এস.এস.সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ১ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ১ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. ‘বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন’ করার প্রস্তাব গ্রহণ করা হয় কোন সংগঠনের যুবকর্মী সম্মেলনে?
Ο ক) বেঙ্গল ভলান্টিয়ার্স
Ο খ) আওয়ামী মুসলিম লীগ
Ο গ) গণ আজাদী লীগ
Ο ঘ) অর্থনৈতিক প্রতিষ্ঠান
 সঠিক উত্তর: (ঘ)

 ৫২. ১৯৪৭ সালের জুলাই মাসে কে উর্দকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব করেন?
Ο ক) মোহাম্মদ আলী জিন্নাহ
Ο খ) ড. জিয়াউদ্দিন আহমদ
Ο গ) লিয়াকত আলী খান
Ο ঘ) চৌধুরী খালিকুজ্জামান
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. পাকিস্তানের কেন্দ্রীয় সরকার পাকিস্তান সৃষ্টির পর থেকে পূর্ব পাকিস্তানের স্বতন্ত্র সাংস্কৃতিক সত্তাকে-
i. ধ্বংস করতে সক্ষম হয়
ii. ধ্বংস করার প্রচেষ্টা চালায়
iii. লালন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৫৪. কত তারিখে পাকিস্তান গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানানো হয়েছিল?
Ο ক) ১৯৪৭ সালের ২৩ ফেব্রুয়ারি
Ο খ) ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি
Ο গ) ১৯৪৭ সালের ২ ফেব্রুয়ারি
Ο ঘ) ১৯৪৮ সালের ২ ফেব্রুয়ারি
 সঠিক উত্তর: (খ)

 ৫৫. আলীগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন?
Ο ক) ড. জিয়াউদ্দিন আহমদ
Ο খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
Ο গ) ড. শামসুল হক
Ο ঘ) ধীরেন্দ্রনাথ দত্ত
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যাঁরা ভাষার জন্য জীবন দেন তাঁদের মধ্যে অন্যতম হলেন-
i. আব্দুল জব্বার
ii. মতিউর রহমান
iii. শফিউর রহমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i,ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৫৭. রাষ্ট্রভাষা বাংলা কত সালে পাকিস্তানের সংবিধানে অন্তর্ভূক্ত হয়?
Ο ক) ১৯৫২
Ο খ) ১৯৫৩
Ο গ) ১৯৫৬
Ο ঘ) ১৯৫৮
 সঠিক উত্তর: (গ)

 ৫৮. পাকিস্তানি শাসনপর্বে প্রথম জাতীয় মুক্তির আন্দোলন কোনটি?
Ο ক) ভাষা আন্দোলন
Ο খ) স্বাধিকার আন্দোলন
Ο গ) উনসত্তরের গণঅভ্যুত্থান
Ο ঘ) মুক্তিযুদ্ধ আন্দোলন
 সঠিক উত্তর: (ক)

 ৫৯. তমদ্দুন মজলিশ গড়ে ওঠে কেন?
Ο ক) মাতৃভাষার দাবি আদায়ের জন্য
Ο খ) স্বাধীনতা লাভের জন্য
Ο গ) কৃষকের স্বার্থ প্রতিষ্ঠার জন্য
Ο ঘ) শিক্ষার দাবি প্রতিষ্ঠার জন্য
 সঠিক উত্তর: (ক)

 ৬০. কোন ভাষা বিজ্ঞানী পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে গ্রহণের প্রস্তাবের বিরোধিতা করেন?
Ο ক) ড. আনিসুজ্জামান
Ο খ) পবিত্র সরকার
Ο গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
Ο ঘ) হরপ্রসাদ শাস্ত্রী
 সঠিক উত্তর: (গ)

 ৬১. ১৯৪৮ সালের ২১ মার্চ কে দ্ব্যর্থহীন কণ্ঠে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষনা করেন?
Ο ক) আইয়ুব খান
Ο খ) মোহাম্মদ আলী জিন্নাহ
Ο গ) ইয়াহিয়া খান
Ο ঘ) জুলফিকার আলী ভুট্টো
 সঠিক উত্তর: (খ)

 ৬২. পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা হচ্ছে-
i. দেশের সর্বত্র উর্দু ভাষার ব্যবহার
ii. গণপরিষদে শুধু উর্দু ও ইংরেজি ভাষার ব্যবহার
iii. করাচির শিক্ষা সম্মেলনে রাষ্ট্রভাষঅ উর্দু সিদ্ধান্ত গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৬৩. পূর্ব পাকিস্তাতনের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন ১৯৪৮ সালের কত তারিখে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন?
Ο ক) ৯ মার্চ
Ο খ) ১১ মার্চ
Ο গ) ১৫ মার্চ
Ο ঘ) ২০ মার্চ
 সঠিক উত্তর: (গ)

 ৬৪. ২২ ফেব্রুয়ারি প্রথম শহিদ মিনার কে উদ্বোধন করেন?
Ο ক) শহিদ শফিউরের মাতা
Ο খ) শহিদ শফিউরের পিতা
Ο গ) শহিদ বরকতের পিতা
Ο ঘ) শহিদ সালামের মাতা
 সঠিক উত্তর: (খ)

