ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৩: অর্থের সময়মূল্য (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. ঋণ দেওয়ার সময় সুদের হার নির্ধারণের ক্ষেত্রে কোনটি লাভজনক?
Ο ক) বাৎসরিক চক্রবৃদ্ধি
Ο খ) মাসিক চক্রবৃদ্ধি
Ο গ) সাপ্তাহিক চক্রবৃদ্ধি
Ο ঘ) তৈমাসিক চক্রবৃদ্ধি
সঠিক উত্তর: (গ)
১৫২. রিদওয়ান ৪ বছর পর ১১% মাসিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি ১৮,৫৭৬ টাকা জমা করতে চাচ্ছে। এখন থেকে ১৫ বছর পর মেয়ের বিয়ে দেবেন । যদি ‘ক’ ব্যাংক ১০% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করে তাহলে আনোয়ার সাহেব বর্তমানে কত টাকা করে ব্যাংক জমা রাখবেন?
Ο ক) ৩৪,০৯২ টাকা
Ο খ) ৩১,০৯২ টাকা
Ο গ) ৩২,০৯২ টাকা
Ο ঘ) ৩৩,০৯২ টাকা
সঠিক উত্তর: (ক)
১৫৩. ব্যাংক থেকে গাড়ি,ফ্রিজ,কম্পউটার ইত্যাদি ক্রয়ের জণ্যে যে ঋণ দেওয়া হয় তাকে কোন ঋণ বলে?
Ο ক) চক্রবৃদ্ধি ঋণ
Ο খ) ভোক্ত ঋণ
Ο গ) বৃত্তি ঋণ
Ο ঘ) বার্ষিক বাট্টাকরণ ঋন
সঠিক উত্তর: (খ)
১৫৪. বোরহান একটি ল্যাপ্টপ ক্রয় করার জন্যে ৭০,০০০ টাকা এক্সেল ব্যাংক তেকে ঋণ নেয়। ব্যাংকের সুদের হার ১৮%। তাকে ঋণের কিস্তিগুলো মাসিক ভিত্তিতে পরিশোধ করতে হবে। বোরহান এ ঋণ ৩ বছরের মধ্যে পরিশোধ করতে চাইলে প্রতিটি কিস্তিতে তাকে কত টাকা পরিশোধ করতে হবে?
Ο ক) ২,১১৭ টাকা
Ο খ) ২,৫৩০ টাকা
Ο গ) ২,২২৭ টাকা
Ο ঘ) ২,৭৪৭ টাকা
সঠিক উত্তর: (খ)
১৫৫. ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রয়োজন-
i বর্তমান মূল্য
ii সুদের হার
iii বাৎসরিক মূল্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৬. র্বমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের কার্থক্য ঘটে কেন?
Ο ক) উপযোগের কারণে
Ο খ) স্বর্ণমূল্যের কারণে
Ο গ) সুদের হারের কারণে
Ο ঘ) বাট্টাকরণের কারণে
সঠিক উত্তর: (গ)
১৫৭. PVIFA এর পূর্ণরূপ কী?
Ο ক) Past Value Interest Factor of Annuity
Ο খ) Present Value Interest Factor of Annuity
Ο গ) Present Value Interest Factor of Annuity
Ο ঘ) Parmanent Value Internal Factor of Annuity
সঠিক উত্তর: (খ)
১৫৮. সুদের হার নির্ধারণ কোনটির ওপর নির্ভর করে?
Ο ক) চক্রবৃদ্ধির ওপর
Ο খ) বাট্টার হারের ওপর
Ο গ) মূল্যস্ফীতির ওপর
Ο ঘ) বিনিয়োগের ওপর
সঠিক উত্তর: (গ)
১৫৯. সুদের হার ১০% হলে, আগামী ১০ বছর যাবত বার্ষিক কত টাকা কিস্তি পরিশোধ করতে হবে?
Ο ক) ১,৮৫,৪৫০ টাকা
Ο খ) ১,৯৫,২৯৪ টাকা
Ο গ) ১,৯৮,২৯৪ টাকা
Ο ঘ) ১,৯৯,৩৪৫ টাকা
সঠিক উত্তর: (খ)
১৬০. রাসেল ৩ বছর পর মি. জামালকে ঋণ পরিশোধ করার জণ্যে ৫০,০০০ টাকা প্রদান করবেন। বার্ষিক ৫% চক্রবৃদ্ধি সুদ বিবেচনা করে বর্তমানে যদি রাসেল ঋণ পরিশোধ করতে চায় তাহলে কে কত টাকা পরিশোধ করবে?
Ο ক) ৪০,০০৬ টাকা
Ο খ) ৪০,০৯৫ টাকা
Ο গ) ৪৩,১৯২ টাকা
Ο ঘ) ৫৬,৭৮০ টাকা
সঠিক উত্তর: (গ)
১৬১. হাবিবুল্লাহ একটি বোলিং একাডেমী স্থাপনের জন্যে প্রতি বছর ১০,০০০ টাকা করে IFIC ব্যাংকে কিস্তিতে জমা রাখছন। IFIC ব্যাংক ১৫% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। ৬ বছর পর মো. রফিকের জমাকৃত অর্থের পরিমাণ কত হবে?
Ο ক) ৮৬,২৫০ টাকা
Ο খ) ৮৭,৫৩৭ টাকা
Ο গ) ৮৮,৫৬০ টাকা
Ο ঘ) ৮৯,৯৯০ টাকা
সঠিক উত্তর: (খ)
১৬২. ভবিষ্যৎ মূল্যকে সংক্ষেপে কীভাবে প্রকাশ করা হয়?
Ο ক) FV
Ο খ) FR
Ο গ) FI
Ο ঘ) FS
সঠিক উত্তর: (ক)
১৬৩. জনাব ওয়াশিক মাহী ২০০১ সালের ১ জানুয়ারি সিদ্ধান্ত নিলেন যে, তিনি প্রতি বছরের শেষে ২,০০০ টাকা করে পরবর্তী ৫ বছর ব্যাংকে জমা দিবেন। ব্যাংক তাকে ১০% চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করবে। ৫ বছর পর মাহীর ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ কত হবে?
Ο ক) ২,৭০০ টাকা
Ο খ) ১,৯০০ টাকা
Ο গ) ১২,২১০ টাকা
Ο ঘ) ১০,৫০০ টাকা
সঠিক উত্তর: (গ)
১৬৪. নিচের কোনটির ক্ষেত্রে অর্থের সময়মূল্যের গুরুত্ব অপরিসীম?
Ο ক) সুদের হার নির্ধারণ
Ο খ) বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ
Ο গ) আর্থিক অবস্থা নিরূপণ
Ο ঘ) ঋণের কিস্তি হ্রাস করা
সঠিক উত্তর: (খ)
১৬৫. নির্দিষ্ট সময় পরপর সমপরিমাণ অর্থ ক্রমাগত পাওয়াকে কী বলে?
