এস.এস.সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ৫ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় - ৫ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ এলাকা হলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের -
i. ক্যালিফোর্নিয়া
ii. জাপান
iii. আলাস্কা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৫২. ভূমিকম্পের বিপদ থেকে বাঁচতে হলে বিদ্যুৎ ও গ্যাস লাইন কী রকম রাখতে হবে?
Ο ক) বন্ধ করে
Ο খ) চলমান
Ο গ) স্বাভাবিক
Ο ঘ) ত্রুটিমুক্ত
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৩. ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ অবস্থিত -
i. ইন্ডিয়ান প্লেট সীমানায়
ii. মায়ানমার প্লেট সীমানায়
iii. ইউরোপিয়ান প্লেট সীমানায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৫৪. বাংলাদেশের কিছু অংশ দেবে যাচ্ছে কিংবা কিছু অংশ ওঠে যাচ্ছে এর ফলে -
i. ভূমিকম্পের সম্ভাবনা বাড়ছে
ii. ভূমিকম্পের সম্ভাবনা কমে যাচ্ছে
iii. খনিজ সম্পদ উত্তোলনে সমস্যা দেখা দিচ্ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. বাংলাদেশের পশ্চিমে কী অবস্থিত?
Ο ক) ভারতের নদীয়া
Ο খ) ভারতের ত্রিপুরা
Ο গ) ভারতের আসাম
Ο ঘ) ভারতের পশ্চিমবঙ্গ
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৬. পৃথিবীর ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোকে কয়টি প্রধান অংশে ভাগ করা যায়?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (খ)

 ৫৭. একটি পানির ঢাল প্রবাহিত হলে সর্বশেষ সেটি কোথায় গিয়ে পতিত হবে?
Ο ক) মেঘনা নদীতে
Ο খ) পদ্মা নদীতে
Ο গ) যমুনা নদীতে
Ο ঘ) বঙ্গোপসাগরে
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৮. গ্রীষ্ম ঋতুতে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কত হয়?
Ο ক) ২০ ডিগ্রি সে.
Ο খ) ২১ ডিগ্রি সে.
Ο গ) ২২ ডিগ্রি সে.
Ο ঘ) ২৩ ডিগ্রি সে.
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. North westerlies কী?
Ο ক) দক্ষিণ-পশ্চিম বায়ু
Ο খ) আশ্বিনা বায়ু
Ο গ) উত্তর-পশ্চিম বায়ু
Ο ঘ) কালবৈশাখী
 সঠিক উত্তর: (ঘ)

 ৬০. ভারতের জলবায়ু বিচিত্র হওয়ার কারণ কী?
Ο ক) দেশটি সাগরবেষ্টিত তাই
Ο খ) দেশটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গেছে
Ο গ) দেশটিতে নদ-নদী কম
Ο ঘ) এটি বিশাল আয়তনের দেশ
 সঠিক উত্তর: (ঘ)

 ৬১. সমুদ্রে ভূমিকম্প আঘাত হানলে -
i. সমুদ্রের পানি তীর থেকে নিচে নেমে যেতে পারে
ii. সমুদ্রের নিচে নেমে যাওয়া পানি ১৫-২০ মিটার উঁচু হয়ে কূলে আঘাত হানতে পারে
iii. অনেক সময় সুনামি আঘাত হানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬২. নেপালের বার্ষিক গড় বৃষ্টিপাত কত সে.মি.
Ο ক) ১৪৩
Ο খ) ১৪৪
Ο গ) ১৪৬
Ο ঘ) ১৪৫
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৩. বাংলাদেশের জলবায়ু - i. উষ্ণ ii. শীতল iii. সমভাবাপন্ন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৬৪. ভূ-প্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (খ)

 ৬৫. গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কত হয়?
Ο ক) ২৭ ডিগ্রি সে.
Ο খ) ২৯ ডিগ্রি সে.
Ο গ) ৩০ ডিগ্রি সে.
Ο ঘ) ৩৮ ডিগ্রি সে.
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৬. ভূমিকম্পের অন্যতম কারণ কী?
Ο ক) পৃথিবীর অভ্যন্তরের শূন্যস্থান পূরণ
Ο খ) ভিত্তিশিলা ক্ষয় এবং ক্ষয়ের স্থানচ্যুতি
Ο গ) ভিত্তিশিলা চ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূ-আলোড়ন
Ο ঘ) পৃথিবীর অভ্যন্তরের তরল পদার্থের স্থানান্তর
 সঠিক উত্তর: (গ)

