ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১১: ব্যাংকের আমানত (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. কোন ধরনের ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে বেশি বিবেচনায় চলে আসছে?
Ο ক) ঋণের সুবিধা
Ο খ) বিলাসবহুল শাখা
Ο গ) বৈদেশিক বিনিময়
Ο ঘ) ইলেকট্রনিক ব্যাংকিং সেবা
সঠিক উত্তর: (ঘ)
৫২. ইলেকট্রনিক ব্যাংকিং সেবার ক্ষেত্রে সেবা পাওয়ার সুযোগ থাকে কতক্ষণ?
Ο ক) ১০ ঘন্টা
Ο খ) ১২ ঘন্টা
Ο গ) ১৮ ঘন্টা
Ο ঘ) ২৪ ঘন্টা
সঠিক উত্তর: (ঘ)
৫৩. ব্যাংক মক্কেলের হিসাব বন্ধ করে দিতে পারে-
i. আদালতের নির্দেশে
ii. মক্কেলে দেউলিয়া হলে
iii. মক্কেলের মৃত্যু হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৪. চলতি আমানতের ওপর সুদ-
Ο ক) দেওয়া হয়
Ο খ) দেওয়া হয় না
Ο গ) স্বল্প হারে সুদ দেওয়া হয়
Ο ঘ) উচ্চ হারে সুদ দেওয়া হয়
সঠিক উত্তর: (খ)
৫৫. ন্যূনতম কত টাকা জমা দিয়ে চলতি হিসাব খুলতে হয়?
Ο ক) ৫০০ টাকা
Ο খ) ১০০ টাকা
Ο গ) ১,০০০ টাকা
Ο ঘ) ৫,০০০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৫৬. ঋণদানের ক্ষেত্রে গ্রাহকের নামে ঋণ হিসাব খুলে ব্যাংক ঐ হিসাবে ঋণের টাকা স্থানান্তর করে। ফলে ঋণ থেকে কী সৃষ্টি হয়?
Ο ক) সম্পত্তির
Ο খ) দায়ের
Ο গ) আমানতের
Ο ঘ) মূলধনের
সঠিক উত্তর: (গ)
৫৭. ব্যাংকে হিসাব খোলার উদ্দেশ্য কী?
Ο ক) ঝুঁকিবিহীন লেনদেন
Ο খ) ঋণের সুযোগ
Ο গ) নিরাপদ সংরক্ষণ
Ο ঘ) মিতব্যয়িতা অর্জন
সঠিক উত্তর: (গ)
৫৮. সোহেল সাহেব তার কোম্পানির ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে তার প্রয়োজন হবে-
i. কোম্পানির আয়ের উৎস
ii. রপ্তানিকারীরা
iii. কুটির শিল্পীরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫৯. লেনদেন তথা জমাদান উত্তোলনের সঠিক হিসাব রাখার উপায়কে কী বলে?
Ο ক) ব্যাংক পাস বই
Ο খ) ব্যাংক হিসাব বিবরনী
Ο গ) ব্যাংক হিসাব
Ο ঘ) চলতি হিসাব
সঠিক উত্তর: (গ)
৬০. স্থায়ী হিসাবের উদ্দেশ্য হল-
Ο ক) অধিক আয় অর্জন করা
Ο খ) পৌন:পুনিক অর্থসংস্থান করা
Ο গ) অর্থ সঞ্চয় করা
Ο ঘ) স্বল্প পরিমাণে সুদ দেওয়া
সঠিক উত্তর: (ক)
৬১. চলতি ও সঞ্চয়ী হিসাব বন্ধ করতে হলে কার বরাবর আবেদন করতে হয়?
Ο ক) পরিচালকের
Ο খ) চেয়ারম্যানের
Ο গ) ব্যবস্থাপকের
Ο ঘ) কর্মকর্তার
সঠিক উত্তর: (গ)
৬২. ইন্টারনেট ব্যাংকিং-এর জন্যে ব্যাংকের সবচেয়ে প্রয়োজনীয় মাধ্যম কোনটি?
Ο ক) নিরাপদ পাস ওয়ার্ড
Ο খ) নিরাপদ কর্মী
Ο গ) নিরাপদ ওয়েবসাইট
Ο ঘ) নিরাপদ ডিরেক্টরি
সঠিক উত্তর: (গ)
৬৩. সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মধ্যে অভিন্নতা রয়েছে-
i. চেক বই সরবরাহে
ii. সুদ প্রাপ্তিতে
iii. অর্থ উত্তোলনের বাধ্যবাধকতায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৬৪. সঞ্চয়ী হিসাব এবং জীবন বিমার সুবিধা একত্রে পাওয়া যায় কোন হিসাবে?