Ο ক) প্রকৃত সুদের হার
Ο খ) বার্ষিক বৃত্তি
Ο গ) বার্ষিক চক্রবৃদ্ধি
Ο ঘ) বার্ষিক বাট্টাকরণ
সঠিক উত্তর: (খ)
১৬৬. PVIF –এর পূর্ণ রূপ কী?
Ο ক) Present Value Ienterest Factor
Ο খ) Personal Value Internal Factor
Ο গ) Present Vew Interest Factor
Ο ঘ) Personal Value Infact Facility
সঠিক উত্তর: (ক)
১৬৭. মাজেদ সাহেব তার ছেলের ভবিষ্যৎ পড়াশোনার জণ্যে ৭০,০০০ টাকা জমা করতে চাচ্ছেন। তার ছেলে ১৫ বছর পর কলেজে ভর্তি হবে। যদি ব্যাংক ১২% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রান করে তাহলে মাজেদ সাহেবকে বর্তমানে কত টাকা জমা করেত হবে?
Ο ক) ১৪,২০০ টাকা
Ο খ) ১৫,০০০ টাকা
Ο গ) ১৩,০০০ টাকা
Ο ঘ) ১১,৮৮১ টাকা
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্যে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে কী বলে?
Ο ক) আর্থিক ব্যবস্থাপনা
Ο খ) অর্থায়ন সুযোগ
Ο গ) প্রকল্প মূল্যায়ন
Ο ঘ) সুযোগ ব্যয়
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. ভবিষ্যৎ মূল্য= বর্তমান মূল্য(১ + সুদের হার)মেয়াদ সূত্রটি কোন পদ্ধতির অন্তর্গত?
Ο ক) চক্রবৃদ্ধি হার
Ο খ) বাৎসরিক বাট্টকরণ
Ο গ) প্রকৃত সুদের হার
Ο ঘ) বাৎসরিক চক্রবৃদ্ধি
সঠিক উত্তর: (ঘ)
১৭০. কীভাবে তহবিলের সবচেয়ে ওপর ভিত্তি করে গৃহীত হয়?
Ο ক) গড় মুনাফার দক্ষতার ওপর
Ο খ) আর্থিক পরিকল্পনার ওপর
Ο গ) অর্থের সময়মূল্যের মাধ্যমে
Ο ঘ) মূলধনের প্রকৃতি নির্ধারণ করে
সঠিক উত্তর: (গ)
১৭১. কোনটি ভোগ্যপণ্য ?
Ο ক) গাড়ি
Ο খ) ফ্রি
Ο গ) পম্পউটার
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
১৭২. অর্থের সময়মূল্য নির্ধারণের মূল কারণ কোটি?
Ο ক) সুদের হার
Ο খ) মুদ্রা নীতি
Ο গ) অর্থের তারল্য
Ο ঘ) বর্ধিত মুনাফা
সঠিক উত্তর: (ক)
১৭৩. কিস্তিতে পরিশোধয়োগ্য ঋণর প্রধান বৈশিষ্ট্য হলো-
i কিস্তির পরিমাণ নির্ণয়
ii নির্দিষ্ট সময় পর পর কিস্তি পরিশোধ করা হয়
iii প্রতিটি কিস্তিতে পরিশোধ্য অর্থের মধ্যে আসল টাকা ও সুদ উভয়ই থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. অর্থায়নের দৃষ্টিতে সময়ের সাথে অর্থের মূল্য-
Ο ক) পরিবর্তনশীল
Ο খ) অপরিবর্তনীয়
Ο গ) ধ্রুবক
Ο ঘ) স্থির
সঠিক উত্তর: (ক)
১৭৫. i= ১২% , m = ১২ মাস এবং n = ২ বছর হলে ২০,০০০ টাকা ঋণ নিলে প্রতি মাসে কিস্তি হবে-
i ৯২০.৫০
ii ৯৪১.৫০
iii ৯৭১.৫০
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৬. ২০০ টাকার ১০ বছর পরের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা সম্ভব হবে না, যখন-
Ο ক) সুদের হার না থাকে
Ο খ) সুদের হার থাকে
Ο গ) বছর সংখ্যা না থাকে
Ο ঘ) বছর সংখ্যা থাকে
সঠিক উত্তর: (ক)
১৭৭. আছমা ‘জুই ব্যাংকে’ ঋণ নিতে চাইলে ব্যাংক তাকে বিভিন্ন মেয়াদে ঋণের সুদ পরিশোধের ধারণা দিলেন। ঋন দেওয়ার ক্ষেত্রে সুদের হার নির্ধারণে কোনটি লাভজনক?
Ο ক) সাপ্তাহিক চক্রবৃদ্ধি
Ο খ) মাসিক চক্রবৃদ্ধি
Ο গ) ষাণ্মাসিক চক্রবৃদ্ধি
Ο ঘ) বাৎসসিক চক্রবৃদ্ধি
সঠিক উত্তর: (ক)
১৭৮. কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্প অর্থ বিনিয়োগের যে সুযোগ ত্যাগ করতে হয়, তাকে বলে-
Ο ক) মূলধন ব্যয়
Ο খ) বিক্রয়ের ব্যয়
Ο গ) সুযোগ ব্যয়
Ο ঘ) উৎপাদন ব্যয়
সঠিক উত্তর: (গ)
১৭৯. কোন সূত্র ব্যবহার করে আমরা ঋণের পরিমাণ বে করতে পারি?
Ο ক) বার্ষিক বৃত্তির সূত্র
Ο খ) ভোক্তা ঋণ সূত্র
Ο গ) অ্যানুয়িটির সূত্র
Ο ঘ) উপাদান মূল্যের সূত্র
সঠিক উত্তর: (গ)
১৮০. বাট্টকরণ প্রক্রিয়া বলতে বোঝায়-
i বাট্টাকরণ পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া
ii অর্থের বর্তমান মূল্য নির্ধারণ প্রক্রিয়া
iii সুদাসলকে সুদের হার দ্বারা ভাগের প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮১. সুযোগ ব্যয়কে অর্থায়নে কী বলা হয়?
Ο ক) আন্ত:প্রবাহ
Ο খ) বহি:প্রবাহ
Ο গ) বিনিয়োগের সুযোগ
Ο ঘ) সময়মূল্য
সঠিক উত্তর: (গ)
১৮২. সময়ের সাথে সাথে মূল্য পরিবর্তনের জন্য কোন কারণটি সবচেয়ে বেশি দায়ী?
Ο ক) মজুরির হার
Ο খ) বাণিজ্য হার
Ο গ) তারল্য হার
Ο ঘ) সুদের হার
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. ঋন পরিশোধ তালিকায় নিচের কোনটি ঘটবে?
Ο ক) ব্যালেন্স বাড়বে
Ο খ) ব্যালেন্স কমবে
Ο গ) ব্যালেন্স শূন্য হবে
Ο ঘ) ব্যালেন্স এক হবে
সঠিক উত্তর: (গ)
১৮৪. অর্থের কোন মূল্য অসমান?
