ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ১২: পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. কোনটি পারিবারিক মুনাফা জাতীয় ব্যয়?
i. বাড়িঘর নির্মাণ
ii. সাইকেল ক্রয়
iii. সম্পদ রক্ষণাবেক্ষণ খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫২. কোন ব্যয়গুলো পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতে অন্তর্ভুক্ত হয়?
Ο ক) মুনাফাজাতীয় ব্যয়
Ο খ) মুনাফাজাতীয় আয়
Ο গ) মূলধনজাতীয় ব্যয়
Ο ঘ) মূলধনায়িত ব্যয়
সঠিক উত্তর: (গ)
৫৩. পারিবারিক দৃষ্টিকোণ থেকে মানুষের সুখের ঠিকানা কোনটি?
Ο ক) সামাজিক বন্ধন
Ο খ) পারিবারিক বন্ধন
Ο গ) আত্মীয়তার বন্ধন
Ο ঘ) বন্ধুত্বতার বন্ধন
সঠিক উত্তর: (খ)
৫৪. পরিবারের আর্থিক দুর্বলতা খুঁজে বের করা এবং সংশোধনীর প্রতিষেধক হিসেবে কাজ করে কোনটি?
Ο ক) পারিবারিক বাজেট
Ο খ) পারিবারিক আয়-ব্যয়
Ο গ) পারিবারিক হিসাব ব্যবস্থা
Ο ঘ) ভবিষ্যৎ পরিকল্পনা
সঠিক উত্তর: (গ)
৫৫. আয় উদ্বৃত্ত আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে অন্তর্ভুক্ত করা হয়?
Ο ক) সম্পদের দিকে দেখানো হয়
Ο খ) দায়ের দিকে দেখানো হয়
Ο গ) পারিবারিক তহবিলের সাথে যোগ করা হয়
Ο ঘ) পারিবারিক তহবিল থেকে বিয়োগ করা হয়
সঠিক উত্তর: (গ)
৫৬. মূলধন জাতীয় আয়কে কেন পরিবারের স্বাভাবিক আয় হিসাবে গণ্য করা যায় না?
Ο ক) এটা স্বল্পকালীন ও অনিয়মিত
Ο খ) এটা দীর্ঘকালীন ও অনিয়মিত
Ο গ) এটা নিয়মিত ও দীর্ঘকালীন
Ο ঘ) এটা পৌনঃপুনিক ও এককালীন
সঠিক উত্তর: (খ)
৫৭. আয়-ব্যয় বিবরণীতে যদি ব্যয়ের চেয়ে আয়ের পরিমাণ বেশি হয়, তবে উদ্বৃত্তকে বলা হয়-
i. ব্যয়াতিরিক্ত আয়
ii. ঘাটতি মূলধন
iii. আয় উদ্বৃত্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫৮. প্রাপ্তি ও প্রদান হিসাব নিচের কোনটি দ্বারা প্রস্তুত করা হয়?
Ο ক) মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদান
Ο খ) মুনাফা জাতীয় নগদ প্রাপ্তি ও প্রদান
Ο গ) মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদান
Ο ঘ) মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় হিসাবের বকেয়াসমূহ ও নগদ প্রাপ্তি প্রদান
সঠিক উত্তর: (গ)
৫৯. দান-দক্ষিণা কোন জাতীয় পারিবারিক আয়?
Ο ক) নিয়মিত
Ο খ) প্রাত্যহিক
Ο গ) অনিয়মিত
Ο ঘ) অনিয়ন্ত্রিত
সঠিক উত্তর: (গ)
৬০. পারিবারিক হিসাব কার নিকট পেশ করতে হয়?
Ο ক) মালিকের নিকট
Ο খ) পরিবারের কর্তার নিকট
Ο গ) সরকারের নিকট
Ο ঘ) কারো নিকট নয়
সঠিক উত্তর: (ঘ)
৬১. পারিবারিক হিসাব ব্যবস্থায় ‘স্বতন্ত্র একক নির্ধারণ’ বলতে কোনটি বুঝানো হয়েছে?
Ο ক) পরিবার এবং তার কর্তা ব্যক্তিকে একই বিবেচনা করা
Ο খ) পরিবার এবং তার সদস্যদের একই বিবেচনা করা
Ο গ) পরিবার এবং তার কর্তা ব্যক্তিকে পৃথক বিবেচনা করা
Ο ঘ) পরিবারের কর্তাকে অন্যান্য সদস্য থেকে পৃথক বিবেচনা করা
সঠিক উত্তর: (গ)
৬২. পরিবারের আপ্যায়ন খরচ কোন জাতীয় ব্যয়?
Ο ক) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
Ο খ) মূলধন জাতীয় ব্যয়
Ο গ) মুনাফা জাতীয় ব্যয়
Ο ঘ) মূলধনায়িত ব্যয়
সঠিক উত্তর: (গ)
৬৩. মি. আসলাম তার পরিবারের জন্য বাজেট প্রস্তুত করার সময় তার পরিবারের সদস্যদের জন্য মোট আয়ের কতটুকু যানবাহন খাতে ব্যয় হিসেবে রাখবেন?