Ο ক) বৈদেশিক মুদ্রা হিসাব
Ο খ) ঋণ আমানতি হিসাব
Ο গ) বিমা সঞ্চয়ী হিসাব
Ο ঘ) স্থায়ী হিসাব
সঠিক উত্তর: (গ)
৬৫. ব্যাংক হিসাব বন্ধ করতে হলে গ্রাহককে ফেরত দিতে হয়-
i. অব্যবহৃত চেক বই
ii. ব্যবহৃত পাসবই
iii. পূরণকৃত ফরমের অনুলিপি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
৬৬. যে হিসাব থেকে মেয়াদপূর্তির আগে টাকা তোলা যায় না তাকে কী হিসাব বলে?
Ο ক) স্থায়ী হিসাব
Ο খ) সঞ্চয়ী হিসাব
Ο গ) স্থায়ী হিসাব
Ο ঘ) বৈদেশিক মুদ্রা হিসাব
সঠিক উত্তর: (খ)
৬৭. সঞ্চিত অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে ভেবে আসিফ, শফিক, ইতি ব্যাংকে আমানত রাখে। এক্ষেত্রে ব্যাংক হিসাব কার জন্যে ভূমিকা পালন করছে?
Ο ক) সামষ্টিক উন্নতির জন্যে
Ο খ) ব্যষ্টিক অর্থনীতির জন্যে
Ο গ) ব্যাংকের জন্যে
Ο ঘ) গ্রাহকের জন্যে
সঠিক উত্তর: (খ)
৬৮. কাদের নিকট চলতি হিসাব খুবই জনপ্রিয়?
Ο ক) ব্যবসায়ীদের
Ο খ) কৃষকদের
Ο গ) চাকরিজীবীর
Ο ঘ) ছাত্রদের
সঠিক উত্তর: (ক)
৬৯. এসএমএস-এর মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করতে পারার যুক্তিসঙ্গত কারণ কোনটি?
Ο ক) ফোন কোনম্পানির নির্দেশিত বিষয়ের অন্তর্গত
Ο খ) সাধারণ ব্যাংকিং সেবার অন্তর্গত
Ο গ) ইলেকট্রনিক ব্যাংকিং সেবার অন্তর্গত
Ο ঘ) গ্রাহকদের অত্যাধিক চাহিদার অন্তর্গত
সঠিক উত্তর: (গ)
৭০. সহজে লেনদেনের জন্যে গ্রাহক ব্যাংকের কোন বিষয়ে বেশি গুরুত্ব দিবে?
Ο ক) ব্যাংকের দক্ষতা
Ο খ) ব্যাংকের কার্যাবলি
Ο গ) ব্যাংকের অবস্থান
Ο ঘ) ব্যাংকের মুনাফা
সঠিক উত্তর: (ঘ)
৭১. ব্যাংক হিসাব খোলায় একটি অন্যতম বিবেচ্য বিষয় কী?
Ο ক) ব্যাংকের ব্যবস্থাপনার দক্ষতা
Ο খ) ব্যাংকের কর্মচারীদের দক্ষতা
Ο গ) ব্যাংকের লাভজনকতার হার
Ο ঘ) ব্যাংকের বার্ষিক জমার হার
সঠিক উত্তর: (খ)
৭২. কোন ধরনের প্রতিষ্ঠান ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলতে পারে?
Ο ক) শিক্ষা প্রতিষ্ঠান
Ο খ) শিল্প কারখানা
Ο গ) সি / এ ফার্ম
Ο ঘ) ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ক)
৭৩. গ্রাহক কখন মেয়াদি হিসাব খুলে থাকেন?
Ο ক) অধিক লেদেনের ক্ষেত্রে
Ο খ) বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে
Ο গ) মেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে
Ο ঘ) বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে
সঠিক উত্তর: (গ)
৭৪. কোন হিসাব থেকে সপ্তাহে দুইবার টাকা উত্তোলন করা যায়?
