ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৫: মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. কোন ক্ষেত্রে বড় অঙ্কের মূলধন তহবিল প্রয়োজন?
Ο ক) চলতি সম্পত্তির আধুনিকায়ন
Ο খ) স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন
Ο গ) চলতি সম্পত্তির পূর্ণমূল্যায়ন
Ο ঘ) স্থায়ী সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা
সঠিক উত্তর: (খ)
৫২. সাধারণ নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে কী পাওয়া যায়?
Ο ক) বিক্রয় ঋণ
Ο খ) বিক্রয় মূল্য
Ο গ) নগদ প্রবাহ
Ο ঘ) উৎপাদন খরচ
সঠিক উত্তর: (গ)
৫৩. জমসেদ সাহেব তার কয়েকজন বন্ধুর সাথে মিলে একটি বড় সার কারখানা প্রতিষ্ঠা করেছেন। উৎপাদন কার্জ সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে তারা নতুন একটি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। জমসেদ সাহেবের কারখানা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন মূল্যায়ন প্রক্রিয়া ব্যবহার করা উচিত?
Ο ক) মূলধন বাজেটিং
Ο খ) মূলধন ব্যয়
Ο গ) ঝুঁকি ও অনিশ্চয়তা
Ο ঘ) লভ্যাংশ নীতি
সঠিক উত্তর: (ক)
৫৪. নগদ আন্ত:প্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে কী বলা হয়?
Ο ক) প্রায়ম্ভিক বিনিয়োগ
Ο খ) নগদ বহি:প্রবাহ
Ο গ) মোট চলতি ব্যয়
Ο ঘ) মোট অবচয়
সঠিক উত্তর:
৫৫. মূলধন বাজেটিং কোন ধরনের প্রক্রিয়া?
Ο ক) মূল্যায়ন
Ο খ) বিনিয়োগ
Ο গ) সিদ্ধান্ত
Ο ঘ) নীতি
সঠিক উত্তর: (ক)
৫৬. কোনটি আয় –ব্যয় প্রাক্কলনের পূর্বে নির্ধারণ করতে হয়?
Ο ক) গড় বিনিয়োগের পরিমাণ
Ο খ) নগদ প্রবাহ
Ο গ) বাট্টা হার
Ο ঘ) অবচয়
সঠিক উত্তর:
৫৭. প্রতিষ্ঠানের বিনিয়োগ সিদ্ধান্তে সঠিক দিক নির্দেশনা দেয়ার ক্ষেত্রে প্রচলিত আছে কোন পদ্ধতি?
Ο ক) মূলধন বাজেটিং পদ্ধতি
Ο খ) শেয়ারে বিনিয়োগ পদ্ধতি
Ο গ) মূলধন ব্যয় নির্ণয় পদ্ধতি
Ο ঘ) ব্যবসায় অর্থায়নের পদ্ধতি
সঠিক উত্তর: (ক)
৫৮. কোনো ব্যবসায়ের সঠিক নগদ বহি:প্রবাহ প্রাক্কলন নির্ভন করে কোনটির ওপর?
i চলতি খরচ অনুমান
ii স্থায়ী খরচ অনুমান
iii বিক্রয় অনুমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৯. ভবিষ্যৎ বিক্রয়মূল্য কিংবা বিক্রিত পণ্য অনুমানে ভূল হলে সেটির প্রভাব-
Ο ক) ক্রেতাকে প্রভাবিত করে
Ο খ) বিক্রেতাকে প্রভাবিত করে
Ο গ) নগদ প্রবাহকে প্রভাবিত করে
Ο ঘ) শ্রমিককে প্রভাবিত করে
সঠিক উত্তর: (গ)
৬০. নিচের কোন ক্ষেত্রে মূলধন বাজেটিং এর প্রয়োগ নেই?
Ο ক) স্থায়ী সম্পত্তি ক্রয়
Ο খ) প্রতিস্থাপন ও আধুনিকায়ন
Ο গ) পণ্য বৈচিত্রায়ন
Ο ঘ) সম্পত্তি ব্যবস্থাপনা
সঠিক উত্তর: (ঘ)
৬১. নিচের কোন পদ্ধতিটি প্রকল্প মূল্যায়নে নগদ প্রবাহকে ব্যবহার করে না?
Ο ক) পে-ব্যাক সময় পদ্ধতি
Ο খ) নিট বর্তমান মূল্য পদ্ধতি
Ο গ) গড় মুনাফার হার পদ্ধতি
Ο ঘ) অভ্যন্তরীণ আয় হার পদ্ধতি
সঠিক উত্তর: (গ)
৬২. মি. আশিক একটি রেষ্টুরেন্টের মালিক। তিনি ব্যবসায়ের শুরুর সময় চেয়ার-টেবিল, হাঁড়ি-পাতিল,রান্নার অন্যান্য সরঞ্জাম ইত্যাদি ক্রয় করেন। রেষ্টুরেন্টের জন্যে মি. আশিকের ক্রয়কৃত সরঞ্জামাদিকে কী বলা হয়?
