ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ১১: পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. আপ্যায়ন খরচ হলো -
i. প্রশাসনিক উপরিব্যয়
ii. মূলধন জাতীয়
iii. পরোক্ষ খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫২. কারখানা উপরি খরচ হলো -
i. প্রত্যক্ষ কাঁচামালের জন্য ব্যয়িত খরচ
ii. পরোক্ষ শ্রম
iii. উৎপাদনের যাবতীয় পরোক্ষ খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৩. জিনাত এন্টারপ্রাইজ মোট লাভ ১,০০,০০০ টাকা এবং এটা বিক্রয়মূল্যের ২৫% হলে মোট ব্যয়ের পরিমাণ কত?
Ο ক) ২,৪০,০০০ টাকা
Ο খ) ৩,০০,০০০ টাকা
Ο গ) ৩,২০,০০০ টাকা
Ο ঘ) ৪,০০,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
১৫৪. ক্রীত পণ্যের ক্রয়মূল্য নিরূপণে কোনটি যোগ করা হয়?
Ο ক) কমিশন
Ο খ) বেতন
Ο গ) ভাড়া
Ο ঘ) কুলি খরচ
সঠিক উত্তর: (ঘ)
১৫৫. কখন পণ্য সামগ্রী উৎপাদন, ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নানা রকম সমস্যার সৃষ্টি হয়?
Ο ক) সঠিকভাবে মূল্য নির্ধারণ করতে না পারলে
Ο খ) সঠিক সময়ে পণ্য দ্রব্য সরবরাহ করতে না পারলে
Ο গ) পণ্যের গুণগত মান ঠিক করতে না পারলে
Ο ঘ) চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে না পারলে
সঠিক উত্তর: (ক)
১৫৬. পরোক্ষ শ্রমের ফলে -
i. উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় না
ii. উৎপাদনের সম্পূর্ণতা পায়
iii. উৎপাদনের কার্যে সরাসরি জড়িত হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫৭. কোনটি বিক্রয় উপরিব্যয়?
Ο ক) পণ্যের নমুনা বিতরণ
Ο খ) কারখানার ভাড়া
Ο গ) আসবাবপত্রের মেরামত
Ο ঘ) অফিসের বিদ্যুৎ বিল
সঠিক উত্তর: (ক)
১৫৮. প্রকৃত লাভ লোকসান নির্ণয় তখনই সম্ভব যখন -
i. সঠিক ক্রয়মূল্য নির্ধারণ করা যায়
ii. সঠিক উৎপাদন ব্যয় নির্ণয় করা যায়
iii. সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫৯. ক্রয়মূল্যের সাথে ব্যবসায়ের অন্যান্য আনুষঙ্গিত খরচ যোগ করলে কী পাওয়া যায়?
Ο ক) প্রত্যক্ষ ক্রয়মূল্য
Ο খ) নিট মুনাপা
Ο গ) মোট ক্রয়মূল্য
Ο ঘ) মোট বিক্রয়মূল্য
সঠিক উত্তর: (গ)
১৬০. প্রত্যক্ষ খরচ ব্যতীত কারবারের অন্যান্য পরোক্ষ খরচকে কী বলা হয়?
Ο ক) উৎপাদন খরচ
Ο খ) মোট খরচ
Ο গ) মুখ্য ব্যয়
Ο ঘ) উপরিখরচ
সঠিক উত্তর: (ঘ)
১৬১. প্রকৃত লাভ লোকসান নির্ণয়ে কোনটি প্রয়োজন?
Ο ক) পণ্যের সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ করা
Ο খ) পণ্যের গুণগতমান ঠিক রাখা
Ο গ) পণ্যের মোড় আকর্ষণীয় করা
Ο ঘ) কম্পিউটারের মাধ্যমে হিসাব রাখা
সঠিক উত্তর: (ক)
১৬২. প্রকৃতপক্ষে পণ্যের দাম এবং পণ্যের বিক্রয় স্থান পর্যন্ত পৌঁছানোর যাবতীয় খরচের সমষ্টিকে কী বলে?
