এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৪: ঝুঁকি ও অনিশ্চয়তা (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৪: ঝুঁকি ও অনিশ্চয়তা (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. ব্যবসায়ের আর্থিক লিভারেজ হতে আর্থিক ঝুঁকি এবং পরিচালনা লিভারেজ হতে কোন ঝুঁকি পরিমাপ করা যায়?
Ο ক) কারবারি ঝুঁকি
Ο খ) উৎপাদন ঝুঁকি
Ο গ) ব্যক্তিগত ঝুঁকি
Ο ঘ) আর্থিক ঝুঁকি
 সঠিক উত্তর: (ক)

 ১৫২. কোন ব্যবসায়ের সার্বিক উদ্দেশ্য সাধনে কোনটির প্রভাব রয়েছে?
Ο ক) ঝুঁকির
Ο খ) অনিশ্চয়তার
Ο গ) ক্রেতার
Ο ঘ) বিক্রেতার
 সঠিক উত্তর: (ক)

 ১৫৩. বিনিয়োদকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকির উৎস-
i. তারল্য ঝুঁকি
ii. আর্থিক ঝুঁকি
iii. সুদ হারের ঝুঁকি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৫৪. আবু তাহের একজন পাট ব্যবসায়ী। তিনি বাজার চাহিদার ওপরই তার যাবতীয় কাজ পরিচালনা করে। আবু তাহের বাজার চাহিদা নির্ণয় করে কীভাবে?
Ο ক) পাটের গুণাগুণের দ্বারা
Ο খ) বিক্রয়কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে
Ο গ) বাস্তবসম্মত চাহিদা অনুমানের দ্বারা
Ο ঘ) উৎপাদনের ওপর ভিত্তি করে
 সঠিক উত্তর: (গ)

 ১৫৫. অর্থনৈতিক অনিশ্চয়তা হতে কোন ঝুঁকির সৃষ্টি হয়?
Ο ক) আর্থিক ঝুঁকি
Ο খ) খাঁটি ঝুঁকি
Ο গ) সম্পত্তির ঝুঁকি
Ο ঘ) বাজার ঝুঁকি
 সঠিক উত্তর: (ক)

 ১৫৬. কোম্পানির দউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে-
i. দায় পরিশোধের অক্ষমতা দেখা দিলে
ii. দীর্ঘদিন দায় পরিশোধ করতে না পারলে
iii. দায় শোধ না করার কারণে ঋণ সরবরাহকারী আইনের আশ্রয় গ্রহণ করলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৭. জনাব হোসেন আলীর ঝুঁকি চিন্হিত করার পরবর্তীতে কী করণীয়?
Ο ক) বাজার জরিপ করা
Ο খ) সম্ভাবনা যাচাই করা
Ο গ) ঝুঁকি পরিমাপ করাৎ
Ο ঘ) কর্মী নির্বাচন করা
 সঠিক উত্তর: (গ)

 ১৫৮. প্রাকৃতিক শক্তি দ্বারা যে অনিশ্চয়তা সৃষ্টি হয় তাকে কী বলে?
Ο ক) প্রাকৃতিক অনিশ্চয়তা
Ο খ) বন্যা
Ο গ) ঝড়
Ο ঘ) অগ্নিকান্ড
 সঠিক উত্তর: (ক)

 ১৫৯. বিমা অযোগ্য ঝুঁকি-
i. বাজার ঝুঁকি
ii. রাজনৈতিক ঝুঁকি
iii. উৎপাদন ঝুঁকি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬০. যেসব প্রতিষ্ঠনের ঋণকৃত মুলধন বেশি, সেসব প্রতিষ্ঠানের কোন ঝুঁকির পরিমাণ বেশি?
Ο ক) সম্পত্তির ঝুঁকি
Ο খ) আর্থিক ঝুঁকি
Ο গ) খাঁটি ঝুঁকি
Ο ঘ) বাজার ঝুঁকি
 সঠিক উত্তর: (খ)

