ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ১২: পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. কমলা বিক্রি করে কৃষকের যে আয় হয় তা তার নিকট কী জাতীয় আয় হিসাবে গণ্য হয়?
Ο ক) মূলধনজাতীয় প্রাপ্তি
Ο খ) পারিবারিক আয়
Ο গ) নিয়মিত আয়
Ο ঘ) মুনাফার অংশ
সঠিক উত্তর: (খ)
১০২. আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের দ্বারা -
i. উদ্যোক্তার কর্মসংস্থান হয়
ii. পরিবারের কর্মসংস্থান হয়
iii. সমাজের কর্মসংস্থান হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৩. পারিবারিক হিসাব নিকাশের ক্ষেত্রে পরিবার কোন প্রতিষ্ঠান?
Ο ক) অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান
Ο খ) অমুনাফাভোগী ব্যবসায় প্রতিষ্ঠান
Ο গ) মুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান
Ο ঘ) স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ক)
১০৪. ফাহমিদা আক্তার পরিবারের জন্য প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুতের সময় চলতি, পূর্ববর্তী ও পরবর্তী সকল হিসাবসমূহ লিপিবদ্ধ করেন। এক্ষেত্রে ফাহমিদা আক্তার কোনটি বিবেচনা করবেন না?
Ο ক) অগ্রিম আয় ও ব্যয়
Ο খ) মূলধন জাতীয় আয় ও ব্যয়
Ο গ) মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদান
Ο ঘ) সময়কাল
সঠিক উত্তর: (ঘ)
১০৫. স্বচ্ছ হিসাব ব্যবস্থা বজায় থাকলে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কর্তা ব্যক্তির -
i. মনোমালিন্য হয় না
ii. ভুল বুঝাবুঝির অবকাশ থাকে না
iii. বিশৃঙ্খলা ও কলহ হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০৬. পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতের সর্বশেষ ধাপ কোনটি?
Ο ক) আর্থিক অবস্থার বিবরণী
Ο খ) আয়-ব্যয় বিবরণী
Ο গ) প্রাপ্তি ও প্রদান হিসাব
Ο ঘ) পারিবারিক তহবিল
সঠিক উত্তর: (ক)
১০৭. প্রাপ্তি ও প্রদান হিসাবের মাধ্যমে কোনটি প্রদর্শিত হয়?
Ο ক) সম্পত্তি ও দায়ের অবস্থা
Ο খ) মুনাফা জাতীয় আয়-ব্যয়ের পরিমাণ
Ο গ) পরিবারের আয়ের উদ্বৃত্ত বা ঘাটতি
Ο ঘ) সমাপনী নগদ উদ্বৃত্ত
সঠিক উত্তর: (ঘ)
১০৮. সাধারণত পারিবারিক বাজেটের হিসাবকাল কেমন হয়?
Ο ক) সাপ্তাহিক
Ο খ) মাসিক
Ο গ) বাৎসরিক
Ο ঘ) সাপ্তাহিক, মাসিক বা বাৎসরিক
সঠিক উত্তর: (ঘ)
১০৯. নিচের কোন ব্যয়গুলো পারিবারিক আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তি হিসাবে বিবেচিত হবে?
Ο ক) মনিহারি ও বস্ত্র ক্রয়
Ο খ) কাঁচাবাজার ও খাদ্য সামগ্রী ক্রয়
Ο গ) দেনাদার ও ব্যাংক ঋণ পরিশোধ
Ο ঘ) জমি ও সঞ্চয়পত্র ক্রয়
সঠিক উত্তর: (ঘ)
১১০. নিচের কোনটি দ্বারা আয়-ব্যয় বিবরণী প্রস্তুত করা হয়?
Ο ক) শুধুমাত্র চলতি সালের মুনাফা জাতীয় আয়-ব্যয়
Ο খ) চলতি সালের সকল আয়-ব্যয়
Ο গ) চলতি বছরের নগদ প্রাপ্তি ও প্রদান
Ο ঘ) শুধু মুলধন জাতীয় লেনদেনসমূহ
সঠিক উত্তর: (ক)
১১১. কোনটি পরিবারের স্বাভাবিক আয় হিসাবে গণ্য করা হয়?