Ο ক) ক্রয়মূল্য
Ο খ) বিক্রীত পন্যের ব্যয়
Ο গ) বিক্রয়মূল্য
Ο ঘ) মোট ব্যয়
সঠিক উত্তর: (ক)
১৬৩. প্রত্যক্ষ শ্রম হলো -
i. দ্রব্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত শ্রম
ii. কাঁচামাল থেকে সম্পূর্ণ পণ্য তৈরিতে নিয়োজিত শ্রম
iii. যে শ্রম ব্যতীত উৎপাদনের প্রাথমিক প্রক্রিয়া আরম্ভ অসম্ভব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৪. পণ্যের চাহিদা ও খুচরা মূল্য নির্ধারণ করা হয় -
i. চাহিদা ও প্রতিযোগির অবস্থান দেখে
ii. কোম্পানির মুনাফানীতি বিবেচনা করে
iii. মোট ব্যয়ের সাথে শতকরা মুনাফা যোগ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৫. যে সকল উপকরণ ব্যয় এবং আনুষঙ্গিক উপরিখরচ নিয়ে পণ্যের মোট উৎপাদন ব্যয় গঠিত হয় তাদের প্রত্যেকটিকে কী বলে?
Ο ক) কস্ট
Ο খ) প্রত্যক্ষ খরচ
Ο গ) পরোক্ষ ব্যয়
Ο ঘ) ব্যয়ের উপাদান
সঠিক উত্তর: (ঘ)
১৬৬. অফিস উপরিব্যয় - i. আপ্যায়ন ii. অনাদায়ী পাওনা iii. মনিহারি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬৭. অফিস আসবাবপত্রের অবচয় কোন ধরনের ব্যয়?
Ο ক) উৎপাদন উপরিব্যয়
Ο খ) বিক্রয় উপরিব্যয়
Ο গ) প্রশাসনিক উপরিব্যয়
Ο ঘ) অফিস খরচ
সঠিক উত্তর: (গ)
১৬৮. প্রত্যক্ষ শ্রমিকের উদাহরণ হলো -
i. মেশিন চালক
ii. মিশ্রণকারী
iii. মেরামত কর্মী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৯. বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে কী হয়?
Ο ক) নিট লাভ
Ο খ) নিট ক্ষতি
Ο গ) মোট লাভ
Ο ঘ) মোট ক্ষতি
সঠিক উত্তর: (ঘ)
১৭০. 'Finished goods' অর্থ কী?
Ο ক) শেষ পণ্য
Ο খ) ভালো পণ্য
Ο গ) বিক্রয় উপযোগী পণ্য/তৈরিকৃত পণ্য
Ο ঘ) শেষ ভালো
সঠিক উত্তর: (গ)
১৭১. পণ্যের প্রারম্ভিক মজুদ ৫,০০০ টাকা, ক্রয় ১৫,০০০ টাকা এবং বিক্রিত পণ্যের ক্রয়মূল্য ১৭,০০০ টাকা হলে সমাপনী মজুদের পরিমাণ কত?
Ο ক) ১,০০০ টাকা
Ο খ) ৩,০০০ টাকা
Ο গ) ৫,০০০ টাকা
Ο ঘ) ৭,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
১৭২. উৎপাদন ব্যয়ের তিনটি উপাদানের প্রত্যেকটিকে আবার কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই ভাগে
Ο খ) তিন ভাগে
Ο গ) পাঁচ ভাগে
Ο ঘ) সাত ভাগে
সঠিক উত্তর: (ক)
১৭৩. ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রয়োজন হয় -
i. সঠিক উৎপাদন ব্যয় নির্ণয়
ii. সঠিক ক্রয়মূল্য নির্ধারণ
iii. সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. চটের ব্যাগ তৈরির মুখ্য উপাদান কোনটি?
Ο ক) পাট
Ο খ) দড়ি
Ο গ) সুতা
Ο ঘ) নাইলন
সঠিক উত্তর: (ক)
১৭৫. প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় ২৫ টাকা এবং কোম্পানি যদি বিক্রয়মূল্যের ওপর ২০% মুনাফা আশা করে তাহলে প্রতি ইউনিটের বিক্রয়মূল্য কত হবে?
Ο ক) ২৫ টাকা
Ο খ) ৩০ টাকা
Ο গ) ৩১.২৫ টাকা
Ο ঘ) ৩৫.২৫ টাকা
সঠিক উত্তর: (গ)
১৭৬. নিচের তথ্য হতে বিক্রিত পণ্যের মূল্য বের করো: প্রারম্ভিক মজুদ পণ্য ২০,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ১২,০০০ টাকা, উৎপাদিত পণ্যের ব্যয় ১০,০০০ টাকা, ক্রয় ফেরত ২,০০০ টাকা।
Ο ক) ৮,০০০ টাকা
Ο খ) ১৬,০০০ টাকা
Ο গ) ১৮,০০০ টাকা
Ο ঘ) ৩০,০০০ টাকা
সঠিক উত্তর: (গ)
১৭৭. প্রশাসনিক খরচ হলো -
i. স্থাপত্য নঁকশা প্রণয়ন খরচ
ii. দলিলপত্র লিখন খরচ
iii. টেলিফোন বিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৮. প্রারম্ভিক মজুদ পণ্য ৫,০০০ টাকা, ক্রয় ১০,০০০ টাকা এবং সমাপনী মজুদ ৩,০০০ টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত?