Ο ক) শতকরা ৩০-৪০ টাকা
Ο খ) শতকরা ২৫-৩০ টাকা
Ο গ) শতকরা ২০-২৫ টাকা
Ο ঘ) শতকরা ১৫-২০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৬৪. প্রাপ্তি ও প্রদান হিসাবের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) সকল প্রকার নগদ প্রাপ্তি ডেবিট পাশে ও প্রদান ক্রেডিট পাশে হিসাবভুক্ত করা হয়
Ο খ) মূলধন ও মুনাফা জাতীয় আয়সমূহ প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট দিকে লেখা হয়
Ο গ) মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়সমূহ প্রাপ্তি ও প্রদান হিসাবের ক্রেডিট দিকে লেখা হয়
Ο ঘ) সকল প্রকার সম্পদ ডেবিট দিকে এবং দায়সমূহ ক্রেডিট দিকে লেখা হয়
সঠিক উত্তর: (ক)
৬৫. পারিবারিক বাজেট তৈরি ও বাস্তবায়ন তখনই সম্ভব হবে, যখন -
i. প্রয়োজন ও চাহিদার গুরুত্ব অনুসারে দ্রব্যের তালিকা প্রস্তুত করা হবে
ii. সম্ভাব্য আয়ের সকল উৎস সঠিকভাবে চিহ্নিত করা হবে
iii. আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬৬. ঘাটতি উদ্বৃত্ত আর্থিক অবস্থার বিবরণীতে কী প্রভাব ফেলে?
Ο ক) পারিবারিক তহবিল হ্রাস করে
Ο খ) সম্পদ হ্রাস করে
Ο গ) দায় বৃদ্ধি করে
Ο ঘ) মূলধন বৃদ্ধি পায়
সঠিক উত্তর: (ক)
৬৭. পরিবারে তহবিল নির্ণয় করা হয় কীভাবে?
Ο ক) প্রারম্ভিক সম্পদের সাথে প্রারম্ভিক দায় যোগ করে
Ο খ) প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিয়ে
Ο গ) মুনাফাজাতীয় আয় থেকে ব্যয় বাদ দিয়ে
Ο ঘ) যাবতীয় সম্পদ যোগ করে
সঠিক উত্তর: (খ)
৬৮. পরিবারের সুখ-শান্তি বিঘ্নিত হবে -
i. আয়-ব্যয়ের পরিকল্পনা না থাকলে
ii. আয়-ব্যয়ের সঠিক হিসাব না থাকলে
iii. সম্পদ ও দায়ের হিসাব না থাকলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৯. একটি সার্থক বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন নির্ভর করে কিসের ওপর?
Ο ক) পরিবারের প্রকৃতির ওপর
Ο খ) পরিবারের আয়ের ওপর
Ο গ) পরিবারের ব্যয়ের ওপর
Ο ঘ) পরিবারের আর্থ-সামাজিক অবস্থার ওপর
সঠিক উত্তর: (ঘ)
৭০. আয়-ব্যয় বিবরণী প্রস্তুত করা হয় কোনটি হতে?
Ο ক) প্রাপ্তি ও প্রদান হিসাব হতে
Ο খ) পারিবারিক তহবিল হতে
Ο গ) আর্থিক অবস্থার বিবরণী হতে
Ο ঘ) নগদান বই হতে
সঠিক উত্তর: (ক)
৭১. “বর্তমান বছরের কোনো বকেয়া আয় বা বকেয়া ব্যয়ের লেনদেনে এ হিসাবে অন্তর্ভুক্ত হয় না” - উক্তিটি প্রাপ্তি ও প্রদান হিসাবের কী?
Ο ক) সুবিধা
Ο খ) গুরুত্ব
Ο গ) অসুবিধা
Ο ঘ) বৈশিষ্ট্য
সঠিক উত্তর: (ঘ)
৭২. আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের সফলতা নির্ভর করে -
i. উদ্যোক্তার দক্ষতার উপর
ii. নির্ভুল হিসাবরক্ষণের উপর
iii. মূলধন বিনিয়োগের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৩. মিস শেফালী তার পরিবারের জন্য বাজেট প্রণয়ন করার পর বিশেষ কারণে একটি খরচের পরিমাণ বেড়ে গেল। এ সমস্যা সহজে সমাধানের জন্য তার বাজেটটি কেমন হওয়া উচিত?
Ο ক) বাস্তবধর্মী
Ο খ) যুক্তিসঙ্গত
Ο গ) নমনীয়
Ο ঘ) স্বয়ংক্রিয়
সঠিক উত্তর: (গ)
৭৪. পারিবারিক বাজেট তৈরি ও বাস্তবায়ন সম্ভব হবে কখন?
Ο ক) অভিজ্ঞ নিরীক্ষক দ্বারা বাজেট প্রস্তুত করা হলে
Ο খ) ব্যয় অতিরিক্ত আয় হলে
Ο গ) নির্ধারিত নিয়ম-নীতি মেনে বাজেট প্রস্তুত করা হলে
Ο ঘ) দায়িত্ববোধ ও জবাবদিহিতা সৃষ্টি করা হলে
সঠিক উত্তর: (গ)
৭৫. আসলাম সাহেব তাঁর পরিবারে পারিবারিক হিসাব ব্যবস্থা চালু রেখেছেন। কোনটি সৃষ্টিতে এই ব্যবস্থা সহায়তা করবে?
