ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৫: মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. কোন প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগ ৬০,০০০ টাকা হলে উক্ত প্রকল্পের গড় বিনিয়োগ কত?
Ο ক) ২৫,০০০ টাকা
Ο খ) ৩০০০০ টাকা
Ο গ) ৩৫,০০০ টাকা
Ο ঘ) ৪০০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
১৫২. কোন উৎস থেকে পতিষ্ঠানে আন্ত:নগদ প্রবাহ ঘটে?
Ο ক) বিক্রয়
Ο খ) নিট মুনাফা
Ο গ) গড় বিনিয়োগ
Ο ঘ) ক্রয়
সঠিক উত্তর: (ক)
১৫৩. কোন পদ্ধতিতে ব্যবসায়ে বিনিয়োগকৃত অর্থ ফেরত আসার সময় নিণেয় করা হয়?
Ο ক) অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি
Ο খ) নিট বর্তমান মূল্য পদ্ধতি
Ο গ) পে-ব্যাক সময় পদ্ধতি
Ο ঘ) গড় মুনাফার হার পদ্ধতি
সঠিক উত্তর: (গ)
১৫৪. ৫ বছর মেয়াদি একটি প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগ ৮০,০০০ টাকা এবং প্রতিবছর কোম্পানি প্রকল্প থেকে ২০,০০০ টাকা পায়। প্রকল্পটির পে-ব্যাক সময় কত?
i ৩ বছর
ii ৪ বছর
iii ৪.৫ বছর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৫. পে-ব্যাক পদ্ধতির জনপ্রিয়তার মূল কারণ কী?
Ο ক) সরল
Ο খ) জটিল
Ο গ) সময়সাপেক্ষ
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (ক)
১৫৬. যেকোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করতে গেলে নিচের কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়?
Ο ক) ঋণ বাজেটিং
Ο খ) মূলধন বাজেটিং
Ο গ) সম্পত্তি বাজেটিং
Ο ঘ) ক্রয়
সঠিক উত্তর: (খ)
১৫৭. মোট মুনাফা থেকে কর বাদ দিলে কোনটি পাওয়া যায়?
Ο ক) নিট মুনাফা
Ο খ) নিট খরচ
Ο গ) মোট খরচ
Ο ঘ) ব্যয়যোগ আয়
সঠিক উত্তর: (ক)
১৫৮. মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বাট্টা হার হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) লিভারেজ
Ο খ) মূলধন ব্যয়
Ο গ) আয় হার
Ο ঘ) মূলধন কাঠামো
সঠিক উত্তর: (খ)
১৫৯. নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে কী পাওয়া যায়?
Ο ক) নগদ আন্ত :প্রবাহ
Ο খ) ক্রমযোজিত নগদ প্রবাহ
Ο গ) পরিচালনা নগদ প্রবাহ
Ο ঘ) নগদ বহি:প্রবাহ
সঠিক উত্তর: (ক)
১৬০. পে-ব্যাক সময় নির্ধারণ করা হয়-
i বিনিয়োগের ধরন বিবেচনা করে
ii বিনিয়োগ ঝুঁকি বিবেচনা করে
iii বিনিয়োগ আয় বিবেচনা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬১. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগের ধাপ হলো-
i নগদ প্রবাহ প্রাক্কলন
ii বাট্টা হার নির্ধারণ
iii মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬২. কোনটি স্থায়ী সম্পত্তি?
Ο ক) ক্রয়
Ο খ) বিক্রয়
Ο গ) জমি
Ο ঘ) বেতন
সঠিক উত্তর:
১৬৩. মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগের শেষ ধাপ কোনটি?
Ο ক) মুলধন বাজেটিং পদ্ধতির প্রয়োগ
Ο খ) বাট্টা হার নির্ণয়
Ο গ) নগদ প্রবাহ প্রাক্কলন
Ο ঘ) গড় মুনাফার হার নির্ণয়
সঠিক উত্তর: (গ)
১৬৪. দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত গ্রহণে বিভিন্ন পদ্ধতি ও নীতিমালা অনুসরণ করা প্রয়োজন কেন?