Ο ক) ১৮,০০০ টাকা
Ο খ) ১৫,০০০ টাকা
Ο গ) ১৪,০০০ টাকা
Ο ঘ) ১২,০০০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. পণ্যের বিক্রয়মূল্য নিরূপণ করার জন্যে কোন ব্যয় তৈরি করা খুব জরুরী?
Ο ক) মুখ্য ব্যয়
Ο খ) প্রত্যক্ষ ব্যয়
Ο গ) বিক্রিত দ্রব্যের মোট ব্যয়
Ο ঘ) কারখানার উপরিব্যয়
সঠিক উত্তর: (গ)
১৮০. উৎপাদন ব্যয় বিবরণীর ধাপগুলো হলো -
i. উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী
ii. বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী
iii. বিশদ আয় বিবরণী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮১. সম্পদ অর্জনের জন্য যে মূল্য প্রদান করা হয় তাকে কী বলে?
Ο ক) ক্রয়মূল্য
Ο খ) উৎপাদন ব্যয়
Ο গ) মোট ব্যয়
Ο ঘ) ব্যয়
সঠিক উত্তর: (ঘ)
১৮২. বই প্রকাশনী প্রতিষ্ঠানে কোনটি প্রত্যক্ষ কাঁচামাল?
Ο ক) বাঁশ ও নলখাগড়া
Ο খ) কলম
Ο গ) কাগজ
Ο ঘ) সুতা
সঠিক উত্তর: (গ)
১৮৩. যদি ইট তৈরিকারকের মাটি ক্রয় ১,২০,০০০ টাকা, বহন খরচ ১৫,০০০ টাকা, শ্রমিকের মজুরি ১৫,০০০ টাকা, বিজ্ঞাপন খরচ ৬,০০০ টাকা, বিক্রয় কর্মীর বেতন ৩,০০০ টাকা, মাটি ছানা ও জ্বালানী খরচ ১৮,০০০ টাকা হয় তাহলে উৎপাদন ব্যয় কত হবে?
Ο ক) ১,৫০,০০০ টাকা
Ο খ) ১,৬০,০০০ টাকা
Ο গ) ১,৬৮,০০০ টাকা
Ο ঘ) ১,৭৭,০০০ টাকা
সঠিক উত্তর: (গ)
১৮৪. কোন ব্যয়সমূহের সমষ্টি কারখানা উপরিব্যয়?
Ο ক) প্রত্যক্ষ কাঁচামাল + পরোক্ষ কাঁচামাল + পরোক্ষ মজুরি
Ο খ) পরোক্ষ কাঁচামাল + পরোক্ষ মজুরি + কারখানার ভাড়া ও বিদ্যুৎ
Ο গ) পরোক্ষ মজুরি + আসবাবপত্রের অবচয় + যন্ত্রপাতির মেরামত
Ο ঘ) কারখানার ভাড়া + অফিসের ভাড়া + দোকানের ভাড়া
সঠিক উত্তর: (খ)
১৮৫. নিট ক্রয়ের সূত্র কোনটি?
Ο ক) ক্রয়মূল্য + ক্রয় ফেরত - ক্রয় বাট্টা + শুল্ক + পণ্য আনয়ন ব্যয়
Ο খ) ক্রয়মূল্য - ক্রয় ফেরত - ক্রয় বাট্টা - পণ্য আনয়ন ব্যয় + শুল্ক
Ο গ) ক্রয়মূল্য + পরিবহন ব্যয় + আমদানি শুল্ক - বহিঃফেরত - ক্রয় বাট্টা
Ο ঘ) ক্রয়মূল্য + পরিবহন ব্যয় + রপ্তানি শুল্ক + ক্রয়বাট্টা - ক্রয় ফেরত
সঠিক উত্তর: (গ)
১৮৬. পণ্যের প্রত্যক্ষ খরচ হলো -
i. পণ্যের আরোপনযোগ্য খরচ
ii. স্থাপত্য নঁকশা প্রণয়ন খরচ
iii. চুক্তির ঠিকা কার্যের ভ্রমণ ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৭. ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাবরক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলো হলো -
i. আর্থিক অবস্থা নিরূপণ
ii. প্রকৃত লাভ লোকসান নির্ণয়
iii. ফলাফল নিরূপণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. উৎপাদন ব্যয়ের সাথে বিক্রয় সংক্রান্ত খরচ যোগ করে কী পাওয়া যায়?
