এস.এস.সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ৪ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ৪ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. পৃথিবীর মানচিত্রে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য পূর্ব-পশ্চিমে যে কাল্পনিক রেখা অঙ্কন করা হয় সেটি কী নামে পরিচিত?
Ο ক) দ্রাঘিমা রেখা
Ο খ) অক্ষরেখা
Ο গ) বিষুবরেখা
Ο ঘ) মূল মধ্যরেখা
 সঠিক উত্তর: (খ)

 ৫২. ‘ফেবোস’ কার উপগ্রহ?
Ο ক) বৃহস্পতির
Ο খ) মঙ্গলের
Ο গ) শনির
Ο ঘ) নেপচুনের
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. গ্রিনিচের সঠিক সময় কোন ঘড়ি থেকে জানা যায়?
Ο ক) টাইমমিটার
Ο খ) ব্যারোমিটার
Ο গ) অটোমিটার
Ο ঘ) ক্রনোমিটার
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৪. ট্রপোমন্ডলের গড় গভীরতা কত কিলোমিটার?
Ο ক) ১১
Ο খ) ১২
Ο গ) ১৩
Ο ঘ) ১৪
 সঠিক উত্তর: (গ)

 ৫৫. শুক্র গ্রহ সন্ধ্যায় পশ্চিমাকাশে কী নামে পরিচিত?
Ο ক) শুকতারা
Ο খ) সন্ধ্যাতারা
Ο গ) ধ্রুবতারা
Ο ঘ) নীহারিকা
 সঠিক উত্তর: (খ)

 ৫৬. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?
Ο ক) ফেবোস
Ο খ) ক্যারন
Ο গ) চন্দ্র
Ο ঘ) গ্যানিমেড
 সঠিক উত্তর: (গ)

 ৫৭. যখন সূর্য পৃথিবীর নিকটতম স্থানে থাকে তখন তাকে কী বলে?
Ο ক) অপসূর
Ο খ) অনুসূর
Ο গ) শারদ বিষুব
Ο ঘ) বাসন্ত বিষুব
 সঠিক উত্তর: (খ)

 ৫৮. মহাকর্ষণ শক্তির ফলে -
i. পৃথিবী চন্দ্রের চারদিকে ঘুরছে
ii. চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরছে
iii. সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৯. ইন্দোনেশিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি দেশ। ২১ শে জুন তারিখে ইন্দোনেশিয়াতে -
i. শীতকাল থাকবে
ii. ভূপৃষ্ঠ বেশি উত্তপ্ত থাকবে
iii. দিন ছোট থাকবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৬০. ওবেরন কোন গ্রহের উপগ্রহ?
Ο ক) প্লুটো
Ο খ) নেপচুন
Ο গ) ইউরেনাস
Ο ঘ) মঙ্গল
 সঠিক উত্তর: (গ)

 ৬১. ভূত্বক ও গুরুমন্ডলের ঊর্ধ্বংশে কোন স্তর অবস্থিত?
Ο ক) তাপমন্ডল
Ο খ) কেন্দ্রমন্ডল
Ο গ) ট্রপোমন্ডল
Ο ঘ) অশ্বমন্ডল
 সঠিক উত্তর: (ঘ)

 ৬২. বৃহস্পতি সূর্যকে একবার আবর্তন করতে কত সময় লাগে?
Ο ক) ১২ বছর
Ο খ) ২৯ বছর
Ο গ) ৪৭ বছর
Ο ঘ) ৮৪ বছর
 সঠিক উত্তর: (ক)

 ৬৩. পৃথিবী থেকে মঙ্গলের গড় দূরত্ব কত কোটি কিলোমিটার?
Ο ক) ৫.৮
Ο খ) ৭.৮
Ο গ) ৭.৯
Ο ঘ) ৯.৭
 সঠিক উত্তর: (খ)

