এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১৩: কেন্দ্রীয় ব্যাংক (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১৩: কেন্দ্রীয় ব্যাংক (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. কেন্দ্রী ব্যাংক রাষ্ট্রী মালিকানায় থাকা উচিত কেননা -
i. আর্থিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা
ii. জাতীয় অর্থনৈতিক কল্যাণ নিশ্চিতকরণ
iii. বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫২. বাংলাদেশ ব্যাংক-এর পূর্ব নাম কী?
Ο ক) পূর্ববঙ্গ ব্যাংক
Ο খ) স্টেট ব্যাংক অব পাকিস্তান
Ο গ) মুসলিম কমার্শিয়াল ব্যাংক লি.
Ο ঘ) পাকিস্তান ব্যাংক
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. কেন্দ্রীয় ব্যাংক সাধারণত কোন ধরনের মালিকানায় থাকে?
Ο ক) বেসরকারি
Ο খ) সরকারি
Ο গ) আন্তর্জাতিক
Ο ঘ) ব্যক্তিগত
 সঠিক উত্তর: (খ)

 ৫৪. সবুর গ্রামের অবহেলিত শ্রেণির দরিদ্র চাষী স্বপ্নীল। ব্যাংক যে সকল তদারকির মাধ্যমে এ শ্রেণিকে অর্থনৈতিক মুক্তি প্রদান করে তা হলো-
i. পল্লি ঋণ প্রকল্প
ii. বিশেষ ঋণ প্রকল্প
iii. বাণিজ্যিক ঋণ প্রকল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. সরল ব্যাংকের ব্যাংকার কোন ব্যাংক?
Ο ক) শিল্প ব্যাংক
Ο খ) সরকারি ব্যাংক
Ο গ) কেন্দ্রীয় ব্যাংক
Ο ঘ) স্বায়ত্ত শাসিত ব্যাংক
 সঠিক উত্তর: (গ)

 ৫৬. কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কোনটি দূরীকরণ সম্ভব?
Ο ক) দক্ষতা
Ο খ) বেকারত্ব
Ο গ) সৃজনশীলতা
Ο ঘ) বিলাসিতা
 সঠিক উত্তর: (খ)

 ৫৭. কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার স্থিতিশীলতা সংরক্ষণের চেষ্টা চালায় কীভাবে?
Ο ক) তারল্য রক্ষা ব্যবস্থার মাধ্যমে
Ο খ) দেশের আর্থিক শৃঙ্খলা রক্ষার মাধ্যমে
Ο গ) বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণের মাধ্যমে
Ο ঘ) সমাজ গঠনে দেশীয় মুদ্রার ওপর উদ্বুদ্ধ করে
 সঠিক উত্তর: (গ)

 ৫৮. একটি দেশের মুদ্রার বিনিময় হার কীসের ওপর নির্ভরশীল?
Ο ক) বৈদেশিক মুদ্রার রিজার্ভ
Ο খ) বৈদেশিক মুদ্রার সংরক্ষণ
Ο গ) দেশীয় মুদ্রার রিজার্ভ
Ο ঘ) দেশীয় মুদ্রার সংরক্ষণ
 সঠিক উত্তর: (ক)

 ৫৯. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বিষয়ে ধারণা পাওয়া যায়-
i. বাজারে ব্যাংক ঋণের পরিনমাণ কাতম্য মাত্রায় বজায় রাখা
ii. বিভিন্ন পদ্ধতি বা কৌশল প্রয়োগ
iii. তালিকাভুক্ত ব্যাংকসমূহ ঋণ নিয়ন্ত্রণ কৌশলের মুখ্য সহযোগী ক্ষেত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬০. ব্যাংক হার বৃদ্ধির কুফল কী?
Ο ক) রপ্তানি বৃদ্ধি
Ο খ) আমদানি হ্রাস
Ο গ) উৎপাদন হ্রাস
Ο ঘ) দ্রব্যমূল্য হ্রাস
 সঠিক উত্তর: (গ)

 ৬১. সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা্ কেন্দ্রীয় ব্যাংকের কী?
Ο ক) উদ্দেশ্য
Ο খ) বৈশিষ্ট্য
Ο গ) কার্যক্রম
Ο ঘ) লক্ষ্য
 সঠিক উত্তর: (ঘ)

 ৬২. কোন ব্যাংক সরকারি ঋণের তদারক করে?
Ο ক) কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) বাণিজ্যিক ব্যাংক
Ο গ) বিশেষায়িত ব্যাংক
Ο ঘ) বৈদেশিক ব্যাংক
 সঠিক উত্তর: (ক)

 ৬৩. বাণিজ্যিক ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল কোনটি?
Ο ক) স্বায়ত্তশাসিত ব্যাংক
Ο খ) কেন্দ্রীয় ব্যাংক
Ο গ) খুচরা ব্যাংক
Ο ঘ) গ্রামীণ ব্যাংক
 সঠিক উত্তর: (খ)

 ৬৪. সরকার কখন কেন্দ্রীয় ব্যাংকের নিকট হতে ঋণ গ্রহণ করে?
Ο ক) আর্থিক সংকটের সময়
Ο খ) বাজেট তৈরির সময়
Ο গ) নির্বাচনের সময়
Ο ঘ) সংসদের অধিবেশন শুরুর সময়
 সঠিক উত্তর: (ক)