 ১৬১. নিচের কোনটি ঝুঁকি নয়?
Ο ক) কাঁচামালের মূল্য বৃদ্ধির সম্ভাবনা
Ο খ) পণ্য অচল হয়ে যাবার সম্ভাবনা
Ο গ) বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয় না হওয়ার সম্ভাবনা
Ο ঘ) প্লেন দুর্ঘটনায় কোম্পানির প্রধান কর্মকর্তা মারা যাওয়ার সম্ভাবনা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬২. তারল্য ঝুঁকি কিসের ওপর নির্ভর করে?
Ο ক) অর্থের ওপর
Ο খ) বাজারে আকার ও কাঠামোর ওপর
Ο গ) ক্রেতার ওপর
Ο ঘ) বিক্রেতার ওপর
 সঠিক উত্তর: (খ)

 ১৬৩. যেসব আয়ের সাথে ঝুঁকি জড়িত সেসব আয়কে কোন ধরনের আয় বলা হয়?
Ο ক) অনুমেয় আয়
Ο খ) ঝুঁকিবহুল আয়
Ο গ) প্রকৃত আয়
Ο ঘ) অর্জিত আয়
 সঠিক উত্তর: (খ)

 ১৬৪. যদি কোম্পানি কোনো বহি:স্থ অর্থায়ন না করে তখন মুনাফা সংক্রান্ত যে অনিশ্চতা তৈরি হয় তখন তা হল-
Ο ক) অভ্যন্তরীণ ঝুঁকি
Ο খ) ব্যবসায়িক ঝুঁকি
Ο গ) বহি:সঋত ঝুঁকি
Ο ঘ) অপূরণীয় ঝুঁকি
 সঠিক উত্তর: (খ)

 ১৬৫. ট্রেজারি বিল কেন ঝুকিমুক্ত?
Ο ক) প্রাপ্ত আয় নিশ্চিত থাকে বলে
Ο খ) প্রাপ্ত আয় নির্দিষ্ট থাকে বলে
Ο গ) প্রাপ্ত আয় বেশি হয় বলে
Ο ঘ) সবগুলোই
 সঠিক উত্তর: (খ)

 ১৬৬. যুদ্ধ, দাঙ্গা, চুরি, ডাকাতি ইত্যাদি মানবিক কারণে কোন ধরনের ঝুঁকির উদ্ভব হয়?
Ο ক) কারবারি ঝুঁকি
Ο খ) ব্যবসায়িক ঝুঁকি
Ο গ) কোম্পানি ঝুঁকি
Ο ঘ) সম্পত্তিগত ঝুঁকি
 সঠিক উত্তর: (খ)

 ১৬৭. কোনো ঘটনা ঘটার সম্ভাবনা যদি জানা না থাকে তবে তাকে-
Ο ক) ঝুঁকি বলা যায়
Ο খ) ঝুঁকি বলা যায় না
Ο গ) অনিশ্চয়তা বলা যায় না
Ο ঘ) অল্প ঝুঁকি বলা যায়
 সঠিক উত্তর: (খ)

 ১৬৮. ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কিত প্রযোজ্য উক্তি হলো-
i. বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করা অনিশ্চয়তা কমানো সম্ভব
ii. ঝুঁকি পরিমাপযোগ্য বলে ব্যবসায় প্রতিষ্ঠান একে কমানোর পদক্ষেপ গ্রহণ করতে পারে
iii. অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাই ঝুঁকি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৯. ঝুঁকি ব্যবস্থাপনার জন্যে কী খুঁজে বের করা জরুরি?
Ο ক) ঝুঁকির উৎস ও শ্রেণি
Ο খ) ঝুঁকির কারণ
Ο গ) ঝুঁকির তীব্রতা
Ο ঘ) ঝুঁকির মেয়াদ
 সঠিক উত্তর: (ক)

 ১৭০. পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে কীসের সৃষ্টি হয়?
Ο ক) আর্থিক ঝুঁকি
Ο খ) ব্যবসায়িক ঝুঁকি
Ο গ) তারল্য ঝুঁকি
Ο ঘ) সুদ হারের ঝুঁকি
 সঠিক উত্তর: (খ)

