এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৮: মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৮: মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. কাগজি মুদ্রার ব্যাপক প্রসার লাভের কারণ-
i কাগজের সহজলভ্যতা
ii সহজে বহন যোগ্যতা
iii অধিক নিরাপত্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫২. কোন সময়কালকে বৈদিক যুগ বলা হয়?
Ο ক) ২০০০-১৩৫০ খ্রিষ্টপূর্ব
Ο খ) ২০০০-১২৫০ খ্রিষ্টপূর্ব
Ο গ) ২০০০-১১৫০ খ্রিষ্টপূর্ব
Ο ঘ) ২০০০-১০৫০ খ্রিষ্টপূর্ব
 সঠিক উত্তর: (গ)

 ১৫৩. রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৯২৫ সালে
Ο খ) ১৯২৭ সালে
Ο গ) ১৯৩০ সালে
Ο ঘ) ১৯৩৫ সালে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৪. বেসরকারি খাতে আরও কিছু নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়-
i বেসরকারি খাতে
ii নব্বই দশক পরবর্তীতে
iii সরকারি খাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৫৫. ব্যাংক জনগণের নিকট থেকে অর্থ সঞ্চয় করে কোন হিসাবে?
Ο ক) আমানত হিসাবে
Ο খ) সঞ্চয় হিসাবে
Ο গ) ঋণ হিসাবে
Ο ঘ) সম্পদ হিসাবে
 সঠিক উত্তর: (ক)

 ১৫৬. ১৮৭৩ সালে চট্টগ্রামে কোন ব্যাংকের প্রধান শাখা স্থাপন করা হয়?
Ο ক) দি বেঙ্গল ব্যাংক
Ο খ) ব্যাংক অব কলিকাতা
Ο গ) ব্যাংক অব বোম্বে
Ο ঘ) দি হিন্দুস্তান ব্যাংক
 সঠিক উত্তর: (ক)

 ১৫৭. ১৭৮৪ সালে পূর্ব ভারতে কোন ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
Ο ক) দি হিন্দুস্তান ব্যাংক
Ο খ) দি বেঙ্গল ব্যাংক
Ο গ) ব্যাংক অব কলিকাতা
Ο ঘ) ব্যাংক অব বোম্বে
 সঠিক উত্তর: (খ)

 ১৫৮. ইউরোপিয়রা বেঞ্চে বসে যে ব্যবসা করত তা হলো-
i. অর্থ জমা রাখা
ii. অর্থের কারেন্সি নীতি চালু করা
iii. অর্থ ধার দেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৫৯. মানুষের জ্ঞান ও বুদ্ধির পরিধি বাড়ার সাথে সাথে প্রসার ঘটে-
Ο ক) আধুনিক প্রযুক্তির
Ο খ) ব্যবসায় বাণিজ্যের
Ο গ) বিনিময় কর্মকান্ডের
Ο ঘ) শিল্প প্রতিষ্ঠানের
 সঠিক উত্তর: (গ)

 ১৬০. ২০১২ সালের প্রথমার্ষে বাংলাদেশে নতুন করে আরও কতটি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়?
Ο ক) ৭ টি
Ο খ) ৯ টি
Ο গ) ১১ টি
Ο ঘ) ৫ টি
 সঠিক উত্তর: (খ)

 ১৬১. কাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়?
Ο ক) কড়ি
Ο খ) মুদ্রা
Ο গ) ব্যবস্থাপনা
Ο ঘ) বিনিময় কর্মকান্ড
 সঠিক উত্তর: (খ)

 ১৬২. দি হিন্দুস্তান ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৮০০০ সালে
Ο খ) ১৯২০ সালে
Ο গ) ১৭৫০ সালে
Ο ঘ) ১৭০০ সালে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৩. বাংলাদেশে ইসলামি ব্যাংক কয়টি?
Ο ক) ৪ টি
Ο খ) ৯ টি
Ο গ) ৭ টি
Ο ঘ) ৫ টি
 সঠিক উত্তর: (গ)