Ο ক) চলতি হিসাব
Ο খ) স্থায়ী হিসাব
Ο গ) সঞ্চয়ী হিসাব
Ο ঘ) ডিপোজিট পেনশন স্কিম হিসাব
সঠিক উত্তর: (গ)
৭৫. একমালিকানা ব্যবসায়ের হিসাব খোলার ক্ষেত্রে কোনটি প্রদান করতে হয়?
Ο ক) স্মারকলিপি
Ο খ) প্রাথমিক জমা
Ο গ) নিবন্ধনপত্র
Ο ঘ) ট্রেড লাইসেন্স
সঠিক উত্তর: (ঘ)
৭৬. এসএসএস ব্যাংকিং সেবার মাধমে গ্রাহক কী ধরনের সেবা পেয়ে থাকে?
Ο ক) হিসাবের স্থিতি জানতে পারে
Ο খ) টাকা স্থানান্তর করতে পারে
Ο গ) চেক বইয়ের জন্য অনুরোধ জানাতে পারে
Ο ঘ) ক + গ
সঠিক উত্তর: (ঘ)
৭৭. বৈদেশিক মুদ্রার ব্যবসায়ী প্রতিষ্ঠান কোনটি?
Ο ক) রপ্তানি উন্নয়ন ব্যুরো
Ο খ) ব্যাংক
Ο গ) টিসিবি
Ο ঘ) বিমা
সঠিক উত্তর: (খ)
৭৮. হিসাবের মালিক নিজেই প্রাপক হলে চেকে প্রাপকের স্থানে কোন কথাটি উল্লেখ করতে হয়?
Ο ক) বাহককে
Ο খ) নিজ
Ο গ) স্বয়ং
Ο ঘ) আমিই
সঠিক উত্তর: (খ)
৭৯. ইলেকট্রনিক ব্যাংকিংয়ের পণ্য ও সেবার অন্তর্ভুক্ত হল-
i. এটিএম
ii. ইন্টারনেট ব্যাংকিং
iii. কল সেন্টার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮০. Fixed Deposit Receipt কী?
Ο ক) চলতি হিসাবের রসিদ
Ο খ) স্থায়ী আমানতের রসিদ
Ο গ) সঞ্চয়ী হিসাবের রসিদ
Ο ঘ) আমানতকারী হিসাবের রসিদ
সঠিক উত্তর: (খ)
৮১. যিনি ব্যাংকে হিসাব খোলেন তাকে বলে-
i. ব্যাংকার
ii. আমানতকারী
iii. মক্কেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৮২. স্থায়ী হিসাবে-
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৩. যে কোনো হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহককে প্রথমেই কোন কাজ টি করতে হয়?
Ο ক) ট্রেড লাইসেন্স জমা দেওয়া
Ο খ) জাতীয় পরিচয় পত্র জমা দেওয়া
Ο গ) গ্রাহক পরিচিতি ফর্ম পূরণ
Ο ঘ) নমিনি সংক্রান্ত তথ্য জমা দেওয়া
সঠিক উত্তর: (গ)
৮৪. ব্যাংক থেকে ঋণের সুবিধা পাওয়ার উপায় কী?
Ο ক) ব্যাংকে পরিচিতি তৈরি করে
Ο খ) ব্যাংকে অধিক জামানত দিয়ে
Ο গ) ব্যাংকে হিসাব খুলে
Ο ঘ) ব্যবসায়ে অধিক মুনাফা দেখিয়ে
সঠিক উত্তর: (গ)
৮৫. ব্যাংকিং লেনদেন ফোনের মাধ্যমেও করা সম্ভব কীভাবে?
Ο ক) এনি ব্রাঞ্চ ব্যাংকিং - এর মাধ্যমে
Ο খ) কল সেন্টারের মাধ্যমে
Ο গ) ইন্টানেট ব্যাংকিং - এর মাধ্যমে
Ο ঘ) ফোন ব্যাংকিং - এর মাধ্যমে
সঠিক উত্তর: (ঘ)
৮৬. বিপদমুক্ত টাকা বিনিয়োগের স্থান কোনটি?
Ο ক) ব্যবসায়
Ο খ) শেয়ারবাজার
Ο গ) ব্যাংক
Ο ঘ) বেসরকারি প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (গ)
৮৭. ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার প্রাথমিকভাবে যে বড় অঙ্কের বিনিয়োগ করে তা ব্যাংকে যে সকল মাধ্যম হতে উঠে আসে তা হলো-
i. কমিশন
ii. সার্ভিস চার্জ
iii. ভ্যাট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৮৮. গ্রাহকের লেনদেন অর্থাৎ অর্থ জমাদান ও উত্তোলন কীভাবে সম্পন্ন হয়?