 ১৭১. সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য কমার সম্ভাবনাকে কী বলে?
Ο ক) সুদের হারের ঝুঁকি
Ο খ) বাজার ঝুঁকি
Ο গ) আর্থিক ঝুঁকি
Ο ঘ) খাঁটি ঝুঁকি
 সঠিক উত্তর: (ক)

 ১৭২. সরকার করের হার বৃদ্ধি করলে ব্যবসায়ীদের বেশি করে কর দিতে হয়। ফলে ব্যবসায় প্রতিষ্ঠানের কোন ঝুঁকির পরিমাণ বৃদ্ধি পায়?
Ο ক) বাজার ঝুঁকি
Ο খ) উৎপাদন ঝুঁকি
Ο গ) আর্থিক ঝুঁকি
Ο ঘ) পুঁজি সংরক্ষণ
 সঠিক উত্তর: (গ)

 ১৭৩. GM গ্রুপ আশা করেছিল ২০১২ সালে ২০% নিট মুণাফা করবে। কিন্তু বছর শেষে দেখে প্রতিষ্ঠানটির প্রকৃত লাভ হলো ১৫%। এখানে ৫% বিচ্যুতিকে কী বলা যায়?
Ο ক) অনিশ্চয়তার উৎস
Ο খ) ঝুঁকির উৎস
Ο গ) নিট ক্ষতি
Ο ঘ) নিট ব্যবধান
 সঠিক উত্তর: (খ)

 ১৭৪. বাজার ঝুঁকির বৈশিষ্ট্য-
i. চাহিদা বা যোগানের পরিবর্তন
ii. ভোক্তার রুচি
iii. অভ্যসের রুচি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৫. কোনটি ঝুঁকিমুক্ত আয়ের অন্তর্ভূক্ত?
Ο ক) মুনাফা
Ο খ) আমানতের সুত
Ο গ) কমিশন
Ο ঘ) লভ্যাংশ
 সঠিক উত্তর: (খ)

 ১৭৬. কোন কাঠামোর পরিবর্তন করে আর্থিক ঝুঁকি পরিহার করা যায়?
Ο ক) মূলধন
Ο খ) ঝুঁকি
Ο গ) লাভ
Ο ঘ) ক্ষতি
 সঠিক উত্তর: (ক)

 ১৭৭. জনাব সবুজ সম্প্রতি চাকরির পেনশন বাবদ ৩০ লক্ষ টাকা পান। তিনি এ টাকা বিনিয়োগের মাধ্যমে ঝুঁকিমুক্ত উপায়ে আয় করতে চান। এক্ষেত্রে জনাব সবুজের জন্যে ঝুঁকিমুক্ত আয় হতে পাবে-
i. ব্যাংকে জমা রাখা
ii. সঞ্চয়পত্র ক্রয় করা
iii. বেসরকারি বন্ড ক্রয় করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৭৮. প্রত্যাশিত আয় ও প্রকৃত আয়ের বিচ্যুতি থেকে কী পরিমাপ করা হয়?
Ο ক) ঝুঁকি
Ο খ) মুনাফা
Ο গ) বিনিয়োগ
Ο ঘ) ক্ষতি
 সঠিক উত্তর: (ক)

 ১৭৯. চৌধুরী গ্রুপের ২০১২ সালে পরিসংখ্যান শেষে দেখা গেছে আদর্শ বিচ্যুতির মা হয়েছে ৪৬.৩৯% । এ মানটি কী নির্দেশ করে?
Ο ক) অধিক ঝুঁকি
Ο খ) কম ঝুঁকি
Ο গ) অধিক অনিশ্চয়তা
Ο ঘ) কম অনিশ্চয়তা
 সঠিক উত্তর: (ক)

 ১৮০. আধুনিককালে ঝুঁকি বলতে কোটিকে বোঝায়?
Ο ক) অনিশ্চয়তার যে অংশ অপরিমেয়
Ο খ) নিশ্চয়তার যে অংশ পরিমাপযোগ্য
Ο গ) অনিশ্চয়তার যে অংশ পরিমাপযোগ্য
Ο ঘ) নিশ্চয়তার যে অংশ অপরিমেয়
 সঠিক উত্তর: (গ)

