ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ১১: পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. প্রতি কুইন্টাল ৬৫০ টাকা করে ৪০০ কুইন্টাল এবং প্রতি কুইন্টাল ৭০০ টাকা করে ৫০০ কুইন্টাল চাল ক্রয় করে প্রতি কুইন্টাল চাল কী দরে বিক্রি করলে মোট ব্যয়ের ১০% লাভ হবে?
Ο ক) ৭৪৫.৫৫ টাকা
Ο খ) ৭৫৫.৫৫ টাকা
Ο গ) ৭৬৫.৫৫ টাকা
Ο ঘ) ৮৫৫.৫৫ টাকা
সঠিক উত্তর: (ক)
২০২. ক্রয়মূল্য নির্ধারণে অন্তর্ভুক্ত হবে -
i. প্যাকিং খরচ
ii. বীমা খরচ
iii. ডক চার্জ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২০৩. উৎপাদন ব্যয় নির্ণয় করার সময় বিস্তারিত হিসাব রাখার ফলে -
i. অপচয় ও অপব্যবহার রোধ করে ব্যয় নিয়ন্ত্রণ করা যায়
ii. বিভিন্ন উপাদানের খরচ সম্পর্কে জানা যায়
iii. উপরিব্যয়ের আলাদাকরণ আংশিকভাবে সম্ভব হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৪. মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত হলো -
i. প্রত্যক্ষ কাঁচামাল
ii. প্রত্যক্ষ মজুরি
iii. প্রত্যক্ষ খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৫. মুখ্য ব্যয়ের সাথে কোনটি যোগ করলে উৎপাদন ব্যয় পাওয়া যায়?
Ο ক) কারখানা উপরিব্যয়
Ο খ) কারখানা ব্যয়
Ο গ) প্রশাসনিক উপরিব্যয়
Ο ঘ) বিক্রয় উপরিব্যয়
সঠিক উত্তর: (ক)
২০৬. হিসাবরক্ষণের মুখ্য উদ্দেশ্য কী?
Ο ক) ব্যয় কমানো
Ο খ) মুনাফা অর্জন
Ο গ) ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নির্ধারণ
Ο ঘ) প্রকৃত লাভ/লোকসান নির্ণয়
সঠিক উত্তর: (ঘ)
২০৭. জুতা তৈরির ক্ষেত্রে আরোপনযোগ্য খরচ কোনটি?
Ο ক) চামড়া ক্রয়
Ο খ) আঠা ক্রয়
Ο গ) ছাঁচ বা ফর্মা
Ο ঘ) সেলাইয়ের সুতা
সঠিক উত্তর: (গ)
২০৮. মাটি আনয়ন খরচ ও ইট সরবরাহের খরচের মধ্যে তুলনা করো এবং মতামত দাও।
Ο ক) প্রথমটি প্রত্যক্ষ ব্যয় এবং দ্বিতীয়টি মোট ব্যয়ের অংশ নয়
Ο খ) প্রথমটি কারখানা উপরিব্যয় এবং দ্বিতীয়টি প্রত্যক্ষ ব্যয়ের অন্তর্ভুক্ত
Ο গ) প্রথমটি মুখ্য ব্যয়ের উপাদান ও দ্বিতীয়টি বিক্রয় উপরিব্যয়
Ο ঘ) প্রথমটি উৎপাদন ব্যয় ও দ্বিতীয়টি বিক্রয় উপরিব্যয়
সঠিক উত্তর: (গ)
২০৯. বিক্রয় উপরিব্যয় সংক্রান্ত উক্তির ক্ষেত্রে প্রযোজ্য হলো -
i. এটি এক ধরনের পরোক্ষ খরচ
ii. এটি যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়
iii. এটি পণ্যের ক্রয়মূল্যের সাথে জড়িত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১০. উৎপাদন ব্যয় যে সকল ব্যয়ের সমষ্টি তা হলো -
i. মুখ্য ব্যয়
ii. প্রত্যক্ষ ব্যয়
iii. কারখানা উপরিব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২১১. নিচের তথ্য হতে প্রারম্ভিক মজুদ পণ্য বের করো: মাল ক্রয় ৩০,০০০ টাকা, বিক্রয় ২৫,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ১৭,০০০ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় ৩২,০০০ টাকা।
Ο ক) ৬,০০০ টাকা
Ο খ) ১২,০০০ টাকা
Ο গ) ১৯,০০০ টাকা
Ο ঘ) ২৫,০০০ টাকা
সঠিক উত্তর: (গ)
২১২. উৎপাদন ব্যয়ে হিসাববিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কোনটি?
