এস.এস.সি ইসলাম শিক্ষা অধ্যায় - ৫: আদর্শ জীবনচরিত (৮)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ৫: আদর্শ জীবনচরিত (৮) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৩৫১. হযরত খাদিজা (রা) কাকে প্রিয়নবির সঙ্গে সিরিয়ায় পাঠিয়েছিলেন?
Ο ক) মাইসারাকে
Ο খ) যায়েদকে
Ο গ) রাওয়াহাকে
Ο ঘ) উৎবাকে
 সঠিক উত্তর: (ক)

 ৩৫২. “যাকে হিকমত দান করা হয়েছে; তাকে প্রভূত কল্যাণ দান করা হয়েছে।” -এটি কার বাণী?
Ο ক) আল্লাহ তায়ালার
Ο খ) মহানবি (স) এর
Ο গ) হযরত আলি (রা) এর
Ο ঘ) হযরত উমর (রা) এর
 সঠিক উত্তর: (ক)

 ৩৫৩. হাদিস বর্ণনায় মুমিনের নেতা কে ছিলেন?
Ο ক) ইমাম শাফেয়ী
Ο খ) ইমাম বুখারি (রা)
Ο গ) ইমাম আবু হানিফা (রা)
Ο ঘ) আবু হুরাইরা (রা)
 সঠিক উত্তর: (খ)

 ৩৫৪. ইসলাম প্রচারের কাজ শুরু করার পর মক্কার কারা মহানবি (স) এর শত্রুতে পরিণত হয়?
Ο ক) কাফিররা
Ο খ) মুশরিকরা
Ο গ) কাফির - মুশরিকরা
Ο ঘ) কাফির-মুনাফিকরা
 সঠিক উত্তর: (গ)

 ৩৫৫. ‘আলকেমী’ অর্থ কী?
Ο ক) পদার্থ
Ο খ) উদ্ভিদ
Ο গ) রসায়ন
Ο ঘ) জীব
 সঠিক উত্তর: (গ)

 ৩৫৬. ‘তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে উত্তম আদর্শ’। আয়াতটি কোন সূরায়?
Ο ক) সূরা বাকারা
Ο খ) সূরা আহযাব
Ο গ) সূরা মায়িদা
Ο ঘ) সূরা আলে ইমরান
 সঠিক উত্তর: (খ)

 ৩৫৭. সমাজ থেকে মূর্খতা ও নিরক্ষরতা দূর করার লক্ষ্যে প্রত্যেক শিক্ষিত ও জ্ঞানীর কর্তব্য -
i. সচেতনতা সৃষ্টি করা
ii. শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা
iii. বড় দালানকোঠা তৈরি করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৫৮. ইতিহাস শাস্ত্রে অবিস্মরণীয় অবদান রেখেছেন কে?
Ο ক) ইবন জারির তাবারি
Ο খ) আল রাযি
Ο গ) আল মাসউদী
Ο ঘ) ইমাম গাযযালি (রা)
 সঠিক উত্তর: (ক)

 ৩৫৯. কিতাবুল মানসুরী গ্রন্থের রচয়িতা কে?
Ο ক) আবু বকর আল রাযি
Ο খ) ইবনে সিনা
Ο গ) হাসান ইবনে হায়সাম
Ο ঘ) ইমাম গাযযালি
 সঠিক উত্তর: (ক)

 ৩৬০. প্রাক-ইসলামি যুগে মানুষের ধর্ম কী ছিল?
Ο ক) পৌত্তলিকতা
Ο খ) দ্বিত্ববাদ
Ο গ) একত্ববাদ
Ο ঘ) সাম্যবাদ
 সঠিক উত্তর: (ক)