 ১৮১. ৩৬. ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিটি সিদ্ধান্তের সাথে কী জড়িত থাকে?
Ο ক) ঝুঁকি
Ο খ) নিশ্চয়তা
Ο গ) ক্ষতি
Ο ঘ) সম্ভাবনা
 সঠিক উত্তর: (ক)

 ১৮২. অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে পার্থক্য হলো-
i. ঝুঁকি পরিমাপ করা যায়
ii. অনিশ্চয়তা গ্রহণযোগ্য নয়
iii. অনিশ্চয়তা পরিমাপ করা যায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৩. আদর্শ বিচ্যুতির বড় মান মানে-
Ο ক) অধিক মুনাফা
Ο খ) অধিক ঝুঁকি
Ο গ) অধিক ক্ষতি
Ο ঘ) কম ক্ষতি
 সঠিক উত্তর: (খ)

 ১৮৪. সুদ হারের ঝুঁকি মোকাবিলা করতে হয়-
i. যেসব বিনিয়োগকারী বন্ড ক্রয় করে
ii. যেসব বিনিয়োগকারী ডিবেঞ্চার ক্রয় করে
iii. যেসব বিনিয়োগকারী শেয়ারে অর্থ বিনিয়োগ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৮৫. ঝড়,বন্যা,ভূকম্পন,অগ্নিকান্ড, সাইক্লোন ও সামুদ্রিক জলোচ্ছ্বাস ইত্যাদির ফলে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে কী বলে?
Ο ক) প্রাকৃতিক অনিশ্চয়তাজনিত ঝুঁকির
Ο খ) বাজার ঝুঁকি
Ο গ) ব্যবসায় ঝুঁকি
Ο ঘ) উৎপাদন ঝুঁকি
 সঠিক উত্তর: (ক)

 ১৮৬. ঝুঁকি কমানো যায় কেন?
Ο ক) অনিশ্চিত বলে
Ο খ) অধিক বলে
Ο গ) পরিমাপ করা যায় বলে
Ο ঘ) নির্দিষ্ট বলে
 সঠিক উত্তর: (গ)

 ১৮৭. নিচের কোনটি থেকে আর্থিক ঝুঁকি তৈরি হয়?
Ο ক) দায় পরিশোধের অক্ষমতা থেকে
Ο খ) দায় পরিশোধের ক্ষমতা থেকে
Ο গ) আর্থিক স্বচ্ছলতা থেকে
Ο ঘ) মুনাফা অর্জনের ক্ষমতা থেকে
 সঠিক উত্তর: (ক)

 ১৮৮. ভবিষ্যতে একটি কোম্পানি কী পরিমাণ লভ্যাংশ দিবে তা কিসের ওপর নির্ভর করে?
Ο ক) ভবিষ্যতের বিনিয়োগের উপর
Ο খ) কোম্পানির ইচ্ছার উপর
Ο গ) ভবিষ্যতে অর্জিত মুনাফার উপর
Ο ঘ) ম্যানেজারের উপর
 সঠিক উত্তর: (গ)

 ১৮৯. কোম্পানির সাফল্য তথা সার্বিক উদ্দেশ্য সাধনে কীসের প্রভাব রয়েছে?
Ο ক) মুনাফার
Ο খ) ঝুঁকির
Ο গ) মূলধন ব্যয়ের
Ο ঘ) শেয়ারের
 সঠিক উত্তর: (খ)

 ১৯০. দেশের অর্থেনৈতিক অবস্থার পরিবর্তনের কারণে নিচের কোন ঝুঁ঳কি সৃষ্টি হতে পারে?
Ο ক) ব্যবসায়িক ঝুঁকি
Ο খ) আর্থিক ঝুঁকি
Ο গ) তারল্য ঝুঁকি
Ο ঘ) সুদ হার ঝুঁকি
 সঠিক উত্তর: (ক)

