এস.এস.সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ২ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ২ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. জিয়াউর রহমান জাগদলের পরিবর্তে কোন দলটি গঠন করে?
Ο ক) জাতীয় পার্টি
Ο খ) কল্যাণ পার্টি
Ο গ) বিকল্প ধারা
Ο ঘ) বিএনপি
 সঠিক উত্তর: (ঘ)

 ৫২. মেজর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে কত নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন?
Ο ক) ১ নং
Ο খ) ২ নং
Ο গ) ৭ নং
Ο ঘ) ১১ নং
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. যে কর্মসূচী বাংলাদেশের দারিদ্র‌্য বিমোচনে বিশেষ ভূমিকা রেখেছে -
i. দিন বদলের পদক্ষেপ
ii. জাতীয় দারিদ্র‌্য নিরসন কৌশলপত্র
iii. জাতীয় দারিদ্র‌্য নিরসন কৌশলপত্র-২
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৪. ১৯৭১ সালের ১১ এপ্রিল বেতার ভাষণে মুজিবনগর সরকার গঠনের কথা প্রচার করেন কে?
Ο ক) তাজউদ্দিন আহমদ
Ο খ) সৈয়দ নজরুল ইসলাম
Ο গ) এ এইচ এম কামরুজ্জামান
Ο ঘ) এম মনসুর আলী
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. প্রতিবেশী রাষ্টগুলোর সাথে বাংলাদেশের সংবিধান প্রণয়নের সামঞ্জস্যপূর্ণ তথ্য হলো -
i. পাকিস্তান সময় নিয়েছিল ৫ বছর
ii. ভারত সময় নিয়েছিল ৩ বছর
iii. বাংলাদেশ সময় নিয়েছিল ১০ মাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৫৬. বাংলাদেশে গত ৪০ বছরে দারিদ্র্যের হার কত শতাংশে নেমে এসেছে?
Ο ক) ৩০
Ο খ) ৩৩
Ο গ) ৫০
Ο ঘ) ৬০
 সঠিক উত্তর: (ক)

 ৫৭. ১৯৭০ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় -
i. জাতীয় পরিষদের
ii. প্রাদেশিক পরিষদের
iii. ইউনিয়ন পরিষদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৮. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
Ο ক) এম. মনসুর আলী
Ο খ) তাজউদ্দিন আহমেদ
Ο গ) খন্দকার মোশতাক আহমেদ
Ο ঘ) এ.এইচ.এম. কামরুজ্জামান
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৯. যে সকল কারণ দেখিয়ে জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা গ্রহণ করেছিলেন সেগুলো হলো -
i. বিচারপতি সাত্তারের দুর্বল নেতৃত্ব
ii. রাজনৈতিক অস্থিরতা
iii. আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬০. বাঙালি জাতির সকল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পারন করে কোন সমাজ?
Ο ক) সাংবাদিক
Ο খ) কৃষক
Ο গ) শিক্ষক
Ο ঘ) ছাত্র
 সঠিক উত্তর: (ঘ)

 ৬১. পশ্চিম পাকিস্তান আমাদের কত বছর শাসন করে?
Ο ক) ২০
Ο খ) ২২
Ο গ) ২৪
Ο ঘ) ২৬
 সঠিক উত্তর: (গ)

 ৬২. বঙ্গবন্ধু কবে সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভার মাধ্যমে স্বাধীনতার ডাক দেন?
Ο ক) ১৯৭১ সালের ৩ মার্চ
Ο খ) ১৯৭১ সালের ৪ মার্চ
Ο গ) ১৯৭১ সালের ৬ ডিসেম্বর
Ο ঘ) ১৯৭১ সালের ৭ মার্চ
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৩. মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে ছিলেন?
Ο ক) সৈয়দ নজরুল ইসলাম
Ο খ) তাজউদ্দিন আহমদ
Ο গ) এ এইচ এম কামরুজ্জামান
Ο ঘ) এম. মনসুর আলী
 সঠিক উত্তর: (ক)

 ৬৪. বঙ্গবন্ধু হত্যাকান্ডে কারা জড়িত বলে মনে করা হয়?
Ο ক) বিদেশি ব্যবসায়ীরা
Ο খ) বিদেশি শাসকচক্র
Ο গ) বিদেশি আমলারা
Ο ঘ) দেশি বামপন্থিরা
 সঠিক উত্তর: (খ)

