এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১১: ব্যাংকের আমানত (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১১: ব্যাংকের আমানত (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. ব্যাংক হিসাবকে প্রকারভেদ করা হয় মানুষের-
i. জীবিকা অনুসারে
ii. প্রয়োজন অনুসারে
iii. চাহিদা অনুসারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫২. আমানত কোন ব্যব্সায়ের মূল উৎস?
Ο ক) ইলেকট্রনিক
Ο খ) বিমা
Ο গ) সমিতি
Ο ঘ) ব্যাংকিং
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৩. বর্তমানে ব্যাংক পাস বইয়ের ব্যবহার দ্রুত হ্রাস পাওয়ার কারণ কী?
Ο ক) কম্পিউটার প্রযুক্তির ব্যবহার
Ο খ) আধুনিক পন্থার ব্যবহার
Ο গ) হিসাববিজ্ঞানের আধুনিক ব্যবহার
Ο ঘ) পাস বইয়ের বিকল্প ব্যবহার
 সঠিক উত্তর: (ক)

 ১৫৪. ব্যাংক হিসাবের মালিককে বিভিন্ন পৃষ্ঠা সংবলিত চেক বই প্রদান করে। নিচের কোনটি সঠিক?
Ο ক) ১০, ১৫ ও ২০
Ο খ) ২০, ২৫ ও ৫০
Ο গ) ১০, ২৫ ও ৫০
Ο ঘ) ১০, ২০ ও ৩০
 সঠিক উত্তর: (গ)

 ১৫৫. সঞ্চয়ী হিসাব থেকে নিয়মানুযায়ী সপ্তাহে কত বার টাকা উঠানো যায়?
Ο ক) একবার
Ο খ) দুইবার
Ο গ) তিনবার
Ο ঘ) চারবার
 সঠিক উত্তর: (খ)

 ১৫৬. কোন হিসাব খোলার জন্য পরিচয় প্রদান কারী ব্যক্তির উক্ত শাখায় একাউন্ট থাকতে হয়?
Ο ক) চলতি হিসাব
Ο খ) সঞ্চয়ী ও চলতি হিসাব
Ο গ) সঞ্চয়ী হিসাব
Ο ঘ) স্থায়ী হিসাব
 সঠিক উত্তর: (খ)

 ১৫৭. ব্যাংকের কার্য সামর্থ্যের ধারণা পাওয়া যায় কোনটির মাধ্যমে?
Ο ক) ব্যাংকের শাখা সংখ্যা দেখে
Ο খ) ব্যাংকের কর্মী সংখ্যা অনুসারে
Ο গ) ব্যাংকের মুনাফা বিশ্লেষণ করে
Ο ঘ) ব্যাংকের সুনাম যাচাই করে
 সঠিক উত্তর: (ক)

 ১৫৮. হিসাব খোলার ক্রেত্রে আমানতকারীকে সুবিধাজনক শাখা থেকে কোনটি সংগ্রহ করতে হবে?
Ο ক) দলিল
Ο খ) আবেদনপত্র
Ο গ) নিবন্ধনপত্র
Ο ঘ) অর্থ
 সঠিক উত্তর: (খ)

 ১৫৯. ATM কী?
Ο ক) Auto matic Teller Machine
Ο খ) Auto matied Teller Machine
Ο গ) Auto matic Transfer Machine
Ο ঘ) Auto matid Transfer Machine
 সঠিক উত্তর: (খ)

 ১৬০. গ্রাহকের জন্য ব্যাংক আমানততের উদ্দেশ্য কোনটি?
Ο ক) ঋণের সুবিধা
Ο খ) মূলধন গঠ
Ο গ) বিনিয়োগ
Ο ঘ) বৈদেশিক বিনিময়
 সঠিক উত্তর: (ক)

 ১৬১. ব্যষ্টিক অর্থনীতির জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য হল- i. ii. iii. নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১৬২. চলতি ও সঞ্চয়ী হিসাব বন্ধ করতে হলে কার বরাবর আবেদন করত হয়?
Ο ক) পরিচালকের
Ο খ) ব্যবস্থাপকের
Ο গ) চেয়ারম্যানের
Ο ঘ) কর্মকর্তার
 সঠিক উত্তর: (খ)

