এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১২: ব্যাংক ও গ্রাহক (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১২: ব্যাংক ও গ্রাহক (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. মক্কেলের চেক অংকনের সময় কোন ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়?
i. সঠিক স্বাক্ষর
ii. সঠিক তারিখ
iii. চেকে লিখিত টাকা হিসাবে জমা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) `i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০২. নিকাশ ঘরের ধারণার জনক কে?
Ο ক) আরভিল
Ο খ) ওরভিল
Ο গ) আরভিন
Ο ঘ) ওরভিন
 সঠিক উত্তর: (ক)

 ১০৩. ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব হলো-
i. সততা বজায় রাখা
ii. সঠিক সময়ে ঋণ পরিশোধ করা
iii. চুক্তি অনুযায়ী সুদ প্রদান করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৪. ব্যাংক যে ক্ষেত্রে চেকের বাহককে নগদ অর্থ দিতে বাধ্য থাকে তাকে বলে-
Ο ক) বাহক চেক
Ο খ) হুকুম চেক
Ο গ) দাগহীন চেক
Ο ঘ) দাগকাটা
 সঠিক উত্তর: (ক)

 ১০৫. ব্যাংকের কাছ থেকে গ্রাহক ঋণ নিলে ব্যাংক-
Ο ক) ডেটর
Ο খ) ক্রেডিটর
Ο গ) ডেটর-ক্রেডিটর
Ο ঘ) কোনো সম্পর্ক নেই
 সঠিক উত্তর: (খ)

 ১০৬. বাংলাদেশ ব্যাংকের কর্মকান্ডকে বিভাগভিত্তিক কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) ৯ টি
Ο খ) ৮ টি
Ο গ) ৬ টি
Ο ঘ) ৭ টি
 সঠিক উত্তর: (ক)

 ১০৭. ব্যাংকের সাথে গ্রাহকের কোন ধরনের সম্পর্ক বাঞ্ছনীয়?
Ο ক) সামাজিক সম্পর্ক
Ο খ) ব্যবসায়িক সম্পর্ক
Ο গ) ব্যক্তিগত সম্পর্ক
Ο ঘ) সততার সম্পর্ক
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৮. ব্যাংক ও গ্রাহকের মধকার সম্পর্ক কিসের ওপর নির্ভর করে তৈরি হয়?
i. সততা ও আদর্শ
ii. নিষ্ঠা ও বিশ্বাস
iii. সততা ও বিশ্বাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১০৯. বাংলাদেশ ব্যাংকের ব্যাংকারদের মানোন্নয়নে কোন ধরনের প্রকল্প হাতে নেয়া উচিত?
Ο ক) উৎসাহ দান
Ο খ) নির্দেশিকা প্রদান
Ο গ) তত্তাবধান করা
Ο ঘ) প্রশিক্ষণ প্রদান
 সঠিক উত্তর: (ঘ)

 ১১০. ব্যাংক তার গ্রাহককে ঋণ পরিশোধের জন্য প্রদান করবে-
i. সেবা
ii. সময়
iii. সুযোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১১১. কোন ব্যাংক গবেষণা ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে?
Ο ক) বাণিজ্যিক ব্যাংক
Ο খ) কেন্দ্রীয় ব্যাংক
Ο গ) আন্তর্জাতিক ব্যাংক
Ο ঘ) সরকারি ব্যাংক
 সঠিক উত্তর: (খ)

 ১১২. গ্রাহকের স্বার্থরক্ষা ব্যাংকের জন্য কী?
Ο ক) উদ্দেশ্য
Ο খ) কর্তব্য
Ο গ) মূলনীতি
Ο ঘ) দায়িত্ব
 সঠিক উত্তর: (গ)

 ১১৩. বর্তমানে বাংলাদেশে কয়টি নিকাশ ঘর ব্যবস্থা চালু রয়েছে?
Ο ক) ৯ টি
Ο খ) ৭ টি
Ο গ) ১৬ টি
Ο ঘ) ১২ টি
 সঠিক উত্তর: (গ)

 ১১৪. আদালত কর্তৃক মক্কেলের ওপর কোন অর্ডার জারিন করা হলে ব্যাংক তার মক্কেলের হিসাব সাময়িক বা সম্পপূর্ণভাবে বন্ধ করে দিতে বাধ্য থাকে?
Ο ক) ভিসমিস অর্ডার
Ο খ) সিক্রেট অর্ডার
Ο গ) পারনিশি অর্ডার
Ο ঘ) আসসি অর্ডার
 সঠিক উত্তর: (গ)