 ৬৭. ভূমিকম্পের সময় জনসাধারণের করণীয় নিজেকে -
i. চিন্তামুক্ত রাখা
ii. ধীরস্থির রাখা
iii. শান্ত রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৬৮. নুড়ি, বালি ও কংকর মিশ্রিত লালচে মাটি কোথায় দেখা যায়?
Ο ক) ঢাকা
Ο খ) কুমিল্রা
Ο গ) ভোলা
Ο ঘ) বরগুনা
 সঠিক উত্তর: (খ)

 ৬৯. বাংলাদেশে ভূমিকম্প বলয়ের কোনটি বিপজ্জনক?
Ο ক) প্রথম বলয়
Ο খ) দ্বিতীয় বলয়
Ο গ) তৃতীয় বলয়
Ο ঘ) চতুর্থ বলয়
 সঠিক উত্তর: (খ)

 ৭০. বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকে কোন প্লেটের সংঘর্ষের কারণে?
Ο ক) লিনিয়ামোট
Ο খ) টেকটনিক
Ο গ) ইন্ডিয়ান
Ο ঘ) কনসোর্টিয়াম
 সঠিক উত্তর: (খ)

 ৭১. কোন দিকে বাংলাদেশের ভূখন্ড ক্রমশ ঢালু?
Ο ক) উত্তর হতে দক্ষিণে
Ο খ) পূর্ব হতে পশ্চিমে
Ο গ) দক্ষিণ হতে উত্তরে
Ο ঘ) পশ্চিম হতে পূর্বে
 সঠিক উত্তর: (ক)

 ৭২. কোন মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষাকালে মায়ানমারে প্রচুর বৃষ্টিপাত হয়?
Ο ক) উত্তর-পূর্ব
Ο খ) দক্ষিণ-পূর্ব
Ο গ) উত্তর-পশ্চিম
Ο ঘ) দক্ষিণ-পশ্চিম
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৩. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত?
Ο ক) চট্টগ্রাম
Ο খ) খাগড়াছড়ি
Ο গ) বান্দরবান
Ο ঘ) রাঙ্গামাটি
 সঠিক উত্তর: (গ)

 ৭৪. সাধারণত টিলার উচ্চতা কত হয়ে থাকে?
Ο ক) ১০-৩০ মিটার
Ο খ) ৩০-৯০ মিটার
Ο গ) ৪০-৮০ মিটার
Ο ঘ) ৬০-৭০ মিটার
 সঠিক উত্তর: (খ)

 ৭৫. কী দিয়ে ইটের দেয়ালে প্রলেপ দিলে ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়?
Ο ক) ইস্পাত
Ο খ) কংক্রিট ঢালাই
Ο গ) ফেরো সিমেন্ট
Ο ঘ) কাঠের ব্রেসিং
 সঠিক উত্তর: (গ)

 ৭৬. বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ গঠিত -
i. শেল পাথর দ্বারা
ii. চুনাপাথর দ্বারা
iii. কর্দম দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. বর্ষাকালে বাংলাদেশে সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় সংঘটিত হয়?
Ο ক) পাবনায়
Ο খ) ঢাকায়
Ο গ) কুমিল্রায়
Ο ঘ) শ্রীমঙ্গলে
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ বিস্তৃত -
i. ময়মনসিংহ জেলার উত্তরাংশে
ii. হবিগঞ্জ জেলার দক্ষিণাংশে
iii. সিলেট জেলার উত্তরাংশে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৯. মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল বিরাজ করে -
i. বাংলাদেশে
ii. ভারতে
iii. মায়ানমারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮০. গড় হিসাবে বাংলাদেশে উষ্ণতম মাস কোনটি?
Ο ক) মার্চ
Ο খ) মে
Ο গ) এপ্রিল
Ο ঘ) জুন
 সঠিক উত্তর: (গ)