Ο ক) উৎপাদন ব্যয় নির্ণয়
Ο খ) মোট ব্যয় নির্ণয়
Ο গ) বিক্রয়মূল্য নির্ণয়
Ο ঘ) মোট আয় নির্ণয়
সঠিক উত্তর: (ক)
২১৩. উৎপাদন ব্যয়ের উপাদানগুলোর বিশ্লেষণ ও শ্রেণিবিভাগ করার প্রয়োজন কেন?
Ο ক) মোট ব্যয় নির্ণয়ের জন্য
Ο খ) যথাযথ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণের জন্য
Ο গ) মুনাফা নির্ণয়ের জন্য
Ο ঘ) ব্যবস্থাপনার নীতি নির্ধারণের জন্য
সঠিক উত্তর: (খ)
২১৪. বিক্রয়মূল্য নির্ধারণে প্রয়োজন হয় -
i. মোট ব্যয় ও মুনাফা
ii. প্রত্যক্ষ খরচ ও পরোক্ষ খরচ
iii. মুখ্য ব্যয় ও উৎপাদন ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৫. জনাব হাসান একজন ঠিকাদার। এ বছরে তার মুখ্য ব্যয় ছিল ৭৫,০০০ টাকা, কারখানা উৎপাদন ব্যয় ১,৫০,০০০ টাক। প্রারম্ভিক মজুদ পণ্য ৭,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ১০,০০০ টাকা, বিক্রয় উপরিব্যয় ২৫,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৪৫,০০০ টাকা এবং অফিস উপরিব্যয় ১৭,০০০ টাকা। এ বছরে তার মোট ব্যয় কত ছিল?
Ο ক) ১,৫০,০০০ টাকা
Ο খ) ১,৭০,০০০ টাকা
Ο গ) ১,৮৯,০০০ টাকা
Ο ঘ) ২,৬৭,০০০ টাকা
সঠিক উত্তর: (গ)
২১৬. কোনটি উৎপাদিত পণ্যের ব্যয়ের সূত্র?
Ο ক) মুখ্য ব্যয় + উৎপাদন ব্যয় + বিক্রয়যোগ্য পণ্য
Ο খ) উৎপাদন ব্যয় + চলতি কার্যের প্রারম্ভিক মজুদ - চলতি কার্যের সমাপনী মজুদ
Ο গ) উৎপাদন ব্যয় - চলতি কার্যের প্রারম্ভিক মজুদ + চলতি কার্যের সমাপনী মজুদ
Ο ঘ) মুখ্য ব্যয় + উৎপাদন ব্যয় + বিক্রিত পণ্যের ব্যয় + মুনাফা
সঠিক উত্তর: (খ)
২১৭. পরোক্ষ খরচের আওতায় পড়ে -
i. অফিস ভাড়া, পৌর কর, বিদ্যুৎ বিল
ii. রপ্তানি শুল্ক, বেতন, ছাপা খরচ
iii. কুলি মজুরি, জ্বালানি খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৮. ক্রয়কৃত পণ্য বা উৎপাদিত পণ্যের মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে কী পাওয়া যায়?
Ο ক) উৎপাদন ব্যয়
Ο খ) মোট ব্যয়
Ο গ) মোট মুনাফা
Ο ঘ) বিক্রয়মূল্য
সঠিক উত্তর: (ঘ)
২১৯. পরোক্ষ মজুরি হলো -
i. পণ্য উৎপাদন কার্যে সরাসরি জড়িত থাকে
ii. উৎপাদন কার্যে সরাসরি জড়িত নয়
iii. উৎপাদন কার্যে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২০. বেতন, কমিশন, ভাড়া, স্টেশনারি, টেলিফোন বিল ইত্যাদি কোন খরচের উদাহরণ?
Ο ক) প্রত্যক্ষ খরচ
Ο খ) বিক্রয় খরচ
Ο গ) উৎপাদন খরচ
Ο ঘ) পরোক্ষ খরচ
সঠিক উত্তর: (ঘ)
২২১. পণ্য উৎপাদন বা অর্জনের ক্ষেত্রে ব্যয়ের সমষ্টিকে কী বলে?
