এস.এস.সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ৩ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ৩ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. নয়াবাস পরিবারে নবদম্পতি কীভাবে বসবাস করে?
Ο ক) পৃথক বাড়িতে
Ο খ) স্ত্রীর পিতার বাড়িতে
Ο গ) স্বামীর পিতার বাড়িতে
Ο ঘ) স্ত্রীর নিজস্ব বাড়িতে
 সঠিক উত্তর: (ক)

 ৫২. আদর্শ পরিবার কোনটি?
Ο ক) বহুপতি পরিবার
Ο খ) বহুপত্নী পরিবার
Ο গ) একপত্নী পরিবার
Ο ঘ) একক পরিবার
 সঠিক উত্তর: (গ)

 ৫৩. পরিবারের মধ্যে সংঘটিত হয় -
i. সন্তান প্রতিপালন
ii. মূল্যবোধ গঠন
iii. অধিকার সচেতনতা সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৪. শিশুর সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কী?
Ο ক) পরিবার
Ο খ) সামাজিক প্রতিষ্ঠান
Ο গ) ধর্মীয় প্রতিষ্ঠান
Ο ঘ) স্থানীয় গোষ্ঠী
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. ব্যক্তির ব্যক্তিত্বে গভীর প্রভাব ফেলে -
i. প্রামাণ্য চলচ্চিত্র
ii. সামাজিক চলচ্চিত্র
iii. জীবনভিত্তিক চলচ্চিত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৫৬. কোনটি থেকে সমাজের উৎপত্তি?
Ο ক) গোত্র
Ο খ) দল
Ο গ) দলবদ্ধ মানুষ
Ο ঘ) পরিবার
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৭. অধিকাংশ হিন্দু পরিবার বর্ণপ্রথাকে কী মনে করে?
Ο ক) ঐতিহ্য
Ο খ) ধর্মীয় নির্দেশ
Ο গ) কুসংস্কার
Ο ঘ) পারিবারিক ধারাবাহিকতা
 সঠিক উত্তর: (গ)

 ৫৮. বাংলাদেশে কোন সমাজে বর্ধিত পরিবার দেখা যায়?
Ο ক) গ্রামীণ কৃষি সমাজে
Ο খ) গ্রামীণ মুসলিম সমাজে
Ο গ) গারো সমাজে
Ο ঘ) চাকমা সমাজে
 সঠিক উত্তর: (ক)

 ৫৯. সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে -
i. পরিবার ও বাবা
ii. পরিবার ও মা
iii. সাংস্কৃতিক জ্ঞান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৬০. বাকের সম্প্রতি বিয়ে করেছে। সে বাবা-মার সাথে না থেকে স্ত্রীকে নিয়ে নতুন বাসায় উঠেছে। বাকেরের পরিবারটি কোন ধরনের?
Ο ক) পিতৃবাস
Ο খ) মাতৃবাস
Ο গ) একপত্নী
Ο ঘ) নয়াবাস
 সঠিক উত্তর: (ঘ)

 ৬১. শিশুর মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখে -
i. শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মকানুন
ii. ধর্মীয় বিধি-বিধান
iii. পারিবারিক সম্প্রীতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৬২. কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (খ)

 ৬৩. মানবসমাজে পরিবারের কার্যাবলি কীরূপ?
Ο ক) সংকুচিত
Ο খ) বহু ধারায় বিভক্ত
Ο গ) অবিন্যস্ত
Ο ঘ) বহুমাত্রিক
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. বাংলাদেশের খাসিয়া ও গারোদের পরিবার কেমন?
Ο ক) মাতৃসূত্রীয় পরিবার
Ο খ) পিতৃসূত্রীয় পরিবার
Ο গ) পিতৃপ্রধান পরিসার
Ο ঘ) মাতৃবাস পরিবার
 সঠিক উত্তর: (ক)

 ৬৫. এক বিবাহ পরিবারের বৈশিষ্ট্য -
i. স্বামী-স্ত্রীসহ মিলেমিশে বসবাস করা
ii. দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে
iii. দুজনে একই সমাজের রীতিনীতি মেনে চলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৬. নতুন নিয়মকানুন, রীতিনীতি এবং নতুন পরিবেশ পরিস্থিতির সাথে আমাদের কী করতে হবে?
Ο ক) বিরোধে জড়াতে হবে
Ο খ) মোকাবেলা করতে হবে
Ο গ) খাপ খাইয়ে চলতে হবে
Ο ঘ) সমতা করার চেষ্টা করতে হবে
 সঠিক উত্তর: (গ)

 ৬৭. একক পরিবারের অপর নাম কী?
Ο ক) অনু পরিবার
Ο খ) একজনের পরিবার
Ο গ) দুইজনের পরিবার
Ο ঘ) সন্তানহীন পরিবার
 সঠিক উত্তর: (ক)

 ৬৮. গোষ্ঠী জীবনের প্রথম ধাপ কোনটি?
Ο ক) প্রতিষ্ঠান
Ο খ) ধর্ম
Ο গ) পরিবার
Ο ঘ) বিবাহ
 সঠিক উত্তর: (গ)

 ৬৯. গারোদের পরিবার - i. মাতৃ বংশানুক্রমিক ii. পিতৃতান্ত্রিক iii. মাতৃবাস নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৭০. শিশুদের শিক্ষার উল্লেখযোগ্য প্রতিষ্ঠান -
i. কিন্ডারগার্টেন
ii. শিশু একাডেমী
iii. ধর্মীয় প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭১. সামাজিকীকরণ একটি -
i. জীবনব্যাপী প্রক্রিয়া
ii. চলমান প্রক্রিয়া
iii. নতুনভাবে খাপ খাওয়ানোর প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭২. স্বামী-স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবারের ধরন কয়টি?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৬
Ο ঘ) ৭
 সঠিক উত্তর: (খ)

 ৭৩. বহুপতি পরিবার একসময় দেখা যেত -
i. তিব্বতে
ii. বাংলাদেশের উত্তরাঞ্চলে
iii. দক্ষিণ ভারতের মালাগড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৭৪. অন্তর্গোত্রভিত্তিক বিবাহের উদ্দেশ্য কী?
Ο ক) নিজেদের মধ্যে জানাশোনা
Ο খ) গোত্রে গোত্রে মিল রাখা
Ο গ) রক্তের বন্ধন ও বিশুদ্ধতা রক্ষা
Ο ঘ) গোত্রকে আলাদা হতে না দেওয়া
 সঠিক উত্তর: (গ)

 * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: রবি বিয়ে করেছেন পাশের গ্রামের নোমান চৌধুরীর কন্যা সোমাকে, বিয়ের পর সোমাকে নিয়ে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। নোমান চৌধুরী মাঝে মধ্যে এসে সোমাকে দেখে যান।

 ৭৫. বিবাহোত্তর স্বামী-স্ত্রীর বসবাসের স্থানের ওপর ভিত্তি করে রবি কোন ধরনের পরিবারের সদস্য?
Ο ক) নয়াবাস
Ο খ) মাতৃবাস
Ο গ) পিতৃবাস
Ο ঘ) মাতৃতান্ত্রিক
 সঠিক উত্তর: (গ)

 ৭৬. রবির পরিবারের মতো পরিবার লক্ষ করা যায় -
i. কৃষক সমাজে
ii. গ্রামাঞ্চলে
iii. আমাদের সমাজে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post