Ο ক) ব্যাংকের মাধ্যমে
Ο খ) ব্যাংক হিসাবের মাধ্যমে
Ο গ) ব্যাংক ম্যানেজারের মাধ্যমে
Ο ঘ) সঞ্চয়ী হিসাবের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
৮৯. ব্যাংকে হিসাব খোলায় আমানতকারীর অন্যতম সুবিধা কোনটি?
Ο ক) ঝুঁকিবিহীন লেনদেন
Ο খ) অায়ের সুযোগ
Ο গ) ঝণের সুযোগ
Ο ঘ) মিতব্যয়িতা অর্জন
সঠিক উত্তর: (ক)
৯০. অধিক মুনাফা অর্জনের জন্য কোন হিসাব উপযোগী?
Ο ক) চলতি
Ο খ) স্থায়ী
Ο গ) সঞ্চয়ী
Ο ঘ) মেয়াদি
সঠিক উত্তর: (খ)
৯১. জীপসি এন্টরপ্রাইজের ব্যবসায়িক পরিসীমা সমগ্র দেশে বিস্তৃত । ব্যবসায়িক সফলতা এবং হিসাব সংক্রান্ত বিষয়ের জন্যে তার প্রতিদিনের ব্যাংকিং লেনদেন জানার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে জীপসি এন্টারপ্রাইজ কোন ব্যাংকে হিসাব খুলবে?
Ο ক) একক ব্যাংকে
Ο খ) গ্রুপ ব্যাংকে
Ο গ) শাখা ব্যাংকে
Ο ঘ) চেইন ব্যাংকে
সঠিক উত্তর: (গ)
৯২. সবার নিকট্ অধিক নিরাপদ হিসেবে বিবেচিত হয় কোন ব্যাংক?
Ο ক) কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) বাণিজ্যিক ব্যাংক
Ο গ) তালিকাভুক্ত ব্যাংক
Ο ঘ) অতালিকাভুক্ত ব্যাংক
সঠিক উত্তর: (গ)
৯৩. ব্যাংক ব্যবসায়ে তহবিলের মূল উৎস কী?
Ο ক) ঋণ
Ο খ) আমানত
Ο গ) শেয়ার
Ο ঘ) সিকিউরিটি
সঠিক উত্তর: (খ)
৯৪. ব্যাংকের জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব হল-
i. চলতি ও সঞ্চয়ী হিসাব
ii. স্কুল ও বিমা সঞ্চয়ী হিসাব
iii. দেশীয় ও বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) iii
Ο গ) ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯৫. কিসের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হয়?
Ο ক) ব্যাংক হিসাব খোলার
Ο খ) আয়ের
Ο গ) নিরাপত্তার
Ο ঘ) ব্যাংকিং সুবিধা অর্জনের
সঠিক উত্তর: (ক)
৯৬. ব্যাংক হিসাব খোলার জন্যে সর্বোত্তম বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) ঋণের সুদ অধিক
Ο খ) আমানতের সুদ কম
Ο গ) ব্যাংক চার্জ সমানুপাতিক
Ο ঘ) স্বল্প চার্জে অধিক সেবা
সঠিক উত্তর: (ঘ)
৯৭. ব্যাংক আমানত উদ্দেশ্যের প্রেক্ষাপট গুলো হলো-
i. আমানতকারী
ii. ব্যাংক
iii. ব্যষ্টিক অর্থনতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৮. RFCD কী?
Ο ক) Reliable Freight Co-operation Depertment.
Ο খ) Resident Foreign Currancy Deposit.
Ο গ) Remitance Foreign Currancy Deposit.
Ο ঘ) Reliable Freight Currancy Depertment.
সঠিক উত্তর: (খ)
৯৯. কোন প্রতিষ্ঠানের হিসাব খোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের সত্যায়িত প্রতিলিপি প্রদান করতে হয়?
Ο ক) যৌথমূলধনী কোম্পানি
Ο খ) একমালিকানা ও অংশীদারি প্রতিষ্ঠান
Ο গ) একমালিকানা প্রটিষ্ঠান
Ο ঘ) অংশীদারি প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (খ)
১০০. গ্রাহকের জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য কয়টি?
Ο ক) ৩ টি
Ο খ) ৪ টি
Ο গ) ৫ টি
Ο ঘ) ৬ টি
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. কোন ধরনের ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে বেশি বিবেচনায় চলে আসছে?
