এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১১: ব্যাংকের আমানত (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১১: ব্যাংকের আমানত (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১০১. SMS ব্যাংকিং সেবায় আমাদের প্রয়োজন হয়-
i. হিসাবের স্থিতি জানতে
ii. চেক বই পাওয়ার অনুরোধ করতে
iii. ব্যাংকের বিস্তারিত তথ্য জানতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১০২. ব্যাংকের ১০-৫টা অফিস টাইমের বাইরেও কিসের মাধ্যমে টাকা তোলা যায়?
Ο ক) এসএম এসের মাধ্যমে
Ο খ) এটিএম বুথের মাধ্যমে
Ο গ) ভিসা কার্ডের মাধ্যমে
Ο ঘ) খ + গ
 সঠিক উত্তর: (খ)

 ১০৩. ব্যাংক জনগণকে কীভাবে হিসাব সংরক্ষণে আকৃষ্ট করে?
Ο ক) বেশি চার্জে ব্যাংক হিসাব খোলার মাধ্যমে
Ο খ) জমাতিরিক্ত অর্থ উত্তোলনের সুবিধার মাধ্যমে
Ο গ) ব্যাংকের সৌন্দর্য বর্ধনের মাধ্যমে
Ο ঘ) অধিক সুদ ধার্য করে
 সঠিক উত্তর: (খ)

 ১০৪. পৃথিবীর অন্যান্য দেশ ছাড়াও বাংলাদেশে ই-ব্যাংকিং জনপ্রিয়তা লাভ করেছে। কারণ-
i. এটি দীর্ঘমেয়াদি সেবা কার্যক্রম
ii. এটি দীর্ঘমেয়াদি ব্যাংক হিসাব
iii. এটি দীর্ঘমেয়াদি আয় সম্পর্কিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১০৫. ডিপোজিট পেনশন স্কিমে টাকা জমা রাখা যায়-
i. মাসিক
ii. বাৎসরিক
iii. সাপ্তাহিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও iii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১০৬. ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধা হলো-
i. ঘরে বসে তহবিল স্থানান্তর করা
ii. হিসাবের বিবরণী জানা যায়
iii. বিল প্রদান করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৭. স্থায়ী হিসাব খোলার ক্ষেত্রে একজন আমানতকারীকে প্রথমে কী নির্ধারণ করতে হয়?
Ο ক) কত মেয়অদের জন্য হিসাব খুলবেন
Ο খ) কত টাকার জন্য হিসাব খুলবেন
Ο গ) কোন ব্যাংকে হিসাব খুলবেন
Ο ঘ) কোন শাখায় হিসাব খুলবেন
 সঠিক উত্তর: (ক)

 ১০৮. সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মধ্যে যে মিল রয়েছে তা হলো-
i. উভয় ক্ষেত্রেই চেক বই সরবরাহ করা হয়
ii. উভয় গ্রাহকই সুদ বা লাভ পায়
iii. উভয় ক্ষেত্রেই অর্থ উত্তোলনের বাধ্যবাধকতা রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১০৯. ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কোন ধরণের প্রতিষ্ঠানকে সভার সিদ্ধান্তের কপি জমা দিতে হয়?
Ο ক) একমালিকানা
Ο খ) কোনম্পানি
Ο গ) অংশীদারি
Ο ঘ) সমবায়
 সঠিক উত্তর: (খ)

 ১১০. ব্যাংক হিসাবের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি পায়, যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-
i. দেশের উৎপাদন বৃদ্ধিতে
ii. দেশের জনসংখ্যা বৃদ্ধিতে
iii. দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ) 

 ১১১. ব্যাংকে টাকা জমা রাখাকে ঝুঁকিহীন বিনিয়োগ বলা হয় কেন?
Ο ক) অতিরিক্ত অর্থের প্রয়োজন কেটায় বালে
Ο খ) ঋণ পাবার নিশ্চয়তা থাকে বলে
Ο গ) সময়মতো নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায় বলে
Ο ঘ) আমানতের সর্বোচ্চ নিরাপত্তা থাকে বলে
 সঠিক উত্তর: (গ)