 ১১৫. গ্রাহকের হিসাবের ওপর গারনিশি অর্ডার জারি করলে ব্যাংকের করণীয় কী?
Ο ক) ক্ষতিপূরণ দাবি করা
Ο খ) আংশিক লেনদেন চালু রাখা
Ο গ) নতুন হিসাব খোলার নির্দেশ দেয়া
Ο ঘ) হিসাব বন্ধ করে দেয়া
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৬. বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কত জন?
Ο ক) ২ জন
Ο খ) ৪ জন
Ο গ) ৬ জন
Ο ঘ) ৮ জন
 সঠিক উত্তর: (খ)

 ১১৭. ব্যাংকের নিকট হতে গ্রাফক ঋণ নিলে-
i. ব্যাংক ক্রেডিটর হয়
ii. গ্রাহক ডেটর হয়
iii. সততা ও বিশ্বাস বাড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১১৮. বিশেষভাবে দাগকাটা চেকে উল্লেখ করা হয়-
Ο ক) প্রাপকের নাম
Ο খ) ব্যাংকের নাম
Ο গ) এ্যান্ড কোং
Ο ঘ) হস্তান্তরযোগ্য নয়
 সঠিক উত্তর: (খ)

 ১১৯. ব্যাংক ও গ্রাহকের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে কোনটি?
Ο ক) হিসাব
Ο খ) ঋণ
Ο গ) অংশীদারিত্ব
Ο ঘ) মুনাফা
 সঠিক উত্তর: (ক)

 ১২০. হুকুম চেকের অন্য নাম কী?
Ο ক) বাহক চেক
Ο খ) দাগহীন চেক
Ο গ) দাগকাটা চেক
Ο ঘ) প্রদেয় বিল
 সঠিক উত্তর: (গ)

 ১২১. গ্রাহকের স্বার্থরক্ষা করা ব্যাংকের কোন ধরনের দায়িত্ব?
Ο ক) পবিত্র
Ο খ) প্রয়োজনীয়
Ο গ) গুরুত্বপূর্ণ
Ο ঘ) অন্যতম
 সঠিক উত্তর: (ক)

 ১২২. মক্কেলের মৃত্যু হলে ব্যাংক হিসাবের কী হয়?
Ο ক) হিসাব খোলা থাকে
Ο খ) হিসাব বন্ধ হয়ে যায়
Ο গ) হিসাব চালু থাকে
Ο ঘ) হিসাব চালু থাকে
 সঠিক উত্তর: (ক)

 ১২৩. চেকের মাধ্যমে টাকা তোলা হয় কোন হিসাবে?
Ο ক) পেনশন হিসাবে
Ο খ) সঞ্চয়ী হিসাবে
Ο গ) স্থায়ী হিসাবে
Ο ঘ) মেয়াদি হিসাবে
 সঠিক উত্তর: (খ)

 ১২৪. ১৬৯৪ সালে কেন্দ্রীয় ব্যাংকের আদলে গড়ে ওঠা ব্যাংকের নাম কী?
Ο ক) রিকস ব্যাংক অব সুইডেন
Ο খ) ব্যাংক অব ইংল্যান্ড
Ο গ) ব্যাংক অব সুইজারল্যান্ড
Ο ঘ) যৌথ মালিকানায়
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৫. `Handle Govt. Transactin' কথাটি কোন ব্যাংকের জন্য প্রযোজ্য?
Ο ক) সঞ্চয়ী ব্যাংক
Ο খ) কেন্দ্রীয় ব্যাংক
Ο গ) বন্ধকী ব্যাংক
Ο ঘ) সরকারি ব্যাংক
 সঠিক উত্তর: (খ)

 ১২৬. কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি অন্যতম কাজ কী?
Ο ক) মূল্যস্তর স্থিতিশূল রাখা
Ο খ) ব্যাংক ব্যবস্থার উন্নয়ন
Ο গ) নোট ও মুদ্রা প্রচলন
Ο ঘ) ঋণ নিয়ন্ত্রণ
 সঠিক উত্তর: (ক)