Ο ক) চলতি সম্পত্তি
Ο খ) চলতি খরচ
Ο গ) মুনাফাজাতীয় ব্যয়
Ο ঘ) স্থায়ী সম্পত্তি
সঠিক উত্তর: (ক)
৬৩. গড় নিট মুনাফা ৫০,০০০ টাকা এবং গড় বিনিয়োগ ৫,০০,০০০ টাকা হলে গড় মুনাফার হার হলো-
i ১০%
ii ২০%
iii ২৫%
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৪. যে প্রকল্পের নগদ আন্ত:প্রবাহ ও বহি:প্রবাহ অন্য কোনো প্রকল্পের ওপর নির্ভরশীল নয় তাকে কী বলে?
Ο ক) স্বাধীন প্রকল্প
Ο খ) অধীণ প্রকল্প
Ο গ) সনাতন প্রকল্প
Ο ঘ) অ্যানুয়িটি
সঠিক উত্তর: (ক)
৬৫. গড় বিনিয়োগ নির্ণয়ের উপায় কোনটি?
Ο ক) স্থায়ী খরচগুলো যোগ করে
Ο খ) চলতি ও স্থায়ী খরচগুলো যোগ করে
Ο গ) মোট বিনিয়োগকে বছরের সংখ্যা দিয়ে ভাগ করে
Ο ঘ) মোট বিনিয়োগকে ২ দ্বারা ভাগ করে
সঠিক উত্তর: (ঘ)
৬৬. কোন পদ্ধতিতে ব্যবসায়ে বিনিয়োগকৃত অর্থ ফেরত আসার সময় নির্ণয় করা হয়?
Ο ক) নিট বর্তমান মূল্য পদ্ধতি
Ο খ) অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতিতে
Ο গ) পে-ব্যাক সময় পদ্ধতি
Ο ঘ) গড় মুনাফার পদ্ধতিতে
সঠিক উত্তর: (গ)
৬৭. মূলধন বাজেটিং নিচের কোন কাজটি করে?
Ο ক) ব্যয়-এর তুলনায় ভবিষ্যৎ আয় প্রাক্কলন
Ο খ) বিক্রয় বৃদ্ধি
Ο গ) ব্যয়-হ্রাস
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)
৬৮. নিট মুনাফা=?
Ο ক) বিক্রয়-কর
Ο খ) বিক্রয়-করসহ সব খরচ
Ο গ) বিক্রয়+ করসহ সব খরচ
Ο ঘ) বিক্রয় – ব্যবহৃত সব খরচ
সঠিক উত্তর: (খ)
৬৯. প্রতি বছর মোট অর্জিত আয় থেকে কোনটি পাওয়া যায়?
Ο ক) ক্রমযোজিত নগদ প্রবাহ
Ο খ) বহি:নগদ প্রবাহ
Ο গ) আন্ত:নগদ প্রবাহ
Ο ঘ) নগদ প্রবাহ
সঠিক উত্তর: (গ)
৭০. আলতাফ সাহেব সা কেমিক্যালস-এর কর্ণধার। একটি মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে তার প্রতিষ্ঠানের সকল প্রকার বিনিয়োগ সিদ্ধান্তের লাভজনকতা যাচাই করা হয়। সান ক্যামিক্যালস-এ কোন ধরনের মূল্যায়ন প্রক্রিয়া ব্যবহৃত হয়?
Ο ক) মূলধন বাজেটিং
Ο খ) সময়মূল্য
Ο গ) লভ্যাংশ নীতি
Ο ঘ) মূলধন খরচ
সঠিক উত্তর: (ক)
৭১. ভবিষ্যৎ নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রুপান্তর করতে কোনটি প্রয়োজন?
Ο ক) নিট মুনাফা
Ο খ) বাট্টা হার
Ο গ) নিট বর্তমান মূল্য
Ο ঘ) মূলধন ব্যয়
সঠিক উত্তর: (খ)
৭২. নিচের কোনটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া?
Ο ক) মূলধন বাজেটিং
Ο খ) বিক্রয় বাজেটিং
Ο গ) ক্রয় বাজেটিং
Ο ঘ) পরিকল্পনা বাজেটিং
সঠিক উত্তর: (ক)
৭৩. দীর্ঘমেয়াদি বিনিয়োগ হলো-
i নতুন পণ্য বাজারে ছাড়া
ii স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন
iii উৎপাদান পদ্ধতির আধুনিকায়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৪. অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কোনটি?
