এস.এস.সি রসায়ন অধ্যায় - ৮: রসায়ন ও শক্তি (৭)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৮: রসায়ন ও শক্তি (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৩০১. C2H5OH যৌগটি –
i. পোড়ালে তাপ সৃষ্টি হয়
ii. দাহ্য তরল রাসায়নিক পদার্থ
iii. ফুয়েল সেল এর জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০২. পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত?
Ο ক) 1 : 2
Ο খ) 2 : 1
Ο গ) 2 : 3
Ο ঘ) 3 : 2
 সঠিক উত্তর: (খ)

 ৩০৩. নিচের কোনটি খনিজ জ্বালানি?
Ο ক) হাইড্রোজেন গ্যাস
Ο খ) CO2 গ্যাস
Ο গ) প্রাকৃতিক গ্যাস
Ο ঘ) অক্সিজেন গ্যাস
 সঠিক উত্তর: (গ)

 ৩০৪. আলফা কণা কোনটি?
Ο ক) দ্বিধনাত্মক হিলিয়াম-4
Ο খ) একক ধনাত্মক হিলিয়াম-4
Ο গ) একক ধনাত্মক হাইড্রোজেন-2
Ο ঘ) দ্বিধনাত্মক অক্সিজেন-16
 সঠিক উত্তর: (ক)

 ৩০৫. পানির তড়িৎ বিশ্লেষণে অন্য সব ধাতু ব্যতিরেকে Pt ব্যবহৃত হবার কারণ কী?
Ο ক) Pt দামী মৌল
Ο খ) Pt ভালো বিদ্যুৎ পরিবাহী
Ο গ) Pt রাসায়নিকভাবে নিষ্ক্রিয়
Ο ঘ) Pt এর পারমাণবিক সংখ্যা বেশি
 সঠিক উত্তর: (গ)

 ৩০৬. নিচের কোনটির সম্পৃক্ত জলীয় দ্রবণকে ব্রাইন বলে?
Ο ক) CaCl2
Ο খ) NaCl
Ο গ) KCl
Ο ঘ) NaBr
 সঠিক উত্তর: (খ)

 ৩০৭. সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে কোনটি বিজাড়িত হয়?
Ο ক) সোডিয়াম আয়ন
Ο খ) ক্লোরাইড আয়ন
Ο গ) হাইড্রক্সিল আয়ন
Ο ঘ) পানির অণু
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০৮. ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে অম্লীয় মাধ্যমের দরকার পড়ে না এর কারণ কী?
Ο ক) ব্রাইন অম্লধর্মী
Ο খ) NaCl পোলার যৌগ
Ο গ) NaCl পানিতে অদ্রবণীয়
Ο ঘ) NaCl পানির সাথে বিক্রিয়া করে না
 সঠিক উত্তর: (খ)

 ৩০৯. কোন জাতীয় যৌগ পলিমার গঠন করে?
Ο ক) জৈব এসিড
Ο খ) অ্যালকিন
Ο গ) অ্যালকেজন
Ο ঘ) অ্যালকোহল
 সঠিক উত্তর: (খ)

 ৩১০. কোনটি পানিতে রাখলে পানি গরম হয়?
Ο ক) Ca(OH)2
Ο খ) CaCO3
Ο গ) CaO
Ο ঘ) CaCl2
 সঠিক উত্তর: (গ)

 ৩১১. ফুয়েল সেলের জ্বালানি হিসেবে কোনটি ব্যবহৃত হচ্ছে?
Ο ক) অ্যালকোহল
Ο খ) মিথেন
Ο গ) ইথেন
Ο ঘ) কার্বন ডাইঅক্সাইড
 সঠিক উত্তর: (ক)

 ৩১২. সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন হয় –
i. ক্লোরিন গ্যাস
ii. হাইড্রোজেন গ্যাস
iii. সোডিয়াম হাইড্রক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৩. ৯.১ আন্তঃআণবিক শক্তি তরলের চেয়ে বেশি থাকে --- পদার্থের।
Ο ক) বায়বীয়
Ο খ) কঠিন
Ο গ) তরল
Ο ঘ) বায়বীয় ও কঠিন উভয়
 সঠিক উত্তর: (খ)

 ৩১৪. ড্রাইসেলের অ্যানোডে তড়িৎ বিশ্লেষ্য কোনটি?
Ο ক) MnO2
Ο খ) MnCl2
Ο গ) ZnCl2
Ο ঘ) NH4Cl+ZnCl2
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৫. কোন ধাতুর তৈরি জিনিসপত্রে সহজেই মরিচা ধরে?
Ο ক) লোহা
Ο খ) ক্রোমিয়াম
Ο গ) নিকেল
Ο ঘ) কোবাল্ট
 সঠিক উত্তর: (ক)

