এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৬: মূলধন ব্যয় (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৬: মূলধন ব্যয় (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. একটি কোম্পানির মূলধন সংগ্রহের তহবিল যদি একাধিক হয়, তবে তার মূলধন খরচের গড় কে কী বলা হবে?
Ο ক) মূলধন
Ο খ) গড় মূলধন খরচ
Ο গ) মুলধন খরচ
Ο ঘ) মূলধন আয়
 সঠিক উত্তর: (খ)

 ৫২. মূলধন ব্যয়ের প্রয়োজন হয়-
i মূলধন কাঠামো নির্ধাণে
ii প্রকল্প মূল্যায়নে
iii মূলধনের উৎস বাছাইয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৩. শেয়ার মালিকদের লভ্যাংশ এবং শেয়ারের মূল্য বৃদ্ধিজনিত লাভ থেকে নির্ণিত প্রত্যাশিত আয়ের হারেকে কী বলা হয়?
Ο ক) সংরক্ষিত আয়ের ব্যয়
Ο খ) সাধারণ শেয়ার মূলধন ব্যয়
Ο গ) ঋণ মূলধন ব্যয়
Ο ঘ) গড় মূলধন ব্যয়
 সঠিক উত্তর: (খ)

 ৫৪. স্কয়ার লিমিটেড ১০% হারে ২০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করল, মুনাফার ওপর করের হার ৪০%। কর সমন্বয়কৃত মূলধন খরচ কত?
Ο ক) ৫%
Ο খ) ৬%
Ο গ) ৭%
Ο ঘ) ৮%
 সঠিক উত্তর: (খ)

 ৫৫. প্রতিটি তহবিলে উৎসের পৃথকভাবে মূলধন ব্যয় নির্ণয়ের প্রায়োজন হয় কেন?
Ο ক) উৎসমূহের মূলধন ব্যয় সমান হওয়ায়
Ο খ) উৎসমূহের মূলধন ব্যয় সমান না হওয়ায়
Ο গ) উৎসমূহের মূলধন পরিকল্পনায় ঘাটতি হওয়ায়
Ο ঘ) উৎসমূহের পর্জাপ্ত মূলধনের অভাব থাকায়
 সঠিক উত্তর: (খ)

 ৫৬. বিনিয়োগ বহুবিধকরণের মাধ্যমে কোন ধরণের ঝুঁকিকে হ্রাস করা যায়?
Ο ক) অনিয়মানুগ বা একক ঝুঁকি
Ο খ) সাধারণ ঝুঁকি
Ο গ) নিয়মানুগ বা বাজার ঝুঁকি
Ο ঘ) অভ্যন্তরীণ ঝুঁকি
 সঠিক উত্তর: (গ)

 ৫৭. বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের ওপর সর্বনিম্ন হারে যে আয় প্রয়োজন সে হারকে কী বলে?
Ο ক) মূলধন আয়
Ο খ) মূলধন খরচ
Ο গ) মূলধন ক্ষতি
Ο ঘ) মূলধন মুনাফা
 সঠিক উত্তর: (খ)

 ৫৮. সিদ্দিক তার মুদি দোকানটি সম্প্রসারণের উদ্দেশ্যে ঋণ গ্রহণের জন্য আগ্রহী। তার জন্য মূলধনের গ্রহণের প্রধান উৎস কোনটি?
Ο ক) অগ্রাধিকার শেয়ার
Ο খ) ব্যাংক ঋণ
Ο গ) সাধারণ শেয়ার
Ο ঘ) সংরক্তিত আয়
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের একটি সহজ পদ্ধতি কোনটি?
Ο ক) শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο খ) শূন্যহীন লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο গ) স্থিরহারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο ঘ) স্থিরহীন লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
 সঠিক উত্তর: (ক)

 ৬০. মূলধন খরচ প্রয়োগের পরিধি কতটুকু?
Ο ক) অর্থায়নের উৎস চিহ্নিতকরণ পর্যন্ত
Ο খ) বিনিয়োগের উৎস নির্বাচন পর্যন্ত
Ο গ) মূলধন ব্যয়ের হার নির্ধারণ পর্যন্ত
Ο ঘ) প্রকল্পের মূল্যায়ন পর্যন্ত
 সঠিক উত্তর: (ঘ)