 ১২৭. কোন ধরনের চেকের হস্তান্তর সহজ?
Ο ক) বাহক
Ο খ) হুকুম
Ο গ) দাগকাটা
Ο ঘ) ফাঁকা
 সঠিক উত্তর: (ক)

 ১২৮. ব্যাংকের সাথে সম্পর্কের ক্ষেত্রে সততার পরিচয় দেওয়া গ্রাহকের কোন ধরনের দায়িত্ব?
Ο ক) নৈতিক
Ο খ) পবিত্র
Ο গ) পরম
Ο ঘ) আবশ্যিক
 সঠিক উত্তর: (গ)

 ১২৯. কেন্দ্রীয় ব্যাংকের সাথে সরকারের সম্পর্ক কেমন হবে তা কীসের ওপর নির্ভর করে?
Ο ক) ব্যাংকের পরিশোধিত মূলধনের ওপর
Ο খ) ব্যাংকের মালিকানার ওপর
Ο গ) ব্যাংক কর্তৃক সরকারকে প্রদত্ত সেবার ওপর
Ο ঘ) ব্যাংকের পরিচালনার ওপর
 সঠিক উত্তর: (খ)

 ১৩০. কোন ব্যাংক প্রয়োজনে দেশে বিদেশে সরকারের প্রতিনিধিত্ব করে ?
Ο ক) পূর্বালি ব্যাংক
Ο খ) কেন্দ্রীয় ব্যাংক
Ο গ) বাণিজ্যিক ব্যাংক
Ο ঘ) সোনালি ব্যাংক
 সঠিক উত্তর: (খ)

 ১৩১. কোন ব্যাংক সকল ব্যাংকের পথ প্রদর্শক?
Ο ক) মিশ্য ব্যাংক
Ο খ) একক ব্যাংক
Ο গ) কেন্দ্রীয় ব্যাংক
Ο ঘ) আন্তর্জাতিক ব্যাংক
 সঠিক উত্তর: (গ)

 ১৩২. গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব হল-
i. অর্থ ফেরত
ii. হিসাবের গোপনীয়তা
iii. সুদ আদায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৩৩. চুক্তি বলতে কী বোঝায় ?
Ο ক) লিখিত চুক্তিনাম
Ο খ) মৌখিক প্রতিশ্রুতি
Ο গ) সীমাবদ্ধ দায়
Ο ঘ) অসীম দায়
 সঠিক উত্তর: (ক)

 ১৩৪. ব্যাংক মক্কেলের সাথে সম্পর্ক ছিন্ন করে কেন?
Ο ক) ঋণ পরিশোধে বিলম্ব করলে
Ο খ) প্রতারণার আশ্রয় নিলে
Ο গ) স্বাক্ষরবিহীন চেক দাখিল করলে
Ο ঘ) নমুনা স্বাক্ষরে অমিল থাকলে
 সঠিক উত্তর: (খ)

 ১৩৫. কোন ধরনের হিসাবে ব্যাংক কোনো লাভ বা সুদ দেয় না ?
Ο ক) সঞ্চয়ী
Ο খ) চলতি
Ο গ) বিশেষ চলতি
Ο ঘ) স্থায়ী
 সঠিক উত্তর: (গ)

 ১৩৬. ব্যাংক জমাতিরিক্ত কোনর হিসাবের ক্ষেত্রে প্রযোজ্য?
Ο ক) সঞ্চয়ী হিসাব
Ο খ) চলতি হিসাব
Ο গ) স্থায়ী হিসাব
Ο ঘ) ঋণ হিসাব
 সঠিক উত্তর: (খ)

 ১৩৭. চেক কী?
Ο ক) চুক্তির দলিল
Ο খ) লিখিত নোটিশ
Ο গ) আমানতকারীর লিখিত আদেশ
Ο ঘ) ব্যক্তিগত দলিল
 সঠিক উত্তর: (গ)

 ১৩৮. ব্যাংক তার মক্কেলের কোন অংশ স্বয়ংক্রিয়ভাবে ক্রয় হিসাবে জমা করে?
Ο ক) প্রাপ্য বিল
Ο খ) প্রাপ্য সুদ
Ο গ) প্রদেয় বিল
Ο ঘ) প্রদেয় সুদ
 সঠিক উত্তর: (খ)