 ১৯১. সেজান দেখেছে যে তার বন্ধু যে উৎস হতে আয় করে তার ঝুঁকিও বেশি আবার আয়ও বেশি। সেও ঐ উৎস হতে আয় করতে চায়। এক্ষেত্রে তার উচিত-
i. শেয়ারে বিনিয়োগ করা
ii. ডিবেঞ্চারে বিনিয়োগ করা
iii. ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৯২. ফার্মের মূলধন কাঠামোতে ঋণ করা মূলধন বেশি থাকলে কোন ঝুঁকির সৃষ্টি হয়?
Ο ক) বাজার ঝুঁকি
Ο খ) রাজনৈতিক ঝুঁকি
Ο গ) আর্থিক ঝুঁকি
Ο ঘ) উৎপাদন ঝুঁকি
 সঠিক উত্তর: (গ)

 ১৯৩. X প্রতিষ্ঠানটির গড় থেকে আয়ের ব্যবধানের বর্গের গড় ১৫৩.৬। প্রতিষ্ঠানটির আদর্শ বিচ্যুতি কত হবে?
Ο ক) ১৬.১৩%
Ο খ) ১৩.৩৩%
Ο গ) ১২.২২%
Ο ঘ) ১২.৩৯%
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৪. প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফলের তুলনায় পৃথক হওয়ার সম্ভাবনাকে ব্যবসায় অর্থায়নে কী বলে?
Ο ক) লোকসান
Ο খ) ঝুঁকি
Ο গ) ব্যর্থতা
Ο ঘ) গড়মিল
 সঠিক উত্তর: (খ)

 ১৯৫. ব্যবসায় পতিষ্ঠানে ঝুঁকির সৃষ্টি হয় কোথা থেকে?
Ο ক) বিনিয়োগ থেকে
Ο খ) ব্যবসায় থেকে
Ο গ) বিচ্যুতি থেকে
Ο ঘ) গড়মিল থেকে
 সঠিক উত্তর: (গ)

 ১৯৬. কীসের কারণে ব্যবসায় প্রতিষ্ঠানের কাঙ্খিত ফলাফল না পাওয়ার সম্ভাবনা দেখা দেয়?
Ο ক) ভাগ্যের
Ο খ) ব্যবস্থাপনার
Ο গ) অনিশ্চয়তার
Ο ঘ) ঝুঁকির
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৭. বিমাযোগ্য ঝুঁকি-
i. সম্পত্তিগত ঝুঁকি
ii. ব্যক্তিগত ঝুঁকি
iii. আইনানুগ দায়দায়িত্ব-সংক্রান্ত ঝুঁকি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৮. কোন ধরনের বিনিয়োগের ফলে বিনিয়োগকারীর অনিশ্চয়তা হ্রাস পায়?
Ο ক) একক বিনিয়োগ
Ο খ) পোর্টফলিও বিনিয়োগ
Ο গ) যৌথ বিনিয়োগ
Ο ঘ) মূলধন বিনিয়োগ
 সঠিক উত্তর: (খ)

 ১৯৯. পরিমিত ব্যবধান নির্ণয়ের ধাপ হলো-
i. প্রত্যাশিত আয় বা গড় আয় নির্ণয়
ii. প্রতিটি প্রত্যাশিত ফলাফল হতে বা গড় আয় হতে প্রত্যাশিত মূল্য বিয়োগ করতে হবে
iii. প্রাপ্ত বিয়োগফলের বর্গ নির্ণয় করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২০০. হৃদয় কামাল কুরুলিয়া গ্রুপে ৫০,০০,০০০ টাকা তিন বছর আগে বিনিয়োগ করেছিলেন এবং তিন বছরই যথাক্রমে ৫%,১২% ও ১৭% করে মুনাফা পেয়েছে। এখানে হৃদয় কামালের বিনিয়োগের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) ঝুঁকিমুক্ত বিনিয়োগ
Ο খ) ঝুঁকিযুক্ত বিনিয়োগ
Ο গ) লাভজনক বিনিয়োগ
Ο ঘ) ব্যবসায়িক বিনিয়োগ
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post