এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১২: ব্যাংক ও গ্রাহক (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১২: ব্যাংক ও গ্রাহক (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. দীর্ঘকালীন লেনদেন চালু না রাখা হলে ব্যাংক তার মক্কেলের হিসাবের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়?
Ο ক) হিসাব চালু রাখে
Ο খ) হিসাব বন্ধ করে দেয়
Ο গ) হিসাব চালু রাখতে নোটিশ দেয়
Ο ঘ) আদালতের শরনাপন্ন হয়
 সঠিক উত্তর: (খ)

 ১৫২. কেন্দ্রীয় ব্যাংক সরকারের কোন ধরনের হিসাব সংরক্ষণ করে থাকে?
Ο ক) লাভ-লোকসান হিসাব
Ο খ) বিক্রয় হিসাব
Ο গ) আয়-ব্যয় হিসাব
Ο ঘ) উদ্বৃত্তপত্র
 সঠিক উত্তর: (গ)

 ১৫৩. কোনটি কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলির অন্তর্ভুক্ত?
Ο ক) তহবিল সংরক্ষণ
Ο খ) মুদ্রার ক্রয়ক্ষমতা নিয়ন্ত্রণ
Ο গ) কর্মসংস্থানের ‍সুযোগ সৃষ্টি
Ο ঘ) সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি
 সঠিক উত্তর: (ক)

 ১৫৪. ব্যাংক তার সঞয়ী ও চলতি হিসাবে আমানতকারীর অর্থ দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারে না কেন?
Ο ক) আইনানুগভাবে অবৈধ বলে
Ο খ) বাংলাদেশ ব্যাংকের নিষেধ আছে বলে
Ο গ) গ্রাহক যে - কোনো সময়ে আমানতকৃত অর্থ উত্তোলন করতে পারে
Ο ঘ) দীর্ঘমেয়াদে বিনিয়োগ লাভজনক নয় বলে
 সঠিক উত্তর: (গ)

 ১৫৫. গ্রাহক যখন ব্যাংকে টাকা জমা দেয়, তখন ব্যাংক ক?
Ο ক) ডেটর
Ο খ) ক্রেডিটর
Ο গ) সমন্বয়কারী
Ο ঘ) পাওনাদার
 সঠিক উত্তর: (ক)

 ১৫৬. ব্যাংক তার মক্কেলের সুদ কীভাবে তার হিসাবে জমা রাখে?
Ο ক) অন্য শাখার সাহায্যে
Ο খ) স্বয়ংক্রিয়ভাবে
Ο গ) তৃতীয় কক্ষের সাহায্যে
Ο ঘ) মক্কেলের সাহায্যে
 সঠিক উত্তর: (খ)

 ১৫৭. “ The Banker's Clearing House" কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৮৭৫ সালে
Ο খ) ১৬৭৫ সালে
Ο গ) ১৭৭৫ সালে
Ο ঘ) ১৭৬৫ সালে
 সঠিক উত্তর: (গ)

 ১৫৮. গ্রাহক দউলিয়া হয়ে গেলে ব্যাংক তার হিসাব বন্ধ করে দেয় কেন?
Ο ক) সম্পর্ক অবৈধ হয়ে যায় বলে
Ο খ) পরবর্তী লেনদেনে অসমর্থ হয় বলে
Ο গ) বাংলাদেশ ব্যাংকের নির্দেশে
Ο ঘ) ব্যাংকের আইনের অন্তর্ভুক্ত বলে
 সঠিক উত্তর: (খ)

 ১৫৯. ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের অবনতির ফলে-
i. ক্ষতিকর ব্যবসায়িক পরিণতি ডেকে আনে
ii. গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব কমে যায়
iii. উভয়পক্ষের সম্পত্তির পরিমাণ কমে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১৬০. যে ধরনের চেকে নগদে অর্থ পরিশোধের কোনো সুযোগ নেই তাকে বলে-
i. বাহক চেক
ii. হুকুম চেক
iii. দাগকাটা চেক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১৬১. মক্কেলের প্রতিনিধি হিসেবে ব্যাংক কোন কাজটি করে থাকে?
Ο ক) ঋণ প্রদান
Ο খ) সম্পত্তি সংরক্ষণ
Ο গ) ডিপোজিট গ্রহণ
Ο ঘ) দেনা-পাওনা নিষ্পত্তি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬২. ‘কেন্দ্রীয় ব্যাংক সরকারের িএমন একটি প্রতিষ্ঠান, যা সরকারের অধিকাংশ অর্থনৈতিক কার্যাবলি সম্পাদন করে এবং যা উক্ত কার্যাবলি সম্পাদনকালে বিভিন্ন উপায়ে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যাবলির উপর প্রভাব বিস্তার করে সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করে থাকে।’- কথাটি কে বলেছেন?
Ο ক) ড. এস. এন. সেন
Ο খ) অধ্যাপক সেয়ার্স
Ο গ) অধ্যাপক কিসচ ও এলকিন
Ο ঘ) ড. জি. আবসি
 সঠিক উত্তর: (খ)