 ১৬৪. ব্যাংকিং ব্যবসায়ের উন্নতিকল্পে খ্রিষ্টপূর্ব ৪০০ সাল পর্যন্ত কার অবদান গুরুত্বপূর্ণ?
Ο ক) মহাজনশ্রেণীর
Ο খ) বণিক শ্রেণীর
Ο গ) প্রাচীন সভ্যতার
Ο ঘ) ব্যাবিলনীয় সভ্যতার
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৫. মুদ্রা ব্যবস্থার আবির্ভাবের পর থেকে কোনটি শুরু হয়?
Ο ক) ব্যবসায় বাণিজ্য
Ο খ) লেনদেন
Ο গ) ব্যাংক
Ο ঘ) বীমা
 সঠিক উত্তর: (গ)

 ১৬৬. সেবার মূল্য পরিমাপক কোনটি?
Ο ক) তামা
Ο খ) টাকা
Ο গ) কড়ি
Ο ঘ) মাটি
 সঠিক উত্তর: (ক)

 ১৬৭. ব্যাংক সঞ্চয়কারীকে টাকা ফেরত দিতে বাধ্য থাকে কখন?
Ο ক) যেকোনো সময়
Ο খ) নির্দিষ্ট সময়ের অতিরিক্ত সময়ে
Ο গ) নির্দিষ্ট সময়ের আগে
Ο ঘ) নির্দিষ্ট সময়ান্তে
 সঠিক উত্তর: (গ)

 ১৬৮. কোন শব্দটির আভিধানিক অর্থ কোনো বস্তু বিশেষের স্তূপ, কোষাগার বা লম্বা টেবিল?
Ο ক) মুদ্রা
Ο খ) প্রত্যয়নপত্র
Ο গ) ব্যাংক
Ο ঘ) চালান
 সঠিক উত্তর: (গ)

 ১৬৯. কোনটির অস্তিত্বহীনতা সঞ্চয়ের কাজকে দুরূহ করে দেয়?
Ο ক) টাকার
Ο খ) অলংকারের
Ο গ) কষ্টি পাথরের
Ο ঘ) পোড়া মাটির
 সঠিক উত্তর: (ক)

 ১৭০. ব্যাংক মুনাফা লাভ করে কীভাবে?
Ο ক) জনগণকে ঋণ প্রদান করে
Ο খ) জনগণের কাছ থেকে ঋণ গ্রহণ করে
Ο গ) অন্য ব্যাংকের তালিকাভুক্ত করে
Ο ঘ) ব্যাংকের শাখা সৃষ্টি করে
 সঠিক উত্তর: (ক)

 ১৭১. ব্যাংক আমানত সৃষ্টি করে কী ভাবে?
Ο ক) প্রয়োজনীয় অর্থ সংগ্রহের মাধ্যমে
Ο খ) দ্রব্যের বিনিময়ের মাধ্যমে
Ο গ) লেনদেন নিষ্পত্তির মাধ্যমে
Ο ঘ) প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ সংগ্রহের মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ১৭২. কাগজি মুদ্রা ব্যাপক প্রসার লাভ করেছে-
i. সহজলভ্যতার জন্যে
ii. সহজে বহনযোগ্যতার জন্যে
iii. নিরাপত্তার জন্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৩. ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন কোন দেশের মালিকানায় প্রতিষ্ঠিত একটি ব্যাংক?
Ο ক) পশ্চিম পাকিস্তান
Ο খ) পূর্ব পাকিস্তান
Ο গ) ভারত
Ο ঘ) মালয়েশিয়া
 সঠিক উত্তর: (খ)

 ১৭৪. জনাব মানিক তার বাড়ি মেরামত করার জন্যে একজন শ্রমিক নিয়োগ করলেন । শ্রমিকের দৈনিক মজুরি ১৫০০ টাকা নির্ধারণ করলেন।এক্ষেত্রে শ্রমিকের নির্ধারিত মজুরি মুদ্রার কোন কাজকে নির্দেশ করছে?
Ο ক) বিনিময়ের মাধ্যম
Ο খ) সঞ্চয়ের বাহন
Ο গ) মূল্যের মান নিয়ন্ত্রক
Ο ঘ) মূল্যের পরিমাপক
 সঠিক উত্তর: (গ)

 ১৭৫. ঊনবিংশ শতাব্দীর শুরুতে কোন মুদ্রা প্রচলিত হয়?
Ο ক) কাগজি মুদ্রা
Ο খ) বিনিময় মুদ্রা
Ο গ) ধাতব মুদ্রা
Ο ঘ) ঐচ্ছিক মুদ্রা
 সঠিক উত্তর: (ক)