Ο ক) অভিভাবক কর্তৃক নবগঠিত পরিবারকে এককালীন দান
Ο খ) ঋণের মাধ্যমে প্রাপ্ত অর্থ
Ο গ) পেশা থেকে আয়
Ο ঘ) সম্পত্তি বিক্রয় করে প্রাপ্ত অর্থ
সঠিক উত্তর: (গ)
১১২. আয়ের চেয়ে যদি ব্যয় বেশি হয় তবে কোনটি সৃষ্টি হয়?
Ο ক) ব্যয়তিরিক্ত আয়
Ο খ) আয়াতিরিক্ত ব্যয় বা ঘাটতি
Ο গ) নিট মুনাফা
Ο ঘ) নিট ক্ষতি
সঠিক উত্তর: (খ)
১১৩. পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী তৈরির পূর্বে -
i. প্রাপ্তি ও প্রদান হিসাব হতে নগদ প্রবাহ নির্ণয় করতে হবে
ii. মূলধন নির্ণয় করতে হবে
iii. আয়-ব্যয় বিবরণী হতে উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১১৪. জনাব সাকিব তার পরিবারের বর্তমান আয়ের একটি অংশ সঞ্চয় করে থাকেন।এটির পিছনে জনাব সাকিবের উদ্দেশ্য কী?
Ο ক) সম্পদ বৃদ্ধি করা
Ο খ) ভোগ প্রবণতা বৃদ্ধি করা
Ο গ) ঋণ পরিশোধ করা
Ο ঘ) ভবিষ্যতে সুন্দরভাবে জীবনযাপন করা
সঠিক উত্তর: (ঘ)
১১৫. ‘ফ্রিজ ক্রয়’ কোন জাতীয় ব্যয়?
Ο ক) মূলধনজাতীয় ব্যয়
Ο খ) মুনাফাজাতীয় ব্যয়
Ο গ) নিয়মিত ব্যয়
Ο ঘ) মোট ব্যয়
সঠিক উত্তর: (ক)
১১৬. হিসাববিজ্ঞানের দৃষ্টিতে পরিবারকে বিবেচনা করা হয় -
Ο ক) মুনাফাভোগী প্রতিষ্ঠান হিসেবে
Ο খ) অমুনাফাভোগী প্রতিষ্ঠান হিসেবে
Ο গ) মুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান হিসেবে
Ο ঘ) অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান হিসেবে
সঠিক উত্তর: (ঘ)
১১৭. পারিবারিক বাজেটের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ -
i. বাজেট প্রণয়ন দীর্ঘমেয়াদী লক্ষ্য বাস্তবায়নে সাহায্য করে
ii. বাজেটের মাধ্যমে পরিবারের ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়
iii. বাজেটের মাধ্যমে পরিবারের সঞ্চয় করার অভ্যাস সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৮. অনিয়মিত ব্যয় বা মূলধন জাতীয় ব্যয়ের কারণে পরিবারে কোনটি বৃদ্ধি পায়?
Ο ক) দায়
Ο খ) আয় উদ্বৃত্ত
Ο গ) সম্পত্তি
Ο ঘ) ঘাটতি
সঠিক উত্তর: (গ)
১১৯. পারিবারিক বন্ধনকে অনেক বেশি উপভোগ করার যায় কীসের মাধ্যমে?
Ο ক) সঠিকভাবে হিসাব নিরীক্ষা
Ο খ) হিসাব নিকাশে স্বচ্ছতা ও সুষ্ঠু পরিকল্পনা
Ο গ) হিসাব সুষ্ঠু লিপিবদ্ধকরণ
Ο ঘ) হিসাবের জবাবদিহিতার
সঠিক উত্তর: (খ)
১২০. পরিবারের আর্থ-সামাজিক অবস্থার ওপর পারিবারিক বাজেটের কি নির্ভর করে?
Ο ক) বাস্তবতা
Ο খ) পরিকল্পনা
Ο গ) প্রকৃতি
Ο ঘ) উদ্দেশ্য
সঠিক উত্তর: (ক)
১২১. পরিবারের আর্থিক দুর্বলতা খুঁজে বের করা এবং সংশোধনীর প্রতিষেধক হিসাবে কাজ করে কোনটি?
Ο ক) পারিবারিক বাজেট
Ο খ) পারিবারিক আয়-ব্যয়
Ο গ) পারিবারিক হিসাব ব্যবস্থা
Ο ঘ) ভবিষ্যত পরিকল্পনা
সঠিক উত্তর: (গ)
১২২. পারিবারিক বাজেট নমনীয় হবে কেন?