Ο ক) উৎপাদন ব্যয়
Ο খ) প্রত্যক্ষ ব্যয়
Ο গ) পরোক্ষ ব্যয়
Ο ঘ) মোট ব্যয়
সঠিক উত্তর: (ক)
২২২. কোন উদ্দেশ্যে উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ অত্যন্ত জরুরি?
Ο ক) ভোগের উদ্দেশ্যে
Ο খ) সম্পদ অর্জনের উদ্দেশ্যে
Ο গ) ব্যবসায়িক উদ্দেশ্যে
Ο ঘ) মজুদের উদ্দেশ্যে
সঠিক উত্তর: (গ)
২২৩. মোট লাভের পরিমাণ একই হলে বিক্রয়মূল্যের ওপর লাভের হার যা হবে ক্রয়মূল্যের ওপর তা কেমন হবে?
Ο ক) কম হবে
Ο খ) বেশি হবে
Ο গ) সমান হবে
Ο ঘ) কম বা বেশি হবে
সঠিক উত্তর: (খ)
২২৪. কোনটি প্রশাসনিক উপরিব্যয়ের অন্তর্ভুক্ত?
Ο ক) মাটি বহন খরচ
Ο খ) বিজ্ঞাপন
Ο গ) অনাদায়ী পাওনা
Ο ঘ) শুল্ক
সঠিক উত্তর: (গ)
২২৫. কাঁচামাল ৩০,০০০ টাকা, মজুরি ১৫,০০০ টাকা, কারখানা উপরিব্যয় ২৫,০০০ টাকা, উৎপাদন ব্যয় ৭০,০০০ টাকা ও বিক্রয় ও প্রশাসনিক উপরিব্যয় ১২,৫০০ টাকা হলে রূপান্তর ব্যয় কত হবে?
Ο ক) ৩৫,০০০ টাকা
Ο খ) ৪০,০০০ টাকা
Ο গ) ৪৫,০০০ টাকা
Ο ঘ) ১,১০,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
২২৬. পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয় কৌশলের প্রথম ধাপ কোনটি?
Ο ক) একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয়
Ο খ) মোট ব্যয় নির্ণয়
Ο গ) মুনাফার শতকরা হার নির্ণয়
Ο ঘ) বাজার গবেষণা
সঠিক উত্তর: (ক)
২২৭. ক্রয়কৃত পণ্যের মূল্যের সাথে কোন খরচ যোগ করা হয়?
Ο ক) প্যাকিং খরচ
Ο খ) প্রত্যক্ষ খরচ
Ο গ) পরিবহন খরচ
Ο ঘ) পরোক্ষ খরচ
সঠিক উত্তর: (খ)
২২৮. নাবিলা ফার্ণিচার প্রতিটি চেয়ার তৈরি করতে ২,০০০ টাকার কাঠ, মিস্ত্রি মজুরি বাবদ ১,০০০ টাকা, অন্যান্য প্রত্যক্ষ খরচ ৫০০ টাকা এবং বিক্রয় কর্মীকে ৫০০ টাকা বাবদ খরচ করলো। প্রতিটি চেয়ারের মুখ্য ব্যয় কত?
Ο ক) ৪,০০০ টাকা
Ο খ) ৩,৫০০ টাকা
Ο গ) ৩,০০০ টাকা
Ο ঘ) ২,৫০০ টাকা
সঠিক উত্তর: (খ)
২২৯. ক্রয়মূল্য বলতে কী বুঝায়?
Ο ক) পণ্যের দাম বা অর্জন মূল্য
Ο খ) পণ্যের দাম ও পণ্য কিনে বিক্রয় উপযোগী করা পর্যন্ত যাবতীয় খরচের সমষ্টি
Ο গ) পণ্য ক্রয়ে ব্যয়িত অর্থ
Ο ঘ) পণ্যের দাম ও মজুরির যোগফল
সঠিক উত্তর: (খ)
২৩০. মনিহারি ও আপ্যায়ন খরচ কোন জাতীয় খরচ?
