ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১০: বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে কে?
Ο ক) সরকার
Ο খ) ব্যাংক
Ο গ) সচিব
Ο ঘ) ব্যবস্থাপক
সঠিক উত্তর: (খ)
১৫২. ব্যাংকের প্রধান কাজ কোনটি?
Ο ক) জনগণের অর্থ বিভিন্ন হিসাবে জমা রাখা
Ο খ) দেশীয় মূলধনের গতিশীলতা বৃদ্ধি করা
Ο গ) জনগণের অর্থের নিরাপত্তা বিধান করা
Ο ঘ) মক্কেলদের ব্যবসায়িক পরামর্শ দেওয়া
সঠিক উত্তর: (ক)
১৫৩. বাণিজ্যিক ব্যাংক অতিরিক্ত সঞ্চিত অর্থ সংগ্রহ করে কোথায় বিনিয়োগ করে?
Ο ক) গ্রাহকের নিকট
Ο খ) ব্যাংকারের নিকট
Ο গ) ব্যবস্থাপকের নিকট
Ο ঘ) পরিচালকের নিকট
সঠিক উত্তর: (ক)
১৫৪. বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কয়টি?
Ο ক) ৮ টি
Ο খ) ১০ টি
Ο গ) ১২ টি
Ο ঘ) ১৩ টি
সঠিক উত্তর: (ঘ)
১৫৫. বাণিজ্যিক ব্যাংককে মুদ্রাবাজারের মধ্যমণি বলার কারণ-
i. গ্রাহকদের পাশাপাশি থেকে তাদেরকে ব্যাংককিং সুবিধা প্রদান করে
ii. কেন্দ্রীয় ব্যাংককে ঋণ নিয়ন্ত্রণে সহায়তা করে
iii. সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৫৬. আমদানি-রপ্তানি বাণিজ্যে ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্য হলো-
i. ব্যবসায়িক কার্যসম্পাদন
ii. ব্যবসায়িক নীতিমালা প্রণয়ন
iii. ব্যবসায়িক উপদেশ প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৫৭. Letter of Credit ইস্যু করে বাণিজ্যিক ব্যাংক কী আদায় করে?
Ο ক) সার্ভিস চার্জ
Ο খ) বিনিময়
Ο গ) কমিশন
Ο ঘ) সুদ
সঠিক উত্তর: (গ)
১৫৮. বাণিজ্যিক ব্যাংকের কাজ হল-
i. উত্থাপিত চেকের মর্যাদা প্রদান
ii. বিনিময় বিলবাট্টাকরণ
iii. বিভিন্ন প্রকার বিনিময় মাধ্যম সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৯. বাণিজ্যিক ব্যাংককে অর্থ বাজারের কী বলা হয়?
Ο ক) মুরুব্বি
Ο খ) মধ্যমণি
Ο গ) চালিকাশক্তি
Ο ঘ) মাদার
সঠিক উত্তর: (খ)
১৬০. কীভাবে বাণিজ্যিক ব্যাংক সকল শ্রেণির জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে?
Ο ক) অর্থের নিরাপত্তা প্রদানের মাধ্যমে
Ο খ) সম্পদের সুষম বন্টনের মাধ্যমে
Ο গ) সঞ্চয় প্রবণতা সৃষ্টির মাধ্যমে
Ο ঘ) আমানত গ্রহণ ও ঋণদান কার্যক্রমের মাধ্যমে
সঠিক উত্তর: (ঘ)
১৬১. বাণিজ্যিক ব্যাংক কীসের বিনিময়ে মক্কেলে র অর্থ স্থানান্তর করে ?
Ο ক) কমিশনের
Ο খ) সুদের
Ο গ) চার্জের
Ο ঘ) করের
সঠিক উত্তর: (ক)
১৬২. বাণিজ্যিক ব্যাংকের মূলধন-
i. ব্যবসায় প্রতিষ্ঠানে ঋণ হিসেবে প্রদান করা হয়
ii. বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়
iii. ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৬৩. বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা ব্যাংকের কী?
Ο ক) নীতি
Ο খ) কার্যক্রম
Ο গ) লক্ষ্য
Ο ঘ) উদ্দেশ্য
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রাথমিক উৎস কোনটি?