 ৬৫. ২২ ফেব্রুয়ারি শোক র‌্যালিতে পুলিশের গুলিতে শহিদ হন কোন ভাষা সৈনিক?
Ο ক) আব্দুস সালাম
Ο খ) শফিউর
Ο গ) আবুল বরকত
Ο ঘ) আব্দুল জব্বার
 সঠিক উত্তর: (খ)

 ৬৬. মোহাম্মদ আলী জিন্নাহকে অনুকরণ করে পাকিস্তানের উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিয়েছিলেন কোন প্রধানমন্ত্রী?
Ο ক) মোহাম্মদ আলী বগুড়া
Ο খ) চৌধুরী মোহাম্মদ আলী
Ο গ) লিয়াকত আলী খান
Ο ঘ) খাজা নাজিমুদ্দীন
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৭. আমরা ২১ ফ্রেব্রুয়ারির সময় শহিদ মিনারে যাই। এটি ভাষা আন্দোলনের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত। এই স্মৃতি স্তম্ভ-
i. বাঙালি যুবকদের রক্তদানের স্বীকৃতি
ii. বাঙালিদের প্রথম প্রতিবাদের স্মারক
iii. ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাস্তম্ভ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৮. বাংলা ভাষা ও সাহিত্যে ভাষঅ আন্দোলন একটি বিশেষ স্থান দখল করে আছে। এর ছাপ দেখা যায় বিশেষ রচানায়। যেমন জহির রায়হানের রচনা-
Ο ক) কবর
Ο খ) আরেক ফাল্গুন
Ο গ) হাজার বছর ধরে
Ο ঘ) সংশপ্তক
 সঠিক উত্তর: (খ)

 ৬৯. কোন ধরনের প্রতিষ্ঠান হিসেবে ‘তমদ্দুন মজলিশ’ গড়ে উঠেছিল?
Ο ক) সাহায্যকারী প্রতিষ্ঠান
Ο খ) সাংস্কৃতিক প্রতিষ্ঠান
Ο গ) রাজনৈতিক প্রতিষ্ঠান
Ο ঘ) অর্থনৈতিক প্রতিষ্ঠান
 সঠিক উত্তর: (খ)

 ৭০. কেন্দ্রীয় শহিদ মিনার কে উন্মোচন করেন?
Ο ক) শহিদ শফিউর রহমানের বাবা
Ο খ) শহিদ জব্বারের বাবা
Ο গ) শহিদ বরকতের বাবা
Ο ঘ) শহিদ সালামের বাবা
 সঠিক উত্তর: (ক)

 ৭১. পাকিস্তানের শুরু থেকেই কাদের হাতে শাসনভার কেন্দ্রীভূত হতে থাকে?
Ο ক) পূর্ব বাংলার ধনিক গোষ্ঠীর
Ο খ) পশ্চিম পাকিস্তানের ধনিক গোষ্ঠীর
Ο গ) পূর্ব বাংলার রাজনীতিবিদদের
Ο ঘ) পশ্চিম পাকিস্তনের রাজনীতিবিদদের
 সঠিক উত্তর: (খ)

 ৭২. ১৯৫২ সালের ২৬ জানুয়ারি এক জনসভায় খাজা নাজিমুদ্দীন জিন্নাহকে অনুকরণ করে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা প্রদান করেন। এ সময় খাজা নাজিমুদ্দীন কী দায়িত্বে ছিলেন?
Ο ক) পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী
Ο খ) পাকিস্তানের প্রধানমন্ত্রী
Ο গ) পাকিস্তানের স্পিকার
Ο ঘ) প্রাদেশিক আইনসভার স্পিকার
 সঠিক উত্তর: (খ)

 ৭৩. ২১ ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে রচিত ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ গানটি কে রচানা করেন?
Ο ক) আব্দুল লতিফ
Ο খ) আব্দুল গাফ্ফার চৌধুরী
Ο গ) মাহবুবু-উল-আলম চৌধুরী
Ο ঘ) আলাউদ্দিন আল আজাদ
 সঠিক উত্তর: (ক)

 ৭৪. ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘের কোন অঙ্গ প্রতিষ্ঠান?
Ο ক) ইউনিসেফ
Ο খ) ফাও
Ο গ) ইউএনডিপি
Ο ঘ) ইউনেস্কো
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৫. ভাষা আন্দোলনের তাৎপর্য হলো-
i. পরবর্তীকালের সকল আন্দোলনে অনুপ্রেরণা যোগায়
ii. বাঙালিদের ঐক্য ও স্বাধীনতার চেতনায় অনুপ্রাণিত করে
iii. এটি বাঙালিদের মুক্তির প্রথম আন্দোলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৬. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কোনটি?
Ο ক) ওসমানী উদ্যান
Ο খ) জিয়া উদ্যান
Ο গ) সোহরাওয়ার্দী উদ্যান
Ο ঘ) চন্দ্রিমা উদ্যান
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরেও দেশে ঐক্য প্রতিষ্ঠা হয়নি। এর কারণ হিসেবে মনে করা হয়-
i. সম্পদের সুষম বন্টন না করা
ii. স্বায়ত্তশাসনের দাবির প্রতি অভজ্ঞা করা
iii. সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষাকে মর্যাদা না দেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৮. ‘তমদ্দুন মজলিশ’ প্রকাশিত ভাষা আন্দোলনের পুস্তিকাটির নম কী?
Ο ক) উর্দু ভাষায় শিক্ষা দান
Ο খ) পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু
Ο গ) বাংলার ভাষা বাংলা
Ο ঘ) বাংলা ভাষার যৌক্তিক দাবি
 সঠিক উত্তর: (খ)