Ο ক) কারখানা উপরিব্যয়
Ο খ) প্রশাসনিক উপরিব্যয়
Ο গ) বিক্রয় উপরিব্যয়
Ο ঘ) উৎপাদন উপরিব্যয়
সঠিক উত্তর: (খ)
২৩১. মি. কালাম একজন ঠিকাদার। তার ঠিকাদারী ব্যবসায়ে যে খরচগুলো সংঘটিত হয় তা হলো -
i. যন্ত্রপাতির অবচয়
ii. টেন্ডার প্রাপ্তির জন্য বিশেষ খরচ
iii. আসবাবপত্রের মেরামত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৩২. সামগ্রিকভাবে ব্যয়ের উপাদান কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)
২৩৩. যে কাঁচামাল উৎপাদনের সাথে সরাসরি জড়িত থাকে না তাকে কী বলে?
Ο ক) আনুষঙ্গিক খরচ
Ο খ) প্রধান উপাদান
Ο গ) প্রত্যক্ষ কাঁচামাল
Ο ঘ) পরোক্ষ কাঁচামাল
সঠিক উত্তর: (ঘ)
২৩৪. মোট ব্যয়ের সাথে যোগ করা হয় কোনটি?
Ο ক) প্রত্যাশিত মুনাফা
Ο খ) অর্জিত মুনাপা
Ο গ) বর্জিত মুনাফা
Ο ঘ) বোনাস
সঠিক উত্তর: (ক)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও: মুখ্য ব্যয় ৫০,০০০ টাকা, কারখানা উপরিব্যয় ১০,০০০ টাকা, প্রশাসনিক উপরিব্যয় ৫,০০০ টাকা, বিক্রয় উপরিব্যয় ৩,০০০ টাকা এবং মুনাফা মোট ব্যয়ের ২০%।
২৩৫. মুখ্য ব্যয়ের উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার কত?
Ο ক) ১৫%
Ο খ) ২০%
Ο গ) ২৫%
Ο ঘ) ৩০%
সঠিক উত্তর: (খ)
২৩৬. বিক্রয়ের পরিমাণ কত?
Ο ক) ৮১,৬০০ টাকা
Ο খ) ৮৩,৭০০ টাকা
Ο গ) ৮৪,৫০০ টাকা
Ο ঘ) ৯৮,৫০০ টাকা
সঠিক উত্তর: (ক)
২৩৭. মোট উপরিব্যয় কত?
Ο ক) ১২,০০০ টাকা
Ο খ) ১৮,০০০ টাকা
Ο গ) ৫৮,০০০ টাকা
Ο ঘ) ৬৮,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২০১. প্রতি কুইন্টাল ৬৫০ টাকা করে ৪০০ কুইন্টাল এবং প্রতি কুইন্টাল ৭০০ টাকা করে ৫০০ কুইন্টাল চাল ক্রয় করে প্রতি কুইন্টাল চাল কী দরে বিক্রি করলে মোট ব্যয়ের ১০% লাভ হবে?
Ο ক) ৭৪৫.৫৫ টাকা
Ο খ) ৭৫৫.৫৫ টাকা
Ο গ) ৭৬৫.৫৫ টাকা
Ο ঘ) ৮৫৫.৫৫ টাকা
সঠিক উত্তর: (ক)
২০২. ক্রয়মূল্য নির্ধারণে অন্তর্ভুক্ত হবে -
i. প্যাকিং খরচ
ii. বীমা খরচ
iii. ডক চার্জ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২০৩. উৎপাদন ব্যয় নির্ণয় করার সময় বিস্তারিত হিসাব রাখার ফলে -
i. অপচয় ও অপব্যবহার রোধ করে ব্যয় নিয়ন্ত্রণ করা যায়
ii. বিভিন্ন উপাদানের খরচ সম্পর্কে জানা যায়
iii. উপরিব্যয়ের আলাদাকরণ আংশিকভাবে সম্ভব হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৪. মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত হলো -
i. প্রত্যক্ষ কাঁচামাল
ii. প্রত্যক্ষ মজুরি
iii. প্রত্যক্ষ খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৫. মুখ্য ব্যয়ের সাথে কোনটি যোগ করলে উৎপাদন ব্যয় পাওয়া যায়?
Ο ক) কারখানা উপরিব্যয়
Ο খ) কারখানা ব্যয়
Ο গ) প্রশাসনিক উপরিব্যয়
Ο ঘ) বিক্রয় উপরিব্যয়
সঠিক উত্তর: (ক)
২০৬. হিসাবরক্ষণের মুখ্য উদ্দেশ্য কী?
Ο ক) ব্যয় কমানো
Ο খ) মুনাফা অর্জন
Ο গ) ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নির্ধারণ
Ο ঘ) প্রকৃত লাভ/লোকসান নির্ণয়
সঠিক উত্তর: (ঘ)
২০৭. জুতা তৈরির ক্ষেত্রে আরোপনযোগ্য খরচ কোনটি?