Ο ক) ঋণের সুবিধা
Ο খ) বিলাসবহুল শাখা
Ο গ) বৈদেশিক বিনিময়
Ο ঘ) ইলেকট্রনিক ব্যাংকিং সেবা
সঠিক উত্তর: (ঘ)
৫২. ইলেকট্রনিক ব্যাংকিং সেবার ক্ষেত্রে সেবা পাওয়ার সুযোগ থাকে কতক্ষণ?
Ο ক) ১০ ঘন্টা
Ο খ) ১২ ঘন্টা
Ο গ) ১৮ ঘন্টা
Ο ঘ) ২৪ ঘন্টা
সঠিক উত্তর: (ঘ)
৫৩. ব্যাংক মক্কেলের হিসাব বন্ধ করে দিতে পারে-
i. আদালতের নির্দেশে
ii. মক্কেলে দেউলিয়া হলে
iii. মক্কেলের মৃত্যু হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৪. চলতি আমানতের ওপর সুদ-
Ο ক) দেওয়া হয়
Ο খ) দেওয়া হয় না
Ο গ) স্বল্প হারে সুদ দেওয়া হয়
Ο ঘ) উচ্চ হারে সুদ দেওয়া হয়
সঠিক উত্তর: (খ)
৫৫. ন্যূনতম কত টাকা জমা দিয়ে চলতি হিসাব খুলতে হয়?
Ο ক) ৫০০ টাকা
Ο খ) ১০০ টাকা
Ο গ) ১,০০০ টাকা
Ο ঘ) ৫,০০০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৫৬. ঋণদানের ক্ষেত্রে গ্রাহকের নামে ঋণ হিসাব খুলে ব্যাংক ঐ হিসাবে ঋণের টাকা স্থানান্তর করে। ফলে ঋণ থেকে কী সৃষ্টি হয়?
Ο ক) সম্পত্তির
Ο খ) দায়ের
Ο গ) আমানতের
Ο ঘ) মূলধনের
সঠিক উত্তর: (গ)
৫৭. ব্যাংকে হিসাব খোলার উদ্দেশ্য কী?
Ο ক) ঝুঁকিবিহীন লেনদেন
Ο খ) ঋণের সুযোগ
Ο গ) নিরাপদ সংরক্ষণ
Ο ঘ) মিতব্যয়িতা অর্জন
সঠিক উত্তর: (গ)
৫৮. সোহেল সাহেব তার কোম্পানির ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে তার প্রয়োজন হবে-
i. কোম্পানির আয়ের উৎস
ii. রপ্তানিকারীরা
iii. কুটির শিল্পীরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫৯. লেনদেন তথা জমাদান উত্তোলনের সঠিক হিসাব রাখার উপায়কে কী বলে?
Ο ক) ব্যাংক পাস বই
Ο খ) ব্যাংক হিসাব বিবরনী
Ο গ) ব্যাংক হিসাব
Ο ঘ) চলতি হিসাব
সঠিক উত্তর: (গ)
৬০. স্থায়ী হিসাবের উদ্দেশ্য হল-
Ο ক) অধিক আয় অর্জন করা
Ο খ) পৌন:পুনিক অর্থসংস্থান করা
Ο গ) অর্থ সঞ্চয় করা
Ο ঘ) স্বল্প পরিমাণে সুদ দেওয়া
সঠিক উত্তর: (ক)
৬১. চলতি ও সঞ্চয়ী হিসাব বন্ধ করতে হলে কার বরাবর আবেদন করতে হয়?
Ο ক) পরিচালকের
Ο খ) চেয়ারম্যানের
Ο গ) ব্যবস্থাপকের
Ο ঘ) কর্মকর্তার
সঠিক উত্তর: (গ)
৬২. ইন্টারনেট ব্যাংকিং-এর জন্যে ব্যাংকের সবচেয়ে প্রয়োজনীয় মাধ্যম কোনটি?
Ο ক) নিরাপদ পাস ওয়ার্ড
Ο খ) নিরাপদ কর্মী
Ο গ) নিরাপদ ওয়েবসাইট
Ο ঘ) নিরাপদ ডিরেক্টরি
সঠিক উত্তর: (গ)
৬৩. সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মধ্যে অভিন্নতা রয়েছে-
i. চেক বই সরবরাহে
ii. সুদ প্রাপ্তিতে
iii. অর্থ উত্তোলনের বাধ্যবাধকতায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৬৪. সঞ্চয়ী হিসাব এবং জীবন বিমার সুবিধা একত্রে পাওয়া যায় কোন হিসাবে?