 ১৩৯. গ্রাহকের সম্পত্তির বিপরীতে ব্যাংক কোন ধরনের ঋণ দিয়ে থাকে?
Ο ক) ক্ষুদ্র
Ο খ) স্বল্পমেয়াদি
Ο গ) বন্ধকী
Ο ঘ) দীর্ঘমেয়াদি
 সঠিক উত্তর: (গ)

 ১৪০. কোন ধরনের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে সাধারণত পরিচয়করণ আবশ্যক নয়?
Ο ক) সঞ্ঝয়ী হিসাব
Ο খ) চলতি হিসাব
Ο গ) স্থায়ী হিসাব
Ο ঘ) বিশেষ চলতি হিসাব
 সঠিক উত্তর: (গ)

 ১৪১. বাংলাদেশের ব্যাংক কোন ধরনের মালিকানায় পরিচালিত হয়?
Ο ক) বেসরকারি
Ο খ) সরকারি
Ο গ) বিদেশি
Ο ঘ) স্বায়ত্তশাসিত
 সঠিক উত্তর: (খ)

 ১৪২. ব্যাংক ও গ্রাহকের আস্থা ও বিশ্বাস ব্যাংকিং ব্যবসায়ের কী?
Ο ক) উদ্দেশ্য
Ο খ) বৈশিষ্ট্য
Ο গ) মূলমন্ত্র
Ο ঘ) কাজ
 সঠিক উত্তর: (গ)

 ১৪৩. ব্যবহার নিশ্চিত করতে ঋনের তদারিক করে কোন ব্যাংক?
Ο ক) বিনিয়োগ ব্যাংক
Ο খ) মার্চেন্ট ব্যাংক
Ο গ) শাখা ব্যাংক
Ο ঘ) কেন্দ্রীয় ব্যাংক
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৪. কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে ঋণ প্রদান করে কেন?
Ο ক) মূলধন সরবরাহের উদ্দেশ্যে
Ο খ) ব্যবসায়িক উদ্দেশ্যে
Ο গ) দেশের কল্যাণের উদ্দেশ্যে
Ο ঘ) আন্তর্জাতিক উদ্দেশ্যে
 সঠিক উত্তর: (ক)

 ১৪৫. ব্যাংক গ্রাহককে বিভিন্ন সুবধা দেয়ার বিপরীতে কী নেয়?
Ο ক) নগদ টাকা নেয়
Ο খ) অতিরিক্ত বন্ধক রাখে
Ο গ) সেবা ফি কেটে নেয়
Ο ঘ) আসল কেটে রাখে
 সঠিক উত্তর: (গ)

 ১৪৬. কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যকার সম্পর্কটিকে কী বলা হয়?
Ο ক) ব্যাংক গ্রাহক
Ο খ) ব্যাংকার-মক্কেল
Ο গ) মক্কেল-ব্যাংকার
Ο ঘ) ব্যাংকার-ব্যাংক
 সঠিক উত্তর: (খ)

 ১৪৭. গ্রাহক ব্যাংক থেকে তার জমাকৃত অর্থ উত্তোলন করতে পারে-
i. ব্যাংক ম্যানেজারের অনুমতির মাধ্যমে
ii. চাহিবামাত্র
iii. গ্রাহকের আদেশ অনুযায়ী প্রাপকের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১৪৮. মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ব্যাংক হিসাবের সমাপ্তি ঘটে কেন?
Ο ক) নিয়মিত ব্যাংকে যেতে পারবেন না বলে
Ο খ) আইনগত ভাবে চুক্তি সম্পাদনের অধিকার নেই বলে
Ο গ) দেখাশুনার জন্য অন্যের ওপর নির্ভরশীল হতে হয় বলে
Ο ঘ) সামাজিকভাবে একঘরে থাকে বলে
 সঠিক উত্তর: (খ)

 ১৪৯. বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্যে কোনটির প্রয়োজন?
Ο ক) সদস্য হওয়া
Ο খ) নির্বাচিত হওয়া
Ο গ) আর্থিক সাহায্য
Ο ঘ) পরীক্ষিত হওয়া
 সঠিক উত্তর: (ক)

 ১৫০. ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক কেমন?
Ο ক) অর্থের
Ο খ) বিশ্বাসের
Ο গ) চুক্তির
Ο ঘ) আইনের
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post