 ৬৫. মুজিবনগর কোথায়?
Ο ক) তালতলা, মেহেরপুর
Ο খ) বৈদ্যনাথতলা, মেহেরপুর
Ο গ) খিজিরপুর, মেহেরপুর
Ο ঘ) পোড়াদহ, মেহেরপুর
 সঠিক উত্তর: (খ)

 ৬৬. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল নিয়াজী কার কাছে আত্মসমর্পণ করেন?
Ο ক) ভারতীয় বাহিনীর কাছে
Ο খ) মুক্তিযোদ্ধাদের কাছে
Ο গ) সেনাবাহিনীর কাছে
Ο ঘ) যৌথ কমান্ডের কাছে
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৭. সৈয়দ নজরুল ইসলাম কত সালে শহিদ হন?
Ο ক) ১৯৭১ সালে
Ο খ) ১৯৭২ সালে
Ο গ) ১৯৭৫ সালে
Ο ঘ) ১৯৭৪ সালে
 সঠিক উত্তর: (গ)

 ৬৮. শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনকে একসাথে কখন গ্রেফতার করা হয়?
Ο ক) ১৯৮৩ সালের ২২ নভেম্বর
Ο খ) ১৯৮৪ সালের ৭ নভেম্বর
Ο গ) ১৯৮৫ সালের ৭ নভেম্বর
Ο ঘ) ১৯৮৭ সালের ১২ নভেম্বর
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৯. কততম জাতীয় সংসদে প্রথমবারের মতো জারিকৃত সামরিক শাসন প্রত্যাহার করা হয়েছিল?
Ο ক) ২য় সংসদ
Ο খ) ৫ম সংসদ
Ο গ) ৭ম সংসদ
Ο ঘ) ৮ম সংসদ
 সঠিক উত্তর: (খ)

 ৭০. কত সালে প্রেসিডেন্ট এরশাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যবস্থা করেন?
Ο ক) ১৯৭৩ সালে
Ο খ) ১৯৭৫ সালে
Ο গ) ১৯৮২ সালে
Ο ঘ) ১৯৮৩ সালে
 সঠিক উত্তর: (ঘ)

 ৭১. কর্ণেল তাহেরকে ফাঁসি দেওয়ার মূল উদ্দেশ্য কী ছিল?
Ο ক) তাহের ১৫ আগস্টের হত্যার সাথে জড়িত ছিলেন
Ο খ) জিয়াউর রহমানের ক্ষমতা সুসংহত করা
Ο গ) কর্ণেল তাহের সেনাপ্রধান হতে চেয়েছিলেন
Ο ঘ) তিনি বিশ্বাস ভঙ্গ করেছিলেন
 সঠিক উত্তর: (খ)

 ৭২. পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় হাবিব সাহেব মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি কোন বাহিনীর নেতৃত্বে যুদ্ধ করেছিলেন?
Ο ক) গেরিলা বাহিনী
Ο খ) কাদেরিয়া বাহিনী
Ο গ) মায়াবাহিনী
Ο ঘ) মুক্তিফৌজ
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৩. সামরিক আইন দ্বারা জিয়াউর রহমান কোন মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডারকে ফাঁসি দেন?
Ο ক) মেজর শফিউল্লাহ
Ο খ) বিগ্রেডিয়ার খালেদ মোশাররফ
Ο গ) মেজর ডালিম
Ο ঘ) কর্ণেল আবু তাহের
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৪. মুক্তিযুদ্ধের সময়ে খাদ্য, বস্ত্র, অস্ত্র প্রশিক্ষণের জন্য কোন নেতা অর্থ সংস্থানের দায়িত্বে নিয়োজিত ছিলেন?
Ο ক) তাজউদ্দিন আহমদ
Ο খ) মওলানা ভাসানী
Ο গ) এ এইচ এম কামরুজ্জামান
Ο ঘ) এম মনসুর আলী
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৫. বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রচারসেল মুক্তিযুদ্ধের সময় নিচের কোনটি প্রকাশ করত?
Ο ক) বই
Ο খ) পুস্তিকা
Ο গ) পত্রিকা
Ο ঘ) কথিকা সংকলন
 সঠিক উত্তর: (গ)