Ο ক) বৈদেশিক মুদ্রা হিসাব
Ο খ) ঋণ আমানতি হিসাব
Ο গ) বিমা সঞ্চয়ী হিসাব
Ο ঘ) স্থায়ী হিসাব
সঠিক উত্তর: (গ)
৬৫. ব্যাংক হিসাব বন্ধ করতে হলে গ্রাহককে ফেরত দিতে হয়-
i. অব্যবহৃত চেক বই
ii. ব্যবহৃত পাসবই
iii. পূরণকৃত ফরমের অনুলিপি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)
৬৬. যে হিসাব থেকে মেয়াদপূর্তির আগে টাকা তোলা যায় না তাকে কী হিসাব বলে?
Ο ক) স্থায়ী হিসাব
Ο খ) সঞ্চয়ী হিসাব
Ο গ) স্থায়ী হিসাব
Ο ঘ) বৈদেশিক মুদ্রা হিসাব
সঠিক উত্তর: (খ)
৬৭. সঞ্চিত অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে ভেবে আসিফ, শফিক, ইতি ব্যাংকে আমানত রাখে। এক্ষেত্রে ব্যাংক হিসাব কার জন্যে ভূমিকা পালন করছে?
Ο ক) সামষ্টিক উন্নতির জন্যে
Ο খ) ব্যষ্টিক অর্থনীতির জন্যে
Ο গ) ব্যাংকের জন্যে
Ο ঘ) গ্রাহকের জন্যে
সঠিক উত্তর: (খ)
৬৮. কাদের নিকট চলতি হিসাব খুবই জনপ্রিয়?
Ο ক) ব্যবসায়ীদের
Ο খ) কৃষকদের
Ο গ) চাকরিজীবীর
Ο ঘ) ছাত্রদের
সঠিক উত্তর: (ক)
৬৯. এসএমএস-এর মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করতে পারার যুক্তিসঙ্গত কারণ কোনটি?
Ο ক) ফোন কোনম্পানির নির্দেশিত বিষয়ের অন্তর্গত
Ο খ) সাধারণ ব্যাংকিং সেবার অন্তর্গত
Ο গ) ইলেকট্রনিক ব্যাংকিং সেবার অন্তর্গত
Ο ঘ) গ্রাহকদের অত্যাধিক চাহিদার অন্তর্গত
সঠিক উত্তর: (গ)
৭০. সহজে লেনদেনের জন্যে গ্রাহক ব্যাংকের কোন বিষয়ে বেশি গুরুত্ব দিবে?
Ο ক) ব্যাংকের দক্ষতা
Ο খ) ব্যাংকের কার্যাবলি
Ο গ) ব্যাংকের অবস্থান
Ο ঘ) ব্যাংকের মুনাফা
সঠিক উত্তর: (ঘ)
৭১. ব্যাংক হিসাব খোলায় একটি অন্যতম বিবেচ্য বিষয় কী?
Ο ক) ব্যাংকের ব্যবস্থাপনার দক্ষতা
Ο খ) ব্যাংকের কর্মচারীদের দক্ষতা
Ο গ) ব্যাংকের লাভজনকতার হার
Ο ঘ) ব্যাংকের বার্ষিক জমার হার
সঠিক উত্তর: (খ)
৭২. কোন ধরনের প্রতিষ্ঠান ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলতে পারে?
Ο ক) শিক্ষা প্রতিষ্ঠান
Ο খ) শিল্প কারখানা
Ο গ) সি / এ ফার্ম
Ο ঘ) ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ক)
৭৩. গ্রাহক কখন মেয়াদি হিসাব খুলে থাকেন?
Ο ক) অধিক লেদেনের ক্ষেত্রে
Ο খ) বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে
Ο গ) মেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে
Ο ঘ) বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে
সঠিক উত্তর: (গ)
৭৪. কোন হিসাব থেকে সপ্তাহে দুইবার টাকা উত্তোলন করা যায়?
Ο ক) চলতি হিসাব
Ο খ) স্থায়ী হিসাব
Ο গ) সঞ্চয়ী হিসাব
Ο ঘ) ডিপোজিট পেনশন স্কিম হিসাব
সঠিক উত্তর: (গ)
৭৫. একমালিকানা ব্যবসায়ের হিসাব খোলার ক্ষেত্রে কোনটি প্রদান করতে হয়?