 ১৬৩. চেকের প্রস্তুতকারককে কী বলে?
Ο ক) প্রাপক
Ο খ) অনুমোদনকারী
Ο গ) আদেষ্টা
Ο ঘ) আদিষ্ট
 সঠিক উত্তর: (গ)

 ১৬৪. মক্কেলের মৃত্য ঘটলে ব্যাংক কী করবে?
Ο ক) গ্রাহকের হিসাব বন্দ করে দিবে
Ο খ) গ্রাহকের আত্মীয়কে ক্ষতিপূরণ দিবে
Ο গ) গ্রাহকের হিসাবে লেনদেন করবে
Ο ঘ) মৃত্যুর পর লেনদেন করবে
 সঠিক উত্তর: (ক)

 ১৬৫. কোন ব্যাংককে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয়?
Ο ক) বাণিজ্যিক ব্যাংক
Ο খ) তালিকাভুক্ত ব্যাংক
Ο গ) বিনিময় ব্যাংক
Ο ঘ) কেন্দ্রীয় ব্যাংক
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৬. ব্যাংক সাধারণত কয় ধরণের হিসাব পরিচালনা করে?
Ο ক) দুই
Ο খ) চার
Ο গ) তিন
Ο ঘ) পাঁট
 সঠিক উত্তর: (গ)

 ১৬৭. কিসের মাধ্যমে ব্যাংক থেকে সরাসরি টাকা উত্তোলন করা যায়?
Ο ক) চেক
Ο খ) পে-অর্ডার
Ο গ) ডেবিট ভাউচার
Ο ঘ) ব্যাংক ড্রাফট
 সঠিক উত্তর: (ক)

 ১৬৮. হস্তান্তরযোগ্য বিনিময় বিলকে কী বলা হয়?
Ο ক) স্ট্যাম্প
Ο খ) ড্রাফট
Ο গ) প্রত্যয়পত্র
Ο ঘ) চেক
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৯. Mother of Ceatral Bank নামে অভিহিত করা হয় কোন ব্যাংকটিকে?
Ο ক) The National Bank of Austria
Ο খ) The Reicks Bank of Germany
Ο গ) The Bank of Netherland
Ο ঘ) Bank of England
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭০. ব্যাংক ও গ্রাহকের মধ্যকার অছির সম্পর্ক কোন ধরনের হয়?
Ο ক) মুনাফাভিত্তিক
Ο খ) আইনগত
Ο গ) প্রতিনিধির
Ο ঘ) অংশীদারিত্বের
 সঠিক উত্তর: (খ)

 ১৭১. কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের চেকের লেনদেনের নিষ্পত্তিতে কী হিসেবে কাজ করে?
Ο ক) নিয়ন্ত্রক
Ο খ) নিকাশ ঘর
Ο গ) মুরব্বি
Ο ঘ) পরিদর্শক
 সঠিক উত্তর: (খ)

 ১৭২. বাণিজ্যি ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল কোনটি?
Ο ক) স্বায়ত্তশাসিত ব্যাংক
Ο খ) খুচরা ব্যাংক
Ο গ) কেন্দ্রীয় ব্যাংক
Ο ঘ) গ্রামীণ ব্যাংক
 সঠিক উত্তর: (গ)

 ১৭৩. সাধারণত কোন ধরনের চেককে দাগকাটা চেক বলা হয়?
Ο ক) বাহক চেক
Ο খ) হুকুম চেক
Ο গ) ব্যক্তিগত চেক
Ο ঘ) প্রাতিষ্ঠানিক চেক
 সঠিক উত্তর: (খ)

