ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ১ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. কাগজি মুদ্রার প্রচলন ব্যবসায়ের কোন যুগ থেকে শুরু হয়?
Ο ক) মধ্য
Ο খ) আধুনিক
Ο গ) প্রাচীন
Ο ঘ) মধ্য-পূর্ব
সঠিক উত্তর: (ক)
৫২. বাংলাদেশ কোন প্রকৃতির রাষ্ট্র?
Ο ক) উন্নয়নশীল
Ο খ) গতানুগতিক
Ο গ) অনুন্নত
Ο ঘ) উন্নত
সঠিক উত্তর: (ক)
৫৩. প্রত্যক্ষ সেবার অসুবিধার অন্তর্গত-
i. ডাক্তার ও আইনজীবীর অভাব
ii. প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের অভাব
iii. দক্ষ প্রশিক্ষণের অভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৪. প্রজনন শিল্প হল- i. নার্সারি ii. খনিজ শিল্প iii. হ্যাচারি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫৫. বর্তমান যুগে প্রযুক্তির উদাহরণ হলো-
i. টেলিকমিউনিকেশন
ii. ডেটাবেজ ম্যানেজমেন্ট
iii. কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৬. জনাব শেখ ফরিদ নিজের নার্সারিতে বীজ থেকে চারাগাছ উৎপাদন করেন। জনাব ফরিদ কোন শিল্পের সাথে জড়িত?
Ο ক) প্রজনন
Ο খ) নিষ্কাশন
Ο গ) নির্মাণ
Ο ঘ) উৎপাদন
সঠিক উত্তর: (ক)
৫৭. সম্পদের উপযুক্ত ব্যবহার ব্যবসায়ের কোন ধরণের গুরুত্ব?
Ο ক) অর্থনৈতিক
Ο খ) সামাজিক
Ο গ) পারিপার্শ্বিক
Ο ঘ) রাষ্ট্রীয়
সঠিক উত্তর: (ক)
৫৮. সাইফুল ইসলাম কাপড়ের ব্যবসায় করেন। গফরগাঁও হতে কাপড় আনতে তিনি নানান ঝুঁকির সম্মুখীন হয়ে থাকেন। এক্ষেত্রে কোনটির মাধ্যমে তার ঝুঁকি দূর করা সম্ভব?
Ο ক) ব্যাংকিং সেবা
Ο খ) বিমা
Ο গ) পরিবহন
Ο ঘ) পণ্য বিনিময়
সঠিক উত্তর: (খ)
৫৯. ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো-
i. অনিশ্চয়তা
ii. কর্মে স্বাধীনতা
iii. উপযোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬০. কোনটি শিল্প ও বাণিজ্যের প্রসারে বাঁধা সৃষ্টি করে?
Ο ক) জনশক্তির অভাব
Ο খ) রাজনৈতিক অস্থিতিশীলতা
Ο গ) চাহিদার অপ্রতুলতা
Ο ঘ) যোগানের স্বল্পতা
সঠিক উত্তর: (খ)
৬১. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা কয়টি?
Ο ক) ৩
Ο খ) ৪
Ο গ) ৫
Ο ঘ) ৬
সঠিক উত্তর: (ক)
৬২. প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায় পরিবেশের কততম উপাদান?
Ο ক) চতুর্থ
Ο খ) পঞ্চম
Ο গ) ষষ্ঠ
Ο ঘ) তৃতীয়
সঠিক উত্তর: (গ)
৬৩. উন্নত প্রযুক্তির ব্যবহার ব্যবসায়ের কোন ধরণের গুরুত্ব?
Ο ক) অর্থনৈতিক
Ο খ) সামাজিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) মানবিক
সঠিক উত্তর: (ক)
৬৪. ব্যবসায়ের কোন পরিবেশের কারণে বাংলাদেশ ইসরাইলের সাথে বাণিজ্য চুক্তি থেকে বিরত রয়েছে?
Ο ক) সামাজিক পরিবেশ
Ο খ) অর্থনৈতিক পরিবেশ
Ο গ) রাজনৈতিক পরিবেশ
Ο ঘ) আইনগত পরিবেশ
সঠিক উত্তর: (গ)
৬৫. শিল্পনীতি কোন পরিবেশের অন্তর্ভূক্ত?
