এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৪: ঝুঁকি ও অনিশ্চয়তা (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৪: ঝুঁকি ও অনিশ্চয়তা (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২০১. ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে চালানোর জন্যে কোন ধরণের ব্যয়ের সৃষ্টি হয়?
Ο ক) পরিচালনা
Ο খ) পরোক্ষ
Ο গ) স্থায়ী
Ο ঘ) প্রত্যক্ষ
 সঠিক উত্তর: (ক)

 ২০২. বিনিয়োগকারীর আয় সংশ্লিষ্ট ঝুঁকি বিদ্যমান থাকে যখন-
i. আয়ের উত্থান বেশি হয়
ii. আয়ের পতন বেশি হয়
iii. আয় স্থিতিশীল থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২০৩. বিনিয়োগকারী কী বিনিয়োগ করে?
Ο ক) আয়
Ο খ) ক্ষতি
Ο গ) ঝুঁকি
Ο ঘ) আদর্শ বিচ্যুতি
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৪. সাধারণত ঝুঁকি হচ্ছে-
Ο ক) খারাপ কোনো কিছু ঘটার নিশ্চয়তা
Ο খ) খারাপ কোনো কিছু ঘটার সম্ভাবনা
Ο গ) ভালো কোনো কিছু ঘটার সম্ভাবনা
Ο ঘ) ভালো কোনো কিছু ঘটার নিশ্চয়তা
 সঠিক উত্তর: (খ)

 ২০৫. ঝুঁকি পরিমাপের পরিসংখ্যানিক পদ্ধতি-
i. পরিসপ
ii. আদর্শ বিচ্যুতি পদ্ধতি
iii. বিভেদাঙ্ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৬. কীসের ওপর ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা অর্জন নির্ভর করে?
Ο ক) ক্রয় দক্ষতার ওপর
Ο খ) বিক্রয় দক্ষতা ওপর
Ο গ) পণ্যেরবাজার চাহিদার ওপর
Ο ঘ) সঠিক পরিকল্পনার ওপর
 সঠিক উত্তর: (গ)

 ২০৭. অনিশ্চয়তার সেই অংশকেই ঝুঁকি বলা যাবে-
i. যে অংশটুকু পরিমাপ করা যায়
ii. যে অংশটুকু পরিমাপ করা যায় না
iii. যে অংশটুকু পরিহার করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর:

 ২০৮. ঝিলমিল গ্রুজ প্রায় ৫ বছর ধরে তাদের উৎপাদিত প্রিয় সাবানটি সুনামের সাথে বিক্রয় করছে। এ বছর Q নামক এাটি গ্রুপ একই ধরনের পন্য ব্যাপক বিজ্ঞাপনের সাহায্য বিক্রয় শুরু করেছে । এজন্য ঝিলমিল গ্রুপটি তাতের ব্যবসায় নিয়ে উদ্বিগ্ন। এখান ঝিলমিল গ্রুপটির জন্যে ঝুঁকি বলা যায় কোন ঘটনাকে?
Ο ক) তাদের পণ্যটির মূল্য কমে যাওয়া
Ο খ) আগামী বছর পণ্যটিার বিক্রয় ন্ধ হয়ে যাওয়অ
Ο গ) পণ্যটির মান খারাপ হয়ে যাওয়া
Ο ঘ) তাতের বিক্রয় কমে যাওয়া
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৯. কোনো কারণে যদি বিনিয়োগকারী সহজে এবং উপযুক্ত মূল্যে শেয়ার বা বন্ড বিক্রয় করতে না পারে তখন কি ধরণের ঝুঁকির উদ্ভব হয়?
Ο ক) তারল্য ঝুঁকি
Ο খ) বিক্রয় ঝুঁকি
Ο গ) সুদের হারের ঝুঁকি
Ο ঘ) কারিগরি ঝুঁকি
 সঠিক উত্তর: (ক)

 ২১০. কোটি ঝুঁকিবহুল আয় হিসেবে পরিগণিত হয়?
Ο ক) ট্রেজারি বিল
Ο খ) ট্রেজারি বন্ড
Ο গ) প্রাইজবন্ড
Ο ঘ) শেয়ার
 সঠিক উত্তর: (ঘ)