Ο ক) নৈতিক চরিত্র গঠনে
Ο খ) স্বৈরাচারিতা সৃষ্টিতে
Ο গ) নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে
Ο ঘ) নৈতিক দায়িত্ববোধ সৃষ্টিতে
সঠিক উত্তর: (গ)
৭৬. পারিবারিক হিসাব-নিকাশ কারো নিকট পেশ করতে হয় না বলে -
i. কোনো জবাবদিহিতার প্রয়োজন হয় না
ii. কোনো দায়বদ্ধতা নেই
iii. পূর্ব পরিকল্পনার প্রয়োজন হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৭. সাধারণত পারিবারিক বাজেটের হিসাবকাল হয় -
i. সাপ্তাহিক
ii. মাসিক
iii. বাৎসরিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৮. জনাব জাকির শিক্ষকতা করে মাসে ৮,৬০০ টাকা আয় করেন। এ ছাড়াও তিনি খাতা লেখে ৫০০ টাকা, টিউশনি করে ১,৫০০ টাকা, বাড়ি ভাড়া ৯০০ টাকা এবং অনুদান বাবদ ২,০০০ টাকা আয় করেন। জনাব জাকিরের পেশা হতে আয় কত টাকা?
Ο ক) ১৩,৫০০ টাকা
Ο খ) ১১,৫০০ টাকা
Ο গ) ১০,৬০০ টাকা
Ο ঘ) ৮,৬০০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৭৯. প্রাপ্তি ও প্রদান হিসাবে অন্তর্ভুক্ত হয় -
i. সকল প্রকার নগদ লেনদেন
ii. মূলধন ও মুনাফা জাতীয় আয়-ব্যয়
iii. সকল প্রকার অনগদ লেনদেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮০. পারিবারিক বাজেট হতে হবে -
i. বাস্তবধর্মী
ii. যুক্তিসংগত
iii. কাল্পনিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮১. পারিবারিক হিসাব নিকাশের দ্বিতীয় ধাপ কোনটি?
Ο ক) পারিবারিক তহবিল
Ο খ) আয়-ব্যয় বিবরণী
Ο গ) প্রাপ্তি ও প্রদান হিসাব
Ο ঘ) আর্থিক অবস্থার বিবরণী
সঠিক উত্তর: (খ)
৮২. আর্থিক বিবরণী প্রস্তুত করা অপরিহার্য। কারণ এর মাধ্যমে -
i. পরিবারের আর্থিক বুনিয়াদের চিত্র পাওয়া যায়
ii. ভবিষ্যৎ পরিকল্পনা সহজ হয়
iii. পরিবারের আয় ব্যয়ের চিত্র পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৩. পরিবারের ভবিষ্যৎ আয় ব্যয়ের অর্থনৈতিক পরিকল্পনাকে কী বলে?
Ο ক) পারিবারিক হিসাব
Ο খ) আর্থিক অবস্থার বিবরণী
Ο গ) পারিবারিক বাজেট
Ο ঘ) পরিকল্পনা
সঠিক উত্তর: (গ)
৮৪. পারিবারিক হিসাব নিকাশ কার্য সহজ হবার কারণ কী?
Ο ক) একক নিয়্ন্ত্রণ
Ο খ) নগদ লেনদেন
Ο গ) জবাবদিহিতা না থাকা
Ο ঘ) আইনি জটিলতা না থাকায়
সঠিক উত্তর: (খ)
৮৫. প্রাপ্তি ও প্রদান হিসাব ব্যবসায় প্রতিষ্ঠানের কোন বইয়ের অনুরূপ?
Ο ক) খতিয়ানবই
Ο খ) নগদান বই
Ο গ) আয়-ব্যয় বিবরণী
Ο ঘ) আর্থিক অবস্থার বিবরণী
সঠিক উত্তর: (গ)
৮৬. পারিবারিক বাজেটকে কার্যকরী করতে হলে কোনটি চিহ্নিত করতে হবে?
Ο ক) সম্ভাব্য আয়ের সকল উৎস
Ο খ) সম্ভাব্য ব্যয়ের খাত
Ο গ) পারিবারিক সম্পত্তি
Ο ঘ) সামাজিক মর্যাদা
সঠিক উত্তর: (ক)
৮৭. পারিবারিক বাজেট প্রণয়ন করার ফলে আয়ের অতিরিক্ত ব্যয় করার সুযোগ থাকে না কেন?
Ο ক) পরিবারের সদস্যদের খরচ করতে দেওয়া হয় না
Ο খ) পরিবারের আয় বৃদ্ধি করা হয়
Ο গ) পরিবারকে একটি নির্দিষ্ট কাঠামোর ভিতর আনা যায়
Ο ঘ) পরিবারের সদস্যদের চাহিদা কমানো হয়
সঠিক উত্তর: (গ)
৮৮. মনির চৌধুরীকে তার পরিবারের জন্য বাজেট প্রণয়ন করার সময় কোন বিষয়টিতে লক্ষ্য রাখতে হবে?
