এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৪: ঝুঁকি ও অনিশ্চয়তা (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৪: ঝুঁকি ও অনিশ্চয়তা (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১০১. ঋণ মূলধন ব্যবহার করলে নিচের কোনটি সৃষ্টি হয়?
Ο ক) মুনাফা পরিশোধের দায়
Ο খ) সুদ ও উক্ত অর্থ পরিশোধের দায়
Ο গ) লভ্যাংশ পরিশোধের দায়
Ο ঘ) ঋণ পরিশোধের দায়
 সঠিক উত্তর: (খ)

 ১০২. ঝুঁকিহ্রাস করার জন্যে কোম্পানি কোন কৌশল গ্রহণ করতে পারে?
Ο ক) গুদামজাতকরণ
Ο খ) কম মূল্যে বিক্রয়
Ο গ) অগ্রিম বিক্রয়
Ο ঘ) বিজ্ঞাপন প্রচার
 সঠিক উত্তর: (গ)

 ১০৩. প্রত্যাশিত আয় থেকৈ প্রকৃত আয়ের কোন উপাদানটি বেশি হলে ঝুঁকি বাড়ে?
Ο ক) সম্ভাবনা
Ο খ) অনিশ্চয়তা
Ο গ) বিচ্যুতি
Ο ঘ) ত্রুটি
 সঠিক উত্তর: (গ)

 ১০৪. বন্ড ও ডিবেঞ্চারের মালিকগণ তারল্য ঝুঁকির সম্মুখীন হয়। কারণ-
i. বন্ড-ডিবেঞ্চারের ক্রেতা সহজে পাওয়া যায় না
ii. যুক্তসঙ্গত মূল্যে বন্ড-ডিবেঞ্চার বিক্রয় করা কষ্টসাধ্য
iii. বন্ড-ডিবেঞ্চারের মূল্য সুদের হার ওঠা-নামার ওপর নির্ভরশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১০৫. প্রত্যাশার বেশি লাভ হলে সেটি কেন ঝুঁকির উৎস বলে বিবেচিত হবে?
Ο ক) অধিক আয়ের কারণ অজানা বলে
Ο খ) আয় বেশি বলে
Ο গ) অধিক অর্থ মানেই অধিক ঝুঁকি
Ο ঘ) কম অর্থ মানেই কম ঝুঁকি
 সঠিক উত্তর: (ক)

 ১০৬. ঝুঁকি পরিমাপ করা হয়-
i. বিভিন্ন কৌশল অবলম্বন করে
ii. সঠিক পরিকল্পনার মাধ্যমে
iii. প্রতিষ্ঠানের ব্যয় কমিয়ে এন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১০৭. হস্তান্তরযোগ্য ও হস্তান্তর অযোগ্য ঝুঁকির সমষ্টিকে কী বলে?
Ο ক) বাজার ঝুঁকি
Ο খ) খাঁটি ঝুঁকি
Ο গ) কর ঝুঁকি
Ο ঘ) মোট ঝুঁকি
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৮. কীসের উপর ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা অর্জন নির্ভরশীল?
Ο ক) পণ্যের বাজার চাহিদা
Ο খ) মালিকানার ধরন
Ο গ) শিক্ষা ও অভিজ্ঞতা
Ο ঘ) বস্তুগত সম্পদের মোহ
 সঠিক উত্তর: (ক)

 ১০৯. খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কাকে কী বলে?
Ο ক) অনিশ্চয়তা
Ο খ) ঝুঁকি
Ο গ) বিপদ
Ο ঘ) ক্ষতি
 সঠিক উত্তর: (খ)

 ১১০. নিচের কোনটি পরিমাপযোগ্য নয় কিন্তু অনুমান করা যায়?
Ο ক) আয়
Ο খ) ব্যয়
Ο গ) ঝুঁকি
Ο ঘ) অনিশ্চয়তা
 সঠিক উত্তর: (ঘ)

 ১১১. কোম্পানির লভ্যাংশ প্রদান কীসের উপর নির্ভর করে?
Ο ক) স্থায়ী সম্পত্তির উপর
Ο খ) অর্জিত মুনাফার উপর
Ο গ) বিনিয়োগকারীর বিনিয়োগের উপর
Ο ঘ) নিজস্ব মূলধনের উপর
 সঠিক উত্তর: (খ)

 ১১২. আসলাম সাহেবের প্রকল্পের গত পাঁচ বছরের গড় আয় ১৬% । আর মোট ব্যবধানের বর্গ ৮৪০। তার প্রকল্পের ঝুঁকির পরিমাণ কত?
Ο ক) ১২.৪০%
Ο খ) ১৪.৪৯%
Ο গ) ১৬.৫৫%
Ο ঘ) ১৮.৮৮%
 সঠিক উত্তর: (খ)