Ο ক) নিট বিক্রয় ব্যয়
Ο খ) বিক্রীত পণ্যের মোট ব্যয়
Ο গ) মুখ্য ব্যয়
Ο ঘ) নিট উৎপাদন ব্যয়
সঠিক উত্তর: (খ)
১৮৯. পণ্যের ক্রয়মূল্যের সাথে পণ্য বিক্রয় উপযোগী করার খরচ এবং মুনাফা যোগ করে কী নির্ণয় করা হয়?
Ο ক) ক্রীত পণ্যের মোট ব্যয়
Ο খ) বিক্রিত পণ্যের মোট ব্যয়
Ο গ) ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নির্ধারণ
Ο ঘ) প্রকৃত লাভ/লোকসান নির্ণয়
সঠিক উত্তর: (ঘ)
১৯০. পরোক্ষ খরচ ব্যবসায়ের -
i. সামগ্রিক ব্যবস্থাপনা কার্যে সংগঠিত হয়
ii. উৎপাদিত পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায়
iii. সহায়ক কার্যের নিমিত্তে ব্যয়িত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯১. প্রতিষ্ঠানের লাভ-লোকসান নির্ণয় করা সম্ভব হয় কীভাবে?
Ο ক) মোট আয় থেকে
Ο খ) মোট ব্যয় থেকে
Ο গ) বিক্রয়মূল্য থেকে
Ο ঘ) উৎপাদন ব্যয় থেকে
সঠিক উত্তর: (ঘ)
১৯২. প্রকৃত লাভ লোকসান নির্ণয় করা প্রতিষ্ঠানের কী?
Ο ক) বৈশিষ্ট্য
Ο খ) মূল উদ্দেশ্য
Ο গ) প্রয়োজনীয়তা
Ο ঘ) ভিত্তি
সঠিক উত্তর: (খ)
১৯৩. বিক্রয়মূল্য নির্ধারিত হয় কীভাবে?
Ο ক) উৎপাদন ব্যয়ের সাথে মুনাফা যোগ করে
Ο খ) মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করে
Ο গ) মুখ্য ব্যয়ের সাথে মুনাফা যোগ করে
Ο ঘ) উৎপাদন ব্যয়ের সাথে বিক্রয় উপরিব্যয় যোগ করে
সঠিক উত্তর: (খ)
১৯৪. কারবার প্রতিষ্ঠানে উৎপাদন ব্যয়ের ভূমিকা অনস্বীকার্য। কারণ এর ফলে -
i. ব্যয় নিয়ন্ত্রণ করা যায়
ii. সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ করা যায়
iii. প্রশাসনিক নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার নীতি নির্ধারণ করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৫. উৎপাদন ব্যয় + বিক্রয় উপরিব্যয় = কী?
Ο ক) মুখ্য ব্যয়
Ο খ) কারখানা ব্যয়
Ο গ) মোট ব্যয়
Ο ঘ) ক্রয়মূল্য
সঠিক উত্তর: (গ)
১৯৬. অটবি ফার্নিচারের তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদের পরিমাণ ১২,৫০০ টাকা ও সমাপনী মজুদের পরিমাণ ১৫,০০০ টাকা। ফার্নিচারের উৎপাদিত পণ্যের ব্যয় যদি ২,৮০,০০০ টাকা হয় তবে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত?
Ο ক) ২,৫২,৫০০ টাকা
Ο খ) ২,৯২,৫০০ টাকা
Ο গ) ২,৯২,৫০০ টাকা
Ο ঘ) ২,৭৭,৫০০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
১৯৭. কাপড় প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য প্রত্যক্ষ কাঁচামাল কোনটি?
Ο ক) তুলা
Ο খ) সুতা
Ο গ) কাপড়
Ο ঘ) কাপড়ের রং
সঠিক উত্তর: (খ)
১৯৮. উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হয় -
i. কাঁচামাল ক্রয়
ii. পণ্য উত্তোলন
iii. শ্রমিকের মজুরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯৯. মি. বেলাল একজন ঠিকাদার। তার ঠিকাদারী ব্যবসায়ে যে খরচগুলো সংঘটিত হয় তা হলো -
i. যন্ত্রপাতির অবচয়
ii. অফিস খরচ
iii. আসবাবপত্রের মেরামত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২০০. প্রত্যেকটি উৎপাদিত পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় না যে ব্যয় তাকে কী বলা হয়?