Ο ক) আয় যেন ব্যয়ের চেয়ে বেশি না হয়
Ο খ) ব্যয় যেন আয়ের চেয়ে বেশি না হয়
Ο গ) সম্পদ যেন দায়ের অপেক্ষা কম না হয়
Ο ঘ) মুনাফা জাতীয় আয় অপেক্ষা মুনাফা জাতীয় ব্যয় কম না হয়
সঠিক উত্তর: (খ)
৮৯. পারিবারিক আয়ের ১০% - ১৫% কোন খাতে ব্যয় করা উচিত?
Ο ক) খাদ্য খাতে
Ο খ) বস্ত্র খাতে
Ο গ) বাসস্থান খাতে
Ο ঘ) শিক্ষা খাতে
সঠিক উত্তর: (ঘ)
৯০. নির্দিষ্ট আয়ের মধ্যেই সুষ্ঠু ও সুন্দর জীবনযাপন করা সম্ভব যদি -
i. আয়ের উৎস এবং চাহিদার ভিত্তিতে ব্যয়ের খাত নির্ধারণ করা হয়
ii. আয় বুঝে ব্যয় করা হয়
iii. কার্যকরী বাজেট প্রণয়ন করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯১. পারিবারিক আর্থিক বিবরণী কয়টি পর্যায়ে প্রস্তুত করা হয়?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)
৯২. আয়-ব্যয় বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে -
i. প্রাপ্তি ও প্রদান হিসাবের প্রারম্ভিক ও সমাপনী উদ্বৃত্ত আয়-ব্যয় বিবরণীতে দেখাতে হয় না
ii. মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রদান আয়-ব্যয় বিবরণীতে আসবে না
iii. বিগত ও পরবর্তী সালের কোনো আয়-ব্যয় এই বিবরণীতে আসবে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৩. পারিবারিক বাজেট তৈরির প্রথম স্তর কোনটি?
Ο ক) বাস্তবমুখী পরিকল্পনা
Ο খ) আয় ও ব্যয়ের সমতা রক্ষা
Ο গ) মূল্য নিরূপণ
Ο ঘ) প্রয়োজনীয় দ্রব্য ও সেবাকর্মের তালিকা প্রস্তুত
সঠিক উত্তর: (ঘ)
৯৪. সঞ্চয় পত্রের সুদ প্রাপ্তি পরিবারের কোন জাতীয় আয়?
Ο ক) মোট আয়
Ο খ) মূলধন জাতীয় আয়
Ο গ) নিট আয়
Ο ঘ) মুনাফা জাতীয় আয়
সঠিক উত্তর: (ঘ)
৯৫. পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য কয়টি?
Ο ক) ৪টি
Ο খ) ৫টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৮টি
সঠিক উত্তর: (খ)
৯৬. আয় বুঝে ব্যয় করা সম্ভব হয় কখন?
Ο ক) বাজেট প্রণয়ন করা হলে
Ο খ) সম্পদ ও দায়ের সমন্বয় করা হলে
Ο গ) আয় ব্যয়ের সঠিক হিসাব সংরক্ষণ করলে
Ο ঘ) দায়িত্ববান হলে
সঠিক উত্তর: (গ)
৯৭. পারিবারিক হিসাব ব্যবস্থায় কী প্রস্তুত করা হয়?
Ο ক) আয়-ব্যয় ও আর্থিক ব্যবস্থার বিবরণী
Ο খ) মোট লাভ ও নিট লাভ বিবরণী
Ο গ) মূলধন ও মুনাফা জাতীয় ব্যয় হিসাব নির্ণয়
Ο ঘ) ক্রয়-বিক্রয় ও লাভ-ক্ষতি হিসাব
সঠিক উত্তর: (ক)
৯৮. আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণ বলতে নিচের কোনটি বোঝায়?
Ο ক) হাঁস-মুরগী প্রতিপালন, পশু পালন করা
Ο খ) স্কুল কলেজ প্রতিষ্ঠা করা
Ο গ) ক্লাব প্রতিষ্ঠা করা
Ο ঘ) খেলাধুলার আয়োজন করা
সঠিক উত্তর: (ক)
৯৯. জীবনকে সুন্দর ও ভালোভাবে পরিচালনার জন্য কোনটির গুরুত্ব অত্যাধিক?
Ο ক) সঠিক পারিবারিক বাজেট প্রণয়ন
Ο খ) সামাজিক বন্ধন প্রতিষ্ঠা
Ο গ) সুচিন্তিত পরিকল্পনা ও সঠিক হিসাব ব্যবস্থার প্রয়োগ
Ο ঘ) আয়ের বৃদ্ধি ঘটান
সঠিক উত্তর: (গ)
১০০. আর্থিক অবস্থার বিবরণী তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে একটি নির্দিষ্ট সময় শেষে এর মাধ্যমে -
i. পরিবারের সম্পদ সম্পর্কে জানা
ii. পরিবারের দায় সম্পর্কে জানা
iii. পারিবারিক তহবিল সম্পর্কে জানা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. কোনটি পারিবারিক মুনাফা জাতীয় ব্যয়?
i. বাড়িঘর নির্মাণ
ii. সাইকেল ক্রয়
iii. সম্পদ রক্ষণাবেক্ষণ খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫২. কোন ব্যয়গুলো পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতে অন্তর্ভুক্ত হয়?