Ο ক) চামড়া ক্রয়
Ο খ) আঠা ক্রয়
Ο গ) ছাঁচ বা ফর্মা
Ο ঘ) সেলাইয়ের সুতা
সঠিক উত্তর: (গ)
২০৮. মাটি আনয়ন খরচ ও ইট সরবরাহের খরচের মধ্যে তুলনা করো এবং মতামত দাও।
Ο ক) প্রথমটি প্রত্যক্ষ ব্যয় এবং দ্বিতীয়টি মোট ব্যয়ের অংশ নয়
Ο খ) প্রথমটি কারখানা উপরিব্যয় এবং দ্বিতীয়টি প্রত্যক্ষ ব্যয়ের অন্তর্ভুক্ত
Ο গ) প্রথমটি মুখ্য ব্যয়ের উপাদান ও দ্বিতীয়টি বিক্রয় উপরিব্যয়
Ο ঘ) প্রথমটি উৎপাদন ব্যয় ও দ্বিতীয়টি বিক্রয় উপরিব্যয়
সঠিক উত্তর: (গ)
২০৯. বিক্রয় উপরিব্যয় সংক্রান্ত উক্তির ক্ষেত্রে প্রযোজ্য হলো -
i. এটি এক ধরনের পরোক্ষ খরচ
ii. এটি যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়
iii. এটি পণ্যের ক্রয়মূল্যের সাথে জড়িত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১০. উৎপাদন ব্যয় যে সকল ব্যয়ের সমষ্টি তা হলো -
i. মুখ্য ব্যয়
ii. প্রত্যক্ষ ব্যয়
iii. কারখানা উপরিব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২১১. নিচের তথ্য হতে প্রারম্ভিক মজুদ পণ্য বের করো: মাল ক্রয় ৩০,০০০ টাকা, বিক্রয় ২৫,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ১৭,০০০ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় ৩২,০০০ টাকা।
Ο ক) ৬,০০০ টাকা
Ο খ) ১২,০০০ টাকা
Ο গ) ১৯,০০০ টাকা
Ο ঘ) ২৫,০০০ টাকা
সঠিক উত্তর: (গ)
২১২. উৎপাদন ব্যয়ে হিসাববিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কোনটি?
Ο ক) উৎপাদন ব্যয় নির্ণয়
Ο খ) মোট ব্যয় নির্ণয়
Ο গ) বিক্রয়মূল্য নির্ণয়
Ο ঘ) মোট আয় নির্ণয়
সঠিক উত্তর: (ক)
২১৩. উৎপাদন ব্যয়ের উপাদানগুলোর বিশ্লেষণ ও শ্রেণিবিভাগ করার প্রয়োজন কেন?
Ο ক) মোট ব্যয় নির্ণয়ের জন্য
Ο খ) যথাযথ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণের জন্য
Ο গ) মুনাফা নির্ণয়ের জন্য
Ο ঘ) ব্যবস্থাপনার নীতি নির্ধারণের জন্য
সঠিক উত্তর: (খ)
২১৪. বিক্রয়মূল্য নির্ধারণে প্রয়োজন হয় -
i. মোট ব্যয় ও মুনাফা
ii. প্রত্যক্ষ খরচ ও পরোক্ষ খরচ
iii. মুখ্য ব্যয় ও উৎপাদন ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৫. জনাব হাসান একজন ঠিকাদার। এ বছরে তার মুখ্য ব্যয় ছিল ৭৫,০০০ টাকা, কারখানা উৎপাদন ব্যয় ১,৫০,০০০ টাক। প্রারম্ভিক মজুদ পণ্য ৭,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ১০,০০০ টাকা, বিক্রয় উপরিব্যয় ২৫,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৪৫,০০০ টাকা এবং অফিস উপরিব্যয় ১৭,০০০ টাকা। এ বছরে তার মোট ব্যয় কত ছিল?
Ο ক) ১,৫০,০০০ টাকা
Ο খ) ১,৭০,০০০ টাকা
Ο গ) ১,৮৯,০০০ টাকা
Ο ঘ) ২,৬৭,০০০ টাকা
সঠিক উত্তর: (গ)
২১৬. কোনটি উৎপাদিত পণ্যের ব্যয়ের সূত্র?