Ο ক) সংরক্ষিত তহবিল
Ο খ) আমানত
Ο গ) ধার গ্রহণ
Ο ঘ) পরিশোধিত মূলধন
সঠিক উত্তর: (ঘ)
১৬৫. ব্যাংক ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করে কীভাবে?
Ο ক) ব্যাংকের সাথে হিসাব খুলে
Ο খ) ব্যবস্থাপকের সাথে সাক্ষাৎ করিয়ে
Ο গ) গ্রাহকের চেক ইস্যু করে
Ο ঘ) সরকারি হিসাবে অর্থ জমা করে
সঠিক উত্তর: (ক)
১৬৬. বাণিজ্যিক ব্যাংক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে কীভাবে?
Ο ক) অর্থনীতিতে প্রসার ঘটিয়ে
Ο খ) সম্পদের সুষম বন্টন করে
Ο গ) সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করে
Ο ঘ) ধনী-দরিদ্রের দূরত্ব হ্রাস করে
সঠিক উত্তর: (ক)
১৬৭. দীর্ঘমেয়াদি ঋণ কত সময়ের জন্য হয়ে থাকে?
Ο ক) ৫ বা ততোধিক বছরের জন্য
Ο খ) ৩ বা ততোধিক বছরের জন্য
Ο গ) ৮ বছরের জন্য
Ο ঘ) ১০ বছরের জন্য
সঠিক উত্তর: (ক)
১৬৮. অর্থনৈতিক অগ্রগতিতে ব্যাংক ভূমিকা রাখে-
i. শিল্পে
ii. বাণিজ্যে
iii. শিক্ষায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. প্রাতিষ্ঠানিক পরিচালনায় বাণিজ্যিক ব্যাংক-
i. প্রচার কার্যে ব্যয় করে
ii. সঞ্চয়ী হিসাবে জমানো অর্থের উপর মুনাফা দেয়
iii. শিক্ষানবিশ সেলামি প্রদান করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭০. বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কী?
Ο ক) ঋণ প্রদান
Ο খ) সঞ্চয় বৃদ্ধি
Ο গ) মুনাফা অর্জন
Ο ঘ) সুদ অর্জন
সঠিক উত্তর: (গ)
১৭১. বাণিজ্যিক ব্যাংকের বিশেষ উদ্দেশ্য কী?
Ο ক) মুনাফা অর্জন
Ο খ) জনকল্যাণ
Ο গ) বিনিয়োগ বৃদ্ধি
Ο ঘ) মূলধন গঠন
সঠিক উত্তর: (ঘ)
১৭২. বিনিময়ের মাধ্যম হিসেবে বাণিজ্যিক ব্যাংক প্রচলন করে-
i. চেক
ii. হুন্ডি
iii. ট্রেজারি বিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৭৩. মূলধন গঠনে সহায়তা করা-
Ο ক) বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ
Ο খ) সমবায় ব্যাংকের অন্যতম কাজ
Ο গ) কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ
Ο ঘ) আর্থিক প্রতিষ্ঠানের অন্যতম কাজ
সঠিক উত্তর: (ক)
১৭৪. কীসের মাধ্যমে ব্যাংক আমানত সৃষ্টি করে?
Ο ক) দেনার
Ο খ) পাওনার
Ο গ) সঞ্চয়ের
Ο ঘ) ঋণের
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. দারিদ্র্য দূরীকরণে বাণিজ্যিক ব্যাংকের প্রকল্প হলো-
i. হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠা
ii. মাছের চাষ
iii. গরু-মহিষের খামার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৬. রুপালী ব্যাংক লি.-এর নিজস্ব তহবিলসমূহ যথাক্রমে পরিশোধিত মূলধন ৪ কোনটি, সঞ্চিতি তহবলি ১০০ কোটি, আমানত ১০০ কোটি এবং ঋণ ৫০ কোটি। এখানে রূপালী ব্যাংক লিমিটেডের তহবিলের প্রধান উৎস কোনটি?
