ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৫: মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. গড় মুনাফার হার পদ্ধতির মূল অসুবিধা হলো
i এটি নগদ প্রবাহ বিবেচনা করে না
ii এটি অর্থের সময়মূল্য বিবেচনা করে না
iii এটিতে অনুমান বেশি ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০২. নিচের কোনটি স্থায়ী খরচ?
Ο ক) অবচয়
Ο খ) কর্মচারীর বেতন
Ο গ) কাঁচামাল ক্রয়
Ο ঘ) অন্যান্য পরিচালনা খরচ
সঠিক উত্তর: (ক)
১০৩. ক্রমযোজিত নগদ বিনিয়োগকৃত মূলধনের সমান না হওয়া পর্জন্ত নগদ আন্ত:প্রবাহ গুলোকে কী করা হয়?
Ο ক) ক্রমান্বয়ে যোগ করা হয়
Ο খ) ক্রমান্বয়ে বিয়োগ করা হয়
Ο গ) ক্রমান্বয়ে ভাগ করা হয়
Ο ঘ) ক্রমান্বয়ে গুণ করা হয়
সঠিক উত্তর: (ক)
১০৪. বিনিয়োগ প্রকল্প থেকে কত বছর ধরে নগদ প্রবাহ পাওয়া যায়?
Ο ক) ৫ বছর
Ο খ) ৬ বছর
Ο গ) ৩ বছর
Ο ঘ) বেশ কয়েক বছর
সঠিক উত্তর: (ঘ)
১০৫. কোনো কোম্পানির ২০১০ সালের নিট মুনাফা ২,০০.০০০ টাকা এবং অবচয় ৫০,০০০ টাকা হলে উক্ত কোম্পানির ২০১০ সালের নগদ আণ্ত:প্রবাহ কত?
Ο ক) ২,০০,০০০
Ο খ) ২,৫০,০০০
Ο গ) ১,৫০,০০০
Ο ঘ) ৫০,০০০
সঠিক উত্তর: (খ)
১০৬. নতুন ব্যবসায় শুরু করতে হলে কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য মূলধন বাজেটিং পদ্ধতি ব্যবহার করা হয়?
Ο ক) স্থান নির্বাচন
Ο খ) ব্যবসায়ের ধরন নির্বাচন
Ο গ) স্থায়ী সম্পত্তি ক্রয়
Ο ঘ) কর্মচারী নিয়োগ
সঠিক উত্তর: (গ)
১০৭. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত মূলধন বাজেটিং প্রক্রিয়া জড়িত ধাপ কতটি?
Ο ক) ২ টি
Ο খ) ৫ টি
Ο গ) ৪ টি
Ο ঘ) ৩ টি
সঠিক উত্তর: (ঘ)
১০৮. প্রতিষ্ঠানের মোট ব্যবয়ের মাধ্যমে কোনটি নির্ণয় করা হয়?
Ο ক) নগদ প্রবাহ
Ο খ) নগদ বহি:প্রবাহ
Ο গ) নগদ আন্ত:প্রবাহ
Ο ঘ) ক্রমযোজিত নগদ প্রবাহ
সঠিক উত্তর: (খ)
১০৯. একটি প্রকল্পে গড় মুনাফা হার ২৫% এবং অন্য একটি প্রকল্পের গড় মুনাফা হার ২২%। দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি গ্রহনযোগ্য?
Ο ক) দ্বিতীয়টি
Ο খ) প্রথমটি
Ο গ) উভয়ই
Ο ঘ) কোনোটি নয়
সঠিক উত্তর: (খ)
১১০. প্রকল্প থেকে আগত আন্ত:প্রবাহ সমান না হলে পে-ব্যাক সময় নির্ণয় করা হয় কীভাবে?
Ο ক) আন্ত:নগদ প্রবাহ ব্যবহার করে
Ο খ) বহি:নগদ প্রবাহ ব্যবহার করে
Ο গ) ক্রমযোজিত নগদ প্রবাহ ব্যবহার করে
Ο ঘ) নিট বর্তমান মূল্য ব্যবহার করে
সঠিক উত্তর: (গ)
১১১. নতুন পণ্য বাজারে ছাড়ার আগে বিষয় যাচাই করতে হয়-
i বাজার চাহিদা
ii সম্ভাব্য আয়
iii উৎপাদন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১২. বিডি ফুড কোম্পানি তাদের ম্যাংগো জুসের পাশাপাশি যদি আঙুরের জুস বাজারে ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করে, এ ক্ষেত্রে এ পণ্য বাজারে ছাড়ার লাভজনকতা কীভাবে নির্ণয় করবে?