 ৬৪. আহ্নিক গতির ফলে -
i. সময় গনণা করা যায়
ii. জোয়ার ও ভাটা হয়
iii. দিবা-রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৫. চন্দ্র ও সূর্য অবিরাম আকর্ষণ করে ভূপৃষ্ঠের -
i. বায়ুমন্ডলকে
ii. জলভাগকে
iii. স্থলভাগকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৬৬. শনির উপগ্রহ কয়টি?
Ο ক) ২১টি
Ο খ) ২২টি
Ο গ) ২৩টি
Ο ঘ) ২৪টি
 সঠিক উত্তর: (খ)

 ৬৭. কোনটি সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ?
Ο ক) শনি
Ο খ) মঙ্গল
Ο গ) বৃহস্পতি
Ο ঘ) নেপচুন
 সঠিক উত্তর: (গ)

 ৬৮. বুধের সূর্যের চারদিকে পরিক্রমণ করতে সময় কত লাগে?
Ο ক) ৮৮ দিন
Ο খ) ১৭৫ দিন
Ο গ) ২২৫ দিন
Ο ঘ) ৩৬৫ দিন
 সঠিক উত্তর: (ক)

 ৬৯. সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা কত?
Ο ক) ১৯
Ο খ) ৩৯
Ο গ) ৪১
Ο ঘ) ৪৯
 সঠিক উত্তর: (ঘ)

 ৭০. ট্রপোমন্ডলের ঊর্ধ্বসীমাকে কী বলা হয়?
Ο ক) ট্রপোস্ফিয়ার
Ο খ) ট্রপোপস
Ο গ) ট্রপোসীমা
Ο ঘ) আয়নমন্ডল
 সঠিক উত্তর: (খ)

 ৭১. সূর্যকে পরিক্রমণ করতে শুক্রের কত সময় লাগে?
Ο ক) ২২৫ দিন
Ο খ) ৩৬৫ দিন
Ο গ) ৬৮৭ দিন
Ο ঘ) ১২ বছর
 সঠিক উত্তর: (গ)

 ৭২. প্রবল বান দেখা যায় -
i. মেঘনা নদীতে
ii. সুরমা নদীতে
iii. ভাগীরথী নদীতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৭৩. সমাক্ষরেখাগুলো পূর্ব-পশ্চিমে বেষ্টন করে থাকা হলো -
i. পূর্ণবৃত্ত
ii. অর্ধবৃত্ত
iii. বৃত্তরেখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭৪. বাংলাদেশে প্রবল বান হতে দেখা যায় -
Ο ক) গ্রীষ্মকালে
Ο খ) বর্ষাকালে
Ο গ) শীতকালে
Ο ঘ) শরৎকালে
 সঠিক উত্তর: (খ)

 ৭৫. অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জের ওপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা না যাওয়ার কারণ কী?
Ο ক) এদের অবস্থান ১৮০ ডিগ্রি দ্রাঘিমায় নয়
Ο খ) এরা প্রশান্ত মহাসাগরে অবস্থিত
Ο গ) এই রেখাটি বিষুবরেখার ওপর দিয়ে গিয়েছে
Ο ঘ) এই রেখাটি মূল মধ্যরেখায় অবস্থিত
 সঠিক উত্তর: (ক)

 ৭৬. মেরুরেখার দক্ষিণ প্রান্তবিন্দুকে বলা হয় -
i. সুমেরু
ii. দক্ষিণ মেরু
iii. কুমেরু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৭৭. সূর্য চন্দ্র অপেক্ষা কত গুণ বড়?
Ο ক) ১.৫০ কোটি
Ο খ) ২.৫০ কোটি
Ο গ) ২.৬০ কোটি
Ο ঘ) ৩.৬০ কোটি
 সঠিক উত্তর: (গ)

 ৭৮. সূর্যের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো -
i. সূর্য গোলীয় পদার্থ দ্বারা গঠিত
ii. আণবিক শক্তি প্রক্রিয়ায় সূর্যে শক্তি তৈরি হয়
iii. ইউরেনাসের তাপের উৎস সূর্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৯. সূর্যের তৃতীয় নিকটতম গ্রহের নাম কী?
Ο ক) বুধ
Ο খ) মঙ্গল
Ο গ) পৃথিবী
Ο ঘ) শনি
 সঠিক উত্তর: (গ)