Ο ক) মুনাফাজাতীয় ব্যয়
Ο খ) মুনাফাজাতীয় আয়
Ο গ) মূলধনজাতীয় ব্যয়
Ο ঘ) মূলধনায়িত ব্যয়
সঠিক উত্তর: (গ)
৫৩. পারিবারিক দৃষ্টিকোণ থেকে মানুষের সুখের ঠিকানা কোনটি?
Ο ক) সামাজিক বন্ধন
Ο খ) পারিবারিক বন্ধন
Ο গ) আত্মীয়তার বন্ধন
Ο ঘ) বন্ধুত্বতার বন্ধন
সঠিক উত্তর: (খ)
৫৪. পরিবারের আর্থিক দুর্বলতা খুঁজে বের করা এবং সংশোধনীর প্রতিষেধক হিসেবে কাজ করে কোনটি?
Ο ক) পারিবারিক বাজেট
Ο খ) পারিবারিক আয়-ব্যয়
Ο গ) পারিবারিক হিসাব ব্যবস্থা
Ο ঘ) ভবিষ্যৎ পরিকল্পনা
সঠিক উত্তর: (গ)
৫৫. আয় উদ্বৃত্ত আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে অন্তর্ভুক্ত করা হয়?
Ο ক) সম্পদের দিকে দেখানো হয়
Ο খ) দায়ের দিকে দেখানো হয়
Ο গ) পারিবারিক তহবিলের সাথে যোগ করা হয়
Ο ঘ) পারিবারিক তহবিল থেকে বিয়োগ করা হয়
সঠিক উত্তর: (গ)
৫৬. মূলধন জাতীয় আয়কে কেন পরিবারের স্বাভাবিক আয় হিসাবে গণ্য করা যায় না?
Ο ক) এটা স্বল্পকালীন ও অনিয়মিত
Ο খ) এটা দীর্ঘকালীন ও অনিয়মিত
Ο গ) এটা নিয়মিত ও দীর্ঘকালীন
Ο ঘ) এটা পৌনঃপুনিক ও এককালীন
সঠিক উত্তর: (খ)
৫৭. আয়-ব্যয় বিবরণীতে যদি ব্যয়ের চেয়ে আয়ের পরিমাণ বেশি হয়, তবে উদ্বৃত্তকে বলা হয়-
i. ব্যয়াতিরিক্ত আয়
ii. ঘাটতি মূলধন
iii. আয় উদ্বৃত্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫৮. প্রাপ্তি ও প্রদান হিসাব নিচের কোনটি দ্বারা প্রস্তুত করা হয়?
Ο ক) মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদান
Ο খ) মুনাফা জাতীয় নগদ প্রাপ্তি ও প্রদান
Ο গ) মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদান
Ο ঘ) মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় হিসাবের বকেয়াসমূহ ও নগদ প্রাপ্তি প্রদান
সঠিক উত্তর: (গ)
৫৯. দান-দক্ষিণা কোন জাতীয় পারিবারিক আয়?
Ο ক) নিয়মিত
Ο খ) প্রাত্যহিক
Ο গ) অনিয়মিত
Ο ঘ) অনিয়ন্ত্রিত
সঠিক উত্তর: (গ)
৬০. পারিবারিক হিসাব কার নিকট পেশ করতে হয়?
Ο ক) মালিকের নিকট
Ο খ) পরিবারের কর্তার নিকট
Ο গ) সরকারের নিকট
Ο ঘ) কারো নিকট নয়
সঠিক উত্তর: (ঘ)
৬১. পারিবারিক হিসাব ব্যবস্থায় ‘স্বতন্ত্র একক নির্ধারণ’ বলতে কোনটি বুঝানো হয়েছে?
Ο ক) পরিবার এবং তার কর্তা ব্যক্তিকে একই বিবেচনা করা
Ο খ) পরিবার এবং তার সদস্যদের একই বিবেচনা করা
Ο গ) পরিবার এবং তার কর্তা ব্যক্তিকে পৃথক বিবেচনা করা
Ο ঘ) পরিবারের কর্তাকে অন্যান্য সদস্য থেকে পৃথক বিবেচনা করা
সঠিক উত্তর: (গ)
৬২. পরিবারের আপ্যায়ন খরচ কোন জাতীয় ব্যয়?
Ο ক) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
Ο খ) মূলধন জাতীয় ব্যয়
Ο গ) মুনাফা জাতীয় ব্যয়
Ο ঘ) মূলধনায়িত ব্যয়
সঠিক উত্তর: (গ)
৬৩. মি. আসলাম তার পরিবারের জন্য বাজেট প্রস্তুত করার সময় তার পরিবারের সদস্যদের জন্য মোট আয়ের কতটুকু যানবাহন খাতে ব্যয় হিসেবে রাখবেন?