 ১১২. রিলেশনশিপ বেইজড কার্ড হলো-
i. প্রচলিত কার্ডের উন্নত রূপ
ii. বহুমুখী সার্ভিস সমৃদ্ধ কার্ড
iii. ইজি মাইক্রোপ্রসেসর ভিত্তিক কার্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৩. স্থায়ী হিসাবে ব্যাংক সমর্থ হয়-
i. অধিক সুদ প্রদানে
ii. অধিক বিনিয়োগে
iii. অধিক ঋণদানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৪. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন ব্যাংকে হিসাব খোলে, তখন উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কী প্রদান করা হয়?
Ο ক) ব্যাংক পাস বই
Ο খ) জমার বই
Ο গ) ব্যাংক হিসাব বিবরণী
Ο ঘ) স্বাক্ষর কার্ড
 সঠিক উত্তর: (খ)

 ১১৫. আমানত হিসেবে গৃহীত কোন হিসাবের টাকা ব্যাংক বিনিয়োগ করতে পারে?
i. চলতি হিসাব
ii. স্থায়ী হিসাব
iii. সঞ্চয় হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৬. ব্যক্তির নামে কোনো হিসাব খোলার ক্ষেত্রে কী ধরনের কাগজপত্র জমা দিতে হয়?
i. আবেদনকারীর সদ্য তোলা এক বা এবাধিব পাসপোর্ট সাইজের ছবি
ii. জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের সত্যায়িত ফটোকপি
iii. পরিচয়দানকারী ব্যক্তি বা ব্যক্তিবর্গের ছবি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৭. ক্রেডিট কার্ড কী?
Ο ক) একটি আমানতের নাম
Ο খ) ব্যাংকের হিসাবের নাম
Ο গ) গ্রাহকের ব্যক্তিগত ঋণ
Ο ঘ) গ্রাহকের হিসাবের প্রমাণপত্র
 সঠিক উত্তর: (গ)

 ১১৮. আমানতকারী টাকা ছাড়া আর কী ব্যাংকে জমা দিতে পারে?
Ο ক) চেক
Ο খ) বিল
Ο গ) ড্রাফট
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৯. ব্যাংকে টাকা রাখা কী ধরনের বিনিয়োগ?
Ο ক) ঝুঁকিহীন বিনিয়োগ
Ο খ) ঝুঁকিযুক্ত বিনিয়োগ
Ο গ) কম ঝুঁকিযুক্ত বিনিয়োগ
Ο ঘ) অধিক লাভজনক বিনিয়োগ
 সঠিক উত্তর: (ক)

 ১২০. হিসাব খোলার জন্যে সঠিক ব্যাংক নির্বাচন বিশেষভাবে কীসের ওপর নির্ভরশীল?
Ο ক) ব্যাংকারের প্রকৃতি ও প্রয়োজনের ওপর
Ο খ) ব্যাংকের প্রকৃতি ও হিসাব গ্রহীতার প্রয়োজনের ওপর
Ο গ) হিসাব গ্রহীতার প্রকৃতি ও প্রয়োজনের ওপর
Ο ঘ) দেশের সরকারের প্রকৃতি ও প্রয়োজনের ওপর
 সঠিক উত্তর: (খ)