 ৩৬১. হযরত আলি (রা) এর জীবনযাপন পদ্ধতি ছিল-
i. সহজ-সরল
ii. জাঁকজমকপূর্ণ
iii. অনাড়ম্বর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৬২. ন্যায়পরায়ণ শাসক হিসেবে হযরত উমর কোনটি নিশ্চিত করেছিলেন?
Ο ক) জবাবদিহিতা
Ο খ) জনগণের অধিকার উপভোগ
Ο গ) রাজপথে নির্বিঘ্নে চলাচল
Ο ঘ) রাজনৈতিক ঐক্য
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৩. ইমাম আবু হানিফা কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক) কুফায়
Ο খ) বসরায়
Ο গ) মদিনায়
Ο ঘ) সমরকন্দে
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৪. কোন পাদ্রী মুহাম্মদ (স) সম্পর্কে ভবিষ্যদ্ববাণী করেছিলেন?
Ο ক) বহীরা নামক এক খ্রিস্টান পাদ্রী
Ο খ) বাহারা নামক এক খ্রিস্টান পাদ্রী
Ο গ) বারাকা নামক এক পাদ্রী
Ο ঘ) নমিরা এক মনীষী
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৫. কোন কোন গোত্রের মধ্যে ফিজারের যুদ্ধে সংঘটিত হয়েছিল?
Ο ক) কুরাইশ ও বনু বকর
Ο খ) কুরাইশ ও কায়স
Ο গ) বনু বকর ও বনু নযীর
Ο ঘ) জুরহাম ও বনু নযীর
 সঠিক উত্তর: (খ)

 ৩৬৬. মহানবি (স) হিজরত করেছিলেন কেন?
Ο ক) কাফিরদের ভয়ে
Ο খ) আল্লাহর নির্দেশ
Ο গ) ব্যবসায় উদ্দেশ্যে
Ο ঘ) ইসলাম প্রচারের জন্য
 সঠিক উত্তর: (খ)

 ৩৬৭. যুন্নুরাইন শব্দের অর্থ কী?
Ο ক) দুই আলোর অধিকারী
Ο খ) দুই জ্যোতির অধিকারী
Ο গ) আল্লাহর নূর
Ο ঘ) প্রচুর সম্পদের অধিকারী
 সঠিক উত্তর: (খ)

 ৩৬৮. ‘কিতাবুল হিন্দী’ কী জাতীয় গ্রন্থ?
Ο ক) রসায়নশাস্ত্র
Ο খ) গণিতশাস্ত্র
Ο গ) ভূগোল শাস্ত্র
Ο ঘ) চিকিৎসাশাস্ত্র
 সঠিক উত্তর: (খ)

 ৩৬৯. ‘সুফফা’ কী?
Ο ক) একটি শিক্ষা প্রতিষ্ঠান
Ο খ) একটি বাড়ি
Ο গ) একটি মসজিদ
Ο ঘ) একটি পাহাড়
 সঠিক উত্তর: (ক)

 ৩৭০. কোন খলিফা মদ্যপানের অপরাধে স্বীয় পুত্রকে কঠোর শাস্তি দিয়েছিলেন?
Ο ক) হযরত আবু বকর (রা)
Ο খ) হযরত উমর (রা)
Ο গ) হযরত উসমান (রা)
Ο ঘ) হযরত আলি (রা)
 সঠিক উত্তর: (খ)

 ৩৭১. মহানবি (স) -এর আবির্ভাবের পূর্বে দুনিয়ার মানুষ আল্লাহর বিধান ও নবি-রাসুলগণের আদর্শ ভূলে সর্বপ্রকার জঘন্যতম পাপাচারে লিপ্ত হয়েছিল বলে এ যুগকে বলা হতো-
Ο ক) বর্বরতার যুগ
Ο খ) অন্ধকারাচ্ছন্ন যুগ
Ο গ) আইয়্যামে জাহেলিয়া
Ο ঘ) উপরের সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭২. আদর্শ জীবনচরিতে কয় ধরনের বৈশিষ্ট্য থাকা আবশ্যক?
Ο ক) চার
Ο খ) তিন
Ο গ) দুই
Ο ঘ) এক
 সঠিক উত্তর: (গ)