Ο ক) প্রত্যক্ষ খরচ
Ο খ) কারখানা ব্যয়
Ο গ) পরোক্ষ খরচ
Ο ঘ) মুখ্য ব্যয়
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. আপ্যায়ন খরচ হলো -
i. প্রশাসনিক উপরিব্যয়
ii. মূলধন জাতীয়
iii. পরোক্ষ খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫২. কারখানা উপরি খরচ হলো -
i. প্রত্যক্ষ কাঁচামালের জন্য ব্যয়িত খরচ
ii. পরোক্ষ শ্রম
iii. উৎপাদনের যাবতীয় পরোক্ষ খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৩. জিনাত এন্টারপ্রাইজ মোট লাভ ১,০০,০০০ টাকা এবং এটা বিক্রয়মূল্যের ২৫% হলে মোট ব্যয়ের পরিমাণ কত?
Ο ক) ২,৪০,০০০ টাকা
Ο খ) ৩,০০,০০০ টাকা
Ο গ) ৩,২০,০০০ টাকা
Ο ঘ) ৪,০০,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
১৫৪. ক্রীত পণ্যের ক্রয়মূল্য নিরূপণে কোনটি যোগ করা হয়?
Ο ক) কমিশন
Ο খ) বেতন
Ο গ) ভাড়া
Ο ঘ) কুলি খরচ
সঠিক উত্তর: (ঘ)
১৫৫. কখন পণ্য সামগ্রী উৎপাদন, ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নানা রকম সমস্যার সৃষ্টি হয়?
Ο ক) সঠিকভাবে মূল্য নির্ধারণ করতে না পারলে
Ο খ) সঠিক সময়ে পণ্য দ্রব্য সরবরাহ করতে না পারলে
Ο গ) পণ্যের গুণগত মান ঠিক করতে না পারলে
Ο ঘ) চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে না পারলে
সঠিক উত্তর: (ক)
১৫৬. পরোক্ষ শ্রমের ফলে -
i. উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় না
ii. উৎপাদনের সম্পূর্ণতা পায়
iii. উৎপাদনের কার্যে সরাসরি জড়িত হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫৭. কোনটি বিক্রয় উপরিব্যয়?
Ο ক) পণ্যের নমুনা বিতরণ
Ο খ) কারখানার ভাড়া
Ο গ) আসবাবপত্রের মেরামত
Ο ঘ) অফিসের বিদ্যুৎ বিল
সঠিক উত্তর: (ক)
১৫৮. প্রকৃত লাভ লোকসান নির্ণয় তখনই সম্ভব যখন -
i. সঠিক ক্রয়মূল্য নির্ধারণ করা যায়
ii. সঠিক উৎপাদন ব্যয় নির্ণয় করা যায়
iii. সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫৯. ক্রয়মূল্যের সাথে ব্যবসায়ের অন্যান্য আনুষঙ্গিত খরচ যোগ করলে কী পাওয়া যায়?
Ο ক) প্রত্যক্ষ ক্রয়মূল্য
Ο খ) নিট মুনাপা
Ο গ) মোট ক্রয়মূল্য
Ο ঘ) মোট বিক্রয়মূল্য
সঠিক উত্তর: (গ)
১৬০. প্রত্যক্ষ খরচ ব্যতীত কারবারের অন্যান্য পরোক্ষ খরচকে কী বলা হয়?
Ο ক) উৎপাদন খরচ
Ο খ) মোট খরচ
Ο গ) মুখ্য ব্যয়
Ο ঘ) উপরিখরচ
সঠিক উত্তর: (ঘ)
১৬১. প্রকৃত লাভ লোকসান নির্ণয়ে কোনটি প্রয়োজন?
Ο ক) পণ্যের সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ করা
Ο খ) পণ্যের গুণগতমান ঠিক রাখা
Ο গ) পণ্যের মোড় আকর্ষণীয় করা
Ο ঘ) কম্পিউটারের মাধ্যমে হিসাব রাখা
সঠিক উত্তর: (ক)
১৬২. প্রকৃতপক্ষে পণ্যের দাম এবং পণ্যের বিক্রয় স্থান পর্যন্ত পৌঁছানোর যাবতীয় খরচের সমষ্টিকে কী বলে?
Ο ক) ক্রয়মূল্য
Ο খ) বিক্রীত পন্যের ব্যয়
Ο গ) বিক্রয়মূল্য
Ο ঘ) মোট ব্যয়
সঠিক উত্তর: (ক)
১৬৩. প্রত্যক্ষ শ্রম হলো -
i. দ্রব্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত শ্রম
ii. কাঁচামাল থেকে সম্পূর্ণ পণ্য তৈরিতে নিয়োজিত শ্রম
iii. যে শ্রম ব্যতীত উৎপাদনের প্রাথমিক প্রক্রিয়া আরম্ভ অসম্ভব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৪. পণ্যের চাহিদা ও খুচরা মূল্য নির্ধারণ করা হয় -
i. চাহিদা ও প্রতিযোগির অবস্থান দেখে
ii. কোম্পানির মুনাফানীতি বিবেচনা করে
iii. মোট ব্যয়ের সাথে শতকরা মুনাফা যোগ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৫. যে সকল উপকরণ ব্যয় এবং আনুষঙ্গিক উপরিখরচ নিয়ে পণ্যের মোট উৎপাদন ব্যয় গঠিত হয় তাদের প্রত্যেকটিকে কী বলে?
