ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ১ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. বাণিজ্যের প্রতি প্রলুব্ধ হয়ে কারা দলে দলে এদেশে আসেন?
Ο ক) পর্তুগিজরা
Ο খ) আরবরা
Ο গ) ফরাসিরা
Ο ঘ) ব্রিটিশরা
সঠিক উত্তর: (খ)
১০২. হিসাব নিরীক্ষা কোন ধরণের পেশা?
Ο ক) ব্যবসায়
Ο খ) শিল্প
Ο গ) বাণিজ্য
Ο ঘ) প্রত্যক্ষ সেবা
সঠিক উত্তর: (ঘ)
১০৩. মসলিন কাপড় রপ্তানি হতো-
i. ইউরোপের বিভিন্ন দেশে
ii. মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে
iii. আফ্রিকার বিভিন্ন দেশে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০৪. ব্যবসায়ের ফলে বৃদ্ধি পায়- i. সঞ্চয় ii. মূলধন iii. জাতীয় আয় নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০৫. সেবা শিল্পের পণ্য-
i. বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ও বিতরণ
ii. ব্যাংকিং ও স্বাস্থ্য সেবা
iii. তেলকে পরিশোধন করে কেরোসিন তৈরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১০৬. একটি দেশের উন্নতির চালিকাশক্তি বলা হয় কোনটিকে?
Ο ক) চাকরিকে
Ο খ) আত্মকর্মসংস্থানকে
Ο গ) কৃষিকে
Ο ঘ) ব্যবসায়কে
সঠিক উত্তর: (ঘ)
১০৭. এক সময় এদেশে নির্মাণ হতো-
Ο ক) সমুদ্রগামী জাহাজ
Ο খ) নৌবাহিনীর বিশেষ জাহাজ
Ο গ) যুদ্ধ জাহাজ
Ο ঘ) বাণিজ্য জাহাজ
সঠিক উত্তর: (ক)
১০৮. ব্যবসায়ের ফলে বৃদ্ধি ঘটে-
i. অর্থনৈতিক কর্মকান্ডের
ii. লেনদেনের
iii. মূলধনের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০৯. ব্যবসায়িক লেনদেনের থাকতে হবে-
Ο ক) ক্রয়মূল্য
Ο খ) বিক্রয়মূল্য
Ο গ) সামাজিক মূল্য
Ο ঘ) আর্থিক মূল্য
সঠিক উত্তর: (ঘ)
১১০. পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা-
Ο ক) ব্যবসা হিসেবে গণ্য
Ο খ) বাণিজ্য হিসেবে গণ্য
Ο গ) সেবা হিসেবে গণ্য
Ο ঘ) ব্যবসায় হিসেবে গণ্য হবে না
সঠিক উত্তর: (খ)
১১১. পরিবেশের পারিপার্শ্বিক উপাদান হল-
i. ভূপ্রকৃতি, জলবায়ূ, ও নদনদী
ii. পাহাড় ও বনভূমি
iii. জাতি, ধর্ম ও শিক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১২. সমুদ্র বন্দর ও জাহাজ নির্মাণ শিল্পের জন্যে কোন স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল?
Ο ক) ঢাকা
Ο খ) খুলনা
Ο গ) নারায়নগঞ্জ
Ο ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর: (ঘ)
১১৩. রতন ফরমালিন মিশ্রিত ফল বিক্রি করে। এটি কোন ধরণের কর্মকান্ড?
Ο ক) অনৈতিক কর্মকান্ড
Ο খ) সেবামূলক কর্মকান্ড
Ο গ) জনকল্যাণমূলক কর্মকান্ড
Ο ঘ) মুনাফাজাতীয় কর্মকান্ড
সঠিক উত্তর: (ক)
১১৪. মূলধন গঠিত হয় কিসের মাধ্যমে?