Ο ক) ঝুঁকি মূল্যায়ন করে
Ο খ) মুনাফা বাজেটিং পদ্ধতির মাধ্যমে
Ο গ) মূলধন বাজেটিং পদ্ধতির মাধ্যমে
Ο ঘ) ব্যয়-সংকোচন পদ্ধতির মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
১১৩. মূলধন বাজেটিংয়ের ব্যর্থতার দায়িত্ব কার?
Ο ক) ব্যবস্থাপক
Ο খ) অর্থ-ব্যবস্থাপক
Ο গ) ঝুঁকি ব্যবস্থাপক
Ο ঘ) হিসাব ব্যবস্থাপক
সঠিক উত্তর: (খ)
১১৪. কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকা নির্ভর করে কীসের ওপর?
Ο ক) স্বল্পমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের
Ο খ) মধ্যমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের
Ο গ) দীর্ঘমেয়াদি বিনিয়ো সিদ্ধান্তের
Ο ঘ) সম আয়-ব্যয় প্রবাহেরন সিদ্ধান্তের
সঠিক উত্তর: (গ)
১১৫. ব্যবসায় প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য কী?
Ο ক) ঝুঁকি বন্টন
Ο খ) মুনাফা আর্জন
Ο গ) মূলধন বাজেটিং
Ο ঘ) খরচ কমানো
সঠিক উত্তর: (খ)
১১৬. বাট্ট হারের প্রয়োজন হয় কেন?
Ο ক) নগদ প্রবাহ প্রাক্কলন করতে
Ο খ) মূলধন বাজেট প্রস্তুত করতে
Ο গ) প্রকল্পের আয়-ব্যয় নির্ণয় করতে
Ο ঘ) নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করতে
সঠিক উত্তর: (ঘ)
১১৭. মূলধন বাজেটিং সিদ্ধান্তের জন্য বড় অঙ্কের তহবিল কেন প্রয়োজন?
i শ্রকিকদের বৃহৎ বেতন প্রদান
ii বিনিয়োগে
iii স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৮. নিচের কোনটি বিনিয়োগের একটি মূল্যায়ন প্রক্রিয়া?
Ο ক) মূলধন বাজেটিং
Ο খ) অর্থের সময়মূল্য
Ο গ) বাট্টার হার নির্ধারণ
Ο ঘ) বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য নীতি
সঠিক উত্তর: (ক)
১১৯. কোনটি যত বেশি হয় তত ভালো?
Ο ক) গড় মুনাফার হার
Ο খ) নিট মুনাফার হার
Ο গ) উৎপাদন
Ο ঘ) খরচ
সঠিক উত্তর: (ক)
১২০. কোনো প্রতিষ্ঠান নতুন পণ্য বাজারে ছাড়ার আগে নিচের কোনটি প্রয়োগ করে নতুন পণ্যের সম্ভাবনা বিচার করে?
Ο ক) বাজার নীরিক্ষণ
Ο খ) মূলধন বাজেটিং
Ο গ) বিকল্প দ্রব্য নীরিক্ষণ
Ο ঘ) ভোক্তার রুচি
সঠিক উত্তর: (খ)
১২১. উৎপাদন পদ্ধতি প্রতিস্থাপন ও আধুনিকায়নে কীসের প্রয়োগ লক্ষ করা যায়?
Ο ক) মূলধন বাজেটিংয়ের
Ο খ) মূলধন প্রয়োগের
Ο গ) আন্ত:প্রবাহের
Ο ঘ) বহি:প্রবাহের
সঠিক উত্তর: (ক)
১২২. নিট নগদ প্রবাহ নির্ধারণ করার সময় জানতে হয়-
i পরিচালনা ব্যয়
ii প্রকল্পের আয়
iii প্রকল্পের আয়ুষ্কাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৩. কোনটি নগদ প্রবাহ বৃদ্ধির সাথে জড়িত?
Ο ক) বিমা খরচ
Ο খ) কাঁচামাল ক্রয়
Ο গ) ব্যবসায় সম্প্রসারণ
Ο ঘ) কর্মচারীদের বেতন
সঠিক উত্তর: (গ)
১২৪. কিসের ভিত্তিতে প্রতিষ্ঠানের প্রকল্প নির্বাচন করা হয়?