Ο ক) বর্তমান
Ο খ) অতীত
Ο গ) ভবিষ্যৎ
Ο ঘ) বর্তমান ও ভবিষ্যৎ
সঠিক উত্তর: (ঘ)
১৮৫. ব্যাংকে টাকা জমা রাখলে কীসের ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়?
Ο ক) সাপ্তাহিক ভিত্তিতে
Ο খ) দৈনিক ভিত্তিতে
Ο গ) মাসিক ভিত্তিতে
Ο ঘ) বার্ষিক ভিত্তিতে
সঠিক উত্তর: (গ)
১৮৬. সুদ আসলের ওপর যে সুদ প্রদান করা হয় তাকে কী বলা হয়?
Ο ক) বাট্টাকৃত সুদ
Ο খ) চক্রবৃদ্ধি সদ
Ο গ) বাৎসরিক সুদ
Ο ঘ) প্রক্রিয়াকৃত সুদ
সঠিক উত্তর: (খ)
১৮৭. ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্যে ব্যবহৃত পদ্ধতিকে কী বলা হয়?
Ο ক) সুদ প্রক্রিয়া
Ο খ) বাট্টাকরণ পদ্ধতি
Ο গ) মেয়াদি প্রক্রিয়া
Ο ঘ) চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি
সঠিক উত্তর: (খ)
১৮৮. একটি ব্যবসায় প্রতিষ্ঠান অর্থের সময়মূল্যে বিবেচনা না করলে ফলাফল কী হবে?
Ο ক) আর্থিক পরিকল্পনা কার্জকরী হবে
Ο খ) আর্থিক পরিকল্না দীর্ঘায়িত হবে
Ο গ) প্রতিষ্ঠানটি দউলিয়া ঘোষিত হতে পারে
Ο ঘ) প্রতিষ্ঠানটি দউলিয়া লাভের মুখ দেখবে
সঠিক উত্তর: (গ)
১৮৯. তনভীর প্রতি কিস্তিতে কত টাকা পরিশোধ করবে?
Ο ক) ১০০.০০ টাকা
Ο খ) ১০০০.০০ টাকা
Ο গ) ২৬৪৩.৫৬ টাকা
Ο ঘ) ২২৪২.২২ টাকা
সঠিক উত্তর: (গ)
১৯০. কিস্তিতে পরিশোধ্য ঋণের বৈশিষ্ট্য হলো-
i. প্রতিটি কিস্তির পরিমাণ সমান
ii. নির্দিষ্ট সময় পরপর কিস্তি প্রদান করা হয়
iii. প্রতিটি কিস্তিতে সুদ ও আসল টাকা থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯১. ৬ বছর পর ৫০,০০০ টাকা পাওয়ার আশায় বাৎসরিক ১০% হারে অথবা মাসিক ৮% হারের মধ্যে কোনটি অধিক লাভজনক?
Ο ক) মাসিক ১০%
Ο খ) বাৎসরিক ৮%
Ο গ) বাৎসরিক ১০%
Ο ঘ) মাসিক ৮%
সঠিক উত্তর: (গ)
১৯২. অর্থের সময়মূল্য গুরুত্বপূর্ণ,করণ-
i সুযোগ ব্যয়
ii প্রাকল্প
iii ঋণ গ্রহণ সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৩. তানভীরের প্রতি বিস্তিতে পরিশোধ্য অর্থের মধ্যে কোনটি বিদ্যমান আছে?
Ο ক) সুদের টাকা
Ο খ) আসল টাকা
Ο গ) প্রান্তীক মূল্য
Ο ঘ) আসল টাকা ও সুদ
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. বর্তমান মূল্য নির্ণয়ে প্রয়োজন হয় কিসের?
i ভবিষ্যৎ মূল্য
ii সুদের হার
iii মেয়াদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৫. কোন মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য বের করা যায়?
Ο ক) বর্তমান মূল্য
Ο খ) অতীত মূল্য
Ο গ) বার্ষিক মূল্য
Ο ঘ) সাপ্তাহিক মূল্য
সঠিক উত্তর: (ক)
১৯৬. টিসি ব্যাংকে লিমিটেড ৭% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করে তাহলে প্রকৃত সুদের হার কত হবে?
Ο ক) ১৭.১৯%
Ο খ) ১৭.২৯%
Ο গ) ২৮.১৯%
Ο ঘ) ৩১.০৮%
সঠিক উত্তর: (ঘ)
১৯৭. মাসিক সঞ্চয়ের ভবিষ্যৎ মূল্য নির্ধারণে প্রয়োজন-
i সুদের হার
ii কিস্তির মেয়াদ
iii বাৎসরিক কিস্তির সংস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৮. সাধারণত কিস্তির মেয়াদ হয়-
i. ৬ মাস পরপর
ii. ৩ মাস পরপর
iii. ১ মাস পরপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯৯. জনাব শফিক ১৫% চক্রবৃদ্ধি সুদে প্রিতম ব্যাংকে ৫০০ টাকা জমা রাখলেন। ৫ বছর পর তার জমাকৃত অর্থের পরিমাণ কত হবে?
Ο ক) ৯৯৫ টাকা
Ο খ) ৯৯৯ টাকা
Ο গ) ১০০৬ টাকা
Ο ঘ) ১২২৫ টাকা
সঠিক উত্তর: (গ)
২০০. অর্থায়নের বেশির ভাগ সিদ্ধান্তের মূলে কোন ধারণাটি জড়িত?
Ο ক) অর্থের সময়মূলের
Ο খ) অর্থের অন্তর্নিহিত মূল্যের
Ο গ) অর্থের বহ্যিক মূল্যের
Ο ঘ) অর্থের ব্যবহার মূল্যের
সঠিক উত্তর: (ক)
২০১. আসলাম সাহেব ১২,০০০ টাকা ৫ বছরের জন্য ব্যাংকে রাখতে চান। ঐ টাকা শতকরা কত সুদে দ্বিগুণ হবে?
Ο ক) ১২%
Ο খ) ১৪.৪%
Ο গ) ১৬.২%
Ο ঘ) ১৯.৯%
সঠিক উত্তর:
২০২. মি. রাহাত একটি প্রকল্পে ১,০০০ টাকা ৫ বছরের জন্যে বিনিয়োগ করেছেন। ৮% হারে দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে প্রকৃত সুদের হার কত হবে?
Ο ক) ৩৩.৪০%
Ο খ) ৮৭.৬৫%
Ο গ) ২৮.৯০%
Ο ঘ) ৫৮.৬৯%
সঠিক উত্তর: (ঘ)
২০৩. কোন সূত্র ব্যবহারের মাধ্যমে ভোক্তা ঋণের পরিমাণ নির্ধারিত হয়?