 ৬১. মূলধন ব্যয় নির্ণয়ের প্রকারভেদ হল-
i ঋণ মূলধন ব্যয়
ii অগ্রাধিকার শেয়ারের ব্যয়
iii সাধারণ শেয়ার মূলধন ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬২. ব্যাংকের ধার্যকৃত সুদের হার ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য কী?
Ο ক) শূন্য লভ্যাংশ
Ο খ) মূলধন ব্যয়
Ο গ) স্থির লভ্যাংশ
Ο ঘ) মূলধন আয়
 সঠিক উত্তর: (খ)

 ৬৩. একটি কোম্পানির মূলধন সংগ্রহের তহবিল যদি দুটি হয়, তবে তার মূলধন খরচের গড়কে কী বলা হয়?
Ο ক) গড় মূলধন
Ο খ) গড় মোট খরচ
Ο গ) গড় মুনাফা আয়
Ο ঘ) গড় মূলধন খরচ
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. বিনিয়োগকারীদের বা শেয়ার মালিকদের লভ্যাংশ এবং শেয়ারের মূল্যবৃদ্ধি জনিত লাভ থেকে প্রত্যাশিত আয়ের হারকে বলে-
i শেয়ার মূলধন ব্যয়
ii ঋণমূলধন ব্যয়
iii সংরক্ষিত আয়ের ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৫. অর্থায়নের বিভিন্ন উৎসের জন্যে প্রত্যাশিত আয়ের হারকে কী বলা হয়?
Ο ক) মূলদন বাজেটিং
Ο খ) মূলধন কাঠামো
Ο গ) উপরি ব্যয়
Ο ঘ) মূলধন ব্যয়
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৬. ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের মূলধন ব্যয় নিরূপণ করে। কারণ-
i প্রতিষ্ঠান বিভিন্ন উৎস হতে অর্থায়ন করে
ii বিভিন্ন উৎসের মূলধন ব্যয় সমান
iii বিভিন্ন উৎসের মূলধন ব্যয় ভিন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৬৭. শূণ্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে কোম্পানির বর্তমান বছরে যে লভ্যাংশ দিয়েছে, ভবিষ্যৎ বছর গুলোতে কী রূপ লভ্যাংশ দিবে?
Ο ক) বেশি
Ο খ) কম
Ο গ) সমান
Ο ঘ) অর্ধেক
 সঠিক উত্তর: (গ)

 ৬৮. ব্যবসায় প্রতিষ্ঠানের মোট মূলধন, মালিকদের-
i ইক্যুইটির অংশ
ii ঋণের অংশ
iii দেনাদারের অংশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৯. নিচের কোনটি দীর্ঘমেয়াদি তহবিলে অন্যতম উৎস?
Ο ক) বাণিজ্যিক ব্যাংক
Ο খ) অর্জিত লভ্যাংশ
Ο গ) ব্যবসায়িক ঋণ
Ο ঘ) সংরক্ষিত তহবিল
 সঠিক উত্তর: (ঘ)

 ৭০. মূলধন মাঠামো নির্বাচনে বিবেচনা করা হয়-
i কাম্য ঋণনীতি
ii মূলধন ব্যয়
iii বিনিয়োগ খাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭১. ব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন খরচ হিসেবে গণ্য করা হয়?
Ο ক) মূলধন খরচের
Ο খ) ব্যবসায়িক নীতির
Ο গ) ব্যয়নির্বাহে
Ο ঘ) ঋণদান নীতির
 সঠিক উত্তর: (ক)

 ৭২. কোন আয়ের সাধারণ শেয়ার মূলধন না থাকায় সুযোগ ব্যয় নির্ণয় করা কঠিন হয়ে পড়ে?
Ο ক) মূলধন ব্যয়
Ο খ) সংরক্ষিত আয়
Ο গ) জ্যামিতিক বৃদ্ধির হার
Ο ঘ) সাধারণ স্টক
 সঠিক উত্তর: (খ)

 ৭৩. সালমা ফ্রিজ কেনার জন্য ব্যাংক থেকে ১৫% সুদে ঋণ নেয় সালমার মূলধন খরচ কত?
Ο ক) ১০%
Ο খ) ১১%
Ο গ) ১৪%
Ο ঘ) ১৫%
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৪. ব্যবসায় প্রতিষ্ঠানে মালিকদের ইক্যুইটি অংশ ও ঋণ এই দুইটির যোগফলকে বলে-
Ο ক) দায়
Ο খ) সম্পদ
Ο গ) মোট মূলধন
Ο ঘ) মালিকানা স্বত্বা
 সঠিক উত্তর: (গ)