Ο ক) কস্ট
Ο খ) প্রত্যক্ষ খরচ
Ο গ) পরোক্ষ ব্যয়
Ο ঘ) ব্যয়ের উপাদান
সঠিক উত্তর: (ঘ)
১৬৬. অফিস উপরিব্যয় - i. আপ্যায়ন ii. অনাদায়ী পাওনা iii. মনিহারি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬৭. অফিস আসবাবপত্রের অবচয় কোন ধরনের ব্যয়?
Ο ক) উৎপাদন উপরিব্যয়
Ο খ) বিক্রয় উপরিব্যয়
Ο গ) প্রশাসনিক উপরিব্যয়
Ο ঘ) অফিস খরচ
সঠিক উত্তর: (গ)
১৬৮. প্রত্যক্ষ শ্রমিকের উদাহরণ হলো -
i. মেশিন চালক
ii. মিশ্রণকারী
iii. মেরামত কর্মী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৯. বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে কী হয়?
Ο ক) নিট লাভ
Ο খ) নিট ক্ষতি
Ο গ) মোট লাভ
Ο ঘ) মোট ক্ষতি
সঠিক উত্তর: (ঘ)
১৭০. 'Finished goods' অর্থ কী?
Ο ক) শেষ পণ্য
Ο খ) ভালো পণ্য
Ο গ) বিক্রয় উপযোগী পণ্য/তৈরিকৃত পণ্য
Ο ঘ) শেষ ভালো
সঠিক উত্তর: (গ)
১৭১. পণ্যের প্রারম্ভিক মজুদ ৫,০০০ টাকা, ক্রয় ১৫,০০০ টাকা এবং বিক্রিত পণ্যের ক্রয়মূল্য ১৭,০০০ টাকা হলে সমাপনী মজুদের পরিমাণ কত?
Ο ক) ১,০০০ টাকা
Ο খ) ৩,০০০ টাকা
Ο গ) ৫,০০০ টাকা
Ο ঘ) ৭,০০০ টাকা
সঠিক উত্তর: (খ)
১৭২. উৎপাদন ব্যয়ের তিনটি উপাদানের প্রত্যেকটিকে আবার কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই ভাগে
Ο খ) তিন ভাগে
Ο গ) পাঁচ ভাগে
Ο ঘ) সাত ভাগে
সঠিক উত্তর: (ক)
১৭৩. ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রয়োজন হয় -
i. সঠিক উৎপাদন ব্যয় নির্ণয়
ii. সঠিক ক্রয়মূল্য নির্ধারণ
iii. সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. চটের ব্যাগ তৈরির মুখ্য উপাদান কোনটি?
Ο ক) পাট
Ο খ) দড়ি
Ο গ) সুতা
Ο ঘ) নাইলন
সঠিক উত্তর: (ক)
১৭৫. প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় ২৫ টাকা এবং কোম্পানি যদি বিক্রয়মূল্যের ওপর ২০% মুনাফা আশা করে তাহলে প্রতি ইউনিটের বিক্রয়মূল্য কত হবে?
Ο ক) ২৫ টাকা
Ο খ) ৩০ টাকা
Ο গ) ৩১.২৫ টাকা
Ο ঘ) ৩৫.২৫ টাকা
সঠিক উত্তর: (গ)
১৭৬. নিচের তথ্য হতে বিক্রিত পণ্যের মূল্য বের করো: প্রারম্ভিক মজুদ পণ্য ২০,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ১২,০০০ টাকা, উৎপাদিত পণ্যের ব্যয় ১০,০০০ টাকা, ক্রয় ফেরত ২,০০০ টাকা।
Ο ক) ৮,০০০ টাকা
Ο খ) ১৬,০০০ টাকা
Ο গ) ১৮,০০০ টাকা
Ο ঘ) ৩০,০০০ টাকা
সঠিক উত্তর: (গ)
১৭৭. প্রশাসনিক খরচ হলো -
i. স্থাপত্য নঁকশা প্রণয়ন খরচ
ii. দলিলপত্র লিখন খরচ
iii. টেলিফোন বিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৮. প্রারম্ভিক মজুদ পণ্য ৫,০০০ টাকা, ক্রয় ১০,০০০ টাকা এবং সমাপনী মজুদ ৩,০০০ টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত?