Ο ক) স্মারকলিপি
Ο খ) প্রাথমিক জমা
Ο গ) নিবন্ধনপত্র
Ο ঘ) ট্রেড লাইসেন্স
সঠিক উত্তর: (ঘ)
৭৬. এসএসএস ব্যাংকিং সেবার মাধমে গ্রাহক কী ধরনের সেবা পেয়ে থাকে?
Ο ক) হিসাবের স্থিতি জানতে পারে
Ο খ) টাকা স্থানান্তর করতে পারে
Ο গ) চেক বইয়ের জন্য অনুরোধ জানাতে পারে
Ο ঘ) ক + গ
সঠিক উত্তর: (ঘ)
৭৭. বৈদেশিক মুদ্রার ব্যবসায়ী প্রতিষ্ঠান কোনটি?
Ο ক) রপ্তানি উন্নয়ন ব্যুরো
Ο খ) ব্যাংক
Ο গ) টিসিবি
Ο ঘ) বিমা
সঠিক উত্তর: (খ)
৭৮. হিসাবের মালিক নিজেই প্রাপক হলে চেকে প্রাপকের স্থানে কোন কথাটি উল্লেখ করতে হয়?
Ο ক) বাহককে
Ο খ) নিজ
Ο গ) স্বয়ং
Ο ঘ) আমিই
সঠিক উত্তর: (খ)
৭৯. ইলেকট্রনিক ব্যাংকিংয়ের পণ্য ও সেবার অন্তর্ভুক্ত হল-
i. এটিএম
ii. ইন্টারনেট ব্যাংকিং
iii. কল সেন্টার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮০. Fixed Deposit Receipt কী?
Ο ক) চলতি হিসাবের রসিদ
Ο খ) স্থায়ী আমানতের রসিদ
Ο গ) সঞ্চয়ী হিসাবের রসিদ
Ο ঘ) আমানতকারী হিসাবের রসিদ
সঠিক উত্তর: (খ)
৮১. যিনি ব্যাংকে হিসাব খোলেন তাকে বলে-
i. ব্যাংকার
ii. আমানতকারী
iii. মক্কেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৮২. স্থায়ী হিসাবে-
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৩. যে কোনো হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহককে প্রথমেই কোন কাজ টি করতে হয়?
Ο ক) ট্রেড লাইসেন্স জমা দেওয়া
Ο খ) জাতীয় পরিচয় পত্র জমা দেওয়া
Ο গ) গ্রাহক পরিচিতি ফর্ম পূরণ
Ο ঘ) নমিনি সংক্রান্ত তথ্য জমা দেওয়া
সঠিক উত্তর: (গ)
৮৪. ব্যাংক থেকে ঋণের সুবিধা পাওয়ার উপায় কী?
Ο ক) ব্যাংকে পরিচিতি তৈরি করে
Ο খ) ব্যাংকে অধিক জামানত দিয়ে
Ο গ) ব্যাংকে হিসাব খুলে
Ο ঘ) ব্যবসায়ে অধিক মুনাফা দেখিয়ে
সঠিক উত্তর: (গ)
৮৫. ব্যাংকিং লেনদেন ফোনের মাধ্যমেও করা সম্ভব কীভাবে?
Ο ক) এনি ব্রাঞ্চ ব্যাংকিং - এর মাধ্যমে
Ο খ) কল সেন্টারের মাধ্যমে
Ο গ) ইন্টানেট ব্যাংকিং - এর মাধ্যমে
Ο ঘ) ফোন ব্যাংকিং - এর মাধ্যমে
সঠিক উত্তর: (ঘ)
৮৬. বিপদমুক্ত টাকা বিনিয়োগের স্থান কোনটি?
Ο ক) ব্যবসায়
Ο খ) শেয়ারবাজার
Ο গ) ব্যাংক
Ο ঘ) বেসরকারি প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (গ)
৮৭. ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার প্রাথমিকভাবে যে বড় অঙ্কের বিনিয়োগ করে তা ব্যাংকে যে সকল মাধ্যম হতে উঠে আসে তা হলো-
i. কমিশন
ii. সার্ভিস চার্জ
iii. ভ্যাট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৮৮. গ্রাহকের লেনদেন অর্থাৎ অর্থ জমাদান ও উত্তোলন কীভাবে সম্পন্ন হয়?