Ο ক) লভ্যাংশ নীতি
Ο খ) মূলধন বাজেটিং
Ο গ) অর্থসংস্থান
Ο ঘ) মূলধন ব্যয়
সঠিক উত্তর: (খ)
৭৫. মূলধন বাজেটিং এর সিদ্ধান্ত প্রয়োজন-
i নতুন ব্যবসায় স্থাপন
ii ব্যবসায় সম্প্রসারণ
iii কর্মী প্রশিক্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৬. মূলধন বাজেটিংয়ের অধিকাংশ অনুমানই কীসের ওপর নির্ভরশীল?
Ο ক) বর্তমানের
Ο খ) ভবিষ্যতের
Ο গ) অতীতের
Ο ঘ) বিনিয়োগের
সঠিক উত্তর: (খ)
৭৭. মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগের প্রথম ধাপ কী?
Ο ক) বাট্টা হার নির্ধারণ করা
Ο খ) মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করা
Ο গ) নগদ প্রবাহ প্রাক্কলন করা
Ο ঘ) গড় মূলধনের ব্যয় নির্ণয় করা
সঠিক উত্তর: (গ)
৭৮. কোনটি চলতি খরচ?
Ο ক) আসবাবপত্র ক্রয়
Ο খ) আসবাবপত্র বিক্রয়
Ο গ) কাঁচামাল ক্রয়
Ο ঘ) কাঁচামাল বিক্রয়
সঠিক উত্তর: (গ)
৭৯. প্রকল্পে বিনিয়োগকৃত টাকা কতদিনে ফেরত আসবে তা কোন পদ্ধতি নির্দেশ করে?
Ο ক) কো ব্যাক পদ্ধতি
Ο খ) গড় মুনাফার হার পদ্ধতি
Ο গ) নিট বর্তমান মূল্য পদ্ধতি
Ο ঘ) অভ্যন্তরীণ হার পদ্ধতি
সঠিক উত্তর: (ক)
৮০. প্রকল্পের নগদ আন্ত:প্রবাহ বহি:প্রবাহ থেকে বেশি হলে বিনিয়োগ সিদ্ধান্ত-
i লাভজনক হয়
ii আধুনিক কাঠামো
iii গ্রহণযোগ্য হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮১. নগদ প্রবাহকে নগদ মূল্যে রূপান্তর করতে কোনটি প্রয়োজন?
Ο ক) নিট মুনাফা
Ο খ) বাট্টা হার
Ο গ) নিট বর্তমান মূল্য
Ο ঘ) মূলধন ব্যয়
সঠিক উত্তর: (খ)
৮২. মূলধন বাজেটিংয়ের আওতাধীন-
i স্থয়িী সম্পত্তি প্রতিস্থাপন
ii পণ্যের বৈচিত্রায়ন
iii ব্যবসায় আধুনিকায়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮৩. প্রকল্প থেকে আগত নগদ প্রবাহ সমান না হলে নিচের কোনটি ব্যবহার করে পে-ব্যাক সময় নির্ধারণ করা হয়?
Ο ক) ক্রমযোজিত নগদ প্রবাহ
Ο খ) ক্রমহ্রাসমান নগদ প্রবাহ
Ο গ) ক্রমবর্ধমান সগদ প্রবাহ
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর:
৮৪. একটি প্রতিষ্ঠানের মোট বিক্রয় অনুমান করতে হলে প্রথমে কী করতে হয়?
Ο ক) প্রতিটি পণ্যের ভবিষ্যৎ বিক্রয়মূল্য অনুমান করতে হয়
Ο খ) প্রতিটি পণ্যের ভবিষ্যৎ ক্রয়মূল্য অনুমান করতে হয়
Ο গ) প্রতিটি পণ্যের ভবিষ্যৎ উৎপাদন অনুমান করতে হয়
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর: (ক)
৮৫. কোনটি মূনাফা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Ο ক) মূলধন বাজেটিং
Ο খ) বিনিয়োগ সিদ্ধান্ত
Ο গ) অর্থের সময়মূল্য
Ο ঘ) দীর্ঘমেয়াদি বিনিয়োগ
সঠিক উত্তর: (ক)
৮৬. পে-ব্যাক সময় নির্ণয় সূত্র কোনটি
Ο ক) বার্ষিক নগদ প্রবাহ বিনিয়োগ
Ο খ) বিনিয়োগ বার্ষিক নগদ প্রবাহ
Ο গ) বিনিয়োগ বার্ষিক নগদ আন্ত:প্রবাহ
Ο ঘ) বার্ষিক নগদ বহি:প্রবাহ বার্ষিক নগদ আন্ত:প্রবাহ
সঠিক উত্তর: (খ)
৮৭. গড় মুনাফার হার পদ্ধতিতে নগদ প্রবাহের পরিবর্তে বিবেচনা করা হয় কোনটি?
Ο ক) বাট্টা হার
Ο খ) প্রত্যাশিত নিট মুনাফা
Ο গ) গড় মুলধনী ব্যয়
Ο ঘ) প্রকৃত সুদের হার
সঠিক উত্তর: (খ)
৮৮. ক্রমযোজিত নগদ প্রবাহ বিনিয়োগকৃত মূলধনের সমান না হওয়া পর্জন্ত নগদ আন্ত:প্রবাহগুলোকে কী করা হয়?