Ο ক) ১৮,০০০ টাকা
Ο খ) ১৫,০০০ টাকা
Ο গ) ১৪,০০০ টাকা
Ο ঘ) ১২,০০০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. পণ্যের বিক্রয়মূল্য নিরূপণ করার জন্যে কোন ব্যয় তৈরি করা খুব জরুরী?
Ο ক) মুখ্য ব্যয়
Ο খ) প্রত্যক্ষ ব্যয়
Ο গ) বিক্রিত দ্রব্যের মোট ব্যয়
Ο ঘ) কারখানার উপরিব্যয়
সঠিক উত্তর: (গ)
১৮০. উৎপাদন ব্যয় বিবরণীর ধাপগুলো হলো -
i. উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী
ii. বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী
iii. বিশদ আয় বিবরণী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮১. সম্পদ অর্জনের জন্য যে মূল্য প্রদান করা হয় তাকে কী বলে?
Ο ক) ক্রয়মূল্য
Ο খ) উৎপাদন ব্যয়
Ο গ) মোট ব্যয়
Ο ঘ) ব্যয়
সঠিক উত্তর: (ঘ)
১৮২. বই প্রকাশনী প্রতিষ্ঠানে কোনটি প্রত্যক্ষ কাঁচামাল?
Ο ক) বাঁশ ও নলখাগড়া
Ο খ) কলম
Ο গ) কাগজ
Ο ঘ) সুতা
সঠিক উত্তর: (গ)
১৮৩. যদি ইট তৈরিকারকের মাটি ক্রয় ১,২০,০০০ টাকা, বহন খরচ ১৫,০০০ টাকা, শ্রমিকের মজুরি ১৫,০০০ টাকা, বিজ্ঞাপন খরচ ৬,০০০ টাকা, বিক্রয় কর্মীর বেতন ৩,০০০ টাকা, মাটি ছানা ও জ্বালানী খরচ ১৮,০০০ টাকা হয় তাহলে উৎপাদন ব্যয় কত হবে?
Ο ক) ১,৫০,০০০ টাকা
Ο খ) ১,৬০,০০০ টাকা
Ο গ) ১,৬৮,০০০ টাকা
Ο ঘ) ১,৭৭,০০০ টাকা
সঠিক উত্তর: (গ)
১৮৪. কোন ব্যয়সমূহের সমষ্টি কারখানা উপরিব্যয়?
Ο ক) প্রত্যক্ষ কাঁচামাল + পরোক্ষ কাঁচামাল + পরোক্ষ মজুরি
Ο খ) পরোক্ষ কাঁচামাল + পরোক্ষ মজুরি + কারখানার ভাড়া ও বিদ্যুৎ
Ο গ) পরোক্ষ মজুরি + আসবাবপত্রের অবচয় + যন্ত্রপাতির মেরামত
Ο ঘ) কারখানার ভাড়া + অফিসের ভাড়া + দোকানের ভাড়া
সঠিক উত্তর: (খ)
১৮৫. নিট ক্রয়ের সূত্র কোনটি?
Ο ক) ক্রয়মূল্য + ক্রয় ফেরত - ক্রয় বাট্টা + শুল্ক + পণ্য আনয়ন ব্যয়
Ο খ) ক্রয়মূল্য - ক্রয় ফেরত - ক্রয় বাট্টা - পণ্য আনয়ন ব্যয় + শুল্ক
Ο গ) ক্রয়মূল্য + পরিবহন ব্যয় + আমদানি শুল্ক - বহিঃফেরত - ক্রয় বাট্টা
Ο ঘ) ক্রয়মূল্য + পরিবহন ব্যয় + রপ্তানি শুল্ক + ক্রয়বাট্টা - ক্রয় ফেরত
সঠিক উত্তর: (গ)
১৮৬. পণ্যের প্রত্যক্ষ খরচ হলো -
i. পণ্যের আরোপনযোগ্য খরচ
ii. স্থাপত্য নঁকশা প্রণয়ন খরচ
iii. চুক্তির ঠিকা কার্যের ভ্রমণ ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৭. ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাবরক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলো হলো -
i. আর্থিক অবস্থা নিরূপণ
ii. প্রকৃত লাভ লোকসান নির্ণয়
iii. ফলাফল নিরূপণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. উৎপাদন ব্যয়ের সাথে বিক্রয় সংক্রান্ত খরচ যোগ করে কী পাওয়া যায়?