Ο ক) কোনো একটি খরচ বেড়ে গেলে যেন অন্য একটি খরচ কমানো যায়
Ο খ) যুগোপযোগী বাজেট প্রণয়নের জন্য
Ο গ) পারিবারিক বাজেটে শৃঙ্খলা আনয়নের জন্য
Ο ঘ) সম্ভাব্য আয়ের উৎস স্থির বলে
সঠিক উত্তর: (ক)
১২৩. হিসাব নিরীক্ষার প্রয়োজন হয় না কোন প্রতিষ্ঠানে?
Ο ক) শিক্ষা প্রতিষ্ঠান
Ο খ) দাতব্য প্রতিষ্ঠান
Ο গ) সরকারি প্রতিষ্ঠান
Ο ঘ) পরিবার
সঠিক উত্তর: (ঘ)
১২৪. পরিবারের দৈনন্দিন বাজার খরচ কোন জাতীয় ব্যয়?
Ο ক) মূলধন জাতীয় ব্যয়
Ο খ) মুনাফাজাতীয় ব্যয়
Ο গ) মোট ব্যয়
Ο ঘ) নিট ব্যয়
সঠিক উত্তর: (খ)
১২৫. সুষ্ঠু হিসাব নিকাশের মাধ্যমে -
i. সম্পদ বৃদ্ধি পায়
ii. ভোগ প্রবণতা হ্রাস পায়
iii. সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৬. পরিবারে সুষ্ঠু পরিকল্পনা সম্ভব হয় কখন?
Ο ক) পরিবারের সবাই একত্রিত হলে
Ο খ) কর্তা প্রচুর আয় করলে
Ο গ) হিসাব নিকাশে স্বচ্ছতা থাকলে
Ο ঘ) পারিবারিক শৃঙ্খলা বজায় থাকলে
সঠিক উত্তর: (গ)
১২৭. পারিবারিক আর্থিক বিবরণীতে আয়-ব্যয় বিবরণী প্রস্তুতের মুখ্য উদ্দেশ্য হলো -
i. আয়ের উদ্বৃত্ত নির্ণয়
ii. ঘাটতি নির্ণয়
iii. সমাপনী নগদ উদ্বৃত্ত নির্ণয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২৮. মোঃ কায়েছ আলম তার পরিবারের বাজেট প্রণয়ন করার পর বিশেষ কারণে একটি খরচের পরিমাণ বেড়ে গেল। এ সমস্যা সহজে সমাধানের জন্য তার বাজেটটি কেমন হওয়া উচিত?
Ο ক) বাস্তবধর্মী
Ο খ) যুক্তিসঙ্গত
Ο গ) নমনীয়
Ο ঘ) স্বয়ংক্রিয়
সঠিক উত্তর: (গ)
১২৯. পরিবারের অনিয়মিত ব্যয় কোনটি?
Ο ক) আপ্যায়ন ব্যয়
Ο খ) বাড়ি ভাড়া
Ο গ) জমি ক্রয়
Ο ঘ) ঋণের সুদ
সঠিক উত্তর: (গ)
১৩০. পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য হলো -
i. প্রতিটি পরিবারকে তার কর্তা ব্যক্তি বা অন্যান্য ব্যক্তি থেকে পৃথক বিবেচনা করা হয়
ii. পারিবারিক হিসাব নিকাশের দায়বদ্ধতা না থাকা
iii. পরিবারের লেনদেন বেশির ভাগ নগদে সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩১. কোনটি আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের অনিয়মিত ব্যয়?
Ο ক) মাছ চাষের জন্য পুকুর ইজারা খরচ
Ο খ) হাঁস-মুরগীর চিকিৎসা খরচ
Ο গ) দুগ্ধ খামারের গরুর খাবার খরচ
Ο ঘ) প্রকল্পের পাহারাদারের মজুরি
সঠিক উত্তর: (ক)
১৩২. পরিবার, সমাজ তথা রাষ্ট্রের উন্নয়নের জন্য যেকোনো ব্যক্তি কোন উদ্যোগটি গ্রহণ করতে পারে?
Ο ক) জনসেবামূলক উদ্যোগ
Ο খ) আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ
Ο গ) সরকারি চাকরির উদ্যোগ
Ο ঘ) ব্যবসায় উদ্যোগ
সঠিক উত্তর: (খ)
১৩৩. আলমগীর তার পরিবারের জন্য বাজেট প্রণয়ন করার পর বিশেষ কারণে একটি খরচের পরিমাণ বেড়ে গেল। এ সমস্যা সহজে সমাধানের জন্য তার বাজেটটি কেমন হওয়া উচিত?