 ১২১. স্থায়ী হিসাবে-
i. নির্দিষ্ট মেয়াদ থাকে
ii. চেক বই ইস্যু হয়
iii. সুদ বা লাভের পরিমাণ বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১২২. বিমা সঞ্চয়ী হিসাবের মাধ্যমে সুবিধা পাওয়া যায়-
i. চলতি হিসাবের
ii. সঞ্চয়ী হিসাবের
iii. জীবনবিমার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১২৩. বাহকের চেক বা হুকুম চেক কাউন্টারে উপস্থাপন করা হলে চেক গ্রহণপূর্বক ব্যাংক কর্মিগণ টোকেন ব্যবহার না করে অনেক ব্যাংক চেকের পাতার সাথে বাড়তি এক ধরনের ছাপানো-ব্যবহার করেন।
Ο ক) ছাপানো কুপন বা Proforma
Ο খ) ছাপানো নমুনা স্বাক্ষর
Ο গ) ছাপানো নমুনা স্বাক্ষরসংবলিত কুপন
Ο ঘ) ছাপানো টোকেন
 সঠিক উত্তর: (ক)

 ১২৪. আধুনিক বিশ্বের তালে তালে অগ্রসর হয়েছে-
i. সাধারণ ব্যাংকিং
ii. বাংলাদেশ
iii. ইলেকট্রনিক ব্যাংকিং
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১২৫. ব্যাংক পাস বই বর্তমানে কী হিসেবে ব্যবহৃত হয়?
Ο ক) নমুনা স্বাক্ষরযুক্ত কার্ড
Ο খ) ব্যাংক হিসাব বিবরণী
Ο গ) জমা রসিদ বই
Ο ঘ) মাসিক বিবরণী
 সঠিক উত্তর: (খ)

 ১২৬. সঞ্চিত অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে ভেবে আষিফ, শফিক , ইতি ব্যাংকে আমানত রাখে। এক্ষেত্রে ব্যাংক হিসাব কার জন্যে ভূমিকা পালন করছে?
Ο ক) সামষ্টিক উন্নতির জন্যে
Ο খ) ব্যষ্টিক অর্থনীতির জন্যে
Ο গ) ব্যাংকের জন্যে
Ο ঘ) গ্রাহকের জন্যে
 সঠিক উত্তর: (খ)

 ১২৭. আমানতকারী ব্যাংকে টাকা জমা দিলে বা তার কোনো পাওনা হলে ব্যাংক উক্ত হিসাবে কী করে?
Ο ক) অর্থ যোগ বা ক্রেডিট করে
Ο খ) বিয়োগ বা ডেবিট করে
Ο গ) ডেবিট ক্রেডিট উভয় করে
Ο ঘ) যোগ বা বিয়োগ কোনোটিই করে না
 সঠিক উত্তর: (ক)

 ১২৮. যে বিশেষ হিসাব প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যাংক তার গ্রাহকদের জমাকৃত আমানতি অর্থ গ্রহণ করে, অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করে এবং লেনদেন ও দেনাপাওনা হিসাব রংরক্ষণ করে তাকে কী বলে?
Ο ক) ব্যাংক হিসাব
Ο খ) ব্যাংক
Ο গ) ব্যাংক পাস বই
Ο ঘ) সঞ্চয়ী হিসাব
 সঠিক উত্তর: (ক)

 ১২৯. নগদ টাকা ছাড়াও গ্রাহক কিসের মাধ্যমে কেনাকাটা করতে পারে ?
Ο ক) বাকিতে
Ο খ) ক্রেডিট কার্ড দিয়ে
Ο গ) ডেবিট কার্ড দিয়ে
Ο ঘ) চুক্তির বিনিময়ে
 সঠিক উত্তর: (খ)

 ১৩০. রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবের সুবিধা নিয়ে থাকে-
i. আমদানিকারীরা
ii. রপ্তানিকারীরা
iii. কুটির শিল্পীরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৩১. ব্যাংক কখন গ্রাহকের অনু্রোধে হিসাব বন্ধ করতে হয়?
Ο ক) সম্পর্কের অবনতি হলে
Ο খ) ঋণ না থাকলে
Ο গ) চার্জ আদায় না হলে
Ο ঘ) সুদ প্রাপ্তি না থাকলে
 সঠিক উত্তর: (খ)