 ৭৬. বিচারপতি এ এস এম সায়েম বাংলাদেশের কোন আদালতের প্রধান বিচারপতি ছিলেন?
Ο ক) সুপ্রিম কোর্ট
Ο খ) হাইকোর্ট
Ο গ) আপিল কোর্ট
Ο ঘ) জেলা কোর্ট
 সঠিক উত্তর: (ক)

 ৭৭. মুক্তিযুদ্ধের সময় সর্বস্তরের সংগ্রামী জনগণের মনোবল চাঙ্গা রাখতে বিশেষভাবে ভূমিকা পালন করে -
i. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
ii. পত্র পত্রিকা
iii. বাংলাদেশ টেলিভিশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. ১৯৭০ সালের নির্বাচনের পর ভুট্টো-ইয়াহিয়া যে ষড়যন্ত্র করেন তার প্রত্যক্ষ ফলাফল কোনটি?
Ο ক) ৩ মার্চের অধিবেশন স্থগিত করা
Ο খ) ৩ মার্চের অধিবেশন আরো এগিয়ে আনা
Ο গ) ৩ মার্চের অধিবেশন পিছিয়ে দেওয়া
Ο ঘ) ক্ষমতা হস্তান্তরে পশ্চিত পাকিস্তানের প্রস্তুতি নেওয়া
 সঠিক উত্তর: (ক)

 ৭৯. মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ পুনর্গঠনের দায়িত্ব নেয় কোন সরকার?
Ο ক) বঙ্গবন্ধু সরকার
Ο খ) সামরিক সরকার
Ο গ) অস্থায়ী সরকার
Ο ঘ) মোশতাক সরকার
 সঠিক উত্তর: (ক)

 ৮০. সামরিক আইন জারির সময় হুসেইন মুহম্মদ এরশাদ কোন পদে অধিষ্ঠিত ছিলেন?
Ο ক) সেনাপ্রধান
Ο খ) লেফটেন্যান্ট জেনারেল
Ο গ) ফিল্ড মার্শাল
Ο ঘ) লেফটেন্যান্ট কর্ণেল
 সঠিক উত্তর: (ক)

 ৮১. মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমত গঠনের জন্য সরকার ও রাজনৈতিক নেতৃত্ব -
i. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা করেন
ii. গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন
iii. বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৮২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন প্রচার মাধ্যমটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রভাব রাখে?
Ο ক) বিবিসি
Ο খ) ভোয়া
Ο গ) নিউইয়র্ক টাইমস
Ο ঘ) ইনডিপেনডেন্ট
 সঠিক উত্তর: (ক)

 ৮৩. কোনটিকে বাংলাদেশের মূল সংবিধান বলা হয়?
Ο ক) ১৯৭২ সালের সংবিধানকে
Ο খ) ১৯৭৩ সালের সংবিধানকে
Ο গ) ১৯৭৮ সালের সংবিধানকে
Ο ঘ) ১৯৮২ সালের সংবিধানকে
 সঠিক উত্তর: (ক)

 * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: পাকিস্তানি সৈন্যদের হাতে গ্রেফতার হওয়ার পূর্বেই মধ্যরাতের পর অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন। তিনি ঢাকায় দলীয় নেতৃবৃন্দ এবং ওয়্যারলেস যোগে চট্টগ্রামের ঘনিষ্ঠ সহকর্মীদের নিকট বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পৌঁছে দিয়ে তা প্রচারের নির্দেশ দেন। চট্টগ্রাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ২৬ মার্চ ঘোষণাটি বঙ্গবন্ধুর নামে প্রচারিত হয়।

 ৮৪. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মধ্যে প্রধান ছিল -
Ο ক) বাঙালি জাতির মুক্তি
Ο খ) সামরিক আইন প্রত্যাহার
Ο গ) বৈষম্যমূলক শাসন প্রতিষ্ঠা
Ο ঘ) পূর্ণাঙ্গ স্বাধীনতা প্রদান
 সঠিক উত্তর: (ক)

 ৮৫. বঙ্গবন্ধুর ঘোষণার পরিপ্রেক্ষিতে আমরা যে স্বাধীনতা অর্জন করি তা রক্ষা করার জন্য -
i. দেশপ্রেমী হতে হবে
ii. দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে
iii. স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post