 ৬৫. বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংক কোনটি বাস্তবায়ন করে?
Ο ক) আন্তর্জতিক চুক্তি স্বাক্ষর
Ο খ) সম্পদ বাস্তবায়ন চুক্তি
Ο গ) রাজনৈতিক উদ্দেশ্য
Ο ঘ) সরকারের নীতি
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৬. বাংলাদেশ ব্যাংকের বিভাগের মধ্যে রয়েছে-
i. গবেষণা বিভাগ
ii. জনসংযোগ ও প্রকাশনা বিভাগ
iii. নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৭. বাংলাদেশ ব্যাংকের কোন কর্মকান্ড বিভিন্ন দিক নির্দেশনায় ভূমিকা রাখে?
Ο ক) প্রচারমূলক
Ο খ) গবেষণামূলক
Ο গ) অর্থনীতিমূলক
Ο ঘ) সেবামূলক
 সঠিক উত্তর: (খ)

 ৬৮. ‘হিসাব সংরক্ষণ’ কেন্দ্রীয় ব্যাংকের শাখাগুলোকে আইন-শৃঙ্খলে আবদ্ধ রাখে কোনটি?
Ο ক) বাংলাদেশ ব্যাংক
Ο খ) সোনালী ব্যাংক
Ο গ) সাংগঠনিরক ব্যাংক
Ο ঘ) ইসলামি ব্যাংক
 সঠিক উত্তর: (ক)

 ৬৯. কেন্দ্রীয় ব্যাংক সৃষ্টির পর থেকেই পালন করে আসছে-
i. মূলধন গঠন
ii. মুদ্রা প্রচলন
iii. ঋণ নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৭০. নতুন ব্যাংক প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংকের করণীয় হলো-
i. ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি প্রদান
ii. ব্যাংকে অর্থ প্রদান
iii. ব্যাংককে তালিকাভুক্তকরণের কাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৭১. কেন্দ্রীয় ব্যাংক সরকারের কোন ধরনের হিসাব সংরক্ষণ করে?
Ο ক) আয়-ব্যায় হিসাব
Ο খ) সম্পত্তিবাচক হিসাব
Ο গ) দেনার হিসাব
Ο ঘ) পাওনার হিসাব
 সঠিক উত্তর: (ক)

 ৭২. ‘Handle Govt. Transaction’ কথাটি কোন ব্যাংকের জন্যে প্রযোজ্য?
Ο ক) সঞ্চয়ী ব্যাংক
Ο খ) কেন্দ্রীয় ব্যাংক
Ο গ) বন্ধকী ব্যাংক
Ο ঘ) সরকারি ব্যাংক
 সঠিক উত্তর: (খ)

 ৭৩. সপ্তদশ শতাব্দীতে মুদ্রাবাজার নিয়ন্ত্রণের প্রয়োজন হয় কেন?
Ο ক) ব্যাংকের বাবির্ভাব হওয়ায়
Ο খ) সরকার গঠন হওয়ায়
Ο গ) মুদ্রার আবির্ভাব হওয়ায়
Ο ঘ) জনগণের মধ্যে সঞ্চয় প্রবণতা সৃষ্টি হওয়ায়
 সঠিক উত্তর: (ক)

 ৭৪. ঊনবিংশ শতকে শিল্প বিপ্লবের ফলে ব্যবসায়ের জগতে রাতারাতি যে উন্নয়ন ত্বরান্বিত হয় তার সাথে তাল মিলিয়ে েইউরোপ ও অন্যান্য দেশে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
i. যৌথমালিকানায়
ii. সরকারি মালিকানায়
iii. একক মালিকানায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৭৫. তুরস্ক ও ইরানের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
i. সেন্ট্রাল ব্যাংক অব ইজিপ্ট
ii. মারফেজ ব্যাংককাসী
iii. ব্যাংক মারকাজী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৭৬. কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্য কোনটি?
Ο ক) হিসাব নিরীক্ষণ
Ο খ) উপদেষ্টা ও প্রতিনিধিত্ব করা
Ο গ) রিপোর্ট তৈরি ও প্রকাশনা
Ο ঘ) মুদ্রামান সংরক্ষণ
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৭. মুদ্রার পূর্ণ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে কোন ব্যাংক?
Ο ক) কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) সরকারি ব্যাংক
Ο গ) বেরকারি ব্যাংক
Ο ঘ) গ্রামীণ ব্যাংক
 সঠিক উত্তর: (ক)

 উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * ঢাকা ক্লাবে বাণিজ্যিক ব্যাংকের এক সেমিনারে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তার বক্তৃতায় বলেন, কেন্দ্রীয় ব্যাংক জাতীয় অর্থনীতির স্নায়ুকেন্দ্রস্বরূপ, যা দেশের সকল অর্থনৈতিক কার্যাবলিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। গাছের শাখা যেমন কান্ডের সাহায্যে ছাড়া পরিস্ফুটিত ও পল্লবিত হতে পারে না, তেমনি দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহ ও কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয় সাহায্য ছাড়া প্রগতির পথে অগ্রসর হতে পারে না।

 ৭৮. কেন্দ্রীয় ব্যাংককে জতীয় অর্থনীতির স্নায়ুকেন্দ্রস্বরুপ বলার কারণ কী?
i. মুদ্রার সঠিক ব্যবস্থাপনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন
ii. সরকারের উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন ও পণ্যমূল্য স্থিতিশীল রাখা
iii. মুদ্রার মান ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৯. কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলিকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) ৩
Ο খ) ৪
Ο গ) ৫
Ο ঘ) ৬
 সঠিক উত্তর: (ক)

 ৮০. কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলিকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) মুদ্রার ব্যবস্থাপনা
Ο খ) অর্থনীতিকে সচল ও সক্ষম রাখা
Ο গ) ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন
Ο ঘ) বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ন্ত্রণ
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post