Ο ক) বাস্তবধর্মী
Ο খ) যুক্তিসঙ্গত
Ο গ) নমনীয়
Ο ঘ) স্বয়ংক্রিয়
সঠিক উত্তর: (ক)
১৩৪. জনাব মুশফিকুর রহমান তার পরিবারের স্বচ্ছলতার উদ্দেশ্যে পারিবারিক বাজেট প্রস্তুত করার সিদ্ধান্ত নেন। এজন্য তিনি সর্বপ্রথম কোন কাজটি করবেন?
Ο ক) দ্রব্যের মূল্য নির্ধারণ
Ο খ) সম্ভাব্য আয় নির্ধারণ
Ο গ) সম্ভাব্য ব্যয় নির্ধারণ
Ο ঘ) চাহিদা ও গুরুত্ব অনুসারে দ্রব্যের তালিকাকরণ
সঠিক উত্তর: (ঘ)
১৩৫. আনুমানিক আয় অপেক্ষা প্রকৃত আয় বেশি হলে কোনটি হবে?
Ο ক) ঘাটতি বাজেট
Ο খ) ব্যালেন্সড বাজেট
Ο গ) প্রকৃত বাজেট
Ο ঘ) উদ্বৃত্ত বাজেট
সঠিক উত্তর: (ঘ)
১৩৬. পারিবারিক বাজেটের ফলে -
i. আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা হয়
ii. ব্যয় নিয়ন্ত্রণ সহজ হয়
iii. মিতব্যয়ী হওয়া সহজ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৭. ব্যক্তিগত, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক জীবনে প্রতিদিনই আমরা কী আদান-প্রদান করে থাকি?
Ο ক) সালাম-কুশল
Ο খ) বাড়ি-গাড়ি
Ο গ) ধন-দৌলত
Ο ঘ) টাকা-পয়সা, জিনিসপত্র
সঠিক উত্তর: (ঘ)
১৩৮. ব্যক্তি বা পরিবার স্বাবলম্বী হওয়ার জন্য কোনো আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প হাতে নিতে হলে প্রথমে কোনটি করতে হবে?
Ο ক) পারিবারিক বাজেট
Ο খ) প্রকল্প বাজেট প্রণয়ন
Ο গ) প্রকল্পের আয় নির্ধারণ
Ο ঘ) প্রকল্পের ব্যয় নির্ধারণ
সঠিক উত্তর: (খ)
১৩৯. ‘পারিবারিক শৃঙ্খলা’ পারিবারিক হিসাব নিকাশের কী?
Ο ক) প্রয়োজনীয়তা
Ο খ) সুবিধা
Ο গ) বৈশিষ্ট্য
Ο ঘ) উদ্দেশ্য
সঠিক উত্তর: (ক)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: মি. শরীফ একজন স্বচ্ছল চাকুরিজীবী এবং তিনি বিলাসবহুল জীবন উপভোগ করে থাকেন। পরিবারের সদস্য সংখ্যা পাঁচ জন এবং দৈনন্দিন সকল প্রকার ক্রয় কাজের লোকের উপর নিয়োজিত থাকে। কিন্তু বছর শেষে মি. শরীফ দেখেন তার সঞ্চয় উদ্বৃত্তের পরিমাণ খুবই স্বল্প এবং এই প্রেক্ষিতে তিনি তার ব্যবসায় নিয়োজিত কর্মীকে দোষারোপ করেন।
১৪০. বছর শেষে মি. শরীফের স্বল্প উদ্বৃত্ত থাকার কারণ কোনটি?
Ο ক) আয়-ব্যয়ের হিসাব না রাখা
Ο খ) বাজেট প্রণয়ন না করা
Ο গ) আয় বুঝে ব্যয় না করা
Ο ঘ) সদস্য সংখ্যা বেশি থাকা
সঠিক উত্তর: (খ)
১৪১. মি. শরীফ উপরোক্ত সমস্যাটি সমাধানের লক্ষ্যে প্রথমে কোনটি গ্রহণ করবেন?
Ο ক) মূল্য নিরূপণ
Ο খ) সুষ্ঠু পরিকল্পনপা
Ο গ) সম্ভাব্য আয় নির্ধারণ পদ্ধতি
Ο ঘ) কাজের লোক যাচাই
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. কমলা বিক্রি করে কৃষকের যে আয় হয় তা তার নিকট কী জাতীয় আয় হিসাবে গণ্য হয়?