Ο ক) অর্থনৈতিক পরিবেশ
Ο খ) সামাজিক পরিবেশ
Ο গ) রাজনৈতিক পরিবেশ
Ο ঘ) আইনগত পরিবেশ
সঠিক উত্তর: (গ)
৬৬. ব্যবসায়ের প্রধান ভাগগুলো হলো-
i. শিল্প
ii. বাণিজ্য
iii. প্রত্যক্ষ সেবা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৭. পণ্যের স্বত্বগত/মালিকানাগত উপযোগ সৃষ্টি ব্যবসায়ের কোন শাখার আওতায় পড়ে?
Ο ক) শিল্প
Ο খ) বাণিজ্য
Ο গ) প্রত্যক্ষ সেবা
Ο ঘ) শিল্প ও প্রত্যক্ষ সেবা
সঠিক উত্তর: (খ)
৬৮. ভোক্তা সাধারণের রুচি, পছন্দ ও ফ্যাশন কিসের দ্বারা প্রভাবিত হয়?
Ο ক) প্রাকৃতিক পরিবেশের উপাদান দ্বারা
Ο খ) অর্থনৈতিক পরিবেশের উপাদান দ্বারা
Ο গ) সামাজিক পরিবেশের উপাদান দ্বারা
Ο ঘ) রাজনৈতিক পরিবেশের উপাদান দ্বারা
সঠিক উত্তর: (গ)
৬৯. সেবা শিল্পের অন্তর্ভূক্ত হলো-
i. বিদ্যুৎ উৎপাদন
ii. ব্যাংকিং
iii. পণ্য রপ্তানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭০. কোনটি উন্নত হওয়ার কারণে জাপান বিশ্বে উন্নতির শীর্ষে অবস্থান করছে?
Ο ক) উৎপাদন
Ο খ) যোগাযোগ
Ο গ) ব্যবসা-বাণিজ্য
Ο ঘ) সেবা
সঠিক উত্তর: (গ)
৭১. ব্যবসায়ের আধুনিক যুগের নিদর্শন হল-
i. ব্যাংক ও বিমা
ii. এটিএম কার্ড
iii. শিল্প বিপ্লব
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) iii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭২. পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. পরিবহন ও বিমা
ii. ব্যাংকিং ও গুদামজাতকরণ
iii. উৎপাদন ও নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৩. মুনাফার উদ্দেশ্য ও ঝুঁকি নিয়ে মানুষ যে বৈধ কাজ করে তাকে কী বলে?
Ο ক) ব্যবসায়
Ο খ) বাণিজ্য
Ο গ) বাজারজাতকরণ
Ο ঘ) বিক্রয়
সঠিক উত্তর: (ক)
৭৪. ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটে কোন যুগে?
Ο ক) আধুনিক যুগ
Ο খ) প্রাগৈতিহাসিক যুগ
Ο গ) মধ্য যুগ
Ο ঘ) প্রাচীন যুগ
সঠিক উত্তর: (ক)
৭৫. মি. সালাম তার পুরাতন মটর সাইকেলটি বিক্রি করে মালিকানা সংক্রান্ত বাধা দূর করতে বাণিজ্যের কোন উপাদানের সহায়তা নিবেন?
Ο ক) বিজ্ঞাপন
Ο খ) পরিবহন
Ο গ) পণ্য বিনিময়
Ο ঘ) বিমা
সঠিক উত্তর: (গ)
৭৬. ব্যবসায়ের সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই কী থাকতে হয়?
Ο ক) মুনাফা
Ο খ) আর্থিক মূল্য
Ο গ) ঝুঁকি
Ο ঘ) প্রমিতকরণ
সঠিক উত্তর: (খ)
৭৭. ব্যবসায়ের ঝুঁকি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করতে কোন যুগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়?
Ο ক) প্রাচীন
Ο খ) মধ্য
Ο গ) আধুনিক
Ο ঘ) প্রাগৈতিহাসিক
সঠিক উত্তর: (গ)
৭৮. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কখন?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) মধ্য যুগে
Ο গ) আধুনিক যুগে
Ο ঘ) প্রাগৈতিহাসিক যুগে
সঠিক উত্তর: (খ)
৭৯. কোনটি পরিবেশের পারিপার্শ্বিক উপাদান?
Ο ক) সংস্কৃতি
Ο খ) অর্থনীতি
Ο গ) জলবায়ু
Ο ঘ) জীবনধারা
সঠিক উত্তর: (গ)
৮০. অর্থসংক্রান্ত বাঁধা দূর করে- i. বিমা ii. ব্যাংকিং iii. বিজ্ঞাপন নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
৮১. ট্রেড কোন ধরণের বাধা দূর করে?