 ১৩২. বিমা সঞ্চয়ী হিসাবে কোন ধরনের বিমার সুবিধা পাওয়া যায়?
Ο ক) ডাক জীবন বিমা
Ο খ) জীবন বিমা
Ο গ) অগ্নি বিমা
Ο ঘ) নৌ বিমা
 সঠিক উত্তর: (খ)

 ১৩৩. ব্যাংক হিসাবের বিক্ষিপ্ত সঞ্চয় পুঞ্জিভূত করে কোনটি গঠন করা হয়?
Ο ক) রেমিটেল
Ο খ) আমানত
Ο গ) মূলধন
Ο ঘ) ঋণ
 সঠিক উত্তর: (গ)

 ১৩৪. কোন হিসাবের মাধ্যমে জমাতিরিক্ত উত্তোলনের সুবিধা পাওয়া যায়?
Ο ক) সঞ্চয়ী হিসাব
Ο খ) চলতি হিসাব
Ο গ) স্থায়ী হিসাব
Ο ঘ) চলতি ও স্থায়ী হিসাব
 সঠিক উত্তর: (খ)

 ১৩৫. ব্যাংকের সাফল্য ও কার্যদক্ষতা কোনটির ওপর নির্ভরশূল?
Ο ক) অধিক কর্মী
Ο খ) সুনাম
Ο গ) দক্ষ ব্যবস্থাপনা
Ο ঘ) মুনাফা অর্জন
 সঠিক উত্তর: (গ)

 ১৩৬. প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয় যে হিসাবে, তার নাম কী?
Ο ক) ডিপোজিট পেনশন স্কিম হিসাব
Ο খ) বিমা সঞ্চয়ী হিসাব
Ο গ) চলতি হিসাব
Ο ঘ) ফরেন কারেন্সী ডিপোজিট হিসাব
 সঠিক উত্তর: (ক)

 ১৩৭. ব্যাংক পাস বইতে- লেনদেন লিপিবদ্ধ করা হয়?
Ο ক) ঋণ গ্রহণকারীর
Ο খ) মক্কেলের
Ο গ) আমানতকারীর
Ο ঘ) জনগণের
 সঠিক উত্তর: (গ)

 ১৩৮. মি. সামাদ সাহেব নি:সন্তান । তিনি সিদ্ধান্ত নিলেন তার সমস্ত সম্পত্তি বিক্রি করে ব্যাংকে টাকা রেখে দেবেন। মি. সামাদ সাহেবের জন্যে কোন হিসাব উপযুক্ত হবে?
Ο ক) সঞ্চয়ী হিসাব
Ο খ) স্থায়ী হিসাব
Ο গ) চলতি হিসাব
Ο ঘ) বিমা সঞ্চয়ী হিসাব
 সঠিক উত্তর: (খ)

 ১৩৯. হিসাব বন্ধ করার ক্ষেত্রে ব্যাংককে ফেরত দিতে হয়-
i. অব্যবহৃত চেক বই
ii. জমা বই
iii. পাস বই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১৪০. চলতি বা সঞ্চয়ী হিসাবচ খোলার ক্ষেত্রে প্রাথমিক জমা প্রদানের সাথে সাথে ব্যাংক হিসাব খোলা সমাপ্ত হয় । এরপর ব্যাংক কী করে ?
Ο ক) জমা বই ইস্যু করে
Ο খ) গ্রাহকের নামে চেক বই ইস্যু করে
Ο গ) অর্থ উত্তোলনের অনুমোদন প্রদান করে
Ο ঘ) অর্থ জমা রাখার অনুমোদন প্রদান করে
 সঠিক উত্তর: (খ) 

 ১৪১. সঞ্ঝয়ী হিসাব হতে শহর এলাকায় সাধারণত ২০, ০০০ টাকার অধিক উত্তোলনের জন্য কত দিন পূর্বে নোটিশ প্রদান করতে হয়?
Ο ক) ২ দিন
Ο খ) ৫ দিন
Ο গ) ৭ দিন
Ο ঘ) ১০ দিন‘
 সঠিক উত্তর: (গ)