Ο ক) মুখ্য ব্যয় + উৎপাদন ব্যয় + বিক্রয়যোগ্য পণ্য
Ο খ) উৎপাদন ব্যয় + চলতি কার্যের প্রারম্ভিক মজুদ - চলতি কার্যের সমাপনী মজুদ
Ο গ) উৎপাদন ব্যয় - চলতি কার্যের প্রারম্ভিক মজুদ + চলতি কার্যের সমাপনী মজুদ
Ο ঘ) মুখ্য ব্যয় + উৎপাদন ব্যয় + বিক্রিত পণ্যের ব্যয় + মুনাফা
সঠিক উত্তর: (খ)
২১৭. পরোক্ষ খরচের আওতায় পড়ে -
i. অফিস ভাড়া, পৌর কর, বিদ্যুৎ বিল
ii. রপ্তানি শুল্ক, বেতন, ছাপা খরচ
iii. কুলি মজুরি, জ্বালানি খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১৮. ক্রয়কৃত পণ্য বা উৎপাদিত পণ্যের মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে কী পাওয়া যায়?
Ο ক) উৎপাদন ব্যয়
Ο খ) মোট ব্যয়
Ο গ) মোট মুনাফা
Ο ঘ) বিক্রয়মূল্য
সঠিক উত্তর: (ঘ)
২১৯. পরোক্ষ মজুরি হলো -
i. পণ্য উৎপাদন কার্যে সরাসরি জড়িত থাকে
ii. উৎপাদন কার্যে সরাসরি জড়িত নয়
iii. উৎপাদন কার্যে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২০. বেতন, কমিশন, ভাড়া, স্টেশনারি, টেলিফোন বিল ইত্যাদি কোন খরচের উদাহরণ?
Ο ক) প্রত্যক্ষ খরচ
Ο খ) বিক্রয় খরচ
Ο গ) উৎপাদন খরচ
Ο ঘ) পরোক্ষ খরচ
সঠিক উত্তর: (ঘ)
২২১. পণ্য উৎপাদন বা অর্জনের ক্ষেত্রে ব্যয়ের সমষ্টিকে কী বলে?
Ο ক) উৎপাদন ব্যয়
Ο খ) প্রত্যক্ষ ব্যয়
Ο গ) পরোক্ষ ব্যয়
Ο ঘ) মোট ব্যয়
সঠিক উত্তর: (ক)
২২২. কোন উদ্দেশ্যে উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ অত্যন্ত জরুরি?
Ο ক) ভোগের উদ্দেশ্যে
Ο খ) সম্পদ অর্জনের উদ্দেশ্যে
Ο গ) ব্যবসায়িক উদ্দেশ্যে
Ο ঘ) মজুদের উদ্দেশ্যে
সঠিক উত্তর: (গ)
২২৩. মোট লাভের পরিমাণ একই হলে বিক্রয়মূল্যের ওপর লাভের হার যা হবে ক্রয়মূল্যের ওপর তা কেমন হবে?
Ο ক) কম হবে
Ο খ) বেশি হবে
Ο গ) সমান হবে
Ο ঘ) কম বা বেশি হবে
সঠিক উত্তর: (খ)
২২৪. কোনটি প্রশাসনিক উপরিব্যয়ের অন্তর্ভুক্ত?
Ο ক) মাটি বহন খরচ
Ο খ) বিজ্ঞাপন
Ο গ) অনাদায়ী পাওনা
Ο ঘ) শুল্ক
সঠিক উত্তর: (গ)
২২৫. কাঁচামাল ৩০,০০০ টাকা, মজুরি ১৫,০০০ টাকা, কারখানা উপরিব্যয় ২৫,০০০ টাকা, উৎপাদন ব্যয় ৭০,০০০ টাকা ও বিক্রয় ও প্রশাসনিক উপরিব্যয় ১২,৫০০ টাকা হলে রূপান্তর ব্যয় কত হবে?
Ο ক) ৩৫,০০০ টাকা
Ο খ) ৪০,০০০ টাকা
Ο গ) ৪৫,০০০ টাকা
Ο ঘ) ১,১০,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
২২৬. পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয় কৌশলের প্রথম ধাপ কোনটি?
Ο ক) একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয়
Ο খ) মোট ব্যয় নির্ণয়
Ο গ) মুনাফার শতকরা হার নির্ণয়
Ο ঘ) বাজার গবেষণা
সঠিক উত্তর: (ক)
২২৭. ক্রয়কৃত পণ্যের মূল্যের সাথে কোন খরচ যোগ করা হয়?