Ο ক) Present Value of Perpetuity
Ο খ) Future Value of Lump sum
Ο গ) Present Value of Annuity
Ο ঘ) Effective Annual Rate
সঠিক উত্তর: (গ)
২০৪. সুদের হার ১২% হলে ২,০০০ টাকায় ৩ বছরের-
i ভবিষ্যৎ মূল্য ২৮১০ টাকা
ii বর্তমান মূল্য২৮১০ টাকা
iii সুদ-আসল ২৮১০ টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i, ii ও iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৫. PV এর পূর্ণপূপ কী?
Ο ক) Present Value
Ο খ) Permanent Value
Ο গ) Prnvcipal Value
Ο ঘ) Profit Valume
সঠিক উত্তর: (ক)
২০৬. কোন সুদের ক্ষেত্রেও প্রতি বছর বর্ধিত আসলের ওপর সুদ গণনা করা হয়?
Ο ক) ব্যাংক
Ο খ) দীর্ঘমেয়াদি
Ο গ) চক্রবৃদ্ধি
Ο ঘ) সরল
সঠিক উত্তর: (গ)
২০৭. মি. রতন ৬ বছর পর ব্যাংক থেকে ৭০,০০০ টাকা পাবে। বাট্টার হার ১২% হলে সে কত টাকা জমা রেখেছে?
Ο ক) ৩৬,২৯২ টাকা
Ο খ) ৩৫,৪৬৪ টাকা
Ο গ) ৪৩,১৯২ টাকা
Ο ঘ) ৫৬,৭৮০ টাকা
সঠিক উত্তর: (খ)
২০৮. জনাব মুমেন যদি কোনো সঞ্চয় স্কিমে অর্থ জমা করে এবং তার যদি অর্থের সময়মূল্য সংক্রান্ত ধারণা থাকে, তবে তা কী ফল দিবে?
Ο ক) আর্থিক প্রতিষ্ঠানের বিচ্যুতি ধরতে পারবে
Ο খ) বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য বের করতে পারবে
Ο গ) ব্যাংকের মুনাফার পরিমাণ নির্ণয় করতে পারবে
Ο ঘ) আর্থিক প্রতিষ্ঠানের সাথে সদ্বিশ্বাস বাড়বে
সঠিক উত্তর: (খ)
২০৯. দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে কী করতে হয়?
Ο ক) সময়েঢর সাথে আয়ের তুলনা
Ο খ) ভবিষ্যৎ ব্যয়ের সাথে বর্তমান আয়ের তুলনা
Ο গ) বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের তুলনা
Ο ঘ) বর্তমানের আয়ের সাথে অর্থনৈতিক অবস্থার তুলনা
সঠিক উত্তর: (ঘ)
২১০. কী কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পার্থক্য ঘটে?
Ο ক) সুদ আসলের
Ο খ) সুদের হারের
Ο গ) বাট্টার হারের
Ο ঘ) চার্জ নির্ধারণের ওপর
সঠিক উত্তর: (খ)
২১১. জনাব জামাল ৫ বছর পর বিমা কোম্পানি থেকে ১,০০,০০০ টাকা পাবেন। বাট্টার হার ১০% হলে উক্ত টাকার বর্তমান মূল্য কত?
Ο ক) ৩৭,১০০ টাকা
Ο খ) ৫৩,৪২০ টাকা
Ο গ) ৬২,০৯২ টাকা
Ο ঘ) ১,৬১,০৫১ টাকা
সঠিক উত্তর: (ঘ)
২১২. বেসিক ব্যাংক থেকে বার্ষিক ১৫% চক্রবৃদ্ধি সুদের মি. করিম একটি গাড়ি ক্রয়ের জন্যে ৩,৫০,০০০ টাকা ঋণ গ্রহণ করলেন । ৩ বছরের মধ্যে ৩টি কিস্তিতে েএ ঋণ পরিশোধ কতে হবে । মি. করিমের বার্ষিক কিস্তির পরিমাণ কত?
Ο ক) ১,১০,০০০ টাকা
Ο খ) ১,২০,০০০ টাকা
Ο গ) ১,৩০,০০০ টাকা
Ο ঘ) ১,৫৩,২৯২ টাকা
সঠিক উত্তর: (ঘ)
২১৩. কোনগুলো সমান হার বন করে?
i বাৎসরিক ৬৭.৬১% সুদের হার
ii সাপ্তাহিক ১% সুদের হার
iii মাসিক ১২% সুদের হার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৪. কোন মূল্য জানা থাকলে বর্তমান মূল্য নির্ণয় করা যায়?
Ο ক) ভবিষ্যৎ মূ্ল্য
Ο খ) অতীত মূল্য
Ο গ) শতকরা মূল্য
Ο ঘ) চক্রবৃদ্ধি মূল্য
সঠিক উত্তর: (ক)
২১৫. m = ১২ মাস, n = ১ বছর এবং i= ১০% হলে ১০,০০০ টাকা ঋণ নিলে প্রতি মাসে কিস্তি হব-
i ১৭৯ টাকা
ii ৯০৫ টাকা
iii ৭৯৬ টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৬. প্রকৃত সুদের হারকে কী দ্বারা প্রকাষ করা হয়?
Ο ক) R
Ο খ) I
Ο গ) N
Ο ঘ) EAR
সঠিক উত্তর: (ঘ)
২১৭. প্রকৃত সুদের হারকে কী দ্বারা প্রকাশ করা হয়?
Ο ক) EPR
Ο খ) EAR
Ο গ) ECR
Ο ঘ) ETR
সঠিক উত্তর: (খ)
২১৮. সরল সুদের ক্ষেত্রে কীভাবে সুদ গণনা করা হয়?
Ο ক) আসলের ওপর
Ο খ) বাৎসরিক টাকার ওপর
Ο গ) সুদাসলের ওপর
Ο ঘ) বাট্টার ওপর
সঠিক উত্তর: (ক)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * আখতারুজ্জামান তার ব্যবসায়ের মুনাফা লাভজনক খাতে বিনিয়োগের জন্যে চিন্তা করে। একবার সে চিন্তা করে টাকাগুলো ৮% হার সুদে ব্যাংকে সঞ্চয়ী হিসাবে রখবে। আবার চিন্তা করে জমি ক্রয় করবে যা ১২ বছর পরে দ্বিগুণ হবে। অবশেষে অনেক হিসাব-নিকাশের পর তিনি ব্যাংকে সঞ্চয় করার সিদ্ধান্ত নিয়েছেন।
২১৯. আখতারুজ্জামান যদি জমি ক্রয় করে হবে সুযোগ ব্যয় কত হবে?
Ο ক) ৬ %
Ο খ) ৭.২ %
Ο গ) ৮ %
Ο ঘ) ১০ %
সঠিক উত্তর: (গ)
২২০. আখতারুজ্জামান জমি ক্রয় না করে ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত নিলেন কেন?
Ο ক) সুদের হার ৫% হওয়ায়
Ο খ) সুদের হার ৬% হওয়ায়
Ο গ) সুদের হার ৭% হওয়ায়
Ο ঘ) সুদের হার ৮% হওয়ায়
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. ঋণ দেওয়ার সময় সুদের হার নির্ধারণের ক্ষেত্রে কোনটি লাভজনক?