Ο ক) মূলধনজাতীয় প্রাপ্তি
Ο খ) পারিবারিক আয়
Ο গ) নিয়মিত আয়
Ο ঘ) মুনাফার অংশ
সঠিক উত্তর: (খ)
১০২. আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের দ্বারা -
i. উদ্যোক্তার কর্মসংস্থান হয়
ii. পরিবারের কর্মসংস্থান হয়
iii. সমাজের কর্মসংস্থান হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৩. পারিবারিক হিসাব নিকাশের ক্ষেত্রে পরিবার কোন প্রতিষ্ঠান?
Ο ক) অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান
Ο খ) অমুনাফাভোগী ব্যবসায় প্রতিষ্ঠান
Ο গ) মুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান
Ο ঘ) স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (ক)
১০৪. ফাহমিদা আক্তার পরিবারের জন্য প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুতের সময় চলতি, পূর্ববর্তী ও পরবর্তী সকল হিসাবসমূহ লিপিবদ্ধ করেন। এক্ষেত্রে ফাহমিদা আক্তার কোনটি বিবেচনা করবেন না?
Ο ক) অগ্রিম আয় ও ব্যয়
Ο খ) মূলধন জাতীয় আয় ও ব্যয়
Ο গ) মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদান
Ο ঘ) সময়কাল
সঠিক উত্তর: (ঘ)
১০৫. স্বচ্ছ হিসাব ব্যবস্থা বজায় থাকলে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কর্তা ব্যক্তির -
i. মনোমালিন্য হয় না
ii. ভুল বুঝাবুঝির অবকাশ থাকে না
iii. বিশৃঙ্খলা ও কলহ হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০৬. পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতের সর্বশেষ ধাপ কোনটি?
Ο ক) আর্থিক অবস্থার বিবরণী
Ο খ) আয়-ব্যয় বিবরণী
Ο গ) প্রাপ্তি ও প্রদান হিসাব
Ο ঘ) পারিবারিক তহবিল
সঠিক উত্তর: (ক)
১০৭. প্রাপ্তি ও প্রদান হিসাবের মাধ্যমে কোনটি প্রদর্শিত হয়?
Ο ক) সম্পত্তি ও দায়ের অবস্থা
Ο খ) মুনাফা জাতীয় আয়-ব্যয়ের পরিমাণ
Ο গ) পরিবারের আয়ের উদ্বৃত্ত বা ঘাটতি
Ο ঘ) সমাপনী নগদ উদ্বৃত্ত
সঠিক উত্তর: (ঘ)
১০৮. সাধারণত পারিবারিক বাজেটের হিসাবকাল কেমন হয়?
Ο ক) সাপ্তাহিক
Ο খ) মাসিক
Ο গ) বাৎসরিক
Ο ঘ) সাপ্তাহিক, মাসিক বা বাৎসরিক
সঠিক উত্তর: (ঘ)
১০৯. নিচের কোন ব্যয়গুলো পারিবারিক আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তি হিসাবে বিবেচিত হবে?
Ο ক) মনিহারি ও বস্ত্র ক্রয়
Ο খ) কাঁচাবাজার ও খাদ্য সামগ্রী ক্রয়
Ο গ) দেনাদার ও ব্যাংক ঋণ পরিশোধ
Ο ঘ) জমি ও সঞ্চয়পত্র ক্রয়
সঠিক উত্তর: (ঘ)
১১০. নিচের কোনটি দ্বারা আয়-ব্যয় বিবরণী প্রস্তুত করা হয়?
Ο ক) শুধুমাত্র চলতি সালের মুনাফা জাতীয় আয়-ব্যয়
Ο খ) চলতি সালের সকল আয়-ব্যয়
Ο গ) চলতি বছরের নগদ প্রাপ্তি ও প্রদান
Ο ঘ) শুধু মুলধন জাতীয় লেনদেনসমূহ
সঠিক উত্তর: (ক)
১১১. কোনটি পরিবারের স্বাভাবিক আয় হিসাবে গণ্য করা হয়?