Ο ক) মূলধন কাঠামো অনুসারে
Ο খ) মূলধনের পর্জাপ্ততা অনুসারে
Ο গ) লভ্যাংশ নীতি অনুসারে
Ο ঘ) আন্তর্জাতিক তহবিলের উৎস অনুসারে
সঠিক উত্তর: (খ)
১২৫. কোন সিদ্ধান্তের ওপর প্রতিষ্ঠানের মুনাফা অনেকাংশে নির্ভর করে?
Ο ক) মূলধন বাজেটিং
Ο খ) স্বল্পমেয়াদি বিনিয়োগ
Ο গ) দীর্ঘমেয়াদি বিনিয়োগ
Ο ঘ) চলতি মূলধন
সঠিক উত্তর: (ক)
১২৬. একটি প্রতিষ্ঠানের চলতি খরচ ও স্থায়ী খরচ মিলে কী হয়?
Ο ক) মোট খরচ
Ο খ) নিট খরচ
Ο গ) মোট আয়
Ο ঘ) নিট আয়
সঠিক উত্তর: (ক)
১২৭. মূলধন বাজেটিংয়ের প্রয়োগ লক্ষ করা যায়-
i পণ্য বৈচিত্রায়ণে
ii আধুনিকায়নে
iii প্রতিস্থাপন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৮. একটি ব্যবসায়ের উত্তরোত্তর সমৃদ্ধির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে কোনটি?
Ο ক) মূলধন বাজেটিং সিদ্ধান্ত
Ο খ) লভ্যাংশ নীতি সিদ্ধান্ত
Ο গ) আর্থিক নীতি সিদ্ধান্ত
Ο ঘ) মূলধন কাঠামো সিদ্ধান্ত
সঠিক উত্তর: (ক)
১২৯. ব্যবসায়ের আধুনিকায়নের প্রধান উদ্দেশ্য কী?
Ο ক) মুনাফা বৃদ্ধি
Ο খ) ঝুঁকি পরিমাপ
Ο গ) পুঁজির সংস্থান
Ο ঘ) ঝুঁকি পূর্বানুমান
সঠিক উত্তর: (ক)
১৩০. প্রতিষ্ঠানের মোট খরচের মাধ্যমে কোনটি নির্ণয় করা হয়?
Ο ক) নগদ প্রবাহ
Ο খ) নগদ রহি:প্রবাহ
Ο গ) নগদ আন্ত:প্রবাহ
Ο ঘ) ক্রমযোজিত নগদ প্রবাহ
সঠিক উত্তর: (খ)
১৩১. উৎপাদন পদ্ধতি প্রতিস্থাপন ও আধুনিকায়নে কীসের প্রয়োগ লক্ষ্য করা যায়?
Ο ক) অর্থের সময়মূল্যের
Ο খ) মূলধন বাজেটিংয়ের
Ο গ) বহি:স্থ তহবিলের
Ο ঘ) গড় মূলধনী ব্যয়ের
সঠিক উত্তর: (খ)
১৩২. ব্যবসায় ক্ষেত্রে প্রয়োজন হয় উৎপাদন পদ্ধতির-
i প্রতিস্থাপন
ii আধুনিকায়ন
iii বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৩. মুনাফার সাথে অবচয় যোগ করলে পাওয়া যায়-
i নগদ বহি:প্রকাশ
ii নগদ আন্ত:প্রবাহ
iii প্রারম্ভিক বিনিয়োগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৩৪. ভালো বিনিয়োগ সিদ্ধান্ত ব্যবসায়ের জন্য-
i পর্যাপ্ত আয় নিশ্চিত করতে পারে
ii পর্যাপ্ত ঝুঁকি নির্দেশ করে
iii মুনাফা অনিশ্চিত হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৫. একজন মুদি দোকানদার একটি নতুন ফ্রিজ ক্রয় করা আগে নিচের কোন প্রক্রিয়া প্রয়োগ করা উচিত?
Ο ক) মূলধন বাজেটিং
Ο খ) বিক্রয় ব্যবস্থাপনা
Ο গ) কর্মী ব্যবস্থাপনা
Ο ঘ) ক্রয় বাজেটিং
সঠিক উত্তর: (ক)
১৩৬. নগদ প্রবাহ প্রাক্কলন কোন প্রক্রিয়ার ধাপ?
Ο ক) গড় মুনাফার হার
Ο খ) পে-ব্যাক সময়
Ο গ) মূলধন বাজেটিং
Ο ঘ) অভ্যন্তরীণ মুনাফার হার
সঠিক উত্তর: (গ)
১৩৭. মূলধন বাজেটিংয়ের সাথে পড়িত কোন বিষয়টি ভবিষ্যতের ওপর নির্ভরশীল?