Ο ক) বাৎসরিক চক্রবৃদ্ধি
Ο খ) মাসিক চক্রবৃদ্ধি
Ο গ) সাপ্তাহিক চক্রবৃদ্ধি
Ο ঘ) তৈমাসিক চক্রবৃদ্ধি
সঠিক উত্তর: (গ)
১৫২. রিদওয়ান ৪ বছর পর ১১% মাসিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি ১৮,৫৭৬ টাকা জমা করতে চাচ্ছে। এখন থেকে ১৫ বছর পর মেয়ের বিয়ে দেবেন । যদি ‘ক’ ব্যাংক ১০% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করে তাহলে আনোয়ার সাহেব বর্তমানে কত টাকা করে ব্যাংক জমা রাখবেন?
Ο ক) ৩৪,০৯২ টাকা
Ο খ) ৩১,০৯২ টাকা
Ο গ) ৩২,০৯২ টাকা
Ο ঘ) ৩৩,০৯২ টাকা
সঠিক উত্তর: (ক)
১৫৩. ব্যাংক থেকে গাড়ি,ফ্রিজ,কম্পউটার ইত্যাদি ক্রয়ের জণ্যে যে ঋণ দেওয়া হয় তাকে কোন ঋণ বলে?
Ο ক) চক্রবৃদ্ধি ঋণ
Ο খ) ভোক্ত ঋণ
Ο গ) বৃত্তি ঋণ
Ο ঘ) বার্ষিক বাট্টাকরণ ঋন
সঠিক উত্তর: (খ)
১৫৪. বোরহান একটি ল্যাপ্টপ ক্রয় করার জন্যে ৭০,০০০ টাকা এক্সেল ব্যাংক তেকে ঋণ নেয়। ব্যাংকের সুদের হার ১৮%। তাকে ঋণের কিস্তিগুলো মাসিক ভিত্তিতে পরিশোধ করতে হবে। বোরহান এ ঋণ ৩ বছরের মধ্যে পরিশোধ করতে চাইলে প্রতিটি কিস্তিতে তাকে কত টাকা পরিশোধ করতে হবে?
Ο ক) ২,১১৭ টাকা
Ο খ) ২,৫৩০ টাকা
Ο গ) ২,২২৭ টাকা
Ο ঘ) ২,৭৪৭ টাকা
সঠিক উত্তর: (খ)
১৫৫. ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রয়োজন-
i বর্তমান মূল্য
ii সুদের হার
iii বাৎসরিক মূল্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৬. র্বমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের কার্থক্য ঘটে কেন?
Ο ক) উপযোগের কারণে
Ο খ) স্বর্ণমূল্যের কারণে
Ο গ) সুদের হারের কারণে
Ο ঘ) বাট্টাকরণের কারণে
সঠিক উত্তর: (গ)
১৫৭. PVIFA এর পূর্ণরূপ কী?
Ο ক) Past Value Interest Factor of Annuity
Ο খ) Present Value Interest Factor of Annuity
Ο গ) Present Value Interest Factor of Annuity
Ο ঘ) Parmanent Value Internal Factor of Annuity
সঠিক উত্তর: (খ)
১৫৮. সুদের হার নির্ধারণ কোনটির ওপর নির্ভর করে?
Ο ক) চক্রবৃদ্ধির ওপর
Ο খ) বাট্টার হারের ওপর
Ο গ) মূল্যস্ফীতির ওপর
Ο ঘ) বিনিয়োগের ওপর
সঠিক উত্তর: (গ)
১৫৯. সুদের হার ১০% হলে, আগামী ১০ বছর যাবত বার্ষিক কত টাকা কিস্তি পরিশোধ করতে হবে?
Ο ক) ১,৮৫,৪৫০ টাকা
Ο খ) ১,৯৫,২৯৪ টাকা
Ο গ) ১,৯৮,২৯৪ টাকা
Ο ঘ) ১,৯৯,৩৪৫ টাকা
সঠিক উত্তর: (খ)
১৬০. রাসেল ৩ বছর পর মি. জামালকে ঋণ পরিশোধ করার জণ্যে ৫০,০০০ টাকা প্রদান করবেন। বার্ষিক ৫% চক্রবৃদ্ধি সুদ বিবেচনা করে বর্তমানে যদি রাসেল ঋণ পরিশোধ করতে চায় তাহলে কে কত টাকা পরিশোধ করবে?
Ο ক) ৪০,০০৬ টাকা
Ο খ) ৪০,০৯৫ টাকা
Ο গ) ৪৩,১৯২ টাকা
Ο ঘ) ৫৬,৭৮০ টাকা
সঠিক উত্তর: (গ)
১৬১. হাবিবুল্লাহ একটি বোলিং একাডেমী স্থাপনের জন্যে প্রতি বছর ১০,০০০ টাকা করে IFIC ব্যাংকে কিস্তিতে জমা রাখছন। IFIC ব্যাংক ১৫% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। ৬ বছর পর মো. রফিকের জমাকৃত অর্থের পরিমাণ কত হবে?
Ο ক) ৮৬,২৫০ টাকা
Ο খ) ৮৭,৫৩৭ টাকা
Ο গ) ৮৮,৫৬০ টাকা
Ο ঘ) ৮৯,৯৯০ টাকা
সঠিক উত্তর: (খ)
১৬২. ভবিষ্যৎ মূল্যকে সংক্ষেপে কীভাবে প্রকাশ করা হয়?
Ο ক) FV
Ο খ) FR
Ο গ) FI
Ο ঘ) FS
সঠিক উত্তর: (ক)
১৬৩. জনাব ওয়াশিক মাহী ২০০১ সালের ১ জানুয়ারি সিদ্ধান্ত নিলেন যে, তিনি প্রতি বছরের শেষে ২,০০০ টাকা করে পরবর্তী ৫ বছর ব্যাংকে জমা দিবেন। ব্যাংক তাকে ১০% চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করবে। ৫ বছর পর মাহীর ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ কত হবে?
Ο ক) ২,৭০০ টাকা
Ο খ) ১,৯০০ টাকা
Ο গ) ১২,২১০ টাকা
Ο ঘ) ১০,৫০০ টাকা
সঠিক উত্তর: (গ)
১৬৪. নিচের কোনটির ক্ষেত্রে অর্থের সময়মূল্যের গুরুত্ব অপরিসীম?
Ο ক) সুদের হার নির্ধারণ
Ο খ) বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ
Ο গ) আর্থিক অবস্থা নিরূপণ
Ο ঘ) ঋণের কিস্তি হ্রাস করা
সঠিক উত্তর: (খ)
১৬৫. নির্দিষ্ট সময় পরপর সমপরিমাণ অর্থ ক্রমাগত পাওয়াকে কী বলে?