Ο ক) স্বত্বগত
Ο খ) প্রচারগত
Ο গ) অর্থগত
Ο ঘ) রূপগত
সঠিক উত্তর: (ক)
৮২. যে কোন অর্থনৈতিক কাজ ব্যবসায়ের অন্তর্ভূক্ত হবে যদি-
i. জীবিকা নির্বাহের জন্যে করা হয়
ii. মুনাফা অর্জনের জন্যে করা হয়
iii. বিনোদনের জন্যে করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮৩. প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালে রূপদান ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করাকে কী বলে?
Ο ক) বাণিজ্য
Ο খ) শিল্প
Ο গ) ব্যবসায়
Ο ঘ) প্রত্যক্ষ সেবা
সঠিক উত্তর: (খ)
৮৪. ব্যবসা-বাণিজ্য প্রসারে সহায়তা করে-
i. সুষ্ঠু আইন-শৃঙ্খলা পরিস্থিতি
ii. অনুকূল শিল্প ও বাণিজ্য নীতি
iii. ঘন ঘন সরকার পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮৫. কোনটি সেবা শিল্পের উদাহরণ?
Ο ক) গ্যাস উৎপাদন ও বিতরণ
Ο খ) খনিজ উত্তোলন
Ο গ) রাস্তাঘাট নির্মাণ
Ο ঘ) সেতু ও বাঁধ নির্মাণ
সঠিক উত্তর: (ক)
৮৬. চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত?
Ο ক) পাট শিল্পের জন্য
Ο খ) জাহাজ নির্মাণ শিল্পের জন্য
Ο গ) ইস্পাত শিল্পের জন্য
Ο ঘ) কাগজ শিল্পের জন্য
সঠিক উত্তর: (খ)
৮৭. মূলত ব্যবসায়ের উদ্ভব হয়-
Ο ক) অর্থনৈতিক কর্মকান্ড ও লেনদেনকে ঘিরে
Ο খ) অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডকে ঘিরে
Ο গ) সৃজনশীল চিন্তা-ভাবনার মাধ্যমে
Ο ঘ) উদ্যোক্তার উদ্যোগ গ্রহণের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
৮৮. প্রাকৃতিক পরিবেশ কিসের সমন্বয়ে সৃষ্টি হয়?
i. জলবায়ূ
ii. ভূমি ও প্রাকৃতিক সম্পদ
iii. সংস্কৃতি ও ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)
৮৯. কোনটি আইনগত পরিবেশের অন্তর্গত নয়?
Ο ক) বানিজ্যিক আইন
Ο খ) শিল্প আইন
Ο গ) পরিবেশ সংরক্ষণ
Ο ঘ) বাণিজ্য নীতি
সঠিক উত্তর: (ঘ)
৯০. আমাদের দেশ প্রসিদ্ধ ছিল-
Ο ক) সমুদ্র পথে ব্যবসায়ের জন্য
Ο খ) নদীপথে ব্যবসায়ের জন্য
Ο গ) সড়ক পথে ব্যবসায়ের জন্য
Ο ঘ) আকাশ পথে ব্যবসায়ের জন্য
সঠিক উত্তর: (ক)
৯১. যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলোর সমষ্টিকে কী বলে?
Ο ক) স্থিতিশীল পরিবেশ
Ο খ) অস্থিতিশীল পরিবেশ
Ο গ) ব্যবসায়িক পরিবেশ
Ο ঘ) বৈশ্বিক পরিবেশ
সঠিক উত্তর: (গ)
৯২. রহিম মিয়া ৫,০০,০০০ টাকা দিয়ে একটি ট্রাক ক্রয় করে ভাড়ার বিনিময়ে পণ্যদ্রব্য একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যান। রহিম মিয়ার ব্যবসায়টি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভূক্ত?
Ο ক) শিল্প
Ο খ) বাণিজ্য
Ο গ) পণ্য বিনিময়
Ο ঘ) পরিবহন
সঠিক উত্তর: (খ)
৯৩. বাংলাদেশের অর্থনীতি কোনটির ওপর নির্ভরশীল?