Ο ক) ক্রমান্বয়ে বিয়োগ করা হয়
Ο খ) ক্রমান্বয়ে ভাগ করা হয়
Ο গ) ক্রমান্বয়ে গুণ করা হয়
Ο ঘ) ক্রমান্বয়ে যোগ করা হয়
সঠিক উত্তর: (ঘ)
৮৯. প্রকল্পে আয় বলতে কী বোঝায়?
Ο ক) সুদ থেকে প্রাপ্ত অর্থ
Ο খ) বিক্রয় থেকে অর্জিত অর্থ
Ο গ) মালিক থেকে অর্জিত অর্থ
Ο ঘ) মুনাফা
সঠিক উত্তর: (খ)
৯০. মূলধন বাজেটিং দ্রুত হওয়ার সুফল কী?
Ο ক) ব্যবায়ের আধুনিকায়ন
Ο খ) ব্যবসায়িক সফলতা অর্জন
Ο গ) সঠিক তথ্য সংগ্রহ
Ο ঘ) ব্যবসায়িক ঝুঁকি পরিমাপ
সঠিক উত্তর: (খ)
৯১. একটি প্রকল্পের গড় মুনাফার হার ১৫% এবং অন্য একটি প্রকল্পের গড় মুনাফার হার ১৮% হলে কোনটি গ্রহণযোগ্য?
i প্রথমটি
ii দ্বিতীয়টি
iii কোনটিই নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯২. বাট্টাকরণ প্রক্রিয়ার মাধ্যমে কী করা হয়?
Ο ক) ভবিষ্যতের নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করা হয়
Ο খ) বর্তমানের নগদ প্রবাহকে ভবিষ্যৎ মূল্যে রূপান্তর করা হয়
Ο গ) বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়
Ο ঘ) ক্রয়মূল্য নির্ধারণ করা হয়
সঠিক উত্তর: (ক)
৯৩. মুনাফা অর্জনে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Ο ক) মূলধন ব্যয়
Ο খ) মূলধন বাজেটিং
Ο গ) মুনাফা বাজেটিং
Ο ঘ) মূলধন রেশনিং
সঠিক উত্তর: (খ)
৯৪. মূলধন বাজেটিংয়ের পদ্ধতি কোন ক্ষেত্রে উপযুক্ত?
Ο ক) আর্থিক লিভারেটের মূল্যায়নে
Ο খ) শেয়ার বন্ডের মূল্যায়নে
Ο গ) বিনিয়োগ প্রকল্প মূল্যায়নে
Ο ঘ) নগদ লভ্যাংশের মূল্যায়নে
সঠিক উত্তর: (গ)
৯৫. কোনটি মূলধন বাজেটিং প্রণয়নে প্রথম পদক্ষেপ?
Ο ক) প্রকল্প উদ্ভাবন
Ο খ) প্রকল্প মূল্যায়ন
Ο গ) প্রকল্প নির্বাচন
Ο ঘ) ফলোআপ
সঠিক উত্তর: (ক)
৯৬. নগদ প্রবাহ প্রাক্কলন করার সময় অতি সতর্কতার সাথে নির্ধারণ করতে হয়-
i চলতি খরচ
ii ক্রয় অনুমান
iii স্থায়ী খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯৭. পে-ব্যাক সময় কাল অীতবহিত হলে প্রতিষ্ঠানটির কোনো লাভ হবে না কেবল-
Ο ক) বিক্রয় বাড়বে
Ο খ) ক্ষতির হাত থেকে রক্ষা পাবে
Ο গ) সময় বাঁচাবে
Ο ঘ) ক্রয়মূল্য কমবে
সঠিক উত্তর: (খ)
৯৮. একাধিক প্রকল্প থেকে সর্বোৎকৃষ্ট প্রকল্প নির্বাচনের প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) যাচাই-বাছাই
Ο খ) তথ্য সংগ্রহ
Ο গ) বিনিয়োগ সিদ্ধান্ত
Ο ঘ) মূলধন ব্যয় হ্রাস
সঠিক উত্তর: (ঘ)
৯৯. নিচের কোনটি অর্থায়নে সাফল্যের চাবিকাঠি?
Ο ক) মূলধন বাজেটিং
Ο খ) অর্থসংস্থান
Ο গ) কর্মী
Ο ঘ) মালিক
সঠিক উত্তর: (ক)
১০০. নিচের গড় মুনাফার হার পদ্ধতির সীমাবদ্ধতা?
Ο ক) পদ্ধতিটি সহজ
Ο খ) পদ্ধতিটি জনপ্রিয়
Ο গ) অর্থের সময়মূল্যকে বিবেচনা করে না
Ο ঘ) তথ্যাদি প্রতিষ্ঠান থেকেই পাওয়া যায়
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. কোন ক্ষেত্রে বড় অঙ্কের মূলধন তহবিল প্রয়োজন?