Ο ক) কর্মসংস্থানের মাধ্যমে
Ο খ) চাকরির মাধ্যমে
Ο গ) সঞ্চয়ের মাধ্যমে
Ο ঘ) উৎপাদনের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
১১৫. দেবিদ্বার থানার রাধানগর গ্রামে ৮০% লোক হিন্দু। হিন্দু ধর্মে গরুর মাংস নিষেধ। উক্ত গ্রামে কোন ব্যবসায়টি বিস্তৃত হবে?
Ο ক) চামড়া প্রক্রিয়াজাতকরণ ব্যবসায়
Ο খ) পোল্ট্রি শিল্প
Ο গ) মাংস উৎপাদন
Ο ঘ) ডেইরি শিল্প
সঠিক উত্তর: (ঘ)
১১৬. ব্যবসায় হল-
i. পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন
ii. পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন
iii. মুনাফার আশায় সবজি চাষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১৭. বিজ্ঞাপন হল-
i. তথ্য সংক্রান্ত বাঁধা দূর করে
ii. প্রচার সংক্রান্ত বাঁধা দূর করে
iii. ঝুঁকি সংক্রান্ত বাঁধা দূর করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও iii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১১৮. পণ্য বিনিময় কোন ধরণের বাধা দূর করে?
Ο ক) স্বত্বগত
Ο খ) স্থানগত
Ο গ) সময়গত
Ο ঘ) অর্থগত
সঠিক উত্তর: (ক)
১১৯. পর্তুগিজরা কোন স্থানকে ক্ষুদ্র বন্দর নামে অভিহিত করেন?
Ο ক) তাম্রলিপ্ত
Ο খ) সপ্তগ্রাম
Ο গ) নারায়নগঞ্জ
Ο ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর: (খ)
১২০. ভোক্তাদের মনোভাব কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
Ο ক) অর্থনৈতিক পরিবেশ
Ο খ) রাজনৈতিক পরিবেশ
Ο গ) সামাজিক পরিবেশ
Ο ঘ) প্রযুক্তিগত পরিবেশ
সঠিক উত্তর: (গ)
১২১. ব্যাংকিং কোন ধরণের শিল্প?
Ο ক) প্রজনন শিল্প
Ο খ) উৎপাদন শিল্প
Ο গ) সেবা শিল্প
Ο ঘ) নির্মাণ শিল্প
সঠিক উত্তর: (গ)
১২২. প্রত্যক্ষ সেবায় নিয়োজিত থাকে- i.ডাক্তার ii. ব্যবসায়ী iii. শিক্ষক নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৩. কোনটি পণ্য বা সেবার স্থানগত উপযোগ সৃষ্টি করে?
Ο ক) পরিবহন
Ο খ) গুদামজাতকরণ
Ο গ) বিজ্ঞাপন
Ο ঘ) প্রমিতকরণ
সঠিক উত্তর: (ক)
১২৪. পণ্য কেন প্যাকিং করা হয়?
Ο ক) পরিবহনের সুবিধার জন্য
Ο খ) সৌন্দর্য বৃদ্ধির জন্য
Ο গ) বিক্রয় সুবিধার জন্য
Ο ঘ) গুদামজাতকরণের জন্য
সঠিক উত্তর: (খ)
১২৫. ব্যবসায়ের উন্নয়ন ঘটে-
i. গবেষণার
ii. সৃজনশীল কাজের
iii. প্রযুক্তির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৬. কোনো স্থানের ব্যবসার ব্যবস্থার উন্নতি নির্ভর করে কীসের ওপর?
Ο ক) ব্যবসায়িক পরিবেশের ওপর
Ο খ) মুলধনের ওপর
Ο গ) ব্যবসায়িক কৌশলের ওপর
Ο ঘ) বাজার সৃষ্টির ওপর
সঠিক উত্তর: (ক)
১২৭. কোনটি প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভূক্ত?