Ο ক) অভিভাবক কর্তৃক নবগঠিত পরিবারকে এককালীন দান
Ο খ) ঋণের মাধ্যমে প্রাপ্ত অর্থ
Ο গ) পেশা থেকে আয়
Ο ঘ) সম্পত্তি বিক্রয় করে প্রাপ্ত অর্থ
সঠিক উত্তর: (গ)
১১২. আয়ের চেয়ে যদি ব্যয় বেশি হয় তবে কোনটি সৃষ্টি হয়?
Ο ক) ব্যয়তিরিক্ত আয়
Ο খ) আয়াতিরিক্ত ব্যয় বা ঘাটতি
Ο গ) নিট মুনাফা
Ο ঘ) নিট ক্ষতি
সঠিক উত্তর: (খ)
১১৩. পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী তৈরির পূর্বে -
i. প্রাপ্তি ও প্রদান হিসাব হতে নগদ প্রবাহ নির্ণয় করতে হবে
ii. মূলধন নির্ণয় করতে হবে
iii. আয়-ব্যয় বিবরণী হতে উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১১৪. জনাব সাকিব তার পরিবারের বর্তমান আয়ের একটি অংশ সঞ্চয় করে থাকেন।এটির পিছনে জনাব সাকিবের উদ্দেশ্য কী?
Ο ক) সম্পদ বৃদ্ধি করা
Ο খ) ভোগ প্রবণতা বৃদ্ধি করা
Ο গ) ঋণ পরিশোধ করা
Ο ঘ) ভবিষ্যতে সুন্দরভাবে জীবনযাপন করা
সঠিক উত্তর: (ঘ)
১১৫. ‘ফ্রিজ ক্রয়’ কোন জাতীয় ব্যয়?
Ο ক) মূলধনজাতীয় ব্যয়
Ο খ) মুনাফাজাতীয় ব্যয়
Ο গ) নিয়মিত ব্যয়
Ο ঘ) মোট ব্যয়
সঠিক উত্তর: (ক)
১১৬. হিসাববিজ্ঞানের দৃষ্টিতে পরিবারকে বিবেচনা করা হয় -
Ο ক) মুনাফাভোগী প্রতিষ্ঠান হিসেবে
Ο খ) অমুনাফাভোগী প্রতিষ্ঠান হিসেবে
Ο গ) মুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান হিসেবে
Ο ঘ) অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান হিসেবে
সঠিক উত্তর: (ঘ)
১১৭. পারিবারিক বাজেটের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ -
i. বাজেট প্রণয়ন দীর্ঘমেয়াদী লক্ষ্য বাস্তবায়নে সাহায্য করে
ii. বাজেটের মাধ্যমে পরিবারের ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়
iii. বাজেটের মাধ্যমে পরিবারের সঞ্চয় করার অভ্যাস সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৮. অনিয়মিত ব্যয় বা মূলধন জাতীয় ব্যয়ের কারণে পরিবারে কোনটি বৃদ্ধি পায়?
Ο ক) দায়
Ο খ) আয় উদ্বৃত্ত
Ο গ) সম্পত্তি
Ο ঘ) ঘাটতি
সঠিক উত্তর: (গ)
১১৯. পারিবারিক বন্ধনকে অনেক বেশি উপভোগ করার যায় কীসের মাধ্যমে?
Ο ক) সঠিকভাবে হিসাব নিরীক্ষা
Ο খ) হিসাব নিকাশে স্বচ্ছতা ও সুষ্ঠু পরিকল্পনা
Ο গ) হিসাব সুষ্ঠু লিপিবদ্ধকরণ
Ο ঘ) হিসাবের জবাবদিহিতার
সঠিক উত্তর: (খ)
১২০. পরিবারের আর্থ-সামাজিক অবস্থার ওপর পারিবারিক বাজেটের কি নির্ভর করে?
Ο ক) বাস্তবতা
Ο খ) পরিকল্পনা
Ο গ) প্রকৃতি
Ο ঘ) উদ্দেশ্য
সঠিক উত্তর: (ক)
১২১. পরিবারের আর্থিক দুর্বলতা খুঁজে বের করা এবং সংশোধনীর প্রতিষেধক হিসাবে কাজ করে কোনটি?
Ο ক) পারিবারিক বাজেট
Ο খ) পারিবারিক আয়-ব্যয়
Ο গ) পারিবারিক হিসাব ব্যবস্থা
Ο ঘ) ভবিষ্যত পরিকল্পনা
সঠিক উত্তর: (গ)
১২২. পারিবারিক বাজেট নমনীয় হবে কেন?