Ο ক) আয়-ব্যয়ের লাভজনকত নির্ণয়ের জন্য
Ο খ) বিনিয়োগ ভাতার সুষ্ঠু তত্ত্বাবধায়নের জন্য
Ο গ) বিনিয়োগের লাভজনকত মূল্যায়নের জন্য
Ο ঘ) অবকাঠামোগত সকল সুবিধা পাওয়ার জন্য
সঠিক উত্তর: (গ)
১৬৫. ব্যয় বলতে বোঝায়-
i কাঁচামাল খরচ
ii ক্রয় খরচ
iii বিক্রয় খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৬. নির্দিষ্ট কোনো বিনিয়োগ বা প্রকল্পের জন্য নির্ণীত গড় মুনাফার হার কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন হার থেকে কম হলে বিনিয়োগ প্রকল্পটি-
Ο ক) গ্রহণ করা হয়
Ο খ) বাতিল করা হয়
Ο গ) পুনরায় বিবেচনা করা হয়
Ο ঘ) লাভজনক বলে ধরা হয়
সঠিক উত্তর: (খ)
১৬৭. কোনটি অর্থায়নের সাফল্যের চাবিকাঠি?
Ο ক) মুনাফা অর্জন
Ο খ) প্রযুক্তিগত উন্নয়নে
Ο গ) মুলধন বাজেটিং
Ο ঘ) তথ্যসংক্রান্ত জ্ঞান
সঠিক উত্তর: (গ)
১৬৮. স্থায়ী সম্পত্তি সম্পর্কিত সকল মূলধন বাজেটিং সিদ্ধান্তের জন্যে কোনটি প্রয়োজন হয়?
Ο ক) বড় অঙ্কের তহবিল
Ο খ) কম বাট্টা হার
Ο গ) প্রকৃত সুদের হার
Ο ঘ) অধিক নগদ প্রবাহ
সঠিক উত্তর: (ক)
১৬৯. ৪ বছর মেয়াদি একটি প্রকল্পের জন্য ৮০ হাজার টাকা বিনিয়োগের প্রয়োজন হয়। বার্ষিক বিক্রয় ৫০ হাজার টাকা এবং বার্ষিক খরচ (অবচয় বাদে) বিক্রির ৪০% । কর হার ৫০% হলে প্রকল্পটির গড় মুনাফা হার কত হবে?
Ο ক) ৬.২৫ %
Ο খ) ১২.৫৪ %
Ο গ) ২০ %
Ο ঘ) ২৫ %
সঠিক উত্তর:
১৭০. নগদ প্রবাহের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নির্ধারণী বিষয় কোনটি?
Ο ক) চলতি খরচ পূর্বানুমান
Ο খ) স্থায়ী খরচ পূর্বানুমান
Ο গ) চলতি আয় পূর্বানুমান
Ο ঘ) স্থায়ী আয় পূর্বানুমান
সঠিক উত্তর: (ক)
১৭১. ব্যবসায় প্রতিষ্ঠানের গৃহীত বিনিয়োগ সিদ্ধান্ত লাভজনক প্রতীয়মান হয় কীভাবে?
Ο ক) বার্ষিক নগদ আন্ত:প্রবাহ একই হলে
Ο খ) বহি:প্রবাহ থেকে আন্ত:প্রবাহ বেশি হলে
Ο গ) আন্ত:প্রবাহ থেকে বহি:প্রবাহ বেশি হলে
Ο ঘ) আন্ত:প্রবাহ ও বহি:প্রবাহ সমান হলে
সঠিক উত্তর: (খ)
১৭২. কোনো কোম্পানি নতুন ব্যবসায় শুরু করতে গেলে সর্বপ্রথম কোনটির প্রয়োজন হয়?
Ο ক) চলতি সম্পত্তি
Ο খ) কাঁচামাল
Ο গ) স্থায়ী সম্পত্তি
Ο ঘ) মজুদ প্রণ্য
সঠিক উত্তর: (গ)
১৭৩. যদি প্রকল্প ‘খ’ এর পে-ব্যাক সময় ৪ বছর হয় তাহলে উভয় প্রকল্পের মধ্যে কোনটি গ্রহনযোগ্য?
Ο ক) প্রকল্প ‘ক’
Ο খ) প্রকল্প ‘খ’
Ο গ) উভয়ই
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
১৭৪. পে-ব্যাক পদ্ধতির সীমাবদ্ধতা কোনটি?