Ο ক) ধর্মীয় বিশ্বাস
Ο খ) নদনদী
Ο গ) ঐতিহ্য
Ο ঘ) শিক্ষা ও সংস্কৃতি
সঠিক উত্তর: (খ)
১২৮. কত শতাব্দিতে এদেশে এসে পর্তুগিজরা বাণিজ্য করতে শুরু করে?
Ο ক) পঞ্চদশ শতাব্দিতে
Ο খ) ষোড়শ শতাব্দিতে
Ο গ) বিংশ শতাব্দিতে
Ο ঘ) একবিংশ শতাব্দিতে
সঠিক উত্তর: (খ)
১২৯. রাস্তাঘাট নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) সেবা শিল্প
Ο খ) প্রজনন শিল্প
Ο গ) নির্মাণ শিল্প
Ο ঘ) উৎপাদন শিল্প
সঠিক উত্তর: (গ)
১৩০. ব্যবসায়ে পণ্য বন্টনকারী শাখা কোনটি?
Ο ক) বাণিজ্য
Ο খ) শিল্প
Ο গ) বন্টন
Ο ঘ) পাইকারি
সঠিক উত্তর: (ক)
১৩১. কোনটি অর্থনৈতিক কাজের অন্তর্গত?
Ο ক) বিউটি পার্লার
Ο খ) নিজের প্রয়োজনে কম্পিউটার ক্রয়
Ο গ) ফরমায়েশ প্রদান
Ο ঘ) মূল্য তালিকা প্রাপ্তি
সঠিক উত্তর: (গ)
১৩২. বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশকে পর্যায়ক্রমে শিল্পোন্নত করতে হলে প্রাথমিক অবস্থায় কী ধরণের শিল্প স্থাপন করা যুক্তিযুক্ত বলে তুমি মনে কর?
Ο ক) কৃষিনির্ভর শিল্প
Ο খ) লৌহ ও ইস্পাত শিল্প
Ο গ) বস্ত্রশিল্প
Ο ঘ) রসায়ন শিল্প
সঠিক উত্তর: (ক)
১৩৩. সেবা শিল্পের অন্তর্ভূক্ত-
i. গ্যাসসরবরাহ
ii. সেতু নির্মাণ
iii. পানি সরবরাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৩৪. খুচরা ব্যবসায় কোন ধরণের বাণিজ্য?
Ο ক) অভ্যন্তরীণ
Ο খ) বৈদেশিক
Ο গ) ভৌগলিক
Ο ঘ) রাজনৈতিক
সঠিক উত্তর: (ক)
১৩৫. মি. তাহের আমের মৌসুমে রাসায়নিক দ্রব্যের মাধ্যমে কাঁচা আম পাকিয়ে বাজারে বিক্রি করে জনগণের চাহিদা মেটান। এটি কোন ধরণের কর্মকান্ড?
Ο ক) সেবামুলক
Ο খ) মুনাফা জাতীয়
Ο গ) জনকল্যাণমূলক
Ο ঘ) আইনত দণ্ডনীয়
সঠিক উত্তর: (ঘ)
১৩৬. স্বাস্থ্য সেবা কোন ধরণের শিল্প?
Ο ক) প্রজনন শিল্প
Ο খ) উৎপাদন শিল্প
Ο গ) সেবা শিল্প
Ο ঘ) নির্মাণ শিল্প
সঠিক উত্তর: (গ)
১৩৭. যাত্রাবাড়ী ফ্লাইওভার তৈরী কোন শিল্পের আওতাধীন?
Ο ক) নিষ্কাশন
Ο খ) সেবা
Ο গ) নির্মাণ
Ο ঘ) উৎপাদন
সঠিক উত্তর: (গ)
১৩৮. অতীতে এদেশের মানুষ কিসের মাধ্যমে তাদের প্রতিভা ও পরিশ্রমের স্বাক্ষর রেখেছে?
i. পাটের জিন রহস্য আবিষ্কার করে
ii. জাহাজ নির্মাণ শিল্পের মাধ্যমে
iii. মসলিন কাপড় উৎপাদনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৩৯. ব্যবসায়িক পরিবেশের উপাদানকে কয়ভাবে ভাগ করা যায়?