Ο ক) চলতি সম্পত্তির আধুনিকায়ন
Ο খ) স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন
Ο গ) চলতি সম্পত্তির পূর্ণমূল্যায়ন
Ο ঘ) স্থায়ী সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা
সঠিক উত্তর: (খ)
৫২. সাধারণ নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে কী পাওয়া যায়?
Ο ক) বিক্রয় ঋণ
Ο খ) বিক্রয় মূল্য
Ο গ) নগদ প্রবাহ
Ο ঘ) উৎপাদন খরচ
সঠিক উত্তর: (গ)
৫৩. জমসেদ সাহেব তার কয়েকজন বন্ধুর সাথে মিলে একটি বড় সার কারখানা প্রতিষ্ঠা করেছেন। উৎপাদন কার্জ সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে তারা নতুন একটি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। জমসেদ সাহেবের কারখানা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন মূল্যায়ন প্রক্রিয়া ব্যবহার করা উচিত?
Ο ক) মূলধন বাজেটিং
Ο খ) মূলধন ব্যয়
Ο গ) ঝুঁকি ও অনিশ্চয়তা
Ο ঘ) লভ্যাংশ নীতি
সঠিক উত্তর: (ক)
৫৪. নগদ আন্ত:প্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে কী বলা হয়?
Ο ক) প্রায়ম্ভিক বিনিয়োগ
Ο খ) নগদ বহি:প্রবাহ
Ο গ) মোট চলতি ব্যয়
Ο ঘ) মোট অবচয়
সঠিক উত্তর:
৫৫. মূলধন বাজেটিং কোন ধরনের প্রক্রিয়া?
Ο ক) মূল্যায়ন
Ο খ) বিনিয়োগ
Ο গ) সিদ্ধান্ত
Ο ঘ) নীতি
সঠিক উত্তর: (ক)
৫৬. কোনটি আয় –ব্যয় প্রাক্কলনের পূর্বে নির্ধারণ করতে হয়?
Ο ক) গড় বিনিয়োগের পরিমাণ
Ο খ) নগদ প্রবাহ
Ο গ) বাট্টা হার
Ο ঘ) অবচয়
সঠিক উত্তর:
৫৭. প্রতিষ্ঠানের বিনিয়োগ সিদ্ধান্তে সঠিক দিক নির্দেশনা দেয়ার ক্ষেত্রে প্রচলিত আছে কোন পদ্ধতি?
Ο ক) মূলধন বাজেটিং পদ্ধতি
Ο খ) শেয়ারে বিনিয়োগ পদ্ধতি
Ο গ) মূলধন ব্যয় নির্ণয় পদ্ধতি
Ο ঘ) ব্যবসায় অর্থায়নের পদ্ধতি
সঠিক উত্তর: (ক)
৫৮. কোনো ব্যবসায়ের সঠিক নগদ বহি:প্রবাহ প্রাক্কলন নির্ভন করে কোনটির ওপর?
i চলতি খরচ অনুমান
ii স্থায়ী খরচ অনুমান
iii বিক্রয় অনুমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৯. ভবিষ্যৎ বিক্রয়মূল্য কিংবা বিক্রিত পণ্য অনুমানে ভূল হলে সেটির প্রভাব-
Ο ক) ক্রেতাকে প্রভাবিত করে
Ο খ) বিক্রেতাকে প্রভাবিত করে
Ο গ) নগদ প্রবাহকে প্রভাবিত করে
Ο ঘ) শ্রমিককে প্রভাবিত করে
সঠিক উত্তর: (গ)
৬০. নিচের কোন ক্ষেত্রে মূলধন বাজেটিং এর প্রয়োগ নেই?
Ο ক) স্থায়ী সম্পত্তি ক্রয়
Ο খ) প্রতিস্থাপন ও আধুনিকায়ন
Ο গ) পণ্য বৈচিত্রায়ন
Ο ঘ) সম্পত্তি ব্যবস্থাপনা
সঠিক উত্তর: (ঘ)
৬১. নিচের কোন পদ্ধতিটি প্রকল্প মূল্যায়নে নগদ প্রবাহকে ব্যবহার করে না?
Ο ক) পে-ব্যাক সময় পদ্ধতি
Ο খ) নিট বর্তমান মূল্য পদ্ধতি
Ο গ) গড় মুনাফার হার পদ্ধতি
Ο ঘ) অভ্যন্তরীণ আয় হার পদ্ধতি
সঠিক উত্তর: (গ)
৬২. মি. আশিক একটি রেষ্টুরেন্টের মালিক। তিনি ব্যবসায়ের শুরুর সময় চেয়ার-টেবিল, হাঁড়ি-পাতিল,রান্নার অন্যান্য সরঞ্জাম ইত্যাদি ক্রয় করেন। রেষ্টুরেন্টের জন্যে মি. আশিকের ক্রয়কৃত সরঞ্জামাদিকে কী বলা হয়?