Ο ক) কোনো একটি খরচ বেড়ে গেলে যেন অন্য একটি খরচ কমানো যায়
Ο খ) যুগোপযোগী বাজেট প্রণয়নের জন্য
Ο গ) পারিবারিক বাজেটে শৃঙ্খলা আনয়নের জন্য
Ο ঘ) সম্ভাব্য আয়ের উৎস স্থির বলে
সঠিক উত্তর: (ক)
১২৩. হিসাব নিরীক্ষার প্রয়োজন হয় না কোন প্রতিষ্ঠানে?
Ο ক) শিক্ষা প্রতিষ্ঠান
Ο খ) দাতব্য প্রতিষ্ঠান
Ο গ) সরকারি প্রতিষ্ঠান
Ο ঘ) পরিবার
সঠিক উত্তর: (ঘ)
১২৪. পরিবারের দৈনন্দিন বাজার খরচ কোন জাতীয় ব্যয়?
Ο ক) মূলধন জাতীয় ব্যয়
Ο খ) মুনাফাজাতীয় ব্যয়
Ο গ) মোট ব্যয়
Ο ঘ) নিট ব্যয়
সঠিক উত্তর: (খ)
১২৫. সুষ্ঠু হিসাব নিকাশের মাধ্যমে -
i. সম্পদ বৃদ্ধি পায়
ii. ভোগ প্রবণতা হ্রাস পায়
iii. সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৬. পরিবারে সুষ্ঠু পরিকল্পনা সম্ভব হয় কখন?
Ο ক) পরিবারের সবাই একত্রিত হলে
Ο খ) কর্তা প্রচুর আয় করলে
Ο গ) হিসাব নিকাশে স্বচ্ছতা থাকলে
Ο ঘ) পারিবারিক শৃঙ্খলা বজায় থাকলে
সঠিক উত্তর: (গ)
১২৭. পারিবারিক আর্থিক বিবরণীতে আয়-ব্যয় বিবরণী প্রস্তুতের মুখ্য উদ্দেশ্য হলো -
i. আয়ের উদ্বৃত্ত নির্ণয়
ii. ঘাটতি নির্ণয়
iii. সমাপনী নগদ উদ্বৃত্ত নির্ণয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২৮. মোঃ কায়েছ আলম তার পরিবারের বাজেট প্রণয়ন করার পর বিশেষ কারণে একটি খরচের পরিমাণ বেড়ে গেল। এ সমস্যা সহজে সমাধানের জন্য তার বাজেটটি কেমন হওয়া উচিত?
Ο ক) বাস্তবধর্মী
Ο খ) যুক্তিসঙ্গত
Ο গ) নমনীয়
Ο ঘ) স্বয়ংক্রিয়
সঠিক উত্তর: (গ)
১২৯. পরিবারের অনিয়মিত ব্যয় কোনটি?
Ο ক) আপ্যায়ন ব্যয়
Ο খ) বাড়ি ভাড়া
Ο গ) জমি ক্রয়
Ο ঘ) ঋণের সুদ
সঠিক উত্তর: (গ)
১৩০. পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য হলো -
i. প্রতিটি পরিবারকে তার কর্তা ব্যক্তি বা অন্যান্য ব্যক্তি থেকে পৃথক বিবেচনা করা হয়
ii. পারিবারিক হিসাব নিকাশের দায়বদ্ধতা না থাকা
iii. পরিবারের লেনদেন বেশির ভাগ নগদে সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩১. কোনটি আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের অনিয়মিত ব্যয়?
Ο ক) মাছ চাষের জন্য পুকুর ইজারা খরচ
Ο খ) হাঁস-মুরগীর চিকিৎসা খরচ
Ο গ) দুগ্ধ খামারের গরুর খাবার খরচ
Ο ঘ) প্রকল্পের পাহারাদারের মজুরি
সঠিক উত্তর: (ক)
১৩২. পরিবার, সমাজ তথা রাষ্ট্রের উন্নয়নের জন্য যেকোনো ব্যক্তি কোন উদ্যোগটি গ্রহণ করতে পারে?
Ο ক) জনসেবামূলক উদ্যোগ
Ο খ) আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ
Ο গ) সরকারি চাকরির উদ্যোগ
Ο ঘ) ব্যবসায় উদ্যোগ
সঠিক উত্তর: (খ)
১৩৩. আলমগীর তার পরিবারের জন্য বাজেট প্রণয়ন করার পর বিশেষ কারণে একটি খরচের পরিমাণ বেড়ে গেল। এ সমস্যা সহজে সমাধানের জন্য তার বাজেটটি কেমন হওয়া উচিত?