 ২১১. রাসেল একজন পাট ব্যবসায়ী। সে বাজার চাহিদার ওপরই তার যাবতীয় কাজ পরিচালনা করে। রাসেল বাজার চাহিদা নির্ণয় করে কীভাবে?
Ο ক) বাস্তবসম্মত চাহিদা অনুমানের দ্বারা
Ο খ) বিক্রয়কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে
Ο গ) পাটের গুণাগুনের দ্বারা
Ο ঘ) উৎপাদনের ওপর ভিত্তি করে
 সঠিক উত্তর: (ক)

 ২১২. একটি ব্যবসায় প্রতিষ্ঠা বর্তমান পরিষ্থিতিতে তার সম্পদ যথাযথভাবে ব্যবহার করে যথাযথ উদ্দেশ্য সফল না হতে পারার অনিশ্চয়তাকে কী বলে?
Ο ক) কোম্পানি ঝুঁকি
Ο খ) সম্পত্তিগত ঝুঁকি
Ο গ) ব্যক্তিগত ঝুঁকি
Ο ঘ) একক ঝুঁকি
 সঠিক উত্তর: (ক)

 ২১৩. নিচের কোনটি থেকে ঝুঁকির উদ্ভব?
Ο ক) নিশ্চয়তা
Ο খ) অনিশ্চতা
Ο গ) অর্থ
Ο ঘ) ব্যবসায়
 সঠিক উত্তর: (খ)

 ২১৪. একমালিকানা ও অংশীদারি কারবারে কোন ধরনের ঝুঁকি অনেক বেশি?
Ο ক) পক্ষপাতিত্বের ঝুঁকি
Ο খ) তারল্য ঝুঁকি
Ο গ) প্রাকৃতিক ঝুঁকি
Ο ঘ) ব্যবসায়িক ঝুঁকি
 সঠিক উত্তর: (খ)

 ২১৫. অফিস ভাড়া, বিমা খরচ ইত্যাদির পরিমাণ বেশি হলে কোন ধরণের ঝুঁকির সৃষ্টি হয়?
Ο ক) আর্থিক ঝুঁকি
Ο খ) সুদহারের ঝুঁকি
Ο গ) ব্যবসায়িক ঝুঁকি
Ο ঘ) তারল্য ঝুঁকি
 সঠিক উত্তর: (গ)

 ২১৬. সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত আয় সবচেয়ে বেশি ঝুঁকিবহুল আয় হিসেবে গণ্য হয়। কারণ
i. ভবিষ্যতে কোম্পানি কী পরিমাণ লভ্যাংশ দিবে তা শ্চিত নয়
ii. লভ্যাংশ প্রাপ্তি কখনই প্রত্যাশিত লভ্যাংশের সমান হয় না
iii. শেয়ার বাজার সবসময় স্থিতিশীল থাকে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৭. আদর্শ বিচ্যুতির ছোট মান কী নির্দেশ করে?
Ο ক) ঝুঁকিহীন
Ο খ) বেশি ঝুঁকি
Ο গ) অনিশ্চয়তা
Ο ঘ) কম ঝুঁকি
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৮. নিচের কোন ধরণের বিনিয়োগকারীর বিনিয়োগেরে মূল্য সুদের হারের সাথে উঠানামা করে?
Ο ক) ব্যবসায় বিনিয়োগকারী
Ο খ) বন্ড বিনিয়োগকারী
Ο গ) শেয়ারে বিনিয়োগকারী
Ο ঘ) সবকটি
 সঠিক উত্তর: (খ)

 ২১৯. কোনটি হোসেন আলীর খামার স্থাপনে ঝুঁকির সৃষ্টি করেছে?
Ο ক) বিচ্যুতি
Ο খ) অনিশ্চয়তা
Ο গ) পরিবেশ
Ο ঘ) ব্যর্থতা
 সঠিক উত্তর: (ক)