 ৩৭৩. ইমাম আবু হানিফা কতবার হজব্রত পালন করেন?
Ο ক) ১৮ বার
Ο খ) ২০ বার
Ο গ) ৫০ বার
Ο ঘ) ৫৫ বার
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭৪. মুহাম্মদ (স) এর ওপর সর্বপ্রথম কোন আয়াতটি নাযিল করা হয়?
Ο ক) ফাতিহার প্রথম
Ο খ) মায়িদার প্রথম
Ο গ) আলাকের প্রথম
Ο ঘ) হুজুরাতের প্রথম
 সঠিক উত্তর: (গ)

 ৩৭৫. কাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাসায়নবিদ মনে করা হয়?
Ο ক) উমর খৈয়ামকে
Ο খ) মুসা খারেযমীকে
Ο গ) জাবির ইবনে হাইয়্যানকে
Ο ঘ) আবু বকর আল রাযিকে
 সঠিক উত্তর: (গ)

 ৩৭৬. হযরত মুহাম্মদ (স) -এর মাতার নাম কী?
Ο ক) সাবিহা
Ο খ) সাহিদা
Ο গ) আমিনা
Ο ঘ) আছিয়া
 সঠিক উত্তর: (গ)

 ৩৭৭. ফিকহ শাস্ত্র পূর্ণতা লাভ করতে কত বছর লেগেছিল?
Ο ক) ২২ বছর
Ο খ) ২৪ বছর
Ο গ) ২৬ বছর
Ο ঘ) ২৮ বছর
 সঠিক উত্তর: (ক)

 ৩৭৮. ইমাম আবু হানিফা (রা) কোন শাস্ত্রে সর্বাধিক অবদান রেখেছেন?
Ο ক) হাদিস শাস্ত্রে
Ο খ) ফিকহ শাস্ত্রে
Ο গ) তাফসীর শাস্ত্রে
Ο ঘ) ইতিহাস শাস্ত্রে
 সঠিক উত্তর: (খ)

 ৩৭৯. এ বালকই (বালক মুহাম্মদ) হবে শেষ যামানার আখেরি নবি- এ ভবিষ্যদ্বাণী কে প্রথম প্রকাশ করেন?
Ο ক) আমিনা
Ο খ) আবু তালিব
Ο গ) বহিরা নাম পাদ্রি
Ο ঘ) মাইসারা
 সঠিক উত্তর: (গ)

 ৩৮০. ইসলামের ‘ত্রাণকর্তা’ কে?
Ο ক) হযরত আলী (রা)
Ο খ) হযরত উসমান (রা)
Ο গ) হযরত উমর (রা)
Ο ঘ) হযরত আবু বকর (রা)
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮১. ইবন জারির তাবারি তাফসির সম্পর্কীয় প্রচুর কী সংগ্রহ করেন?
Ο ক) ইতিহাস
Ο খ) হাদিস
Ο গ) মতামত
Ο ঘ) দলিল
 সঠিক উত্তর: (খ)

 ৩৮২. হযরত ইমর (রা) কোন যুদ্ধে মহানবি (স) এর সঙ্গী হয়ে বীরত্বের সাথে যুদ্ধ করেন?
Ο ক) বদর যুদ্ধে
Ο খ) উহুদ যুদ্ধে
Ο গ) খন্দকের যুদ্ধে
Ο ঘ) সকল যুদ্ধে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮৩. পৃথিবীর মানচিত্র তৈরি করেন কে?
Ο ক) উমর খৈয়াম
Ο খ) ইবনে সিনা
Ο গ) আল-মাসুদি
Ο ঘ) আলী তাবারি
 সঠিক উত্তর: (গ)

