এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৪: ঝুঁকি ও অনিশ্চয়তা (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৪: ঝুঁকি ও অনিশ্চয়তা (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. কোন আয়কে ঝুঁকি জড়িত সেসব আয়কে কোন ধরনের আয় বলা হয়?
Ο ক) বন্ডে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়কে
Ο খ) ব্যবসায়ে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়কে
Ο গ) শেয়ার বিনিয়োগকৃত প্রাপ্ত আয়কে
Ο ঘ) সঞ্চয়পত্রে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়কে
 সঠিক উত্তর: (ঘ)

 ৫২. কোনো বিনিয়োগকারী ১০০০ টাক বিনিয়োগ করে ৫০০ টাকা লাভ আশা করে যদি ৬০০ টাকা পায় সেক্ষেত্রে কত টাকা ঝুঁকির উৎস বলে বিবেচিত হবে?
Ο ক) ৫০০
Ο খ) ৬০০
Ο গ) ১০০
Ο ঘ) ১৬০০
 সঠিক উত্তর: (গ)

 ৫৩. ব্যবসায় শুরুর পূর্বে কোনটি অত্যাবশ্যক?
Ο ক) কর্মী নির্বাচন
Ο খ) বাজার চাহিদা নিরূপণ
Ο গ) সুষ্ঠু ঋণ ব্যবস্থাপনা
Ο ঘ) পণ্যের আমদানি নির্ভরতা
 সঠিক উত্তর: (খ)

 ৫৪. যে সকল আয়ের সাথে ঝুঁকি জড়িত থাকে সেগুলোকে কী বলে?
Ο ক) ঝুঁকিবহুল আয়
Ο খ) নিশ্চিত আয়
Ο গ) অনিশ্চিত আয়
Ο ঘ) ঝুঁকিবিহীন আয়
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগৃহীত হলে কোন কাজটি ঐচ্ছিক হয়?
Ο ক) প্রতিষ্ঠন পরিচালনা
Ο খ) মুনাফা অর্জন
Ο গ) মুনাফা বন্টন
Ο ঘ) অর্থায়নের নিরাপত্তা
 সঠিক উত্তর: (গ)

 ৫৬. কোন মূলধন ব্যবহার করলে সুদ ও আসল টাকা পরিশোধের দায় সৃষ্টি হয়?
Ο ক) ঋণ মূলধন
Ο খ) আর্থিখঝুঁকি
Ο গ) মূলধন
Ο ঘ) ঝুঁকি
 সঠিক উত্তর: (ক)

 ৫৭. ব্যবসায় প্রতিষ্ঠানের সার্বিক উদ্দেশ্য সাধনে রয়েছে-
i. সিদ্ধান্ত গ্রহণের প্রভাব
ii. পরিচালনাগত প্রভাব
iii. ঝুঁকির প্রভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৫৮. ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়-
i. অফিস ভাড়া বেশি হলে
ii. বিমা খরচ বেশি হলে
iii. ঋণের টাকা বেশি হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৯. কোনো বিনিয়োগ থেকে গত তিন বছর ৮%, ১২% ও ১৪% হারের কীরূপ আয় হিসেবে বিবেচিত হবে?
Ο ক) ঝুঁকিমুক্ত আয়
Ο খ) বকেয়া আয়
Ο গ) ঝুঁকিযুক্ত
Ο ঘ) অগ্রিম আয়
 সঠিক উত্তর: (ক)

 ৬০. ঝুঁকি পরিমাপের সর্বোৎকৃষ্ট পদ্ধতি কোনটি?
Ο ক) পরিসর পদ্ধতি
Ο খ) পরিমিত ব্যবধান পদ্ধতি
Ο গ) মূলধন
Ο ঘ) বাজার ঝুঁকি
 সঠিক উত্তর: (খ)

 ৬১. যে প্রতিষ্ঠানের ঋণ মূলধন বেশি সে প্রতিষ্ঠনের-
Ο ক) আর্থিক ঝুঁকি কম
Ο খ) আর্থিক ঝুঁকি বেশি
Ο গ) মৌলিক ঝুঁকি বেশি
Ο ঘ) ব্যবসায়িক ঝুঁকি বেশি
 সঠিক উত্তর: (খ)