Ο ক) কম ঝামেলাপূর্ণ
Ο খ) বাট্টা হার বৃদ্ধি পেলে পে-ব্যাক কমে
Ο গ) পদ্ধতিটি খুব বেশি জনপ্রিয়তা পায়নি
Ο ঘ) এটি মুনাফা অর্জন ক্ষমতা নির্দেশ করে না
সঠিক উত্তর: (খ)
১৭৫. মূলধন বাজেটিং অতি গুরুত্বপূর্ণ হলো-
i বিনিয়োগের পর্যাপ্ত আয় নিশ্চিত করণে
ii বড় অঙ্কের বিনিয়োগের কারণে
iii ঝুঁকি নিরূপণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৬. মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বাট্ট হার হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) লিভারেজ
Ο খ) মুলধন ব্যয়
Ο গ) আয়ের হার
Ο ঘ) মূলধন কাঠামো
সঠিক উত্তর:
১৭৭. একটি প্রতিষ্ঠানের মোট খরচ ধরা হয়-
i চলতি খরচকে
ii স্থায়ী খরচকে
iii চলতি আয় ও ব্যয়কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭৮. আজকের এক টাকা ভবিষ্যতের এক টাকার সমান নয়। কারণ-
Ο ক) গড় বিনিয়োগের ভিন্নতা
Ο খ) পে-ব্যাক সময়
Ο গ) অর্থের সময় মূল্যের ভিন্নতা
Ο ঘ) ঝুঁকির সংশ্লিষ্টতা
সঠিক উত্তর: (গ)
১৭৯. কোনটি নগদ প্রবাহের সাথে জড়িত?
Ο ক) ব্যবসায় সম্প্রসারণ
Ο খ) ব্যবসায় স্থানান্তর
Ο গ) উৎপাদন পদ্ধতির বাস্তবায়ন
Ο ঘ) পণ্যের বৈচিত্র্যকরণ
সঠিক উত্তর: (ক)
১৮০. প্রতিষ্ঠানের স্থায়ী ও চলতি খরচ প্রাক্কলনে ভূল হলে-
i প্রাতিষ্ঠানিক নীতিমালা বিনষ্ট হয়
ii প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে
iii মূলধন বাজেটিং-এ ভুল সিদ্ধান্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮১. নগদ আন্ত:প্রবাহ কখন পাওয়া যায়?
Ο ক) মুনাফার সাথে ক্রয়মূল্য যোগ করলে
Ο খ) মুনাফার সাথে কাচামাল খরচ যোগ করলে
Ο গ) মুনাফার সাথে অবচয় যোগ করলে
Ο ঘ) মুনাফার সাথে বিক্রয় খরচ যোগ করলে
সঠিক উত্তর: (গ)
১৮২. কোনটি মূলধন বাজেটিং-এর বৈশিষ্ট্য?
Ο ক) স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ
Ο খ) চলিত সম্পত্তিতে বিনিয়োগ
Ο গ) নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ
Ο ঘ) কাঁচামালের ওপর বিনিয়োগ
সঠিক উত্তর: (ক)
১৮৩. মূলধন বাজেটিং-এর ধাপ হলো-
i নগদ প্রবাহ প্রাক্কলন
ii বাট্টা হার নির্ধারণ
iii মূলধন বাজেটিং পদ্ধাতি নির্বাচন ও প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৪. বিক্রয় অনুমানের মতো কোন ধরনের খরচ অনুমান সাবধানতা অবলম্বন করতে হয়?
Ο ক) চলতি ও স্থায়ী খরচ
Ο খ) ক্রেতার সংখ্যা
Ο গ) বিক্রেতার সংখ্যা
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর: (ক)
১৮৫. চলমান ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসায় শুরুর পর কীসের প্রয়োজন হয়?
Ο ক) নতুন বিনিয়োগ করা
Ο খ) স্থায়ী সম্পত্তি ক্রয় করা
Ο গ) উৎপাদন ক্ষমতা বাড়ানোর
Ο ঘ) দক্ষ শ্রমিক নির্বাচন করা
সঠিক উত্তর: (গ)
১৮৬. প্রতি বছরের প্রত্যাশিত মোট মুনাফাকে মোট বছরের সংখ্যা দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
Ο ক) মোট মুনাফা
Ο খ) গড় মুনাফা
Ο গ) মোট বিনিয়োগ
Ο ঘ) নিট মুনাফা
সঠিক উত্তর: (খ)
১৮৭. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তে মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগে জড়িত ধাপসমূহ হলো-
i নগদ প্রবাহ প্রাক্কলন
ii বাট্টা হার নির্ধারণ
iii মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. নগদ আন্ত:প্রবাহ যদি প্রারম্ভিক বিনিয়োগ বা নগদ বহি:প্রবাহ থেকে বেশি হয় তাহলে বিনিয়োগটি-
Ο ক) লাভজনক
Ο খ) অলাভজনক
Ο গ) গতানুগতিক
Ο ঘ) অগ্রহণযোগ্য
সঠিক উত্তর: (ক)
১৮৯. স্থায়ী সম্পত্তি অকেজো হয়ে গেলে কী করতে হয়?