Ο ক) প্রকৃত সুদের হার
Ο খ) বার্ষিক বৃত্তি
Ο গ) বার্ষিক চক্রবৃদ্ধি
Ο ঘ) বার্ষিক বাট্টাকরণ
সঠিক উত্তর: (খ)
১৬৬. PVIF –এর পূর্ণ রূপ কী?
Ο ক) Present Value Ienterest Factor
Ο খ) Personal Value Internal Factor
Ο গ) Present Vew Interest Factor
Ο ঘ) Personal Value Infact Facility
সঠিক উত্তর: (ক)
১৬৭. মাজেদ সাহেব তার ছেলের ভবিষ্যৎ পড়াশোনার জণ্যে ৭০,০০০ টাকা জমা করতে চাচ্ছেন। তার ছেলে ১৫ বছর পর কলেজে ভর্তি হবে। যদি ব্যাংক ১২% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রান করে তাহলে মাজেদ সাহেবকে বর্তমানে কত টাকা জমা করেত হবে?
Ο ক) ১৪,২০০ টাকা
Ο খ) ১৫,০০০ টাকা
Ο গ) ১৩,০০০ টাকা
Ο ঘ) ১১,৮৮১ টাকা
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্যে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে কী বলে?
Ο ক) আর্থিক ব্যবস্থাপনা
Ο খ) অর্থায়ন সুযোগ
Ο গ) প্রকল্প মূল্যায়ন
Ο ঘ) সুযোগ ব্যয়
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. ভবিষ্যৎ মূল্য= বর্তমান মূল্য(১ + সুদের হার)মেয়াদ সূত্রটি কোন পদ্ধতির অন্তর্গত?
Ο ক) চক্রবৃদ্ধি হার
Ο খ) বাৎসরিক বাট্টকরণ
Ο গ) প্রকৃত সুদের হার
Ο ঘ) বাৎসরিক চক্রবৃদ্ধি
সঠিক উত্তর: (ঘ)
১৭০. কীভাবে তহবিলের সবচেয়ে ওপর ভিত্তি করে গৃহীত হয়?
Ο ক) গড় মুনাফার দক্ষতার ওপর
Ο খ) আর্থিক পরিকল্পনার ওপর
Ο গ) অর্থের সময়মূল্যের মাধ্যমে
Ο ঘ) মূলধনের প্রকৃতি নির্ধারণ করে
সঠিক উত্তর: (গ)
১৭১. কোনটি ভোগ্যপণ্য ?
Ο ক) গাড়ি
Ο খ) ফ্রি
Ο গ) পম্পউটার
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
১৭২. অর্থের সময়মূল্য নির্ধারণের মূল কারণ কোটি?
Ο ক) সুদের হার
Ο খ) মুদ্রা নীতি
Ο গ) অর্থের তারল্য
Ο ঘ) বর্ধিত মুনাফা
সঠিক উত্তর: (ক)
১৭৩. কিস্তিতে পরিশোধয়োগ্য ঋণর প্রধান বৈশিষ্ট্য হলো-
i কিস্তির পরিমাণ নির্ণয়
ii নির্দিষ্ট সময় পর পর কিস্তি পরিশোধ করা হয়
iii প্রতিটি কিস্তিতে পরিশোধ্য অর্থের মধ্যে আসল টাকা ও সুদ উভয়ই থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. অর্থায়নের দৃষ্টিতে সময়ের সাথে অর্থের মূল্য-
Ο ক) পরিবর্তনশীল
Ο খ) অপরিবর্তনীয়
Ο গ) ধ্রুবক
Ο ঘ) স্থির
সঠিক উত্তর: (ক)
১৭৫. i= ১২% , m = ১২ মাস এবং n = ২ বছর হলে ২০,০০০ টাকা ঋণ নিলে প্রতি মাসে কিস্তি হবে-
i ৯২০.৫০
ii ৯৪১.৫০
iii ৯৭১.৫০
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৬. ২০০ টাকার ১০ বছর পরের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা সম্ভব হবে না, যখন-
Ο ক) সুদের হার না থাকে
Ο খ) সুদের হার থাকে
Ο গ) বছর সংখ্যা না থাকে
Ο ঘ) বছর সংখ্যা থাকে
সঠিক উত্তর: (ক)
১৭৭. আছমা ‘জুই ব্যাংকে’ ঋণ নিতে চাইলে ব্যাংক তাকে বিভিন্ন মেয়াদে ঋণের সুদ পরিশোধের ধারণা দিলেন। ঋন দেওয়ার ক্ষেত্রে সুদের হার নির্ধারণে কোনটি লাভজনক?
Ο ক) সাপ্তাহিক চক্রবৃদ্ধি
Ο খ) মাসিক চক্রবৃদ্ধি
Ο গ) ষাণ্মাসিক চক্রবৃদ্ধি
Ο ঘ) বাৎসসিক চক্রবৃদ্ধি
সঠিক উত্তর: (ক)
১৭৮. কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্প অর্থ বিনিয়োগের যে সুযোগ ত্যাগ করতে হয়, তাকে বলে-
Ο ক) মূলধন ব্যয়
Ο খ) বিক্রয়ের ব্যয়
Ο গ) সুযোগ ব্যয়
Ο ঘ) উৎপাদন ব্যয়
সঠিক উত্তর: (গ)
১৭৯. কোন সূত্র ব্যবহার করে আমরা ঋণের পরিমাণ বে করতে পারি?
Ο ক) বার্ষিক বৃত্তির সূত্র
Ο খ) ভোক্তা ঋণ সূত্র
Ο গ) অ্যানুয়িটির সূত্র
Ο ঘ) উপাদান মূল্যের সূত্র
সঠিক উত্তর: (গ)
১৮০. বাট্টকরণ প্রক্রিয়া বলতে বোঝায়-
i বাট্টাকরণ পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া
ii অর্থের বর্তমান মূল্য নির্ধারণ প্রক্রিয়া
iii সুদাসলকে সুদের হার দ্বারা ভাগের প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮১. সুযোগ ব্যয়কে অর্থায়নে কী বলা হয়?
Ο ক) আন্ত:প্রবাহ
Ο খ) বহি:প্রবাহ
Ο গ) বিনিয়োগের সুযোগ
Ο ঘ) সময়মূল্য
সঠিক উত্তর: (গ)
১৮২. সময়ের সাথে সাথে মূল্য পরিবর্তনের জন্য কোন কারণটি সবচেয়ে বেশি দায়ী?
Ο ক) মজুরির হার
Ο খ) বাণিজ্য হার
Ο গ) তারল্য হার
Ο ঘ) সুদের হার
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. ঋন পরিশোধ তালিকায় নিচের কোনটি ঘটবে?
Ο ক) ব্যালেন্স বাড়বে
Ο খ) ব্যালেন্স কমবে
Ο গ) ব্যালেন্স শূন্য হবে
Ο ঘ) ব্যালেন্স এক হবে
সঠিক উত্তর: (গ)
১৮৪. অর্থের কোন মূল্য অসমান?