 ৬২. সব অনিশ্চয়তাই-
Ο ক) ঝুঁকি
Ο খ) ঝুঁকি নয়
Ο গ) ঝুঁকির কাছাকাছি
Ο ঘ) মোটামুটি ঝুঁকি
 সঠিক উত্তর: (খ)

 ৬৩. ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত প্রকার?
Ο ক) ৫
Ο খ) ৪
Ο গ) ৩
Ο ঘ) ২
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. কীভাবে অপ্রত্যাশিত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়?
Ο ক) ক্ষতির পরে ব্যবস্থা নিলে
Ο খ) কম প্রকল্প হাতে নিলে
Ο গ) ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা বিচার করে ব্যবস্থা গ্রহণ করলে
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (গ)

 ৬৫. মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেলের সাথে সম্পকৃক্ত-
i .আয়ের হার
ii. ঝুঁকিহীন সুদের হার
iii. ঝুঁকির প্রিমিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৬. অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করপ যায় তাকে কী বলে?
Ο ক) ঝুঁকি
Ο খ) অনিশ্চয়তা
Ο গ) নিট লাভ
Ο ঘ) নিট ক্ষতি
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. কোনো ব্যক্তি কারখানায় কাজ করাকালীন আহত বা নিহত হলে তার ক্ষতিপূরণ কে বহন করে?
Ο ক) সরকার
Ο খ) রাজনৈতিক দল
Ο গ) প্রতিষ্ঠান
Ο ঘ) পরিবার
 সঠিক উত্তর: (গ)

 ৬৮. কোনো নির্দিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানের সামগ্রিক ঝুঁকি থেকে কোন ঝুঁকির উদ্ভব হয়?
Ο ক) বাজার ঝুঁকি
Ο খ) আর্থিক ঝুঁকি
Ο গ) লাভের প্রবণতা
Ο ঘ) খাঁটি ঝুঁকি
 সঠিক উত্তর: (খ)

 ৬৯. একজন বিনিয়োগকারীর বিনিয়োগের সময় চিন্তা করতে হয়-
i. প্রত্যাশিত নগদ প্রবাহ
ii. অনিশ্চয়তার সম্ভাবনা
iii. সম্ভাব্য মুনাফার হার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৭০. সুদের হার কমলে বিনিয়োগের বাজার মূল্যে কীরূপ প্রভাব পড়ে?
Ο ক) বাজারমূল্য কমে যায়
Ο খ) বাজারমূল্য বেড়ে যায়
Ο গ) বাজারমূল্য স্থিতিশীল থাকে
Ο ঘ) বাজারমূল্য অপরিবর্তিত থাকে
 সঠিক উত্তর: (খ)

 ৭১. মি.পাটোয়ারির ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে উচিত হবে-
i. ঝুঁকিসমূহ চিহ্নিত করা
ii. ঝুঁকি পরিমাপ করা
iii. অনিশ্চয়তা পরিহার করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর:

 ৭২. শেয়ার বাজারে কোনটির ক্রেতা সহজে পাওয়া যায়?
Ο ক) বোনাস শেয়ারের
Ο খ) বন্ডের
Ο গ) ডিবেঞ্চারের
Ο ঘ) সাধারণ শেয়ারের
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৩. প্রাকৃতিক ও মানবিক অনিশ্চয়তা হতে কোন ধরনের ঝুঁকির উদ্ভব হয়?
Ο ক) সম্পত্তিগত ঝুঁকি
Ο খ) ব্যক্তিগত ঝুঁকি
Ο গ) কারবারি ঝুঁকি
Ο ঘ) কোম্পাণি ঝুঁকি
 সঠিক উত্তর: (গ)

 ৭৪. কোনো বিনিয়োগ হতে প্রাপ্ত মোট নগদ সুবিধাকে কী বলে?
Ο ক) সাধারণ রিটার্ন
Ο খ) সাধারণ সম্পর্ক
Ο গ) সাধারণ বিনিয়োগ
Ο ঘ) বাজার ঝুঁকি
 সঠিক উত্তর: (ক)

 ৭৫. সরকার কর্তৃক ইস্যুকৃত ক্ষেত্রে বিনিয়োগ কী হিসেবে পরিগণিত?
Ο ক) ঝুঁকি
Ο খ) ঝুঁকিমুক্ত
Ο গ) অধিক লাভজনক
Ο ঘ) অনিশ্চিত
 সঠিক উত্তর: (খ)