Ο ক) আধুনিকায়ন
Ο খ) বৈচিত্রায়ন
Ο গ) সম্প্রসারণ
Ο ঘ) প্রতিস্থাপন
সঠিক উত্তর: (ঘ)
১৯০. মূলধন বাজেটিং এ একটি সহজ পদ্ধতি হল-
Ο ক) গড় মুনাফার হার পদ্ধতি
Ο খ) নিট বর্তমান মূল্য পদ্ধতি
Ο গ) পে-ব্যাক সময় পদ্ধতি
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
১৯১. মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ করা যায় কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য মূলধন বাজেটিং পদ্ধতি ব্যবহার করা হয়?
Ο ক) কর্মী ব্যবস্থাপনা
Ο খ) ব্যবসায় সম্প্রসারণ
Ο গ) প্রেষণাদান
Ο ঘ) কর্মসংস্থান নীতি
সঠিক উত্তর: (খ)
১৯২. বিক্রয় থেকে করসহ সব খরচ বাদ দিলে কী থাকে?
Ο ক) মোট মুনাফা
Ο খ) মোট খরচ
Ο গ) নিট মুনাফা
Ο ঘ) মোট বিক্রয়
সঠিক উত্তর: (গ)
১৯৩. গড় মুনাফার হার পদ্ধতিতে প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে কোন মুনাফাকে বিবেচনা করা হয়?
Ο ক) নিট মুনাফা
Ο খ) নিট বিক্রয়
Ο গ) মোট বিক্রয়
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
১৯৪. শাকিলের স্পিনিং মিলের কাডিং মেশিনটি অকেজো হয়ে গেছে। কী প্রয়োগ করে তিনি মেশিনটি প্রতিস্থাপন করতে পারেন?
Ο ক) বৈচিত্রায়ন
Ο খ) আধুনিকায়ন
Ο গ) মূলধন বাজেটিং
Ο ঘ) সম্প্রসারণ
সঠিক উত্তর: (গ)
১৯৫. কোনটি মূলধন বাজেটিং পদ্ধতি?
Ο ক) বিক্রয় হার পদ্ধতি
Ο খ) বিনিয়োজিত মূলধন হার পদ্ধতি
Ο গ) নিট বর্তমান মূল্য পদ্ধতি
Ο ঘ) ক্রয় হার পদ্ধতি
সঠিক উত্তর: (গ)
১৯৬. ফারজানা লি. এর প্রকল্প ১-এর ২০১১ সালের গড় নিট মুনাফা ৭৫,০০০ টাকা এবং গড় মুনাফা হার ১৫% হলে উক্ত প্রকল্পের গড় বিনিয়োগ কত ছিল?
Ο ক) ৪,০০,০০০ টাকা
Ο খ) ৫,০০,০০০ টাকা
Ο গ) ৭,০০,০০০ টাকা
Ο ঘ) ৯,০০,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
১৯৭. বিনিয়োগের ঝুঁকি নিরূপণ ও ঝুঁকির গ্রহণ যোগ্যতা যাচাইয়ের প্রয়োজনীয়তা কী?
Ο ক) মুনাফা নিশ্চিতকরণ
Ο খ) সঠিক পণ্য নির্বাচন
Ο গ) পণ্যের চাহিদা পূর্বানুমান
Ο ঘ) সুষ্ঠু ঋণ গ্রহণ
সঠিক উত্তর: (ক)
১৯৮. ভবিষ্যৎ বছরগুলোতে আগত নগদ প্রবাহের পরিমাণ সমান হলেও বর্তমান মূল্য সমান হয় না কেন?
Ο ক) গড় মুনরাফার হার ভিন্ন বলে
Ο খ) নগদ প্রবাহ ভিন্ন বলে
Ο গ) অর্থের সময়মূল্য ভিন্ন বলে
Ο ঘ) বাট্টার হার ভিন্ন বলে
সঠিক উত্তর: (গ)
১৯৯. মূলধন বাজেটিংয়ের পদ্ধতিসমূহ নিচের কোনটির জন্যে গুরুত্বপূর্ণ?
Ο ক) প্রকল্প নির্বাচন
Ο খ) প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ
Ο গ) বিনিয়োগের লাভজনকতা নির্ণয়
Ο ঘ) প্রকল্পের মুনাফার হার নির্ণয়
সঠিক উত্তর: (ক)
২০০. নিচের কোন ক্ষেত্রে মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়?
Ο ক) স্বল্পমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে
Ο খ) দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে
Ο গ) ক্রয় এর ক্ষেত্রে
Ο ঘ) অবচয় নির্ণয়ের ক্ষেত্রে
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. কোন প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগ ৬০,০০০ টাকা হলে উক্ত প্রকল্পের গড় বিনিয়োগ কত?