 ৭৫. নিচের কোনটি অর্থায়নের উৎস নয়?
Ο ক) নিজস্ব তহবিল
Ο খ) ধার
Ο গ) চুরি
Ο ঘ) ঋণ
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৬. অর্থ সরবরাহকারীদের প্রত্যাশিত আয়ের ভিন্নতার কারণে কোনটির ভিন্নতা দেখা দেয়?
Ο ক) মূলধন খরচ হার
Ο খ) শেয়ার গ্রাহকের সংখ্যা
Ο গ) মূলধনী আয় হার
Ο ঘ) মূলধনী নীতি
 সঠিক উত্তর: (ক)

 ৭৭. সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বশর্ত হিসেবে বিবেচিত হয় কোনটি?
Ο ক) সম্পদ ব্যয়
Ο খ) উপরিব্যয়
Ο গ) মূলধন ব্যয়
Ο ঘ) বন্টন ব্যয়
 সঠিক উত্তর: (গ)

 ৭৮. প্রতিষ্টানের আর্থিক ব্যবস্থাপনার বিভ্ন্নি সিদ্ধান্ত গ্রহণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Ο ক) উৎপাদন ব্যয়
Ο খ) প্রশাসনিক ব্যয়
Ο গ) মূলধনায়িত ব্যয়
Ο ঘ) মূলধন ব্যয়
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৯. বিনিয়োগকারীদের পত্যাশিত আয়কে ব্যবসায় কী বলা হয়?
Ο ক) মূলধন ব্যয়
Ο খ) মূনাফার হার
Ο গ) বিনিয়োগের সুদ
Ο ঘ) তহবিলের উৎস
 সঠিক উত্তর: (ক)

 ৮০. সংরক্ষিত আয়ের ব্যয় নয়-
i সুদ খরচ
ii সুযোগ ব্যয়
iii লভ্যাংশ প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৮১. সংরক্ষিত আয়ের কোন ধরনের ব্যয় রয়েছে?
Ο ক) সঞ্চিতি ব্যয়
Ο খ) সুযোগ ব্যয়
Ο গ) অর্থনৈতিক ব্যয়
Ο ঘ) বিনিয়োগ ব্যয়
 সঠিক উত্তর: (খ)

 ৮২. ঋণপত্র বা ঋণকৃত মূলধনের কর-পূর্ব ব্যয় হলো ঋণপত্রের মালিকদের প্রদেয় হার-
Ο ক) করের হার
Ο খ) সুদের হার
Ο গ) গড় আয়ের হার
Ο ঘ) বিক্রয়মূল্য
 সঠিক উত্তর: (খ)

 ৮৩. নিয়মানুগ ঝুঁকি বৃদ্ধির ফলে কোনটির সম্ভাবনা বৃদ্ধি পায়?
Ο ক) প্রত্যাশিত প্রাপ্তি
Ο খ) অপ্রত্যাশিত ঘটনা
Ο গ) লেনদেন
Ο ঘ) সুযোগ ব্যয়
 সঠিক উত্তর: (ক)

 ৮৪. মূলধন খরচের ভিন্নতা নির্দেশ করে অর্থ বিনিয়োগকারীদের প্রত্যাশিত-
i আয়ের হারে ভিন্নতাকে
ii ঝুঁকির ধরনের ভিন্নতাকে
iii কর-পূর্ব ঋণ মূলধনের ভিন্নতাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৫. আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহীত ঋণ কখন ব্যবসায় প্রথিষ্ঠানের জন্য সুবিধা নিয়ে আসে?
Ο ক) করের হার কম হলে
Ο খ) প্রত্যন্ত কর আরোপ করলে
Ο গ) করের হার বেশি হলে
Ο ঘ) পরোক্ষ কর আরোপ করলে
 সঠিক উত্তর: (ক)

 ৮৬. কোম্পানি অন্যান্য উৎসের ন্যায় কোনটির উপর সব সময় লভ্যাংশ দিতে বাধ্য থাকে না?
Ο ক) ইক্যুইটি মূলধনের
Ο খ) মূল্য তালিকা প্রকাশের
Ο গ) বিনিয়ো নিরাপত্তা বিধানের
Ο ঘ) ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের
 সঠিক উত্তর: (ক)

 ৮৭. ঋণ মূলধন সরবরাহকারীদের প্রত্যাশিত আয় এবং সাধারণ শেয়ার মালিকদের প্রত্যাশিত আয় সর্বদা কীরূপ?
Ο ক) সমান হয়
Ο খ) অসমান হয়
Ο গ) অসীম হয়
Ο ঘ) শূণ্য হয়
 সঠিক উত্তর: (খ)