Ο ক) চলতি সম্পত্তি
Ο খ) চলতি খরচ
Ο গ) মুনাফাজাতীয় ব্যয়
Ο ঘ) স্থায়ী সম্পত্তি
সঠিক উত্তর: (ক)
৬৩. গড় নিট মুনাফা ৫০,০০০ টাকা এবং গড় বিনিয়োগ ৫,০০,০০০ টাকা হলে গড় মুনাফার হার হলো-
i ১০%
ii ২০%
iii ২৫%
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৪. যে প্রকল্পের নগদ আন্ত:প্রবাহ ও বহি:প্রবাহ অন্য কোনো প্রকল্পের ওপর নির্ভরশীল নয় তাকে কী বলে?
Ο ক) স্বাধীন প্রকল্প
Ο খ) অধীণ প্রকল্প
Ο গ) সনাতন প্রকল্প
Ο ঘ) অ্যানুয়িটি
সঠিক উত্তর: (ক)
৬৫. গড় বিনিয়োগ নির্ণয়ের উপায় কোনটি?
Ο ক) স্থায়ী খরচগুলো যোগ করে
Ο খ) চলতি ও স্থায়ী খরচগুলো যোগ করে
Ο গ) মোট বিনিয়োগকে বছরের সংখ্যা দিয়ে ভাগ করে
Ο ঘ) মোট বিনিয়োগকে ২ দ্বারা ভাগ করে
সঠিক উত্তর: (ঘ)
৬৬. কোন পদ্ধতিতে ব্যবসায়ে বিনিয়োগকৃত অর্থ ফেরত আসার সময় নির্ণয় করা হয়?
Ο ক) নিট বর্তমান মূল্য পদ্ধতি
Ο খ) অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতিতে
Ο গ) পে-ব্যাক সময় পদ্ধতি
Ο ঘ) গড় মুনাফার পদ্ধতিতে
সঠিক উত্তর: (গ)
৬৭. মূলধন বাজেটিং নিচের কোন কাজটি করে?
Ο ক) ব্যয়-এর তুলনায় ভবিষ্যৎ আয় প্রাক্কলন
Ο খ) বিক্রয় বৃদ্ধি
Ο গ) ব্যয়-হ্রাস
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)
৬৮. নিট মুনাফা=?
Ο ক) বিক্রয়-কর
Ο খ) বিক্রয়-করসহ সব খরচ
Ο গ) বিক্রয়+ করসহ সব খরচ
Ο ঘ) বিক্রয় – ব্যবহৃত সব খরচ
সঠিক উত্তর: (খ)
৬৯. প্রতি বছর মোট অর্জিত আয় থেকে কোনটি পাওয়া যায়?
Ο ক) ক্রমযোজিত নগদ প্রবাহ
Ο খ) বহি:নগদ প্রবাহ
Ο গ) আন্ত:নগদ প্রবাহ
Ο ঘ) নগদ প্রবাহ
সঠিক উত্তর: (গ)
৭০. আলতাফ সাহেব সা কেমিক্যালস-এর কর্ণধার। একটি মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে তার প্রতিষ্ঠানের সকল প্রকার বিনিয়োগ সিদ্ধান্তের লাভজনকতা যাচাই করা হয়। সান ক্যামিক্যালস-এ কোন ধরনের মূল্যায়ন প্রক্রিয়া ব্যবহৃত হয়?
Ο ক) মূলধন বাজেটিং
Ο খ) সময়মূল্য
Ο গ) লভ্যাংশ নীতি
Ο ঘ) মূলধন খরচ
সঠিক উত্তর: (ক)
৭১. ভবিষ্যৎ নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রুপান্তর করতে কোনটি প্রয়োজন?
Ο ক) নিট মুনাফা
Ο খ) বাট্টা হার
Ο গ) নিট বর্তমান মূল্য
Ο ঘ) মূলধন ব্যয়
সঠিক উত্তর: (খ)
৭২. নিচের কোনটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া?
Ο ক) মূলধন বাজেটিং
Ο খ) বিক্রয় বাজেটিং
Ο গ) ক্রয় বাজেটিং
Ο ঘ) পরিকল্পনা বাজেটিং
সঠিক উত্তর: (ক)
৭৩. দীর্ঘমেয়াদি বিনিয়োগ হলো-
i নতুন পণ্য বাজারে ছাড়া
ii স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন
iii উৎপাদান পদ্ধতির আধুনিকায়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৪. অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কোনটি?
Ο ক) লভ্যাংশ নীতি
Ο খ) মূলধন বাজেটিং
Ο গ) অর্থসংস্থান
Ο ঘ) মূলধন ব্যয়
সঠিক উত্তর: (খ)
৭৫. মূলধন বাজেটিং এর সিদ্ধান্ত প্রয়োজন-
i নতুন ব্যবসায় স্থাপন
ii ব্যবসায় সম্প্রসারণ
iii কর্মী প্রশিক্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৬. মূলধন বাজেটিংয়ের অধিকাংশ অনুমানই কীসের ওপর নির্ভরশীল?