 ৩১৬. ব্যাটারিতে ব্যবহৃত ধাতু ও ধাতব যৌগসমূহ মানবদেহে কোন রোগ সৃষ্টি করতে পারে?
Ο ক) জন্ডিস
Ο খ) টাইফয়েড
Ο গ) ব্রঙ্কাইটিস
Ο ঘ) ক্যান্সার
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৭. ভোল্টায়িক কোষের আবিষ্কর্তা কে?
Ο ক) ল্যাভয়সিয়ে
Ο খ) কোসেল
Ο গ) অ্যাভোগেড্রো
Ο ঘ) গ্যালবানি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৮. কোন রাসায়নিক বিক্রিয়ায় তাপ পরিবর্তনকে কী দ্বারা প্রকাশ করা হয়?
Ο ক) ΔA
Ο খ) ΔH
Ο গ) ΔQ
Ο ঘ) ΔT
 সঠিক উত্তর: (খ)

 ৩১৯. যে কোষে গলিত NaCl থেকে Na ধাতু ও H2 গ্যাস তৈরি হয় –
i. সেটি এক বা একাধিক প্রকোস্ট বিশিষ্ট
ii. সেখানে ঋণাত্মক চার্জ যুক্ত আয়ন অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়
iii. সেখানো অ্যানোডে বিজারণ ও ক্যাথোডে জারণ ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩২০. ব্যাটারির অপর নাম কী?
Ο ক) ড্রাইসেল
Ο খ) আই.পি.এস
Ο গ) গ্যালভানি সেল
Ο ঘ) সঞ্চায়ক কোষ
 সঠিক উত্তর: (ক)

 ৩২১. কোনটির সাহায্যে ব্যাটারী তৈরী করা হয়?
Ο ক) ভোল্টমিটার
Ο খ) স্থির রোধ
Ο গ) কোষ
Ο ঘ) ফিউজ
 সঠিক উত্তর: (গ)

 ৩২২. নিচের কোনটি ফটোক্যামিকেল ধোঁয়ার উপাদান –
Ο ক) নাইট্রোজেন ডাইঅক্সাইড
Ο খ) কার্বন ডাইঅক্সাইড
Ο গ) মিথেন
Ο ঘ) সব কয়টি
 সঠিক উত্তর: (ক)

 ৩২৩. নিউক্লিয়ার বিক্রিয়ায় –
i. প্রোটন সংখ্যার পরিবর্তন হয়
ii. প্রচুর শক্তি উৎপন্ন হয়
iii. পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৪. ধাতুসমূহ ভালো বিদ্যুৎ পরিবাহী কেন?
Ο ক) ধাতুসমূহ আয়নিক যৌগ গঠন করে বলে
Ο খ) সাধারণ তাপমাত্রায় ধাতুসমূহ কঠিন বলে
Ο গ) ধাতুসমূহে বিমুক্ত ইলেকট্রন থাকে বলে
Ο ঘ) ধাতুসমূহ ধনাত্মক আয়ন সৃষ্টি করে বলে
 সঠিক উত্তর: (গ)

 ৩২৫. সর্বাধিক পরিচিত ড্রাইসেলটির নাম –
Ο ক) ড্যানিয়েল সেল
Ο খ) ল্যাকলেন্স সেল
Ο গ) ভোল্টাসেল
Ο ঘ) নিম্ফসেল
 সঠিক উত্তর: (খ)

 ৩২৬. CH4+Cl2=CH3Cl+HCl বিক্রিয়াটি –
i. দ্বি-বিয়োজন
ii. তাপহারী
iii. ΔH = -99kJ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩২৭. নিচের কোনটি চুনের পানিকে ঘোলা করে?
Ο ক) অক্সিজেন
Ο খ) কার্বন
Ο গ) কার্বন ডাইঅক্সাইড
Ο ঘ) কার্বোনিল
 সঠিক উত্তর: (গ)

 ৩২৮. বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াস তৈরির প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) ফিউসন
Ο খ) তেজস্ক্রিয়তা
Ο গ) বিস্ফোরণ
Ο ঘ) ভাঙন
 সঠিক উত্তর: (খ)

 ৩২৯. আলো কীভাবে চারদিকে ছড়িয়ে পড়ে?
Ο ক) তড়িৎ চুম্বকীয় রশ্মি হিসেবে
Ο খ) বিকীর্ণ রশ্মিরূপে
Ο গ) ইথারের মাধ্যমে
Ο ঘ) বাস্তবে সম্ভব না
 সঠিক উত্তর: (ক)

 ৩৩০. অ্যানোডে কোনটি ঘটে?
Ο ক) ইলেকট্রন গ্রহণ
Ο খ) ইলেকট্রন প্রদান
Ο গ) প্রোটন গ্রহণ
Ο ঘ) প্রোটন প্রদান
 সঠিক উত্তর: (ক)

 ৩৩১. কম সক্রিয় ধাতু কোথায় ব্যবহৃত হয়?
Ο ক) অ্যানোডে
Ο খ) ক্যাথোডে
Ο গ) তড়িৎ পরিবাহী
Ο ঘ) তড়িৎ বিশ্লেষ্য
 সঠিক উত্তর: (খ)