Ο ক) ২৫,০০০ টাকা
Ο খ) ৩০০০০ টাকা
Ο গ) ৩৫,০০০ টাকা
Ο ঘ) ৪০০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
১৫২. কোন উৎস থেকে পতিষ্ঠানে আন্ত:নগদ প্রবাহ ঘটে?
Ο ক) বিক্রয়
Ο খ) নিট মুনাফা
Ο গ) গড় বিনিয়োগ
Ο ঘ) ক্রয়
সঠিক উত্তর: (ক)
১৫৩. কোন পদ্ধতিতে ব্যবসায়ে বিনিয়োগকৃত অর্থ ফেরত আসার সময় নিণেয় করা হয়?
Ο ক) অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি
Ο খ) নিট বর্তমান মূল্য পদ্ধতি
Ο গ) পে-ব্যাক সময় পদ্ধতি
Ο ঘ) গড় মুনাফার হার পদ্ধতি
সঠিক উত্তর: (গ)
১৫৪. ৫ বছর মেয়াদি একটি প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগ ৮০,০০০ টাকা এবং প্রতিবছর কোম্পানি প্রকল্প থেকে ২০,০০০ টাকা পায়। প্রকল্পটির পে-ব্যাক সময় কত?
i ৩ বছর
ii ৪ বছর
iii ৪.৫ বছর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৫. পে-ব্যাক পদ্ধতির জনপ্রিয়তার মূল কারণ কী?
Ο ক) সরল
Ο খ) জটিল
Ο গ) সময়সাপেক্ষ
Ο ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (ক)
১৫৬. যেকোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করতে গেলে নিচের কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়?
Ο ক) ঋণ বাজেটিং
Ο খ) মূলধন বাজেটিং
Ο গ) সম্পত্তি বাজেটিং
Ο ঘ) ক্রয়
সঠিক উত্তর: (খ)
১৫৭. মোট মুনাফা থেকে কর বাদ দিলে কোনটি পাওয়া যায়?
Ο ক) নিট মুনাফা
Ο খ) নিট খরচ
Ο গ) মোট খরচ
Ο ঘ) ব্যয়যোগ আয়
সঠিক উত্তর: (ক)
১৫৮. মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বাট্টা হার হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) লিভারেজ
Ο খ) মূলধন ব্যয়
Ο গ) আয় হার
Ο ঘ) মূলধন কাঠামো
সঠিক উত্তর: (খ)
১৫৯. নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে কী পাওয়া যায়?
Ο ক) নগদ আন্ত :প্রবাহ
Ο খ) ক্রমযোজিত নগদ প্রবাহ
Ο গ) পরিচালনা নগদ প্রবাহ
Ο ঘ) নগদ বহি:প্রবাহ
সঠিক উত্তর: (ক)
১৬০. পে-ব্যাক সময় নির্ধারণ করা হয়-
i বিনিয়োগের ধরন বিবেচনা করে
ii বিনিয়োগ ঝুঁকি বিবেচনা করে
iii বিনিয়োগ আয় বিবেচনা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬১. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগের ধাপ হলো-
i নগদ প্রবাহ প্রাক্কলন
ii বাট্টা হার নির্ধারণ
iii মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬২. কোনটি স্থায়ী সম্পত্তি?
Ο ক) ক্রয়
Ο খ) বিক্রয়
Ο গ) জমি
Ο ঘ) বেতন
সঠিক উত্তর:
১৬৩. মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগের শেষ ধাপ কোনটি?
Ο ক) মুলধন বাজেটিং পদ্ধতির প্রয়োগ
Ο খ) বাট্টা হার নির্ণয়
Ο গ) নগদ প্রবাহ প্রাক্কলন
Ο ঘ) গড় মুনাফার হার নির্ণয়
সঠিক উত্তর: (গ)
১৬৪. দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত গ্রহণে বিভিন্ন পদ্ধতি ও নীতিমালা অনুসরণ করা প্রয়োজন কেন?