Ο ক) বর্তমানের
Ο খ) ভবিষ্যতের
Ο গ) অতীতের
Ο ঘ) বিনিয়োগের
সঠিক উত্তর: (খ)
৭৭. মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগের প্রথম ধাপ কী?
Ο ক) বাট্টা হার নির্ধারণ করা
Ο খ) মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করা
Ο গ) নগদ প্রবাহ প্রাক্কলন করা
Ο ঘ) গড় মূলধনের ব্যয় নির্ণয় করা
সঠিক উত্তর: (গ)
৭৮. কোনটি চলতি খরচ?
Ο ক) আসবাবপত্র ক্রয়
Ο খ) আসবাবপত্র বিক্রয়
Ο গ) কাঁচামাল ক্রয়
Ο ঘ) কাঁচামাল বিক্রয়
সঠিক উত্তর: (গ)
৭৯. প্রকল্পে বিনিয়োগকৃত টাকা কতদিনে ফেরত আসবে তা কোন পদ্ধতি নির্দেশ করে?
Ο ক) কো ব্যাক পদ্ধতি
Ο খ) গড় মুনাফার হার পদ্ধতি
Ο গ) নিট বর্তমান মূল্য পদ্ধতি
Ο ঘ) অভ্যন্তরীণ হার পদ্ধতি
সঠিক উত্তর: (ক)
৮০. প্রকল্পের নগদ আন্ত:প্রবাহ বহি:প্রবাহ থেকে বেশি হলে বিনিয়োগ সিদ্ধান্ত-
i লাভজনক হয়
ii আধুনিক কাঠামো
iii গ্রহণযোগ্য হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮১. নগদ প্রবাহকে নগদ মূল্যে রূপান্তর করতে কোনটি প্রয়োজন?
Ο ক) নিট মুনাফা
Ο খ) বাট্টা হার
Ο গ) নিট বর্তমান মূল্য
Ο ঘ) মূলধন ব্যয়
সঠিক উত্তর: (খ)
৮২. মূলধন বাজেটিংয়ের আওতাধীন-
i স্থয়িী সম্পত্তি প্রতিস্থাপন
ii পণ্যের বৈচিত্রায়ন
iii ব্যবসায় আধুনিকায়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮৩. প্রকল্প থেকে আগত নগদ প্রবাহ সমান না হলে নিচের কোনটি ব্যবহার করে পে-ব্যাক সময় নির্ধারণ করা হয়?
Ο ক) ক্রমযোজিত নগদ প্রবাহ
Ο খ) ক্রমহ্রাসমান নগদ প্রবাহ
Ο গ) ক্রমবর্ধমান সগদ প্রবাহ
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর:
৮৪. একটি প্রতিষ্ঠানের মোট বিক্রয় অনুমান করতে হলে প্রথমে কী করতে হয়?
Ο ক) প্রতিটি পণ্যের ভবিষ্যৎ বিক্রয়মূল্য অনুমান করতে হয়
Ο খ) প্রতিটি পণ্যের ভবিষ্যৎ ক্রয়মূল্য অনুমান করতে হয়
Ο গ) প্রতিটি পণ্যের ভবিষ্যৎ উৎপাদন অনুমান করতে হয়
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর: (ক)
৮৫. কোনটি মূনাফা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Ο ক) মূলধন বাজেটিং
Ο খ) বিনিয়োগ সিদ্ধান্ত
Ο গ) অর্থের সময়মূল্য
Ο ঘ) দীর্ঘমেয়াদি বিনিয়োগ
সঠিক উত্তর: (ক)
৮৬. পে-ব্যাক সময় নির্ণয় সূত্র কোনটি
Ο ক) বার্ষিক নগদ প্রবাহ বিনিয়োগ
Ο খ) বিনিয়োগ বার্ষিক নগদ প্রবাহ
Ο গ) বিনিয়োগ বার্ষিক নগদ আন্ত:প্রবাহ
Ο ঘ) বার্ষিক নগদ বহি:প্রবাহ বার্ষিক নগদ আন্ত:প্রবাহ
সঠিক উত্তর: (খ)
৮৭. গড় মুনাফার হার পদ্ধতিতে নগদ প্রবাহের পরিবর্তে বিবেচনা করা হয় কোনটি?
Ο ক) বাট্টা হার
Ο খ) প্রত্যাশিত নিট মুনাফা
Ο গ) গড় মুলধনী ব্যয়
Ο ঘ) প্রকৃত সুদের হার
সঠিক উত্তর: (খ)
৮৮. ক্রমযোজিত নগদ প্রবাহ বিনিয়োগকৃত মূলধনের সমান না হওয়া পর্জন্ত নগদ আন্ত:প্রবাহগুলোকে কী করা হয়?
