এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১২: ব্যাংক ও গ্রাহক (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১২: ব্যাংক ও গ্রাহক (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. কে গারনিশি অর্ডার জারি করে?
Ο ক) আদালত
Ο খ) ব্যাংক
Ο গ) পাওনাদার
Ο ঘ) বাংলাদেশ ব্যাংক
 সঠিক উত্তর: (ক)

 ৫২. ব্যাংক গ্রাহকের অছি হিসেবে কাজ করে-
i. স্বর্ণালঙ্কার সংরক্ষণের মাধ্যমে
ii. দেনা-পাওনা আদায় ও পরিশোধের মাধ্যমে
iii. মূল্যবান সম্পদ সংরক্ষণেন মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. ব্যাংক তার গ্রাহকের সুদ-
i. জমাকৃত অর্থের সাথে যোগ করে
ii. মক্কেলের হিসাবে জমা রাখে
iii. যথাযথ কর্তৃপক্ষের নিকট জমা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৪. কোন ব্যাংক সরকারের প্রধান প্রকল্প সহায়ক?
Ο ক) বিশেষায়িত ব্যাংক
Ο খ) অতালিকাভুক্ত ব্যাংক
Ο গ) কেন্দ্রীয় ব্যাংক
Ο ঘ) তালিকাভুক্ত ব্যাংক
 সঠিক উত্তর: (গ)

 ৫৫. বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী প্রধান কে?
Ο ক) ব্যবস্থাপনা পরিচালক
Ο খ) চেয়ারম্যান
Ο গ) অর্থমন্ত্রী
Ο ঘ) গভর্নর
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৬. ব্যাংকিং ব্যবস্থা ও মুদ্রাবাজারের নিয়ন্ত্রক হিসেবে কোন ব্যাংক কাজ করে?
Ο ক) কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) তালিকাভুক্ত ব্যাংক
Ο গ) সরকারি ব্যাংক
Ο ঘ) বিশেষায়িত ব্যাংক
 সঠিক উত্তর: (ক)

 ৫৭. রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৯৭২ সালের ৩১ ডিসেম্বর
Ο খ) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
Ο গ) ১৯৭২ সালের ৩১ অক্টোবর
Ο ঘ) ১৯৭১ সালের ৩১ সালের ৩১ ডিসেম্বর
 সঠিক উত্তর: (গ)

 ৫৮. ব্যাংকিং ব্যবসায়ে লিপ্ত এমন কাকে ব্যাংকার বলা হয়?
i. ব্যক্তি
ii. কর্পোরেশন
iii. কোম্পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৯. নিচের কোনটি ব্যাংক হিসাব নয়?
Ο ক) সঞ্চয়ী
Ο খ) চলতি
Ο গ) এফ. ডি. আর
Ο ঘ) এফ. সি
 সঠিক উত্তর: (ঘ)

 ৬০. হিসাব খোলার মধ্য দিয়ে ব্যাংক ও গ্রাহকের মধ্যে কোন ধরনের সম্পর্কের সৃষ্টি হয়?
Ο ক) অছি
Ο খ) প্রতিনিধি
Ο গ) চুক্তিবদ্ধ
Ο ঘ) অংশীদারিত্ব
 সঠিক উত্তর: (গ)

 ৬১. অধিক বা স্বল্প হলে অর্থনীতির ওপর কিরূপ প্রভাব পড়বে?
Ο ক) মুদ্রাস্ফীতি বা মুদ্রাসংকোচন ঘটবে
Ο খ) বৃদ্ধি দ্বারা ভোগের পরিমাণ বাড়বে
Ο গ) উৎপাদান ও ভোগের সমতা আসবে
Ο ঘ) সামগ্রিক ভারসাম্য বিঘ্নিত হবে
 সঠিক উত্তর: (ঘ)

 ৬২. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কী নামে পরিচিত?
Ο ক) গণতান্ত্রিক ব্যাংক
Ο খ) সেন্ট্রাল ব্যাংক
Ο গ) সোনালী ব্যাংক
Ο ঘ) বাংলাদেশ ব্যাংক
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৩. ব্যাংক পাস বই থেকে কী জানা যায়?
Ο ক) সমাপনী জের
Ο খ) মনোনীত ব্যক্তির নাম
Ο গ) নমুনা দস্তখত
Ο ঘ) হিসাব গ্রহীতার বিবরণ
 সঠিক উত্তর: (ক)

 ৬৪. কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পিত লক্ষ কোনটি?
Ο ক) সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা
Ο খ) নির্বাহী পরিষদ গঠন করা
Ο গ) নতুন নতুন ব্যাংক প্রতিষ্ঠা
Ο ঘ) ব্যাংক হার বৃদ্ধি করা
 সঠিক উত্তর: (ক)