Ο ক) আয়-ব্যয়ের লাভজনকত নির্ণয়ের জন্য
Ο খ) বিনিয়োগ ভাতার সুষ্ঠু তত্ত্বাবধায়নের জন্য
Ο গ) বিনিয়োগের লাভজনকত মূল্যায়নের জন্য
Ο ঘ) অবকাঠামোগত সকল সুবিধা পাওয়ার জন্য
সঠিক উত্তর: (গ)
১৬৫. ব্যয় বলতে বোঝায়-
i কাঁচামাল খরচ
ii ক্রয় খরচ
iii বিক্রয় খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৬. নির্দিষ্ট কোনো বিনিয়োগ বা প্রকল্পের জন্য নির্ণীত গড় মুনাফার হার কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন হার থেকে কম হলে বিনিয়োগ প্রকল্পটি-
Ο ক) গ্রহণ করা হয়
Ο খ) বাতিল করা হয়
Ο গ) পুনরায় বিবেচনা করা হয়
Ο ঘ) লাভজনক বলে ধরা হয়
সঠিক উত্তর: (খ)
১৬৭. কোনটি অর্থায়নের সাফল্যের চাবিকাঠি?
Ο ক) মুনাফা অর্জন
Ο খ) প্রযুক্তিগত উন্নয়নে
Ο গ) মুলধন বাজেটিং
Ο ঘ) তথ্যসংক্রান্ত জ্ঞান
সঠিক উত্তর: (গ)
১৬৮. স্থায়ী সম্পত্তি সম্পর্কিত সকল মূলধন বাজেটিং সিদ্ধান্তের জন্যে কোনটি প্রয়োজন হয়?
Ο ক) বড় অঙ্কের তহবিল
Ο খ) কম বাট্টা হার
Ο গ) প্রকৃত সুদের হার
Ο ঘ) অধিক নগদ প্রবাহ
সঠিক উত্তর: (ক)
১৬৯. ৪ বছর মেয়াদি একটি প্রকল্পের জন্য ৮০ হাজার টাকা বিনিয়োগের প্রয়োজন হয়। বার্ষিক বিক্রয় ৫০ হাজার টাকা এবং বার্ষিক খরচ (অবচয় বাদে) বিক্রির ৪০% । কর হার ৫০% হলে প্রকল্পটির গড় মুনাফা হার কত হবে?
Ο ক) ৬.২৫ %
Ο খ) ১২.৫৪ %
Ο গ) ২০ %
Ο ঘ) ২৫ %
সঠিক উত্তর:
১৭০. নগদ প্রবাহের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নির্ধারণী বিষয় কোনটি?
Ο ক) চলতি খরচ পূর্বানুমান
Ο খ) স্থায়ী খরচ পূর্বানুমান
Ο গ) চলতি আয় পূর্বানুমান
Ο ঘ) স্থায়ী আয় পূর্বানুমান
সঠিক উত্তর: (ক)
১৭১. ব্যবসায় প্রতিষ্ঠানের গৃহীত বিনিয়োগ সিদ্ধান্ত লাভজনক প্রতীয়মান হয় কীভাবে?
Ο ক) বার্ষিক নগদ আন্ত:প্রবাহ একই হলে
Ο খ) বহি:প্রবাহ থেকে আন্ত:প্রবাহ বেশি হলে
Ο গ) আন্ত:প্রবাহ থেকে বহি:প্রবাহ বেশি হলে
Ο ঘ) আন্ত:প্রবাহ ও বহি:প্রবাহ সমান হলে
সঠিক উত্তর: (খ)
১৭২. কোনো কোম্পানি নতুন ব্যবসায় শুরু করতে গেলে সর্বপ্রথম কোনটির প্রয়োজন হয়?
Ο ক) চলতি সম্পত্তি
Ο খ) কাঁচামাল
Ο গ) স্থায়ী সম্পত্তি
Ο ঘ) মজুদ প্রণ্য
সঠিক উত্তর: (গ)
১৭৩. যদি প্রকল্প ‘খ’ এর পে-ব্যাক সময় ৪ বছর হয় তাহলে উভয় প্রকল্পের মধ্যে কোনটি গ্রহনযোগ্য?
Ο ক) প্রকল্প ‘ক’
Ο খ) প্রকল্প ‘খ’
Ο গ) উভয়ই
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
১৭৪. পে-ব্যাক পদ্ধতির সীমাবদ্ধতা কোনটি?