Ο ক) বাস্তবধর্মী
Ο খ) যুক্তিসঙ্গত
Ο গ) নমনীয়
Ο ঘ) স্বয়ংক্রিয়
সঠিক উত্তর: (ক)
১৩৪. জনাব মুশফিকুর রহমান তার পরিবারের স্বচ্ছলতার উদ্দেশ্যে পারিবারিক বাজেট প্রস্তুত করার সিদ্ধান্ত নেন। এজন্য তিনি সর্বপ্রথম কোন কাজটি করবেন?
Ο ক) দ্রব্যের মূল্য নির্ধারণ
Ο খ) সম্ভাব্য আয় নির্ধারণ
Ο গ) সম্ভাব্য ব্যয় নির্ধারণ
Ο ঘ) চাহিদা ও গুরুত্ব অনুসারে দ্রব্যের তালিকাকরণ
সঠিক উত্তর: (ঘ)
১৩৫. আনুমানিক আয় অপেক্ষা প্রকৃত আয় বেশি হলে কোনটি হবে?
Ο ক) ঘাটতি বাজেট
Ο খ) ব্যালেন্সড বাজেট
Ο গ) প্রকৃত বাজেট
Ο ঘ) উদ্বৃত্ত বাজেট
সঠিক উত্তর: (ঘ)
১৩৬. পারিবারিক বাজেটের ফলে -
i. আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা হয়
ii. ব্যয় নিয়ন্ত্রণ সহজ হয়
iii. মিতব্যয়ী হওয়া সহজ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৭. ব্যক্তিগত, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক জীবনে প্রতিদিনই আমরা কী আদান-প্রদান করে থাকি?
Ο ক) সালাম-কুশল
Ο খ) বাড়ি-গাড়ি
Ο গ) ধন-দৌলত
Ο ঘ) টাকা-পয়সা, জিনিসপত্র
সঠিক উত্তর: (ঘ)
১৩৮. ব্যক্তি বা পরিবার স্বাবলম্বী হওয়ার জন্য কোনো আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প হাতে নিতে হলে প্রথমে কোনটি করতে হবে?
Ο ক) পারিবারিক বাজেট
Ο খ) প্রকল্প বাজেট প্রণয়ন
Ο গ) প্রকল্পের আয় নির্ধারণ
Ο ঘ) প্রকল্পের ব্যয় নির্ধারণ
সঠিক উত্তর: (খ)
১৩৯. ‘পারিবারিক শৃঙ্খলা’ পারিবারিক হিসাব নিকাশের কী?
Ο ক) প্রয়োজনীয়তা
Ο খ) সুবিধা
Ο গ) বৈশিষ্ট্য
Ο ঘ) উদ্দেশ্য
সঠিক উত্তর: (ক)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: মি. শরীফ একজন স্বচ্ছল চাকুরিজীবী এবং তিনি বিলাসবহুল জীবন উপভোগ করে থাকেন। পরিবারের সদস্য সংখ্যা পাঁচ জন এবং দৈনন্দিন সকল প্রকার ক্রয় কাজের লোকের উপর নিয়োজিত থাকে। কিন্তু বছর শেষে মি. শরীফ দেখেন তার সঞ্চয় উদ্বৃত্তের পরিমাণ খুবই স্বল্প এবং এই প্রেক্ষিতে তিনি তার ব্যবসায় নিয়োজিত কর্মীকে দোষারোপ করেন।
১৪০. বছর শেষে মি. শরীফের স্বল্প উদ্বৃত্ত থাকার কারণ কোনটি?
Ο ক) আয়-ব্যয়ের হিসাব না রাখা
Ο খ) বাজেট প্রণয়ন না করা
Ο গ) আয় বুঝে ব্যয় না করা
Ο ঘ) সদস্য সংখ্যা বেশি থাকা
সঠিক উত্তর: (খ)
১৪১. মি. শরীফ উপরোক্ত সমস্যাটি সমাধানের লক্ষ্যে প্রথমে কোনটি গ্রহণ করবেন?
Ο ক) মূল্য নিরূপণ
Ο খ) সুষ্ঠু পরিকল্পনপা
Ο গ) সম্ভাব্য আয় নির্ধারণ পদ্ধতি
Ο ঘ) কাজের লোক যাচাই
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Accounting