮০. সংরক্ষিত আয়ের ব্যয় নয়-
i সুদ খরচ
ii সুযোগ ব্যয়
iii লভ্যাংশ প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮১. সংরক্ষিত আয়ের কোন ধরনের ব্যয় রয়েছে?
Ο ক) সঞ্চিতি ব্যয়
Ο খ) সুযোগ ব্যয়
Ο গ) অর্থনৈতিক ব্যয়
Ο ঘ) বিনিয়োগ ব্যয়
সঠিক উত্তর: (খ)
৮২. ঋণপত্র বা ঋণকৃত মূলধনের কর-পূর্ব ব্যয় হলো ঋণপত্রের মালিকদের প্রদেয় হার-
Ο ক) করের হার
Ο খ) সুদের হার
Ο গ) গড় আয়ের হার
Ο ঘ) বিক্রয়মূল্য
সঠিক উত্তর: (খ)
৮৩. নিয়মানুগ ঝুঁকি বৃদ্ধির ফলে কোনটির সম্ভাবনা বৃদ্ধি পায়?
Ο ক) প্রত্যাশিত প্রাপ্তি
Ο খ) অপ্রত্যাশিত ঘটনা
Ο গ) লেনদেন
Ο ঘ) সুযোগ ব্যয়
সঠিক উত্তর: (ক)
৮৪. মূলধন খরচের ভিন্নতা নির্দেশ করে অর্থ বিনিয়োগকারীদের প্রত্যাশিত-
i আয়ের হারে ভিন্নতাকে
ii ঝুঁকির ধরনের ভিন্নতাকে
iii কর-পূর্ব ঋণ মূলধনের ভিন্নতাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৫. আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহীত ঋণ কখন ব্যবসায় প্রথিষ্ঠানের জন্য সুবিধা নিয়ে আসে?
Ο ক) করের হার কম হলে
Ο খ) প্রত্যন্ত কর আরোপ করলে
Ο গ) করের হার বেশি হলে
Ο ঘ) পরোক্ষ কর আরোপ করলে
সঠিক উত্তর: (ক)
৮৬. কোম্পানি অন্যান্য উৎসের ন্যায় কোনটির উপর সব সময় লভ্যাংশ দিতে বাধ্য থাকে না?
Ο ক) ইক্যুইটি মূলধনের
Ο খ) মূল্য তালিকা প্রকাশের
Ο গ) বিনিয়ো নিরাপত্তা বিধানের
Ο ঘ) ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের
সঠিক উত্তর: (ক)
৮৭. ঋণ মূলধন সরবরাহকারীদের প্রত্যাশিত আয় এবং সাধারণ শেয়ার মালিকদের প্রত্যাশিত আয় সর্বদা কীরূপ?
Ο ক) সমান হয়
Ο খ) অসমান হয়
Ο গ) অসীম হয়
Ο ঘ) শূণ্য হয়
সঠিক উত্তর: (খ)
৮৮. বিপ্লবের ব্যবসায়ের প্রতি ঝোঁক বেশি। তাই সে পড়াশোনা শেষ করে ঔষধের একটি বড় দোকান দেয়ার চিন্ত করে। এক্ষেত্রে ব্প্লিবের জন্য ঋণ মূলধনের প্রধান উৎস হবে-
i ব্যাংক
ii ঋনপত্র বিক্রয়
iii আর্থিক প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮৯. পাবলিক লি. কোং কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করে?
Ο ক) বিধিবদ্ধ সভা আহ্বান করে
Ο খ) পরিচালক নিয়োগ করে
Ο গ) সাধারণ শেয়ার বিক্রয় করে
Ο ঘ) অনাঙ্কিক শেয়ার বিক্রয় করে
সঠিক উত্তর: (গ)
৯০. ব্যবসায় প্রতিষ্ঠানে মূলধন ব্যয় নির্ণয় প্রয়োজন-
Ο ক) নতুন পন্য উৎপাদনে
Ο খ) মানবসম্পদ পরিকল্পনাতে
Ο গ) বিনিয়োগ প্রকল্প মূল্যায়নে
Ο ঘ) মোট ব্যয় নির্ণয়ে
সঠিক উত্তর: (গ)
৯১. ঋণপত্র বা অগ্রাধিকার শেয়ারকে কী হারে লভ্যাংশ প্রদান করা হয়?
Ο ক) নির্দিষ্ট হারে
Ο খ) ইচ্ছামতো
Ο গ) প্রত্যাশিত আয়ের উপর
Ο ঘ) সংরক্ষিত আয়ের উপর
সঠিক উত্তর: (ক)
৯২. শাকিল ওয়াশিং মেশিন কেনার জন্য ১৮% হারে ঋণ নিল। এক্ষেত্রে তার মূলধন খরচ কত হবে?
Ο ক) ২০%
Ο খ) ২২%
Ο গ) ১৮%
Ο ঘ) ১৫%
সঠিক উত্তর: (গ)
৯৩. শেয়ার মালিকরা শেয়ার ক্রয় করে-
i লভ্যাংশ পাওয়ার আশায়
ii মালিকানাসত্ত্ব লাভের আশায়
iii শেয়ারের মূল্যবৃদ্ধি থেকে লাভ প্রাপ্তির আশায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৯৪. একটি কোম্পানি ১০০০ টাকা লিখিত মূল্যের ১০ শতাংশ অগ্রাধিকার শেয়ার বাজারে ছাড়ল। প্রতিটি শেয়ার বিক্রি থেকে কোম্পানি ৮২০ টাকা পাওয়ার প্রত্যাশা করে। অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত?
Ο ক) ৮%
Ο খ) ১০.৫০%
Ο গ) ১২%
Ο ঘ) ১২.২০%
সঠিক উত্তর: (ঘ)
৯৫. ব্যবসায় প্রতিষ্ঠানে ইক্যুইটি অংশ এবং ঋণের যোগফলকে কী বলা হয়?
Ο ক) মোট শেয়ার মূলধন
Ο খ) মোট মূলধন
Ο গ) মোট ঋণ মূলধন
Ο ঘ) মোট গড় মূলধন
সঠিক উত্তর: (খ)
৯৬. শূণ্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণেয় প্রয়োজন-
i বছরের শেষে প্রত্যাশিত লভ্যাংশ
ii বছরের শুরুতে প্রত্যাশিত লভ্যাংশ
iii শেয়ার বাজারের বর্তমান মূল্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৯৭. লভ্যাংশ১ শেয়ার মূল্য০ এবং লভ্যাংশ বৃদ্ধির হার দ্বারা সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় হয়-
i মূল্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে
ii স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে
iii একক লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯৮. অর্থায়নের বিভন্ন উৎসের জন্যে প্রত্যাশিত আয়ের হারকে কী বলা হয়?
Ο ক) মূলধন বাজেটিং
Ο খ) মূলধন কাঠামো
Ο গ) উপরি ব্যয়
Ο ঘ) মূলধন ব্যয়
সঠিক উত্তর: (ঘ)
৯৯. সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের সূত্র হল-
i শূণ্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
ii স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
iii সংরক্ষিত লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০০. প্রতি শেয়ারে প্রদত্ত লভ্যাংশকে শেয়ারের বর্তমান বাজার মূল্য দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
Ο ক) অগ্রাধিকার শেয়ারের ব্যয়
Ο খ) সাধারণ শেয়ার মূলধন ব্যয়
Ο গ) সংরক্ষিত আয়ের ব্যয়
Ο ঘ) ঋণ মূলধন ব্যয়
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Finance