Ο ক) কম ঝামেলাপূর্ণ
Ο খ) বাট্টা হার বৃদ্ধি পেলে পে-ব্যাক কমে
Ο গ) পদ্ধতিটি খুব বেশি জনপ্রিয়তা পায়নি
Ο ঘ) এটি মুনাফা অর্জন ক্ষমতা নির্দেশ করে না
সঠিক উত্তর: (খ)
১৭৫. মূলধন বাজেটিং অতি গুরুত্বপূর্ণ হলো-
i বিনিয়োগের পর্যাপ্ত আয় নিশ্চিত করণে
ii বড় অঙ্কের বিনিয়োগের কারণে
iii ঝুঁকি নিরূপণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৬. মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বাট্ট হার হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) লিভারেজ
Ο খ) মুলধন ব্যয়
Ο গ) আয়ের হার
Ο ঘ) মূলধন কাঠামো
সঠিক উত্তর:
১৭৭. একটি প্রতিষ্ঠানের মোট খরচ ধরা হয়-
i চলতি খরচকে
ii স্থায়ী খরচকে
iii চলতি আয় ও ব্যয়কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭৮. আজকের এক টাকা ভবিষ্যতের এক টাকার সমান নয়। কারণ-
Ο ক) গড় বিনিয়োগের ভিন্নতা
Ο খ) পে-ব্যাক সময়
Ο গ) অর্থের সময় মূল্যের ভিন্নতা
Ο ঘ) ঝুঁকির সংশ্লিষ্টতা
সঠিক উত্তর: (গ)
১৭৯. কোনটি নগদ প্রবাহের সাথে জড়িত?
Ο ক) ব্যবসায় সম্প্রসারণ
Ο খ) ব্যবসায় স্থানান্তর
Ο গ) উৎপাদন পদ্ধতির বাস্তবায়ন
Ο ঘ) পণ্যের বৈচিত্র্যকরণ
সঠিক উত্তর: (ক)
১৮০. প্রতিষ্ঠানের স্থায়ী ও চলতি খরচ প্রাক্কলনে ভূল হলে-
i প্রাতিষ্ঠানিক নীতিমালা বিনষ্ট হয়
ii প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে
iii মূলধন বাজেটিং-এ ভুল সিদ্ধান্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮১. নগদ আন্ত:প্রবাহ কখন পাওয়া যায়?
Ο ক) মুনাফার সাথে ক্রয়মূল্য যোগ করলে
Ο খ) মুনাফার সাথে কাচামাল খরচ যোগ করলে
Ο গ) মুনাফার সাথে অবচয় যোগ করলে
Ο ঘ) মুনাফার সাথে বিক্রয় খরচ যোগ করলে
সঠিক উত্তর: (গ)
১৮২. কোনটি মূলধন বাজেটিং-এর বৈশিষ্ট্য?
Ο ক) স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ
Ο খ) চলিত সম্পত্তিতে বিনিয়োগ
Ο গ) নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ
Ο ঘ) কাঁচামালের ওপর বিনিয়োগ
সঠিক উত্তর: (ক)
১৮৩. মূলধন বাজেটিং-এর ধাপ হলো-
i নগদ প্রবাহ প্রাক্কলন
ii বাট্টা হার নির্ধারণ
iii মূলধন বাজেটিং পদ্ধাতি নির্বাচন ও প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৪. বিক্রয় অনুমানের মতো কোন ধরনের খরচ অনুমান সাবধানতা অবলম্বন করতে হয়?
Ο ক) চলতি ও স্থায়ী খরচ
Ο খ) ক্রেতার সংখ্যা
Ο গ) বিক্রেতার সংখ্যা
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর: (ক)
১৮৫. চলমান ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসায় শুরুর পর কীসের প্রয়োজন হয়?
Ο ক) নতুন বিনিয়োগ করা
Ο খ) স্থায়ী সম্পত্তি ক্রয় করা
Ο গ) উৎপাদন ক্ষমতা বাড়ানোর
Ο ঘ) দক্ষ শ্রমিক নির্বাচন করা
সঠিক উত্তর: (গ)
১৮৬. প্রতি বছরের প্রত্যাশিত মোট মুনাফাকে মোট বছরের সংখ্যা দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
Ο ক) মোট মুনাফা
Ο খ) গড় মুনাফা
Ο গ) মোট বিনিয়োগ
Ο ঘ) নিট মুনাফা
সঠিক উত্তর: (খ)
১৮৭. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তে মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগে জড়িত ধাপসমূহ হলো-
i নগদ প্রবাহ প্রাক্কলন
ii বাট্টা হার নির্ধারণ
iii মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. নগদ আন্ত:প্রবাহ যদি প্রারম্ভিক বিনিয়োগ বা নগদ বহি:প্রবাহ থেকে বেশি হয় তাহলে বিনিয়োগটি-
Ο ক) লাভজনক
Ο খ) অলাভজনক
Ο গ) গতানুগতিক
Ο ঘ) অগ্রহণযোগ্য
সঠিক উত্তর: (ক)
১৮৯. স্থায়ী সম্পত্তি অকেজো হয়ে গেলে কী করতে হয়?