Ο ক) শতকরা ৩০-৪০ টাকা
Ο খ) শতকরা ২৫-৩০ টাকা
Ο গ) শতকরা ২০-২৫ টাকা
Ο ঘ) শতকরা ১৫-২০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৬৪. প্রাপ্তি ও প্রদান হিসাবের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) সকল প্রকার নগদ প্রাপ্তি ডেবিট পাশে ও প্রদান ক্রেডিট পাশে হিসাবভুক্ত করা হয়
Ο খ) মূলধন ও মুনাফা জাতীয় আয়সমূহ প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট দিকে লেখা হয়
Ο গ) মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়সমূহ প্রাপ্তি ও প্রদান হিসাবের ক্রেডিট দিকে লেখা হয়
Ο ঘ) সকল প্রকার সম্পদ ডেবিট দিকে এবং দায়সমূহ ক্রেডিট দিকে লেখা হয়
সঠিক উত্তর: (ক)
৬৫. পারিবারিক বাজেট তৈরি ও বাস্তবায়ন তখনই সম্ভব হবে, যখন -
i. প্রয়োজন ও চাহিদার গুরুত্ব অনুসারে দ্রব্যের তালিকা প্রস্তুত করা হবে
ii. সম্ভাব্য আয়ের সকল উৎস সঠিকভাবে চিহ্নিত করা হবে
iii. আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬৬. ঘাটতি উদ্বৃত্ত আর্থিক অবস্থার বিবরণীতে কী প্রভাব ফেলে?
Ο ক) পারিবারিক তহবিল হ্রাস করে
Ο খ) সম্পদ হ্রাস করে
Ο গ) দায় বৃদ্ধি করে
Ο ঘ) মূলধন বৃদ্ধি পায়
সঠিক উত্তর: (ক)
৬৭. পরিবারে তহবিল নির্ণয় করা হয় কীভাবে?
Ο ক) প্রারম্ভিক সম্পদের সাথে প্রারম্ভিক দায় যোগ করে
Ο খ) প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিয়ে
Ο গ) মুনাফাজাতীয় আয় থেকে ব্যয় বাদ দিয়ে
Ο ঘ) যাবতীয় সম্পদ যোগ করে
সঠিক উত্তর: (খ)
৬৮. পরিবারের সুখ-শান্তি বিঘ্নিত হবে -
i. আয়-ব্যয়ের পরিকল্পনা না থাকলে
ii. আয়-ব্যয়ের সঠিক হিসাব না থাকলে
iii. সম্পদ ও দায়ের হিসাব না থাকলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৯. একটি সার্থক বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন নির্ভর করে কিসের ওপর?
Ο ক) পরিবারের প্রকৃতির ওপর
Ο খ) পরিবারের আয়ের ওপর
Ο গ) পরিবারের ব্যয়ের ওপর
Ο ঘ) পরিবারের আর্থ-সামাজিক অবস্থার ওপর
সঠিক উত্তর: (ঘ)
৭০. আয়-ব্যয় বিবরণী প্রস্তুত করা হয় কোনটি হতে?
Ο ক) প্রাপ্তি ও প্রদান হিসাব হতে
Ο খ) পারিবারিক তহবিল হতে
Ο গ) আর্থিক অবস্থার বিবরণী হতে
Ο ঘ) নগদান বই হতে
সঠিক উত্তর: (ক)
৭১. “বর্তমান বছরের কোনো বকেয়া আয় বা বকেয়া ব্যয়ের লেনদেনে এ হিসাবে অন্তর্ভুক্ত হয় না” - উক্তিটি প্রাপ্তি ও প্রদান হিসাবের কী?
Ο ক) সুবিধা
Ο খ) গুরুত্ব
Ο গ) অসুবিধা
Ο ঘ) বৈশিষ্ট্য
সঠিক উত্তর: (ঘ)
৭২. আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের সফলতা নির্ভর করে -
i. উদ্যোক্তার দক্ষতার উপর
ii. নির্ভুল হিসাবরক্ষণের উপর
iii. মূলধন বিনিয়োগের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৩. মিস শেফালী তার পরিবারের জন্য বাজেট প্রণয়ন করার পর বিশেষ কারণে একটি খরচের পরিমাণ বেড়ে গেল। এ সমস্যা সহজে সমাধানের জন্য তার বাজেটটি কেমন হওয়া উচিত?
Ο ক) বাস্তবধর্মী
Ο খ) যুক্তিসঙ্গত
Ο গ) নমনীয়
Ο ঘ) স্বয়ংক্রিয়
সঠিক উত্তর: (গ)
৭৪. পারিবারিক বাজেট তৈরি ও বাস্তবায়ন সম্ভব হবে কখন?
Ο ক) অভিজ্ঞ নিরীক্ষক দ্বারা বাজেট প্রস্তুত করা হলে
Ο খ) ব্যয় অতিরিক্ত আয় হলে
Ο গ) নির্ধারিত নিয়ম-নীতি মেনে বাজেট প্রস্তুত করা হলে
Ο ঘ) দায়িত্ববোধ ও জবাবদিহিতা সৃষ্টি করা হলে
সঠিক উত্তর: (গ)
৭৫. আসলাম সাহেব তাঁর পরিবারে পারিবারিক হিসাব ব্যবস্থা চালু রেখেছেন। কোনটি সৃষ্টিতে এই ব্যবস্থা সহায়তা করবে?