Ο ক) অধিকাংশ সিদ্ধান্ত
Ο খ) অধিকাংশ বিনিয়োগ
Ο গ) অধিকাংশ অনুমান
Ο ঘ) অধিকাংশ অর্থ
সঠিক উত্তর:
১৩৮. নগদ প্রবাহ নির্ধারণ করার পর সেটিকে নগদ মূল্যে রূপান্তর করার জন্য নিচের কোনটি প্রয়োজন হয়?
Ο ক) বাট্টা হার
Ο খ) সুদের পরিমাণ
Ο গ) মুনাফার হার
Ο ঘ) বিক্রেতার বেতন
সঠিক উত্তর: (ক)
১৩৯. প্রকল্প ‘ক’ প্রকল্প ‘খ’ উভয়েরই গড় মুনাফার সমান। এ অবস্থায় কোম্পানি কোনটিতে বিনিয়োগ করবে?
i প্রথমটি
ii দ্বিতীয়টি
iii যেকোনটিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪০. ব্যবসায়ে বিনিয়োগকৃত টাকাকে বার্ষিক নগদ প্রবাহ দ্বারা ভাগ করে কী নির্ণয় করা হয়?
Ο ক) পে-ব্যাক সময়
Ο খ) গড় মুনাফার হার
Ο গ) অভ্যন্তরীণ মুনাফার হার
Ο ঘ) অর্থের সময়মূল্য
সঠিক উত্তর: (ক)
১৪১. একটি প্রতিষ্ঠানের চলতি খরচের সাথে স্থায়ী খরচ যোগ করলে কী পাওয়া যায়?
Ο ক) বিক্রয়মূল্য
Ο খ) উৎপাদন খরচ
Ο গ) মোট খরচ
Ο ঘ) ক্রয়মূল্য
সঠিক উত্তর: (গ)
১৪২. নিট নগদ প্রবাহ নির্ধারণ করার সময় জানতে হয়-
i পরিচালন ব্যয়
ii প্রকল্পের আয়
iii প্রকল্পের আয়ুষ্কাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৩. চলতি খরচের উদাহরণ হলো-
i আসবাবপত্র ক্রয়
ii কর্মচারীর বেতন
iii মনিহারি খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪৪. মূলধন বাজেটিং কী?
Ο ক) মূল্যায়ন প্রক্রিয়া
Ο খ) অর্থায়ন প্রক্রিয়া
Ο গ) বিনিয়োগ সিদ্ধান্ত
Ο ঘ) উৎপাদন প্রক্রিয়া
সঠিক উত্তর: (ক)
১৪৫. প্রকল্প ‘ক’ এর পে-ব্যাক সময় কত?
Ο ক) ২ বছর
Ο খ) ২.৫ বছর
Ο গ) ৩ বছর
Ο ঘ) ৩.৫ বছর
সঠিক উত্তর: (খ)
১৪৬. কোনো কোম্পানি চলমান কণ্যের পাশাপাশি বাজারে নতুন পণ্য ছাড়ে কেন?
Ο ক) ব্যবসায় সম্প্রসারণের জন্য
Ο খ) ব্যবসায় আধুনিকায়নের জন্য
Ο গ) নতুন পদ্ধতি প্রতিস্থাপনের জন্য
Ο ঘ) অবচয় নির্ধারণের জন্য
সঠিক উত্তর: (ক)
১৪৭. প্রকল্পে বিনিয়োগকৃত অর্থকে বার্ষিক নগদ প্রবাহ দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
Ο ক) পে-ব্যাক সময়
Ο খ) গড় মুনাফার হার
Ο গ) নিট বর্তমান মূল্য
Ο ঘ) অভ্যন্তরীণ মুনাফার হার
সঠিক উত্তর: (ক)
১৪৮. স্থায়ী খরচ হলো- i অফিস ভাড়া ii বীমা খরচ iii কাঁচামাল খরচ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪৯. পে-ব্যাক পদ্ধতি নির্দেশ করে-
i নগদ প্রবাহের হার
ii আন্ত:প্রবাহের হার
iii টাকা কত দিনে ফেরত আসবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫০. সাধারণত প্রতিষ্ঠানের মূলধন খরচকে মূলধন বাজেটিং প্রক্রিয়ায় কী হিসেবে ব্যবহৃত হয়?