 ৬৫. R. G. Hawtrey কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে কী বলেছেন?
Ο ক) Central bank is the banker of its scheduled banks
Ο খ) The Banker`s clearing House
Ο গ) Central bank is the lender of the lost resort
Ο ঘ) Banker and controller of other banks
 সঠিক উত্তর: (গ)

 ৬৬. কোন রেখাঙ্কিত চেকের দুই দাগের মাঝে কিছু লেখা না থাকে তবে তাকে কী চেক বলে?
Ο ক) মার্কেট চেক
Ο খ) ভ্রমণকারীর চেক
Ο গ) সাধারণভাবে দাগকাটা চেক
Ο ঘ) বিশেষভাবে দাগকাটা চেক
 সঠিক উত্তর: (গ)

 ৬৭. প্রধান নির্বাহী হিসেবে গভর্নরকে কে সাহায্য-সহযোগিতা করে থাকে?
Ο ক) নির্বাহী পরিচালক
Ο খ) সহকারী গভর্নরগণ
Ο গ) উপদেষ্টা
Ο ঘ) মহাব্যবস্থাপক
 সঠিক উত্তর: (খ)

 ৬৮. গ্রাহকের পক্ষে দেনা-পাওনা পরিশোধে ও আদায় ব্যাংকের কোন ধরনের কাজ?
Ο ক) সাধারণ কাজ
Ο খ) প্রতিনিধিত্বমূলক কাজ
Ο গ) জনহিতকর কাজ
Ο ঘ) সেবাধর্মী কাজ
 সঠিক উত্তর: (খ)

 ৬৯. কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ঋণের উৎস বলার কারণ কী?
Ο ক) ব্যাংকিং নিয়মনীতিতে বাধ্যবাধকতা আছে বলে
Ο খ) সরকারের সংকটের সময় কেন্দ্রীয় ব্যাংক ঋণ প্রদান করে
Ο গ) সরকারের সকল টাকা কেন্দ্রীয় ব্যাংক ঋণ নেয় বলে
Ο ঘ) বাণিজ্যিক ব্যাংকগুলো সরকারকে ঋণ দেয় না বলে
 সঠিক উত্তর: (খ)

 ৭০. বন্ধকী ঋণের মাধ্যমে ব্যাংকের সাথে মক্কেলের কোন ধরনের সম্পর্ক সৃষ্টি হয়?
Ο ক) গ্রাহকের অছি
Ο খ) গ্রাহকের প্রতিনিধি
Ο গ) দাতা ও গ্রহীতা
Ο ঘ) ডেটর-ক্রেডিটর
 সঠিক উত্তর: (গ)

 ৭১. ব্যাংকিং ব্যবসার মূলমন্ত্র হচ্ছে-
Ο ক) ব্যাংক ও ব্যাংকারের আস্থা ও বিশ্বাস
Ο খ) ব্যাংক ও গ্রাহকেরন আস্থা ও বিশ্বাস
Ο গ) বন্ধকদাতা ও গ্রহীতার সম্পর্ক
Ο ঘ) কোনটি নয়
 সঠিক উত্তর: (খ)

 ৭২. চেক হারিয়ে গেলে কী ব্যবস্থা নিতে হয়?
Ο ক) পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হয়
Ο খ) জি. ডি করতে হয়
Ο গ) ব্যাংককে জানাতে হয়
Ο ঘ) আদালতে মামলা করতে হয়
 সঠিক উত্তর: (গ)

 ৭৩. বাংলাদেশ ব্যাংক কী দ্বারা নিয়ন্ত্রিত হয়?
Ο ক) ব্যবস্থাপনা কমিটি
Ο খ) মন্ত্রিপরিষদ
Ο গ) পরিচালনা পর্ষদ
Ο ঘ) পরিচালকদের মাধ্যমে
 সঠিক উত্তর: (গ)

 ৭৪. কোন উপলব্ধি থেকে অর্থব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক লাভ করে?
Ο ক) খোলাবাজার নিয়ন্ত্রণ
Ο খ) ব্যাংক হার নিয়ন্ত্রণ
Ο গ) মুদ্রাবাজার নিয়ন্ত্রণ
Ο ঘ) ঋণদান নিয়ন্ত্রণ
 সঠিক উত্তর: (গ)

 ৭৫. ব্যাংক এবং গ্রাহকের সম্পর্ক কিষের ওপর গড়ে উঠে?
Ο ক) বিশ্বাস
Ο খ) চুক্তি
Ο গ) হলফনামা
Ο ঘ) মৌখিক
 সঠিক উত্তর: (ক)