 ৮১. ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে ভূ-পৃষ্ঠস্থ স্থানের নাম কী?
Ο ক) চ্যুতি
Ο খ) কেন্দ্র
Ο গ) উপকেন্দ্র
Ο ঘ) উপত্যকা
 সঠিক উত্তর: (গ)

 ৮২. কোন বায়ুর প্রভাবে এপ্রিল মাসে দেশের দক্ষিণ হতে উত্তর দিকে তাপমাত্রা ক্রমান্বয়ে বেশি হয়?
Ο ক) মৌসুমি বায়ু
Ο খ) স্থানীয় বায়ু
Ο গ) সাময়িক বায়ু
Ο ঘ) সামুদ্রিক বায়ু
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৩. বাংলাদেশের ভূমিকম্প বলয়সমূহ কী নামে পরিচিত?
Ο ক) বিপজ্জনক জোন
Ο খ) কনসোর্টিয়াম জোন
Ο গ) সিসমিক রিস্ক জোন
Ο ঘ) লিনিয়ামোট জোন
 সঠিক উত্তর: (গ)

 ৮৪. বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পাহাড়সমূহ কোন অঞ্চলের পাহাড়ের উদাহরণ?
Ο ক) দক্ষিণাঞ্চলের
Ο খ) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের
Ο গ) পূর্বাঞ্চলের
Ο ঘ) দক্ষিণ-পূর্বাঞ্চলের
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৫. ২০০১ সারে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল কত?
Ο ক) ১.৪৮
Ο খ) ১.৪৯
Ο গ) ১.৪৬
Ο ঘ) ১.৪৪
 সঠিক উত্তর: (ক)

 ৮৬. ভারতের কোনো কোনো স্থানে কোন ঋতুতে ঘূর্ণিঝড়ের মাধ্যমে বৃষ্টিপাত হয়?
Ο ক) শীতকারে
Ο খ) গ্রীষ্মকালে
Ο গ) বর্ষাকালে
Ο ঘ) শরৎ ও হেমন্তকারে
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৭. শীতে ভারতের আকাশ থাকে - i. স্বচ্ছ ii. মেঘমুক্ত iii. জলীয় বাষ্পপূর্ণ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৮. ১৯৭৪ সাল থেকে বর্তমানে মাথাপিছু জমির পরিমাণ কত কমেছে?
Ο ক) ০.০৩ একর
Ο খ) ০.০০৩ একর
Ο গ) ০.০২ একর
Ο ঘ) ০.০২৫ একর
 সঠিক উত্তর: (ক)

 ৮৯. ভূ-পৃষ্ঠে অনুভূমিক পার্শ্বচাপের প্রভাব পড়ে?
Ο ক) আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে
Ο খ) ভূমিধসে
Ο গ) ভূ-ত্বকের কম্পনে
Ο ঘ) ভূমিকম্পের ঝাঁকুনিতে
 সঠিক উত্তর: (ঘ)

 * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: রিস্তানা ডিসেম্বর মাসের এক বিকেলে বাবা-মায়ের সাথে মেলায় যায়। হঠাৎ করেই বৃষ্টি শুরু হলে তারা দ্রুত একটি গাছের নিচে আশ্রয় নেয়। তবে সামান্য বৃষ্টিপাতের পরেই মেঘ কেটে যায়।

 ৯০. রিস্তানার দেখা বৃষ্টিপাতটি কোন বায়ুর প্রভাবে ঘটেছে?
Ο ক) উত্তর-পূর্ব মৌসুমি বায়ু
Ο খ) উত্তর-পশ্চিম শীতল বায়ু
Ο গ) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
Ο ঘ) দক্ষিণ-পশ্চিম শুষ্ক বায়ু
 সঠিক উত্তর: (খ)

 ৯১. উক্ত বৃষ্টিপাতটির ফলে কোন ফসল উৎপাদন করা যায়?
Ο ক) ভুট্টা
Ο খ) গম
Ο গ) পাট
Ο ঘ) তুলা
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post