Ο ক) সুদের হার
Ο খ) বাট্টার হার
Ο গ) মুনাফার হার
Ο ঘ) ক্ষতির সম্ভাবনা
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. গড় মুনাফার হার পদ্ধতির মূল অসুবিধা হলো
i এটি নগদ প্রবাহ বিবেচনা করে না
ii এটি অর্থের সময়মূল্য বিবেচনা করে না
iii এটিতে অনুমান বেশি ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০২. নিচের কোনটি স্থায়ী খরচ?
Ο ক) অবচয়
Ο খ) কর্মচারীর বেতন
Ο গ) কাঁচামাল ক্রয়
Ο ঘ) অন্যান্য পরিচালনা খরচ
সঠিক উত্তর: (ক)
১০৩. ক্রমযোজিত নগদ বিনিয়োগকৃত মূলধনের সমান না হওয়া পর্জন্ত নগদ আন্ত:প্রবাহ গুলোকে কী করা হয়?
Ο ক) ক্রমান্বয়ে যোগ করা হয়
Ο খ) ক্রমান্বয়ে বিয়োগ করা হয়
Ο গ) ক্রমান্বয়ে ভাগ করা হয়
Ο ঘ) ক্রমান্বয়ে গুণ করা হয়
সঠিক উত্তর: (ক)
১০৪. বিনিয়োগ প্রকল্প থেকে কত বছর ধরে নগদ প্রবাহ পাওয়া যায়?
Ο ক) ৫ বছর
Ο খ) ৬ বছর
Ο গ) ৩ বছর
Ο ঘ) বেশ কয়েক বছর
সঠিক উত্তর: (ঘ)
১০৫. কোনো কোম্পানির ২০১০ সালের নিট মুনাফা ২,০০.০০০ টাকা এবং অবচয় ৫০,০০০ টাকা হলে উক্ত কোম্পানির ২০১০ সালের নগদ আণ্ত:প্রবাহ কত?
Ο ক) ২,০০,০০০
Ο খ) ২,৫০,০০০
Ο গ) ১,৫০,০০০
Ο ঘ) ৫০,০০০
সঠিক উত্তর: (খ)
১০৬. নতুন ব্যবসায় শুরু করতে হলে কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য মূলধন বাজেটিং পদ্ধতি ব্যবহার করা হয়?
Ο ক) স্থান নির্বাচন
Ο খ) ব্যবসায়ের ধরন নির্বাচন
Ο গ) স্থায়ী সম্পত্তি ক্রয়
Ο ঘ) কর্মচারী নিয়োগ
সঠিক উত্তর: (গ)
১০৭. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত মূলধন বাজেটিং প্রক্রিয়া জড়িত ধাপ কতটি?
Ο ক) ২ টি
Ο খ) ৫ টি
Ο গ) ৪ টি
Ο ঘ) ৩ টি
সঠিক উত্তর: (ঘ)
১০৮. প্রতিষ্ঠানের মোট ব্যবয়ের মাধ্যমে কোনটি নির্ণয় করা হয়?
Ο ক) নগদ প্রবাহ
Ο খ) নগদ বহি:প্রবাহ
Ο গ) নগদ আন্ত:প্রবাহ
Ο ঘ) ক্রমযোজিত নগদ প্রবাহ
সঠিক উত্তর: (খ)
১০৯. একটি প্রকল্পে গড় মুনাফা হার ২৫% এবং অন্য একটি প্রকল্পের গড় মুনাফা হার ২২%। দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি গ্রহনযোগ্য?
Ο ক) দ্বিতীয়টি
Ο খ) প্রথমটি
Ο গ) উভয়ই
Ο ঘ) কোনোটি নয়
সঠিক উত্তর: (খ)
১১০. প্রকল্প থেকে আগত আন্ত:প্রবাহ সমান না হলে পে-ব্যাক সময় নির্ণয় করা হয় কীভাবে?
Ο ক) আন্ত:নগদ প্রবাহ ব্যবহার করে
Ο খ) বহি:নগদ প্রবাহ ব্যবহার করে
Ο গ) ক্রমযোজিত নগদ প্রবাহ ব্যবহার করে
Ο ঘ) নিট বর্তমান মূল্য ব্যবহার করে
সঠিক উত্তর: (গ)
১১১. নতুন পণ্য বাজারে ছাড়ার আগে বিষয় যাচাই করতে হয়-
i বাজার চাহিদা
ii সম্ভাব্য আয়
iii উৎপাদন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১২. বিডি ফুড কোম্পানি তাদের ম্যাংগো জুসের পাশাপাশি যদি আঙুরের জুস বাজারে ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করে, এ ক্ষেত্রে এ পণ্য বাজারে ছাড়ার লাভজনকতা কীভাবে নির্ণয় করবে?