Ο ক) কৃষি
Ο খ) সেবা
Ο গ) শিল্প
Ο ঘ) বাণিজ্য
সঠিক উত্তর: (ক)
৯৪. পণ্য বন্টন সংক্রান্ত কাজকে কী বলে?
Ο ক) শিল্প
Ο খ) উৎপাদন
Ο গ) বাণিজ্য
Ο ঘ) ব্যবসায়
সঠিক উত্তর: (গ)
৯৫. ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দিক কোনটি?
Ο ক) উৎপাদন
Ο খ) উপযোগ সৃষ্টি
Ο গ) নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
Ο ঘ) পারস্পরিক প্রতিযোগিতা
সঠিক উত্তর: (গ)
৯৬. কোন অবস্থা কাটাতে পারলে বাংলাদেশ ব্যবসায় বাণিজ্যের বিকাশে আরও অগ্রসর হতে পারবে?
i. প্রশাসনিক জটিলতা
ii. দালালদের হয়রান
iii. দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৭. বর্তমান বিশ্বে কোনটির গুরুত্ব অপরিসীম?
Ο ক) প্রত্যক্ষ সেবা
Ο খ) দ্রব্য বিনিময়
Ο গ) বাজার ব্যবস্থা
Ο ঘ) ব্যবসায়
সঠিক উত্তর: (ঘ)
৯৮. কোনটি যে কোন দেশের অর্থনৈতিক কর্মকান্ডের গতিশীলতা বৃদ্ধি করে?
Ο ক) ব্যবসায়
Ο খ) ব্যবসায়-বাণিজ্য
Ο গ) বাণিজ্য
Ο ঘ) শিল্প
সঠিক উত্তর: (খ)
৯৯. নিচের কোনটিকে ঘিরে নতুন নতুন শহর বন্দর গড়ে উঠে?
Ο ক) ব্যবসায়
Ο খ) বাণিজ্য
Ο গ) কৃষি
Ο ঘ) ব্যবসায়-বাণিজ্য
সঠিক উত্তর: (ঘ)
১০০. বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো কেমন হওয়া উচিত?
Ο ক) ভারসাম্যপূর্ণ
Ο খ) যুক্তিসংগত
Ο গ) অনুকূল
Ο ঘ) প্রাসঙ্গিক
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. কাগজি মুদ্রার প্রচলন ব্যবসায়ের কোন যুগ থেকে শুরু হয়?
Ο ক) মধ্য
Ο খ) আধুনিক
Ο গ) প্রাচীন
Ο ঘ) মধ্য-পূর্ব
সঠিক উত্তর: (ক)
৫২. বাংলাদেশ কোন প্রকৃতির রাষ্ট্র?
Ο ক) উন্নয়নশীল
Ο খ) গতানুগতিক
Ο গ) অনুন্নত
Ο ঘ) উন্নত
সঠিক উত্তর: (ক)
৫৩. প্রত্যক্ষ সেবার অসুবিধার অন্তর্গত-
i. ডাক্তার ও আইনজীবীর অভাব
ii. প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের অভাব
iii. দক্ষ প্রশিক্ষণের অভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৪. প্রজনন শিল্প হল- i. নার্সারি ii. খনিজ শিল্প iii. হ্যাচারি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫৫. বর্তমান যুগে প্রযুক্তির উদাহরণ হলো-
i. টেলিকমিউনিকেশন
ii. ডেটাবেজ ম্যানেজমেন্ট
iii. কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৬. জনাব শেখ ফরিদ নিজের নার্সারিতে বীজ থেকে চারাগাছ উৎপাদন করেন। জনাব ফরিদ কোন শিল্পের সাথে জড়িত?
Ο ক) প্রজনন
Ο খ) নিষ্কাশন
Ο গ) নির্মাণ
Ο ঘ) উৎপাদন
সঠিক উত্তর: (ক)
৫৭. সম্পদের উপযুক্ত ব্যবহার ব্যবসায়ের কোন ধরণের গুরুত্ব?
Ο ক) অর্থনৈতিক
Ο খ) সামাজিক
Ο গ) পারিপার্শ্বিক
Ο ঘ) রাষ্ট্রীয়
সঠিক উত্তর: (ক)
৫৮. সাইফুল ইসলাম কাপড়ের ব্যবসায় করেন। গফরগাঁও হতে কাপড় আনতে তিনি নানান ঝুঁকির সম্মুখীন হয়ে থাকেন। এক্ষেত্রে কোনটির মাধ্যমে তার ঝুঁকি দূর করা সম্ভব?