Ο ক) ব্যাংকের মাধ্যমে
Ο খ) ব্যাংক হিসাবের মাধ্যমে
Ο গ) ব্যাংক ম্যানেজারের মাধ্যমে
Ο ঘ) সঞ্চয়ী হিসাবের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
৮৯. ব্যাংকে হিসাব খোলায় আমানতকারীর অন্যতম সুবিধা কোনটি?
Ο ক) ঝুঁকিবিহীন লেনদেন
Ο খ) অায়ের সুযোগ
Ο গ) ঝণের সুযোগ
Ο ঘ) মিতব্যয়িতা অর্জন
সঠিক উত্তর: (ক)
৯০. অধিক মুনাফা অর্জনের জন্য কোন হিসাব উপযোগী?
Ο ক) চলতি
Ο খ) স্থায়ী
Ο গ) সঞ্চয়ী
Ο ঘ) মেয়াদি
সঠিক উত্তর: (খ)
৯১. জীপসি এন্টরপ্রাইজের ব্যবসায়িক পরিসীমা সমগ্র দেশে বিস্তৃত । ব্যবসায়িক সফলতা এবং হিসাব সংক্রান্ত বিষয়ের জন্যে তার প্রতিদিনের ব্যাংকিং লেনদেন জানার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে জীপসি এন্টারপ্রাইজ কোন ব্যাংকে হিসাব খুলবে?
Ο ক) একক ব্যাংকে
Ο খ) গ্রুপ ব্যাংকে
Ο গ) শাখা ব্যাংকে
Ο ঘ) চেইন ব্যাংকে
সঠিক উত্তর: (গ)
৯২. সবার নিকট্ অধিক নিরাপদ হিসেবে বিবেচিত হয় কোন ব্যাংক?
Ο ক) কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) বাণিজ্যিক ব্যাংক
Ο গ) তালিকাভুক্ত ব্যাংক
Ο ঘ) অতালিকাভুক্ত ব্যাংক
সঠিক উত্তর: (গ)
৯৩. ব্যাংক ব্যবসায়ে তহবিলের মূল উৎস কী?
Ο ক) ঋণ
Ο খ) আমানত
Ο গ) শেয়ার
Ο ঘ) সিকিউরিটি
সঠিক উত্তর: (খ)
৯৪. ব্যাংকের জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব হল-
i. চলতি ও সঞ্চয়ী হিসাব
ii. স্কুল ও বিমা সঞ্চয়ী হিসাব
iii. দেশীয় ও বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) iii
Ο গ) ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯৫. কিসের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হয়?
Ο ক) ব্যাংক হিসাব খোলার
Ο খ) আয়ের
Ο গ) নিরাপত্তার
Ο ঘ) ব্যাংকিং সুবিধা অর্জনের
সঠিক উত্তর: (ক)
৯৬. ব্যাংক হিসাব খোলার জন্যে সর্বোত্তম বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) ঋণের সুদ অধিক
Ο খ) আমানতের সুদ কম
Ο গ) ব্যাংক চার্জ সমানুপাতিক
Ο ঘ) স্বল্প চার্জে অধিক সেবা
সঠিক উত্তর: (ঘ)
৯৭. ব্যাংক আমানত উদ্দেশ্যের প্রেক্ষাপট গুলো হলো-
i. আমানতকারী
ii. ব্যাংক
iii. ব্যষ্টিক অর্থনতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৮. RFCD কী?
Ο ক) Reliable Freight Co-operation Depertment.
Ο খ) Resident Foreign Currancy Deposit.
Ο গ) Remitance Foreign Currancy Deposit.
Ο ঘ) Reliable Freight Currancy Depertment.
সঠিক উত্তর: (খ)
৯৯. কোন প্রতিষ্ঠানের হিসাব খোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের সত্যায়িত প্রতিলিপি প্রদান করতে হয়?
Ο ক) যৌথমূলধনী কোম্পানি
Ο খ) একমালিকানা ও অংশীদারি প্রতিষ্ঠান
Ο গ) একমালিকানা প্রটিষ্ঠান
Ο ঘ) অংশীদারি প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (খ)
১০০. গ্রাহকের জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য কয়টি?
Ο ক) ৩ টি
Ο খ) ৪ টি
Ο গ) ৫ টি
Ο ঘ) ৬ টি
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Finance