Ο ক) ঝুঁকি মূল্যায়ন করে
Ο খ) মুনাফা বাজেটিং পদ্ধতির মাধ্যমে
Ο গ) মূলধন বাজেটিং পদ্ধতির মাধ্যমে
Ο ঘ) ব্যয়-সংকোচন পদ্ধতির মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
১১৩. মূলধন বাজেটিংয়ের ব্যর্থতার দায়িত্ব কার?
Ο ক) ব্যবস্থাপক
Ο খ) অর্থ-ব্যবস্থাপক
Ο গ) ঝুঁকি ব্যবস্থাপক
Ο ঘ) হিসাব ব্যবস্থাপক
সঠিক উত্তর: (খ)
১১৪. কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকা নির্ভর করে কীসের ওপর?
Ο ক) স্বল্পমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের
Ο খ) মধ্যমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের
Ο গ) দীর্ঘমেয়াদি বিনিয়ো সিদ্ধান্তের
Ο ঘ) সম আয়-ব্যয় প্রবাহেরন সিদ্ধান্তের
সঠিক উত্তর: (গ)
১১৫. ব্যবসায় প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য কী?
Ο ক) ঝুঁকি বন্টন
Ο খ) মুনাফা আর্জন
Ο গ) মূলধন বাজেটিং
Ο ঘ) খরচ কমানো
সঠিক উত্তর: (খ)
১১৬. বাট্ট হারের প্রয়োজন হয় কেন?
Ο ক) নগদ প্রবাহ প্রাক্কলন করতে
Ο খ) মূলধন বাজেট প্রস্তুত করতে
Ο গ) প্রকল্পের আয়-ব্যয় নির্ণয় করতে
Ο ঘ) নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করতে
সঠিক উত্তর: (ঘ)
১১৭. মূলধন বাজেটিং সিদ্ধান্তের জন্য বড় অঙ্কের তহবিল কেন প্রয়োজন?
i শ্রকিকদের বৃহৎ বেতন প্রদান
ii বিনিয়োগে
iii স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৮. নিচের কোনটি বিনিয়োগের একটি মূল্যায়ন প্রক্রিয়া?
Ο ক) মূলধন বাজেটিং
Ο খ) অর্থের সময়মূল্য
Ο গ) বাট্টার হার নির্ধারণ
Ο ঘ) বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য নীতি
সঠিক উত্তর: (ক)
১১৯. কোনটি যত বেশি হয় তত ভালো?
Ο ক) গড় মুনাফার হার
Ο খ) নিট মুনাফার হার
Ο গ) উৎপাদন
Ο ঘ) খরচ
সঠিক উত্তর: (ক)
১২০. কোনো প্রতিষ্ঠান নতুন পণ্য বাজারে ছাড়ার আগে নিচের কোনটি প্রয়োগ করে নতুন পণ্যের সম্ভাবনা বিচার করে?
Ο ক) বাজার নীরিক্ষণ
Ο খ) মূলধন বাজেটিং
Ο গ) বিকল্প দ্রব্য নীরিক্ষণ
Ο ঘ) ভোক্তার রুচি
সঠিক উত্তর: (খ)
১২১. উৎপাদন পদ্ধতি প্রতিস্থাপন ও আধুনিকায়নে কীসের প্রয়োগ লক্ষ করা যায়?
Ο ক) মূলধন বাজেটিংয়ের
Ο খ) মূলধন প্রয়োগের
Ο গ) আন্ত:প্রবাহের
Ο ঘ) বহি:প্রবাহের
সঠিক উত্তর: (ক)
১২২. নিট নগদ প্রবাহ নির্ধারণ করার সময় জানতে হয়-
i পরিচালনা ব্যয়
ii প্রকল্পের আয়
iii প্রকল্পের আয়ুষ্কাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৩. কোনটি নগদ প্রবাহ বৃদ্ধির সাথে জড়িত?
Ο ক) বিমা খরচ
Ο খ) কাঁচামাল ক্রয়
Ο গ) ব্যবসায় সম্প্রসারণ
Ο ঘ) কর্মচারীদের বেতন
সঠিক উত্তর: (গ)
১২৪. কিসের ভিত্তিতে প্রতিষ্ঠানের প্রকল্প নির্বাচন করা হয়?