Ο ক) আমানত
Ο খ) সঞ্চিতি তহবিল
Ο গ) পরিশোধিত মূলধন
Ο ঘ) ঋণ
সঠিক উত্তর: (গ)
১৭৭. বাণিজ্যিক ব্যাংককে কী বলা হয়?
Ο ক) ধার করা অর্থের ধারক
Ο খ) অর্থ আমানত গ্রহণকারী
Ο গ) প্রধান মুনাফা অর্জনকারী
Ο ঘ) প্রধান ঋণদাতা
সঠিক উত্তর: (ক)
১৭৮. বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মূল বৈসাদৃশ্য কোথায়?
Ο ক) গঠন
Ο খ) মালিকান
Ο গ) উদ্দেশ্য
Ο ঘ) শাখা
সঠিক উত্তর: (ক)
১৭৯. বিমা প্রিমিয়াম বাণিজ্যিক ব্যাংকের কী?
Ο ক) আয়
Ο খ) খরচ
Ο গ) ভাড়া
Ο ঘ) তহবিল
সঠিক উত্তর: (খ)
১৮০. ব্যাংকের তহবিল সংগ্রহের প্রাথমিক ও প্রধান উৎস কোনটি?
Ο ক) সংরক্ষিত তহবিল
Ο খ) পরিশোধিত মূলধন
Ο গ) আমানত
Ο ঘ) ধার গ্রহণ
সঠিক উত্তর: (খ)
১৮১. আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্য সম্পাদন বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত?
Ο ক) উৎপাদনমূলক
Ο খ) সেবামূলক
Ο গ) প্রতিনিধিত্বমূলক
Ο ঘ) রক্ষণাবেক্ষণমূলক
সঠিক উত্তর: (গ)
১৮২. বাণিজ্যিক ব্যাংকের বিশেষ লক্ষ্য কী?
Ο ক) মুনাফা অর্জন
Ο খ) ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাসকরণ
Ο গ) বাণিজ্য ও শিল্পের উন্নয়ন নিশ্চিত করা
Ο ঘ) জনকল্যাণ সাধন
সঠিক উত্তর: (গ)
১৮৩. কোন আয়কে ব্যাংকের কার্য পরিচালনাগত আয় হিসেবে বিবেচনা করা হয়?
Ο ক) অতিরিক্ত সুদের হার
Ο খ) সেবামূলক আয়
Ο গ) প্রতিনিধিত্বমূলক আয়
Ο ঘ) বিনিয়োগের আয়
সঠিক উত্তর: (ক)
১৮৪. বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি?
Ο ক) লকার ভাড়া
Ο খ) বিমা প্রিমিয়াম
Ο গ) শুল্ক ও কর
Ο ঘ) নিরীক্ষকের বিল
সঠিক উত্তর: (ক)
১৮৫. পরিশোধিত মূলধন হচ্ছে ব্যাংকের -
i. ঋণকৃত উৎস
ii. প্রধান উৎস
iii. প্রাথমিক উৎস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৮৬. ঋণ প্রদান করা ব্যাংকের একটি-
Ο ক) প্রয়োজনীয় কাজ
Ο খ) অপরিহার্য কাজ
Ο গ) গুরুত্বপূর্ণ কাজ
Ο ঘ) বিশেষ কাজ
সঠিক উত্তর: (গ)
১৮৭. যুগের সাথে বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থায় ঘটেছে-
i. আধুনিকায়ন
ii. শিল্পায়ন
iii. বিশেষায়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. বাণিজ্যিক ব্যাংক তার ব্যবসায় পরিচালনার জন্য সাধারণত কয়টি খাতে ব্যয় করে?
Ο ক) ১৫ টি
Ο খ) ১৩ টি
Ο গ) ৮ টি
Ο ঘ) ৭ টি
সঠিক উত্তর: (খ)
১৮৯. কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ?
Ο ক) হুন্ডি বা বিনিময় বিল বাট্টাকরণ
Ο খ) ব্যাংকিং বিষয়ে গবেষণা
Ο গ) ঋণনিয়ন্ত্রণ
Ο ঘ) নোট ও মুদ্রা প্রচলন
সঠিক উত্তর: (ক)
১৯০. বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি?