Ο ক) ৪
Ο খ) ৬
Ο গ) ৫
Ο ঘ) ৭
সঠিক উত্তর: (খ)
১৪০. সপ্তগ্রাম সমুদ্র বন্দরটি কোথায়?
Ο ক) চট্টগ্রাম
Ο খ) মংলা
Ο গ) পশ্চিমবঙ্গ
Ο ঘ) করাচি
সঠিক উত্তর: (গ)
১৪১. ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দিক হলো-
i. সামাজিক দায়বদ্ধতা
ii. নৈতিকতা
iii. সততা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i, ii ও iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
১৪২. অনেকগুলো জাহাজ নির্মাণের কারখানা ছিল-
i. হালিশহর
ii. বহদ্দারহাট
iii. পতেঙ্গা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৪৩. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারায় কোন কাজটি প্রাচীনযুগে করা হতো?
Ο ক) বাজার সৃষ্টি
Ο খ) মোবাইল ব্যাংকিং
Ο গ) পশু শিকার
Ο ঘ) টেলিগ্রাম
সঠিক উত্তর: (গ)
১৪৪. পণ্য বা দ্রব্য বিনিময়ের মাধ্যমে প্রয়োজন মেটানো না গেলে কোনটির প্রচলন ঘটে?
Ο ক) স্বর্ণ ও রৌপ্যের মুদ্রার
Ο খ) ডেবিট কার্ডের
Ο গ) দ্রব্য বিনিময়ের
Ο ঘ) এটিএম কার্ডের
সঠিক উত্তর: (ক)
১৪৫. পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত শিল্পকে কী বলে?
Ο ক) প্রজনন শিল্প
Ο খ) নির্মাণ শিল্প
Ο গ) উৎপাদন শিল্প
Ο ঘ) নিষ্কাশন শিল্প
সঠিক উত্তর: (ক)
১৪৬. প্রযুক্তিগত পরিবর্তন ঘটে কোন যুগে?
Ο ক) প্রাগৈতিহাসিক
Ο খ) প্রাচীন
Ο গ) মধ্য
Ο ঘ) আধুনিক
সঠিক উত্তর: (ঘ)
১৪৭. মুদ্রার প্রচলন শুরু হয় কোন কর্মকান্ডের ব্যর্থতার জন্য?
Ο ক) পণ্য উৎপাদন
Ο খ) পণ্য উন্নয়ন
Ο গ) পণ্য বিনিময়
Ο ঘ) পণ্য বন্টন
সঠিক উত্তর: (গ)
১৪৮. শিল্পকে প্রধানত কয়ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) ৩ ভাগে
Ο খ) ৪ ভাগে
Ο গ) ৫ ভাগে
Ο ঘ) ৬ ভাগে
সঠিক উত্তর: (গ)
১৪৯. শরীফ রেস্টুরেন্টে মরা মুরগি কম দামে ক্রয় করে ভোক্তাদেরকে পরিবেশন করেন। এটি তার কোন ধরণের কর্মকান্ড?
Ο ক) অনৈতিক কর্মকান্ড
Ο খ) সেবামূলক কর্মকান্ড
Ο গ) জনকল্যাণমূলক কর্মকান্ড
Ο ঘ) মুনাফাজাতীয় কর্মকান্ড
সঠিক উত্তর: (ক)
১৫০. ব্যবসায়ের মাধ্যমে কোনটি সম্ভব হয়?
Ο ক) ডাক্তারি সেবা প্রদান
Ο খ) অর্থনৈতিক উন্নয়ন
Ο গ) আইন প্রণয়ন
Ο ঘ) সামাজিক কাঠামোর পরিবর্তন
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. বাণিজ্যের প্রতি প্রলুব্ধ হয়ে কারা দলে দলে এদেশে আসেন?