 ১৭৪. কেন ব্যাংক গ্রাহকের হিসাব সম্পর্কিত তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকে?
Ο ক) পাওনাদাদেরর নির্দেশে
Ο খ) গ্রাহকের নির্দেশে
Ο গ) কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে
Ο ঘ) আইনগত নির্দেশে
 সঠিক উত্তর: (ক)

 ১৭৫. প্রস্তুত তারিখের কত মাস পার কোনো চেক বাসি চেক বলে পরিগণিত হয়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৬
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৬. গ্রাহক চুক্তি অনুযায়ী ঋণ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক কীভাবে পাওনা উদ্ধার করবে?
i. সম্পত্তি ক্রোকের মাধ্যমে
ii. র‌্যাবের সহায়তায়
iii. সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১৭৭. বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা প্রধান হিসেবে কে দায়িত্ব পালন করেন?
Ο ক) চেয়ারম্যান
Ο খ) ব্যবস্থাপনা পরিচালক
Ο গ) গভর্নর
Ο ঘ) প্রেসিডেন্ট
 সঠিক উত্তর: (গ)

 ১৭৮. গ্রাহক ব্যাংকের কাছে টাকা জমা দিলে ব্যাংখ-
Ο ক) ডেটর
Ο খ) ক্রেডিটর
Ο গ) ডেটর-ক্রেডিটর
Ο ঘ) কোনো সম্পর্ক নেই
 সঠিক উত্তর: (ক)

 ১৭৯. কোনটি ব্যাংক তহবিলের প্রধান উৎস?
Ο ক) অবচয় তহবিল
Ο খ) মূলধন
Ο গ) ঋণ গ্রহণ
Ο ঘ) বিনিয়োগ
 সঠিক উত্তর: (খ)

 ১৮০. কেন্দ্রীয় ব্যাংককে দেনা-পাওনা নিষ্পত্তির জন্যে কী হিসেবে গণ্য করা হয়?
Ο ক) হিসাবরক্ষক
Ο খ) নিকাশ ঘর
Ο গ) পরামর্শদাতা
Ο ঘ) মধ্যস্থতাকারী
 সঠিক উত্তর: (খ)

 ১৮১. সততার নীতি অমান্য করলে মক্কেলের সাথে সম্পর্ক ছিন্ন করা কার সিদ্ধান্ত?
Ο ক) ব্যাংক ব্যবস্থাপকের
Ο খ) ব্যাংক মালিকের
Ο গ) ব্যাংকারের নিজস্ব
Ο ঘ) ব্যাংকের নিজস্ব
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮২. কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘরের মাধ্যমে কী করে?
Ο ক) নিজের তহবিলে টাকা জমা রাখে
Ο খ) আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা সক্রিয় রাখে
Ο গ) ব্যাংক টু ব্যাংক লেনদেন নিষ্পত্তি করে
Ο ঘ) কৃষকদের ঋণ প্রদান করে
 সঠিক উত্তর: (গ)

 ১৮৩. মক্কেলের প্রাপ্য সুদ স্বয়ংক্রিয়ভাবে হিসাবে জমা রাখে কোন প্রতিষ্ঠান?
Ο ক) ব্যাংক
Ο খ) অংশীদারি প্রতিষ্ঠান
Ο গ) এনজিও
Ο ঘ) তালিকাভুক্ত সমিতি
 সঠিক উত্তর: (ক)

 ১৮৪. দেশের অন্যান্য ব্যাংকের প্রতি কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য কী?
Ο ক) ঋণদানে সহায়তা করা
Ο খ) পথপ্রদর্শক হিসেবে কাজ করা
Ο গ) সম্পদের সুষম বর্ন নিশ্চিত করা
Ο ঘ) মূল্যস্তর স্থিতিশীল রাখা
 সঠিক উত্তর: (খ)

 ১৮৫. ব্যাংক তার মক্কেলের প্রাপ্য সুদ কী ভাবে তার হিসাবে জমা করে?
Ο ক) চেকের মাধ্যমে
Ο খ) আদেশে জারির মাধ্যমে
Ο গ) স্বয়ংক্রিয়ভাবে
Ο ঘ) পদ্ধতিগতভাবে
 সঠিক উত্তর: (গ)