Ο ক) নিট বিক্রয় ব্যয়
Ο খ) বিক্রীত পণ্যের মোট ব্যয়
Ο গ) মুখ্য ব্যয়
Ο ঘ) নিট উৎপাদন ব্যয়
সঠিক উত্তর: (খ)
১৮৯. পণ্যের ক্রয়মূল্যের সাথে পণ্য বিক্রয় উপযোগী করার খরচ এবং মুনাফা যোগ করে কী নির্ণয় করা হয়?
Ο ক) ক্রীত পণ্যের মোট ব্যয়
Ο খ) বিক্রিত পণ্যের মোট ব্যয়
Ο গ) ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নির্ধারণ
Ο ঘ) প্রকৃত লাভ/লোকসান নির্ণয়
সঠিক উত্তর: (ঘ)
১৯০. পরোক্ষ খরচ ব্যবসায়ের -
i. সামগ্রিক ব্যবস্থাপনা কার্যে সংগঠিত হয়
ii. উৎপাদিত পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায়
iii. সহায়ক কার্যের নিমিত্তে ব্যয়িত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯১. প্রতিষ্ঠানের লাভ-লোকসান নির্ণয় করা সম্ভব হয় কীভাবে?
Ο ক) মোট আয় থেকে
Ο খ) মোট ব্যয় থেকে
Ο গ) বিক্রয়মূল্য থেকে
Ο ঘ) উৎপাদন ব্যয় থেকে
সঠিক উত্তর: (ঘ)
১৯২. প্রকৃত লাভ লোকসান নির্ণয় করা প্রতিষ্ঠানের কী?
Ο ক) বৈশিষ্ট্য
Ο খ) মূল উদ্দেশ্য
Ο গ) প্রয়োজনীয়তা
Ο ঘ) ভিত্তি
সঠিক উত্তর: (খ)
১৯৩. বিক্রয়মূল্য নির্ধারিত হয় কীভাবে?
Ο ক) উৎপাদন ব্যয়ের সাথে মুনাফা যোগ করে
Ο খ) মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করে
Ο গ) মুখ্য ব্যয়ের সাথে মুনাফা যোগ করে
Ο ঘ) উৎপাদন ব্যয়ের সাথে বিক্রয় উপরিব্যয় যোগ করে
সঠিক উত্তর: (খ)
১৯৪. কারবার প্রতিষ্ঠানে উৎপাদন ব্যয়ের ভূমিকা অনস্বীকার্য। কারণ এর ফলে -
i. ব্যয় নিয়ন্ত্রণ করা যায়
ii. সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ করা যায়
iii. প্রশাসনিক নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার নীতি নির্ধারণ করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৫. উৎপাদন ব্যয় + বিক্রয় উপরিব্যয় = কী?
Ο ক) মুখ্য ব্যয়
Ο খ) কারখানা ব্যয়
Ο গ) মোট ব্যয়
Ο ঘ) ক্রয়মূল্য
সঠিক উত্তর: (গ)
১৯৬. অটবি ফার্নিচারের তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদের পরিমাণ ১২,৫০০ টাকা ও সমাপনী মজুদের পরিমাণ ১৫,০০০ টাকা। ফার্নিচারের উৎপাদিত পণ্যের ব্যয় যদি ২,৮০,০০০ টাকা হয় তবে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত?
Ο ক) ২,৫২,৫০০ টাকা
Ο খ) ২,৯২,৫০০ টাকা
Ο গ) ২,৯২,৫০০ টাকা
Ο ঘ) ২,৭৭,৫০০ টাকা
সঠিক উত্তর: (ঘ)
১৯৭. কাপড় প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য প্রত্যক্ষ কাঁচামাল কোনটি?
Ο ক) তুলা
Ο খ) সুতা
Ο গ) কাপড়
Ο ঘ) কাপড়ের রং
সঠিক উত্তর: (খ)
১৯৮. উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হয় -
i. কাঁচামাল ক্রয়
ii. পণ্য উত্তোলন
iii. শ্রমিকের মজুরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯৯. মি. বেলাল একজন ঠিকাদার। তার ঠিকাদারী ব্যবসায়ে যে খরচগুলো সংঘটিত হয় তা হলো -
i. যন্ত্রপাতির অবচয়
ii. অফিস খরচ
iii. আসবাবপত্রের মেরামত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২০০. প্রত্যেকটি উৎপাদিত পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় না যে ব্যয় তাকে কী বলা হয়?
Ο ক) প্রত্যক্ষ খরচ
Ο খ) কারখানা ব্যয়
Ο গ) পরোক্ষ খরচ
Ο ঘ) মুখ্য ব্যয়
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Accounting