Ο ক) ক্রমান্বয়ে বিয়োগ করা হয়
Ο খ) ক্রমান্বয়ে ভাগ করা হয়
Ο গ) ক্রমান্বয়ে গুণ করা হয়
Ο ঘ) ক্রমান্বয়ে যোগ করা হয়
সঠিক উত্তর: (ঘ)
৮৯. প্রকল্পে আয় বলতে কী বোঝায়?
Ο ক) সুদ থেকে প্রাপ্ত অর্থ
Ο খ) বিক্রয় থেকে অর্জিত অর্থ
Ο গ) মালিক থেকে অর্জিত অর্থ
Ο ঘ) মুনাফা
সঠিক উত্তর: (খ)
৯০. মূলধন বাজেটিং দ্রুত হওয়ার সুফল কী?
Ο ক) ব্যবায়ের আধুনিকায়ন
Ο খ) ব্যবসায়িক সফলতা অর্জন
Ο গ) সঠিক তথ্য সংগ্রহ
Ο ঘ) ব্যবসায়িক ঝুঁকি পরিমাপ
সঠিক উত্তর: (খ)
৯১. একটি প্রকল্পের গড় মুনাফার হার ১৫% এবং অন্য একটি প্রকল্পের গড় মুনাফার হার ১৮% হলে কোনটি গ্রহণযোগ্য?
i প্রথমটি
ii দ্বিতীয়টি
iii কোনটিই নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯২. বাট্টাকরণ প্রক্রিয়ার মাধ্যমে কী করা হয়?
Ο ক) ভবিষ্যতের নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করা হয়
Ο খ) বর্তমানের নগদ প্রবাহকে ভবিষ্যৎ মূল্যে রূপান্তর করা হয়
Ο গ) বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়
Ο ঘ) ক্রয়মূল্য নির্ধারণ করা হয়
সঠিক উত্তর: (ক)
৯৩. মুনাফা অর্জনে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Ο ক) মূলধন ব্যয়
Ο খ) মূলধন বাজেটিং
Ο গ) মুনাফা বাজেটিং
Ο ঘ) মূলধন রেশনিং
সঠিক উত্তর: (খ)
৯৪. মূলধন বাজেটিংয়ের পদ্ধতি কোন ক্ষেত্রে উপযুক্ত?
Ο ক) আর্থিক লিভারেটের মূল্যায়নে
Ο খ) শেয়ার বন্ডের মূল্যায়নে
Ο গ) বিনিয়োগ প্রকল্প মূল্যায়নে
Ο ঘ) নগদ লভ্যাংশের মূল্যায়নে
সঠিক উত্তর: (গ)
৯৫. কোনটি মূলধন বাজেটিং প্রণয়নে প্রথম পদক্ষেপ?
Ο ক) প্রকল্প উদ্ভাবন
Ο খ) প্রকল্প মূল্যায়ন
Ο গ) প্রকল্প নির্বাচন
Ο ঘ) ফলোআপ
সঠিক উত্তর: (ক)
৯৬. নগদ প্রবাহ প্রাক্কলন করার সময় অতি সতর্কতার সাথে নির্ধারণ করতে হয়-
i চলতি খরচ
ii ক্রয় অনুমান
iii স্থায়ী খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯৭. পে-ব্যাক সময় কাল অীতবহিত হলে প্রতিষ্ঠানটির কোনো লাভ হবে না কেবল-
Ο ক) বিক্রয় বাড়বে
Ο খ) ক্ষতির হাত থেকে রক্ষা পাবে
Ο গ) সময় বাঁচাবে
Ο ঘ) ক্রয়মূল্য কমবে
সঠিক উত্তর: (খ)
৯৮. একাধিক প্রকল্প থেকে সর্বোৎকৃষ্ট প্রকল্প নির্বাচনের প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) যাচাই-বাছাই
Ο খ) তথ্য সংগ্রহ
Ο গ) বিনিয়োগ সিদ্ধান্ত
Ο ঘ) মূলধন ব্যয় হ্রাস
সঠিক উত্তর: (ঘ)
৯৯. নিচের কোনটি অর্থায়নে সাফল্যের চাবিকাঠি?
Ο ক) মূলধন বাজেটিং
Ο খ) অর্থসংস্থান
Ο গ) কর্মী
Ο ঘ) মালিক
সঠিক উত্তর: (ক)
১০০. নিচের গড় মুনাফার হার পদ্ধতির সীমাবদ্ধতা?
Ο ক) পদ্ধতিটি সহজ
Ο খ) পদ্ধতিটি জনপ্রিয়
Ο গ) অর্থের সময়মূল্যকে বিবেচনা করে না
Ο ঘ) তথ্যাদি প্রতিষ্ঠান থেকেই পাওয়া যায়
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Finance