 ১৮৬. আমানতকারী কর্তৃক ব্যাংকের ওপর লিখিত আদেশকে কী বলে?
Ο ক) বিল
Ο খ) ব্যাংক ড্রাফট
Ο গ) চালান
Ο ঘ) চেক
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৭. ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে-
i. বিশ্বাস ভঙ্গ হলে
ii. নৈতিকতার বিপর্যয় ঘটলে
iii. আইনের পরিপন্থী কিছু করলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৮. ব্যাংকিং ব্যবসায়ের মূলভিত্তি হলো-
i. ব্যাংক ও সরকারের পারস্পারিক আস্থা
ii. ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক আস্থা
iii. ব্যাংক ও গ্রাহকের পারস্পরিকক বিশ্বাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর:

 ১৮৯. ব্যাংকার বলা হয় কাকে?
Ο ক) গার্মেন্টস ব্যবসায় লিপ্ত ব্যাক্তি
Ο খ) ব্যাংকিং ব্যবসায় লিপ্ত ব্যাক্তি
Ο গ) আমদানি ব্যবসায় লিপ্ত কোম্পানি
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (খ)

 ১৯০. জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্যে কেন্দ্রীয় ব্যাংক কী করে?
Ο ক) উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সরকারকে পরামর্শ দেয়
Ο খ) বৈদেশিক মুদ্রার আগমনের হিসাব রাখে
Ο গ) আন্ত:ব্যাকিং দেনা -পাওনা নিষ্পত্তিতে কাজ করে
Ο ঘ) আন্তর্জাতিক আর্থিক সম্পর্কের বুনিয়াদ গড়ে তোলে
 সঠিক উত্তর: (ক)

 ১৯১. হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংক বাছাইয়ের একজন সাধারণ গ্রাহকের নিকট কম গুরুত্বপূর্ণ ?
Ο ক) ব্যাংকের অবস্থান
Ο খ) ব্যাংক কর্মীদের ব্যবহার
Ο গ) ব্যাংকের আর্থিক সামর্থ্য
Ο ঘ) প্রদত্ত সেবা সুবিধাসমূহ
 সঠিক উত্তর: (গ)

 ১৯২. জাতীয় ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক গঠন করার প্রধান কারণ কী?
Ο ক) সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন
Ο খ) ব্যবসায়-বাণিজ্যের সম্প্রসারণ
Ο গ) অর্থনৈতিক প্রবৃদ্ধি
Ο ঘ) রাষ্ট্রীয় ব্যবস্থার সংহতিকরণ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৩. কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কী হিসেবে কাজ করে?
Ο ক) আত্মীয়
Ο খ) দাদা
Ο গ) অভিভাবক
Ο ঘ) মহাশয়
 সঠিক উত্তর: (গ)

 ১৯৪. ব্যাংক ও তার গ্রাহকের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান?
Ο ক) ডেটর-ক্রেডিটর
Ο খ) অংশীদারিত্বর
Ο গ) মুনাফাভিত্তিক
Ο ঘ) প্রতিনিধির
 সঠিক উত্তর: (ক)

 ১৯৫. ব্যাংক ও গ্রাহকের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয় কীসের মধ্য দিয়ে?
Ο ক) ব্যাংকে হিসাব খোলার মধ্য দিয়ে
Ο খ) ব্যাংকের শেয়ার কেনার মধ্য দিয়ে
Ο গ) ব্যাংক পরিবর্তনের মধ্য দিয়ে
Ο ঘ) ব্যাংকের ম্যানেজারের সাথে আত্মীয়তার মধ্য দিয়ে
 সঠিক উত্তর: (ক)

 ১৯৬. একতা ব্যাংক তার মক্কেলের হয়ে স্বর্ণালঙ্কার জমা রাখে। এখানে একতা ব্যাংক তার মক্কেলের কী হিসাবে কাজ করে?
Ο ক) প্রতিনিধি
Ο খ) ডেটর
Ο গ) ক্রেডিটর
Ο ঘ) অছি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৭. ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’-র গভর্নর ও ডেপুটি গভর্নরের মেয়াদ কাল কত দিন?
Ο ক) ৬ বছর
Ο খ) ৫ বছর
Ο গ) ৭ বছর
Ο ঘ) ৩ বছর
 সঠিক উত্তর: (খ)