Ο ক) পর্তুগিজরা
Ο খ) আরবরা
Ο গ) ফরাসিরা
Ο ঘ) ব্রিটিশরা
সঠিক উত্তর: (খ)
১০২. হিসাব নিরীক্ষা কোন ধরণের পেশা?
Ο ক) ব্যবসায়
Ο খ) শিল্প
Ο গ) বাণিজ্য
Ο ঘ) প্রত্যক্ষ সেবা
সঠিক উত্তর: (ঘ)
১০৩. মসলিন কাপড় রপ্তানি হতো-
i. ইউরোপের বিভিন্ন দেশে
ii. মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে
iii. আফ্রিকার বিভিন্ন দেশে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০৪. ব্যবসায়ের ফলে বৃদ্ধি পায়- i. সঞ্চয় ii. মূলধন iii. জাতীয় আয় নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০৫. সেবা শিল্পের পণ্য-
i. বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ও বিতরণ
ii. ব্যাংকিং ও স্বাস্থ্য সেবা
iii. তেলকে পরিশোধন করে কেরোসিন তৈরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১০৬. একটি দেশের উন্নতির চালিকাশক্তি বলা হয় কোনটিকে?
Ο ক) চাকরিকে
Ο খ) আত্মকর্মসংস্থানকে
Ο গ) কৃষিকে
Ο ঘ) ব্যবসায়কে
সঠিক উত্তর: (ঘ)
১০৭. এক সময় এদেশে নির্মাণ হতো-
Ο ক) সমুদ্রগামী জাহাজ
Ο খ) নৌবাহিনীর বিশেষ জাহাজ
Ο গ) যুদ্ধ জাহাজ
Ο ঘ) বাণিজ্য জাহাজ
সঠিক উত্তর: (ক)
১০৮. ব্যবসায়ের ফলে বৃদ্ধি ঘটে-
i. অর্থনৈতিক কর্মকান্ডের
ii. লেনদেনের
iii. মূলধনের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০৯. ব্যবসায়িক লেনদেনের থাকতে হবে-
Ο ক) ক্রয়মূল্য
Ο খ) বিক্রয়মূল্য
Ο গ) সামাজিক মূল্য
Ο ঘ) আর্থিক মূল্য
সঠিক উত্তর: (ঘ)
১১০. পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা-
Ο ক) ব্যবসা হিসেবে গণ্য
Ο খ) বাণিজ্য হিসেবে গণ্য
Ο গ) সেবা হিসেবে গণ্য
Ο ঘ) ব্যবসায় হিসেবে গণ্য হবে না
সঠিক উত্তর: (খ)
১১১. পরিবেশের পারিপার্শ্বিক উপাদান হল-
i. ভূপ্রকৃতি, জলবায়ূ, ও নদনদী
ii. পাহাড় ও বনভূমি
iii. জাতি, ধর্ম ও শিক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১২. সমুদ্র বন্দর ও জাহাজ নির্মাণ শিল্পের জন্যে কোন স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল?
Ο ক) ঢাকা
Ο খ) খুলনা
Ο গ) নারায়নগঞ্জ
Ο ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর: (ঘ)
১১৩. রতন ফরমালিন মিশ্রিত ফল বিক্রি করে। এটি কোন ধরণের কর্মকান্ড?
Ο ক) অনৈতিক কর্মকান্ড
Ο খ) সেবামূলক কর্মকান্ড
Ο গ) জনকল্যাণমূলক কর্মকান্ড
Ο ঘ) মুনাফাজাতীয় কর্মকান্ড
সঠিক উত্তর: (ক)
১১৪. মূলধন গঠিত হয় কিসের মাধ্যমে?