 ৩৩২. মৌলসমূহের একে অপরের সাথে যুক্ত হওয়ার শক্তি –
Ο ক) পারস্পরিক বন্ধন
Ο খ) মৌলিক বন্ধন
Ο গ) রাসায়নিক বন্ধন
Ο ঘ) যৌগিক বন্ধন
 সঠিক উত্তর: (গ)

 ৩৩৩. বরফকে উন্মুক্ত অবস্থায় রেখে দিলে –
i. বরফ তাপ শোষণ করবে
ii. বরফ গলতে শুরু করবে
iii. বরফের আয়তন বাড়বে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৩৪. বিশুদ্ধ জ্বালানি –
i. স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর নয়
ii. কাঠ, কয়লা, প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে উৎপন্ন করা কঠিন সাধ্য
iii. পরিবেশের জন্য ক্ষতিকর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৩৫. ‘গ্লুকোজ সেন্সরে’ তড়িৎ বিশ্লেষ্য কোনটি?
Ο ক) পাতলা ধাতুর আবরণ
Ο খ) গ্লুকোজ
Ο গ) রক্ত
Ο ঘ) হাতের চামড়া
 সঠিক উত্তর: (গ)

 ৩৩৬. ধাতব বাই কার্বনেটের সাথে জৈব এসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
Ο ক) C, H2O, জৈব লবণ
Ο খ) CO2, H2, অজৈব লবণ
Ο গ) অজৈব লবণ, CO2
Ο ঘ) জৈব লবণ, H2O
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৭. তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কোনো ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) রিসাইক্লিং
Ο খ) পিউরিফাইং
Ο গ) ইলেকট্রোপ্লেটিং
Ο ঘ) সেনসয়িং
 সঠিক উত্তর: (গ)

 ৩৩৮. যেকোনো রাসায়নিক পরিবর্তনে –
i. শক্তির উদ্ভব হয়
ii. শক্তি শোষিত হয়
iii. শক্তি বিনষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৩৯. ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে লোহাতে কোন কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
Ο ক) Zn, Cu
Ο খ) Zn, Mg
Ο গ) Mg, Al
Ο ঘ) Zn, Al
 সঠিক উত্তর: (খ)

 ৩৪০. পানির অবস্থাভেদ – i. তরল পানি ii. বরফ iii. জলীয়বাষ্প নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪১. লিথিয়াম ব্যাটারিতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) CoO
Ο খ) CoO2
Ο গ) PbO2
Ο ঘ) MnO2
 সঠিক উত্তর: (খ)

 ৩৪২. ড্যানিয়েল কোষে ব্যবহৃত U-আকৃতির অংশটির নাম কী?
Ο ক) ক্যাথোড
Ο খ) অ্যানোড
Ο গ) লবণসেতু
Ο ঘ) বিক্রিয়া সংঘটক
 সঠিক উত্তর: (গ)

 ৩৪৩. CH3-CH3(g)+Cl2(g)→CH3CH2Cl(g)+HCl(g)+ΔH; বিক্রিয়াটির ΔH –
Ο ক) -97 kJ
Ο খ) -99 kJ
Ο গ) 99 kJ
Ο ঘ) 98 kJ
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৪. সব শক্তির উৎস কী?
Ο ক) তাপ
Ο খ) আলো
Ο গ) সূর্য
Ο ঘ) পানি
 সঠিক উত্তর: (গ)

 ৩৪৫. Cl – Cl বন্ধন ভাঙতে কত কিলোজুল শক্তির প্রয়োজন?
Ο ক) 244
Ο খ) 414
Ο গ) 326
Ο ঘ) 431
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৬. ফুয়েল সেলের জ্বালানি কোনগুলো?
Ο ক) মিথানল, ইথানল
Ο খ) ইথানল
Ο গ) ইথানল, পেট্রোল
Ο ঘ) অ্যালকোহল
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৭. আমেরিকার মোটরগাড়িসমূহে পেট্রোলের সাথে শতকরা কত ভাগ ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহার করা হয়?
Ο ক) 5 ভাগ
Ο খ) 10 ভাগ
Ο গ) 15 ভাগ
Ο ঘ) 50 ভাগ
 সঠিক উত্তর: (খ)

 ৩৪৮. বৈদ্যুতিক তার কোনটি দ্বারা তৈরি?
Ο ক) Ca
Ο খ) Al
Ο গ) Sn
Ο ঘ) Cu
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪৯. নিচের কোনটি জীবাণু নাশক হিসাবে ব্যবহৃত হয়?
Ο ক) হাইড্রোজেন গ্যাস
Ο খ) ক্লোরিন গ্যাস
Ο গ) ফ্লোরিন গ্যাস
Ο ঘ) ব্রোমিন গ্যাস
 সঠিক উত্তর: (খ)

 ৩৫০. ফুয়েল সেলে নিচের কোনটি বিজাড়িত হয়?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) অক্সিজেন
Ο গ) কার্বন
Ο ঘ) নাইট্রোজেন
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post