 ১৯৮. প্রায়শই ঋণ সুবিধা প্রত্যাশা করেন এমন একজন ব্যক্তির জন্য কোন ধরনের হিসাব উত্তম?
Ο ক) সঞ্চয়ী
Ο খ) বিশেষ সঞ্চয়ী
Ο গ) চলতি
Ο ঘ) স্থায়ী
 সঠিক উত্তর: (গ)

 ১৯৯. নতুন ব্যাংক অনুমতি ও তালিকাভুক্তির কাজটি কে করে?
Ο ক) তালিকাভুক্ত ব্যাংক
Ο খ) বাণিজ্যিক ব্যাংক
Ο গ) সোনালী ব্যাংক
Ο ঘ) জনতা ব্যাংক
 সঠিক উত্তর: (ক)

 ২০০. বন্ধকি ঋণের মাধ্যমে ব্যাংকের সাথে মক্কেলের কোন ধরনের সম্পর্কে সৃষ্টি হয়?
Ο ক) দাতা ও গ্রহীতা
Ο খ) ডেবিট-ক্রেডিট
Ο গ) চুক্তিবদ্ধ
Ο ঘ) প্রতিনিধির
 সঠিক উত্তর: (ক)

 ২০১. কেন্দ্রীয় ব্যাংক কী ভাবে বাণিজ্যি ব্যাংকে কার্যাবলিকে নিয়ন্ত্রণ করে?
Ο ক) আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে
Ο খ) কঠোর নির্দেশের মাধ্যমে
Ο গ) সরকারি নির্দেশনার মাধ্যমে
Ο ঘ) সুসংগঠিত নিয়ম নীতি দ্বারা
 সঠিক উত্তর: (ঘ)

 ২০২. দেশের মুদ্রা প্রচলনের ক্ষমতা কার ওপর ন্যস্ত?
Ο ক) সরকার
Ο খ) অর্থমন্ত্রণালয়
Ο গ) কেন্দ্র্রীয় ব্যাংক
Ο ঘ) নিনিময় ব্যাংক
 সঠিক উত্তর: (গ)

 ২০৩. নিচের কোনটি গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব?
Ο ক) হিসাবের গোপনীয়িতা
Ο খ) সুদ আদায়
Ο গ) সুঠক তথ্য প্রদান
Ο ঘ) ঋণ পরিশোধ
 সঠিক উত্তর: (ক)

 ২০৪. কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রীয় মালিকানায় থাকা বাঞ্ছনীয় কেন?
Ο ক) জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি
Ο খ) কার্যকর প্রতিনিধিত্ব
Ο গ) জাতীয় অর্থনৈতিক কল্যাণ
Ο ঘ) জাতীয় গুরুত্বপূর্ণ আর্থিক দায়িত্বপালন
 সঠিক উত্তর: (ক)

 ২০৫. গ্রাহকের স্বর্ণালঙ্কার, দলিলপত্র ইত্যাদি সংরক্ষণের মাধ্যমে ব্যাংক কী হিসাবে কাজ করে?
Ο ক) পাওনাদার
Ο খ) অছি
Ο গ) ক্রেডিটর
Ο ঘ) প্রতিনিধি
 সঠিক উত্তর: (খ)

 উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * রুপম ও স্বপন দুই বন্ধু । তাদের দুইজনের - ই অগ্রনী ব্যাংকে হিসাব আছ। সম্প্রতি রুপম দেউলিয়া ঘোষিত হয় এবং স্বপন দেশের বাইরে চলে যায়। ফলে তাদের কারও ব্যাংক হিসাবই এখন আর চালু নেই।

 ২০৬. রুপমের ব্যাংক হিসাব চালু না থাকার কারণ হল-
Ο ক) আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হওয়া
Ο খ) মানসিক ভারসাম্য হারানো
Ο গ) যুদ্ধজনিত শত্রুতা
Ο ঘ) গারনিশি অর্ডার
 সঠিক উত্তর: (ক)

 ২০৭. স্বপনের সাথে ব্যাংক হিসাব চালু না থাকার কারণ হল-
Ο ক) গারনিশি অর্ডার
Ο খ) যুদ্ধজনিত কারণ
Ο গ) মৃত্যুজনিত কারণ
Ο ঘ) মক্কেলের নিজস্ব সিদ্ধান্ত
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post