Ο ক) নৈতিক চরিত্র গঠনে
Ο খ) স্বৈরাচারিতা সৃষ্টিতে
Ο গ) নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে
Ο ঘ) নৈতিক দায়িত্ববোধ সৃষ্টিতে
সঠিক উত্তর: (গ)
৭৬. পারিবারিক হিসাব-নিকাশ কারো নিকট পেশ করতে হয় না বলে -
i. কোনো জবাবদিহিতার প্রয়োজন হয় না
ii. কোনো দায়বদ্ধতা নেই
iii. পূর্ব পরিকল্পনার প্রয়োজন হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৭. সাধারণত পারিবারিক বাজেটের হিসাবকাল হয় -
i. সাপ্তাহিক
ii. মাসিক
iii. বাৎসরিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৮. জনাব জাকির শিক্ষকতা করে মাসে ৮,৬০০ টাকা আয় করেন। এ ছাড়াও তিনি খাতা লেখে ৫০০ টাকা, টিউশনি করে ১,৫০০ টাকা, বাড়ি ভাড়া ৯০০ টাকা এবং অনুদান বাবদ ২,০০০ টাকা আয় করেন। জনাব জাকিরের পেশা হতে আয় কত টাকা?
Ο ক) ১৩,৫০০ টাকা
Ο খ) ১১,৫০০ টাকা
Ο গ) ১০,৬০০ টাকা
Ο ঘ) ৮,৬০০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
৭৯. প্রাপ্তি ও প্রদান হিসাবে অন্তর্ভুক্ত হয় -
i. সকল প্রকার নগদ লেনদেন
ii. মূলধন ও মুনাফা জাতীয় আয়-ব্যয়
iii. সকল প্রকার অনগদ লেনদেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮০. পারিবারিক বাজেট হতে হবে -
i. বাস্তবধর্মী
ii. যুক্তিসংগত
iii. কাল্পনিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮১. পারিবারিক হিসাব নিকাশের দ্বিতীয় ধাপ কোনটি?
Ο ক) পারিবারিক তহবিল
Ο খ) আয়-ব্যয় বিবরণী
Ο গ) প্রাপ্তি ও প্রদান হিসাব
Ο ঘ) আর্থিক অবস্থার বিবরণী
সঠিক উত্তর: (খ)
৮২. আর্থিক বিবরণী প্রস্তুত করা অপরিহার্য। কারণ এর মাধ্যমে -
i. পরিবারের আর্থিক বুনিয়াদের চিত্র পাওয়া যায়
ii. ভবিষ্যৎ পরিকল্পনা সহজ হয়
iii. পরিবারের আয় ব্যয়ের চিত্র পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৩. পরিবারের ভবিষ্যৎ আয় ব্যয়ের অর্থনৈতিক পরিকল্পনাকে কী বলে?
Ο ক) পারিবারিক হিসাব
Ο খ) আর্থিক অবস্থার বিবরণী
Ο গ) পারিবারিক বাজেট
Ο ঘ) পরিকল্পনা
সঠিক উত্তর: (গ)
৮৪. পারিবারিক হিসাব নিকাশ কার্য সহজ হবার কারণ কী?
Ο ক) একক নিয়্ন্ত্রণ
Ο খ) নগদ লেনদেন
Ο গ) জবাবদিহিতা না থাকা
Ο ঘ) আইনি জটিলতা না থাকায়
সঠিক উত্তর: (খ)
৮৫. প্রাপ্তি ও প্রদান হিসাব ব্যবসায় প্রতিষ্ঠানের কোন বইয়ের অনুরূপ?
Ο ক) খতিয়ানবই
Ο খ) নগদান বই
Ο গ) আয়-ব্যয় বিবরণী
Ο ঘ) আর্থিক অবস্থার বিবরণী
সঠিক উত্তর: (গ)
৮৬. পারিবারিক বাজেটকে কার্যকরী করতে হলে কোনটি চিহ্নিত করতে হবে?
Ο ক) সম্ভাব্য আয়ের সকল উৎস
Ο খ) সম্ভাব্য ব্যয়ের খাত
Ο গ) পারিবারিক সম্পত্তি
Ο ঘ) সামাজিক মর্যাদা
সঠিক উত্তর: (ক)
৮৭. পারিবারিক বাজেট প্রণয়ন করার ফলে আয়ের অতিরিক্ত ব্যয় করার সুযোগ থাকে না কেন?
Ο ক) পরিবারের সদস্যদের খরচ করতে দেওয়া হয় না
Ο খ) পরিবারের আয় বৃদ্ধি করা হয়
Ο গ) পরিবারকে একটি নির্দিষ্ট কাঠামোর ভিতর আনা যায়
Ο ঘ) পরিবারের সদস্যদের চাহিদা কমানো হয়
সঠিক উত্তর: (গ)
৮৮. মনির চৌধুরীকে তার পরিবারের জন্য বাজেট প্রণয়ন করার সময় কোন বিষয়টিতে লক্ষ্য রাখতে হবে?