 ২২০. প্রকৃত আয় ও প্রত্যাশিত আয় সব সময সমান হওয়াকে কী বলে?
Ο ক) ঝুঁকিবহুল আয়
Ο খ) অর্জিত আয়
Ο গ) প্রকৃত আয়
Ο ঘ) ঝুঁকিমুক্ত আয়
 সঠিক উত্তর: (ঘ)

 ২২১. নিচের কোন ঝুঁকিটি পরিমাপযোগ্য নয়?
Ο ক) প্রকল্পের ক্ষতি
Ο খ) সুদের হা কমে যাওয়া
Ο গ) তেলের দাম বাড়া
Ο ঘ) মালিকের মৃত্যু
 সঠিক উত্তর: (ঘ)

 ২২২. ব্যবসায় শুরু করার পূর্বে কোনটি করা অত্যাবশ্যক?
Ο ক) সঠিক পরিকল্পনা গ্রহণ
Ο খ) বাজার চাহিদা নিরূপণ করা
Ο গ) ঝুঁকি নির্ণয় করা
Ο ঘ) দক্ষ কর্মী নির্বাচন
 সঠিক উত্তর: (খ)

 ২২৩. আর্থিক ঝুঁকি বিনিয়োগ পরিকল্পনা ও মূলধন কাঠামোর ওপর নির্ভর করলে কোন ঝুঁকি শুধুমাত্র বিনিয়োগ পরিকল্পনার ওপর নির্ভর করে?
Ο ক) ব্যবসায়িক ঝুঁকি
Ο খ) রাজনৈতিক ঝুঁকি
Ο গ) বাজার ঝুঁকি
Ο ঘ) উৎপাদন ঝুঁকি
 সঠিক উত্তর: (ক)

 ২২৪. মানুষের ব্যক্তিগত জীবনের ন্যায় ব্যবসায়িক ক্ষেত্রে কী পরিলক্ষিত হয়?
Ο ক) অনিশ্চয়তা
Ο খ) সুখ
Ο গ) পরিবার
Ο ঘ) নিশ্চয়তা
 সঠিক উত্তর: (ক)

 ২২৫. কোন ঋণ মূলধনের জন্য সুদ পরিশোধ করা বাধ্যদামূলক?
Ο ক) বাহ্যিক ঋণ মূলধন
Ο খ) ঋণ মূলধন
Ο গ) মূলধন
Ο ঘ) আর্থিক ঝুঁকি
 সঠিক উত্তর: (ক)

 ২২৬. কোনটি ঝুঁকিমুক্ত আয়ের বৈশিষ্ট্য?
Ο ক) যে আয়ে প্রকৃত ও প্রত্যাশিত আয় সমান নয়
Ο খ) যে আয়ে প্রকৃত ও প্রত্যাশিত আয় সমান
Ο গ) যে আয় প্রত্যাশিত আয়ের চেয়ে বেশি
Ο ঘ) যে আয় প্রত্যাশিত আয়ের চেয়ে কম
 সঠিক উত্তর: (খ)

 উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * মি. হাবিবুল্লাহ একজন ব্যবসায়ী। তিনি গত বছর ২৫% লাভ করেছেন। এ বছরও তিনি অনুরূপ লাভ করবেন বলে আশা করেছিলেন। কিন্তু নানাবিধ কারণে তিনি লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হন। এ বছর তিনি মাত্র ১০% লাভ করেন।

 ২২৭. মি. হাবিবুল্লাহ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়াকে কী বলে আখ্যায়িত করা যায়?
Ο ক) ঝুঁকি
Ο খ) অনিশ্চয়তা
Ο গ) বিচ্যুতি
Ο ঘ) আদর্শ বিচ্যুতি
 সঠিক উত্তর: (ক)

 ২২৮. মি. হাবিবুল্লাহ প্রত্যাশিত লাভের জন্যে করণীয়-
i. প্রতিষ্ঠানের কোন ক্ষেত্রে ঝুঁকি রয়েছে তা চিন্হিত করা
ii. ঝুঁকির স্থায়িত্ব বিশ্লেষণ করা
iii. ঝুঁকি মোকাবেলার সম্ভাব্য কৌশল নির্ধারণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post