Ο ক) মূলধন কাঠামো অনুসারে
Ο খ) মূলধনের পর্জাপ্ততা অনুসারে
Ο গ) লভ্যাংশ নীতি অনুসারে
Ο ঘ) আন্তর্জাতিক তহবিলের উৎস অনুসারে
সঠিক উত্তর: (খ)
১২৫. কোন সিদ্ধান্তের ওপর প্রতিষ্ঠানের মুনাফা অনেকাংশে নির্ভর করে?
Ο ক) মূলধন বাজেটিং
Ο খ) স্বল্পমেয়াদি বিনিয়োগ
Ο গ) দীর্ঘমেয়াদি বিনিয়োগ
Ο ঘ) চলতি মূলধন
সঠিক উত্তর: (ক)
১২৬. একটি প্রতিষ্ঠানের চলতি খরচ ও স্থায়ী খরচ মিলে কী হয়?
Ο ক) মোট খরচ
Ο খ) নিট খরচ
Ο গ) মোট আয়
Ο ঘ) নিট আয়
সঠিক উত্তর: (ক)
১২৭. মূলধন বাজেটিংয়ের প্রয়োগ লক্ষ করা যায়-
i পণ্য বৈচিত্রায়ণে
ii আধুনিকায়নে
iii প্রতিস্থাপন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৮. একটি ব্যবসায়ের উত্তরোত্তর সমৃদ্ধির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে কোনটি?
Ο ক) মূলধন বাজেটিং সিদ্ধান্ত
Ο খ) লভ্যাংশ নীতি সিদ্ধান্ত
Ο গ) আর্থিক নীতি সিদ্ধান্ত
Ο ঘ) মূলধন কাঠামো সিদ্ধান্ত
সঠিক উত্তর: (ক)
১২৯. ব্যবসায়ের আধুনিকায়নের প্রধান উদ্দেশ্য কী?
Ο ক) মুনাফা বৃদ্ধি
Ο খ) ঝুঁকি পরিমাপ
Ο গ) পুঁজির সংস্থান
Ο ঘ) ঝুঁকি পূর্বানুমান
সঠিক উত্তর: (ক)
১৩০. প্রতিষ্ঠানের মোট খরচের মাধ্যমে কোনটি নির্ণয় করা হয়?
Ο ক) নগদ প্রবাহ
Ο খ) নগদ রহি:প্রবাহ
Ο গ) নগদ আন্ত:প্রবাহ
Ο ঘ) ক্রমযোজিত নগদ প্রবাহ
সঠিক উত্তর: (খ)
১৩১. উৎপাদন পদ্ধতি প্রতিস্থাপন ও আধুনিকায়নে কীসের প্রয়োগ লক্ষ্য করা যায়?
Ο ক) অর্থের সময়মূল্যের
Ο খ) মূলধন বাজেটিংয়ের
Ο গ) বহি:স্থ তহবিলের
Ο ঘ) গড় মূলধনী ব্যয়ের
সঠিক উত্তর: (খ)
১৩২. ব্যবসায় ক্ষেত্রে প্রয়োজন হয় উৎপাদন পদ্ধতির-
i প্রতিস্থাপন
ii আধুনিকায়ন
iii বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৩. মুনাফার সাথে অবচয় যোগ করলে পাওয়া যায়-
i নগদ বহি:প্রকাশ
ii নগদ আন্ত:প্রবাহ
iii প্রারম্ভিক বিনিয়োগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৩৪. ভালো বিনিয়োগ সিদ্ধান্ত ব্যবসায়ের জন্য-
i পর্যাপ্ত আয় নিশ্চিত করতে পারে
ii পর্যাপ্ত ঝুঁকি নির্দেশ করে
iii মুনাফা অনিশ্চিত হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৫. একজন মুদি দোকানদার একটি নতুন ফ্রিজ ক্রয় করা আগে নিচের কোন প্রক্রিয়া প্রয়োগ করা উচিত?
Ο ক) মূলধন বাজেটিং
Ο খ) বিক্রয় ব্যবস্থাপনা
Ο গ) কর্মী ব্যবস্থাপনা
Ο ঘ) ক্রয় বাজেটিং
সঠিক উত্তর: (ক)
১৩৬. নগদ প্রবাহ প্রাক্কলন কোন প্রক্রিয়ার ধাপ?
Ο ক) গড় মুনাফার হার
Ο খ) পে-ব্যাক সময়
Ο গ) মূলধন বাজেটিং
Ο ঘ) অভ্যন্তরীণ মুনাফার হার
সঠিক উত্তর: (গ)
১৩৭. মূলধন বাজেটিংয়ের সাথে পড়িত কোন বিষয়টি ভবিষ্যতের ওপর নির্ভরশীল?