 ১৬৩. ব্যাংক হিসাব কাদের মধ্যে সম্পর্কের ভিত্তিস্বরূপ?
Ο ক) ব্যাংকার ও গ্রাহকের
Ο খ) ব্যাংকার ও ব্যবসায়ীদের
Ο গ) ঋণগ্রহীতা ও ব্যাংকারের
Ο ঘ) আমানতকারী ও ঋণদাতার
 সঠিক উত্তর: (ক)

 ১৬৪. এসএমএস ব্যাংকিং -এর প্রয়োজন হয়-
i. হিসাবের স্থিতির জন্যে
ii. ব্যাংকিং খবর জানার জন্যে
iii. চেক বইয়ের অনুরোধের জন্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১৬৫. ডিপোজিট পেনশন স্কিমে প্রতি মাসে বা সপ্তাহে জমা রাখা যায়-
i. ১০০ টাকা
ii. ২০০ টাকা
iii. ৫০০ টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৬. ব্যাংক হিসাবের মাধ্যমে সহজে সম্ভব হয়-
i. অর্থ স্থানান্তর করা
ii. লেনদেনের নিষ্পত্তি করা
iii. খরচের পরিমাণ বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৬৭. পাস বইয়ের বিকল্প হিসেবে কী ব্যবহৃতহ হয়?
Ο ক) সূত্র
Ο খ) চেক নম্বর
Ο গ) টাকার পরিমাণ
Ο ঘ) নমিনির নাম
 সঠিক উত্তর: (গ)

 ১৬৮. আমানতকারী উদ্বৃত্ত অর্থ ব্যাংকে নিরাপদে সংরক্ষণ করা ব্যাংকের একটি-
Ο ক) গুরুত্বপূর্ণ কাজ
Ο খ) অন্যতম কাজ
Ο গ) গুরুত্বপূর্ণ উদ্দেশ্য
Ο ঘ) অন্যতম উদ্দেশ্য
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৯. ব্যাংক হিসাব খোলার মাধ্যমে কে বৈদেশিক বাণিজ্যে প্রয়োজনীয় সহযোদিতা লাভ করে?
Ο ক) ব্যাংক
Ο খ) বিনিয়োগকারী
Ο গ) আদিষ্ট
Ο ঘ) ব্যাংক ব্যবস্থাপক
 সঠিক উত্তর: (ক)

 ১৭০. তিন ধরনের ব্যাংক হিসাব ছাড়াও আরও কত ধরনের ব্যাংক হিসাবে প্রচলন আছে?
Ο ক) ৪
Ο খ) ৫
Ο গ) ৬
Ο ঘ) ৭
 সঠিক উত্তর: (গ)

 ১৭১. কোনটিকে ব্যক্তি ঋণ বলা হয়?
Ο ক) ডেবি কার্ড
Ο খ) ক্রেডিট কার্ড
Ο গ) এটিএম
Ο ঘ) সুইফট
 সঠিক উত্তর: (খ)

 মিসেস সানু আক্তার একজন গৃহিণী। তার স্বামী ৫ বছর যাবৎ আমেরিকায় থাকেন। তাদের একমাত্র ছেলের বিয়েতে খরচ করার জন্যে মিসেস সানু ১০ লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান।

 ১৭২. মিসেস সানুর জন্যে কোন হিসাবটি উপযুক্ত হবে?
Ο ক) সঞ্চয়ী হিসাব
Ο খ) চলতি হিসাব
Ο গ) স্থায়ী হিসাব
Ο ঘ) বিমা সঞ্চয়ী হিসাব
 সঠিক উত্তর: (গ)

 ১৭৩. উল্লিখিত হিসাবটিতে সুদের হার কেমন হয়?
Ο ক) দ্বিগুণ হারে
Ο খ) তিন গুণ হারে
Ο গ) সুদ দেওয়া থেকে বিরত থাকে
Ο ঘ) মেয়াদ অনুসারে হ্রাস - বৃদ্ধি ঘটে
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post