 ৭৬. সুদের হারের ঝুঁকি হল-
Ο ক) সুদের হারের সাথে বিনিয়োগের মূল্য কমার সম্ভাবনা
Ο খ) সুদের হারের সাথে বিনিয়োগের মূল্য বাড়ার সম্ভাবনা
Ο গ) মুনাফার হারের সাথে বিনিয়োগের মূল্য বাড়ার সম্ভাবনা
Ο ঘ) বিক্রয়ের হারের সাথে বিনিয়োগের মূল্য বাড়ার সম্ভাবনা
 সঠিক উত্তর: (ক)

 ৭৭. কখন পর্যাপ্ত মুনাফা অর্জন সম্ভব হয় না?
Ο ক) প্রকৃত বিক্রয় অনুমেয় বিক্রয় থেকে কম হলে
Ο খ) উৎপাদন বেশি হলে
Ο গ) বিক্রয় বেশি হলে
Ο ঘ) ঝুঁকি কম হলে
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. বিনিয়োগ হতে প্রত্যাশিত লক্ষ্য বা আয় অর্জিত না হওয়ার সম্ভাবনাকে কী বলে?
Ο ক) ঝুঁকি
Ο খ) লাভ
Ο গ) ক্ষতি
Ο ঘ) সুদ
 সঠিক উত্তর: (ক)

 ৭৯. ঝুঁকি মূল্যায়ন করা যায়-
i. গড় ও বিশ্লেষণ করে
ii. পরিসর করে
iii. সম্ভাবনা বিন্যাস করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮০. কখন বিভিন্ন রকম পরিচালনা ব্যয়ের সৃষ্টি হয়?
Ο ক) শিক্ষা ক্ষেত্রে
Ο খ) প্রতষ্ঠান চালানোর ক্ষেত্রে
Ο গ) বাড়ি তৈরিতে
Ο ঘ) ঝুঁকিথাকলে
 সঠিক উত্তর: (খ)

 ৮১. কোনো কোম্পানির পরিচালনা খরচ মেটানোর সক্ষমতা নির্ভর করে-
i. বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতার ওপর
ii. পরিচালনা খরচের মিশ্রমের ওপর
iii. স্থায়ী ও চলতি খরচের অনুপাতের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮২. ব্যবসায় ক্ষেত্রে প্রতিনিয়ত কী বিদ্যমান থাকে?
Ο ক) অনিশ্চয়তা
Ο খ) মুনাফা
Ο গ) ব্যয়
Ο ঘ) ব্যর্থতা
 সঠিক উত্তর: (ক)

 ৮৩. কোনটি ব্যবসায় প্রতিষ্ঠান থেকে শুরু করে বিনিয়োগকারী পর্জন্ত সবাইকে লক্ষ্যে অর্জনে বাধা দেয়?
Ο ক) আয়
Ο খ) ঝুঁকি
Ο গ) ক্ষতি
Ο ঘ) আদর্শ বিচ্যুতি
 সঠিক উত্তর: (খ)

 ৮৪. কোন ঝুঁকি পরিবর্তন করে মূলধন কাঠামো পরিবর্তন করা যায়?
Ο ক) আর্থিক ঝুঁকি
Ο খ) রাজনৈতিক ঝুঁকি
Ο গ) বাজার ঝুঁকি
Ο ঘ) উৎপাদন ঝুঁকি
 সঠিক উত্তর: (ক)

 ৮৫. ঋণ মূলধন ব্যবহার করলে কী কী দায় উদ্ভব হয়?
i. সুদ
ii. আসল অর্থ
iii. মুনাফা
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৮৬. পরিমিত ব্যবধান, পরিসর, বিভেদাঙ্ক এসব পদ্ধতির মাধ্যমে কোনটি পরিমাপ করা যায়?
Ο ক) অর্থনৈতিক অনিশ্চয়তা
Ο খ) প্রাকৃতিক অনিশ্চয়তা
Ο গ) মানবীয় অনিশ্চয়তা
Ο ঘ) ঝুঁকি
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৭. সাধারণত কোম্পানি নিয়মিত নগদ প্রবাহ দিয়ে প্রতি বছর কী প্রদান করে থাকে?
Ο ক) মূলধন
Ο খ) বাহ্যিক ঋণ মুলধন
Ο গ) সুদ
Ο ঘ) আর্থিক
 সঠিক উত্তর: (গ)