Ο ক) ব্যাংকিং সেবা
Ο খ) বিমা
Ο গ) পরিবহন
Ο ঘ) পণ্য বিনিময়
সঠিক উত্তর: (খ)
৫৯. ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো-
i. অনিশ্চয়তা
ii. কর্মে স্বাধীনতা
iii. উপযোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬০. কোনটি শিল্প ও বাণিজ্যের প্রসারে বাঁধা সৃষ্টি করে?
Ο ক) জনশক্তির অভাব
Ο খ) রাজনৈতিক অস্থিতিশীলতা
Ο গ) চাহিদার অপ্রতুলতা
Ο ঘ) যোগানের স্বল্পতা
সঠিক উত্তর: (খ)
৬১. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা কয়টি?
Ο ক) ৩
Ο খ) ৪
Ο গ) ৫
Ο ঘ) ৬
সঠিক উত্তর: (ক)
৬২. প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায় পরিবেশের কততম উপাদান?
Ο ক) চতুর্থ
Ο খ) পঞ্চম
Ο গ) ষষ্ঠ
Ο ঘ) তৃতীয়
সঠিক উত্তর: (গ)
৬৩. উন্নত প্রযুক্তির ব্যবহার ব্যবসায়ের কোন ধরণের গুরুত্ব?
Ο ক) অর্থনৈতিক
Ο খ) সামাজিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) মানবিক
সঠিক উত্তর: (ক)
৬৪. ব্যবসায়ের কোন পরিবেশের কারণে বাংলাদেশ ইসরাইলের সাথে বাণিজ্য চুক্তি থেকে বিরত রয়েছে?
Ο ক) সামাজিক পরিবেশ
Ο খ) অর্থনৈতিক পরিবেশ
Ο গ) রাজনৈতিক পরিবেশ
Ο ঘ) আইনগত পরিবেশ
সঠিক উত্তর: (গ)
৬৫. শিল্পনীতি কোন পরিবেশের অন্তর্ভূক্ত?
Ο ক) অর্থনৈতিক পরিবেশ
Ο খ) সামাজিক পরিবেশ
Ο গ) রাজনৈতিক পরিবেশ
Ο ঘ) আইনগত পরিবেশ
সঠিক উত্তর: (গ)
৬৬. ব্যবসায়ের প্রধান ভাগগুলো হলো-
i. শিল্প
ii. বাণিজ্য
iii. প্রত্যক্ষ সেবা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৭. পণ্যের স্বত্বগত/মালিকানাগত উপযোগ সৃষ্টি ব্যবসায়ের কোন শাখার আওতায় পড়ে?
Ο ক) শিল্প
Ο খ) বাণিজ্য
Ο গ) প্রত্যক্ষ সেবা
Ο ঘ) শিল্প ও প্রত্যক্ষ সেবা
সঠিক উত্তর: (খ)
৬৮. ভোক্তা সাধারণের রুচি, পছন্দ ও ফ্যাশন কিসের দ্বারা প্রভাবিত হয়?
Ο ক) প্রাকৃতিক পরিবেশের উপাদান দ্বারা
Ο খ) অর্থনৈতিক পরিবেশের উপাদান দ্বারা
Ο গ) সামাজিক পরিবেশের উপাদান দ্বারা
Ο ঘ) রাজনৈতিক পরিবেশের উপাদান দ্বারা
সঠিক উত্তর: (গ)
৬৯. সেবা শিল্পের অন্তর্ভূক্ত হলো-
i. বিদ্যুৎ উৎপাদন
ii. ব্যাংকিং
iii. পণ্য রপ্তানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭০. কোনটি উন্নত হওয়ার কারণে জাপান বিশ্বে উন্নতির শীর্ষে অবস্থান করছে?
Ο ক) উৎপাদন
Ο খ) যোগাযোগ
Ο গ) ব্যবসা-বাণিজ্য
Ο ঘ) সেবা
সঠিক উত্তর: (গ)
৭১. ব্যবসায়ের আধুনিক যুগের নিদর্শন হল-
i. ব্যাংক ও বিমা
ii. এটিএম কার্ড
iii. শিল্প বিপ্লব
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) iii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭২. পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. পরিবহন ও বিমা
ii. ব্যাংকিং ও গুদামজাতকরণ
iii. উৎপাদন ও নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৩. মুনাফার উদ্দেশ্য ও ঝুঁকি নিয়ে মানুষ যে বৈধ কাজ করে তাকে কী বলে?