Ο ক) কর্মসংস্থানের মাধ্যমে
Ο খ) চাকরির মাধ্যমে
Ο গ) সঞ্চয়ের মাধ্যমে
Ο ঘ) উৎপাদনের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)
১১৫. দেবিদ্বার থানার রাধানগর গ্রামে ৮০% লোক হিন্দু। হিন্দু ধর্মে গরুর মাংস নিষেধ। উক্ত গ্রামে কোন ব্যবসায়টি বিস্তৃত হবে?
Ο ক) চামড়া প্রক্রিয়াজাতকরণ ব্যবসায়
Ο খ) পোল্ট্রি শিল্প
Ο গ) মাংস উৎপাদন
Ο ঘ) ডেইরি শিল্প
সঠিক উত্তর: (ঘ)
১১৬. ব্যবসায় হল-
i. পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন
ii. পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন
iii. মুনাফার আশায় সবজি চাষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১৭. বিজ্ঞাপন হল-
i. তথ্য সংক্রান্ত বাঁধা দূর করে
ii. প্রচার সংক্রান্ত বাঁধা দূর করে
iii. ঝুঁকি সংক্রান্ত বাঁধা দূর করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও iii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১১৮. পণ্য বিনিময় কোন ধরণের বাধা দূর করে?
Ο ক) স্বত্বগত
Ο খ) স্থানগত
Ο গ) সময়গত
Ο ঘ) অর্থগত
সঠিক উত্তর: (ক)
১১৯. পর্তুগিজরা কোন স্থানকে ক্ষুদ্র বন্দর নামে অভিহিত করেন?
Ο ক) তাম্রলিপ্ত
Ο খ) সপ্তগ্রাম
Ο গ) নারায়নগঞ্জ
Ο ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর: (খ)
১২০. ভোক্তাদের মনোভাব কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
Ο ক) অর্থনৈতিক পরিবেশ
Ο খ) রাজনৈতিক পরিবেশ
Ο গ) সামাজিক পরিবেশ
Ο ঘ) প্রযুক্তিগত পরিবেশ
সঠিক উত্তর: (গ)
১২১. ব্যাংকিং কোন ধরণের শিল্প?
Ο ক) প্রজনন শিল্প
Ο খ) উৎপাদন শিল্প
Ο গ) সেবা শিল্প
Ο ঘ) নির্মাণ শিল্প
সঠিক উত্তর: (গ)
১২২. প্রত্যক্ষ সেবায় নিয়োজিত থাকে- i.ডাক্তার ii. ব্যবসায়ী iii. শিক্ষক নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৩. কোনটি পণ্য বা সেবার স্থানগত উপযোগ সৃষ্টি করে?
Ο ক) পরিবহন
Ο খ) গুদামজাতকরণ
Ο গ) বিজ্ঞাপন
Ο ঘ) প্রমিতকরণ
সঠিক উত্তর: (ক)
১২৪. পণ্য কেন প্যাকিং করা হয়?
Ο ক) পরিবহনের সুবিধার জন্য
Ο খ) সৌন্দর্য বৃদ্ধির জন্য
Ο গ) বিক্রয় সুবিধার জন্য
Ο ঘ) গুদামজাতকরণের জন্য
সঠিক উত্তর: (খ)
১২৫. ব্যবসায়ের উন্নয়ন ঘটে-
i. গবেষণার
ii. সৃজনশীল কাজের
iii. প্রযুক্তির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৬. কোনো স্থানের ব্যবসার ব্যবস্থার উন্নতি নির্ভর করে কীসের ওপর?
Ο ক) ব্যবসায়িক পরিবেশের ওপর
Ο খ) মুলধনের ওপর
Ο গ) ব্যবসায়িক কৌশলের ওপর
Ο ঘ) বাজার সৃষ্টির ওপর
সঠিক উত্তর: (ক)
১২৭. কোনটি প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভূক্ত?