 ৭৬. ‘Coordination Maintainance of different Statistics' বিষয়টি কোন ব্যাংকের অধীনে?
Ο ক) কেন্দ্রীয় ব্যাংকের
Ο খ) ভোক্তা ব্যাংকের
Ο গ) আন্তর্জাতিক ব্যাংকের
Ο ঘ) তালিকাভুক্ত ব্যাংকের
 সঠিক উত্তর: (ক)

 ৭৭. ব্যাংকের সাথে গ্রাহজেকর সম্পর্ক হল-
Ο ক) সামাজিক সম্পর্ক
Ο খ) ব্যবসায়িক সম্পর্ক
Ο গ) ব্যক্তিগত সম্পর্ক
Ο ঘ) সততার সম্পর্ক
 সঠিক উত্তর: (খ)

 ৭৮. একটা চেকে টাকার পরিমাণ কত বার লেখা হয়?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
 সঠিক উত্তর: (খ)

 ৭৯. ব্যাংক এবং গ্রাহকের মধ্যকার সম্পর্কের পরিসমাপ্তি ঘটে-
i. ব্যাংক ও মক্কেলের নিজস্ব সিদ্ধান্তে
ii. যুদ্ধজনিত কারণে শত্রুতায়
iii. গারনিশি সিক্রেট অর্ডার জারি হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৮০. সাধারণত চেক কত ধরনের হয়?
Ο ক) দুই ধরনের
Ο খ) তিন ধরনের
Ο গ) চার ধরনের
Ο ঘ) পাঁচ ধরনের
 সঠিক উত্তর: (ক)

 ৮১. একজন ব্যবসায়ী হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংক বাছাইয়ে যে সকল বিষয় বিবেচনা করে তা হল-
i. ব্যাংকের আর্থিক সামর্থ্য
ii. ঋণ সুবিধা
iii. নিরাপত্তা ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮২. ব্যাংক ও তার গ্রাহকের মধ্যকার সম্পর্ক মূলত-
i. ডেটর-ক্রেডিটর সম্পর্ক
ii. চুক্তিবদ্ধ সম্পর্ক
iii. সামাজিকতার সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৩. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
Ο ক) ব্যাংক অব বাংলাদেশ
Ο খ) বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক
Ο গ) বাংলাদেশ ব্যাংক
Ο ঘ) ন্যাশনাল ব্যাংক অব বাংলাদেশ
 সঠিক উত্তর: (গ)

 ৮৪. সবচেয়ে কম পরিমাণ অর্থ দিয়ে নিচের কোন হিসাব খোলা যায়?
Ο ক) চলতি হিসাব
Ο খ) বিশেষ চলতি হিসাব
Ο গ) সঞ্চয়ী হিসাব
Ο ঘ) আমানত হিসাব
 সঠিক উত্তর: (গ)

 ৮৫. আদালত গারনিশি অর্ডার জারি করলে ব্যাংক কী করবে?
Ο ক) পাওনাদারের পাওনা পরিশোধ করবে
Ο খ) গ্রাহকের হিসাব বন্ধ করে দিবে
Ο গ) গ্রাহকের সাথে লেনদেন সচল রাখবে
Ο ঘ) দেনাদাপরের নিকট হতে পাওনা আদায় করবে
 সঠিক উত্তর: (খ)

 ৮৬. বাজারে চাহিদা অনুযায়ী নোট ও মুদ্রা প্রচলন কেন দরকার?
Ο ক) মুদ্রাবাজার পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্যে
Ο খ) নোট ও মুদ্রামান সংলক্ষণে
Ο গ) বহির্বিশ্বের সাথে সম্পর্ক তৈরিতে
Ο ঘ) মুদ্রাবাজারে অস্থিরতা তৈরির জন্যে
 সঠিক উত্তর: (ক)

 ৮৭. কেন্দ্রীয় ব্যাংক কীসের মাধ্যমে এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকের লেনদেন নিষ্পত্তি করে?
Ο ক) সালিশ কেন্দ্র
Ο খ) নিকাশ ঘর
Ο গ) কমিটি
Ο ঘ) পর্ষদ
 সঠিক উত্তর: (খ)

 ৮৮. যে ধরনের চেক গ্রাহকের আদেশ অনুযায়ী নির্দিষ্ট প্রাপককে ব্যাংকের হিসাবের মাধ্যমে পরিশোধ করে তাকে কী বলে?
Ο ক) হাবক চেক
Ο খ) হুকুম চেক
Ο গ) প্রাপ্য বিল
Ο ঘ) প্রদেয় বিল
 সঠিক উত্তর: (খ)