 ১১৩. ঝুঁকিবহুল আয়ের উদাহরণ হলো-
i. ব্যাংকের স্থায়ী আমানত থেকে প্রাপ্ত সুদ
ii. শেয়ার বাজার থেকে প্রাপ্ত আয়
iii. বৈদেশিক বাণিজ্য থেকে প্রাপ্ত আয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১১৪. কোন মূলধনের জন্য সুদ প্রদান বাধ্যতামূলক?
Ο ক) স্থায়ী মূলধন
Ο খ) চলতি মূলধন
Ο গ) ঋণ মূলধন
Ο ঘ) বিনিয়োগকৃত মূলধন
 সঠিক উত্তর: (গ)

 ১১৫. কীসের ওপর ব্যবসায় প্রতষ্ঠানের মুনাফা অর্জন নির্ভর করে?
Ο ক) ক্রয় দক্ষতার ওপর
Ο খ) বিক্রয় দক্ষতার ওপর
Ο গ) পণ্যের বাজার চাহিদার ওপর
Ο ঘ) সঠিক পরিকল্পনার ওপর
 সঠিক উত্তর: (গ)

 ১১৬. ঝুঁকির পরিমাপ করা হয়-
i. বিভিন্ন কৌশল অবলম্বন করে
ii. সঠিক পকিল্পনার মাধ্যমে
iii. প্রতিষ্ঠানের ব্যয় কমিয়ে এনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১১৭. প্রত্যাশা হতে বিচ্যুতির যে সম্ভাবনা তাই মূলত কী?
Ο ক) রিটার্ন
Ο খ) ঝুঁকির
Ο গ) লাভ
Ο ঘ) লোকসান
 সঠিক উত্তর: (খ)

 ১১৮. ব্যবসায়িক ঝুঁকির উৎস হলো-
i. বিক্রয় মূল্য পরিবর্তন
ii. বিক্রয়ের পরিমাণ পরিবর্তন
iii. অতিরিক্ত স্থায়ী খরচের প্রবণতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৯. ঝুঁকি হ্রাস করার জন্যে কোম্পানি কোন কৌশল গ্রহণ করতে পারে?
Ο ক) গুদামজাতকরণ
Ο খ) কম মূল্যে বিক্রয়
Ο গ) অগ্রিম বিক্রয়
Ο ঘ) বিজ্ঞাপন প্রচার
 সঠিক উত্তর: (গ)

 ১২০. নিচের কোনটি থেকে প্রাপ্ত আয় সবচেয়ে ঝুছকিবহুল?
Ο ক) ট্রেজারি বিল
Ο খ) বন্ড
Ο গ) সাধারণ শেয়ার
Ο ঘ) ব্যবসায়
 সঠিক উত্তর: (গ)

 ১২১. অনিশ্চয়তাকে কমানো যায় না কেন?
Ο ক) পরিমাপ করা যায় না বলে
Ο খ) পরিমাপ করা যায় বলে
Ο গ) অনেক বেশি বলে
Ο ঘ) অনিশ্চয়তা পরিমাপযোগ্য তাই
 সঠিক উত্তর: (ক)

 ১২২. কোনো কোম্পানির পরিচালনা খরচ মেটানোর সক্ষমতা নির্ভর করে-
i. বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতার ওপর
ii. পরিচালনা খরচের মিশ্রণের ওপর
iii. স্থায়ী ও চলতি খরচের অনুপাতের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৩. যে প্রতিষ্ঠানের ঋণ মূলধন বেশি সে প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি বেশি হওয়ার কারণ কী?
Ο ক) ঋণ মূলধ ব্যবসায়ের জন্যে অমঙ্গলজনক
Ο খ) ঋণ মূলধনের জন্যে সুদ প্রদান করা বাধ্যতামূলক নয়
Ο গ) ঋণ মূলধনের সুদ প্রদান করা বাধ্যতামূলক
Ο ঘ) ঋণ মূলধনের স্থায়িত্ব শেয়ার মূলধন থেকে বেশি
 সঠিক উত্তর: (গ)

 ১২৪. মানুষের ব্যক্তিগত জীবনে প্রতিনিয়ত কী বিদ্যমান থাকে?
Ο ক) অনিশ্চায়তা
Ο খ) লাভ
Ο গ) ক্ষতি
Ο ঘ) বিপদ
 সঠিক উত্তর: (ক)