Ο ক) অধিকাংশ সিদ্ধান্ত
Ο খ) অধিকাংশ বিনিয়োগ
Ο গ) অধিকাংশ অনুমান
Ο ঘ) অধিকাংশ অর্থ
সঠিক উত্তর:
১৩৮. নগদ প্রবাহ নির্ধারণ করার পর সেটিকে নগদ মূল্যে রূপান্তর করার জন্য নিচের কোনটি প্রয়োজন হয়?
Ο ক) বাট্টা হার
Ο খ) সুদের পরিমাণ
Ο গ) মুনাফার হার
Ο ঘ) বিক্রেতার বেতন
সঠিক উত্তর: (ক)
১৩৯. প্রকল্প ‘ক’ প্রকল্প ‘খ’ উভয়েরই গড় মুনাফার সমান। এ অবস্থায় কোম্পানি কোনটিতে বিনিয়োগ করবে?
i প্রথমটি
ii দ্বিতীয়টি
iii যেকোনটিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪০. ব্যবসায়ে বিনিয়োগকৃত টাকাকে বার্ষিক নগদ প্রবাহ দ্বারা ভাগ করে কী নির্ণয় করা হয়?
Ο ক) পে-ব্যাক সময়
Ο খ) গড় মুনাফার হার
Ο গ) অভ্যন্তরীণ মুনাফার হার
Ο ঘ) অর্থের সময়মূল্য
সঠিক উত্তর: (ক)
১৪১. একটি প্রতিষ্ঠানের চলতি খরচের সাথে স্থায়ী খরচ যোগ করলে কী পাওয়া যায়?
Ο ক) বিক্রয়মূল্য
Ο খ) উৎপাদন খরচ
Ο গ) মোট খরচ
Ο ঘ) ক্রয়মূল্য
সঠিক উত্তর: (গ)
১৪২. নিট নগদ প্রবাহ নির্ধারণ করার সময় জানতে হয়-
i পরিচালন ব্যয়
ii প্রকল্পের আয়
iii প্রকল্পের আয়ুষ্কাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৩. চলতি খরচের উদাহরণ হলো-
i আসবাবপত্র ক্রয়
ii কর্মচারীর বেতন
iii মনিহারি খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৪৪. মূলধন বাজেটিং কী?
Ο ক) মূল্যায়ন প্রক্রিয়া
Ο খ) অর্থায়ন প্রক্রিয়া
Ο গ) বিনিয়োগ সিদ্ধান্ত
Ο ঘ) উৎপাদন প্রক্রিয়া
সঠিক উত্তর: (ক)
১৪৫. প্রকল্প ‘ক’ এর পে-ব্যাক সময় কত?
Ο ক) ২ বছর
Ο খ) ২.৫ বছর
Ο গ) ৩ বছর
Ο ঘ) ৩.৫ বছর
সঠিক উত্তর: (খ)
১৪৬. কোনো কোম্পানি চলমান কণ্যের পাশাপাশি বাজারে নতুন পণ্য ছাড়ে কেন?
Ο ক) ব্যবসায় সম্প্রসারণের জন্য
Ο খ) ব্যবসায় আধুনিকায়নের জন্য
Ο গ) নতুন পদ্ধতি প্রতিস্থাপনের জন্য
Ο ঘ) অবচয় নির্ধারণের জন্য
সঠিক উত্তর: (ক)
১৪৭. প্রকল্পে বিনিয়োগকৃত অর্থকে বার্ষিক নগদ প্রবাহ দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
Ο ক) পে-ব্যাক সময়
Ο খ) গড় মুনাফার হার
Ο গ) নিট বর্তমান মূল্য
Ο ঘ) অভ্যন্তরীণ মুনাফার হার
সঠিক উত্তর: (ক)
১৪৮. স্থায়ী খরচ হলো- i অফিস ভাড়া ii বীমা খরচ iii কাঁচামাল খরচ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৪৯. পে-ব্যাক পদ্ধতি নির্দেশ করে-
i নগদ প্রবাহের হার
ii আন্ত:প্রবাহের হার
iii টাকা কত দিনে ফেরত আসবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫০. সাধারণত প্রতিষ্ঠানের মূলধন খরচকে মূলধন বাজেটিং প্রক্রিয়ায় কী হিসেবে ব্যবহৃত হয়?
Ο ক) সুদের হার
Ο খ) বাট্টার হার
Ο গ) মুনাফার হার
Ο ঘ) ক্ষতির সম্ভাবনা
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Finance