 ১৭৬. মুদ্রা কোন ব্যবসায়ের প্রধান উপাদান?
Ο ক) বিমা ব্যবসায়
Ο খ) ব্যাংক ব্যবসায়
Ο গ) ট্রাভেল এজেন্সি ব্যবসায়
Ο ঘ) এনজিও ব্যবসায়
 সঠিক উত্তর: (খ)

 ১৭৭. কীসের মাধ্যমে পণ্য বিনিময়ের অসুবিধাসমূহ দূর করা হয়?
Ο ক) জাহাজের আবিষ্কার
Ο খ) ধাতব মুদ্রার প্রচলনের মাধ্যমে
Ο গ) ভৌগোলিক যোগাযোগ বৃদ্ধি
Ο ঘ) মানুষের দৈনন্দিন চাহিা বৃদ্ধি
 সঠিক উত্তর: (খ)

 ১৭৮. এক দেশ থেকে আরেক দেশে অর্থ স্থানান্তর বেশ কঠিন কেন?
Ο ক) আইনগত জটিলতার কারণে
Ο খ) ভিন্ন ভিন্ন মুদ্রা থাকার কারণে
Ο গ) নিরাপত্তাহীনতার জন্য
Ο ঘ) বাট্টাকরণ করতে না পারার জন্য
 সঠিক উত্তর: (খ)

 ১৭৯. আজকের ব্যাংকিং ব্যবস্থা কিসের ধারাবাহিকতার ফসল-
i মুদ্রা ও অর্থ
ii পুঁজি ও মূলধন
iii বিনিয়োগ ও সঞ্চয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৮০. ব্যাংকের কাজের অন্তর্ভূক্ত তল-
i সম্পদ অনুসন্ধান
ii পরামর্শ দান
iii বাড়ি ভাড়া আদায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৮১. মুদ্রা কী?
Ο ক) প্রয়োজনীয় বস্তু
Ο খ) মূল্যবান ধাতব
Ο গ) বিনিময়ের মাধ্যম
Ο ঘ) লেনদেনের নিয়ামক
 সঠিক উত্তর: (গ)

 ১৮২. ব্যাংক অব ভ্যানিস কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১২৫৭
Ο খ) ১৩৬৭
Ο গ) ১১৬৭
Ο ঘ) ১১৫৭
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৩. ধাতব পদার্থের ঘাটটি দেখা দেওয়ার কারণ কোনটি?`
Ο ক) জনসংখ্যা বৃদ্ধি
Ο খ) প্রচলন
Ο গ) মূল্য বৃদ্ধি
Ο ঘ) মূল্য হ্রাস
 সঠিক উত্তর: (ক)

 ১৮৪. ধাতব পদার্থ সরবরাহের ঘাটতির প্রধান কারণ ছিল কোনটি?
Ο ক) মূল্যবান বস্তু
Ο খ) জনসংখ্যা বৃদ্ধি
Ο গ) ব্যবহার কষ্টসাধ্য
Ο ঘ) বহন কষ্টসাধ্য
 সঠিক উত্তর: (খ)

 ১৮৫. ১৯০০ সালে দি বেঙ্গল ব্যাংক কোথায় নিজেদের একটি শাখা খুলে ব্যাংকিং কার্যক্রম শুরু করে?
Ο ক) ব্রাক্ষ্মণবাড়িয়া
Ο খ) কুমিল্লা
Ο গ) চাঁদপুর
Ο ঘ) সিলেট
 সঠিক উত্তর: (গ)

 ১৮৬. বাংলাদেশে সরকারি বিহিত মুদ্রার সংখ্যা কয়টি?
Ο ক) ১৪ টি
Ο খ) ২ টি
Ο গ) ১৬ টি
Ο ঘ) ১৭ টি
 সঠিক উত্তর: (খ)

 ১৮৭. ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
Ο ক) ব্যাংক অব ইন্ডিয়া
Ο খ) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া
Ο গ) দি হিন্দুস্তান ব্যাংক
Ο ঘ) ব্যাংক অব বোম্বে
 সঠিক উত্তর: (খ)