Ο ক) ব্যবসায়
Ο খ) বাণিজ্য
Ο গ) বাজারজাতকরণ
Ο ঘ) বিক্রয়
সঠিক উত্তর: (ক)
৭৪. ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটে কোন যুগে?
Ο ক) আধুনিক যুগ
Ο খ) প্রাগৈতিহাসিক যুগ
Ο গ) মধ্য যুগ
Ο ঘ) প্রাচীন যুগ
সঠিক উত্তর: (ক)
৭৫. মি. সালাম তার পুরাতন মটর সাইকেলটি বিক্রি করে মালিকানা সংক্রান্ত বাধা দূর করতে বাণিজ্যের কোন উপাদানের সহায়তা নিবেন?
Ο ক) বিজ্ঞাপন
Ο খ) পরিবহন
Ο গ) পণ্য বিনিময়
Ο ঘ) বিমা
সঠিক উত্তর: (গ)
৭৬. ব্যবসায়ের সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই কী থাকতে হয়?
Ο ক) মুনাফা
Ο খ) আর্থিক মূল্য
Ο গ) ঝুঁকি
Ο ঘ) প্রমিতকরণ
সঠিক উত্তর: (খ)
৭৭. ব্যবসায়ের ঝুঁকি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করতে কোন যুগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়?
Ο ক) প্রাচীন
Ο খ) মধ্য
Ο গ) আধুনিক
Ο ঘ) প্রাগৈতিহাসিক
সঠিক উত্তর: (গ)
৭৮. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কখন?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) মধ্য যুগে
Ο গ) আধুনিক যুগে
Ο ঘ) প্রাগৈতিহাসিক যুগে
সঠিক উত্তর: (খ)
৭৯. কোনটি পরিবেশের পারিপার্শ্বিক উপাদান?
Ο ক) সংস্কৃতি
Ο খ) অর্থনীতি
Ο গ) জলবায়ু
Ο ঘ) জীবনধারা
সঠিক উত্তর: (গ)
৮০. অর্থসংক্রান্ত বাঁধা দূর করে- i. বিমা ii. ব্যাংকিং iii. বিজ্ঞাপন নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (খ)
৮১. ট্রেড কোন ধরণের বাধা দূর করে?
Ο ক) স্বত্বগত
Ο খ) প্রচারগত
Ο গ) অর্থগত
Ο ঘ) রূপগত
সঠিক উত্তর: (ক)
৮২. যে কোন অর্থনৈতিক কাজ ব্যবসায়ের অন্তর্ভূক্ত হবে যদি-
i. জীবিকা নির্বাহের জন্যে করা হয়
ii. মুনাফা অর্জনের জন্যে করা হয়
iii. বিনোদনের জন্যে করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮৩. প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালে রূপদান ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করাকে কী বলে?
Ο ক) বাণিজ্য
Ο খ) শিল্প
Ο গ) ব্যবসায়
Ο ঘ) প্রত্যক্ষ সেবা
সঠিক উত্তর: (খ)
৮৪. ব্যবসা-বাণিজ্য প্রসারে সহায়তা করে-
i. সুষ্ঠু আইন-শৃঙ্খলা পরিস্থিতি
ii. অনুকূল শিল্প ও বাণিজ্য নীতি
iii. ঘন ঘন সরকার পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮৫. কোনটি সেবা শিল্পের উদাহরণ?
Ο ক) গ্যাস উৎপাদন ও বিতরণ
Ο খ) খনিজ উত্তোলন
Ο গ) রাস্তাঘাট নির্মাণ
Ο ঘ) সেতু ও বাঁধ নির্মাণ
সঠিক উত্তর: (ক)
৮৬. চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত?
Ο ক) পাট শিল্পের জন্য
Ο খ) জাহাজ নির্মাণ শিল্পের জন্য
Ο গ) ইস্পাত শিল্পের জন্য
Ο ঘ) কাগজ শিল্পের জন্য
সঠিক উত্তর: (খ)
৮৭. মূলত ব্যবসায়ের উদ্ভব হয়-
Ο ক) অর্থনৈতিক কর্মকান্ড ও লেনদেনকে ঘিরে
Ο খ) অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডকে ঘিরে
Ο গ) সৃজনশীল চিন্তা-ভাবনার মাধ্যমে
Ο ঘ) উদ্যোক্তার উদ্যোগ গ্রহণের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
৮৮. প্রাকৃতিক পরিবেশ কিসের সমন্বয়ে সৃষ্টি হয়?
i. জলবায়ূ
ii. ভূমি ও প্রাকৃতিক সম্পদ
iii. সংস্কৃতি ও ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)
৮৯. কোনটি আইনগত পরিবেশের অন্তর্গত নয়?