 ৮৮. ব্যবসায় প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের প্রত্যাশিত ও প্রাপ্ত ফলাফলের মধ্যে থাকে-
i. গরমিল
ii. বিচ্যুতি
iii. অনিশ্চয়তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৯. ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকাণ থেকে ঝুঁকির উৎস হচ্ছে-
i. তারল্য ঝুঁকি
ii. আর্থিক ঝুঁকি
iii. ব্যবসায়িক ঝুঁকি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৯০. প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম বা বেশি হয় কেন?
Ο ক) ঝুঁকির কারণে
Ο খ) অনিশ্চয়তার কারণে
Ο গ) গড়মিলের কারণে
Ο ঘ) পরিচালনার কারণে
 সঠিক উত্তর: (গ)

 ৯১. ঝুঁকি সৃষ্টি হতে পারে-
i. আয় প্রত্যাশা থেকে বেশি হলে
ii. আয় প্রত্যাশা থেকে কম হলে
iii. আয় প্রত্যাশা থেকে সমান হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i, ii ও ii
Ο খ) i ও iii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৯২. ব্যবসায় প্রতিষ্ঠানে কখন মুনাফা অর্জনের ঝুঁকি সৃষ্টি হয়?
Ο ক) প্রকৃত বিক্রয় অনুমেয় বিক্রয়ের সমান হলে
Ο খ) প্রকৃত বিক্রয় অনমেয় বিক্রয় থেকে বেশি হলে
Ο গ) প্রকৃত বিক্রয় অনুমেয় বিক্রয়ের কাছাকাছি হলে
Ο ঘ) প্রকৃত বিক্রয় অনমেয় বিক্রয় থেকে খুব কম হলে
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৩. ঝুঁকি ও আয়ের মধেক্য কোন ধরনের সম্পর্ক বিদ্যমান?
Ο ক) সাধারণ সম্পর্ক
Ο খ) ধনাত্মক
Ο গ) ঋণাত্মক
Ο ঘ) বাজার ঝুঁকি
 সঠিক উত্তর: (খ)

 ৯৪. ব্যবসায়ের পরিচালনা ব্যয় হলো-
i. কাঁচামাল ক্রয়
ii. অফিস ভাড়া
iii. বীমা খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৫. বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে কয় ধরণের ঝুঁকি পরিলক্ষিত হয়?
Ο ক) দুই ধরনের
Ο খ) তিন ধরনের
Ο গ) চার ধরনের
Ο ঘ) পাঁচ ধরনের
 সঠিক উত্তর: (ক)

 ৯৬. প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় বেশি হলেও কিসের সৃষ্টি হতে পারে?
Ο ক) ক্ষতির
Ο খ) ঝুঁকির
Ο গ) উৎপাদন
Ο ঘ) নিশ্চয়তা
 সঠিক উত্তর: (খ)

 ৯৭. নিচের কোটি ঝুঁকি নয়?
Ο ক) ঝুঁকি
Ο খ) অনিশ্চয়তা
Ο গ) আয়
Ο ঘ) সম্পদ
 সঠিক উত্তর: (খ)

 ৯৮. ভোক্তার রুচি ও চাহিদার পরিবর্তন, অর্থনৈতিক অবস্থার ওঠানামা ইত্যাদি কারণে কারবারে মূলধনের ক্ষতির সম্ভাবনাকে কী বলে?
Ο ক) খাঁটি ঝুঁকি
Ο খ) সম্পত্তির ঝুঁকি
Ο গ) আর্থিক ঝুঁকি
Ο ঘ) বাজার ঝুঁকি
 সঠিক উত্তর: (গ)

 ৯৯. ঝুঁকিবহুল প্রতিযোগিতমূলক অর্থনৈতিক ব্যবসায় ঝুঁকি সংকোচনে কোটির ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ?
Ο ক) মূলধন
Ο খ) বিমা
Ο গ) সম্ভাবনা
Ο ঘ) বিনিয়োগ
 সঠিক উত্তর: (খ)

 ১০০. নিচের কোটি থেকে ঝুঁকির সৃষ্টি হয়-
Ο ক) ব্যবসায়
Ο খ) অর্থ
Ο গ) বিনিয়োগ
Ο ঘ) অনিশ্চয়তা
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post