 ৮৮. বিপ্লবের ব্যবসায়ের প্রতি ঝোঁক বেশি। তাই সে পড়াশোনা শেষ করে ঔষধের একটি বড় দোকান দেয়ার চিন্ত করে। এক্ষেত্রে ব্প্লিবের জন্য ঋণ মূলধনের প্রধান উৎস হবে-
i ব্যাংক
ii ঋনপত্র বিক্রয়
iii আর্থিক প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৮৯. পাবলিক লি. কোং কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করে?
Ο ক) বিধিবদ্ধ সভা আহ্বান করে
Ο খ) পরিচালক নিয়োগ করে
Ο গ) সাধারণ শেয়ার বিক্রয় করে
Ο ঘ) অনাঙ্কিক শেয়ার বিক্রয় করে
 সঠিক উত্তর: (গ)

 ৯০. ব্যবসায় প্রতিষ্ঠানে মূলধন ব্যয় নির্ণয় প্রয়োজন-
Ο ক) নতুন পন্য উৎপাদনে
Ο খ) মানবসম্পদ পরিকল্পনাতে
Ο গ) বিনিয়োগ প্রকল্প মূল্যায়নে
Ο ঘ) মোট ব্যয় নির্ণয়ে
 সঠিক উত্তর: (গ)

 ৯১. ঋণপত্র বা অগ্রাধিকার শেয়ারকে কী হারে লভ্যাংশ প্রদান করা হয়?
Ο ক) নির্দিষ্ট হারে
Ο খ) ইচ্ছামতো
Ο গ) প্রত্যাশিত আয়ের উপর
Ο ঘ) সংরক্ষিত আয়ের উপর
 সঠিক উত্তর: (ক)

 ৯২. শাকিল ওয়াশিং মেশিন কেনার জন্য ১৮% হারে ঋণ নিল। এক্ষেত্রে তার মূলধন খরচ কত হবে?
Ο ক) ২০%
Ο খ) ২২%
Ο গ) ১৮%
Ο ঘ) ১৫%
 সঠিক উত্তর: (গ)

 ৯৩. শেয়ার মালিকরা শেয়ার ক্রয় করে-
i লভ্যাংশ পাওয়ার আশায়
ii মালিকানাসত্ত্ব লাভের আশায়
iii শেয়ারের মূল্যবৃদ্ধি থেকে লাভ প্রাপ্তির আশায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৯৪. একটি কোম্পানি ১০০০ টাকা লিখিত মূল্যের ১০ শতাংশ অগ্রাধিকার শেয়ার বাজারে ছাড়ল। প্রতিটি শেয়ার বিক্রি থেকে কোম্পানি ৮২০ টাকা পাওয়ার প্রত্যাশা করে। অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত?
Ο ক) ৮%
Ο খ) ১০.৫০%
Ο গ) ১২%
Ο ঘ) ১২.২০%
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৫. ব্যবসায় প্রতিষ্ঠানে ইক্যুইটি অংশ এবং ঋণের যোগফলকে কী বলা হয়?
Ο ক) মোট শেয়ার মূলধন
Ο খ) মোট মূলধন
Ο গ) মোট ঋণ মূলধন
Ο ঘ) মোট গড় মূলধন
 সঠিক উত্তর: (খ)

 ৯৬. শূণ্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণেয় প্রয়োজন-
i বছরের শেষে প্রত্যাশিত লভ্যাংশ
ii বছরের শুরুতে প্রত্যাশিত লভ্যাংশ
iii শেয়ার বাজারের বর্তমান মূল্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৯৭. লভ্যাংশ১ শেয়ার মূল্য০ এবং লভ্যাংশ বৃদ্ধির হার দ্বারা সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় হয়-
i মূল্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে
ii স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে
iii একক লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৯৮. অর্থায়নের বিভন্ন উৎসের জন্যে প্রত্যাশিত আয়ের হারকে কী বলা হয়?
Ο ক) মূলধন বাজেটিং
Ο খ) মূলধন কাঠামো
Ο গ) উপরি ব্যয়
Ο ঘ) মূলধন ব্যয়
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৯. সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের সূত্র হল-
i শূণ্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
ii স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
iii সংরক্ষিত লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১০০. প্রতি শেয়ারে প্রদত্ত লভ্যাংশকে শেয়ারের বর্তমান বাজার মূল্য দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
Ο ক) অগ্রাধিকার শেয়ারের ব্যয়
Ο খ) সাধারণ শেয়ার মূলধন ব্যয়
Ο গ) সংরক্ষিত আয়ের ব্যয়
Ο ঘ) ঋণ মূলধন ব্যয়
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post