Ο ক) আয় যেন ব্যয়ের চেয়ে বেশি না হয়
Ο খ) ব্যয় যেন আয়ের চেয়ে বেশি না হয়
Ο গ) সম্পদ যেন দায়ের অপেক্ষা কম না হয়
Ο ঘ) মুনাফা জাতীয় আয় অপেক্ষা মুনাফা জাতীয় ব্যয় কম না হয়
সঠিক উত্তর: (খ)
৮৯. পারিবারিক আয়ের ১০% - ১৫% কোন খাতে ব্যয় করা উচিত?
Ο ক) খাদ্য খাতে
Ο খ) বস্ত্র খাতে
Ο গ) বাসস্থান খাতে
Ο ঘ) শিক্ষা খাতে
সঠিক উত্তর: (ঘ)
৯০. নির্দিষ্ট আয়ের মধ্যেই সুষ্ঠু ও সুন্দর জীবনযাপন করা সম্ভব যদি -
i. আয়ের উৎস এবং চাহিদার ভিত্তিতে ব্যয়ের খাত নির্ধারণ করা হয়
ii. আয় বুঝে ব্যয় করা হয়
iii. কার্যকরী বাজেট প্রণয়ন করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯১. পারিবারিক আর্থিক বিবরণী কয়টি পর্যায়ে প্রস্তুত করা হয়?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)
৯২. আয়-ব্যয় বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে -
i. প্রাপ্তি ও প্রদান হিসাবের প্রারম্ভিক ও সমাপনী উদ্বৃত্ত আয়-ব্যয় বিবরণীতে দেখাতে হয় না
ii. মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রদান আয়-ব্যয় বিবরণীতে আসবে না
iii. বিগত ও পরবর্তী সালের কোনো আয়-ব্যয় এই বিবরণীতে আসবে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৩. পারিবারিক বাজেট তৈরির প্রথম স্তর কোনটি?
Ο ক) বাস্তবমুখী পরিকল্পনা
Ο খ) আয় ও ব্যয়ের সমতা রক্ষা
Ο গ) মূল্য নিরূপণ
Ο ঘ) প্রয়োজনীয় দ্রব্য ও সেবাকর্মের তালিকা প্রস্তুত
সঠিক উত্তর: (ঘ)
৯৪. সঞ্চয় পত্রের সুদ প্রাপ্তি পরিবারের কোন জাতীয় আয়?
Ο ক) মোট আয়
Ο খ) মূলধন জাতীয় আয়
Ο গ) নিট আয়
Ο ঘ) মুনাফা জাতীয় আয়
সঠিক উত্তর: (ঘ)
৯৫. পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য কয়টি?
Ο ক) ৪টি
Ο খ) ৫টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৮টি
সঠিক উত্তর: (খ)
৯৬. আয় বুঝে ব্যয় করা সম্ভব হয় কখন?
Ο ক) বাজেট প্রণয়ন করা হলে
Ο খ) সম্পদ ও দায়ের সমন্বয় করা হলে
Ο গ) আয় ব্যয়ের সঠিক হিসাব সংরক্ষণ করলে
Ο ঘ) দায়িত্ববান হলে
সঠিক উত্তর: (গ)
৯৭. পারিবারিক হিসাব ব্যবস্থায় কী প্রস্তুত করা হয়?
Ο ক) আয়-ব্যয় ও আর্থিক ব্যবস্থার বিবরণী
Ο খ) মোট লাভ ও নিট লাভ বিবরণী
Ο গ) মূলধন ও মুনাফা জাতীয় ব্যয় হিসাব নির্ণয়
Ο ঘ) ক্রয়-বিক্রয় ও লাভ-ক্ষতি হিসাব
সঠিক উত্তর: (ক)
৯৮. আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণ বলতে নিচের কোনটি বোঝায়?
Ο ক) হাঁস-মুরগী প্রতিপালন, পশু পালন করা
Ο খ) স্কুল কলেজ প্রতিষ্ঠা করা
Ο গ) ক্লাব প্রতিষ্ঠা করা
Ο ঘ) খেলাধুলার আয়োজন করা
সঠিক উত্তর: (ক)
৯৯. জীবনকে সুন্দর ও ভালোভাবে পরিচালনার জন্য কোনটির গুরুত্ব অত্যাধিক?
Ο ক) সঠিক পারিবারিক বাজেট প্রণয়ন
Ο খ) সামাজিক বন্ধন প্রতিষ্ঠা
Ο গ) সুচিন্তিত পরিকল্পনা ও সঠিক হিসাব ব্যবস্থার প্রয়োগ
Ο ঘ) আয়ের বৃদ্ধি ঘটান
সঠিক উত্তর: (গ)
১০০. আর্থিক অবস্থার বিবরণী তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে একটি নির্দিষ্ট সময় শেষে এর মাধ্যমে -
i. পরিবারের সম্পদ সম্পর্কে জানা
ii. পরিবারের দায় সম্পর্কে জানা
iii. পারিবারিক তহবিল সম্পর্কে জানা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Accounting