 ৩৮৪. কত বছর বয়সে হযরত মুহাম্মদ (স) এর মাতা ইন্তিকাল করেন?
Ο ক) ছয় বছর বয়সে
Ο খ) আট বছর বয়সে
Ο গ) দশ বছর বয়সে
Ο ঘ) পঁচিশ বছর বয়সে
 সঠিক উত্তর: (ক)

 ৩৮৫. জাহেলি যুগে আরবের আর্থসামাজিক অবস্থায় ব্যাপকতা পেয়েছিল-
i. সুদ, জুয়া ও মানবতাবিরোধী কাজ
ii. জুয়া খেলা ও মদ্যপান
iii. সুদ প্রথা ও রাহাজানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮৬. হযরত মুহাম্মদ (স) মেষ চরাতেন কেন?
Ο ক) অভাব-অনটনের জন্য
Ο খ) বাড়তি আয়ের জন্য
Ο গ) শখের বশে
Ο ঘ) কোনো কাজ না থাকায়
 সঠিক উত্তর: (খ)

 ৩৮৭. মুসলিম জাহানের প্রথম খলিফা কে ছিলেন?
Ο ক) হযরত আবু বকর (রা)
Ο খ) হযরত উমর (রা)
Ο গ) হযরত আলি (রা)
Ο ঘ) হযরত উসমান (রা)
 সঠিক উত্তর: (ক)

 ৩৮৮. বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি?
Ο ক) মদিনা সনদ
Ο খ) বিল অব রাইটস
Ο গ) চার্টার অব ইংল্যান্ড
Ο ঘ) ভারতীয় সংবিধান
 সঠিক উত্তর: (ক)

 ৩৮৯. কোন দেশে মুসলমানগণ প্রথম হিজরত করেছিলেন?
Ο ক) আবিসিনিয়া
Ο খ) রোম
Ο গ) পারস্য
Ο ঘ) ইয়ামেন
 সঠিক উত্তর: (ক)

 ৩৯০. ইমাম আবু হানিফা (রা) এর পিতার নাম কী?
Ο ক) নুমান
Ο খ) সাবিত
Ο গ) তাহির
Ο ঘ) আহমাদ
 সঠিক উত্তর: (খ)

 ৩৯১. হযরত আলি (রা) এর জীবনযাপন পদ্ধতি থেকে তুমি কী গ্রহণ করবে?
Ο ক) আড়ম্বরপূর্ণ জীবনযাপন
Ο খ) অনাড়ম্বর জীবনযাপন
Ο গ) অল্প পরিশ্রম
Ο ঘ) গাম্ভীর্যপূর্ণ জীবনযাপন
 সঠিক উত্তর: (খ)

 ৩৯২. মহানবি (স) এর শিক্ষাপ্রতিষ্ঠানের নাম কী?
Ο ক) দারুল হিকমাহ
Ο খ) দারুল ইলম
Ο গ) দারুল বুলুগ
Ο ঘ) দারুল আরকাম
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯৩. ‘দিওয়ানে আলি’ কাব্যগ্রন্থটি কার লেখা?
Ο ক) হযরত ফাতিমা (রা) এর
Ο খ) হযরত মুহাম্মদ (স) এর
Ο গ) হযরত আলি (রা) এর
Ο ঘ) হযরত উসমান (রা) এর
 সঠিক উত্তর: (গ)

 ৩৯৪. হযরত উমর (রা) এর বোনের নাম কী?
Ο ক) আরিফা
Ο খ) আসিয়া
Ο গ) ফাতিমা
Ο ঘ) আসমা
 সঠিক উত্তর: (গ)

 ৩৯৫. হযরত উসমান (রা) কোন গোত্রে জন্মগ্রহণ করেন?
Ο ক) তাইম
Ο খ) উমাইয়া
Ο গ) আব্বাসীয়
Ο ঘ) বনু কুরাইয়া
 সঠিক উত্তর: (খ)