Ο ক) লকার ভাড়া
Ο খ) বিমা প্রিমিয়াম
Ο গ) শুল্ক ও কর
Ο ঘ) নিরীক্ষকের বিল
সঠিক উত্তর: (ক)
১৯১. বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কী?
Ο ক) ঋণের সুদ
Ο খ) বিনিয়োগ
Ο গ) বিল বাট্টাকরণ
Ο ঘ) লকার ভাড়া
সঠিক উত্তর: (ক)
১৯২. বাণিজ্যিক ব্যাংকের খরছের খাত হল-
i. কমিশন প্রদান
ii. বিজ্ঞাপন খরচ
iii. নিরীক্ষকের ফি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৯৩. বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে-
i. ব্যবসায় প্রতিষ্ঠানে
ii. বৈদেশিক অর্থনীতিতে
iii. সরকারকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৯৪. বাণিজ্যিক ব্যাংক কোন উৎস থেকে নগদ ঋণ গ্রহণ করে?
Ο ক) কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) অন্যান্য ব্যাংক
Ο গ) আর্থিক সংস্থা
Ο ঘ) কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য ব্যাংক বা আর্থিক সংস্থা
সঠিক উত্তর: (ঘ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * DBBL মোট আয়ের ৫০ ভাগ অর্জন করে ঋণ প্রদান করে। পে-অর্ডার, চেক ও প্রত্যয়পত্র ইস্যু করেও এরা আয় করে। এছাড়াও তিতাসের পক্ষে এরা গ্যাস বিল সংগ্রহ করার মাধ্যম আয় করে।
১৯৫. তিতাসের পক্ষে ব্যাংকটি আয়ের জন্য যে কাজ করে তাকে কী বলে?
Ο ক) প্রতিনিধিত্ব
Ο খ) অংশীদারিত্ব
Ο গ) সমন্বয়কারী
Ο ঘ) সহযোগী
সঠিক উত্তর: (ক)
১৯৬. DBBL তিতাসের পক্ষে কীসের বিনিময়ে কাজ করে?
Ο ক) সুদ
Ο খ) বাট্টা
Ο গ) চার্জ
Ο ঘ) কমিশন
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে কে?
Ο ক) সরকার
Ο খ) ব্যাংক
Ο গ) সচিব
Ο ঘ) ব্যবস্থাপক
সঠিক উত্তর: (খ)
১৫২. ব্যাংকের প্রধান কাজ কোনটি?
Ο ক) জনগণের অর্থ বিভিন্ন হিসাবে জমা রাখা
Ο খ) দেশীয় মূলধনের গতিশীলতা বৃদ্ধি করা
Ο গ) জনগণের অর্থের নিরাপত্তা বিধান করা
Ο ঘ) মক্কেলদের ব্যবসায়িক পরামর্শ দেওয়া
সঠিক উত্তর: (ক)
১৫৩. বাণিজ্যিক ব্যাংক অতিরিক্ত সঞ্চিত অর্থ সংগ্রহ করে কোথায় বিনিয়োগ করে?
Ο ক) গ্রাহকের নিকট
Ο খ) ব্যাংকারের নিকট
Ο গ) ব্যবস্থাপকের নিকট
Ο ঘ) পরিচালকের নিকট
সঠিক উত্তর: (ক)
১৫৪. বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কয়টি?
Ο ক) ৮ টি
Ο খ) ১০ টি
Ο গ) ১২ টি
Ο ঘ) ১৩ টি
সঠিক উত্তর: (ঘ)
১৫৫. বাণিজ্যিক ব্যাংককে মুদ্রাবাজারের মধ্যমণি বলার কারণ-
i. গ্রাহকদের পাশাপাশি থেকে তাদেরকে ব্যাংককিং সুবিধা প্রদান করে
ii. কেন্দ্রীয় ব্যাংককে ঋণ নিয়ন্ত্রণে সহায়তা করে
iii. সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৫৬. আমদানি-রপ্তানি বাণিজ্যে ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্য হলো-
i. ব্যবসায়িক কার্যসম্পাদন
ii. ব্যবসায়িক নীতিমালা প্রণয়ন
iii. ব্যবসায়িক উপদেশ প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৫৭. Letter of Credit ইস্যু করে বাণিজ্যিক ব্যাংক কী আদায় করে?