 ৮৯. কোন ব্যবসায় ব্যাংক ও গ্রাহকের আস্থা মূলভিত্তি হিসেবে বিবেচিত হয়?
Ο ক) ব্যাংকিং ব্যবসায়
Ο খ) যৌথ মূলধনি ব্যব্সায়
Ο গ) সমবায় ব্যবসায়
Ο ঘ) অনলাইন ব্যবসায়
 সঠিক উত্তর: (ক)

 ৯০. বাণিজ্যিক ব্যাংকের পর্যাপ্ত হারে ঋণ সরবরাহ নিশ্চিত করে অর্থ বাজারকে স্থিতিশীল করা কেন্দ্রীয় ব্যাংকের কী ধরনের উদ্দেশ্য?
Ο ক) বিশেষ উদ্দেশ্য
Ο খ) অন্যতম উদ্দেশ্য
Ο গ) প্রধান উদ্দেশ্য
Ο ঘ) গুরুত্বপূর্ণ উদ্দেশ্য
 সঠিক উত্তর: (ঘ)

 ৯১. কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ব্যাংক ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখে?
Ο ক) ব্যাংক ব্যবস্থা সেবা ব্যবস্থাপনার মাধ্যমে
Ο খ) বাণিজ্যিক ব্যাংকের সেবা প্রদানের মাধ্যমে
Ο গ) একক নিয়ন্ত্রনের মাধ্যমে
Ο ঘ) জেলায় জেলায় ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ৯২. বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের সংখ্যা কত?
Ο ক) ৮ জন
Ο খ) ১০ জন
Ο গ) ১২ জন
Ο ঘ) ১৪ জন
 সঠিক উত্তর: (গ)

 ৯৩. ‘কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংকিং সমাজের নেতা, রাজা ও সূর্য সবকিছু । নেতার মতো ব্যাংকিং রাজত্ব শাসন করে এবং সূর্যের মতো (অর্থ ও মুদ্রাবাজারে) জগতে আলো ও শক্তি দেয়।’- সংজ্ঞাটি কে দিয়েছেন?
Ο ক) অধ্যাপক সেয়ার্স
Ο খ) অধ্যাপক কিসচ
Ο গ) ড. এস. এন. সেন
Ο ঘ) অধ্যাপক এলকিন
 সঠিক উত্তর: (গ)

 ৯৪. গ্রাহক যখন ব্যাংকে টাকা জমা দেয়, তখন গ্রাহক ক?
Ο ক) ডেটর
Ο খ) ক্রেডিটর
Ο গ) দেনাদার
Ο ঘ) প্রতিনিধি
 সঠিক উত্তর: (খ)

 ৯৫. গ্রাহক ব্যাংকের কাছে টাকা জমা দিলে গ্রাহক কী হয়?
Ο ক) ডেটর
Ο খ) ক্রেডিটর
Ο গ) ডেটর-ক্রেডিটর উভয়ই
Ο ঘ) কোনো সম্পর্ক নেই
 সঠিক উত্তর: (খ)

 ৯৬. কার নির্দেশে ব্যাংক তার আমানতকারীর অর্থ ব্যবহার করার অধিকার পায়?
Ο ক) পাওনাদারের নির্দেশে
Ο খ) আমানতকারীর নির্দেশে
Ο গ) বাংলাদেশ ব্যাংকের নির্দেশে
Ο ঘ) আদালতের নির্দেশে
 সঠিক উত্তর: (খ)

 ৯৭. মি. রবিন পুষ্প ব্যাংকে একটি হিসাব খুললেন এবং উক্ত ব্যাংক থেকে তিনি নানা রকম সেবাদি গ্রহণ করেন। মি. রবিন পুষ্প ব্যাংকের একজন-
i. গ্রাহক
ii. দেনাদার
iii. ক্রেডিটর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৯৮. একটি আদর্শ চেকের বৈশিষ্ট্য হলো-
i. সঠিক স্বাক্ষর থাকবে
ii. প্রাপকের ঠিকানা থাকবে
iii. সঠিক তারিখ থাকবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) iii ও ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৯৯. ব্যাংক হিসাব খুলে একজন গ্রাহক যে সকল সুবিধা পেতে পারে তা হল-
i. অথের্র নিরাপদ সংরক্ষণ
ii. ঝুঁকিবিহীন লেনদেন
iii. অধিক মুনাফা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১০০. চেকের সুবিধা নয় কোনটি?
Ο ক) ব্যাংক চার্জ
Ο খ) নিরাপত্তা
Ο গ) সহজ বিনিময় মাধ্যম
Ο ঘ) প্রামাণ্য দলিল
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post