Ο ক) বানিজ্যিক আইন
Ο খ) শিল্প আইন
Ο গ) পরিবেশ সংরক্ষণ
Ο ঘ) বাণিজ্য নীতি
সঠিক উত্তর: (ঘ)
৯০. আমাদের দেশ প্রসিদ্ধ ছিল-
Ο ক) সমুদ্র পথে ব্যবসায়ের জন্য
Ο খ) নদীপথে ব্যবসায়ের জন্য
Ο গ) সড়ক পথে ব্যবসায়ের জন্য
Ο ঘ) আকাশ পথে ব্যবসায়ের জন্য
সঠিক উত্তর: (ক)
৯১. যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলোর সমষ্টিকে কী বলে?
Ο ক) স্থিতিশীল পরিবেশ
Ο খ) অস্থিতিশীল পরিবেশ
Ο গ) ব্যবসায়িক পরিবেশ
Ο ঘ) বৈশ্বিক পরিবেশ
সঠিক উত্তর: (গ)
৯২. রহিম মিয়া ৫,০০,০০০ টাকা দিয়ে একটি ট্রাক ক্রয় করে ভাড়ার বিনিময়ে পণ্যদ্রব্য একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যান। রহিম মিয়ার ব্যবসায়টি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভূক্ত?
Ο ক) শিল্প
Ο খ) বাণিজ্য
Ο গ) পণ্য বিনিময়
Ο ঘ) পরিবহন
সঠিক উত্তর: (খ)
৯৩. বাংলাদেশের অর্থনীতি কোনটির ওপর নির্ভরশীল?
Ο ক) কৃষি
Ο খ) সেবা
Ο গ) শিল্প
Ο ঘ) বাণিজ্য
সঠিক উত্তর: (ক)
৯৪. পণ্য বন্টন সংক্রান্ত কাজকে কী বলে?
Ο ক) শিল্প
Ο খ) উৎপাদন
Ο গ) বাণিজ্য
Ο ঘ) ব্যবসায়
সঠিক উত্তর: (গ)
৯৫. ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দিক কোনটি?
Ο ক) উৎপাদন
Ο খ) উপযোগ সৃষ্টি
Ο গ) নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
Ο ঘ) পারস্পরিক প্রতিযোগিতা
সঠিক উত্তর: (গ)
৯৬. কোন অবস্থা কাটাতে পারলে বাংলাদেশ ব্যবসায় বাণিজ্যের বিকাশে আরও অগ্রসর হতে পারবে?
i. প্রশাসনিক জটিলতা
ii. দালালদের হয়রান
iii. দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৭. বর্তমান বিশ্বে কোনটির গুরুত্ব অপরিসীম?
Ο ক) প্রত্যক্ষ সেবা
Ο খ) দ্রব্য বিনিময়
Ο গ) বাজার ব্যবস্থা
Ο ঘ) ব্যবসায়
সঠিক উত্তর: (ঘ)
৯৮. কোনটি যে কোন দেশের অর্থনৈতিক কর্মকান্ডের গতিশীলতা বৃদ্ধি করে?
Ο ক) ব্যবসায়
Ο খ) ব্যবসায়-বাণিজ্য
Ο গ) বাণিজ্য
Ο ঘ) শিল্প
সঠিক উত্তর: (খ)
৯৯. নিচের কোনটিকে ঘিরে নতুন নতুন শহর বন্দর গড়ে উঠে?
Ο ক) ব্যবসায়
Ο খ) বাণিজ্য
Ο গ) কৃষি
Ο ঘ) ব্যবসায়-বাণিজ্য
সঠিক উত্তর: (ঘ)
১০০. বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো কেমন হওয়া উচিত?
Ο ক) ভারসাম্যপূর্ণ
Ο খ) যুক্তিসংগত
Ο গ) অনুকূল
Ο ঘ) প্রাসঙ্গিক
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC BEntrep