Ο ক) বর্তমান
Ο খ) অতীত
Ο গ) ভবিষ্যৎ
Ο ঘ) বর্তমান ও ভবিষ্যৎ
সঠিক উত্তর: (ঘ)
১৮৫. ব্যাংকে টাকা জমা রাখলে কীসের ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়?
Ο ক) সাপ্তাহিক ভিত্তিতে
Ο খ) দৈনিক ভিত্তিতে
Ο গ) মাসিক ভিত্তিতে
Ο ঘ) বার্ষিক ভিত্তিতে
সঠিক উত্তর: (গ)
১৮৬. সুদ আসলের ওপর যে সুদ প্রদান করা হয় তাকে কী বলা হয়?
Ο ক) বাট্টাকৃত সুদ
Ο খ) চক্রবৃদ্ধি সদ
Ο গ) বাৎসরিক সুদ
Ο ঘ) প্রক্রিয়াকৃত সুদ
সঠিক উত্তর: (খ)
১৮৭. ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্যে ব্যবহৃত পদ্ধতিকে কী বলা হয়?
Ο ক) সুদ প্রক্রিয়া
Ο খ) বাট্টাকরণ পদ্ধতি
Ο গ) মেয়াদি প্রক্রিয়া
Ο ঘ) চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি
সঠিক উত্তর: (খ)
১৮৮. একটি ব্যবসায় প্রতিষ্ঠান অর্থের সময়মূল্যে বিবেচনা না করলে ফলাফল কী হবে?
Ο ক) আর্থিক পরিকল্পনা কার্জকরী হবে
Ο খ) আর্থিক পরিকল্না দীর্ঘায়িত হবে
Ο গ) প্রতিষ্ঠানটি দউলিয়া ঘোষিত হতে পারে
Ο ঘ) প্রতিষ্ঠানটি দউলিয়া লাভের মুখ দেখবে
সঠিক উত্তর: (গ)
১৮৯. তনভীর প্রতি কিস্তিতে কত টাকা পরিশোধ করবে?
Ο ক) ১০০.০০ টাকা
Ο খ) ১০০০.০০ টাকা
Ο গ) ২৬৪৩.৫৬ টাকা
Ο ঘ) ২২৪২.২২ টাকা
সঠিক উত্তর: (গ)
১৯০. কিস্তিতে পরিশোধ্য ঋণের বৈশিষ্ট্য হলো-
i. প্রতিটি কিস্তির পরিমাণ সমান
ii. নির্দিষ্ট সময় পরপর কিস্তি প্রদান করা হয়
iii. প্রতিটি কিস্তিতে সুদ ও আসল টাকা থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯১. ৬ বছর পর ৫০,০০০ টাকা পাওয়ার আশায় বাৎসরিক ১০% হারে অথবা মাসিক ৮% হারের মধ্যে কোনটি অধিক লাভজনক?
Ο ক) মাসিক ১০%
Ο খ) বাৎসরিক ৮%
Ο গ) বাৎসরিক ১০%
Ο ঘ) মাসিক ৮%
সঠিক উত্তর: (গ)
১৯২. অর্থের সময়মূল্য গুরুত্বপূর্ণ,করণ-
i সুযোগ ব্যয়
ii প্রাকল্প
iii ঋণ গ্রহণ সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৩. তানভীরের প্রতি বিস্তিতে পরিশোধ্য অর্থের মধ্যে কোনটি বিদ্যমান আছে?
Ο ক) সুদের টাকা
Ο খ) আসল টাকা
Ο গ) প্রান্তীক মূল্য
Ο ঘ) আসল টাকা ও সুদ
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. বর্তমান মূল্য নির্ণয়ে প্রয়োজন হয় কিসের?
i ভবিষ্যৎ মূল্য
ii সুদের হার
iii মেয়াদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৫. কোন মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য বের করা যায়?
Ο ক) বর্তমান মূল্য
Ο খ) অতীত মূল্য
Ο গ) বার্ষিক মূল্য
Ο ঘ) সাপ্তাহিক মূল্য
সঠিক উত্তর: (ক)
১৯৬. টিসি ব্যাংকে লিমিটেড ৭% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করে তাহলে প্রকৃত সুদের হার কত হবে?
Ο ক) ১৭.১৯%
Ο খ) ১৭.২৯%
Ο গ) ২৮.১৯%
Ο ঘ) ৩১.০৮%
সঠিক উত্তর: (ঘ)
১৯৭. মাসিক সঞ্চয়ের ভবিষ্যৎ মূল্য নির্ধারণে প্রয়োজন-
i সুদের হার
ii কিস্তির মেয়াদ
iii বাৎসরিক কিস্তির সংস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৮. সাধারণত কিস্তির মেয়াদ হয়-
i. ৬ মাস পরপর
ii. ৩ মাস পরপর
iii. ১ মাস পরপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯৯. জনাব শফিক ১৫% চক্রবৃদ্ধি সুদে প্রিতম ব্যাংকে ৫০০ টাকা জমা রাখলেন। ৫ বছর পর তার জমাকৃত অর্থের পরিমাণ কত হবে?
Ο ক) ৯৯৫ টাকা
Ο খ) ৯৯৯ টাকা
Ο গ) ১০০৬ টাকা
Ο ঘ) ১২২৫ টাকা
সঠিক উত্তর: (গ)
২০০. অর্থায়নের বেশির ভাগ সিদ্ধান্তের মূলে কোন ধারণাটি জড়িত?
Ο ক) অর্থের সময়মূলের
Ο খ) অর্থের অন্তর্নিহিত মূল্যের
Ο গ) অর্থের বহ্যিক মূল্যের
Ο ঘ) অর্থের ব্যবহার মূল্যের
সঠিক উত্তর: (ক)
২০১. আসলাম সাহেব ১২,০০০ টাকা ৫ বছরের জন্য ব্যাংকে রাখতে চান। ঐ টাকা শতকরা কত সুদে দ্বিগুণ হবে?
Ο ক) ১২%
Ο খ) ১৪.৪%
Ο গ) ১৬.২%
Ο ঘ) ১৯.৯%
সঠিক উত্তর:
২০২. মি. রাহাত একটি প্রকল্পে ১,০০০ টাকা ৫ বছরের জন্যে বিনিয়োগ করেছেন। ৮% হারে দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে প্রকৃত সুদের হার কত হবে?
Ο ক) ৩৩.৪০%
Ο খ) ৮৭.৬৫%
Ο গ) ২৮.৯০%
Ο ঘ) ৫৮.৬৯%
সঠিক উত্তর: (ঘ)
২০৩. কোন সূত্র ব্যবহারের মাধ্যমে ভোক্তা ঋণের পরিমাণ নির্ধারিত হয়?