 ১২৫. ঝুঁকিমুক্ত আয়ের উদাহরণ হলো-
i. শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করা
ii. সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল ক্রয করা
iii. জাতীয় সঞ্চয়পত্র ক্রয় করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১২৬. কে ট্রেজারি বিল ইস্যু করেন?
Ο ক) বাণিজ্যমন্ত্রী
Ο খ) ব্যবস্থাপনা পরিচালক
Ο গ) সরকার
Ο ঘ) স্বরাষ্ট্রমন্ত্রী
 সঠিক উত্তর: (গ)

 ১২৭. ঝুঁকি সৃষ্টির উৎস কী?
Ο ক) প্রত্যাশিত ফলাফলের গরমিল
Ο খ) প্রাপ্ত ফলাফলের গরমিল
Ο গ) প্রত্যাশিত ও প্রাপ্ত ফলাফলের গরমিল
Ο ঘ) মূলধন ও উত্তোলনের গরমিল
 সঠিক উত্তর: (গ)

 ১২৮. পরিচালনা ব্যয় পরিশোধের অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকি তৈরি হয়?
Ο ক) ব্যবসায়িক ঝুঁকি
Ο খ) আর্থিক ঝুঁকি
Ο গ) মৌলিক ঝুঁকি
Ο ঘ) ফটকা ঝুঁকি
 সঠিক উত্তর: (ক)

 ১২৯. বহি:স্থ উৎস থেকে অর্থায়ন করলে কোনর ধরনের ঝুঁকি সৃষ্টি হয়?
Ο ক) আর্থিক ঝুঁকি
Ο খ) মৌলিক ঝুঁকি
Ο গ) ফটকা ঝুঁকি
Ο ঘ) ব্যবসায়িকক ঝুঁকি বেশি
 সঠিক উত্তর: (ক)

 ১৩০. কোনটি পরিমাপযোগ্য নয় কিন্তু অনুমান কারা যায়?
Ο ক) আয়
Ο খ) ব্যয়
Ο গ) ঝুঁকি
Ο ঘ) অনিশ্চয়তা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩১. একটি মাত্র বিনিয়োগ প্রকল্পের ঝুঁকিকে সাধারণত কী বলে?
Ο ক) ঝুঁকি
Ο খ) একক ঝুঁকি
Ο গ) লাভ
Ο ঘ) লোকসান
 সঠিক উত্তর: (খ)

 ১৩২. যখন ভবিষ্যতের কোন ঘটনার সঠিকভাবে পূর্বানুমান করা যায় না তখন তাকে কী বলে?
Ο ক) অনিশ্চয়তা
Ο খ) ব্যক্তিগত ঝুঁকি
Ο গ) বাজার ঝুঁকি
Ο ঘ) রাজনৈতিক ঝুঁকি
 সঠিক উত্তর: (ক)

 ১৩৩. ঋণকৃত মূলধন পরিশোধের অক্ষমতার অনিশ্চয়তার থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে কী বলে?
Ο ক) তারল্য ঝুঁকি
Ο খ) সুদ হার ঝুঁকি
Ο গ) আর্থিক ঝুঁকি
Ο ঘ) ব্যবসায়িক ঝুঁকি
 সঠিক উত্তর: (গ)

 ১৩৪. বিভিন্ন কৌশল প্রয়োগ করে কমানো যায়-
i. সম্ভাব্য ক্ষতির পরিমাণ
ii. ঝুঁকির পরিমাণ
iii. অনিশ্চয়তা পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও iii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৩৫. কোনটি ঝুঁকিবহুল আয় হিসেবে পরিগণিত হয়?
Ο ক) ট্রেজারি বিল
Ο খ) ট্রেজারি বন্ড
Ο গ) প্রাইজ বন্ড
Ο ঘ) শেয়ার
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৬. ব্যবসায় পতিষ্ঠানে ঝুঁকি সৃষ্টি হয় কোথা থেকে?
Ο ক) পণ্য নির্ধারণ
Ο খ) বিনিয়োগ
Ο গ) অবস্থান নির্ধারণ
Ο ঘ) বিচ্যুতি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৭. শেয়ার থেকে প্রাপ্ত আয় সবচেয়ে বেশি ঝুঁকি বাহুল আয় হিসেবে গণ্য হয় কেন?
Ο ক) এ আয় নির্দিষ্ট থাকে
Ο খ) এ আয় নির্দিষ্ট থাকে না
Ο গ) এ আয় অনেক ব্যব হয়
Ο ঘ) এ আয়ে অনেক সময় লাগে
 সঠিক উত্তর: (খ)