Ο ক) আধুনিকায়ন
Ο খ) বৈচিত্রায়ন
Ο গ) সম্প্রসারণ
Ο ঘ) প্রতিস্থাপন
সঠিক উত্তর: (ঘ)
১৯০. মূলধন বাজেটিং এ একটি সহজ পদ্ধতি হল-
Ο ক) গড় মুনাফার হার পদ্ধতি
Ο খ) নিট বর্তমান মূল্য পদ্ধতি
Ο গ) পে-ব্যাক সময় পদ্ধতি
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
১৯১. মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ করা যায় কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য মূলধন বাজেটিং পদ্ধতি ব্যবহার করা হয়?
Ο ক) কর্মী ব্যবস্থাপনা
Ο খ) ব্যবসায় সম্প্রসারণ
Ο গ) প্রেষণাদান
Ο ঘ) কর্মসংস্থান নীতি
সঠিক উত্তর: (খ)
১৯২. বিক্রয় থেকে করসহ সব খরচ বাদ দিলে কী থাকে?
Ο ক) মোট মুনাফা
Ο খ) মোট খরচ
Ο গ) নিট মুনাফা
Ο ঘ) মোট বিক্রয়
সঠিক উত্তর: (গ)
১৯৩. গড় মুনাফার হার পদ্ধতিতে প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে কোন মুনাফাকে বিবেচনা করা হয়?
Ο ক) নিট মুনাফা
Ο খ) নিট বিক্রয়
Ο গ) মোট বিক্রয়
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
১৯৪. শাকিলের স্পিনিং মিলের কাডিং মেশিনটি অকেজো হয়ে গেছে। কী প্রয়োগ করে তিনি মেশিনটি প্রতিস্থাপন করতে পারেন?
Ο ক) বৈচিত্রায়ন
Ο খ) আধুনিকায়ন
Ο গ) মূলধন বাজেটিং
Ο ঘ) সম্প্রসারণ
সঠিক উত্তর: (গ)
১৯৫. কোনটি মূলধন বাজেটিং পদ্ধতি?
Ο ক) বিক্রয় হার পদ্ধতি
Ο খ) বিনিয়োজিত মূলধন হার পদ্ধতি
Ο গ) নিট বর্তমান মূল্য পদ্ধতি
Ο ঘ) ক্রয় হার পদ্ধতি
সঠিক উত্তর: (গ)
১৯৬. ফারজানা লি. এর প্রকল্প ১-এর ২০১১ সালের গড় নিট মুনাফা ৭৫,০০০ টাকা এবং গড় মুনাফা হার ১৫% হলে উক্ত প্রকল্পের গড় বিনিয়োগ কত ছিল?
Ο ক) ৪,০০,০০০ টাকা
Ο খ) ৫,০০,০০০ টাকা
Ο গ) ৭,০০,০০০ টাকা
Ο ঘ) ৯,০০,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
১৯৭. বিনিয়োগের ঝুঁকি নিরূপণ ও ঝুঁকির গ্রহণ যোগ্যতা যাচাইয়ের প্রয়োজনীয়তা কী?
Ο ক) মুনাফা নিশ্চিতকরণ
Ο খ) সঠিক পণ্য নির্বাচন
Ο গ) পণ্যের চাহিদা পূর্বানুমান
Ο ঘ) সুষ্ঠু ঋণ গ্রহণ
সঠিক উত্তর: (ক)
১৯৮. ভবিষ্যৎ বছরগুলোতে আগত নগদ প্রবাহের পরিমাণ সমান হলেও বর্তমান মূল্য সমান হয় না কেন?
Ο ক) গড় মুনরাফার হার ভিন্ন বলে
Ο খ) নগদ প্রবাহ ভিন্ন বলে
Ο গ) অর্থের সময়মূল্য ভিন্ন বলে
Ο ঘ) বাট্টার হার ভিন্ন বলে
সঠিক উত্তর: (গ)
১৯৯. মূলধন বাজেটিংয়ের পদ্ধতিসমূহ নিচের কোনটির জন্যে গুরুত্বপূর্ণ?
Ο ক) প্রকল্প নির্বাচন
Ο খ) প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ
Ο গ) বিনিয়োগের লাভজনকতা নির্ণয়
Ο ঘ) প্রকল্পের মুনাফার হার নির্ণয়
সঠিক উত্তর: (ক)
২০০. নিচের কোন ক্ষেত্রে মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়?
Ο ক) স্বল্পমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে
Ο খ) দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে
Ο গ) ক্রয় এর ক্ষেত্রে
Ο ঘ) অবচয় নির্ণয়ের ক্ষেত্রে
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Finance