Ο ক) Present Value of Perpetuity
Ο খ) Future Value of Lump sum
Ο গ) Present Value of Annuity
Ο ঘ) Effective Annual Rate
সঠিক উত্তর: (গ)
২০৪. সুদের হার ১২% হলে ২,০০০ টাকায় ৩ বছরের-
i ভবিষ্যৎ মূল্য ২৮১০ টাকা
ii বর্তমান মূল্য২৮১০ টাকা
iii সুদ-আসল ২৮১০ টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i, ii ও iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৫. PV এর পূর্ণপূপ কী?
Ο ক) Present Value
Ο খ) Permanent Value
Ο গ) Prnvcipal Value
Ο ঘ) Profit Valume
সঠিক উত্তর: (ক)
২০৬. কোন সুদের ক্ষেত্রেও প্রতি বছর বর্ধিত আসলের ওপর সুদ গণনা করা হয়?
Ο ক) ব্যাংক
Ο খ) দীর্ঘমেয়াদি
Ο গ) চক্রবৃদ্ধি
Ο ঘ) সরল
সঠিক উত্তর: (গ)
২০৭. মি. রতন ৬ বছর পর ব্যাংক থেকে ৭০,০০০ টাকা পাবে। বাট্টার হার ১২% হলে সে কত টাকা জমা রেখেছে?
Ο ক) ৩৬,২৯২ টাকা
Ο খ) ৩৫,৪৬৪ টাকা
Ο গ) ৪৩,১৯২ টাকা
Ο ঘ) ৫৬,৭৮০ টাকা
সঠিক উত্তর: (খ)
২০৮. জনাব মুমেন যদি কোনো সঞ্চয় স্কিমে অর্থ জমা করে এবং তার যদি অর্থের সময়মূল্য সংক্রান্ত ধারণা থাকে, তবে তা কী ফল দিবে?
Ο ক) আর্থিক প্রতিষ্ঠানের বিচ্যুতি ধরতে পারবে
Ο খ) বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য বের করতে পারবে
Ο গ) ব্যাংকের মুনাফার পরিমাণ নির্ণয় করতে পারবে
Ο ঘ) আর্থিক প্রতিষ্ঠানের সাথে সদ্বিশ্বাস বাড়বে
সঠিক উত্তর: (খ)
২০৯. দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে কী করতে হয়?
Ο ক) সময়েঢর সাথে আয়ের তুলনা
Ο খ) ভবিষ্যৎ ব্যয়ের সাথে বর্তমান আয়ের তুলনা
Ο গ) বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের তুলনা
Ο ঘ) বর্তমানের আয়ের সাথে অর্থনৈতিক অবস্থার তুলনা
সঠিক উত্তর: (ঘ)
২১০. কী কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পার্থক্য ঘটে?
Ο ক) সুদ আসলের
Ο খ) সুদের হারের
Ο গ) বাট্টার হারের
Ο ঘ) চার্জ নির্ধারণের ওপর
সঠিক উত্তর: (খ)
২১১. জনাব জামাল ৫ বছর পর বিমা কোম্পানি থেকে ১,০০,০০০ টাকা পাবেন। বাট্টার হার ১০% হলে উক্ত টাকার বর্তমান মূল্য কত?
Ο ক) ৩৭,১০০ টাকা
Ο খ) ৫৩,৪২০ টাকা
Ο গ) ৬২,০৯২ টাকা
Ο ঘ) ১,৬১,০৫১ টাকা
সঠিক উত্তর: (ঘ)
২১২. বেসিক ব্যাংক থেকে বার্ষিক ১৫% চক্রবৃদ্ধি সুদের মি. করিম একটি গাড়ি ক্রয়ের জন্যে ৩,৫০,০০০ টাকা ঋণ গ্রহণ করলেন । ৩ বছরের মধ্যে ৩টি কিস্তিতে েএ ঋণ পরিশোধ কতে হবে । মি. করিমের বার্ষিক কিস্তির পরিমাণ কত?
Ο ক) ১,১০,০০০ টাকা
Ο খ) ১,২০,০০০ টাকা
Ο গ) ১,৩০,০০০ টাকা
Ο ঘ) ১,৫৩,২৯২ টাকা
সঠিক উত্তর: (ঘ)
২১৩. কোনগুলো সমান হার বন করে?
i বাৎসরিক ৬৭.৬১% সুদের হার
ii সাপ্তাহিক ১% সুদের হার
iii মাসিক ১২% সুদের হার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৪. কোন মূল্য জানা থাকলে বর্তমান মূল্য নির্ণয় করা যায়?
Ο ক) ভবিষ্যৎ মূ্ল্য
Ο খ) অতীত মূল্য
Ο গ) শতকরা মূল্য
Ο ঘ) চক্রবৃদ্ধি মূল্য
সঠিক উত্তর: (ক)
২১৫. m = ১২ মাস, n = ১ বছর এবং i= ১০% হলে ১০,০০০ টাকা ঋণ নিলে প্রতি মাসে কিস্তি হব-
i ১৭৯ টাকা
ii ৯০৫ টাকা
iii ৭৯৬ টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৬. প্রকৃত সুদের হারকে কী দ্বারা প্রকাষ করা হয়?
Ο ক) R
Ο খ) I
Ο গ) N
Ο ঘ) EAR
সঠিক উত্তর: (ঘ)
২১৭. প্রকৃত সুদের হারকে কী দ্বারা প্রকাশ করা হয়?
Ο ক) EPR
Ο খ) EAR
Ο গ) ECR
Ο ঘ) ETR
সঠিক উত্তর: (খ)
২১৮. সরল সুদের ক্ষেত্রে কীভাবে সুদ গণনা করা হয়?
Ο ক) আসলের ওপর
Ο খ) বাৎসরিক টাকার ওপর
Ο গ) সুদাসলের ওপর
Ο ঘ) বাট্টার ওপর
সঠিক উত্তর: (ক)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * আখতারুজ্জামান তার ব্যবসায়ের মুনাফা লাভজনক খাতে বিনিয়োগের জন্যে চিন্তা করে। একবার সে চিন্তা করে টাকাগুলো ৮% হার সুদে ব্যাংকে সঞ্চয়ী হিসাবে রখবে। আবার চিন্তা করে জমি ক্রয় করবে যা ১২ বছর পরে দ্বিগুণ হবে। অবশেষে অনেক হিসাব-নিকাশের পর তিনি ব্যাংকে সঞ্চয় করার সিদ্ধান্ত নিয়েছেন।
২১৯. আখতারুজ্জামান যদি জমি ক্রয় করে হবে সুযোগ ব্যয় কত হবে?
Ο ক) ৬ %
Ο খ) ৭.২ %
Ο গ) ৮ %
Ο ঘ) ১০ %
সঠিক উত্তর: (গ)
২২০. আখতারুজ্জামান জমি ক্রয় না করে ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত নিলেন কেন?
Ο ক) সুদের হার ৫% হওয়ায়
Ο খ) সুদের হার ৬% হওয়ায়
Ο গ) সুদের হার ৭% হওয়ায়
Ο ঘ) সুদের হার ৮% হওয়ায়
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Finance