 ৭৯. কে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা হিসেবে উর্দুকে গ্রহণের প্রস্তাবের বিরোধিতা করেছিলেন?
Ο ক) ধীরেন্দ্রনাথ দত্ত
Ο খ) এ.কে. ফজলুল হক
Ο গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
Ο ঘ) আবুল মুনসুর আহমেদ
 সঠিক উত্তর: (খ)

 ৮০. ভাষা শহিদদের স্মরণে নির্মিত প্রথম শহিদ মিনার উদ্বোধন করেছিলেন কে?
Ο ক) শহিদ শফিউরের পিতা
Ο খ) শহিদ আবুল বরকতের পিতা
Ο গ) শহিদ আব্দুল জব্বারের পিতা
Ο ঘ) শহিদ রফিকউদ্দিনের পিতা
 সঠিক উত্তর: (ক)

 ৮১. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৯৫২ সালের কত তারিখে দেশব্যাপী হরতার আহ্বান করেন?
Ο ক) ২০ জানুয়ারি
Ο খ) ১ ফেব্রুয়ারি
Ο গ) ২১ ফেব্রুয়ারি
Ο ঘ) ২৩ ফেব্রুয়ারি
 সঠিক উত্তর: (গ)

 ৮২. কখন পূর্ব বাংলার জনগণ পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র এবং দ্বিজাতি তত্ত্বের ভুলগুলো বুঝাতে শুরু করে?
Ο ক) বঙ্গভঙ্গের পর
Ο খ) বঙ্গভঙ্গ রদের পর
Ο গ) ভাষা আন্দোলনের পর
Ο ঘ) পাকিস্তান প্রতিষ্ঠার পর
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৩. কোন শহরে ১৯৪৭ সালের শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
Ο ক) পেশোয়ার
Ο খ) লহোর
Ο গ) করাচি
Ο ঘ) রাওয়ালপিন্ডি
 সঠিক উত্তর: (গ)

 ৮৪. তমদ্দুন মজলিশ কখন গঠিত হয়?
Ο ক) ১৯৪৫ সালের ২ জানুয়ারি
Ο খ) ১৯৪৬ সালের ১৭ জুন
Ο গ) ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর
Ο ঘ) ১৯৪৮ সালের ২ সেপ্টেম্বর
 সঠিক উত্তর: (গ)

 ৮৫. ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’- কবিতাটির রচয়িতা কে?
Ο ক) কবি আলাউদ্দিন আল আজাদ
Ο খ) কবি মাহবুব-উল-আলম চৌধুরী
Ο গ) কবি শামসুর রহমান
Ο ঘ) কবি জসীমউদ্দীন
 সঠিক উত্তর: (খ)

 ৮৬. ভাষা আন্দোলনের সময় চাকমারা সমর্থন করেছিল কোন ভাষাকে?
Ο ক) উর্দু
Ο খ) বাংলা
Ο গ) চাকমা ভাষা
Ο ঘ) আঞ্চলিক ভাষা
 সঠিক উত্তর: (খ)

 ৮৭. প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করার প্রতিবাদে ধর্মঘট পালিত হয় কোন তারিখে?
Ο ক) ১৯৪৮ সালের ১১ মার্চ
Ο খ) ১৯৪৮ সালের ১৫ মার্চ
Ο গ) ১৯৫২ সালের ২৬ জানুয়ারি
Ο ঘ) ১৯৫২ সালের ৩০ জানুয়ারি
 সঠিক উত্তর: (ঘ)

 নিচের উদ্দীকটি পড় এবং নিচের ২টি নং প্রশ্নের উত্তর দাও: জহির রায়হানের ‘একুশের গল্পে’ মমিন পড়লো ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে মিছিল বের করলে পুলিশ মিছিলের ওপর গুলি চালায় এতে রফিক, জব্বার, বরকত নিহত হন। মমিন বিষয়টা পড়ে খুব চিন্তিত।

 ৮৮. মমিনের পঠিত গল্পে কোন আন্দোলনের কথা বলা হয়েছে?
Ο ক) ভাষা আন্দোলন
Ο খ) স্বাধীনতা সংগ্রাম
Ο গ) গণঅভ্যুত্থান
Ο ঘ) ছয় দফা আন্দোলন
 সঠিক উত্তর: (ক)

 ৮৯. উক্ত আন্দোলনের অর্জন ছিল-
i. সংস্কৃত ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দান
ii. বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষঅর মর্যাদা দান
iii. একুশে ফেব্রুয়ারির স্মরণে যুক্তফ্রন্টের একুশ দফা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post