 ১৮৮. প্রাচীনকালে মুদ্রা হিসেবে কী ব্যবহৃত হতো?
Ο ক) ইটের টুকরা
Ο খ) কাঠের টুকরা
Ο গ) হাঁড়ের টুকরা
Ο ঘ) পাথর
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৯. জনগণের অর্থ সংগ্রহের মাধ্যমে ব্যাংক কী সৃষ্টি করে?
Ο ক) আমানত
Ο খ) ঋণ
Ο গ) সম্পদ
Ο ঘ) ব্যয়
 সঠিক উত্তর: (ক)

 ১৯০. ব্যাংকার কে?
Ο ক) ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি
Ο খ) যাদের আয় থেকে ঋণ প্রদান করা হয়
Ο গ) ব্যাংকিং কার্যাবলি পরিচালনা করেন যে ব্যক্তি
Ο ঘ) ব্যবসায়িক পরামর্শদাতা
 সঠিক উত্তর: (গ)

 ১৯১. কার ইতিহাস খুবই বিচিত্র?
Ο ক) মানুষের
Ο খ) মূল্যবান পাথরের
Ο গ) মুদ্রার
Ο ঘ) ব্যাংকের
 সঠিক উত্তর: (গ)

 ১৯২. মুদ্রা বলতে আমরা বুঝি-
i. এটি বিনিময়ের মাধ্যম
ii. ইহা সকলের নিকট গ্রহণীয়
iii. এটি সঞ্চয়ের বাহন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৩. এরশাদ সাহেব দোকান থেকে দ্রব্যসামগ্রি কেনার পর দোকানদারকে যে মুদ্রা প্রদান করল তা সহজলভ্য,সহজে বহনযোগ্য ও নিরাপদ। এক্ষেত্রে রহিম সাহেব কোন ধরনের মুদ্রার ব্যবহার করেছে?
Ο ক) পোড়ামাটির মুদ্রা
Ο খ) কাগজি মুদ্রা
Ο গ) কড়ির মুদ্রা
Ο ঘ) ধাতব মুদ্রা
 সঠিক উত্তর: (খ)

 ১৯৪. ব্যাংকিং ব্যবসায়ের ও উত্তরোত্তর উন্নতি সাধনে গুরুত্বপূর্ণ অবদান রাখে-
i গ্রিক সভ্যতা
ii ব্যাবিলনীয় সভ্যতা
iii রোমান সভ্যতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৫. মুদ্রা কোন ব্যবসায়ের প্রধান উপাদান?
Ο ক) পাবলিকেশন ব্যবসা
Ο খ) ট্রাভেল এজেন্সি ব্যবসা
Ο গ) খাদ্য উৎপাদনকারী ব্যবসা
Ο ঘ) ব্যাংক ব্যবসা
 সঠিক উত্তর: (ক)

 ১৯৬. সবুজ ২ কেজি চালের বিনিময়ে জামালের কাছ থেকে একটি ইলিশ মাছ ক্রয় করল। এটা কোন ধরণের ব্যবসায়িক প্রথা?
Ο ক) লেনদেন প্রথা
Ο খ) বিনিময় প্রথা
Ο গ) বাণিজ্য প্রথা
Ο ঘ) শিল্প প্রথা
 সঠিক উত্তর: (খ)

 ১৯৭. আমরা কেন খুব সহজেই টাকার মান নির্ধারণ করতে পারি?
Ο ক) টাকার অস্তিত্ব আছে বলে
Ο খ) টাকা সহজলভ্য বলে
Ο গ) টাকার মূল্য বেশি বলে
Ο ঘ) টাকার সুবিধা বেশি বলে
 সঠিক উত্তর: (ক)

 ১৯৮. মূলত ব্যাংকিং ব্যবস্থার শুরু হয়-
i মুদ্রা ব্যবস্থার আবির্ভাবের পর থেকে
ii ব্যবসায় বাণিজ্য সম্প্রসারণের শুরু থেকে
iii মুদ্রা ব্যবহারের প্রথম যুগ থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৯৯. মি. জামান তার সাংসারিক ব্যয় মিটানোর পর তার সঞ্চিত অর্থ ব্যাংকে জমা করেন। এখানে মি. জামান হলেন-
i. আমানতকারী
ii. বিনিয়োগকারী
iii. ঋণগ্রহীতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২০০. ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয় কখন?
Ο ক) বাণিজ্য প্রচলনের পর
Ο খ) বিনিময় প্রথা প্রচলনের পর
Ο গ) মুদ্রা প্রচলনের পর
Ο ঘ) লেনদেন প্রচলনের পর
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post