 ১৩৮. এনাম এন্ড এফছান কোম্পানি তাদের ৬ বছরের আয় ও ঝুঁকি গণনা করে দেখলে য়ে গড় থেকে ব্যবধানের বর্গের যোগফল ৮৪০। কোম্পানিটির ব্যবধানের গড় কত হবে?
Ο ক) ১৪০
Ο খ) ১৪৫
Ο গ) ১৬০
Ο ঘ) ১৬৮
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৯. ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্যের জায়গা হলো-
i. নিয়ন্ত্রণযোগ্যতা
ii. পরিমাপযোগ্য
iii. মুনাফার প্রভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i, ii ও iii
Ο গ) i
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৪০. ঝুঁকি ব্যবস্থাপনার জন্য জরুরি হলো-
i. ঝুঁকির উৎস বের করা
ii. ঝুঁকির শ্রেণি বের করা
iii. ঝুঁকির জন্য অপেক্ষা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪১. কোনটি দ্বারা ঝুঁকিমুক্ত বিনিয়োগের বৈশিষ্ট্য বোঝায়?
Ο ক) বিনিয়োগের বাজার মূল্য সুদের হারের ওপর নির্ভরশীল
Ο খ) বিনিয়োগের অনুমেয় আয় প্রকৃত আয় থেকে বেশি থাকে
Ο গ) বিনিয়োগের আয়ের পরিমাণ নির্দিষ্ট থাকে
Ο ঘ) বিনিয়োগের প্রকৃত আয় প্রত্যাশিত আয় থেকে কম হয়
 সঠিক উত্তর: (গ)

 ১৪২. সংক্ষেপে কারবারে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাবেই-
Ο ক) মৌলিক ঝুঁকি বলে
Ο খ) ফটকা ঝুঁকি বলে
Ο গ) আর্থিক ঝুঁকি বলে
Ο ঘ) খাঁটি ঝুঁকি বলে
 সঠিক উত্তর: (গ)

 ১৪৩. ঝুঁকি ব্যবস্থাপনায় কোনটি খুঁজে বের করতে হবে?
Ο ক) ঝুঁকির উৎস
Ο খ) ঝুঁকির শ্রেণি
Ο গ) ঝুঁকির উৎস ও শ্রেণি
Ο ঘ) ঝুঁকির কারণ
 সঠিক উত্তর: (গ)

 ১৪৪. নিচের কোনটি অনিশ্চয়তার বৈশিষ্ট্য?
Ο ক) এটি নিয়ন্ত্রণযোগ্য
Ο খ) এটি নিয়ন্ত্রণযোগ্য নয়
Ο গ) এটি পরিমাপযোগ্য
Ο ঘ) এটি কমানো যায়
 সঠিক উত্তর: (খ)

 ১৪৫. আদর্শ বিচ্যুতি নির্ণয় কী ধরনের পদ্ধতি?
Ο ক) গাণিতিক পদ্ধতি
Ο খ) জ্যামিতিক পদ্ধতি
Ο গ) অর্থায়ন পদ্ধতি
Ο ঘ) পরিসংখ্যানিক পদ্ধতি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৬. কোন অবস্থায় বিনিয়োগের বাজার মূল্য কমে?
Ο ক) সুদের হার বাড়লে
Ο খ) সুদের হার কমলে
Ο গ) সুদের হার অপরিবর্তিত থাকলে
Ο ঘ) সুদের হার ওঠা-নামা করলে
 সঠিক উত্তর: (ক)

 ১৪৭. প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম-বেশি হয় কেন?
Ο ক) বিচ্যুতির কারণে
Ο খ) মূলধনের অভাবে
Ο গ) উদ্দেশ্য অনির্ধারিত হলে
Ο ঘ) অনভিজ্ঞতার কারণে
 সঠিক উত্তর:

 ১৪৮. ট্রেজারি বিল থেকে প্রাপ্ত আয় ঝুঁকিমুক্ত আয়ের অন্তর্ভেুক্তা কারণ-
i. এটি সরকার কর্তৃক ইস্যুকৃত হয়
ii. এ আয়ের পরিমাণ সবসময় বেশি থাকে
iii. এ বিনিয়োগের প্রকৃত আয় প্রত্যাশিত আয়ের সমান হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৪৯. ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনার জন্য নিচের কোনটি অত্যাবশ্যকীয়?
Ο ক) ঝুঁকি
Ο খ) মুনাফা
Ο গ) অধিক পরিমাণ বিনিয়োগ
Ο ঘ) সঠিক সিদ্ধান্ত
 সঠিক উত্তর: (খ)

 ১৫০. সর্বোচ্চ ও সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রত্যাশিত ফলাফল বা আয়ের পার্থক্যকে কী বলে?
Ο ক) বাজার ঝুঁকি
Ο খ) উৎপাদন ঝুঁকি
Ο গ) পরিসর
Ο ঘ) মূলধন
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post