Ο ক) ধর্মীয় বিশ্বাস
Ο খ) নদনদী
Ο গ) ঐতিহ্য
Ο ঘ) শিক্ষা ও সংস্কৃতি
সঠিক উত্তর: (খ)
১২৮. কত শতাব্দিতে এদেশে এসে পর্তুগিজরা বাণিজ্য করতে শুরু করে?
Ο ক) পঞ্চদশ শতাব্দিতে
Ο খ) ষোড়শ শতাব্দিতে
Ο গ) বিংশ শতাব্দিতে
Ο ঘ) একবিংশ শতাব্দিতে
সঠিক উত্তর: (খ)
১২৯. রাস্তাঘাট নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) সেবা শিল্প
Ο খ) প্রজনন শিল্প
Ο গ) নির্মাণ শিল্প
Ο ঘ) উৎপাদন শিল্প
সঠিক উত্তর: (গ)
১৩০. ব্যবসায়ে পণ্য বন্টনকারী শাখা কোনটি?
Ο ক) বাণিজ্য
Ο খ) শিল্প
Ο গ) বন্টন
Ο ঘ) পাইকারি
সঠিক উত্তর: (ক)
১৩১. কোনটি অর্থনৈতিক কাজের অন্তর্গত?
Ο ক) বিউটি পার্লার
Ο খ) নিজের প্রয়োজনে কম্পিউটার ক্রয়
Ο গ) ফরমায়েশ প্রদান
Ο ঘ) মূল্য তালিকা প্রাপ্তি
সঠিক উত্তর: (গ)
১৩২. বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশকে পর্যায়ক্রমে শিল্পোন্নত করতে হলে প্রাথমিক অবস্থায় কী ধরণের শিল্প স্থাপন করা যুক্তিযুক্ত বলে তুমি মনে কর?
Ο ক) কৃষিনির্ভর শিল্প
Ο খ) লৌহ ও ইস্পাত শিল্প
Ο গ) বস্ত্রশিল্প
Ο ঘ) রসায়ন শিল্প
সঠিক উত্তর: (ক)
১৩৩. সেবা শিল্পের অন্তর্ভূক্ত-
i. গ্যাসসরবরাহ
ii. সেতু নির্মাণ
iii. পানি সরবরাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৩৪. খুচরা ব্যবসায় কোন ধরণের বাণিজ্য?
Ο ক) অভ্যন্তরীণ
Ο খ) বৈদেশিক
Ο গ) ভৌগলিক
Ο ঘ) রাজনৈতিক
সঠিক উত্তর: (ক)
১৩৫. মি. তাহের আমের মৌসুমে রাসায়নিক দ্রব্যের মাধ্যমে কাঁচা আম পাকিয়ে বাজারে বিক্রি করে জনগণের চাহিদা মেটান। এটি কোন ধরণের কর্মকান্ড?
Ο ক) সেবামুলক
Ο খ) মুনাফা জাতীয়
Ο গ) জনকল্যাণমূলক
Ο ঘ) আইনত দণ্ডনীয়
সঠিক উত্তর: (ঘ)
১৩৬. স্বাস্থ্য সেবা কোন ধরণের শিল্প?
Ο ক) প্রজনন শিল্প
Ο খ) উৎপাদন শিল্প
Ο গ) সেবা শিল্প
Ο ঘ) নির্মাণ শিল্প
সঠিক উত্তর: (গ)
১৩৭. যাত্রাবাড়ী ফ্লাইওভার তৈরী কোন শিল্পের আওতাধীন?
Ο ক) নিষ্কাশন
Ο খ) সেবা
Ο গ) নির্মাণ
Ο ঘ) উৎপাদন
সঠিক উত্তর: (গ)
১৩৮. অতীতে এদেশের মানুষ কিসের মাধ্যমে তাদের প্রতিভা ও পরিশ্রমের স্বাক্ষর রেখেছে?
i. পাটের জিন রহস্য আবিষ্কার করে
ii. জাহাজ নির্মাণ শিল্পের মাধ্যমে
iii. মসলিন কাপড় উৎপাদনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৩৯. ব্যবসায়িক পরিবেশের উপাদানকে কয়ভাবে ভাগ করা যায়?