 ৮০. পাঁচটি প্রমাণ সময় রয়েছে কোন দেশে?
Ο ক) চীনে
Ο খ) যুক্তরাষ্ট্রে
Ο গ) জাপানে
Ο ঘ) কানাডায়
 সঠিক উত্তর: (ঘ)

 ৮১. এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত?
Ο ক) ১ মিনিট
Ο খ) ৪ মিনিট
Ο গ) ৪ ঘন্টা
Ο ঘ) ২৪ ঘন্টা
 সঠিক উত্তর: (খ)

 ৮২. আন্তর্জাতিক তারিখ রেখা জলভাগের মধ্য দিয়ে অতিক্রম করার মূল কারণ -
i. জাহাজ সঠিক সময়ে চলাচল করার জন্য
ii. আন্তর্জাতিক তারিখ ঠিক রাখার জন্য
iii. স্থানীয় সময় ঠিক রাখার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৮৩. কোনটি পৃথিবীর নিকটতম গ্রহ?
Ο ক) বুধ
Ο খ) মঙ্গল
Ο গ) শুক্র
Ο ঘ) শনি
 সঠিক উত্তর: (গ)

 ৮৪. কোন প্রণালিটি আন্তর্জাতিক তারিখ রেখার সাথে যুক্ত?
Ο ক) হরমুজ প্রণালি
Ο খ) জিব্রাল্টার প্রণালি
Ο গ) বেরিং প্রণালি
Ο ঘ) পক প্রণালি
 সঠিক উত্তর: (গ)

 ৮৫. কয়টি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে আছে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (খ)

 ৮৬. মেরু প্রদেশীয় অক্ষাংশসমূহকে কী বলে?
Ο ক) দ্রাঘিমাংশ
Ο খ) উচ্চ অক্ষাংশ
Ο গ) নিম্ন অক্ষাংশ
Ο ঘ) মধ্য অক্ষাংশ
 সঠিক উত্তর: (খ)

 ৮৭. এসিড বৃষ্টির ঘটনা ঘটে - i. শুক্র গ্রহে ii. বুধ গ্রহে iii. শনি গ্রহে নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৮. বাংলাদেশের প্রমাণ সময় ধরা হয় কোন দ্রাঘিমার স্থানীয় সময়কে?
Ο ক) ৯০ ডিগ্রি পূর্ব
Ο খ) ৯০ ডিগ্রি পশ্চিম
Ο গ) ১৮০ ডিগ্রি পূর্ব
Ο ঘ) ১৮০ ডিগ্রি পশ্চিম
 সঠিক উত্তর: (ক)

 ৮৯. শনির বায়ুমন্ডলে কোন গ্যাসগুলোর মিশ্রণ রয়েছে?
Ο ক) নাইট্রোজেন ও হিলিয়াম
Ο খ) হাইড্রোজেন ও হিলিয়াম
Ο গ) কার্বন ডাই-অক্সাইড ও হিলিয়াম
Ο ঘ) অক্সিজেন ও হিলিয়াম
 সঠিক উত্তর: (খ)

 * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও: শাখাওয়াত হোসেন একজন লবণ ব্যবসায়ী। জমিতে সমুদ্রের পানি প্রবেশ করলে বাধ দিয়ে তারপর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তিনি লবণ উৎপাদন করেন।

 ৯০. শাখাওয়াত হোসেনের জমিতে পানি প্রবেশ করে কীভাবে?
Ο ক) জোয়ারের মাধ্যমে
Ο খ) ভাটার মাধ্যমে
Ο গ) বার্ষিক গতির ফলে
Ο ঘ) বন্যার সময়ে
 সঠিক উত্তর: (ক)

 ৯১. উক্ত বিষয়টির কারণ -
i. আহ্নিক গতি
ii. বার্ষিক গতি
iii. কেন্দ্রাতিগ শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৯২. জোয়ার-ভাটার কারণ -
i. পৃথিবীর নিজস্ব গতি
ii. পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের প্রভাব
iii. পৃথিবীর ওপর মঙ্গল গ্রহের প্রভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post