Ο ক) সার্ভিস চার্জ
Ο খ) বিনিময়
Ο গ) কমিশন
Ο ঘ) সুদ
সঠিক উত্তর: (গ)
১৫৮. বাণিজ্যিক ব্যাংকের কাজ হল-
i. উত্থাপিত চেকের মর্যাদা প্রদান
ii. বিনিময় বিলবাট্টাকরণ
iii. বিভিন্ন প্রকার বিনিময় মাধ্যম সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৯. বাণিজ্যিক ব্যাংককে অর্থ বাজারের কী বলা হয়?
Ο ক) মুরুব্বি
Ο খ) মধ্যমণি
Ο গ) চালিকাশক্তি
Ο ঘ) মাদার
সঠিক উত্তর: (খ)
১৬০. কীভাবে বাণিজ্যিক ব্যাংক সকল শ্রেণির জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে?
Ο ক) অর্থের নিরাপত্তা প্রদানের মাধ্যমে
Ο খ) সম্পদের সুষম বন্টনের মাধ্যমে
Ο গ) সঞ্চয় প্রবণতা সৃষ্টির মাধ্যমে
Ο ঘ) আমানত গ্রহণ ও ঋণদান কার্যক্রমের মাধ্যমে
সঠিক উত্তর: (ঘ)
১৬১. বাণিজ্যিক ব্যাংক কীসের বিনিময়ে মক্কেলে র অর্থ স্থানান্তর করে ?
Ο ক) কমিশনের
Ο খ) সুদের
Ο গ) চার্জের
Ο ঘ) করের
সঠিক উত্তর: (ক)
১৬২. বাণিজ্যিক ব্যাংকের মূলধন-
i. ব্যবসায় প্রতিষ্ঠানে ঋণ হিসেবে প্রদান করা হয়
ii. বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়
iii. ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৬৩. বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা ব্যাংকের কী?
Ο ক) নীতি
Ο খ) কার্যক্রম
Ο গ) লক্ষ্য
Ο ঘ) উদ্দেশ্য
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রাথমিক উৎস কোনটি?
Ο ক) সংরক্ষিত তহবিল
Ο খ) আমানত
Ο গ) ধার গ্রহণ
Ο ঘ) পরিশোধিত মূলধন
সঠিক উত্তর: (ঘ)
১৬৫. ব্যাংক ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করে কীভাবে?
Ο ক) ব্যাংকের সাথে হিসাব খুলে
Ο খ) ব্যবস্থাপকের সাথে সাক্ষাৎ করিয়ে
Ο গ) গ্রাহকের চেক ইস্যু করে
Ο ঘ) সরকারি হিসাবে অর্থ জমা করে
সঠিক উত্তর: (ক)
১৬৬. বাণিজ্যিক ব্যাংক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে কীভাবে?
Ο ক) অর্থনীতিতে প্রসার ঘটিয়ে
Ο খ) সম্পদের সুষম বন্টন করে
Ο গ) সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করে
Ο ঘ) ধনী-দরিদ্রের দূরত্ব হ্রাস করে
সঠিক উত্তর: (ক)
১৬৭. দীর্ঘমেয়াদি ঋণ কত সময়ের জন্য হয়ে থাকে?
Ο ক) ৫ বা ততোধিক বছরের জন্য
Ο খ) ৩ বা ততোধিক বছরের জন্য
Ο গ) ৮ বছরের জন্য
Ο ঘ) ১০ বছরের জন্য
সঠিক উত্তর: (ক)
১৬৮. অর্থনৈতিক অগ্রগতিতে ব্যাংক ভূমিকা রাখে-
i. শিল্পে
ii. বাণিজ্যে
iii. শিক্ষায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. প্রাতিষ্ঠানিক পরিচালনায় বাণিজ্যিক ব্যাংক-
i. প্রচার কার্যে ব্যয় করে
ii. সঞ্চয়ী হিসাবে জমানো অর্থের উপর মুনাফা দেয়
iii. শিক্ষানবিশ সেলামি প্রদান করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭০. বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কী?