Ο ক) প্যাকিং খরচ
Ο খ) প্রত্যক্ষ খরচ
Ο গ) পরিবহন খরচ
Ο ঘ) পরোক্ষ খরচ
সঠিক উত্তর: (খ)
২২৮. নাবিলা ফার্ণিচার প্রতিটি চেয়ার তৈরি করতে ২,০০০ টাকার কাঠ, মিস্ত্রি মজুরি বাবদ ১,০০০ টাকা, অন্যান্য প্রত্যক্ষ খরচ ৫০০ টাকা এবং বিক্রয় কর্মীকে ৫০০ টাকা বাবদ খরচ করলো। প্রতিটি চেয়ারের মুখ্য ব্যয় কত?
Ο ক) ৪,০০০ টাকা
Ο খ) ৩,৫০০ টাকা
Ο গ) ৩,০০০ টাকা
Ο ঘ) ২,৫০০ টাকা
সঠিক উত্তর: (খ)
২২৯. ক্রয়মূল্য বলতে কী বুঝায়?
Ο ক) পণ্যের দাম বা অর্জন মূল্য
Ο খ) পণ্যের দাম ও পণ্য কিনে বিক্রয় উপযোগী করা পর্যন্ত যাবতীয় খরচের সমষ্টি
Ο গ) পণ্য ক্রয়ে ব্যয়িত অর্থ
Ο ঘ) পণ্যের দাম ও মজুরির যোগফল
সঠিক উত্তর: (খ)
২৩০. মনিহারি ও আপ্যায়ন খরচ কোন জাতীয় খরচ?
Ο ক) কারখানা উপরিব্যয়
Ο খ) প্রশাসনিক উপরিব্যয়
Ο গ) বিক্রয় উপরিব্যয়
Ο ঘ) উৎপাদন উপরিব্যয়
সঠিক উত্তর: (খ)
২৩১. মি. কালাম একজন ঠিকাদার। তার ঠিকাদারী ব্যবসায়ে যে খরচগুলো সংঘটিত হয় তা হলো -
i. যন্ত্রপাতির অবচয়
ii. টেন্ডার প্রাপ্তির জন্য বিশেষ খরচ
iii. আসবাবপত্রের মেরামত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৩২. সামগ্রিকভাবে ব্যয়ের উপাদান কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)
২৩৩. যে কাঁচামাল উৎপাদনের সাথে সরাসরি জড়িত থাকে না তাকে কী বলে?
Ο ক) আনুষঙ্গিক খরচ
Ο খ) প্রধান উপাদান
Ο গ) প্রত্যক্ষ কাঁচামাল
Ο ঘ) পরোক্ষ কাঁচামাল
সঠিক উত্তর: (ঘ)
২৩৪. মোট ব্যয়ের সাথে যোগ করা হয় কোনটি?
Ο ক) প্রত্যাশিত মুনাফা
Ο খ) অর্জিত মুনাপা
Ο গ) বর্জিত মুনাফা
Ο ঘ) বোনাস
সঠিক উত্তর: (ক)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও: মুখ্য ব্যয় ৫০,০০০ টাকা, কারখানা উপরিব্যয় ১০,০০০ টাকা, প্রশাসনিক উপরিব্যয় ৫,০০০ টাকা, বিক্রয় উপরিব্যয় ৩,০০০ টাকা এবং মুনাফা মোট ব্যয়ের ২০%।
২৩৫. মুখ্য ব্যয়ের উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার কত?
Ο ক) ১৫%
Ο খ) ২০%
Ο গ) ২৫%
Ο ঘ) ৩০%
সঠিক উত্তর: (খ)
২৩৬. বিক্রয়ের পরিমাণ কত?
Ο ক) ৮১,৬০০ টাকা
Ο খ) ৮৩,৭০০ টাকা
Ο গ) ৮৪,৫০০ টাকা
Ο ঘ) ৯৮,৫০০ টাকা
সঠিক উত্তর: (ক)
২৩৭. মোট উপরিব্যয় কত?
Ο ক) ১২,০০০ টাকা
Ο খ) ১৮,০০০ টাকা
Ο গ) ৫৮,০০০ টাকা
Ο ঘ) ৬৮,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Accounting