 ৩৯৬. কুরআনকে বিপন্ন ও বিলুপ্ত হওয়ার আশঙ্কা থেকে রক্ষা করে হযরত আবু বকর (রা) খ্যাতি অর্জন করেছিলেন-
i. জামিউল কুরআন হিসেবে
ii. কুরআন সংকলনকারী হিসেবে
iii. ইসলামের ত্রাণকর্তা হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (গ)

 ৩৯৭. মূর্তি পূজারিরা রাসুল (স) এর বিরোধিতা করেছিল কেন?
Ο ক) এক আল্লাহর দাওয়াত প্রচার করায়
Ο খ) মক্কায় মসজিদ-মাদ্রাসা নির্মাণ করায়
Ο গ) মূর্তি পূজারিদের কাজকর্ম বন্ধ করে দেওয়ায়
Ο ঘ) রাসুল (স) ব্যবসায়িক কাজে মনোনিবেশ করায়
 সঠিক উত্তর: (ক)

 ৩৯৮. কার নাম শুনলে কাফিরদের মনে ত্রাস সৃষ্টি হতো?
Ο ক) হযরত উমর (রা) এর
Ο খ) ইমাম বুখারি (রা) এর
Ο গ) হযরত খালিদ বিন ওয়ালিদ (রা) এর
Ο ঘ) হযরত আলী (রা) এর
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯৯. কোন খলিফার সময়ে কিছু লোক মিথ্যা নবুয়তের দাবি করে?
Ο ক) হযরত আবু বকর (রা)এর
Ο খ) হযরত উমর (রা) এর
Ο গ) হযরত উসমান (রা)এর
Ο ঘ) হযরত আলি (রা) এর
 সঠিক উত্তর: (ক)

 ৪০০. আল কুরআনের পর পৃথিবীতে বিশুদ্ধ গ্রন্থ কোনটি?
Ο ক) মুয়াত্তা
Ο খ) মুসলিম শরিফ
Ο গ) বুখারি শরিফ
Ο ঘ) তিরমিযি শরিফ
 সঠিক উত্তর: (গ)

 ৪০১. মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনীর সংখ্যা কত ছিল?
Ο ক) ১,৪০০
Ο খ) ১,০০০
Ο গ) ১০,০০০
Ο ঘ) ১২,০০০
 সঠিক উত্তর: (গ)

 ৪০২. ফিকহশাস্ত্রে কার অবদান সর্বাধিক?
Ο ক) ইমাম বুখারী (রা)
Ο খ) ইমাম আবু হানিফা (রা)
Ο গ) ইবন জারির তাবারি (রা)
Ο ঘ) ইমাম গাযযালি (রা)
 সঠিক উত্তর: (খ)

 উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * ড: আসিক সিদ্দিকী বলেন, ইসলাম জ্ঞান-বিজ্ঞান ও মানবকল্যাণের ধর্ম। ইসলামের জ্ঞান-বিজ্ঞানের চর্চার প্রতি সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে। আল-কুরআনের প্রথম বাণীই হলো- “পড় (জ্ঞান আহরণ কর)”।

 ৪০৩. জ্ঞান-বিজ্ঞানের সর্বোচ্চ চূড়া কোনটি?
Ο ক) দারুল আরকাম
Ο খ) আল-কুরআন
Ο গ) বায়তুল হিকমাহ
Ο ঘ) কোনোটিই নয়
 সঠিক উত্তর: (খ)

 ৪০৪. ‘কানূন ফিত্‌ তিব্ব’ গ্রন্থটিকে চিকিৎসাশাস্ত্রের বাইবেল বলার কারণ-
i. গ্রন্থটির পর্যায়ের কোনো গ্রন্থ আজ পর্যন্ত দেখা যায় না
ii. চিকিৎসা সম্বন্ধীয় যাবতীয় তথ্যের সমাবেশ রয়েছে
iii. চিকিৎসা সম্পর্কে ধর্মীয় বিধানের উল্লেখ রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post