Ο ক) ঋণ প্রদান
Ο খ) সঞ্চয় বৃদ্ধি
Ο গ) মুনাফা অর্জন
Ο ঘ) সুদ অর্জন
সঠিক উত্তর: (গ)
১৭১. বাণিজ্যিক ব্যাংকের বিশেষ উদ্দেশ্য কী?
Ο ক) মুনাফা অর্জন
Ο খ) জনকল্যাণ
Ο গ) বিনিয়োগ বৃদ্ধি
Ο ঘ) মূলধন গঠন
সঠিক উত্তর: (ঘ)
১৭২. বিনিময়ের মাধ্যম হিসেবে বাণিজ্যিক ব্যাংক প্রচলন করে-
i. চেক
ii. হুন্ডি
iii. ট্রেজারি বিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৭৩. মূলধন গঠনে সহায়তা করা-
Ο ক) বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ
Ο খ) সমবায় ব্যাংকের অন্যতম কাজ
Ο গ) কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ
Ο ঘ) আর্থিক প্রতিষ্ঠানের অন্যতম কাজ
সঠিক উত্তর: (ক)
১৭৪. কীসের মাধ্যমে ব্যাংক আমানত সৃষ্টি করে?
Ο ক) দেনার
Ο খ) পাওনার
Ο গ) সঞ্চয়ের
Ο ঘ) ঋণের
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. দারিদ্র্য দূরীকরণে বাণিজ্যিক ব্যাংকের প্রকল্প হলো-
i. হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠা
ii. মাছের চাষ
iii. গরু-মহিষের খামার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৬. রুপালী ব্যাংক লি.-এর নিজস্ব তহবিলসমূহ যথাক্রমে পরিশোধিত মূলধন ৪ কোনটি, সঞ্চিতি তহবলি ১০০ কোটি, আমানত ১০০ কোটি এবং ঋণ ৫০ কোটি। এখানে রূপালী ব্যাংক লিমিটেডের তহবিলের প্রধান উৎস কোনটি?
Ο ক) আমানত
Ο খ) সঞ্চিতি তহবিল
Ο গ) পরিশোধিত মূলধন
Ο ঘ) ঋণ
সঠিক উত্তর: (গ)
১৭৭. বাণিজ্যিক ব্যাংককে কী বলা হয়?
Ο ক) ধার করা অর্থের ধারক
Ο খ) অর্থ আমানত গ্রহণকারী
Ο গ) প্রধান মুনাফা অর্জনকারী
Ο ঘ) প্রধান ঋণদাতা
সঠিক উত্তর: (ক)
১৭৮. বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মূল বৈসাদৃশ্য কোথায়?
Ο ক) গঠন
Ο খ) মালিকান
Ο গ) উদ্দেশ্য
Ο ঘ) শাখা
সঠিক উত্তর: (ক)
১৭৯. বিমা প্রিমিয়াম বাণিজ্যিক ব্যাংকের কী?
Ο ক) আয়
Ο খ) খরচ
Ο গ) ভাড়া
Ο ঘ) তহবিল
সঠিক উত্তর: (খ)
১৮০. ব্যাংকের তহবিল সংগ্রহের প্রাথমিক ও প্রধান উৎস কোনটি?
Ο ক) সংরক্ষিত তহবিল
Ο খ) পরিশোধিত মূলধন
Ο গ) আমানত
Ο ঘ) ধার গ্রহণ
সঠিক উত্তর: (খ)
১৮১. আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্য সম্পাদন বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত?
Ο ক) উৎপাদনমূলক
Ο খ) সেবামূলক
Ο গ) প্রতিনিধিত্বমূলক
Ο ঘ) রক্ষণাবেক্ষণমূলক
সঠিক উত্তর: (গ)
১৮২. বাণিজ্যিক ব্যাংকের বিশেষ লক্ষ্য কী?
Ο ক) মুনাফা অর্জন
Ο খ) ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাসকরণ
Ο গ) বাণিজ্য ও শিল্পের উন্নয়ন নিশ্চিত করা
Ο ঘ) জনকল্যাণ সাধন
সঠিক উত্তর: (গ)
১৮৩. কোন আয়কে ব্যাংকের কার্য পরিচালনাগত আয় হিসেবে বিবেচনা করা হয়?