 ১৪২. কার্ডের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) এটি আসলে এক ধরনের ব্যক্তিগত ঋণ
Ο খ) আন্তর্জাতিকভাবে কার্য ব্যবহার সম্ভব
Ο গ) ব্যাংক হিসাবে টাকা থাকা সাপেক্ষে উত্তোলন সম্ভব
Ο ঘ) এক প্রকার পানি ও অগ্নিরোধক কার্ড
 সঠিক উত্তর: (গ)

 ১৪৩. ব্যাংক ঋণ প্রদান করে-
i. চলতি হিসাবের গ্রাহকদের
ii. সঞ্চয়ী হিসাবের গ্রাহকদের
iii. স্থায়ী হিসাবের গ্রাহকদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১৪৪. সঞ্ঝয়ী হিসাবের ক্ষেত্রে শহর এলাকায় সাধারণত কত টাকার অধিক উত্তোলন জন্য কত দিন পূর্বে নোটিশ প্রদান করতে হয়?
Ο ক) ২০, ০০০ টাকার
Ο খ) ১০, ০০০ টাকার
Ο গ) ৩০, ০০০ টাকার
Ο ঘ) ৫০, ০০০ টাকার
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৫. ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের প্রয়োজন হয় না-
i. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি
ii. চাকরির অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি
iii. এসএসসি সনদের সত্যায়িত কপি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১৪৬. গ্রাহকের অনুরোধে কোন অবস্থায় ব্যাংক তার হিসাব বন্ধ করার সিদ্ধান্ত নেয়?
Ο ক) গ্রাহক দেউলিয়া হলে
Ο খ) হিসাবে অধিক ঋণ থাকলে
Ο গ) হিসাবে ঋণ না থাকলে
Ο ঘ) গ্রাহক প্রবাসী হলে
 সঠিক উত্তর: (গ)

 ১৪৭. ব্যাংক নির্বাচনে নির্ভরযোগ্যতা অর্জনে কোনটি জরুরি?
Ο ক) ব্যাংকের মুনাফা হার
Ο খ) ব্যাংকের প্রতিষ্ঠাকাল
Ο গ) ব্যাংকের সুদ হার
Ο ঘ) ব্যাংকের সুনাম যাচাই করে
 সঠিক উত্তর: (খ)

 ১৪৮. ব্যাংকের প্রধান কাজ হল বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানতকারীদের অর্থ জমা রাখা এবং তাদের উত্থাপিত চেকের অর্থ প্রদান করা। এরূপ লেনদেনের জন্য ব্যাংক তার প্রত্যেক আমানতকারীর নামে কী করে?
Ο ক) যৌথ হিসাব খুলে
Ο খ) হিসাব খুলে
Ο গ) পৃথক পৃথক হিসাব খুলে
Ο ঘ) সুদ প্রদান করে
 সঠিক উত্তর: (গ)

 ১৪৯. ব্যাংক পাস বইয়ের উপরে কী লেখা থাকে?
Ο ক) প্রারম্ভিক জের
Ο খ) গ্রাহকের নাম ও হিসাব নম্বর
Ο গ) হিসাব নম্বর
Ο ঘ) গ্রাহকের নাম
 সঠিক উত্তর: (খ)

 ১৫০. সীমিত আয়ের জনগণের জন্য সঞ্চয়ী হিসাব উপযোগী হওয়ার যৌক্তিকতা হল-
i. সামান্য পরিমাণ টাকা দিয়ে এ হিসাব খোলা যায় এবং যতবার ইচ্ছা টাকা জমা দেওয়া যায়
ii. বিপদ-আপদে ঋণ পাওয়া যায়
iii. বছরে দুবার এ হিসাবের টাকার ওপর সুদ দেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post