Ο ক) ৪
Ο খ) ৬
Ο গ) ৫
Ο ঘ) ৭
সঠিক উত্তর: (খ)
১৪০. সপ্তগ্রাম সমুদ্র বন্দরটি কোথায়?
Ο ক) চট্টগ্রাম
Ο খ) মংলা
Ο গ) পশ্চিমবঙ্গ
Ο ঘ) করাচি
সঠিক উত্তর: (গ)
১৪১. ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দিক হলো-
i. সামাজিক দায়বদ্ধতা
ii. নৈতিকতা
iii. সততা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i, ii ও iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
১৪২. অনেকগুলো জাহাজ নির্মাণের কারখানা ছিল-
i. হালিশহর
ii. বহদ্দারহাট
iii. পতেঙ্গা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৪৩. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারায় কোন কাজটি প্রাচীনযুগে করা হতো?
Ο ক) বাজার সৃষ্টি
Ο খ) মোবাইল ব্যাংকিং
Ο গ) পশু শিকার
Ο ঘ) টেলিগ্রাম
সঠিক উত্তর: (গ)
১৪৪. পণ্য বা দ্রব্য বিনিময়ের মাধ্যমে প্রয়োজন মেটানো না গেলে কোনটির প্রচলন ঘটে?
Ο ক) স্বর্ণ ও রৌপ্যের মুদ্রার
Ο খ) ডেবিট কার্ডের
Ο গ) দ্রব্য বিনিময়ের
Ο ঘ) এটিএম কার্ডের
সঠিক উত্তর: (ক)
১৪৫. পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত শিল্পকে কী বলে?
Ο ক) প্রজনন শিল্প
Ο খ) নির্মাণ শিল্প
Ο গ) উৎপাদন শিল্প
Ο ঘ) নিষ্কাশন শিল্প
সঠিক উত্তর: (ক)
১৪৬. প্রযুক্তিগত পরিবর্তন ঘটে কোন যুগে?
Ο ক) প্রাগৈতিহাসিক
Ο খ) প্রাচীন
Ο গ) মধ্য
Ο ঘ) আধুনিক
সঠিক উত্তর: (ঘ)
১৪৭. মুদ্রার প্রচলন শুরু হয় কোন কর্মকান্ডের ব্যর্থতার জন্য?
Ο ক) পণ্য উৎপাদন
Ο খ) পণ্য উন্নয়ন
Ο গ) পণ্য বিনিময়
Ο ঘ) পণ্য বন্টন
সঠিক উত্তর: (গ)
১৪৮. শিল্পকে প্রধানত কয়ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) ৩ ভাগে
Ο খ) ৪ ভাগে
Ο গ) ৫ ভাগে
Ο ঘ) ৬ ভাগে
সঠিক উত্তর: (গ)
১৪৯. শরীফ রেস্টুরেন্টে মরা মুরগি কম দামে ক্রয় করে ভোক্তাদেরকে পরিবেশন করেন। এটি তার কোন ধরণের কর্মকান্ড?
Ο ক) অনৈতিক কর্মকান্ড
Ο খ) সেবামূলক কর্মকান্ড
Ο গ) জনকল্যাণমূলক কর্মকান্ড
Ο ঘ) মুনাফাজাতীয় কর্মকান্ড
সঠিক উত্তর: (ক)
১৫০. ব্যবসায়ের মাধ্যমে কোনটি সম্ভব হয়?
Ο ক) ডাক্তারি সেবা প্রদান
Ο খ) অর্থনৈতিক উন্নয়ন
Ο গ) আইন প্রণয়ন
Ο ঘ) সামাজিক কাঠামোর পরিবর্তন
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC BEntrep