Ο ক) অতিরিক্ত সুদের হার
Ο খ) সেবামূলক আয়
Ο গ) প্রতিনিধিত্বমূলক আয়
Ο ঘ) বিনিয়োগের আয়
সঠিক উত্তর: (ক)
১৮৪. বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি?
Ο ক) লকার ভাড়া
Ο খ) বিমা প্রিমিয়াম
Ο গ) শুল্ক ও কর
Ο ঘ) নিরীক্ষকের বিল
সঠিক উত্তর: (ক)
১৮৫. পরিশোধিত মূলধন হচ্ছে ব্যাংকের -
i. ঋণকৃত উৎস
ii. প্রধান উৎস
iii. প্রাথমিক উৎস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৮৬. ঋণ প্রদান করা ব্যাংকের একটি-
Ο ক) প্রয়োজনীয় কাজ
Ο খ) অপরিহার্য কাজ
Ο গ) গুরুত্বপূর্ণ কাজ
Ο ঘ) বিশেষ কাজ
সঠিক উত্তর: (গ)
১৮৭. যুগের সাথে বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থায় ঘটেছে-
i. আধুনিকায়ন
ii. শিল্পায়ন
iii. বিশেষায়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. বাণিজ্যিক ব্যাংক তার ব্যবসায় পরিচালনার জন্য সাধারণত কয়টি খাতে ব্যয় করে?
Ο ক) ১৫ টি
Ο খ) ১৩ টি
Ο গ) ৮ টি
Ο ঘ) ৭ টি
সঠিক উত্তর: (খ)
১৮৯. কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ?
Ο ক) হুন্ডি বা বিনিময় বিল বাট্টাকরণ
Ο খ) ব্যাংকিং বিষয়ে গবেষণা
Ο গ) ঋণনিয়ন্ত্রণ
Ο ঘ) নোট ও মুদ্রা প্রচলন
সঠিক উত্তর: (ক)
১৯০. বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি?
Ο ক) লকার ভাড়া
Ο খ) বিমা প্রিমিয়াম
Ο গ) শুল্ক ও কর
Ο ঘ) নিরীক্ষকের বিল
সঠিক উত্তর: (ক)
১৯১. বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কী?
Ο ক) ঋণের সুদ
Ο খ) বিনিয়োগ
Ο গ) বিল বাট্টাকরণ
Ο ঘ) লকার ভাড়া
সঠিক উত্তর: (ক)
১৯২. বাণিজ্যিক ব্যাংকের খরছের খাত হল-
i. কমিশন প্রদান
ii. বিজ্ঞাপন খরচ
iii. নিরীক্ষকের ফি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৯৩. বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে-
i. ব্যবসায় প্রতিষ্ঠানে
ii. বৈদেশিক অর্থনীতিতে
iii. সরকারকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৯৪. বাণিজ্যিক ব্যাংক কোন উৎস থেকে নগদ ঋণ গ্রহণ করে?
Ο ক) কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) অন্যান্য ব্যাংক
Ο গ) আর্থিক সংস্থা
Ο ঘ) কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য ব্যাংক বা আর্থিক সংস্থা
সঠিক উত্তর: (ঘ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * DBBL মোট আয়ের ৫০ ভাগ অর্জন করে ঋণ প্রদান করে। পে-অর্ডার, চেক ও প্রত্যয়পত্র ইস্যু করেও এরা আয় করে। এছাড়াও তিতাসের পক্ষে এরা গ্যাস বিল সংগ্রহ করার মাধ্যম আয় করে।
১৯৫. তিতাসের পক্ষে ব্যাংকটি আয়ের জন্য যে কাজ করে তাকে কী বলে?
Ο ক) প্রতিনিধিত্ব
Ο খ) অংশীদারিত্ব
Ο গ) সমন্বয়কারী
Ο ঘ) সহযোগী
সঠিক উত্তর: (ক)
১৯৬. DBBL তিতাসের পক্ষে কীসের বিনিময়ে কাজ করে?
Ο ক) সুদ
Ο খ) বাট্টা
Ο গ) চার্জ
Ο ঘ) কমিশন
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Finance